নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

||একটা চড়ুই কিংবা ঘাসফুল||

১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭



সালটা আনুমানিক ৩২৭৫

এক অতিমানবীয় শহর দাঁড়িয়ে আছে তার আধখানা শরীর নিয়ে। পেছনে সূর্যটা হেলবন দিয়ে আছে মধ্যযুগীয় দেহপসারিণীর মতো।
নির্লজ্জ বেহায়া।
যেন শেষ হয়ে আসা মুহূর্তে অতি অল্পের বিনিময়ে বিকিয়ে দিতে চায় নিজের শেষাংশ।

ফুরিয়ে যাওয়া পৃথিবীর কোন এক কোণে একটা ঘাসফুল যদি উঁকিঝুঁকি দেয় যদি কোন এক অবেলায় হঠাৎ কোন চড়ুই ফুড়ুৎ করে ভাঙা কার্নিশে উড়ে এসে বসে বিরস মুখে ঝিমাতে থাকে। লণ্ডভণ্ড শহরটা যান্ত্রিকতা ভেঙে উঠে দাঁড়াবে। হন্যে হয়ে খুঁজবে এক অষ্টাদশী বালিকাকে।

আধা রোবটিক কোন মন হয়তো ইট বালু লোহার স্তুপ ঘেটে খুঁজে আনবে একমুঠো সবুজ। আর ঐ আধখানা শরীরের ভয়াল দর্শন শহরের কোন হিমশীতল ঘরে বন্দিনীর নির্লিপ্ত ঠোঁটে নামাবে শতকের প্রথম চুম্বন। সারা মুখে বুকে লেপ্টে দেবে মুঠোভরতি সবুজ।

কতশত বর্ষের ঘুম ভেঙে ছোট্ট তুলতুলে হাতে স্পর্শ নেবে অর্ধমানবের। সেই যন্ত্রমানবের বুকে হাত দিয়ে অনুভব করবে ধীর কিন্তু স্পষ্ট বেঁচে থাকার প্রমাণ। নিস্পৃহ চোখে হারিয়ে যাবে অন্ধকারাবৃত বিজ্ঞানের আধিপত্যে যেখানে একটি কবিতার জন্য ট্রয় নগরী ধ্বংস হয়েছিল দ্বিতীয়বার। ব্যস্ততা হারিয়ে অবসাদগ্রস্ত মানুষ দলে দলে হারিয়ে গেছিল হেমলকের বিষে। নতুন শিশুর জন্য পৃথিবীর কান্না শত আলোকবর্ষ দূরেও শোক জন্ম দিয়েছিল।

সাক্ষী হয়ে সেই সভ্যতার কর্দমাক্ত জলাশয়ের টলমলে পায়ে এসে দাঁড়াবে শহরের রাস্তায়। বিষাক্ত বাতাসে নীল হয়ে আসবে তার মুখ। তবু এগিয়ে যাবে। সূর্যের কাছে। বহুদিনের অদেখা রয়েছে যে।

হাত বাড়িয়ে খুঁজে নেবে রোবটিক প্রেম। দীর্ঘতর হতে থাকা ছায়া দুটো ঢেকে দেবে শহরের বুকচেপে বসা হাহাকারদের। সেই সাথে প্রতীক্ষা আরেক অপেক্ষার। সূর্য ডোবার অপেক্ষা।


ইহা একটি ভয়াবহ কল্পনাবলে সৃষ্ট মুক্তগদ্য। বিজ্ঞানে আমার প্রেম নেই। তাই বলে তিতিক্ষেও না। তবু মনে হয় কেন জানি আমরা দিনদিন যন্ত্র হয়ে যাচ্ছি। যার শেষটা দুঃস্বপ্নের মতো হবে। আমরা ভুলেই গেছি হয়তো একটা চড়ুই কিংবা ঘাসফুলের কথা।

শুভ্র

মন্তব্য ৬২২ টি রেটিং +২০/-০

মন্তব্য (৬২২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১০

তার আর পর নেই… বলেছেন: কল্পনা করতে কষ্ট হইছে আমারও। :( :(

১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার হয় নাই। :) :)

২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৩

রিকি বলেছেন: ইহা একটি ভয়াবহ কল্পনাবলে সৃষ্ট মুক্তগদ্য।

আমারও তাই মনে হল !!!! ;)

১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: B-) B-)

ভয়াবহ!!

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৪

আবু শাকিল বলেছেন: মুগ্ধ শব্দ দ্বারা সৃষ্ট কল্পনা শক্তি। তোর কল্পনা শক্তি খুব ভয়ংকর রে
ডরাইছি-
এখানে এসে ভাবছিলাম পুরাই গেল। না।
ট্রয় কে নিয়ে আরেকটা যুদ্ধ হয়েছিল :)
"হারিয়ে যাবে অন্ধকারাবৃত বিজ্ঞানের আধিপত্যে যেখানে একটি কবিতার জন্য ট্রয় নগরী ধ্বংস হয়েছিল দ্বিতীয়বার।
(+*)
+

১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: এইরকম দুইএকটা মন্তব্য পাইলে মন চায় খাতাপত্র সব ঝাঁঝরা করে ফেলি। তবে লাগাম টেনে দেয়। ভুলগুলো ধরিয়ে দেয়। তখন নতুন করে আরেকটা শুদ্ধ কবিতা লেখা অপচেষ্টা করি। পুরো ভারসাম্য নিয়ে চলছি। হা হা হা হা :) :) :) :)

বিজ্ঞানের আধিপত্য এতোটাই যে কিছু মানুষতো বিদ্রোহ করবেই। আজ না হোক আগামীতে। তাই তো মনে হয়। :``>>

এক্সট্রা কথাঃ আপনের মুখে তুইডা ভালো লাগতেছে।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৮

সুমন কর বলেছেন: চড়ুই কিংবা ঘাসফুলের জন্য রোবটিক কথামালা ভালো হয়েছে।
+।

১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: কিছু ঘাসফুল আর একটা চড়ুই দিলাম আপনাকে দাদা। :)


ভালো থাকুন। সতত।

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ইটের সভ্যতা গ্রাস করছে সবুজ শ্যামলিমাকে , সাথে মানুষগুলিও বাদ যাচ্ছেনা । আমরা হয়ে যাচ্ছি পাথুরে মানব ।
আপনার কল্পনাশক্তি ও মুক্তগদ্য দুটিই ভাল লাগলো ।

১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: সভ্যতা নির্ভর জীবনযাপনে যদি অভ্যেসটা রয়ে যায় মাটির সোঁদা গন্ধের তবে কিন্তু অন্য কথা। কিন্তু আমরা আটকে যাচ্ছি ইট বালু সিমেন্টে।

পাথুরে মানব ~ ভালো বলেছেন।

উচ্ছ্বসিত হলাম মন্তব্যে ভাইয়া।

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০১

শাহরিয়ার কবীর বলেছেন: কল্পনার জগৎ এর শেষটা দেখা হল না.............

১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: কল্পনাই না হয় করে নিন। :)

ভালো থাকবেন। সবসময়।

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪০

মারুফ তারেক বলেছেন: বেঁচে থাকুক বিজ্ঞান প্রকৃতির কোলে। বাইরে আসলে কি জানি হয়? চমৎকার একটি লিখা। ধন্যবাদ।।

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেঁচে থাকুক বিজ্ঞান প্রকৃতির কোলে।
সেটাই। যুক্ত থাকুক। আমার ম্যাসেজটাও সেইম।

আমার ব্লগে প্রথম মন্তব্যে অসংখ্য ভালো লাগা। শুভেচ্ছা সতত।

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১

তামান্না তাবাসসুম বলেছেন: অনেক সুন্দর কবিতা।
শুভকামনা ভাইয়া :)

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: কথিত সুন্দর কবিতায় সুন্দর মন্তব্যে অনেক অনেক উচ্ছ্বসিত। ভালো থাকা হোক। সবসময়।

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৮

অপর্ণা মম্ময় বলেছেন: আমার কাছে ভালো লেগেছে পড়তে

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: সেটা জেনে আমার অনেক ভালো লাগল অর্পণা মন্ময়। :)

কবিতা পাঠে কৃতজ্ঞতা। ভালো থাকুন। সতত।

১০| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১২

কাবিল বলেছেন: কল্পনার জগতে আছি।
এর আগে আপনার ফেবুতে পড়েছিলাম।

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: একটু বাইরে আসেন। কথা বলি। :)

ফেবুতে!!! :| আমি তো আপনারে পাই না। এ তো ঠিক না। এ তো আংশিক কানামাছি ভোঁ ভোঁ যারে পাবি তারে ছোঁ... ফেবু লিংক দ্যান। অক্ষনি।

১১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২

ফেরদৌসা রুহী বলেছেন: আপনার ভয়াবহ কল্পনায় লেখাটা পড়তে ভালই লেগেছে।

আমি ভয়াবহ কল্পনা করতে পারিনা।

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: কল্পনা করুন। ভয়াবহ না হোক। সুন্দর হোক। তবুও চলুক কল্পনাবিলাস।

খুশি হলাম জেনে ভালো লেগেছে লেখাটা। :)

১২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

জুন বলেছেন: ভয়ংকর ভবিষ্যত দিশেহারা। ভালোলাগলো রোবোটিক প্রেম।
+

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভবিষ্যৎ যখন বর্তমানে এসে দাঁড়াবে তখন কি আর রোবটিক প্রেম ভাল লাগবে জুনাপু?

দিশেহারাই হতে হবে।। :)

ভালো থাকুন। সবসময়।

১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৯

নীলপরি বলেছেন: ভয়াবহ কোথায়? কেউ তো থাকবে না সবুজ খোঁজার জন্য। আর হ্যা, এ। সি ঘরে বসে চড়ুইপাখির বাসাটার অভাব বোধ করি। তবে জেনে ভালো লাগলো যে, ৩২৭৫ সালেও চড়ুইয়ের কথা কেউ মনে করবে ।

লেখাটা তো খুব ভালো লেগেছে । কিন্তু কাকে জানাবো ? শুভ্রকে না রাজপুত্রকে ?

শুভসন্ধ্যা :)

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: পরিবানু সর্বদা রাজপুত্রকেই জানাবে।

কেউ মনে রাখবে না মনে হয় চড়ুই এর কথা। সবাই যান্ত্রিকতায় পরাস্ত হবে। অভাববোধ নিয়ে থেকো না। খুঁজে বের করো কোন চড়ুইএর বাসা। তারপর ক্যাপচার করে আনো মোবাইলে। টানিয়ে দাও আটোসাটো চারদেওয়ালের কোন একটায়। কংক্রিটে কিছুটা সবুজ হবে ওই ছবি। :)

১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫

গুলশান কিবরীয়া বলেছেন: বাহ !! সুন্দর কাব্যিক ভঙ্গিমায় দূরদৃষ্টি ! এক সময় হয়তো এই আমাদের মত ন্যাচারাল মানুষরা কেউ থাকবো না , থাকলেও থাকবো মিউজিয়ামে সংরক্ষিত । থাকবে সিনথেটিক হিউম্যান , থাকবে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স । সাইন্টিস্টরা তো দাবী করছে মানুষের মতই ইমশন থাকবে ওদের । কে জানে কতদূর কি হয় ...

অসাধারণ হয়েছে কাব্যমালা , সাথে সাথে বিষয়বস্তুও ।

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর অর্থ ও সঙ্গতিপূর্ণ মন্তব্যের জন্য কৃতজ্ঞতা। সুদূর ভবিষ্যৎ এ কি হবে সেটা সত্যিই অজানা। অনুমেয়ও নয়। তবে মানুষের মাঝে বিবেক কিংবা মন যে অনুপস্থিত থাকবে তা নিশ্চিত। তাই সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আধা জৈবিক যন্ত্র গুলোই ভালো হবে বোধকরি।

১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭

কাবিল বলেছেন: ফেবুতে মন্তব্যও করেছিলাম।
ঠিকাছে, অনুরোধ পাঠালাম।

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রচুর বেখেয়ালি আমি। মাইন্ড কইরেন না কাবিল ভাই। রিকু এক্সেপ্ট করছি। ভালো থাকবেন। :)

১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩০

দীপংকর চন্দ বলেছেন: ৩২৭৫!!!

শত সহস্র আশঙ্কা শত সহস্র সম্ভাবনা জড়ানো সময় হয়তো!!!

ভাবনার সাথে থাকলাম শুভকামনাসহ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ দাদা। আশঙ্কা আর সম্ভাবনার সহাবস্থানে ত্রাস ছাড়া আর কিছুই জন্মায় না।

ভালো থাকুন দাদা। আর ক্যাপ্টেন ভালো হয়েছে।

১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২১

কল্লোল পথিক বলেছেন: বাহ! চমৎকার কবিতা
নিরন্তর শুভ কামনা কবি।
বজায় থাকুক অবিরাম পথ চলা।

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: চমৎকার মন্তব্যে উচ্ছ্বসিত।

ভালো থাকুন আপনিও। অনিঃশেষ শুভকামনা।

১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২০

জনম দাসী বলেছেন: এই নেন রাজপুত্র আননের লাহান চড়ুই ... ফুরুত-ফারুত... এই নেন রাজপুত্র আননের লাহান চড়ুই ... ফুরুত-ফারুত...





ঘাসফুল খুজতাছে, পাইলে আপনের অইহানে দিয়া আইবো নে।




কবিতা... ++++++++++++++++++

''আমরা ভুলেই গেছি চড়ুই কিংবা ঘাসফুলের কথা''

শুভ কামনা রাজপুত্র.........

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: চড়ুই বুইঝা পাইলাম আর ঘাসফুলের অপেক্ষায় থাকলাম।

চড়ুইটা মনে হয় শাওয়ার নিয়ে উঠলো। তাইতো মনে করিয়ে দিলাম ভুলে যাওয়াদের কথা।

শুভকামনা রইল আপনার জন্যেও।

১৯| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২১

জনম দাসী বলেছেন:

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আপু।
ভালো থাকবেন। সতত।

২০| ১৪ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০৬

রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য হয়েছে।পড়তে বেশ ভালো লাগল
+++

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা জানালাম মন্তব্যে আমিও।

ভালো থাকবেন। সবসময়। শুভকামনা।

২১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১৩

ডি মুন বলেছেন: সূর্যটা হেলবন দিয়ে আছে ---- হেলবন শব্দটা বুঝিনি। এটা কী টাইপিং মিসটেক ?

সবুজ হারিয়ে রোবটিক প্রেমহীন সময়ের কথা আর আক্ষেপের গদ্য ভালো লেগেছে।
শুভেচ্ছা রাজপুত্রকে।

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: মুন ভাই,

হেলবন শব্দটা হেলান দেওয়া অর্থে ব্যবহার করেছি। হেলান টা ক্যামন শোনাচ্ছিল তাই মোডিফাই করে দিয়েছি। :) জানি না হেলবন আছে কিনা!!! :|

ভালো লাগায় প্রেরণা পেলাম।
শুভকামনা জানবেন। ভালো থাকবেন।

২২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯

ঈশান আহম্মেদ বলেছেন: পর পর তিনবার পড়লাম।প্রতিবারই মন ছুয়ে গেলো।ভয়ংকর সুন্দর কল্পনাশক্তি আপনার।সত্যিই কি একদিন পৃথিবী একটা ঘাসফুল ও উঠানে বসে থাকা একটা নিসংঙ্গ চড়ুই পাখির জন্য কাদবে?

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ ঈশান আহম্মেদ

যেভাবে আধুনিকতার নামে যন্ত্রনির্ভর হয়ে পড়ছি দিনদিন তাতে চড়ুই পাখি দেখতে ক্যামন তাই হয়তো এযুগীয় ছেলেমেয়েরা জানে না। তাতে মনে হয় না চড়ুই এর অভাববোধ খুব বেশি অসম্ভব। ভালো থাকবেন।

২৩| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮

নীলপরি বলেছেন: হুম বুঝলাম।
দারুন আইডিয়া ।
চড়ুইকে মনে রাখবে না বললেই হোলো ? তখন হয়ত রোবট চড়ুই থাকবে ঝাঁ চকচকে একটা বাসায় , রাজপুত্রের প্রাসাদপুরীর কোনো এক কোনে।

চড়ুইয়ের জন্য শুভকামনা । :)

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: চড়ুই থাকবে তবে যান্ত্রিক নয় জীবন্ত। রাজপ্রাসাদে কিংবা এসির আরামদায়ক উষ্ণতায়ও নয়। থাকবে চিলেকোঠার কোন এক কোণে। সেখানে হয়তো পরিবানুর বাস হবে না। তবে কোন এক দুপুরে হয়তো আসবে। চড়ুইভাতি খেলার ছলে। বিলাসিতা ছেড়ে বিলাসিনী হতে।

২৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯

ভ্রমরের ডানা বলেছেন: পেছনে সূর্যটা হেলবন দিয়ে আছে মধ্যযুগীয় দেহপসারিণীর মতো।
নির্লজ্জ বেহায়া।
যেন শেষ হয়ে আসা মুহূর্তে অতি অল্পের বিনিময়ে বিকিয়ে দিতে চায় নিজের শেষাংশ।

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: যদি সূর্য ঝুলে যায় কোনদিন দেখে নিয়েন ডানা ভাই আমার এই লাইনগুলো সত্য হয়ে যাবে।
পৃথিবীর প্রথম পাতায় স্টিকি হয়ে থাকবে। B-)

২৫| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০

ভ্রমরের ডানা বলেছেন: ভাই এই টা খুব মজার ছিল।

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)

২৬| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৪

মনিরা সুলতানা বলেছেন: আমার কেন যেন মনে হয় নিজের প্রয়োজনেই মানুষ প্রকৃতি রক্ষা করবে এক সময় ।
কল্পনার জয় হোক :)

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: পু ক্যামন আছো?

সেই সময়টা কখন আসবে! :(

২৭| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

আলোরিকা বলেছেন: ইহা একটি ভয়াবহ কল্পনাবলে সৃষ্ট ভয়াবহ সুন্দর মুক্তগদ্য!

এই লেখাটা পড়ে বুঝলুম কেন ভাইয়ার নাম দিশেহারা ;)

পোস্টে +++++ অনেক অনেক শুভ কামনা :)

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভয়াবহ সুন্দর মুক্তগদ্য
:) থ্যাংকুউউউ...

দিশে হারা আমার। :|

শুভকামনা রইল আপনার জন্যেও।

২৮| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বেশ কল্পনাশক্তিতো আপনার..!

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ তনিমা। কল্পনা তো সবার মাঝেই আছে। একটু খোঁড়াখুঁড়ির প্রয়োজন মাত্র।
আমি প্রচুর কল্পনাবাজ। যখন ছোট ছিলাম তখন রাত হলে আমার খুব আনন্দ হতো। কেননা ঘুমাতে গিয়ে ঘুম না আসা পর্যন্ত নিজের ইচ্ছেমতো প্রিয় জিনিসগুলো নিয়ে স্বপ্ন দেখতাম। জেগে জেগেই। :) :`> যদিও অনেকেই এই অতি ভালো লাগা কাজটা ছোট থাকতে করেছে।

২৯| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬

অভ্রনীল হৃদয় বলেছেন: অনবদ্য চমৎকার! লেখায় একরাশ মুগ্ধতা ছুঁয়ে গেলো। আপনার কল্পনা শক্তি দেখে সত্যিই অবাক হচ্ছি। এখন আমারও আপনার মতো করে কল্পনা করতে ইচ্ছে করছে। ভালো থাকুন সবসময়।

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুরু করে দিন ভয়াবহ কিছু। :)


আপনার গল্পগুলোও কিন্তু অসাধারণ হয়। লিখে চলুন নিরন্তর। ভয়াবহ ভালো কিছু অবশ্য হবে। :)

৩০| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬

অভ্রনীল হৃদয় বলেছেন: অনবদ্য চমৎকার! লেখায় একরাশ মুগ্ধতা ছুঁয়ে গেলো। আপনার কল্পনা শক্তি দেখে সত্যিই অবাক হচ্ছি। এখন আমারও আপনার মতো করে কল্পনা করতে ইচ্ছে করছে। ভালো থাকুন সবসময়।

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: দ্বিতীয়বার ধন্যবাদ। :)

৩১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১১

মায়াবী রূপকথা বলেছেন: ভাল লেগেছে পড়ে দিশেহারা রাজপুত্র। সুন্দর লিখেছেন :)

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: জেনে ভালো লাগল রূপকথা। :)

রাজপুত্র তো এখানেই আছে। রূপকথাও চলে এসেছে। এবার রাজকন্যা নিকের কেউ আসলে হয়। তাহলেই ফ্যামিলি কম্পলিট হবে।

৩২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৭

নীলপরি বলেছেন: তো সেখানে শুভ্রর বাস হবে বুঝি ? আরে , পরি বিলাসিতা কোথায় করল ? নিজে এতোবড় প্রাসাদ বানিয়েছে যে , তার ভিতরে যেতে যেতেই ডানা যায় যয় অবস্থা !

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম পরি সেখানে বাস হবে শুভ্রর। আর বিলাসিনী হতে হলে বিলাসিতা করতে তো হবেই। :)

প্রাসাদ! তা বটে! তবে তা ইট পাথরের না এটা কনফার্ম।
এখন থেকে খোলামাঠে থাকবো। যখন তখন পরি আসুক। :)

৩৩| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৯

তুষার আহাসান বলেছেন: ভাব ও ভাবনার কাব্যিক প্রকাশ।
+ না দিলে পাপ হবে।

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)

পাপ না করার জন্যে ধন্যবাদ তুষার।
আমার ব্লগে স্বাগতম।
ভালো থাকুন।
শুভকামনা।

৩৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৯

আরণ্যক রাখাল বলেছেন: এই জন্যই সবাইকে আরণ্যক হতে বলি| আমার কারবারই চড়ুই আর ঘাসফুল নিয়ে!
চমৎকার গদ্য|
আমার একটা খারাপ অভ্যেস কি জানো, একটু অতিরিক্ত কমপ্লিকেটে গদ্যের ছলাকলা ভাল লাগে!
কিছু বহুল প্রচলিত শব্দ আছে কোথাও কোথাও, এটা আমার চোখে লেগেছে|
যাই হোক, রাজপুত্র রাজকুমারীকে ছেড়ে ঘাসফুলকে কেন লাইন দিচ্ছে?

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম ঠিক তাই।

একদিন আমি আরণ্যক হয়ে যাবো
এই শিরোনামে একটা কবিতা হলে ক্যামন হয়?? :)

আমার কাছে কিন্তু মিশেলটা ভালো লাগে। টেস্ট তো ভিন্ন হবেই। তারপরও পাঠক আরণ্যকের ইচ্ছের দামটা অনেক।

একটু এভয়েড করছি এতে নাকি প্রেম বাড়ে। B-)

ভালো থেকো আরণ্যক।

৩৫| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯

লালপরী বলেছেন: ততদিন বাচার সম্ভাবনা নাই :(

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: এ যে লালপরী!!! :)

কারো সম্ভাবনা নেই। তা নিশ্চিত। তাই বলে ভাববো না কেন?
ভালো থাকা হোক লালপরি। উপস্থিতিতে ভালো লাগা।

৩৬| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩০

নীলপরি বলেছেন: হুম জানি , ইট , পাথরের না । সোনা ,হীরে দিয়ে তৈরী প্রাসাদ । আর রাজপুত্তুর খোলা মাঠে থাকলে তার প্রজারা পরির গর্দান নেবে ।তখন ?

শুভরাত্রি ।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: কেউ গর্দান নেবে না।
এতো ভালো কারো আর যাই হোক গর্দান নেওয়া যায় না।

যেদিন সূর্যের সাথে প্রেম হলো রাত্রি অন্ধকারের চাদর জড়িয়ে নিল।
লাইনটা তোমার। গিফট। :)

৩৭| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫

প্রামানিক বলেছেন: এক হাজার দুই শত ষাট বছর আগামীর ভবিষ্যত কথামালা পড়ে টাস্কি লেগে গেলাম। ভুত ভবিষ্যতের কাব্য কথামালা চমৎকার হয়েছে। ধন্যবাদ

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: :) :) :)

মন্তব্যে মজা পেলাম আপনার ছড়ার মতো। টাস্কিত করার জন্য উচ্ছ্বসিত। ;)
ভালো থাকুন।

৩৮| ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৪

নীলপরি বলেছেন: বাহ ! উপহার , তাও যদি হঠাৎ বিনাকারনে আসে , তবে তার আনন্দটা বেশী হয় । ভালো লাগলো লাইনটা ।

শুভ পৌষ পার্বন ।

১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: আহা। এসবের কি দরকার ছিল!!! লজ্জায় পড়ে গেলুম। :`> [বাই দা ওয়ে রাতে কি খাওয়ানো হচ্ছে।]

বিষয়টা হলো পরিবানু কি হাতপাখা নিয়া আসছে? নাকি ভুলে গেছে?

পরির জন্যে

৩৯| ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৫

নীলপরি বলেছেন: এই ঠান্ডায় পাখা ? তাও হাত পাখা ? কি হবে ?

ফুলটা সুন্দর ।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: শেইভ করবো হাতপাখা দিয়ে। B-)

:) :) :)

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ইয়ার্কি করলাম। আবার মাইন্ডে নিয়ে বইসে থাইকো না। :(

৪০| ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: যান্ত্রিক জগতের ব্যাখ্যা । ভাল লেগেছে । মুক্তগদ্যে তো কল্পনাকেই পুরোদমে ঢেলে দিতে হয়, সে দিক থেকে তো যথার্থই ।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা মন্তব্যে।

ভালো থাকুন। সবসময়। :)

৪১| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৭

আরণ্যক রাখাল বলেছেন: একদিন আমি আরণ্যক হয়ে যাবো!
লিখে ফেল| চমৎকার হবে

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন: একটু ব্যস্ত আছি। তাই হয়তো এ মাসে আর নতুন পোস্ট দেব না। ফেব্রুয়ারিতে দেখি। লিখবো।
:) :) :)

৪২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩

জেন রসি বলেছেন: কাব্যিক সাই ফাই! গতি এবং আবেগের সেই চিরাচরিত লড়াই!

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: জেন রসি,
উপস্থিতি ভালো লাগার কারন।
আশারাখি লড়াই এ জয়ী হবে আবেগ। :)

ভালো থাকবেন। সবসময়।

৪৩| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬

নীলপরি বলেছেন: হুম । বুঝেছি !

আর লাগবে ?

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথমটা দিয়ে শেইভ করবো। দেখতে চাপাতির মতো। ;)

কনফিউজড হয়ে গেলাম। এগুলো দেবার মতলব কি বলো তো। পিঠে ভাঙার ইচ্ছে আছে নাকি? :|

৪৪| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৮

জেন রসি বলেছেন: লেখক বলেছেন: জেন রসি,
উপস্থিতি ভালো লাগার কারন।
আশারাখি লড়াই এ জয়ী হবে আবেগ। :)

ভালো থাকবেন। সবসময়

জয় পরাজয়ের ব্যাপার না থেকে একটা ভারসাম্য থাকাই বরং উত্তম।

আপনিও ভালো থাকুন। :)

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: জয় পরাজয়ের ব্যাপার না থেকে একটা ভারসাম্য থাকাই বরং উত্তম।

হুম। সেটাই উত্তম। :)
শুভকামনা।

৪৫| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১০

নীলপরি বলেছেন: কি মুশকিল ! রাজপুত্তুরের এমন হিংসাত্মক ভাবনা কেনো? নিজের কাছে জল্লাদ আছে বলে, দবাইকে বোধহয় অমন ভাবে!

শান্তিময় শুভসকাল। :)

১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: হিংসাত্মক??? সে আবার কি জিনিস!!! আমি কিন্তু শান্ত সেই সাথে সমপরিমাণ ভালো ছেলে পরি। ;)

ভালো থাকা হোক সবসময়। সকাল দুপুর রাত। পরীর মন্দ লাগা সবই যেন বায়বীয় হয়ে যায়।

৪৬| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৪

নীলপরি বলেছেন: সবাইকে লিখতে গেছিলাম। মিসটেকের জন্য রাজপুত্র দায়ী ।

১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভুল ভালো।
:)

শুভ সকাল।

৪৭| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭

শায়মা বলেছেন: রাজপু্ত্র ভাইয়ু!!!!!!!!!!

কেমন আছো????

অনেক সুন্দর মুক্তকাব্য।:)

১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন: দুইচোখ প্রচন্ড বলপূর্বক ডলিয়া বিস্ময় কাটাইয়া সন্দেহ দূর করিয়া দেখি অপ্সরা এসেছে বছর খানেক পর।

ভালো আছি। আর তা না হলেও থাকার চেষ্টা করছি।
তুমি কেমন আছো আপু?

অনেক সুন্দর মুক্তকাব্য।:)
ধন্যবাদ জেনো।

৪৮| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩

শায়মা বলেছেন: বছরখানেক হবে কেনো??????? তুমিই তো আসতে না রাজপুত্রভাইয়া!!!!!!!!!:(


কোন পরীর দেশে যে উড়ে গেছিলা!!!!!!!!!!!!!!!!!! কে জানে !!!!!!!!!

১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: এইতো বহাল তবিয়তে আছি এখন। :)
আমার আঙিনায় তোমায় দেখে সত্যি ভালো লাগছে।

পরীর দেশ তো চিনি না। :( তাই ছিলাম নিজের জায়গায়। মাঝে মাঝে ডুব দেওয়া ভালো এতে নিজের শেকড়ের গভীরতা জানা যায়।

৪৯| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কবিতার শিরোনাম আর কনটেন্ট দুটোই ভাল লেগেছে । :) আপনি আবারো নিয়মিত হয়েছেন দেখে ভাল লাগলো ।

১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। মন্তব্যে ভালো লাগা জানবেন।
হুম নিয়মিত হবার চেষ্টা করছি।
ভালো থাকুন।

৫০| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৬

উর্বি বলেছেন: ++++++

১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: এত্তোগুলান প্লাসের জন্য গুণোত্তরহারে ধন্যবাদ দিলাম উর্বি।

৫১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

নীলপরি বলেছেন: হুম, জানিলাম এবং বুঝিলাম । :)

শুভকামনা ও শুভসন্ধ্যা ।

১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

নীলসন্ধ্যা। :)

৫২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৯

গেম চেঞ্জার বলেছেন: আপনার মুক্তগদ্য পড়ে অসাধারণ একখানা আইডিয়া পাইসি। আগামী বছরের আগেই দেখি সাই-ফাই খানা লিখে উপহার দিতারি কি-না। অনেক ধন্যবাদ জানবেন দিশে না পাওয়া রাজপুত্র ভাইডি! ;)

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: আইডিয়া পাইছেন জাইনা ভালো লাগছে কিন্তু আগামী বছর মানে কি? হু। শম্ভুক গতি ক্যান মিয়াভাই? খরগোশ হন খরগোশ। তাতে আমরা পোস্টও পাবো তাড়াতাড়ি আর অনেকে আদরও করতো। বকশিশ আর কি! B-)

অপেক্ষায় থাকলাম।

৫৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

গেম চেঞ্জার বলেছেন: হাউমাউ করে একটা যুবক মানুষ ঘুম থেকে জেগে ওঠলো। সে কয়েকদিন ধরেই নিরব নিরব ছিল। যন্ত্রনগরে আর দশটা মানুষ থেকে আলাদা হয়ে ছিল। আজ কি হলো কে জানে। হুট করে ঘুম থেকে উঠেই কান্না করছে আর বলছে

ফিরিয়ে দাও আমার মানবীয় মন, ফিরিয়ে দাও আমার মানবদেহ।


লিইখ্যাই ফালাইলাম। ;) ;)

অপেক্ষায় রাখলাম নাহ।

বিঃদ্রঃ এইটা একটা পরমানু গপ্পো....... :)

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার ব্লগটা হইলো সামুর নির্বাচিত পাতা। ;)

আপনের পরমাণু গপ্পো নির্বাচিত পাতায় প্রকাশ পাইছে।
তয় গপ্পের নাম নাই ক্যান? খুব খ্রাপ।

৫৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২২

গেম চেঞ্জার বলেছেন: গল্পের নাম হবে পুনঃ আদিমতার সংগ্রাম


চলবে?

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন: দৌড়াচ্ছে!!!


উসাইন বোল্টের থেইকা কিঞ্চিৎ পেছনে আছে। ;)

৫৫| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪২

রেজওয়ান তানিম বলেছেন: হেলবন শব্দটা ঠিক বুঝলাম না, হেলান লিখতে চেয়েছেন কি ?

আপনার ব্লগ বোধহয় এই প্রথম পড়া হল, আশা করি আগামীতেও হবে

১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: হ্যাঁ। তবে হেলান বোঝাতে হেলবন শব্দটা ইচ্ছে করেই লিখেছি। কবিতার প্রয়োজনে। :)

আশা করি সেটাই হবে। ভালো থাকুন। সবসময়।

আন্তরিক ধন্যবাদ।

৫৬| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১২

নীলপরি বলেছেন: শুভ দ্বিপ্রহর ।

আজকের চড়ুইগুলো, এই দুপুরে প্রাসাদের ছাদে কি এসেছে ?

১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: পরিবানু,

দেওয়ালের ফোকরে ওরা স্থায়ী বাসিন্দা। তাই বেলাশেষে দেখা দিয়ে যায়। পরির মতো। অস্থায়ীভাবে স্থায়ী। :)

শুভকামনা রইল।

৫৭| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭

নীলপরি বলেছেন: শুনে ভালো লাগলো।

১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: একা একা ভালো লাগা ঠিক না। =p~



আমিও একটু শুনে ভালো লাগাই। ;)

৫৮| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৮

নীলপরি বলেছেন: ও তাই । তা শুনে ভালো লাগলো ?

১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: B:-)

কিছু বলছো যে শুনবো? ফাঁকিজুঁকি চলবে না।

৫৯| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

নীলপরি বলেছেন: আমি আমি আবার কি বলবো ? আমি তো ঐ প্রাসাদের চড়ুইদের গান শুনছিলাম। তাই বলেছিলাম । রাজপুত্তুর ঐ প্রাসাদে বসেই শুনতে পেল না? দিবাস্বপ্ন দেখছিল বোধহয় ! রাজকন্যার!

যাক। আমরা সেই স্বপ্নের কবিতা কবে পড়তে পাচ্ছি ?

১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: কোন স্বপ্নের কবিতা। :||

কি গান গাচ্ছিল হুম?
শুভসন্ধ্যা। :)

৬০| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

নীলপরি বলেছেন: কোন স্বপ্নের কবিতা আবার ? রাজপুত্রের রাজকন্যার।

আমি কেনো বলবো ? চড়ুইগুলো তো প্রাসাদেই থাকে। কাল ওরা আবার যখন গাইবে তখন শুনে নেবেন।

শুভসন্ধ্যা।

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: লিখবো। কিন্তু দেরী আছে যে? ৪/৫ টা লেখা ঝুলে আছে। ওদের হিল্লে করি আগে। :)

আমায় গান শোনায় না বদের হাড্ডি গুলান। :(

৬১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৯

রোদেলা বলেছেন: সাক্ষী হয়ে সেই সভ্যতার কর্দমাক্ত জলাশয়ের টলমলে পায়ে এসে দাঁড়াবে শহরের রাস্তায়। বিষাক্ত বাতাসে নীল হয়ে আসবে তার মুখ। তবু এগিয়ে যাবে। সূর্যের কাছে। বহুদিনের অদেখা রয়েছে যে।
অসাধারণ ,মুজ্ঞহ হয়ে পড়লাম ভাই।মুক্তগদ্যই বটে।

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু মচকানো পা নিয়ে আসার জন্যে। :)
ইরেজার দিয়ে কল্পনার দুইপাশের মার্জিম মুছে দিয়েছিলাম।
দিয়েছিলাম ইচ্ছেমতো দৌড়াইতে। :)

মজ্ঞহ = মুগ্ধ তো?

৬২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৯

নীলপরি বলেছেন: ওরা জানে বোধহয় যে শ্রোতা অমনযোগী। :)
শুভরাত্রি।

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভ্ররাত্রি।


X((

৬৩| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

দীপান্বিতা বলেছেন: ভাল লাগল :)

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ। :)


ভালো থাকবেন। সতত।

৬৪| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ৩২৭৫!!!!!!!!!!! রাজপুত্র এত্ত এত্ত কল্পনা করতে করতে দিশেহারা-৩ হয়ে যান নি তো! বেশ ভালো লেগেছে......

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: না না।।
আছি আমি আগের মতোই। :)

আপনার ভালো লাগায় আনন্দিত হলাম। ভালো থাকা হোক। সবসময়।

৬৫| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

আহসানের ব্লগ বলেছেন: এভারেস্টের চূড়া থেকে নামিয়া আমি কমেন্ট বক্স খানা খুঁজিয়া পাইলাম আর আমার মহা অমূল্যবান মন্তব্য খানা থুইয়া গেলাম ।
খুব সুন্দর হয়েছে হে ভবিষ্যতের কবি । :)
আপনি কী সময় পরিভ্রমণ করিয়া এই খানে আসিয়াছেন ? B-) ;)

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: :) আমিও এভারেস্ট থেকে নেমে আসলাম প্রিয় আহসান ভাইয়ের অতিদামি মন্তব্যের জন্য।

না তো। শুধু সুতোয় বেঁধে কল্পনাটারে ছুঁড়ে দিয়েছলাম। ৩২৭৫ এ গিয়ে পড়ছিলো। আর তাতেই এই লেখাটার জন্ম। :)

ভালো থাকবেন। সতত।

৬৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫০

তাসলিমা আক্তার বলেছেন: কৃটিক করতে এসেছিলাম। মুদ্ধতা নিয়ে চলে গেলাম। খুঁত খুঁজতে এসে বুজলাম, কৃপন আমি। শব্দ এবং গাথুনির ভীত অনেক গভীরে। কখনো থেমে যেয়েন না রাজপুত্র।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যটা আমার প্রিয় মন্তব্যের একটা হয়ে থাকবে। :)

থেমে যাওয়ার ইচ্ছে নেই। সাধ আহ্লাদ কিছু নেই।

ভালো থাকা হোক প্রতিটি মুহূর্ত। শুভেচ্ছা তসলিমা।

৬৭| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৯

নীলপরি বলেছেন: হোলি কেমন কাটল রাজপুত্রর ? হঠাৎ জানতে ইচ্ছা হোলো! পারলে উত্তর দেবেন । না হলে ........ ঠিক আছে ।

২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
বাড়িতেই ছিলাম। একটু আধটু রঙ মাখিয়েছিল ছোটরা। এই যা। তোমার?

৬৮| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪২

নীলপরি বলেছেন: আমার তো এবার প্রি - হোলি হয়েছে । মঙ্গলবারই বন্ধুরা রঙ মাখিয়ে দিয়েছে । :(
এমনিতে হোলির দিন বাড়িতেই থাকি ।

২৪ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: রঙাপরি। দেখতে ক্যামন ছিল। :)

৬৯| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৪

নীলপরি বলেছেন: কোন ঘটনা নিয়ে লেখা হচ্ছে ? জানানো গেলে জানাবেন ।

২৪ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কিছুই লিখছি না। সংকলন নিয়ে কাজ করছি।
প্লট নেই মাথায়।

৭০| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৩

নীলপরি বলেছেন: তবে যে বললেন লিখছেন ? কি যে বলেন , কিছুই বুঝি না যে । :||

২৪ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
চেষ্টা করেছি পারছি না। :(

৭১| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৭

নীলপরি বলেছেন: দেখতে - ভূতনীর মতো একেবারে !

২৪ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভ ভ - ভূতনী ভালো। :)

৭২| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৬

নীলপরি বলেছেন: ইশস , চেষ্টা করে পারছেন না - এটা মানতে পারছি না যে !

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সত্যিই পারছিনা।
:(

৭৩| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৯

নীলপরি বলেছেন: কটা ভূতনীকে দেখেছেন ? ভালো কিনা জানলেন কি করে ?

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
না দেখে খারাপ কি করে বলি? ভূতনী দেখা যায় নাকি!!

৭৪| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৫

নীলপরি বলেছেন: :)
শুভরাত্রি।
ভূতনী হইতে সাবধান !

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অসাবধান।
শুভ্রাত্রি।

৭৫| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৭

নীলপরি বলেছেন: প্লট কি পাওয়া গেলো ? অসাবধানে আছেন । তাই চিন্তা হোলো। জিজ্ঞাসা করতে আসলাম।

২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কোথায় কোন কোণে কেউ চিন্তা করছে।
সত্যিই ভাবতে ভালো লাগে।
চিন্তা করো সবসময়। :)

একটা পোষ্ট দিয়েছি। ঘুরে এসো।

৭৬| ২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২১

নীলপরি বলেছেন: ঠিক আছে ।

২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম।

৭৭| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩০

নীলপরি বলেছেন: যতদূর মনে হয় রাজপুত্রর প্রিয় ঋতু তো আসব আসব করছে । এখন আকাশে মেঘ দেখে হঠাৎ মনে হোলো । তো কবিতা কবে পাচ্ছি ? আগে পড়বার জন্যে নয় । ব্যস , পড়তে পারলেই হোলো । জানাতে পারলে জানাবেন ।



কেমন আছেন ?

৩০ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ব্লগার বন্ধুদের মধ্যে তুমি সবসময় বিশেষ কেউ।
আমার আকাশেই ইদানীং মেঘ তাই কবিতা হচ্ছে না। দেখি চেষ্টা করছি।

ভালো থাকার চেষ্টায় আছি। :)
তুমি ক্যামন?

৭৮| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৩৪

নীলপরি বলেছেন: ব্লগার বন্ধুদের মধ্যে তুমি সবসময় বিশেষ কেউ।
জেনে ভালো লাগলো । বন্ধু কথাটার ব্যপকতা আর গুরুত্ব অনেক । বিশেষ করে ভার্চুয়ালে যখন সংখ্যা বোঝায় । কিন্তু আমি চেষ্টা করি গুরুত্বের মর্যাদা রাখার । হাবিজাবি জ্ঞান দেওয়ার জন্য দুঃখিত ।


মেঘের কারন জানিনা । তবে মেঘ একজায়গায় দাঁড়ায় না । ঠিক কেটে যাবেই । নাহলে কবিতা হয়ে ঝরে পড়ুক । প্রার্থনা রইলো ।

মেঘ আমার সাথে লুকোচুরি খেলে । তাই ঠিক থাকতে মোটামুটি শিখে গেছি । :)

শুভসকাল

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
তাই যেন হয়। মেঘ কেটে যাক।

আমি তো বিস্কিট খাই না। :)

ভালো থেকো পরি।

৭৯| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৮

নীলপরি বলেছেন: আরে আপনিই তো টোস্ট বিস্কিট সাথে চা ..........কি যেন । তা যদি হয়ও , তাও একদিন কেউ দিলে বুঝি খেতে নেই ? সকাল বেলা না করলেন কি করে আপনি ? :(
সেটাই দেখছিলাম সারাদিন ।থাক , ঠিক আছে ।

শুভরাত্রি ।

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
পরি
বিস্কিট খাবো।

৮০| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:০৫

নীলপরি বলেছেন: এতো রাতে ?

০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
বিস্কিট কই?

৮১| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:১৮

নীলপরি বলেছেন: কি হোলো এটা ?
একটি কাব্যিক ভ্রমণ কবিতার উঠোন জুড়ে : সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন মার্চ ২০১৬
আমি অন্তত পাঁচবার পড়লাম ।এবারে রাজপুত্রের কবিতা কই ? সামহোয়্যারের কবিতার খাতা অসম্পূর্ন থেকে গেছে । নাহলে এই শিরোনামটা দেওয়াই ঠিক হয় নি । যাক , এতো কথা বলতে চাই না । কেনো করেননি শুনতে চাই না ।

কিভাবে করবেন জানি না । আমি পোষ্টটা পূর্ণ দেখতে চাই । ব্যস । এখনি । সে আপনার যত রাজকাজই থাক না কেনো । এটাই আগে করতে হবে ।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
তাই। আচ্ছা। দেখছি পরিবানু।

৮২| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:০৫

নীলপরি বলেছেন: ভাবছেন এটা আমার অনধিকার চর্চা ? হয়ত তাই ।ঠিকই ।
কিন্তু আমার যা মনে হয়েছে তাই বলেছি ! আপনার মার্চ মাসের কবিতা পোষ্টটের সাথে পাই নি । তাই বলছি । পোষ্টটের সাথের কয়েকলাইনকে এরমধ্যে ধরা যাবে না । হতে পারে এটা আমার সাধরণ মানের চিন্তাধারা । তাই হয়ত আমার এই কমেন্টটা দেখেনই নি অথবা দেখেও দেখেননি ।

শুভরাত্রি ।
সকালের জন্য বিস্কিট থাকল ।




ভালো থাকবেন ।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মোবাইল দিয়ে ব্লগিং করছি
তবু চেষ্টা করছি।

আর অনধিকার চর্চা নয়। এটা অধিকারের মধ্যেঈ পড়ে। :)

এখনি খেতে ইচ্ছে করছে।

৮৩| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:১০

নীলপরি বলেছেন: আরে আপনার কমেন্টটা দেখার আগেই আমি এটা করেছি ।
সরি । :(
দেখছি না । যেটা বলেছি সেটাই চাই । ব্যস ।

কতক্ষন পর পাওয়া যাবে ?

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
চেষ্টা করছি। আপডেট নিচ্ছে না
:(

৮৪| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৪১

নীলপরি বলেছেন: যাক ভালো । :)
আর আপডেট ঠিক হবেই ।





তো খেয়ে নিন ।
এবারে ঠিক ঠাক শুভরাত্রি । :)

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম হয়েছে।
ষষ্ঠবার পড়ে আসো যাও।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম হয়েছে।
ষষ্ঠবার পড়ে আসো যাও।

৮৫| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অনেক চেষ্টা করছি। আপডেট নিচ্ছে না।
কাল আবার চেষ্টা করবো।
লিংক কালেক্ট করেছি। এই দেখো

কবিতার শেষরোদটুকুও আজ বিকিয়ে গেল
পোড়ামুখো শহরতলীর শেষচিঠি তুমি সামান্য নও
সবাই কবি নয় কেউ কেউ কবি। আমি একজন দাঁড়কাক।
ধর্ম সহাস্যে বলিল, "তুমি বড্ডো বেহায়া, মানুষ"।

৮৬| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫২

নীলপরি বলেছেন: ষষ্ঠবার না । আরো ৫/৬ বার পড়া হয়ে গেছে আগেই । বোঝা গেলো ?

যাচ্ছি আবার ।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: সকালে পড়ো। এখন ঘুমাও। তিনবার শুভ রাত্রি বলে ফেলছো। ;)

৮৭| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১:০৮

নীলপরি বলেছেন: সবে মন্তব্যটা লিখছিলাম । উফ সারাক্ষণ আদেশ করা স্বভাবে দাঁড়িয়ে গেছে ।

হুম বলেছি । আর আপনি একবারও বলেননি ।


আপনি ঘুমান । সকালে মন্তব্যটা দেখবেন ।

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
শব্দ দেখেছি শব্দ ছুঁয়েছি। :)

৮৮| ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

নীলপরি বলেছেন: বাহ , বেশ ।
ভূতনীর দেখা পেয়েছেন তো সে কে , সেটা বলেননি কেনো? একবারে পুরোটা বলা যায় না ?

আমি যানতে চাই , সে কে ?

০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
জানি না তো। :(
মন্তব্যে লাইক দিলে কে দিল বোঝা যায় না। আর ভূতও থে পারে।

৮৯| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:০৭

নীলপরি বলেছেন: জানেননা না বলবেন না? তখন কি করে বললেন? :(
ভূত হলেই বা?

শুভ সন্ধ্যা ।
:)

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সিরিয়াসলি জানি না। :(


আমার অন্ধ সন্ধ্যা।

৯০| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৭

নীলপরি বলেছেন: সকালের আলো এসে গেছে । নির্ভয়ে চোখ খুলতে পারেন ।

শুভ সকাল।

০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

রোদ।
তারপর পরির দিনকালঘুম ক্যামন হচচ্ছে?

৯১| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৯

নীলপরি বলেছেন: হুম। খুব রোদ। চোখ জ্বলে যায়।
সব ঠিক ঠাক। ঘুমের অবস্থা রাজপুত্রের মতো দিশেহারা । অসময়ে আসে। :)

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি ঘুম হলে তুমি রাতদিন ঘুমাতে। :)

৯২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৮

নীলপরি বলেছেন: সে কি , কেনো ?
তাহলে একেবারে চিরনিদ্রায় যেতে চাইবো । ঘুমের আসা যাওয়ার কোনো ঝামেলা থাকবেনা ।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ওমা।


আজ রাত বাড়ুক। যতটা পারে। কাল ভোর না হলেই হয়। বেহায়া সকালটা ঘুমে বড্ড ডিস্টার্ব করে।

৯৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১০

নীলপরি বলেছেন: আবার প্রশ্ন এড়ানো ? , কেনোর উত্তর কই ?

বেহায়া সকালটা ঘুমে বড্ড ডিস্টার্ব করতে চলে এসেছে । উঠুন এবার ।

পুনশ্চ : আর ঘুম ভাঙিয়ে একটুও দুঃখিত নই । :)

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

সকাল ১০ টায় এসে ঘুমা ভাঙাচ্ছে। /:)

৯৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২২

নীলপরি বলেছেন: তো ? পুরো দিন ঘুমানোর প্ল্যান ছিল নাকি ?

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি ৬:৩০ উঠে গেছি। টিউশন দিতে যাই।

৯৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৯

নীলপরি বলেছেন: ইমপ্রেস হলাম ।

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

সবাই হয়। ;)





ডানা গজালো আমার।

৯৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫২

নীলপরি বলেছেন: হুম ভুল হয়ে গেছে আমার । মনে হয়েছিল তাই বলেছিলাম।
সবাই তো হবেই। রাজপুত্র বলে কথা !
আমার মতো তুচ্ছের এসব বলা ঠিক না।।

ডানা কেনো গজাবে ?
আপনার তো পক্ষীরাজ আছে !

শুভকামনা ।

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সবমনকথা উগরে দিও। সময় থামিয়ে সব পড়ে নেব।
পরি তুচ্ছ শব্দ আমায় ছোট করলো। ব্লগ জীবনে তুমি এক নিশ্চিন্ত আবাস। কথার সহচারিণী। শ্রদ্ধাটা তোমার জন্য সবসময়। তাই এরকম আর বলবা না। নাহলে শব্দ ছুঁড়ে মারবো। মাথা ফেঁটে যাবে। X(

৯৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৪

নীলপরি বলেছেন:
আগে আইস ক্রীম খেয়ে মাথা ঠান্ডা করে নিন ।

হুম , আমার জন্য তো সময় থামাতে হবে ! এমনিতে সময় হবে না । সেটাই তো বলেছি ।
কথা উগরে কি হবে ? তারপর তো বলবেন রাজপুত্র অনেক কিছু বোঝে না !

তুচ্ছ শব্দ আমায় ছোট করলো।
আরে , এটা কেমন কথা । আপনি নিজেও জানেন যে ,আমি আপনাকে ছোটো করতে পারি না ।

আপনি নিজে তো বললেন ' সবাই হয়।' তাই মনে হোলো আমি আলাদা করে বলার কে ?
সবাইয়ের মধ্যে ব্লগের সব হাই প্রোফাইলরা আছেন । যাদের লেখা আলোচনায় আলোকিত । আমার পোষ্ট তো সহজে চোখেও দেখা যায় না । নেহাৎ , দু , এক জন যারা একটু খোঁজ নেয় , তারা হয়ত দেখে । না , তাদের মধ্যে আপনিও আছেন যদিও । আর তারজন্যে আমি কৃতজ্ঞ ।
তাছাড়া সকালে মুডও অফ ছিলো । তাই ..........যাক সরি .........।
মাথা ফাটাবেন ? তো ফাটান । ওষুধটা আগে রেডি রাখবেন । যে মাথা ফাটাবে তাকেই ওষুধ লাগাতে হবে । মনে থাকে যেন ।



উফ , আপনি কি আগের জন্মে হিটলার ছিলেন ? এজন্মে কি করে যেন কবি হয়ে গেছেন । বলবা না ?
বলুম না । ঠিক আছে এবার ?

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মাঝেমাঝে কিছু বোধ্যকে অবোধ্য করে রাখি।

সবাই হয়/ কথাটা ফান করে বলেছিলাম। সিরিয়াসলি বলি নি।
আমি শুধু পড়ি না। অনুভব করি তার সাথে।
মুড অফ ছিল কেন?
হিটলার কেন?
ঔষধ লাগাতে প্রব্লেম নেই।
আর আইস্ক্রিম টেস্টি ছিল।

৯৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৯

নীলপরি বলেছেন: ঔষধ লাগাতে প্রব্লেম নেই।
ও , তারমানে মাথা আপনি ফাটাবেনই । এইজন্য হিটলার ।
আইস্ক্রিম টেস্টি ছিল জেনে খুশি । তবে নিজে বানাইনি ।

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
নিজে কি বানাও?

৯৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৮

নীলপরি বলেছেন: আচ্ছা, এ নিয়ে আপনার কি ধারনা আগে শুনি ?
তবে আমি আইস্ক্রিম বানাতে পারি।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

সর্বোচ্চ জল গরম। B-)

১০০| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৩

নীলপরি বলেছেন: বেশ । আপনার ধারনা শুনে আমি অভিভূত ।
এতো রাতে কবিতা পোষ্ট করা কেনো ? যাতে ঘুমিয়ে যাই । ঠিক আছে আমি পরেই মন্তব্য করবো ।

টিউশন দিতে চলে গেছেন ?
শুভসকাল ।
বেচারা সুডেন্ট গুলো যেন হিটলারের কাছে মারটার না খায় !

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আচ্ছা তা না হলে বলো কি কি বানাতে পারো।
হু।
একটুআধটু পানিশমেন্ট তো পায়ই।
শুভসকাল।

১০১| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০১

নীলপরি বলেছেন: আচ্ছা ওরা যদি জানে ওদের স্যর এরকম প্রশ্ন এড়ায় তাহলে পানিশমেন্ট মানবে ?
কি কি বানাই ? বানাই কিছু কিছু নিজের মতো করে । এখানে এতোসব বলি কি করে ? তবে আলু ভর্তা বানাতে পারি ।


চা খেয়েছেন ?

আ ভেরচুয়াল কাপ অফ টি ফ্রম মি ....




চা আর কেক দুটোই বানাতে পারি । কেমন তা বলতে পারবো না ।

০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

চা পেস্ট্রি দুটোই অনেক প্রিয়। আমার একটা বাজে দিক আমার রাত ৯:৩০ এর আশেপাশে চা চাই। :)

ওরা জানে। আমি অদ্ভুত।

আলু ভর্তা! আর কিছু লাগবে না। :)

১০২| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০২

নীলপরি বলেছেন: ভারচুয়াল টি

০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ইচ্ছেটা ভার্চুয়াল না হললেই হবে।

১০৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৪

নীলপরি বলেছেন: প্রিয় জেনেই দেওয়া হয়েছে । মাথা ফাটাবেন , ঝাঁকাবেন আর কি কি করবেন ? শাস্তির কথাটা একবারে মনে আসে , গিফটের কথা কখনো মনে আসে না ? যাক , এখন কবিতার কথা বলে লাভ নেই । বলেই তো দিয়েছেন বর্ষায় শুধুই রাজকন্যার কবিতার ঘ্রাণ পাচ্ছেন । রামধণুও দেখা যায় এসময় !
সবকিছু ভোলার জন্য আমি মনে করে ৯:৩০ এর আশেপাশে চা দিয়ে যাবো ।

তবে এখানে বৃষ্টি আসছে । তারজন্য যদি নেট ডিসটার্ব হয় তবে আমি দায়ী থাকবো না । আমার কিন্তু মনে থাকবে ।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

আমি চুপ করে আছি।


আরণ্যক আমার পোষ্টে তোমার মন্তব্যের উত্তর দিয়েছে। দেখে নিও।

১০৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৩

নীলপরি বলেছেন: হুম দেখলাম , তো কি হোলো ?
তারসাথে আপনার চুপ থাকার কি আছে ? বুঝলাম না ।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

তার সাথে আমার চুপ করার কোন সম্পর্ক নেই তো।

তুমি এতো অল্পে রাগো ক্যানো?
আর আমার চা কোথায়? এবার তো আমার রাগা উচিত।

আর চুপ করে থাকা মানে কোন কথা না বলা নয়। অনেক কিছুই বলা।

১০৫| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৫

নীলপরি বলেছেন: আমার ব্যবহার আপনার অপছন্দ হলে সরাসরি বলতে পারেন ।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:

অপছন্দ?
মানে?

হার্ট হলাম।

১০৬| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৮

নীলপরি বলেছেন: হার্ট হলেন না করলেন ?

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি করি নি। :(

১০৭| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৮

নীলপরি বলেছেন: চা একা একা ঠান্ডা হয়েছে । আমি দিতে এসে ফিরে গেছি । বুঝতে পারি নি , দেওয়া যাবে কি না !
আমি তো বুদ্ধু তাই । আপনি এতো বোঝেন তো , আমারটা কেনো বোঝেন না ?

রাতের খাওয়া হয়ে গেছে ?

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:

তুমি কি বুঝতে পারো? হুম।
বুদ্ধু তুমি? আমার তো মনে হয় না। সকালটা ক্যামন কাটল?

১০৮| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৩

নীলপরি বলেছেন: চায়ের জন্য সরি বলবো না । আপনি সব গন্ডোগোল করে দেন ।আমি কি করবো ?
রাতের খাওয়া হয়ে গেলে কাস্টার্ডটা রেখে গেলাম , টেস্ট করতে পারেন ।

এটাও বানাতে পারি ।

শুভরাত্রি ।
আশা করি ।

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

সরি কখোনই বলতে হবে না।
আর কি কি বানাতে পারো?

১০৯| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৩

নীলপরি বলেছেন: জানি , সবসময় আমি দোষ করি। স্বীকার করলাম।
আর কি করতে হবে? বলুন ......... :(

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:

কফি খাওয়াও।

১১০| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২২

নীলপরি বলেছেন: না। বুঝতে পারি না। তাই তো .....!
তো আপনার কি মনে হয় ?
সকাল কেমন কাটতে পারে বলুন দেখি ?

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
তুমি অসাধারণ তাই তোমার সকাল সাধারণ হবে না শিওর।

১১১| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৯

নীলপরি বলেছেন:

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

:) :)

১১২| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫১

নীলপরি বলেছেন: কফি ফর ইউ ।

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: এইটা শালিকের জন্য

১১৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০০

নীলপরি বলেছেন: অসাধারই বটে !
আজ সকালে বাইরে তাকিয়ে একটা শালিখ দেখলাম । ৫ মিনিট ধরে খুঁজেও আরেকটা শালিখ দেখতে পেলাম না । তখন কেন জানি না একটু রাগ ? না । কি জানি কি হচ্ছিল !

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

একটা শালিক যথেষ্ট যদি দেখার দৃষ্টি তোমার হয়।

ইম্প্রেস করার চেষ্টা করছি। ;)

১১৪| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৮

নীলপরি বলেছেন: কাকে ?

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
শালিককে।
X(

১১৫| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৪

নীলপরি বলেছেন: তো শালিককের কি পছন্দ হোলো ?

শুভ্রর কি খবর ? ওকে তো হর্স রাইটার করে রেখেছেন । কিছুই দেন না বোধহয় ।

এটা আমার তরফ থেকে শুভ্রর জন্য ।

০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:

শালিক উড়িয়ে দিলাম এখন শুধু রয়ে গেল…

১১৬| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৩

নীলপরি বলেছেন: এতো রাগ হয়েছে কেনো আপনার ? শালিক ইম্প্রেস হয় নি ?
ইশ । তো শুভ্রর কাছ থেকে একটা কবিতা লিখে নিয়ে দিতে পারেন , বোধহয় ইম্প্রেস হয়ে যাবে ।
অল দ্য বেস্ট ।

০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
একটা শহর বিক্রি হবে
একচিমটি জ্যোৎস্না যদি
ভাগাভাগি করে পারি নিতে
তোমার স্পর্শ দেবে তুমি।

শুভ্র। :)

১১৭| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৩

নীলপরি বলেছেন: হুম এটা পড়ে নিশ্চত ইম্প্রেস হয়ে গেছে ।

এবার দেখছি শুভ্রর সাথে ডায়রেক্ট কথা বলতে হবে ! :)

০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কে ইম্প্রেস হবে?

১১৮| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৫

নীলপরি বলেছেন: আপনাকে বলবো কেনো ?

শুভ্রকে বলবো । ওই তো লিখেছে !

০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি আর শুভ্র পার্থক্য বলো?

১১৯| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৫

নীলপরি বলেছেন: আপনি হিটলার। আর শুভ্র কবি
বোঝা গেলো ? :)

০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
:(

১২০| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৩

নীলপরি বলেছেন: কি হোলো আবার ?

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
চারপাশটা মুঠি করে বসে আছি
তোমার চোখের সামনে মেলে ধরবো।
ভীষণ বিস্মিত তুমি যখন তোমাকে ভুলে যাবে
আমি নতুন করে তোমার নাম রাখবো নীলাদ্রিতা

১২১| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৭

নীলপরি বলেছেন: এটা শুভ্রর থেকেও ভালো হয়েছে রাজপুত্র । অভিভূত ।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:

এই নীলাদ্রিতাকে দেখা দরকার। নাম নিলেই আমার মধ্যে কবিতা ভর করে। দেখলে কি হবে? :)

১২২| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩২

নীলপরি বলেছেন:

আপনার ৯ .৩০ এর চা ।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দিল খুশ হুয়া। :)

১২৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৭

নীলপরি বলেছেন: সুক্রিয়া জী ।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: My lady
it's ma pleasure..

১২৪| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৪

নীলপরি বলেছেন: :)

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

অসাধারণ কবিতা লিখেছো। আমি তো থ।

১২৫| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০১

নীলপরি বলেছেন: কখন দেখলেন ?

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
একটু আগে।
লাস্ট কিছু কবিতায় তুমি এক্টা অবয়ব রেখে কবিতা লিখছো। অবয়বটা কার? কাল্পনিক হলে একটা নাম দাও। চরিত্র দাও। পাঠক কে চেনাও।

১২৬| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৭

নীলপরি বলেছেন: ওরে বাপরে এতো ভাবিনি ।
আপনার এতো ভালো লাগলো যে মন্তব্য করতেই ইচ্ছা করল না ! :( :(

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

মন্তব্য দিয়েছি আর পরির প্রতিউত্তরের অপেক্ষায়।

১২৭| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৯

নীলপরি বলেছেন: ২ নংমন্তব্যটা দেখেছেন ? আপনারও কি তাই মনে হোলো ?

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: না। ঠিকাছে।

১২৮| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৪

নীলপরি বলেছেন: মন্তব্য পেয়েছি । সরি ।
আর হ্যাঁ , আপনার কি মনে হয় ? কাল্পনিক নয়ত কি ? রাজকন্যা কাল্পনিক আর আমার বেলায় .......

আপনি যদি সময় পান তবে অবয়বের নাম রেখে দিন । আমি কপি পেস্ট দিয়ে দেবো ।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মেঘ।

এটা ক্যামন?

১২৯| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৯

নীলপরি বলেছেন: আপনি যখন বললেন তখন ভালো হতেই হবে । ভালো ।

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
:)

মেঘের অপেক্ষা। তোমার কবিতায়।

১৩০| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০০

নীলপরি বলেছেন: এক শালিকে আমার ছোটো থেকে ভয় । আজ দেখছি দিনটা অন্যরকম কাটলো ।

শুভরাত্রি ।

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভয় কেটে যাক।

শুভ্রাত্রি।

১৩১| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩০

নীলপরি বলেছেন:



দিয়ে গেলাম ।

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:

সারাদিন কোথায় ছিলে?

চায়ের পিক টা অর্জিনাল নাকি?

১৩২| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৩

নীলপরি বলেছেন: আপনি কোথায় ছিলেন ? আমি তো এখানেই ছিলাম ।

না :)

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
:)

১৩৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৮

নীলপরি বলেছেন: সত্যি চা খাওয়া হয়ে গেছে ?

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:


আমার হাতে এখন চায়ের কাপ।

১৩৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৩

নীলপরি বলেছেন: এনার সাথে ? কে ইনি ? রাজকণ্যা ?

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:

চশমা লাগবে। ওটা মেয়ে না।

১৩৫| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৩

নীলপরি বলেছেন: তো চা খেতে থাকুন .....। কে বানালো চা ? উনি ?


কেনো করছি প্রশ্ন ? এগুলোও কি এড়িয়ে যাবেন ? :|

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

মা।
একা একাই চা পান হয়েছে।

মিথ্যে অভিযোগ করবা না। (ভীষণ রাগী ইমো হবে)

১৩৬| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৭

নীলপরি বলেছেন: :) :) অতটা দেখিনি ভালো করে । ফুল দেওয়া চটি দেখেই বলেছি !
এবার দেখলাম ।

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ও পূর্ণ মনোযোগের যোগ্য নই।

১৩৭| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১০

নীলপরি বলেছেন: তো উনি কে ?

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

আমি নই। অতি সাধারণ আমি। সাধারণ চটিজুতো পড়ি।

১৩৮| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৫

নীলপরি বলেছেন: মোটেই সাধারণ না ।
সবসময় রাগ করলে দুঃখ হয় না বুঝি ?

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
চারপাশটা মুঠি করে বসে আছি
তোমার চোখের সামনে মেলে ধরবো।
ভীষণ বিস্মিত তুমি যখন তোমাকে ভুলে যাবে
আমি নতুন করে তোমার নাম রাখবো নীলাদ্রিতা।

একটা নদী হোক। চরহীন। তোমার চোখে
কলাপাতারঙা শাড়ির আঁচলজুড়ে বৃষ্টি তার।
হাতেগোনা দুঃখগুলো দাগ রেখে যায়
বৃষ্টির দাগ। জলজ অনুভূতি। তোমার মনে।

১৩৯| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৯

বনমহুয়া বলেছেন: দিশেহারা রাজপুত্র বলেছেন:

চারপাশটা মুঠি করে বসে আছি
তোমার চোখের সামনে মেলে ধরবো।
ভীষণ বিস্মিত তুমি যখন তোমাকে ভুলে যাবে
আমি নতুন করে তোমার নাম রাখবো নীলাদ্রিতা।

একটা নদী হোক। চরহীন। তোমার চোখে
কলাপাতারঙা শাড়ির আঁচলজুড়ে বৃষ্টি তার।
হাতেগোনা দুঃখগুলো দাগ রেখে যায়
বৃষ্টির দাগ। জলজ অনুভূতি। তোমার মনে।


রাজকন্যা আর রাজপুত্রের কাব্যগুলি ভালো লেগেছে।

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:


:(

এটা নীলাদ্রিতাকে নিয়ে।

:) অনেকদিন পর।

১৪০| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৫

নীলপরি বলেছেন: একটা নদী হোক। চরহীন। তোমার চোখে
কলাপাতারঙা শাড়ির আঁচলজুড়ে বৃষ্টি তার।
হাতেগোনা দুঃখগুলো দাগ রেখে যায়
বৃষ্টির দাগ। জলজ অনুভূতি। তোমার মনে।


দুঃখ বেশী হয়ে গেলে হাতে গোনা অসম্ভব । :(



টিউশন দিতে গেছেন ?
রাগ কি কমেছে ? :|

১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:


শুভ দুপুরবেলা।

১৪১| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৭

নীলপরি বলেছেন: প্রশ্ন গুলো কি ভ্যানিশ হয়ে গেছে ?
দেখা যাচ্ছে না ?

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:

হুম। টিউশন এ গেছিলাম।
আর রাগ। স্থির আছে।

১৪২| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩০

নীলপরি বলেছেন: দুঃখও স্থির আছে।

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:

তাই আজ পেয়ালা শুণ্য।

১৪৩| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৭

নীলপরি বলেছেন: পেয়ালার কথা মনে আছে তাহলে ? যাক , ভালো । আমি তো ভাবলাম পেয়ালা থাকুক বা না থাকুক কিছু যায় আসে না !

না । কারনটা তা নয় । মনে ছিল । তবে বন্ধুরা ছিল সে সময়ে । ওদের সামনে ..........তাই

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:


বুঝলাম।

সংকলনের জন্য কবিতা জমা করছিলাম। অনেকগুলো হয়েছিল। ভুলে ডিলিট হয়ে গেছে। :(

১৪৪| ১১ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪৩

নীলপরি বলেছেন: বুঝছেন ? তো ভালো ।

ইশস । এবারে আপনার সাথে আর কেউ করছেন না ? কোনোভাবে পাওয়া যায় না ?

এইজন্য মাথাটা একটু ঠান্ডা রাখা ভালো ! পহেলা বৈশাখ আসছে , পুরনো স্থির রাগটাকে সরানো যায় না ?
অনুরোধ থাকলো ।

শুভ সকাল ।

১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: এবার সোলো।

হুম রাগদের ছুটি।

শুভ সকাল। :)

১৪৫| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
এবার সোলো।

হুম রাগদের ছুটি।

:)

১৪৬| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২০

নীলপরি বলেছেন:

১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ঠান্ডা হয়ে গেছে।

১৪৭| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৬

নীলপরি বলেছেন: সোলো কাজ কতটা এগলো ?

রাগেদের ছুটি ক্যানসেল হয়নি তো ? কেউ কেউ আছে একটু অভিমানী টাইপ ! তাই চিন্তা ! :(

১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

খারাপ। খুব খারাপ।
অভিমান নয় নিখাদ কাজের চাপ।

১৪৮| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৪

নীলপরি বলেছেন:

চা রেখে গেলাম । কোথায় আছেন ?

১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অযুত ভালোলাগা জানবে। পহেলা বৈশাখের শুভেচ্ছা।

১৪৯| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৪

নীলপরি বলেছেন: পহেলা বৈশাখের শুভেচ্ছা রইলো । সময় পেলে দেখবেন ।

১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

তোমার জন্য় সময় করতে না পারা কষ্টকর।

১৫০| ১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

নীলপরি বলেছেন: কেমন আছেন ?

১৫১| ১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

নীলপরি বলেছেন: কেমন আছেন ?

১৫২| ১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

নীলপরি বলেছেন: কেমন আছেন ?

১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মনে হয় বেশি সুবিধায় নেই।

১৫৩| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৫

নীলপরি বলেছেন: কেনো ? শরীর ভালো আছে তো ?
ব্যস্ত থাকা ভালো । সেটা জানালেও ভালো হয় ।
যাক ঠিকাছে ।

২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ব্যস্ততা সত্য। তবে জানাতে না পারাটা ইচ্ছেতে না। ভালো আছো?

১৫৪| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৯

নীলপরি বলেছেন: বললেন বলে মেঘ আসল। আর দেখার একটুও সময় হল না?
দেখার যোগ্যই হয়ত হয়নি ! :(
ভালো থাকুন।

২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:

যোগ্যতা শব্দ যোগ্যতা হারাক।
তুমি আমার প্রিয় একজন ব্লগার। ব্লগে আসি নি তাই দেখা হয় নি। :(

১৫৫| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১০

নীলপরি বলেছেন: আরে আপনি এরকম ইমো কেন দিলেন? কষ্ট তো আমি পেয়েছি ! :(
ব্লগে এসেও দেখা হয়নি!

কেমন আছেন? ব্যস্ততা কমেছে ?
যাক, নিজে কবে কবিতা দিচ্ছেন ?
অপেক্ষায় থাকলাম....

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
Free holei fire ashbo.
Valo theko. :)

১৫৬| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২৫

নীলপরি বলেছেন: হুম। বুঝলাম। কবে ?

আপনার কাজ সফল হোক।
ভালো থাকুন।

০৭ ই জুন, ২০১৬ সকাল ১১:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
একটা পাহাড় চেয়েছিলাম। ঠিকানা হারিয়েছি বোধহয়। তোমার জন্য শুভকামনা।

১৫৭| ০৭ ই জুন, ২০১৬ সকাল ১১:৫০

আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,




অবাক হচ্ছি এতোদিনে এটা চোখে পড়েনি কেন !

যেমন দারুন ভাবে একটা চড়ুই কিংবা কিছু ঘাসফুল সাজিয়ে যে লণ্ডভণ্ড শহরটাকে যান্ত্রিকতা ভেঙে উঠে দাঁড় করিয়ে দিয়েছেন , যে শহর আবার হন্যে হয়ে খুঁজতে শুরু করেছে এক অষ্টাদশী বালিকাকে ; সেখানেই তো হাত বাড়িয়ে খুঁজে নেব মানবিক প্রেম।
রোবটিক নয় ।

তা কই ছিলেন এ্যাদ্দিন ?

০৮ ই জুন, ২০১৬ দুপুর ১:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি বেজায় ভাগ্যবান যে ফিরতেই আপ্নায় পেলাম। তাই নিজেকেই বলছি শুভ প্রত্যাবর্তন।

অহেতুকতায় ডুবে ছিলাম। ভালো আছেন তো?

১৫৮| ০৭ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৭

নীলপরি বলেছেন: কোথাকার ঠিকানা ? পাহাড় পেলেন ? যদি উত্তর দেওয়ার সময় পান , তাহলে বলবেন ।

আপনাকেও শুভকামনা ।

কেমন আছেন ?

০৮ ই জুন, ২০১৬ দুপুর ১:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সেই প্রশ্নের উত্তর নিয়ে সময় বসে আছে। শুধু আমমি ভুল বাসে সময়ের পিছু নিয়েছি।

আমার অনেক দোষগুলোর মধ্যে অন্যতম হলো আমি সোজাসুজি সহজে কথা বলতে পারি না। :(

১৫৯| ০৯ ই জুন, ২০১৬ সকাল ৭:২৭

নীলপরি বলেছেন: হুম সেটা জানি তো । সাথে এটাও জেনেছি যে আপনি বড্ড কৃপণ রাজপুত্র । মেপে মেপে কথা খরচা করেন ! এখানে ওখানে কতবার জিজ্ঞাসা করছি কেমন আছেন , একটা উ্ত্তর দেওয়া যাচ্ছে না ? :|

গেম চেঞ্জার আমার কবিতা পড়তে এসে আপনার খোঁজ করছিলেন । পারলে একবার ওনার সাথে দেখা করবেন ।

শুভ্র কেমন আছে জানার ইচ্ছা থাকলো ।
শুভ্রর জন্য শুভকামনা ।

১০ ই জুন, ২০১৬ দুপুর ১:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোওওওওওওওওওওওও আছি তো।
:)

হুম। করবো।

১৬০| ১০ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালোওওওওওওওওওওওও আছি তো।

:)

১৬১| ১০ ই জুন, ২০১৬ রাত ১০:৩৬

নীলপরি বলেছেন: আস্তে , আ স তে আআআ সসসসস তে তে এএএএ

এতো জোড়ে বললে রাজপুত্রের গলার স্বর নষ্ট হয়ে যাবে যে ! তখন সবাই তো আমায় মারবে !

আসলে দুশ্চিন্তারা খুঁজে খুঁজে আমার মাথাই আসে । তাই বারবার জিজ্ঞাসা করে ফেলেছি । কিছু মনে করবেন না ।


যাহোক এবার আপনার লেখা চাই । যত তাড়াতাড়ি সম্ভব । :)

১১ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: কিছুক্ষেত্রে কিন্তু ভালো লাগে। কেউ ভাবছে। মন্দ নয়।
ভাবতে থাকো, খুঁজতে থাকো।
এই ভাবনাটা এই খোঁজাটা থেমে গেলে অনেক কাক মৃত্যু শব্দের প্রেমে পড়বে।

১৬২| ১১ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৮

নীলপরি বলেছেন: আবার কাক ?

প্রশ্ন এড়ানো স্বভাবটা আপনারও দেখছি যাচ্ছে না । লেখা কবে পাচ্ছি ? আবার জিজ্ঞাসা করলাম ।

১১ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: নেক্সট মান্থ।

হলো।

এড়াই নি। লিখলে তুমি অবশ্য জানবে। কেন্দ্রকে পরিধির খবর আলাদা ভাবে দিতে হয় না।

১৬৩| ১১ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৫

নীলপরি বলেছেন: হুম । জেনে ভালো লাগলো । :)

তবে , আমি এককথা বারবার বলি বলে আপনি বিরক্ত হন না তো ? ভাবছিলাম আর কি !

১২ ই জুন, ২০১৬ দুপুর ১:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগাতেইই ভালো লাগা।

নাহ। বিরক্তি আসে না। কানের কাছে বারবার বলললে হয়তোবা হতাম। বিরক্তি থাকা উচিত। নয়তোও বিরক্তিহীনতায় ভুগবে।
আর রূপকথা পরি অপার ভালোলাগা দেয় মন্দলাগা নয়।

১৬৪| ১২ ই জুন, ২০১৬ রাত ১০:২৫

নীলপরি বলেছেন: কে যে রূপকথায় আছে
আর কে যে নেই
দেখি ভ্যানিশ হয়
আঙুল ছোঁয়াই যেই !

১৪ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভ্যানিশ হই তাই তো আঙুল ছুঁইয়ে দেয় প্রিয় রূপকথা।

১৬৫| ১৫ ই জুন, ২০১৬ সকাল ১০:৫২

নীলপরি বলেছেন: যাক , স্বীকার করলেন তাহলে ! তা রাজপুত্র ভ্যানিশ হয়ে কোথায় যান ? রাজবাগিচায় কি ? জায়গাটা দারুন সুন্দর মনে হয় । অনেক ফুলগাছ আছে ! সেখানে রাজপুত্র ফুল দেওয়া চটি পড়ে হাঁটেন ? তো ফুল দেওয়া চটি পড়ুন । কিন্তু ফুল মাড়াবেন না প্লিজ ! :(
অনুরোধ থাকলো ।

২০ শে জুন, ২০১৬ বিকাল ৩:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
এই তুমি কি করো? আই মিন স্টাডি?
আমার ধারণা তুমি খুব বাচ্চা এক্টা মেয়ে। ;)

এক কথায় বলি
আমি সেই গাছ হবো যে ফুল ছুঁয়ে দিনরাত্রি দেখে। বুঝলে বুদ্ধিনী।

২০ শে জুন, ২০১৬ বিকাল ৩:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
এই তুমি কি করো? আই মিন স্টাডি?
আমার ধারণা তুমি খুব বাচ্চা এক্টা মেয়ে। ;)

এক কথায় বলি
আমি সেই গাছ হবো যে ফুল ছুঁয়ে দিনরাত্রি দেখে। বুঝলে বুদ্ধিনী।

১৬৬| ২১ শে জুন, ২০১৬ সকাল ৭:৩৫

নীলপরি বলেছেন: রাজপুত্র ব্যস্ততার মধ্যে আমার সম্পর্কে ধারনা করার সময় পেয়েছেন দেখে ভালো লাগলো।
আমার ও কিন্তু অনেক ধারনা আছে।

বুদ্ধিনী মানে? নতুন শব্দ। :)

ব্যস্ততা কি কমেছে ?
যাহোক , ফুল মাড়ানো যাবে না! :)
ভালো থাকুন।
শুভকামনা ।

০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: সব ব্যস্ততা শেষ। আর যাচ্ছি না। বেশ কিছুদিন থাকছি। লেখা পাবে। অবশ্যই। কেমন আছো তুমি?

১৬৭| ০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৫

নীলপরি বলেছেন: ১১ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৭ ,লেখক বলেছেন: নেক্সট মান্থ লেখা দেবেন ! দেখছি তারমানে কি বোঝায় !


আশাকরি আপনার ঈদ ভালো কাটছে ।
আপনার লেখার সামান্য পাঠিকার তরফ থেকে ঈদের অনেক শুভেচ্ছা রইল ।
ভালো থাকুন । খুব ।

০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমার লেখার একটা কারণ। অনেক কিছু।

১৬৮| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৯

নীলপরি বলেছেন: মানে ? বুঝলাম না ! সহজ করে বলতে এতো কষ্ট কেনো আপনার ? সেটাও বুঝি না ! :|

আমি ভালো ।

আপনি কেমন আছেন ?

০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: পারি না। :(

ভালো আছি। আজ আরো বেশি।

১৬৯| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:২১

নীলপরি বলেছেন: ঈদ তো কাল ছিলো । আজ কোনো বিশেষ দিন আপনার ? যাহোক ভালো থাকা ভালো । শুনে ভালো লাগলো ।

ভালো থাকুন ।

০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগে ফিরলাম তাই।

১৭০| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৮

নীলপরি বলেছেন: হুম । বু ঝ লা ম । :)

০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
বুদ্ধিনী পরি।

১৭১| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৫

নীলপরি বলেছেন: আবার বুদ্ধিনী ?

যাক তবু একটা কিছু । :)

০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন: কম নয়। ছোট্ট আকাশে জায়গা পায় না। ডানার কিছুটা বাইরে চলে যায়।

১৭২| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৫

নীলপরি বলেছেন: ডানাই তো ! যেমন বলছেন যেন মনে হচ্ছে দৈত্য !

উফ্‌

১৭৩| ০৯ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫৫

নীলপরি বলেছেন: দুনিয়ায় কি আমার একার ডানা আছে ? আমি তো ভেবেছিলাম আপনার চড়াইয়ের কথা বলছেন !
তবে আমার ডানা অটোঅ্যাডজাস্ট হয়ে যায় । জানিয়ে গেলাম । আর কিছু জেনেও গেলাম । :|

আপনি ভালো থাকুন আর খাতা ভরে ভরে রাজকন্যার জন্য কবিতা লিখুন ।

০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: শেষ লাইন দুটো উল্টেপাল্টে দিল। কি জেনে গেলে?

১৭৪| ০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৭

নীলপরি বলেছেন: আপনি যা বলেছেন সেটাই জানলাম । কি সাংঘাতিক ! এখন আমাকে দিয়ে বলাবে ?
তুমি তো হবে দৈত্য .........
এরকম ভাবেন তো আপনি আমায় !


এরমধ্যে কি উল্টেপাল্টে দিল ? নিজে বলে তারপর আমায় দোষ ? আমি কি করলাম এতে বলুন ?

১৭৫| ০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১৭

নীলপরি বলেছেন: আপনি দেখছি সবার কথা জানেন ! আমি তো ফ্রগপ্রিন্সের গল্প শুনেছি । কিন্তু দৈত্য ? শুনিনি । আপনি লিখুন নতুন রূপকথা । তারপর পড়ব ।

০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন: রূপকথা আমায় দিয়ে হবে না। না।

১৭৬| ০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৩

নীলপরি বলেছেন: কেনো ?

০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: তুমি লেখো। তোমার লেখাগুলো আজকাল দারুণ হয়। সুন্দর।

১৭৭| ০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪২

নীলপরি বলেছেন: লেখাগুলো মানে ? আপনি তো আমার সব লেখা পড়েন না ! তাই ভাবছিলাম ! :)

০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্য না করলেই কি এটা ভেবে নিতে হবে যে আমি প লড়ি নি।

১৭৮| ০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৮

নীলপরি বলেছেন: তো আমি কি করে বুঝবো ? এই উত্তরটা কি রেগে দেওয়া ? আমি তো এমনি বলেছি ! আচ্ছা এই মেঘের কবিতাটা কি আগে পড়েছিলেন ? :)

এই মন্তব্য পড়ে রেগে গেলে রাগ দেখানো যাবে না । আর এই কথাটা শুনতেই হবে ।

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম পড়া ছিল। আর রাগ। না তা করি নি। চা কোই?

১৭৯| ১০ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৫৫

নীলপরি বলেছেন:

শুভ সকাল ।

১০ ই জুলাই, ২০১৬ সকাল ৮:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

শুভ সকাল।

১৮০| ১০ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৭

নীলপরি বলেছেন: দৈত্য কাহিনী আর কতক্ষণ দেখতে হবে ?





চা রইল । রাজপুত্র সময় পেলে ......।

১০ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: কাপটা সুন্দর। রাজসিক ভাব আছে।
:) অবশ্যই সময় হবে।

শুনছো এখনো?

১৮১| ১০ ই জুলাই, ২০১৬ রাত ১০:০১

নীলপরি বলেছেন: কি শুনবো ? কিছু বুঝিনা কেনো আমি ? :|

১০ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

শুভরাত্রি।

১৮২| ১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২০

নীলপরি বলেছেন: শুভ সকাল ।

প্রশ্ন এড়ানো চলতে থাকুক ! :)

১৮৩| ১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৪

নীলপরি বলেছেন: নতুন লেখার খবর আগে না পেলেও দেখে পড়ে এসেছি । লিখেছেন দেখে খুব ভালো লাগলো ।

আর আগে জানার আশা করাও ঠিক না ! সরি । আপনার তো এরকম , না আবার ভুল । আমি অতি সামান্য । বলতে চাইছি সাহিত্য সমঝদার কত শত পাঠিক পাঠিকা আছে । সবাইকে জানানো সম্ভব নয় ।

তাই ঠিকই আছে ।
তবু আবার বলি , লিখেছেন দেখে আমার খুব ভালো লাগলো ।

ভালো থাকুন । সরি ।

১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: সরি সরি সরি।

আমি কিন্তু লেখার অবস্থায় ছিলাম না। শুধু তুমিই বলেছিলে তাই লিখেছি। আম সরি।

আচ্ছা প্রমিস এর পর কিছু পোস্ট করলে তোমায় আগে জানাবো। ওকে।

রাগ কমেছে? :(

১৮৪| ১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

নীলপরি বলেছেন: রাগ কোথায় করলাম ?

সেটা আপনার ব্যাপার । আমি কিন্তু বলিনি ।

জানি , অবস্থাটা হয়ত লেখার মতো ছিল না । তবে অবস্থাটাকে কখন নিজেই উপযুক্ত করে তুলতে হয় । সেটা রাজপুত্রের কাছ থেকে আশা করা যায় ।

রাগ ছিল না । তাই বাড়া বা কমার প্রশ্ন নেই ।
সরি বলারও দরকার ছিল না । ঠিক আছে ?

১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: :(


হুম।

১৮৫| ১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

নীলপরি বলেছেন: এরকম ইমো কেনো ?

১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: তাই তো। কেউ রাগ না করলে তো খুশি হবার কথা। :)

১৮৬| ১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

নীলপরি বলেছেন: এটা কি জোড় করে হাসি ?

দৈত্য কাহিনী সংক্রান্ত মন্তব্যগুলো মোছেননি কেনো ? নিজে বলে শান্তি হয়নি ? দুনিয়ার লোককে পড়ানোর ইচ্ছা ! তো পোষ্ট করুন ! :|

সাধারণত আমি কারো উপর রাগ করি না । কি হবে ? শুধু নিজের আর ঈশ্বরের উপর ছাড়া ! ওনার সাথে আমার দড়ি টানাটানির সম্পর্ক !

তবে এবারে যদি দৈত্য কাহিনী ...........তবে ...........

১১ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: মুছে দিয়েছি।
ঈশ্বরের সাথে আমার লাঠালাঠি। হু।

১৮৭| ১১ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৪

নীলপরি বলেছেন: কোথায় মুছেছেন ? আছে তো !

১১ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: তোমার গুলো মুছবো না।

১৮৮| ১১ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৬

নীলপরি বলেছেন:

এটা আজকের লেখার জন্য ।

১১ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)

তোমার আজকের কবিতার বিপরীতে একটা কবিতা লেখার ইচ্ছে আছে। তবে পারবো কি না জানি না।

১৮৯| ১১ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৪

নীলপরি বলেছেন: আমার গুলো মুছবেন না ? রাজপুত্তুরের কর্মকান্ড আমি বুঝি না কেনো ? :(

১১ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি অস্পষ্ট।

মেঘ চরিত্রটা নিপাট সাদাসিধে। ঠিক না ভুল?

১৯০| ১১ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৮

নীলপরি বলেছেন: তো সেই কবিতার জন্য আজকে এখন থেকে দিন গোনা শুরু করলাম ।

উফ আবর বিনয় কোথা থেকে এলো ?

১১ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
লেখা বের হচ্ছে না। দেরী হবে বুঝলে।

১৯১| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৪

নীলপরি বলেছেন: কবিতা পড়ে আপনার কি মনে হয় ?

আমার ভাবনায় তো মেঘের মনমর্জি বোঝা দায় !

১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: বুঝতে কষ্ট হচ্ছিল কিন্তু আন্দাজ করেছিলাম। :)

১৯২| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩২

নীলপরি বলেছেন: আজকের লেখা দেখে সেরকম কিছু মনে হয়নি । সব ঠিক আছে ।

আপনি ভাবতে থাকুন । আর লিখতে থাকুন ।

আর দেরী ? তাও ঠিক আছে......।
আপনি লিখুন তো ! :)

১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
এমন পাঠিকা পেলে যে কিনা সময়ের বলয়ে ছেড়ে শব্দে বাস করতে রাজী, যে কেউ কবি হতে চাইবে।

১৯৩| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২০

নীলপরি বলেছেন: সবাই চাইলেই কি কবি হতে পারে ? আর যে কেউ কবি হলেই কবিতা যে পড়া যাবেই তার কি গ্যারান্টি আছে ? :)

১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
তা তো ভেবে দেখি নি।

১৯৪| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১৭

নীলপরি বলেছেন: এবারে ভাবতে পারেন ! :)

১৪ ই জুলাই, ২০১৬ রাত ৮:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভেবে কি হবে? আমারটা তো পাঠক আছে। পরি আছে।

১৯৫| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৫

নীলপরি বলেছেন: আপনার ওভারকাম গল্পের কতটা প্রোগ্রেস হলো?

শুভসকাল। :)

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা লেখার কথা বলছো তো। টুকটাক। টাইম লাগবে। ফেবু তে এক্টু আধটু ট্রাই করছি। মন্তব্যটা দেখি নি। সরি।

১৯৬| ১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২২

নীলপরি বলেছেন: ব্যক্তিগত প্রশ্ন করে ফেলেছি বোধহয় । সেটা সরাসরি বললেই পারতেন ! যাক উত্তর দেওয়ার দরকার নেই ।

আপনি ব্যস্ত থাকেন । তারমধ্যে আমি হাবিজাবি লিখে আপনার পাতা খারাপ করে দি্য়েছি । আপনি মুছে দিতেই পারেন । আমি তো পারব না । তাই সবকিছুর জন্য সরি ।

আর মুছতে গিয়ে যে সময় যাবে , তারজন্যও সরি । কে জানে সে সময় সামুতে কোনো ভালো লেখা হয়ত পড়া হয়ে যেত !

শুভকামনা । অনেক ।

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: রাগটা ভালো লাগছে। :`>

কিন্তু অকারণ। আমি দেখি নি।
তুমি কিন্তু অনেক কিছু বললে।

আমি চুপচাপ বসে একা
ভাবি এতো কেন চিল্লাপাল্লা
শেষ হলে রাগের পালা
রাতের চা টা দিয়ে যাবা।। :)

১৯৭| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৮

নীলপরি বলেছেন: কিছুই কি মনে থাকে না ? কবিতা না!
এক রাজপুত্তুরের বায়ু সেবন ওভারকাম করার গল্প!

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মানে পরি! ইয়ে আসলে মনে নেই। বায়ু সেবন। কোনটা বোঝাচ্ছো বলো তো।

১৯৮| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৩

নীলপরি বলেছেন: আমি চিল্লাই? জানলাম । রাগের আরেকটা রূপ দু:খ! জানালাম!

চায়ের কথা এম্নিতেই মনে থাকে। যাইহোক।

বোঝা গেলো?

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: তুমি বই এর খোলাপাতা নও। তুমি খুব যত্নে রাখা কৃষ্ণচূড়া।

১৯৯| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:০২

নীলপরি বলেছেন:

চা রইল । তবে একটু দেরী হয়ে গেছে ।

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: নির্জল আকাশের জল্পনায় কথাগুলো কবিতা হোক
বৃষ্টি না খটখটে রোদ ভাসুক
তোমার চোখে মেঘ নয় কোন রাজপুত্র থাকুক।


২০০| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৬

নীলপরি বলেছেন: আশাকরি রাজপুত্র দেখবেন ।

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: রাজপুত্র আকাশ ই দেখে সারাদিন।

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: রাজপুত্র আকাশ ই দেখে সারাদিন।

২০১| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৩

নীলপরি বলেছেন: সব মনে আছে আপনার । এটা ইচ্ছে করে না বোঝা । আমি সেটা বুঝেছি ।

তবে এটা ঠিকও হল না ! আপনি মনে রাখবেন বলেছিলেন ! :(

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমার সব চেনা অচেনা হয়। ধ্রুব সত্য বলে কিছু নেই।

২০২| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৫

নীলপরি বলেছেন: এটা কি সেই কবিতাটা ?

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম। এটা শেষাংশ। ক্যামন লাগল?

২০৩| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:২০

নীলপরি বলেছেন: তাই ? ......

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
হুম পরি।

২০৪| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৭

নীলপরি বলেছেন: তাহলে আপনার মন্তব্যগুলো যত্নসহকারে রেখে দিতে হবে । যখন সেলেব হয়ে যাবেন তখন তো আমাকে চিনবেন না । কিন্তু আমি সবাইকে দেখাবো , যে ইনি আমার লেখাতেও মন্তব্য করেছিলেন ! :|

২০৫| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আরে না পরি। আমি সাদামাটা ছেলে। তুমি তো দেখনি আমায়। বড়বেশি সাধারণ।

২০৬| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩০

নীলপরি বলেছেন: আমার তো ভালো লেগেছে । প্রথমটা জানতে ইচ্ছা হচ্ছে ! :)

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ওটুকুই হয়েছে। লিখে দেখলি ফিনিশিং টাইপ হয়ে গেছে। উল্টোপাল্টা লেখা হচ্ছে।

২০৭| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৮

নীলপরি বলেছেন: তো কি ? একদিন হবেন অসাধারণ । এটা আমার বিশ্বাস । অবশ্য এখনো আছেন ।
সুনীল গঙ্গোপাধ্যায়ও সাধারণই ছিলেন । ঠিক আছে ?

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি সুনীল নই। শুধু নীল।

২০৮| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫১

নীলপরি বলেছেন: যাক কবিতাটা তাহলে পাচ্ছি । এটা ভেবে ভালো লাগছে । :)

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: শেষ করতে পারলে আমার অনেক ভাল লাগবে।

২০৯| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৪৪

নীলপরি বলেছেন: আরে আমি বলেছি নাকি আপনি সুনীল ? উদাহরণ দিলাম তো শুধু ! আপনি আপনার মতো । সেটাই চাওয়া ।

আপনি হাজারটা যুক্তি সাজান । বিশ্বাস যুক্তি তর্কের নিয়ম মানে না । তাই আমার বিশ্বাসই একদিন ঠিক হবে । সেদিন আপনি মনে থাকলে মিলিয়ে নেবেন ।

আর শেষ করতে পারলে আপনার ভাল লাগবে ? মানে ? নাহলে অন্যকারো খারাপ লাগতে পারে , সেটা মনে হল না ? :|

যাক , এমনিতেই ভালো হচ্ছে । বেশী গ্রুমিং এর দরকার নেই । এখন তো তাড়াতাড়ি পড়তে ইচ্ছা হচ্ছে ! :)

শুভসকাল ।

১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভোলার তো প্রশ্ন আসে না। অন্যেরটা ভাবি। আর তাই তো শেষ করতে পারলে খুশি হবো। সেই অন্যের খারাপ লাগুক তা তো চাই না।
তাড়াতাড়ি হবে বলে মনে হয় না। :(

বিকেল নাও। পুরোটাই দিলাম।

২১০| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২২

নীলপরি বলেছেন: যাক , সকালে না দেখলেও বিকেলে অন্তত দেখেছিলেন ! বিকেল দিয়েছিলেন দেখে কৃতার্থ হলাম ।

আর এবারে সময় কিন্তু ভয় পেয়ে যাচ্ছে ! যেভাবে আপনি সময়কে চাইছেন ! সে ভাবছে তাকে না আবার রাজকারাগারে বন্দী হতে হয় ! বাপরে তাহলে কি হবে ? রাজপুত্র যা রাগী , ভেবে আমারই ভয় করছে ! :-&

তাছাড়া মনে হচ্ছে আপনাকে যেন মঙ্গল গ্রহ থেকে ফুল তুলে আনতে বলা হয়েছে ! ঠিক আছে যা সময় লাগে লাগুক ।

তবে লেখাটা হবে কি করে ? আঙুলে তো অন্য কিছু ধরা আছে ! আগে ওটা ফেললে ভালো হয় ।

ওভারকামের গল্পটা আমি ভুলিনি । আর আপনাকেও মনে রাখতে হবে ।

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: না বন্দি করবো না। কিন্তু প্রহরী করবো প্রিয় বন্দিনীর।
তোমার কাছে কবিতা লেখা যতটা কঠিন আমার কাছে তার থেকে অনেক বেশি কঠিন।
তবে আরো চার লাইন হয়েছে। তুমি একবারেই দেখো।

ওটা বাম হাতের আঙুলে শোভা পায়। :)

আজ রোদগুলো তোমার।

২১১| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৯

নীলপরি বলেছেন:

কালকে দিতে আসার ইচ্ছা ছিল । তবে আসতে পারিনি । তাই এটা টিউশন থেকে ফিরে আসার পরের জন্য থাকল । অবশ্য যদি দেখার সময় হয় । :(

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:



অনেক ভালোলাগা।

২১২| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪২

নীলপরি বলেছেন: আকাশ মেঘলা যাচ্ছিল । রোদ পেয়ে খুশি হলাম ।

কিন্তু গর্বের সাথে ওটা বাম হাতের আঙুলে শোভা পায় বলতে দেখে খুশি হতে পারলাম না । কেনো জানিনা !

১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: জানতে হবে। অজানাকে।

২১৩| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৫

নীলপরি বলেছেন: হুম নীল গোলাপ ! শাহি বাগীচার নিশ্চয়ই । পেয়ে খুউব ভালো লাগলো । :)

১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আনন্দে উচ্ছ্বসিত। :)

২১৪| ১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

নীলপরি বলেছেন: তাই ? এতোওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওও পরে

তবু তো আনন্দ পেলেন । তাতেই ভালোলাগা । :) :)

শুভ সন্ধ্যা । আনন্দময় থাকুন ।

১৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: সন্ধ্যে কেমন কাটলো?

১৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: সন্ধ্যে কেমন কাটলো?

২১৫| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৯

নীলপরি বলেছেন: অকাজ করে ! আবার কি ? :)

আর আপনার ?

অকাজ করে ! আবার কি ? :)

আর আপনার ?



চা রইল । দেখবেন আশাকরি ।

১৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার আর কি! জ্ঞান দান করে।

:) :)

১৭ ই জুলাই, ২০১৬ রাত ১১:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভ্রাত্রি পরি।

২১৬| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৮:০০

নীলপরি বলেছেন: সন্ধ্যে বেলাতেও টিউশন ! বেশ ভালো । :)

শুধু বাম হাতের আঙুলে বেশী শোভা বৃদ্ধি না হলেই ভালো হয় । এই রে বলে ফেললাম !


শুভ সকাল ।
এটা দেখুন বা না দেখুন , আপনার সারাদিন ভালো কাটুক । :)

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দিন ভালো হতে হলে এটা দেখতে হবে।

হুম। চেষ্টা করছি। শোভা কমানোর।
শুভ সকাল।

২১৭| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫০

নীলপরি বলেছেন: দুটো কথা জেনেই ভালো লাগলো ।

১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)

২১৮| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৩

নীলপরি বলেছেন: টিউশন থেকে আসা হয়েছে ?

চা রইল ।







টিউশন থেকে আসা হয়েছে ?









১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ আয়োজন।

কিন্তু কি যেন মিসিং।

২১৯| ১৯ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৩৯

নীলপরি বলেছেন: কি সেটা ? বলবেন তো! আরেকটু বলার জন্য সামুতে কোনো ট্যাক্স লাগে না! উফ!

যাক কাল সারাদিন বাস্তবিক কেমন কেটেছে ?


শুভ সকাল।
এটা যখনই দেখুন না কেনো পুরোদিন খুব ভালো কাটুক । :)

১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: হাতে তৈরি চা এর অভাব।
খুব বেশি সুবিধার না। পরিশ্রমটা একটু বেশি হচ্ছে। :(

তোমার দিনগুলোও ভালো কাটুক।

২২০| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩৬

নীলপরি বলেছেন: শুনে ভালো লাগলো না। কিন্তু কি করি?
পরিশ্রম কম হোক । এটা চাইলাম।

আমার দিন ভালো কাটার কথা দেখে ভালো লাগলো!

২০ শে জুলাই, ২০১৬ রাত ১২:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
চাই ভালো থাকো। জ্যোৎস্না জড়িয়ে। রোদেলা আলোর মতো।

২২১| ২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৮

নীলপরি বলেছেন: তাই ? এতো কিছু ?

আমি তো সবসময় বেহাল অবস্থা থেকে হালে ফেরার চেষ্টা করি ! :(

আপনি কেমন আছেন ?

২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো না।

মাথা ব্যথা।
জ্বর।
কাশি।

এক কথায় মৃত্যু পথযাত্রী।

২২২| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১০:১৮

নীলপরি বলেছেন: কোথায় কবিতা বের হচ্ছে না ? এই তো কি সুন্দর কবিতা কবিতা গন্ধ পাচ্ছি । কি অপূর্ব এক কথায় প্রকাশ !

আমার ধারানায় তো রাজপুত্ররা রাফ এন্ড টাফ ! এখন তো ভাইরাল ফিভার অনেকেরই হচ্ছে । ইন ফ্যাক্ট আমারও হয়েছে দুদিন ধরে ! আজ অবশ্য জ্বর তেমন নেই ।কাশিটা আছে । বলতাম না । আপনার জন্য বলতে হলো ।

এক জ্বরেই আপনাকে মৃত্যু পথযাত্রী কথাটা বলতে হলো ?

যাক , মেডিসিন নিয়েছেন ? আশাকরি এই অবস্থায় টিউশন যাননি ।

ভালো হয়ে যান । তাড়াতাড়ি ।

২০ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ওটা কথার কথার। একটু বেশি কেয়ার পাবার জন্য। ;)
আর টিউশন যেতে হয়েছে। :(

হুম মেডিসিন নিয়েছি।
তুমি বলো নি কেন?

সুস্থ হয়ে ওঠো। শুভকামনা।

২২৩| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১০:২১

নীলপরি বলেছেন: দেরী হলেও চা রইল ।



২০ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:

তুমি একটু বেশিই ভালো।

২২৪| ২১ শে জুলাই, ২০১৬ রাত ১২:২৮

নীলপরি বলেছেন: টিউশন যেতে হয়েছে কেনো ? একদিন না গেলে তো ওরাও হিটলারের হাত থেকে রেহাই পেত ।

২১ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন: X((

আমি হিটলার! হিটলার কিন্তু আমার মতো ছিল না।

২২৫| ২১ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪৩

নীলপরি বলেছেন: আমি বলিনি কেনো ? হয়ত আপনি আজকে যা বলেছেন তেমন কিছুর জন্য । ভীতি থেকে । কিছু বলা মানেই তো উত্তরের এক্সপেকটেশন তৈরী হওয়া । প্রত্যাশা ভীতি আনে !

আর খুউব বাজে ।

তবে আমার টেস্ট বদলায় না । যাইহোক , যেভাবেই হোক ভালো থাকুন । অনেক ।

সেটুকুই চাই । চাইতাম । চাইব ।

শুভরাত্রি ।

২১ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
জানানো উচিত ছিল।

আচ্ছা তোমার ফেবু তে একাউন্ট নেই।



আমি ফিরে আসার ট্রাই করছি। একটা কবিতাই যথেষ্ট হবে তার জন্য।
শুভ সকাল।

২১ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: দেখেছি মন্তব্যটা।

২২৬| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৪

নীলপরি বলেছেন: হিটলার কি নিজে জানত সে কি ? রাগের ইমোটা কি বোঝায় ? আপনার সাথে অনেক মিল । হিটলার ছবি আঁকতেন । পড়েছি । আপনি কবি । শিল্পী । সবথেকে বড় কথা , শুধু নিজের কথা বলা । আগে তো কেমন আছেন সেটা জানাতে হত ।

টিউশন যাননি মনে হচ্ছে ! কেনো ? জ্বর বেশী নাকি ? ওষুধ খাচ্ছেন ঠিকমতো ? নাকি রাত জেগে শুধু ভালো লেখা পড়ছেন ? লেখাগুলোর তো উড়ে যাওয়ার সম্ভাবনা নেই । তাই বিশ্রাম নিলেই কি ভালো হত না ? অনেক কিছু বলে যাচ্ছি ।সরি । শুধু কেমন আছেন সেটা জানালেই হবে ।

২১ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: এখন বেশ ভালো আছি। আমি কিন্তু হিটলার হতে চাই না। আমি শুভ্র হতে চাই। নীল চাদরে মোড়া। কবিতার স্বপ্নে পথভুলো কেউ। যার আঙুলে পেন্সিল আর চোখে বিস্ময়।
এতো অদ্ভুত কেন মেয়েটি।।

গিয়েছিলাম। জ্বর কম এখন। কিছুই পড়ছি না। আজ লিখবো। একটা ঘোরের মধ্যে আছি। দেখি কি হয়।
তোমার মন্তব্য পড়তে ভালোই লাগে।

২২৭| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪৬

নীলপরি বলেছেন: না একাউন্ট নেই তো ! বলেছিলাম আপনাকে । কালই তো বলেছেন ভুলে গেছেন ! ঠিক আছে । আমার সব মনে থাকে ।

আপনি আর কোথাও লেখেন ? গুগুল ব্লগার বা অন্য কোথাও ?

কোন মন্তব্যটা দেখেছেন ?

হুম কবিতা লিখুন । মেঘেরটা না হলেও । তবে কাশির মধ্যে বাম হাতকে না সাজালেই ভালো হয় । তাতে কবিতা লিখতে দেরী হলেও চলবে ।

শুভ সকাল ।
ভালো হয়ে উঠুন ।

২১ শে জুলাই, ২০১৬ রাত ১০:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: কাল পোষ্ট করবো।

২২৮| ২১ শে জুলাই, ২০১৬ রাত ১০:০১

নীলপরি বলেছেন:

চা থাকল ।

বাজে লাগা কবিতায় লাইক দিয়েছেন কেনো ?

শুভ্র তো আপনি এমনিতেই । হিটলার হতে চাওয়ার জন্য নয় । এক কে সাথ এক ফ্রি ।:)

রেগে গেলেন ? তাহলে সরি । তাও বললাম । :)

ওষুধ নিন ঠিক করে ।

পুরো ভালো হয়ে যান ।

২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: আজ পোষ্ট করছি। এখন। বিদঘুটে হয়েছে যদিও

২২৯| ২১ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩৩

নীলপরি বলেছেন: কখন ?

বাকি প্রশ্নের উত্তর সেই এড়িয়ে গেলেন তো ! ঠিক আছে !

২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: না তো। কবিতাটা রেডি করছিলাম। সব উত্তর দেব। আর অনেক উত্তর পাবে কবিতায়। উল্টোপাল্টা। তবুও।

২৩০| ২২ শে জুলাই, ২০১৬ রাত ১২:০৫

নীলপরি বলেছেন: দেখছি । এই এলাম ।

২২ শে জুলাই, ২০১৬ সকাল ৭:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
হুম।

২৩১| ২২ শে জুলাই, ২০১৬ সকাল ৮:২০

নীলপরি বলেছেন: হুম মানে ?

কবিতা ভালো হয়েছে ।তাই ভালো লেগেছে । পুরোপুরি ।শুধু একটা টাইপো আছে । আপনার মতো বাজে লেগে লাইক দেওয়া নয় । :(

যাক , আজকে কেমন আছেন ? ভালো তো ?

এখনো উত্তর গুলো বাকি আছে ।

আলাদা আলাদা রঙের আলাদা আলাদা গন্ধ থাকে বুঝি ? দেখতে হবে ।

শুভ সকাল । আপনার দিনটা খুব ভালো কাটুক । যখন সময় পাবেন তখন দেখবেন ।

২২ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো লাগাটা অন্যকথা।
টাইপো। হুম।

উত্তর আরো দিতে হবে। কবিতায় হয় নি। শব্দঋণ বাড়ুক। কন ঝুম বর্ষারর বিকেলে চুকিয়ে দেব।

গন্ধ থাকে। নীল রঙে মাটির গন্ধ।
দিন তোমারো ভাল যাক।

২৩২| ২২ শে জুলাই, ২০১৬ সকাল ৮:২৬

নীলপরি বলেছেন:

এটা শুভ্রর জন্য রইল । :)

২২ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি কে?

২৩৩| ২২ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৪৫

নীলপরি বলেছেন: জ্বর কেমন আছে ? জ্বর থেকে আইডেনটিটি ক্রাইসিস হয়ে গেল নাকি ? :|

শুভ্র কে বলুন ?

আমার কাছে তো খুব ভালো কবি । :)

২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৮:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ওই পরিচয় টা ভালোলাগে।
শুভসকাল।

২৩৪| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১:৪৭

নীলপরি বলেছেন: ব্যস্ততা ভালো ।

শুভ রাত্রি ।

২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৮:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: এক বন্ধুর বার্থডে ছিল।

:(

২৩৫| ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৩০

নীলপরি বলেছেন: জমা থাক
দেখা বা না
দেখার আশা।
জমা থাক
শুভ সকালের
কিছু প্রত্যাশা ।

২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৮:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
পূরণ হোক সকল অপূর্ন প্রত্যাশা।
তবু প্রতিটি সকাল তোমার হোক।

২৩৬| ২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

নীলপরি বলেছেন: বন্ধুর বার্থডের সাথে এরকম ইমো কেনো? যাওয়া হয়নি ?

২৯ জানুআরি কি কি হয়?
জানতে ইচ্ছা হচ্ছে!

২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: তুমি বললে ব্যস্ততা তাই।

হঠাৎ ২৯ জানুয়ারি?

২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: তুমি বললে ব্যস্ততা তাই।

হঠাৎ ২৯ জানুয়ারি?

২৩৭| ২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১১

নীলপরি বলেছেন: সবসময় বুঝেও না বোঝা কেনো ?

রাজপুত্রের জন্মতারিখ । তাই । হয়েছে এবার ? আপনি বন্ধুর বার্থডের কথা বলেছিলেন বলে মনে হল । জানতে চেয়েছিলাম । না জানাতে ইচ্ছা হলে থাক । :|

আশাকরি আপনার দিন ভালো কাটছে ।

শুভকামনা ।

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: এতো রাগ কেন?
২৮ জানুয়ারি।
তোমারটা কবে?

দিন কেটে যাচ্ছে। সময় গুণে পারছি না।

২৩৮| ২৪ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫০

নীলপরি বলেছেন:
যাক , তবে সময় হয়েছে দেখার !

রাগ কেনো হবে ? একদিন হেরফের হয়েছে বলে তো আপনি বোঝেননি !

শুধু তারিখটা না , ঐ দিন কি হয় সেটা জানতে চেয়েছি !

৭ আগস্ট ।



চা রইল । দেখবেন যদি সময় হয় ।

২৪ শে জুলাই, ২০১৬ রাত ১০:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: নেক্সট মান্থ।


কিন্তু আমার তো মনে থাকে না। :(

তেমন কিছু হয় না। ঘুম। আমি সাধারণত সেলিব্রেশন এড়িয়ে চলি।

"তুমি ঘোরতর কৃষ্ণবর্ণা হতে পারো
আমি চোখে মেঘকালোধূলো লেপে নেবো"

২৩৯| ২৪ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫২

নীলপরি বলেছেন: হুম মনে আছে । এর আগে মনে রাখার লিস্টে নাম জায়গা পায়নি । ঠিক আছে ।
রাজপুত্রকে কত গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হয় ! জানি তো ।

আর এটাও জানি , কিছু মনে রাখতে চাইলে মনে রাখা যায় । তবে মনে রাখার জন্য বলিনি ।


শুভরাত্রি ।

২৫ শে জুলাই, ২০১৬ সকাল ৭:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

:( :( :(

শুভ সকাল।

২৪০| ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৩

নীলপরি বলেছেন: এই রকম ইমোর সাথে শুভসকাল ?

ভালো আছেন তো ? এত কথা জমিয়ে রাখেন কেনো ? খরচ করলে কি কমে যাবে ?

মনে হচ্ছে কি , কেনো প্রশ্ন করতে করতেই জীবন কেটে যাবে !

২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

রাতকে দিন হতে দেখেছি
শব্দকে পোড়া রুটি
তাই জমিয়ে চলেছি আটাময়দার বোয়েমে
আর একজনের মনবারান্দা দখলের আয়োজনে।

২৪১| ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৫

নীলপরি বলেছেন: দিন কেটে যায় বলছিলাম !

২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি বলেছি থেমে যায়?
প্রিয় পরি,
আমি কম কথা বলি। :(

২৪২| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১০:০৬

নীলপরি বলেছেন: জমতে জমতে তো কথার পাহাড় হয়ে যাবে । এতো কথা একসাথে শুনে রাজকন্যা বোর হয়ে যাবে না তো ? ভাবনাটা এলো । রাজকীয় ব্যপার বুঝি না ! :||

২৫ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:

কিছুই বলা হবে না। আর কিছুই শুনবে না।

২৪৩| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪০

নীলপরি বলেছেন: আপনি কোনোদিন ক্রিকেট খেলেছেন ? তাহলে যে দলের হয়ে খেলেছেন তারা নির্ঘাত হেরেছে ! বল করলে আউটের জন্য অ্যাপিলই করেননি হয়ত !

কি থেমে যাবে ?

কম কথা বলাটা ঠিক আছে ।কিন্তু আপনি তো প্রশ্ন এড়িয়ে যান । আপনার সাথে এরকম হলে কি রকম লাগতো ? যেমন সেদিন জানতে চেয়েছিলাম , আর কোথাও লেখেন কিনা ! হ্যাঁ , না এটুকু বললেই হয়ে যেত । তাহলে এটা বলে দিন , এই প্রশ্ন করা যাবে বা এটা করা যাবে না !
যাক , এর উত্তরে কোনো কিছু বলতে ইচ্ছা না হলে নো কমেন্টস লিখে দেবেন । নাহ , লিখতেও হবে না , আমার লেখা থেকে কপি পেস্ট করে দেবেন ।

ঝলসানো রুটি পড়ে ছিলাম , আজকে পোড়া রুটি পড়তেও খুব ভালো লাগলো । জানালাম ।

২৫ শে জুলাই, ২০১৬ রাত ১১:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম। আমি অনেক ক্রিকেট খেলেছি।
দিন। তা তো থেমে যায় না।

না আর কোথাও লিখি না।

আচ্ছ আর তেমনটা হবে না।
অনুকাব্যের উপর একটা পোষ্ট দেব। তাই লিখলেই তোমায় শুনাচ্ছি।

২৪৪| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:০২

নীলপরি বলেছেন: না শুনলেও ক্ষতি নেই । আপনার কবিতা পড়লেই ফিদা হয়ে যাবে । :)

সরি । আমিও বেশী কথা বলি ।

অনুকাব্য তো দারুন বিষয় । লিখুন লিখুন । পড়ার অপেক্ষায় থাকলাম ।

শুভ সন্ধ্যা ।

২৬ শে জুলাই, ২০১৬ রাত ১০:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: তাই নাকি। ভালো লাগছে জেনে।
হুম লিখছি।
অপেক্ষা! আমি অনেক অপেক্ষা করাই।
পরির কথা শুনতে ভালো লাগে রাজপুত্রের।

২৪৫| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪৬

নীলপরি বলেছেন:

চা থাকল । কে জানে কখন দেখবেন ! :(

তাই নিজেকে বানিয়ে নিতে হবে ।

রাজপুত্র যেন রেগে না যায় ! :)

২৬ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
একটা প্রশ্ন ছিল। দ্বিধান্বিত। করবো কি করবো না।
তোমার শেষ পোষ্টটাতে আমার মন্তব্যের প্রতিউত্তরের কি হিসেব করে শব্দ খরচ করলে।

চায়ের জন্য ভালোলাগা।

২৪৬| ২৭ শে জুলাই, ২০১৬ সকাল ৮:১৩

নীলপরি বলেছেন: আমি হিসেবী ? যাদের অনেক আছে তারা হিসেব করে । আমার কিছু নেই , হিসেবেরও ঝক্কি নেই ।

আর দ্বিধা তো আমার ছিল তাই ভাবলাম অল্পসল্পই ভালো । একটু বলার ছিল , কিন্তু তাহলে রাজপুত্রকে আবার কষ্ট করে মন্তব্য করতে যেতে হত । আর উনি যদি সময় না পেতেন তো আবার আমার ...... ।

কিন্তু আপনি দ্বিধান্বিত কেনো ? বুঝলাম না !

শুভ সকাল ।
এটা না দেখলেও আপনার দিন খুব ভালো কাটুক ।
লেখার পাতা ভরে যাক । :)

২৭ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: হয়তো। জানি না।

আমি ব্যস্ত আছি। তার মানে এই নয় যে প্রতিউত্তর করতে কষ্ট হয়।
প্রশ্নটা করা উচিত হবে কিনা তাই নিয়ে দ্বিধায় ছিলাম।

শুভসকাল। দিন ভালো কাটুক।

২৪৭| ২৭ শে জুলাই, ২০১৬ সকাল ৮:২৪

নীলপরি বলেছেন:

এটা টিউশন থেকে ফিরে আসার পরের জন্য থাকল ।

২৭ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
:)
বেশ প্রিয়।

২৪৮| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১৩

নীলপরি বলেছেন: হয়তো না তাই।
আপনার দ্বিধা শুনে তো আমার চিন্তা হচ্ছে! আমি তো কিছু না ভেবেই কত কি বলি! :|

প্রিয় জেনেই দিয়েছি। আমার মনে থাকে। :)

২৭ শে জুলাই, ২০১৬ রাত ৯:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
তোমার নামটা যেন কি?

২৪৯| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪৩

নীলপরি বলেছেন: মানে ? সত্যিই ভুলে গেছেন ?

মানে ? সত্যিই ভুলে গেছেন ?



চা থাকল !

২৭ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম। বলো।

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: কি হলো? বলবে না।

২৫০| ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১৮

নীলপরি বলেছেন: হুম । বলছি । তবে সামুতে থাকলে জানাবেন তখন । যাতে হৃদয় থেকে মোছার সাথে সাথে সামু থেকেও মুছে ফেলতে পারেন । :)


দিন কেমন কাটছে ?

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: জঘন্য।

২৫১| ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৪

নীলপরি বলেছেন: আমার নামটা জঘন্য জানি । এভাবে না বললে কি হতো না ? :|

কি করবো কোনো কাব্যিক নাম না থাকলে !

২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আরে! আজব তো।
আমি তো আমার দিন জঘন্য কেটেছে তাই বলছিলাম। :(

২৫২| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪৬

নীলপরি বলেছেন:

এটা ফ্রেশ হওয়ার জন্য ।

২৮ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
হুম হলেম। ফ্রেশ।

২৫৩| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫২

নীলপরি বলেছেন: হুম আমি তো আজবই । :(

দিন জঘন্য কেটেছে কেনো ? যদি বলা যায় তাহলে শুনতে চাইবো । ভালো আছেন তো ?

২৮ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ম্যাড়মেড়ে গেছে। ভালো বলার মতো কিছুই হয় নি। আর উল্টোপাল্টা শুনছি।

২৫৪| ২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩১

নীলপরি বলেছেন: ভালোটা শুনতে চাইনি ! খারাপ কেনো গেলো সেটাই শুনতে চেয়েছিলাম । যাক ঠিক আছে ।

তো কেমন যাচ্ছে রাজপুত্রের দিন ? সময় পেলে জানাবেন ।

২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো না। ডিপ্রেশনে ভুগছি।

২৫৫| ২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

নীলপরি বলেছেন:

যাক এতোক্ষণে দেখলেন ।
কিন্তু ডিপ্রেশন কেনো ? শুনে খারাপ লাগছে । বলা যায় কি ? অনেক সময় শেয়ার করলে কমে ।



এটা সত্যিই খেতে পারেন । ডিপ্রেশনে সাময়িক কাজ দেয় । আমার ক্ষেত্রে তো দেয় ।

কি হল জানালে ভালো হয় ।

২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি মাঝেমধ্যেই কিছুনাই কিছুনাই তে ভুগি।

২৫৬| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:০৮

নীলপরি বলেছেন: কি ?কিছুনাই ? রাজপুত্র যদি কিছুনাই বলে তো আমরা কি বলবো ?
তবে কিছুনাই যদি মনে হয় , তবে একদিকে ভালো ! তাহলে বাঁ হাতে ও যেন কিছু না থাকে !

আর আপনি যে কিছুনা বলে অন্যকে ডিপ্রেশনে ফেলে দেন তা জানেন ? চকলেটটা যে সত্যি খেতে বলেছিলাম , তা খেয়েছিলেন ? হ্যাঁ , না কোনো জবাব পাইনি ।

ফিল্মটা দেখে কেমন লাগলো প্রতিউত্তরে জানতে চেয়েছিলাম , এখন পর্যন্ত জানতে পারিনি ।


কিছুনাইটা অনেক কিছুতে ভরে উঠুক ।
শুভসন্ধ্যা ।

২৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি তো সত্যিকারের রাজপুত্র নই। চকোলেট খাই নি। ফিল্মটাও দেখি নি। ইচ্ছে হচ্ছে না।
কাকে ডিপ্রেশন ফেলছি?
তোমার প্রার্থনা পূর্ণ হোক।

২৫৭| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪৪

নীলপরি বলেছেন: তাহলে কাল যে বলেছিলেন দেখছেন ? এখনি দেখুন । না দেখলে বুঝবেন কি করে ইচ্ছে হচ্ছে কি হচ্ছে না ।

আমি কি সব এমনি এমনি বলি নাকি ? সেই সন্ধ্যে থেকে এখন পর্যন্ত একটু চকোলেট খাননি কেনো ? একবার ট্রাই করলে কি হতো ? আমার উপর খুব রাগ নিয়েই না হয় খেতেন !

কাকে আর ? যাকে একথাগুলো বলছেন তাকেই ।

প্রার্থনা পূর্ণ কি করে হবে ? :|

২৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অবাক লাগছে। হুম। বাইরে বের হচ্ছি চকোলেট এর জন্য।
রাগ না ভালোলাগা নিয়েই খাবো।

কাল ডাউনলোড দিয়েছিলাম।

২৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অবাক লাগছে। হুম। বাইরে বের হচ্ছি চকোলেট এর জন্য।
রাগ না ভালোলাগা নিয়েই খাবো।

কাল ডাউনলোড দিয়েছিলাম।

২৫৮| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫০

নীলপরি বলেছেন:

চা টা এখনকার জন্য থাকল ।

২৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

২৫৯| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:১৩

নীলপরি বলেছেন: শুনে আমার খুউব ভালো লাগলো । খেয়ে আপনি জানাবেন কেমন লাগলো । :)

২৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
হুম। টেস্ট দারুণ। কিন্তু কাজ তো কিছু হয় না।

২৬০| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:১৭

নীলপরি বলেছেন: এখনো যাননি আপনি ? প্রশ্নদের রেখে দিয়ে আগে গেলে ভালো হয় ।

৩০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রশ্ন গুলোর কি হবে?

২৬১| ৩০ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৫৪

নীলপরি বলেছেন: ১০ টায় প্রায় ১২ টায় চকোলেট খেয়েছেন? উফ

তবে কাজ হয়নি মানতে পারলাম না। ডিপ্রেশনে চকোলেট আর নিম পাতার স্বাদ একরকম লাগে। আপনি বলেছেন দারুন টেস্ট । তাই টেস্টে ধরা পড়ে গেছেন!

সিরিয়াসলি বুঝতে পারছি । খারাপ যখন লাগে তখন কিছুতেই ভালো লাগে না।

তোমার জন্য কাঁদছে কেউ
একা গাছের তলায়
কবি সব সইতে পারে
কলমকে দিয়ে বলায়!

শুভ সকাল।
ভালো থাকুন। এটুকু চাই। আর সাথে কিছু কবিতাও।

৩০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
এই মন্তব্যটা আমার প্রিয় হয়ে থাকবে।
ভালো থাকার চেষ্টা করছি।

কবিতাটুকু অনেক ভালো লাগল।

২৬২| ৩০ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৫৭

নীলপরি বলেছেন: ১০টায় বের হয়ে বলেছি।

৩০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি বুঝেছি।

২৬৩| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১১:১৫

নীলপরি বলেছেন: কোন প্রশ্ন গুলোর ? প্রশ্ন গুলো যদি থাকে তবে উত্তরও থাকবে । পাওয়া হয়ে যাবে একদিন ।

শুধু এই মন্তব্যটা ?

৩১ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
হুম। প্রশ্ন গুলোও একদিন মন ছাদে আসবে।
শুভসকাল।

২৬৪| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১১:২৪

নীলপরি বলেছেন: তো আজ কেমন ? সময় পেলে জানালে ভালো লাগবে ।

৩১ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেটার। তুমি ক্যামন?

২৬৫| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১:০৭

নীলপরি বলেছেন: যাক একদিন পরে হলেও দেখার সময় পেয়েছেন দেখে ভালো লাগলো। আপনাকে এতো ভালো লেখা পড়তে পড়তে আমার উত্তর দিতে হল বলে আমি দু:খিত।

বেটার জেনে খুশি হলাম। ব্যস এটুকুই জানতে চেয়েছিলাম ।

কিন্তু আমি? কেনো?

শুভরাত্রি।

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: :(

কবিতা পোস্ট করেছি এক্টা। আর সত্যিই ব্যস্ত+অসুস্থ।
ব্যঙ্গটা স্পষ্ট।

২৬৬| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:৫২

নীলপরি বলেছেন: ব্যঙ্গ কিসের ? যা দেখা যায় সেটা বললে দোষ ? ব্যস্ততার কারনও দেখা যাচ্ছে ।

কিন্তু অসুস্থতা কেনো ? এখনই জানতে চাই । তা সে যতই রাজকার্য থাক ।

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দুঃখিত দেরী হয়ে গেল। দেখেছিলাম বাট এন্সার করার অবসর পাই নি।
জ্বর জ্বর। রাজকার্য থাকলেও কেউ কেউ প্রায়োরিটি পায়।

২৬৭| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৯

অরুনি মায়া অনু বলেছেন: সেই ধ্বংসস্তুপ দেখার জন্য আমরা হয়ত বেঁচে থাকবনা, তবে এমন লেখারা বেঁচে থাকুক যুগের পর যুগ।
সুন্দর।

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সাথে বেচে থাকবে আপনার সৃষ্টিগুলোও।

২৬৮| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৭

নীলপরি বলেছেন: আবার জ্বর ? বৃষ্টিতে ভিজছেন নাকি ইচ্ছে করে ?

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অনিচ্ছের ভেজা। :(

২৬৯| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৭

নীলপরি বলেছেন: সবসময় এই ইমোটা দেন কেনো ? উফ

এটাকে দেখলেই এখন ..................

অনিচ্ছের ভেজা মোটেই নয় । অনিচ্ছেতে বেশীক্ষণ ভেজা যায় না । যা খুশি লিখে বোঝানো যাবে না ।

এটা কি রাজপুত্রের কবিতা নাকি ? যে সব মানবো ।

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অবশ্যই আমার সবকথা মানতে তুমি বাধ্য নও। তবে সত্যিটা বলেছি।
ইমোতে কি অসুবিধা? :( :(

২৭০| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৫

নীলপরি বলেছেন: ব্যস অমনি রাগের ভাষা ?

এভাবে বলেছি আমি ? নিজের ইচ্ছে মতো মানে করে নেওয়া ?

ইমোতে অসুবিধা নেই ! তবে ইমোতে কি সব বোঝানো যায় ? আমি পারি না ।

ওষুধ চলছে ?

০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
রাগটা একটু বেশি। তবে সবার উপরর তা দেখাই না।
সেতো তুমি জানো কিভাবে বলেছো।

২৭১| ০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

নীলপরি বলেছেন: উত্তর দেওয়ার সময় পাওয়া না গেলেও মেডিসিন নিলেই চলবে ।

ইমো দেওয়ার দরকার আছে ? দেবো না । ইচ্ছা হলে এমনিতেই বুঝে নিতে হবে ।

শুভ সন্ধ্যা ।

০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: উত্তর আর মেডিসিন একসাথেই চলছে।

২৭২| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১০:৫৭

নীলপরি বলেছেন: রাগটা যে কি রকম সে আমি বহু আগেই জানি । তা নিয়ে একটা প্রশ্নও ছিল । কিন্তু আর করা হয়নি । ভালো হন তারপর বলবো ।

হুম আমি তো জানি । কিন্তু আপনি বুঝলেন কি ?

বর্ষাকালে তো যাতে বৃষ্টিতে ভিজতে না হয় সেভাবে সবাই বাইরে বের হয় । আপনি কি মনে করেছিলেন যে বৃষ্টি ভাববে রাজপুত্র এই জ্বর থেকে উঠেছেন আর ওনার মাথায় ঝরব না !

০২ রা আগস্ট, ২০১৬ রাত ৯:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রশ্নটা করো।

আমি? না মনে হয়। বুঝি না। শব্দের পেছনের মানুষকে শব্দ দিয়ে চেনা যায় না।

আমি ছাতা ক্যারি করতে পারি না। হারিয়ে ফেলি।

২৭৩| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১১:০৩

নীলপরি বলেছেন: মেডিসিন চলছে শুনে কৃতার্থ হলাম । ঠিকঠাক যেন চলে ।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ৯:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
চলেছিল বলেই সুস্থ হলাম।

২৭৪| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৯:৩১

নীলপরি বলেছেন: সেই ঠিকই বলেছেন !তবে মন বুঝতে না চাইলে বোঝা দুষ্কর । আমার মত ।

এখন তো প্রশ্নটা আরো করতে ইচ্ছা করছে । আর বলেছেন যখন , তখন করছি । আপনার লেখা এই লিঙ্কে চলে যান । Click This Link

এখানে ১৮ নং মন্তব্যের জন্য আপনার উত্তরটা পড়ুন । আপনি যার কথা বলেছেন ( আমি চেঞ্জ করে দেব। ) , তিনি কে ? এটা সেদিন থেকেই জানার ইচ্ছা ছিল ।

আর ছাতা বৃতান্তটা যে এমন হবে সেটা আন্দাজ করতে পেরেছিলাম । আপনার শব্দ পড়েই । ছাতা ছাড়াও বর্ষায় আরো অপশন আছে ! ছাতা হারালেই বা কি ? চেনা জায়গা হলে পেয়ে যাবেন । না পেলে ভাববেন অন্য কারো কাজে লাগলো । তা বলে ভিজতে হবে ?
এখন আপনি আমার উপর আরো রেগে গেছেন নিশ্চয়ই । নাহলে , প্রচন্ড বিরক্তি নিয়ে ভাবছেন যে কোন বেকুবরে এটা , আমাকে (রাজপুত্রকে ) জ্ঞান দেয় ?

শুভসন্ধ্যা ।
যতই আমার উপর রাগ করুন , তবু চাইব আপনার সময় ভালো কাটুক ।

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১০:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধুম ধরে বসে ছিলাম কতক। তুমি দারুণ মন্তব্য করেছো। ওটা পড়ে আবার ফিরে আসবো।

ছাতার ওটা অজুহাত না। সত্যি।

রাগ করি নি।

জানার ইচ্ছে আছে। না ছিল। আমি বেশ কয়েকবার ইমেইল বা ফেবু লিংক চেয়েছি। পাই নি।

২৭৫| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৯:৪০

নীলপরি বলেছেন:

রাগী রাজপুত্রের জন্য এটা থাকল ।
রাগটা কম হোক ।

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১০:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: কালকে বলেছিলেন স্বাধীনতা পেলে আর একটু লিখতেন ।আর কি লিখতেন ? গ্যাস্ট্রিক গিফট করেছেন ।আর কি কি পেতাম ? জানার ইচ্ছে রইল ।

ওটা রম্য না হয়ে গল্প হতে পারতো। এইটুকুই বলবো।

চায়ের জন্য ধন্যবাদ।

২৭৬| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৫

নীলপরি বলেছেন: ইচ্ছে না থাকলে জানতে চাইবো কেনো ? কিন্তু এটা জানতে চেয়েছি ? তবে জানলাম আপনি আমার মন্তব্য পড়েনই না ঠিক করে । নাকি ইচ্ছে করে উল্টোপাল্টা । নাকি আমার মাথা পুরো খারাপ করে দেওয়া না পর্যন্ত শান্তি পাবেন না ! এখন পরিস্থিিতি বোঝানোর জন্য কোনো ইমোও নেই । :|

বলেছিলাম --১৮ নং মন্তব্যের জন্য আপনার উত্তরটা পড়ুন । আপনার উত্তরটা বোঝা গেলো ?

উফ , ওখানে বলেছিলেন -- আমার নাম ' আমি (আপনি ) চেঞ্জ করে দেব। ' । তো তিনি কে ? তাকে আমি চিনি ? এটাই সেদিন থেকে জানতে চাই । এবারে বলুন

ফেবু লিংক নেই তো । কোথা থেকে দেবো ? ইমেইলও চেয়েছিলেন ? খেয়াল করিনি । সরি । যাক , আপনি যখন সামুতে থাকবেন জানাবেন তখন ইমেইলটা দিয়ে দেবো ।

সকাল সহজ সরল হোক ।

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: লেখার স্বাধীনতা কিংবা হাবিজাবি বাদ দাও। তবে যদিও নেগেটিভ ফিডব্যাক আশাকরি নি তবু এডিট অপশনটা আমার আছে। নাম ব্যবহৃত তিনজনের কারো ন্যূনপক্ষে কোন অমত থাকলে আমি চেঞ্জ করে দেব।

চেঞ্জ করে কি দেব ভাবি নি তখন। এখনো না। নামতো অনেক আছে। তুলে নিলেই হতো।

মাঝেমধ্যে ইমো অকাজের।
কিছুক্ষণ আছি ব্লগে।

২৭৭| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৫

নীলপরি বলেছেন: হুম জানলাম । ঠিক আছে ।

আছেন এখন ?

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আছি। এখন।

২৭৮| ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৬

নীলপরি বলেছেন: সরি বললাম তো। :(

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি তো কিছু বলি নি।
দুপুর রোদেলা হোক।

২৭৯| ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ২:১৫

নীলপরি বলেছেন: বলেননি ? আমি তো শুনলাম ।

আমারই একটা কথা বলা হয়নি । ধন্যবাদ আবার ফিরে এসেছে দেখছি । তো আমার তরফ থকেও দুনিয়ার সব ধন্যবাদ আপনার জন্য থাকলো ।

খুব জোড়ে বৃষ্টি আসুক । :)

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ২:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দরজা আটকে রাখো। বাড়ি থেকে বের করে দাও। ধন্যবাদকে।

ভিজবো না।

২৮০| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১০:১৬

নীলপরি বলেছেন: তাই ?

ভিজবেন না ? কথাটা মনে থাকে যেন । এখন পুরো ভালো আছেন তো ?

বাস্তবে চা খাওয়া হয়ে গেছে ?

শুভ রাত্রি ।

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১০:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আবার বৃষ্টি নামুক।
ভেজা নীলশাড়িতে মোড়ানো শরীরে
একখন্ড আকাশ জড়িয়ে দেব।
আবার বৃষ্টি নামুক
আমি ভিজবো।


প্রচণ্ড মাথাযন্ত্রণা। বাস্তবে বেশ কয়েকবার চা খেলাম। তবে অবাস্তবেরটা মিস করেছি।

২৮১| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১০:৪৬

নীলপরি বলেছেন:

তাই ?

আমি ভাবলাম দেরী হয়ে গেছে ...........

কবিতাটা বৃষ্টির মতোই ভালো লাগলো ।
একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে । :)

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১১:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আকাশ রাখার জোগাড়যন্ত্র করো।

২৮২| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৯

নীলপরি বলেছেন: জোগাড়যন্ত্র ? তা নিয়ে রাজপু্ত্রকে চাপ নিতে হবে না । একেই কাল মাথাযন্ত্রণা হচ্ছিল ।
আর জোগাড়যন্ত্র যাই থাক আকাশ ঠিক অ্যাডজাস্ট করে নেবে । তেমনই বিশ্বাস । :)

মাথাযন্ত্রণা কমেছে ? কেমন আছেন আজকে ?

শুভ সকাল ।

০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:

লম্বা ঘুম দিলাম। এইমাত্র উঠলাম। বেটার। এইটা আমার অসুখমাস।
শুভ সকাল।

২৮৩| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫২

নীলপরি বলেছেন: যাক ভালো । অসুখমাসকে নিয়ে চিন্তা নেই । ওষুধ আছে ।

দিনগুলো অনেক সুখের হোক ।

০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো থেকে সবসময়।

২৮৪| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৩

নীলপরি বলেছেন:

এটা থাকল । বাস্তবে কত কাপ হোলো ?

অনুকাব্য কতদূর এগলো ?

নাকি অন্যকিছু লিখছেন ?

০৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অনুকাব্য ৩/৪ টের পর আর এগোয় নি।
১৫ই আগস্টের জন্য একটা কবিতা লিখছি।

তোমার লেখালিখর কি অবস্থা?

২৮৫| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১০

নীলপরি বলেছেন: একটা গল্প লিখতে চেষ্টা করছি । কিন্তু এগচ্ছি আর পিছোচ্ছি ।

আর রূপক বি . সাধু একটা লেখার জন্য অনুরোধ করেছিলেন সেটার জন্য একটু দু একটা জিনিস পড়ছি , তথ্যের জন্য ।
এই আর কি .........

০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন:


শুধু এগোও। পিছিও না। পড়ার অপেক্ষায় থাকলাম।

২৮৬| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১৩

নীলপরি বলেছেন: ১৫ই আগস্টের জন্য একটা কবিতা লেখা শুরু করেছেন ? কবে পাবো ? ঐদিনই ?

০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি যে বড্ড অলস। :(

২৮৭| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪৮

নীলপরি বলেছেন: রাজপুত্র আমার লেখার অপেক্ষায় ? কি করি ? ডানা গুটিয়েই উড়ে আসলাম । :)

০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১১:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
তোমার করা পুরনো মন্তব্যগুলো পড়ছিলাম। :)
বাচ্চা তুমি! :)

২৮৮| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫২

নীলপরি বলেছেন: অলসতার কথা আমার জানা আছে । আর শুনতে চাই না । লেখাটা চাই ।

বোঝা গেলো ?

০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১১:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
হুম। বুঝলাম। :(

২৮৯| ০৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৮

নীলপরি বলেছেন: কি বুঝলেন ? জানতে চাই ।

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: লেখা শেষ করতে হবে। হাফ হয়েও গেছে।
মেইল চেক করো।

২৯০| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৪

নীলপরি বলেছেন: হুম । ভালো কথা ।

ঠিক আছে চেক করবো ।

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
হুম।

২৯১| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৭

নীলপরি বলেছেন:

এটা থাকল ।
যদিও আজকে অনেক দেরী হয়ে গেছে । :(

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অবাস্তবিক অভ্যস্ততা।

২৯২| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪৭

নীলপরি বলেছেন: মানে ? আমি এই রকমই করি ?

সরি । :(

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সরি কেন?

২৯৩| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৫

নীলপরি বলেছেন: আমি সবসময় দেরী করে ফেলি । তাই

পারলে ইমেলটা চেক করবেন ।

দিন কেমন কাটছে ?

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ইমেইল চেক এন রিপ্লাই দিয়েছি।
আসলে আমআমি নটিফিকেশন প্রব্লেমে আছি। ঠিক মতো পাই না।

২৯৪| ০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

নীলপরি বলেছেন: বাহ , রাজপুত্র দেখার সময় পাননি দেখে খুব ভালো লাগলো ।

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: :(
দুঃখিত।

২৯৫| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৭

নীলপরি বলেছেন: এরজন্যে দুঃখিত হওয়ার কি আছে ? ঠিক আছে ।আমি দেখছি ইমেইল । তাহলে আমিও সরি ইমেইল দেখিনি বলে ! :(






চা থাকল । ইশ তাও দেরী । বাস্তবে চা খাওয়া হয়ে গেছে ?

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
হুম। :)
না হয় নি। আজ ব্যস্ত ছিলাম ঐটাইমে।

২৯৬| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:২৯

নীলপরি বলেছেন: আপনি রঙ্গিন ঘুড়ির আজকের পোষ্ট পড়ুন। বুঝতে পারবেন। বাকিটা মেলে বলবো।

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমায়াকেই বলললে?

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: লিংক্টা দাও।

২৯৭| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২৪

নীলপরি বলেছেন: মোবাইল থেকে লিঙ্ক দিতে পারছি না যে! ' 'নীলাদ্রীতার জন্য ভালোবাসা ' এটা শিরোনাম ।
ইমেইল চেক করেছেন?

০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: পোস্ট দিলাম এক্টা

২৯৮| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

নীলপরি বলেছেন: হুম দেখেছি । তো মুড ঠিক হয়েছে এখন ?

এবারে কুল হতে হবে ।

০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম। ধন্যবাদ তোমায়।

২৯৯| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

নীলপরি বলেছেন: কি ধন্যবাদ ? আবার ? ঠিক আছে । মনে থাকবে ।

এখনও মাথা ঠান্ডা হয়নি সেটা বুঝে গেছি ।

০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
না। ওটা ভুলে হয়েছে।

৩০০| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

নীলপরি বলেছেন: কি না ? কি ভুলে হয়েছে ?

উফ কিছু বুঝতে পারিনা কেনো আমি ? :|

মাথা ঠান্ডা হয়নি তো ?

০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ।

হুম কমেছে।

৩০১| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৭

নীলপরি বলেছেন:

এটা থাকল । বাস্তবেরটা হয়ে গেছে কি ?

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অনেক আগেই। শুভ রাত্রি।

৩০২| ১১ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৩

নীলপরি বলেছেন:



৩০৩| ১১ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৩

নীলপরি বলেছেন:



৩০৪| ১১ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৮

নীলপরি বলেছেন: অনেক্ষণের চেষ্টায় আপলোড হোলো ।

এখন দেখলে ভালো হয় । :(

১২ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্য করা এক বিশাল কষ্টের কাজ। :(

ভালোলাগা জেনো।

১২ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্য করা এক বিশাল কষ্টের কাজ। :(

ভালোলাগা জেনো।

৩০৫| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:১৪

নীলপরি বলেছেন: উত্তর দেওয়াও কষ্টেরই ছিলো !

আজই দেখলাম ।

৩০৬| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৩০

নীলপরি বলেছেন:



৩০৭| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৩৪

নীলপরি বলেছেন: এগুলো থাকলো । যদি রাজপুত্রের সময় হয় তাহলে দেখবেন । হয়ত কারো ভালো লাগবে ।

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:

আহা। দারুণ দেখতে।
সে খুশি থাকুক।

৩০৮| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৫

নীলপরি বলেছেন: লেখা দেখার সময় পেলেন না জেনে ভালো লাগলো । লেখা দেখার সময় পেলেন না জেনে ভালো লাগলো ।

৩০৯| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৮

নীলপরি বলেছেন:

দেখার সময় পাবেন কিনা জানিনা , তবু এগুলো থাকলো ।

বাস্তবেরটা কি হয়ে গেছে ?

২১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: দেখেছি। :(

বাস্তবের টা আজজ নিজেই বানিয়েছিলাম।
আজ টমেটো দিয়ে ডিম ভাজি করেছি। খারাপ লাগে নাই। :)

৩১০| ২২ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৯

নীলপরি বলেছেন: কে বললো ডিম ভাজি ভালো হয়েছে ?

২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি। কারণ আমি একাই খাইছি। :p

৩১১| ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৬

নীলপরি বলেছেন: তা তো জানি ! :|




এটা ব্যস্ত রাজপুত্রের জন্য থাকলো ।

২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
চা তো সরবত হয়ে গেছে। ;)

৩১২| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫১

নীলপরি বলেছেন: চা ঠান্ডা হলে সরবত হয় না । কোল্ড টি হয় । এখন চুপচাপ কোল্ড টি খান । বোঝা গেলো ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.