নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালে উইঠাই দেহি লুঙ্গি মাথায়। আরে ভাই থামেন। ডরাইয়েন না। শর্টস পরা আছে। রাইতে ঠান্ডা লাগতেছিল তাই লুঙ্গি মাথায় বাইন্ধা নিছিলাম। আপনেরা না এক্কেয়ারে যা-তা।
এদিকে বেটা আকাশ মাইয়া মানষির মতো কান্না শুরু করেছে। ইচ্ছে করছে ঠিক বাম কানের ইঞ্চি দুই নিচে একখান থাবড়া দিয়ে ঘুরায় দেই। কিন্তু অত্তো উঁচুতে হাত পাবো না তাই চিন্তাখান বাদ দিলাম। কিন্তু সকাল সকাল এই কান্নাকাটি আই মিন বৃষ্টি বাদলের কোন দরকার আছে! শুকনা মুখটা পাংশু কইরা রহমত চাচার দোকানে যাওয়ার জন্য বাইর হলাম। রহমত চাচারে আবার নাম দস্তখত শেখাচ্ছি। সে আবার সামুর রেগুলার ভিজিটর। তাই দুইবেলা চা ফ্রি তয় সিগারেট কিনেই টানতি হয়। বেটা হাড় কিপটা। জাতির উন্নতি করতাছি কিন্তু দাম দিল না।
তো বাড়ির গেটের থেইকা বাইর হইয়া দেহি ছাতা আনি নি। ক্যামন লাগে। ইচ্ছা হইলো ছাতার বাট দিয়া মাথায় একখান গুতা দেই। কিন্তু ছাতা আনি নাই। তাই এবার এই চিন্তাটাও বাদ দিলাম। ভিজেটিজে কোনরকম চাচার দোকানে ঢুইকাই কইলাম চাচা চা দাও। চাচা মুখখানা ইন্দুরের মতো কইরা কয় নিজেরে কি প্রামাণিক ভাবো? যহনতহন চা চাইলেই দিয়া দিলাম। বইতে লাগো আবু আইয়া নিক তারপর দিতাছি। আমি তো টাস্কি খাইয়া কই কও কি? শাকিল ভাই মানে আবু শাকিল!! তুমার দোকানে। চায়ের দুধ গরু দেয় নাকি তুমি দাও। মাথা গেছে নাকি? বুইড়া।
গরুও না আর আমিও না। কন্ডেন্স মিল্ক দেই। গারল কুনহানের। আরে আমাগো পিচ্চি আবুইল্যা। বিলকিসের ছুডোপুলা। আমার দুকানে বেগার খাটে।
যাই হোক কিছুডা ধাতস্থ হইয়া আবুইল্যার হাতের থন চা নিয়া একখান নতুন কবিতার প্লট ভাবতাছি। ঠিক সেই চরম মুহূর্তে যেই মুহূর্তে একখান কবিতা প্রসব করার বেদনা আমার ভেত্রে উঁকিঝুঁকি দিতেছিল সেই মুহূর্তে একটা রিক্সা আইসা থামলো। রিক্সার ভেতর থেইকা লাউএর ডগার মতো দুইখান নির্মল সুন্দর হাত প্রসারিত কইরা নীল ছাতাসমেত একটা পেরাণী আমার সামনে আইসা দাঁড়াইলো। তারপর ভেজাচুলে ঝাটা দিয়া ত্থুক্কু ঝারা দিয়া চিপিয়া চিপিয়া পানি বাইর করবার তার মোহনীয় ভঙ্গী আমি চোখ দিয়ে গিলতে লাগিলাম। কিয়ৎকাল পর আমার পানে সে চক্ষু ছুড়িয়া মারিল মানে দৃষ্টি ছুড়িয়া পারিল। আমার পায়ের পন্স স্যান্ডেল জোড়া লুকানোর ব্যর্থ চেষ্টা দেখে সে হাসিয়া গড়াগড়ি খাইলো দুএকবার। তারপর ডান হাতখান আগায় দিয়া বলিল 'আমি নীলপরি'।
আমি সাথে সাথে আমার বিদ্যা জাহির করা শুরু করলাম। হুটহাট কবিতা বাইন্ধা তারে চমকায় দিলাম।
পরি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার থেইকাও বড়ো
আমার এই অতিশীল্প গুণ সমৃদ্ধ কবিতা শুনিয়া নীলপরি লাজুক হাসিয়া ঠোঁট বাকাইয়া বলিল-
তুমি নিশ্চয় রাজপুত্র। দিশেহারা রাজপুত্র। এমন কবিতে সামুর আর কারো পক্ষে সম্ভব না। কি আবেগ! সেই আবেগের বেগে আমি যেন উড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি মরে যাচ্ছি।
তা শুনে আমি আমার আঠাইশ পাটি দাঁত বাহির করিয়া তার হাত ধইরা ঝুইলা পড়িলাম। তারপর আবুইল্যার হাতের আরেক কাপ চা নীলপরির হাতে ধরায় দিলাম। কিন্তু সে কয়।
আমার তো গ্যাস আছে রাজপুত্র।
একথায় আমার বিবেক উঠে দাঁড়ায়। কতো দরিদ্র মা চুলায় কাঠ গুজিয়া চোখ লাল করিয়া রান্না করে আর তুমি সমস্ত গ্যাস তুমার পেটের মধ্যি ভরিয়া রাখিছো। এ কেমন অন্যায়। তুমার কি মন বলে কিছু নেইইই?
সে আমার পশ্চাৎদেশে আই মিন মাথার পশ্চাৎদেশে চাটা দিয়া কয় আরে বেকুবের বাইশ ঘর। আমার আলসার। গ্যাস্ট্রিক বুঝো না মুর্খ কুনজাগার।
ঠিক সেই চরম মুহূর্তে যেই মুহূর্তে পরির গ্যাস্ট্রিক আছে জানলাম একরাশ পানি আমার শরীর জুড়ায়ে দিল। ঠান্ডা অনুভব হইতেই চোখ খুইলা দেখি শ্রদ্ধেয় আম্মাজান রুদ্রমূর্তি নিয়ে দাঁড়ায় আছেন। আর আমি বিছানা ভিজায় মানে ভিজা বিছানায় শুইয়া আছি।
কিরে? ঘুমের মধ্যি গুংগাইস ক্যান? হুম।
আমি কলাম ইয়ে মানে আম্মা পরির না গ্যাস্ট্রিক।
শুভ্র
প্রামাণিক ভাই, শাকিল ভাই কিংবা নীলপরি আপনাদের নাম ব্যবহারে যদি কোন আপত্তি থাকে তবে নিজ দায়িত্বে আমায় ভালোবাসবেন। আমার কিছু করার নাই। আমি অপারগ।
২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনের কাজল দিয়া আপনার কপালে এক্কান ফোটা দিয়া দিলাম।
১ম মন্তব্য তাই ভালো লাগাও বেশি নেন।
২| ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮
আরণ্যক রাখাল বলেছেন: কী কবিতা প্রসব করলা| কার আকাশে উড়ো, তারডা আমার চাইতে বড়!
২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
তার আকাশ
এত অতিকায় একটা জিনিস মিস কইরা গেলা???
৩| ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০
তার আর পর নেই… বলেছেন: ভেজা বিছানার কথায় ভয় পেয়েছিলাম
২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভয় পাইয়েন না। তার পর আর নাই
৪| ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬
শাহ মোহাম্মদ ইসমাইল বলেছেন: হা হা!
২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনিও হাসেন আমিও হাসি!!
৫| ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮
সাহসী সন্তান বলেছেন: রম্য পোস্ট সুতরাং আমরাও একটু মজা করলে রাজপুত্র বা তার পরীর কি কোন আপত্তি থাকবে?
"ভাই পরীকে যতটা সম্ভব ওমিপ্রাজল, সেকলো কিংবা শেষমেশ সরকারি ঔষধ এ্যান্টাসিড খেতে দেন"
আশা করি আর গ্যাস্টিকের কোন সমস্যা থাকবে না!
তবে পরীর জন্য রাজপুত্রের যে রোগটা জোন্ডিসের দিকে এগিয়ে যাচ্ছে সে বিষয়ে কোন সন্দেহ নেই!
পরীকে সহ আপনাকেও শুভ কামনা! চিরন্তন হোক আপনাদের কথপোকথন!
২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর মন্তব্যে ধন্যবাদ সাহসী।
আপনের প্রেস্ক্রিপশন অনুযায়ী এই পোস্টে সে আসলেই তাকে আমি বিনাবাক্য ব্যয়ে এন্টাসিড ধরায় দেব।
প্রাঃ টঃ রাজপুত্র বা তার পরীর সাহসী তার এখানে প্রযোজ্য নয়। একটা সুন্দর বন্ধুত্ব নিয়ে এগোচ্ছি।
চিরন্তন হোক আপনাদের কথপোকথন!
কথাটা এতো সুন্দর বলেছেন ধন্যবাদের ভাষা জানা নেই। এটা সত্য। চাই চিরন্তন হোক।
ভালো থাকুন সাহসী।
৬| ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২
মহা সমন্বয় বলেছেন: হা হা অতি চমেতকার হইছে
২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: পকেট দেখেন। চমেতকার কইরা ধন্যবাদ গুঁজে দিয়েছি।
৭| ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৪
আরণ্যক রাখাল বলেছেন: নীলপরির চুল লাল ক্যা? পিকের কথা কৈতেছি
২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: আরণ্যক,
মনে হয় প্রচুর পার্লারে যায়।
৮| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১
শায়মা বলেছেন: ইয়া আল্লাহ!!!!!!!!!!!!!!!!
রাজপু্ত্রের একি রূপকথা!!!!!!!!!!!
২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: শায়মাপু,
দৈত্য নেই রাক্ষস নেই। রূপকথা হলো কিভাবে?
এইটা একটা রম্যানু। সাক্ষাত মোলাকাত।
৯| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮
রূপক বিধৌত সাধু বলেছেন: অামি ভাবলাম দিশেহারা রাজপুত্রের দিশে ফিরলো মানে কোন গতি-টতি (প্রেম+ভালোবাসা অার কী) হলো । এতো দেখছি স্বপ্ন- মরীচিকা! ক্যামনে কী! এক বস্তা সহানুভূতি রইলো!
২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: সহানুভূতির বস্তা কান্ধে কইরা নিয়ে গেলাম। আপনে একবস্তা আবেগ নেন।
থেংকু।
১০| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০
ভুমিসংকর বলেছেন: ছবিটা যা জোস হইছে না
আলপিন দিয়ে বেলুনডা ফুটা কইরে দিয়েন ।
২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন: পরি বলে কথা। ব্যাপার স্যাপারই আলাদা।
ওয়েট করেন। আলপিন দিতাছি।
২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
১১| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৩
সুমন কর বলেছেন: হাহাহাহা........
চমৎকার হয়েছে। তবে আরো একটু দীর্ঘ হলে মন্দ হতো না।
প্রামানিক ও শাকিল ভাই কিছু মনে করবেন না, আশা করি। আর নীলপরিকে নিয়ে কিচ্ছু কমু না, উনি আবার রাগে লাল পরি হয়ে যেতে পারে !!
+।
২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ দাদা।
আমি একটু ইন্সিকিউর ফিল করছিলাম ব্লগারদের নিয়ে লিখতে। তিনজনের ফিডব্যাক দেখে সিদ্ধান্ত নেব আর এরকম রম্য লিখবো কিনা। তাই আপনার ধারনা ঠিক। আরো বড় হতেই পারত।
প্রামাণিক আর শাকিল ভাই আশাকরি উপভোগ করবেন। আর পরিকে নিয়ে টেনশন আছে। গ্যাসের সিলিন্ডার বানায় দিছি তো। তাই সন্দেহ আছে কিভাবে রিয়্যাক্ট করে!!!
১২| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০
ভ্রমরের ডানা বলেছেন: সকালে উইঠাই দেহি লুঙ্গি মাথায়। আরে ভাই থামেন। ডরাইয়েন না। শর্টস পরা আছে। রাইতে ঠান্ডা লাগতেছিল তাই লুঙ্গি মাথায় বাইন্ধা নিছিলাম। আপনেরা না এক্কেয়ারে যা-তা।
এইটা জোশ ছিল। পড়েই কাশিতে কাশিতে আইমিন হাসিতে হাসিতে গড়াগড়ি দিলুম।
পরীমনি, ধুর কি কই, নীল পরীকথন সেই লেভেলের ছিল।
২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: বাকিডা কি পানশে ছিল? হু।
আপনার জন্যে ঔষধ আনতেয়াছি। ওয়েট করেন।
২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
১৩| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭
নিমগ্ন বলেছেন: আহহাঃ কি মগাঃ পিলাচ++++++++++++++++++++++++++
২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনের জন্য রইল মগভর্তি মগামাখা ধন্যবাদ।
১৪| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২
নিমগ্ন বলেছেন: সুস্থ বিনুদুনের জন্য আপনারে এক ডালি শুভেচ্ছা।
২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: এইবার মিলিয়ন ডলার দামি একখান কথা কইলেন। আমিও চাইছি সুস্থ বিনুদুন দিতে।
আমি পাশ করছি।
১৫| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭
জেন রসি বলেছেন: ডেটিং কইরা রাজপুত্র ভাই ব্যাপক মুডে আছেন মনে হয়!!
সকালে উইঠাই দেহি লুঙ্গি মাথায়। আরে ভাই থামেন। ডরাইয়েন না। শর্টস পরা আছে। রাইতে ঠান্ডা লাগতেছিল তাই লুঙ্গি মাথায় বাইন্ধা নিছিলাম। আপনেরা না এক্কেয়ারে যা-তা।
হা হা হা হা হা হা হা
২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ডেটিং
সেইটা আবার কি জেনভাই।
হাসেন। হাসলে মন ভালো থাকে। আমার অবস্থা বেশি ভালো না।
১৬| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৯
ভ্রমরের ডানা বলেছেন: পুরো লেখাটা এপিক। ব্রো কুল ডাউন। পুরোটাই জোশ। তবে শুরু টা বেশি জোশ রাজপুত্র ভাইজান।
আহহা, বুঝে না ক্যা রে!!!!!!!
লেখায় ++++++++ এবার খুশি তো ভাইডি
২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: হু হু হু হু ভু ভু ভু ভু.....
খুশি রাখার জায়গা পাচ্ছি না। ব্যাংকে একাউন্ট খুলবো কিনা ভাবছি।
ভালো থাকা হোক ডানা।
১৭| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৮
মনিরা সুলতানা বলেছেন: ইয়া মাবুদ !!!!!!!
হইলো তো ?????
হুদা হুদি ই কি আর আপুটু তোরে ফলো করতাম
কিন্তু শেষ রক্ষা আর হইল কই ,ঠিক ই মা এর রুদ্রমূর্তি আর জলাবগাহন ফ্রি পাইলি
ইয়া মাবুদ !!!!!!!
হইলো তো ?????
হুদা হুদি ই কি আর আপুটু তোরে ফলো করতাম
কিন্তু শেষ রক্ষা আর হইল কই ,ঠিক ই মা এর রুদ্রমূর্তি আর জলাবগাহন ফ্রি পাইলি
এগুলি সব পরি কে দিলাম তাও যদি ও ওর মুখ বন্ধ থাকে
২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম করো ফলো করো। নাইলে ফলোঅনে পইড়া যামু। তোমার নিচেই পরি আছে গিফট পাইয়া গেছে অলরেডি। তবে মুখ বন্ধ মনে হয় হয়নি।
পরিবানু মনে হয় কিঞ্চিৎ খেপছে।
২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ডিসিশন চেইঞ্জড। পরিরে বাবল দেওয়া হবে না।
তার আগে তারে পুরান ঢাকাইয়া ভাষায় কিছু এক লাইন বলতে হবে। ভাষাশিক্ষা ক্লাস।
১৮| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬
নীলপরি বলেছেন: হুম । ভালো হয়েছে । ++ । প্রিয়তে রেখেছি ।
তবে , আকাশেরও কি মালিকানা থাকে ?
"আরে বেকুবের বাইশ ঘর। আমার আলসার। গ্যাস্ট্রিক বুঝো না মুর্খ কুনজাগার।" -- এই ভাষার প্রয়োগে পরি অতটা রপ্ত নয় । যাকগে গল্পে সবই চলে ।
কালকে বলেছিলেন স্বাধীনতা পেলে আর একটু লিখতেন ।আর কি লিখতেন ? গ্যাস্ট্রিক গিফট করেছেন ।আর কি কি পেতাম ? জানার ইচ্ছে রইল ।
শুভকামনা ।
২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথমত পরি রম্যটা লেখায় একজন মেয়ে চরিত্রের প্রয়োজন ছিল। ব্লগ রিলেটেড কোন নাম নিতে চেয়েছিলাম। আর ব্লগে তোমার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা স্ট্রং মনে করেছিলাম তাই নীলপরি লিখেছিলাম।
দ্বিতীয়ত তোমার পারসোনালিটি ওয়াইজ ক্যারেক্টারটা দাঁড় করাই নি। কিংবা এই দিশেহারা রাজপুত্রের সাথেও পেছনে থাকা আমার কোন মিল নেই। একটা ঘটনার অবতারণা করতে যেটা প্রয়োজন করেছি।
লেখার স্বাধীনতা কিংবা হাবিজাবি বাদ দাও। তবে যদিও নেগেটিভ ফিডব্যাক আশাকরি নি তবু এডিট অপশনটা আমার আছে। নাম ব্যবহৃত তিনজনের কারো ন্যূনপক্ষে কোন অমত থাকলে আমি চেঞ্জ করে দেব।
ভালো থাকা হোক পরি। শুভকামনা। সতত।
১৯| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭
আবু শাকিল বলেছেন: ওহে দিশেহারা রাজপুত্র -
কত ব্লগার নীলপরির মনের ভেতর ছোটাছুটি করে - ক্লান্ত হয়ে এখন পা ব্যাথায় কাতরাচ্ছে
ভাই ছোটাছুটি খেমা দে
অল্প বয়সেই কিন্তু প্রেমিকা হারিয়ে " প্রিধবা" হয়ে যাবি
তোর লাইগা জিলাপি ভাজতাছি ঠোঙ্গা ভরে লিয়ে যা -
২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: শাকিল ভাই,
আমি তো মটর ফিট কইরা নিছি। তাই কষ্ট হয় নাই।
প্রিধবা হবার জন্য কিছুটা মুখিয়ে আছি। ফিলিংস্টা ক্যামন জানতি মন বড় চায়।
আবু ভাই হাড় কিপটা। ঠোঙায় পুসাবে না। আই নিড আ বিগ বাস্কেট।
২০| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১২
ইনফেকটেড মাশরুম বলেছেন: নীল ম্যাম হালকা রাগান্বিত হয়েছেন মনে হয়। গ্যাস্ট্রিক আলসার পর্যন্তই থাকুক, কন্সটিপেশন, কর্কট রোগ এসব যদি আনবার পরিকল্পনা থেকেও থাকে আর স্বীকার না করলেই মঙ্গল। শারীরিক স্বাস্থ্যের পরোয়া না করলেও মানসিক স্বাস্থ্য গুড়োগুড়ো হবে, লিখে রাখুন।
স্বপ্ন আর বাস্তব কখনো না কখনো একে অপরকে অধিক্রমন করুক। উইশ ইউ লাক...
২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: মাশরুম,
ইহা গ্যাস্ট্রিক পর্যন্তই সীমাবদ্ধ। পরিরে বিদেশ থেইকা চিকিৎসা করায়া আনছি। আর রোগশোক হবে না। আর হইলেও আমার মানসিক স্বাস্থ্য গুড়োগুড়ো হবে না,
লিখে রাখুন।
ভাইয়্যূ ইহা স্বপ্ন নয় রম্য। রম্যে হিরু একখান স্বপ্ন দেখছে। তাই ওভারল্যাপিং এর কুনো চান্স নাই।
২১| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫
এহসান সাবির বলেছেন:
চরম হয়ছে....!!
নীলপরি বলেছেন:
কালকে বলেছিলেন স্বাধীনতা পেলে আর একটু লিখতেন ।আর কি লিখতেন ? গ্যাস্ট্রিক গিফট করেছেন ।আর কি কি পেতাম ? জানার ইচ্ছে রইল ।
আমাদেরও জানার ইচ্ছা রইল।
শুভেচ্ছা রইল।
২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: চরম পর্যায়ের ধন্যবাদ দিলেম এহসান।
সেইটা তো গুপণীয়। বলা যাবে না। তাই দেওয়ালের ওপাশেই থাক সে কথা। ভালো থাকেন।
২২| ২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: রাজপুত্র বাস্তবিকই দিশা হারিয়েছে। রাজ জৌতিষিতে ডাকা হোক।
নিচ্চয়ই বায়ুচড়া হয়েছে্ নইলে - নিদ্রায় ব্যাঘাত ঘটাইতে পরীর থুরি নীর পরির আগমন এবং বিছানা ভেজার ঘটনা ঘটাইয়া ভেজা বিছানায় শায়িত হইতে হইতো না।
বদ্যি ডাকা হোক- স্বপ্নে অন্যের রোগ দেখিলে নাকি তাহা নিজের উপরে যায় তাই প্রিভেন্টিং ইজ বেটার দেন কিউর! আমরা আগেভাগেই রাজপুত্রের সুস্থতা চাই!
রাজমাতাকে বলেন ঘটক ডাকিতে! বালক যখন স্বপ্নে ডেটি! মিটিং করিতে থাকে .. বুঝতে হইবে বালকের যথেষ্ট বয়স হইয়াছে অভিভাবকদের নড়েচড়ে বসা আবশ্যিক
দারুন রম্যের প্রতিক্রিয়া
++++++++++++
২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ছুটোখাটো একখান রম্যতো আপনিই লিখে দিলেন ভৃগুভাই।
বদ্যি ডেকে হবে না কো। হাতের নাড়ি টানাটানি করে এরোগের চিকিতসে হয় না। তয় রাজপুত্র সুস্থ আছে। পরির নিদ্রায় ব্যাঘাতের ঘটনায় তাকে দায়ী করা যাচ্ছে না যেহেতু সে বাবল ফুলাইতে ব্যস্ত আছে।
রাজমাতার ঝাটার রেসে রাহপুত্র অলয়েজ ফার্স্ট এন্ড মাতা সেকেন্ড। সো কইতে পারেন। আমি প্রস্তুত। দৌড়াইতে।
ভাই, রম্যে যে আপনাদের ভালো লাগছে সেটা সত্যিই দারুণ প্রাপ্তি। ভালো থাকেন।
২৩| ২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩
সুজন কুতুবী বলেছেন: পানি কি আম্মাজান ঢেলেছিলো নাকি নিজে ঢেলেছিলেন ?
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: এই নেন চশমা নেন। আপনের প্রয়োজন আছে।
তারপর দেহেন ওইখানে লেখা আছে যে বিছানা কে কিভাবে ভিজাইছে? আম্মাজান নাকি আমি?
সুস্থ থাইকেন।
২৪| ২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫১
নীলপরি বলেছেন: আমারটা কি নেগেটিভ ফিডব্যক মনে হচ্ছে ? বাপরে কি সিরিয়াস উত্তর ! উফফফফ।
প্রিয়তে রাখলাম। তাও।
আমার এখন দামোদর শেঠের কথা মনে পড়ছে। আপনার সাথে কি মিল তার।
পিকু দেখেছেন ? না দেখলে এখুনি দেখে নিন। পুরো ফিল্মটা দীপিকা কি ডায়ালগ বলে গেল। দেখে নিন। আর স্ক্রিপ্ট ও লিখেছেন একজন মহিলা ।
টেক ইট ইজি।
আচ্ছা রাজপুত্রের সেন্স অফ হিউমার কতটা স্ট্রং ?
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: সিরিয়াস উত্তর না দিলে পরির কাছ থেকে ভালো ভালো কথা বের হতো না।
আচ্ছা, ইজি করে নিলাম। তবে আমার সেন্স অব হিউমার শূন্যের কোঠায় মনে হয়। হঠাৎ হঠাৎ ক্ষেপে যাই। তবে সেটা কে করছে তার উপর অনেক কিছু নির্ভর করছে।
এই নাও এইটা আমার পক্ষ থেকে। রাগ না করার জন্য।
২৫| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
কথাকথিকেথিকথন বলেছেন: ডেঞ্জারাস ব্যাপার তো ! ইতিহাসে বেঁধে রাখার মতন ডেটিং !! রম্য সেরাম হইছে রাজপুত্র । ( বাই দ্যা ওয়ে রাজপুত্ররা কী লুঙ্গি পরে !! হা হা )
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: এই রাজপুত্র শর্টস পড়ে অন্যগুলানেরডা জানাতি না পারায় আগামীকাল শোকদিবস।
রম্যে রসাত্মক অনুভব পেয়েছেন জেনে ভালো লাগল।
২৬| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
সুফিয়া বলেছেন: খুব ভাল ডেটিং করেছেন। লেখা ভাল লাগল।
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ডেটিং আই মিন মিটিং ভালো লাগল জেনে খুশী হলুম।
২৭| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
তানজির খান বলেছেন: হাহাহাহাহাহাহ খুব মজা পেলাম পড়ে। হাসতেই আছি হাসতেই আছি
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: তাইলে হাসতে থাকেন। ডিস্টার্ব করবো না। ক্যারি অন।
২৮| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মগা পাইছি ,তয় বিছানা ভিগাইল কিডা ?
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: আম্মায় পানি ফালায় ভিজাইছে আমি কি কত্তাম।
শুভেজাবিছানা।
২৯| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২
রাজিয়া সুলতানা বলেছেন: ইসসসস্! কি লেখা! হাসতে হাসতে মরি গেলাম। দিশেহারা রাজপুত্র কি হাছাই দিশা হারাইয়া ফেলিছে! এত্ত ভালা ডেটিং আর অয় না। পরির ও গ্যাস্ট্রিক অয়! আবুইল্যার হাতের চা দিয়া ডেটিং অয়! তা-ও আবার পরীর লগে! চালাইয়া জান দিশেহারা রাজপুত্র। আমরা আছি সাথে।
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ইসসসস্! কি মন্তব্য! পড়তে পড়তে মরি গেলাম। রাজিয়া সুলতানা কি হাছাই সুলতানা! এত্ত ভালো কমেন্ট আর অয় না। রাজিয়া সুলতানাও কবিতা গল্প লেখে। সামুতে তা প্রকাশ অয়! তা-ও আবার নির্বাচিত পাতায়! চালাইয়া জান রাজিয়া সুলতানা। আমরা আছি সাথে।
৩০| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭
রাজিয়া সুলতানা বলেছেন: কেন রাজপুত্তুর, রাজিয়া সুলতানা কবিতা গল্প লিখলে সমিস্যা টা কি? সামুতে পিক্কাশ না অয় অইলোই! তাতেই বা সমিস্যা টা কি! নির্বাচিত পাতায় আইলো তাতেই বা কি??? জবাব চায় জনগণ!
একখানা দাবী কিন্তু আছেই। পরবর্তী ডেটিং চাই। তখন কফি দিয়া চালাইয়া দিয়েন, ব্ল্যাক কফি। তাহলে পরীর আর গ্যাস্ট্রিক হবে না।
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: কোন সমস্যা নেই তো। বরং অনেক ভালো লেখেন আপনি। আর সব প্রশ্নের জবাব জাতির জানতে হবে না।
দাবি শুনলাম। বুঝলাম। চেষ্টা করবো। কনফার্ম বলছি না। আর পরির জন্য আপনার দরদে আমি আপ্লুত।
আর আমি কিন্তু আপনার নকল করছিলাম মন্তব্যে। বুঝতে পেরেছেন আশাকরি।
ভালো থাকবেন। সবসময়।
৩১| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৬
আমি তুমি আমরা বলেছেন: প্রামাণিক ভাই, শাকিল ভাই কিংবা নীলপরি আপনাদের নাম ব্যবহারে যদি কোন আপত্তি থাকে তবে নিজ দায়িত্বে আমায় ভালোবাসবেন। আমার কিছু করার নাই। আমি অপারগ।
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: তিনজনই দারুন মানুষ। তাই যাই হোক এদের ভালোবাসা পাওয়াটা চমৎকার একটা ব্যাপার হবে। সেইজন্যে এভাবে লিখেছি। রম্যানুযায়ী।
অনেকদিন পর আমার ব্লগবাড়িতে পেলাম। ভালো আছেন?
৩২| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০১
ধমনী বলেছেন: বেশ মজার।
২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: মজা পেয়েছেন জেনে ভালো লাগল।
৩৩| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৮
আবু শাকিল বলেছেন:
কেউ জিলাপির জন্য কান্নাকাটি করবে আর আমি বিগ বাস্কেট জিলাপি দিব না ।তা হপে না তা হপে না।
এই কাজ কর ভাই -
ময়দা ,চিনি ,তেল কিন্না দিলাম ।বাসায় খাইট্টা খা -
২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন: কিন্তু ভাইয়া রেসিপা দিলেন না যে। এ তো সুপরিকল্পিত চক্রান্ত।
ধন্যবাদ নিয়েন ভাই।
২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: এই নেন ভাই। আমি খাইয়া আপনের জন্যেও নিয়াইছি। একখান। বেশি খালি ডায়াবেটিস হবে।
৩৪| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪২
প্রামানিক বলেছেন: প্রামাণিক ভাই, শাকিল ভাই কিংবা নীলপরি
প্রমাণিকরে মাতব্বর হিসাবে তুইলা ধরায় বেজার হই নাই খুশিই হইছি। তবে লেখা পড়ে বুঝতে পারলাম বিছনা ভিজলেও মাথায় লেখালেখির ভাল মাল আছে। ধন্যবাদ
২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা মজার মন্তব্যে মজা পেলাম প্রামানিক ভাই। মাতব্বর যে তার কি আর বেজার হওয়া উচিত।
শুভরাত্রি।
৩৫| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৮
রাফা বলেছেন: বালা অইছে-তাই রাজপু্ত্রের পরবর্তি ডেটিং-এর জন্য পংন্খীরাজ পুরস্কৃত করা হইলো।
ধন্যবাদ,দিশেহারা রাজপুত্র।
২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: পুরষ্কার বিজয়ে রাজপুত্র যুদ্ধজয়ের গর্ববোধ করছে। আইজ রাতে পংখীরাজখানা ভাবছি কম্বলের মধ্যে নিয়ে ঘুমাব। বাইচান্স ভ্যানিশ হয়ে যায় যদি।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ রাফা।
৩৬| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৯
গেম চেঞ্জার বলেছেন: শায়মা বলেছেন: ইয়া আল্লাহ!!!!!!!!!!!!!!!!
রাজপু্ত্রের একি রূপকথা!!!!!!!!!!!
আপুনী খালি রুপকথাই ভালবাসেন দেখছি। রম্যকথারেও আজকাল রুপকথা বলা শুরু করেছেন। হায় হায়! আপুনীরার কি হইলো?
রাজপুত্র ভ্রাতা!!
আপনার রম্যটা খুব খুব ভাল লাগলো। রাতে এইরকম নিঁখাদ হাসানোর জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ নীলপরী'র কিছু মনে না করায় উনাকে স্পেশ্যাল থ্যাংকস।
শাকিল ভ্রাতা ও প্রামানিক ভাই আপনাদের দুইজনকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: শায়মাপু সেই যে গেলেন আর আইলেন না। রূপকথা পড়তেছে মনে হয় প্রিয় পরিপু।
খাদহীন হাসাতে পেরেও আমার নিজস্ব ভালোগাও লাগাম ছাড়া। নীলপরি আদৌ খেপেছে কিনা ধোঁয়াশে। ভাবছি তার ব্লগে একটু ঢুঁ দেব।
প্রামানিক ভাই ও শাকিল ভাইয়াকে শুভেচ্ছা জানিয়ে দিলাম।
ভালো থাকুন। সবসময়।
৩৭| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:০১
মিলন মাযহার বলেছেন: সে যা ই হোক, বিছানা পত্র না ভিজাইলে কিন্তু শুকানোর সুজোগ আহে না নো প্রব্লেম, চালায়া যান +++
২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রিয় মিলন মাযাহার,
এই না হলে কথা। শুকাতে হলে তো ভেজাতেই হবে।
আপনার উপস্থিতিতে ভালো লাগল। ভালো থাকবেন।
৩৮| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:১৭
ফেরদৌসা রুহী বলেছেন: অনেক আগেই পড়েছিলাম, পড়ে টাস্কি খাইলাম এই ভেবে যে রাজপুত্র এত সুন্দর রম্য কেম্নে লিখল তাই ভেবে
দারুণ লিখেছেন। আপনি তো স্বপ্নে কত্ত কিছু করে ফেলেছেন। শেষ পর্যন্ত আলসারের রুগিও বানাই দিলেন
আমার এমন বাস্তব বহু অভিজ্ঞতা আছে প্রিয় অনেক ব্লগার ভাই বোনের সাথে। তবে আমার সব গুলিই চমৎকার অভিজ্ঞতা।
২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: রাজপুত্র আনন্দে গদগদ
সুন্দর রম্য
অদ্ভুতুড়ে হলেও সত্য যে রম্যখান আমি লিখেছি।
কল্পনায় তো মানুষ কতো কিছু দেখে। আমি তো সামান্য গ্যাসযুক্ততা দেখেছি।
আপনার অভিজ্ঞতাও শেয়ার করুন আমাদের সাথে। আমরাও তার সাক্ষী হই।
ভালো থাকুন। সতত।
৩৯| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৬
সচেতনহ্যাপী বলেছেন: নির্ঘাত বায়ূরোগে আক্রান্ত।। তা না হলে প্রথম সাক্ষাতেই এমন আলাপ-সালাপ!!
২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: দ্রুত চিকিৎসা প্রয়োজন হ্যাপী। আপনি ডাক্তার দেখান।
ইহা যদি রম্য না হয়ে কোন বর্ষাদিনের গল্প হতো তবে প্রথম সাক্ষাত অন্যরকম হতো।
৪০| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৫
নিউ সিস্টেম বলেছেন: ভালো লাগল প্রেমের গল্প
২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনের নাম কই????
আর প্রেমের গল্পই বা কই পাইলেন।
৪১| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১২
নীলপরি বলেছেন: কি মুশকিল ! রম্য রচনা পড়ে রাগ কেনো করবো ? যে কেউ লিখলে রিয়্যাকশন একই থাকত ।
আর বেশী বুঝি না । তবে রম্য লেখাটা কঠিন ব্যপার । এটুকু জানি । আর রাজপুত্র সেটা খুব ভালো লিখছেন । এখানে তাঁর পরিমিতি বোধ খুব ভালো লেগেছে । কবিতার সাথে এরকম রম্য , খুব কম লেখকই লিখতে পারেন বোধহয় ।
শুভসকাল ।
২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন: কারো মস্তিষ্কে সাজানো তাকে কখন কোন বইয়ের পাতা খুলে বসে মাথার পোকাগুলো অনিষ্টতা সৃষ্টির উল্লাসে অপ্রিয় কিংবা অতিসুখকর মুহূর্তদের জন্ম দেয় তা সহজিয়া উপায়ে অনুমেয় না থাকায় অন্যকারো চিন্তা ইলেক্ট্রন মহলে ঘোরাফেরা করতে পারে।
পরির কথায় অনুপ্রেরণা পেলাম। ব্রেকফাস্টের জন্য ধন্যবাদ।
৪২| ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩
জনম দাসী বলেছেন: আমগোর কুডি কালে বাবুল গ্যাম আছিলো, হোসেন বেকারিথন রোজ পাঁচ খান লওনের আগেই বাফে কান ধইরা গাড়িতে উডাইয়া ইশকুলে নামায় দিত। একদিন চাইরানা পয়সার ক্লাসে খাইছি ধরা, অই বুবুল মানি বাবুল ফুইলা পুরা মুক আন্দার অইয়া গেছে, চাইরানা ছারে আইয়া বেতের লাডির মাথাইদ্দা ফুডা কইরা প্যাচাইয়া প্যাচাইয়া বাবুলরে নিয়া কয়। আইজ তর বাফের থন নালিশ করুম। আই কইছিলাম, নালিশ পরে কইরেন আগে মোর বাবুল ফেরত দেন চাইরানা ছার, আর যাই কই, হেতেন রে আবার চাইরানা পয়সা ডাকিলে বেজায় রাগ হন। আআরে বারি দিবার পারেনায় বাফের ডরে। ক্লাসথন বাইর অইয়া গেচেগা। উনি আননের লাহান ছুডু খাডু মানুষ আছিল তো হেরলাই হের নাম দিছিল মোর বড় বইন চাইরানা পয়সা।
ভুমি ভাই পিন চাইছে ফুডাইবার লাই, আননে পিন দিছুইন, ফুডলে খবর আছে, কি কন নীলপরি।
লেহা ভালা ভালা, প্লাস প্লাস। যাই যাই তয় লগে, মনিরার বাবুল গামডি লইয়া গেলাম।
২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: আই নিড অ্যা ট্রান্সলেটর ইমেডিয়েটলি।
৪৩| ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫০
জনম দাসী বলেছেন: konta...
২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: purota...
৪৪| ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯
জনম দাসী বলেছেন: কোনটার পুড়োটা ...
২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: কোনটা না..কোনটা না..কোনটা না..
৪৫| ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২০
কল্লোল পথিক বলেছেন: হাহাহাহাহাহাহ খুব মজা পেলাম পড়ে।
ধন্যবাদ,দিশেহারা রাজপুত্র।
২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ জানবেন পথিক। আপনাদের মজায় মজায় রম্যের সার্থকতা।
৪৬| ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছিনা!
ত এবার কেধেঁ দেখে আগামী কোন পোষ্টে হেসে নিব।
কেননা কবিতার প্রসব ব্যাথাতে প্রিয় লেখকের অবস্তার কথা মনে করে সহমর্মিতাতে কান্দর ছাড়া উপায় নাই।
২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ৪৬ নং কমেন্টে এসে কেউ সহমর্মিতা জানালো। তবুও জানালো।
আপনার হাসির অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন। সতত।
৪৭| ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: নীলপরীর পিক সেইরম হইছে... ডানাকাটা পরী আবার মুখে বাবল্গাম...! আহা! আর রম্য রচনা পইড়া ভাবছি... ভিমরুলে এটা লিড করতো... (যদি লেখাটা দিতেন) ! গ্যাস্ট্রিক / আলসার এইসব দেখে... নিজের যে কিছু সমস্যা আছে... টের পাচ্চি!
সবমিলিয়ে এরকম একটা ডেটিং- যদি আপনাদের পেছনে পেছনে পেপারে ফুটো করে নিয়ে দেখতে পেতাম... আহহা কি মজা হত!!!!!
২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর একটা মন্তব্য করেছিলেন। ভালো একটা প্রতিউত্তর আপনার প্রাপ্য। কিন্তু মেজাজটা এতো বিগরে আছে কি বলবো। ঠান্ডা হলে আসছি আবার।
৪৮| ২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১
নীলপরি বলেছেন: কে যেন বলেছিল ধন্যবাদটা বাদ থাক । তাহলে আবার এলো কেনো ? কেনো ?
২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভুলেই গেছিলাম।
আর পাতাখোর কিছু মানুষ একটামাত্র সম্পর্কছাড়া অন্য কিছু চিন্তায় আনেনা। বেবদের বংশধরগুলানের জন্য হৃদ্যতা কিংবা বন্ধুত্বসুলভ ব্যবহার দেখানোর উপায় নেই। তাই ধন্যবাদই সই।
৪৯| ২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪০
☺ বলেছেন: পরিকল্পিত রম্য ভাল লাগছে।
২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো থাকুন সুস্থ থাকুন হাসি মুখ।
৫০| ২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভাবছি মজার লেখাগুলো এতো খাটো হয় কেন...
২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
এইটা অনেক বড় একটা কম্পলিমেন্ট। থ্যাংকস মইনুল ভাই। ভালোবাসা জানবেন।
৫১| ২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৪
আমি রুহুল বলেছেন: রম্য পোস্ট গুলাই সামুর প্রান।।।
ভালো লেগেছে ব্রাদার,পরবর্তী ডেটে সংগে রাইখেন।।।
২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথমত আমি রাহুল নই।
মজার প্রয়োজন আছে। কিন্তু ডোজ বেশি হয়ে গেলে আবার প্রব্লেম। যেমন নিচে এক ভাইএর বেশি হয়ে গেছে।
আপনার ভালো লাগায় আমার নিজেরও ভালো লাগা।
৫২| ২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৬
ইয়াশফিশামসইকবাল বলেছেন: আপনিতো প্রেমে েকেবারে হাবু ডুবু খাচচেন!!! লাভ নাই...পরি কে শুধু স্বপনেই দেখেন...বাস্তবে কোনো কিচু করার চেস্টা কৈরেন না...ভালো থাকবেন ...ইতি, দিশে হারা স্বামি ।
২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথমে ভাবছিলাম সব বিষয়েই নাক গলানোর প্রয়োজন নেই। কেননা ছাগল পাতা খাচ্ছে আর তাই দেখে চিল্লাপাল্লা করার মানে হয় না।
দ্বিতীয়ত ভাবলাম না কিছু একটা বলি না হলি সারাদিনরাত ম্যা ম্যা করতেই থাকবে।
তৃতীয়ত ছাগল পাতা খাওয়া সত্ত্বেও পিটানি না দিয়ে তাড়ানোর চেষ্টা করছি।
শেষমেশ আবার যদি ছাগলটা আসে আই উইল টিচ হিম হাউ টু বিহেইভ।
যা হোক এবার আপনার মন্তব্যে আসি।
না না ভাই। আপনার ধারনা ভুল। ভালো থাকবেন। সতত।
৫৩| ২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৩
মেঘ নাকি রোদ্দুর বলেছেন: মজা পাইলাম।
২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন: চশমা চোখে আপনারে দেখে আমারো মজা লাগছে।
৫৪| ২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৬
স্বপ্নীল পরান বলেছেন: পরি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার থেইকাও বড়...........................।
মজা পাইলাম।
২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
শুইনা ভালো লাগল যে আপনি কিছু হইলেও পাইছেন।
৫৫| ২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৯
নিলিমার নীল বলেছেন: এত হাসি আর আগে কোনোদিন হাসিনি । খুব ভাল লাগলো । ধন্যবাদ
২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: তাহলে তো বলতেই হবে যে আমি একটা কাজের কাজ করেছি।
আপনার ভালো লাগায় সুখানুভব। ভালো থাকবেন। সবসময়।
৫৬| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১
কাজী নজরুলের ছাত্র বলেছেন: আর একটু আগাইলে হইত
২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ছাত্র ভাই আগাইলে আম্মায় পিডাইতো!!!
৫৭| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
নীলপরি বলেছেন: এই হৃদয় থেকে কি এতো তাড়াতাড়ি সব মুছে যায় ?
যাকগে । আমি তো জানতাম রাজপুত্ররা নিজের মতো চলে । ছোটোখাটো ব্যপারে কৈফিয়ৎ দেয় না ।
কুল ডাউন ।
২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: কৈফিয়ত না। আর যাই হোক বাদ দাও।
শীত যা পড়ছে আরও কুল হতে হবে। এমনিতেই জমে গেছি। কীবোর্ডের উপর আঙুল যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটছে। আরো কুল হবো?
৫৮| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
কামরুন নাহার বীথি বলেছেন: আমার তো গ্যাস আছে রাজপুত্র।
একথায় আমার বিবেক উঠে দাঁড়ায়। কতো দরিদ্র মা চুলায় কাঠ গুজিয়া চোখ লাল করিয়া রান্না করে আর তুমি সমস্ত গ্যাস তুমার পেটের মধ্যি ভরিয়া রাখিছো। এ কেমন অন্যায়। তুমার কি মন বলে কিছু নেইইই?
হাঃ হাঃ হাঃ --------------------
২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: কামরুন নাহার বীথি বলেছেন: আমার তো গ্যাস আছে রাজপুত্র।
এ কি কান্ড!! ডাক্তার দেখান নি? দাঁড়ান ব্যবস্থা করছি
ভিজিট না হয় আমিই দিয়ে দিলাম।
৫৯| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
মারুফ তারেক বলেছেন: দাঁত বাহির করিয়া হাসি দিলুম
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: মাত্র দুইডা। এই দেহেন আমার কত্তোগুলান
৬০| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
রুহুল গনি জ্যোতি বলেছেন: চমৎকার । চালিয়ে যান ভাই।
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কিন্তু ভাই কি চালামু বললেন না যে!!??
৬১| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৫
আমি মিন্টু বলেছেন:
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
৬২| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৬
নীলপরি বলেছেন: রাজপুত্র তাহলে নিজেই টাইপ করেন ? আমি তো ভেবেছিলাম পেয়াদা করে দেয়।
শুভরাত্রি।
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন: রাজত্ব একালে আর অবশিষ্ট নেই। তাই নিজের করা ছাড়া উপায় কি বলো?
শুভ্রাত্রি।
৬৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০১
কামরুন নাহার বীথি বলেছেন: লেখক বলেছেন: দাঁড়ান ব্যবস্থা করছি
ভিজিট না হয় আমিই দিয়ে দিলাম। ---------
অনেক অনেক কৃতজ্ঞতা জানাই!!! সব ডাক্তারের ভিজিটই দেবেনতো???????
সকালে দাতের ডাক্তার, বিকেলে চোখের, রাতে হৃদয়ের! পরদিন ডান হাতের, বাম হাতের, নাকের ----------- আরো আরো??
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ইয়ে মানে আপনি জানি কে?
ঠিক চিনতে পারছি না।
৬৪| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৮
কামরুন নাহার বীথি বলেছেন: লেখক বলেছেন: ইয়ে মানে আপনি জানি কে?
ঠিক চিনতে পারছি না। ----------
চিনতে পারছেন না আমায়? আমি নীলপরী থুক্কু হলুদপরী!!
২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
পরি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার থেইকাও বড়ো
৬৫| ২৪ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:২৬
সোহানী বলেছেন: হাহাহাহাহা....... চরম ডেটিং এক্সপ্রেশান!!!!!!!! ডোন্ট মাইন্ড নীল পরী, আমাদের ছেলেটা একদম আলাভোলা........
২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন: এত্তো ভালো আমায় আগে কেউ কয় নাই। আবেগে হাইসাফেলছি
আলাভোলার পক্ষ থেইকা
৬৬| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৪
নীলপরি বলেছেন: দেখতে পাচ্ছি শুভ্রকে দিয়ে কাজ করাচ্ছে! আবার ব্লছে উপায় নেই !
শুভসকাল ।
২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
পরি এতো বুদ্ধিমতী ক্যানো? সাস্থ্যের জন্য হানিকর তো।
৬৭| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৯
জুন বলেছেন: তুমি নিশ্চয় রাজপুত্র। দিশেহারা রাজপুত্র। এমন কবিতে সামুর আর কারো পক্ষে সম্ভব না
২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
জুনাপু শুধু হাসলে তো হবে না। আমার বাড়িতে এসেছেন। খাবারদাবার কিছু এনেছেন? খুব খারাপ। দেশবিদেশ ঘুরছেন। একটু বিদেশী বিস্কুট খাওয়াইতেন।
৬৮| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৪
সকালের সোনা রোদ বলেছেন: অসাধারণ ছিল। +++
২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: সকালের সোনা রোদ||
৬৯| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৫
নীলপরি বলেছেন: বুদ্ধিমতী ? বাহ্ ! এই প্রথম কেউ পরীকে বুদ্ধিমতী বলল । তাই সে আপ্লুত ।
তবে , রাজপুত্র আবার অন্যের বুদ্ধির বিচার করতে পারেন । তারমানে তিনি অনেক বুদ্ধিমান । তাই দেখে পরি আরও খুশি ।
২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
পরির কথাশুনে আমার বাচ্চাবাচ্চা মনে হচ্ছে।
||নীলপরি
বুদ্ধিমতী||
৭০| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১
নীলপরি বলেছেন: কাকে ?
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: আবার কারে| আপনাকে ম্যাডাম|
৭১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭
নীলপরি বলেছেন: তো , কি আর করা যাবে !
ঠিক আছে ।
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ঠিকাছে!!!!!!
শুভ্রাত্রি।
৭২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৬
আহসানের ব্লগ বলেছেন: পোস্ট টা পড়ার সময় পাশের ঘরে বাজছে "তু নে মারি এন্ট্রিয়ারে" ।
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: আহসান ভাই ব্লগ নিয়ে এন্ট্রি নিলেন।
পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি
তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি
গানের ক্ষেত্রে আমি অলয়েজ আউটডেটেড।
৭৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭
কাগজের হেলমেট বলেছেন: প্রেমের গল্প নাকি বিসর্জনের বুজলাম না
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: অর্জনের গল্প।
নিখাদ বিনোদনের জন্য সৃষ্ট কাল্পনিক ঘটনা।
৭৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৩
চাঁদগাজী বলেছেন:
পড়লাম, নাকি পড়ি নাই?
২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: কমেন্ট শিওর করছে। আমি সাক্ষী।
৭৫| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৬
নীলপরি বলেছেন: কি ঠিক আছে ? ইমোর অবস্থা একটু যেন করুন! কেনো ?
শুভসকাল।
২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ইমো অসুস্থ। হস্পিটালাইজড হইছে। আশা করি সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি।
৭৬| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৪
নীলপরি বলেছেন: তাই নাকি ! শুভকামনা ।
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
৭৭| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৪
নীলপরি বলেছেন: এটা কে ?
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ঘটৎকচ!!!
৭৮| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩১
দীপান্বিতা বলেছেন:
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপু
৭৯| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮
নীলপরি বলেছেন: হুম ,ভালো । ঘটৎকচ কেনো ? শুভ্রকে কি ছাঁটাই করে দিল রাজপুত্র ? ইশ বেচারা । ভালো লিখতো !
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্যাটা বেশি বুঝে। ইঁচড়েপাকা।
বদের একশেষ।
৮০| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯
নীলপরি বলেছেন: সহমত হতে পারলাম না । সরি ।
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন: দ্বিমতেই নতুন কিছুর জন্ম।
৮১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮
নীলপরি বলেছেন: আচ্ছা বুঝলাম।
তাহলে শুভ্রকে ফিরিয়ে আনা হোক।
শুভরাত্রি।
২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
পরিচ্ছা।
৮২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৪
নীলপরি বলেছেন:
শুভসকাল ।
২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভ সকাল।
ব্রেকফাস্ট
৮৩| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭
নীলপরি বলেছেন: বাহ! প্রাপ্য দেখে অভিভূত !!!
২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: আরে তুমি হাতের খাবার দেখলা!!!
কান যে লাল হয়ে গেছে দেখলে না।
৮৪| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪০
নীলপরি বলেছেন: কে করলো এমন ? নিঠুর দরদীটি কে ?
২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন: আম্মায়। রান্নাঘর থেকে চুরি করতে গিয়ে ধরা খাইছি।
৮৫| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৯
নীলপরি বলেছেন: হুম । তাহলে ঠিকই আছে ।
২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
উপরাল্লা তোমার বিচার করবে!
৮৬| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৯
নীলপরি বলেছেন: সে কি ? আমি আবার কি করলাম ?
তুমি হচ্ছো ড্রামাবাজ
শাস্তি পেলে তারই আজ।
বিচারটা তো, তোমার ছিলো,
ব্যপারটা এবার বোঝা গেলো ?
২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: তুমি তো অনেক সুন্দর ছড়া লিখতে পারো। গুড গুড।
আচ্ছা আনারস দিয়ে একটা ছড়া লেখো তো। দেখি ক্যামন পারো!
৮৭| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২
নীলপরি বলেছেন: হঠাৎ আনারস দিয়ে কেনো?
যাহোক , শুভ্রকে বলুন। আমার হয়ে শুভ্রই লিখে দেবে। খুব ভালো কবি। আগের ছড়াটাও ও ই লিখেছিল। আমি তো শুধু ফরোয়ার্ড করেছি।
২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আনারাস খেয়ে মাঝরাতে ঘোর লাগে
অদেখা তোকে দেখে রাতভর ঘুম ভুলে
নীল রঙে বুদ হয়ে
সুল্টো জামা উলটো পড়ে
কবিতাশেষ বিকেল ঝুঁকে সন্ধ্যাদিন খুব রঙীন।।
শুভ্র
৮৮| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৮
নীলপরি বলেছেন: বাহ । এইরকম সুন্দর করে লিখতে আর কেউ পারে কি ?
এইজন্যই বলেছিলাম শুভ্রকে লিখতে ।
শুভকামনা ।
২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভ্রাত্রি পরি।
তবে আমি কিন্তু খুব একটা ভালো লিখি না। গড়পড়তা একটা বাসি পচা উগরে না দিয়ে কোনমতে ঠেসেঠুসে পেটে চেপে রাখার মতো কিছু একটা লিখি।
৮৯| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯
নীলপরি বলেছেন: আরে আমি তো বললাম শুভ্রর কথা। শুভ্র ভালো লেখে। খুব ভালো । ব্যস।
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: জানায় দিমু। ঠিক্কাছে।
এখন ঘুমাও। ঘটৎকচাত্রি।
৯০| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২২
শূণ্য মাত্রিক বলেছেন: চারদিন আগে আপনার পোষ্ট পড়ছিলাম। মন্তব্য করবার জন্য আজ সার্চ দিয়ে সুই ঢুকাইয়া আপনার ব্লগ খুজে বের করলাম। অস্থির বিনোদন দিছেন মশাই। অস্থির !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের পেছনের কষ্টের কথা শুনে যারপরনাই দুঃখ পাইলাম মাত্রিক। তারপরও আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকেন। সবসময়। মাঝে মাঝে কষ্ট কইরেন।
৯১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৪
নীলপরি বলেছেন: হুম। ঠিক্কাছে বার্তাবাহক।
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা হা।
পরিবানু ভালো থাকা হোক।
৯২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৬
নীলপরি বলেছেন: আপনিও ভালো থাকুন আর ভালো রাখুন । চড়ুইগুলোকে ।
শুভরাত্রি ।
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো থাকা হোক পরি।
শুভ্রাত্রি।
৯৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
দুষ্টু মেয়ের মিষ্টি হাসি বলেছেন: এত্ত বড় লেখা!!!!!! মিউ মিউ মিউউউউউউ
২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: এটা বড়!!!
পড়েছেন তো? সন্দেহ হচ্ছে।
যা হোক। বিড়ালক্ণ্যাকে আমার ব্লগ বাড়িতে স্বাগতম।
শুভকামনা।
৯৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
মনিরা সুলতানা বলেছেন: শুভ জন্মদিন রাজপুত্র
এত্তগুলি ভাল ভাল লেখা র অপেক্ষায় থাকলাম
২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালোবাসা নিয়ো আপু।
৯৫| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
দুষ্টু মেয়ের মিষ্টি হাসি বলেছেন: এই ইকটু খানি, মানি শুধু ছ ...বি...টা, দারুন ছবি। খুব ভালো লেগেছে। পড়তে ভাল্লাগে না আমার তাও আবার এত বড় লেখা।
ইশ বয়েই গেছে। যাই এখন নিজের পড়া করি গিয়ে, মিউ মিউ মি.........উ মিউউউউউউউউউউ
২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: পরিদের ছবি দারুণই হয়।
পড়তে ভালো লাগে না বলে নিজের পড়া পড়তে গেলেন!!! বাহ্।
শুভকামনা আপনার বইপত্রের জন্য।
৯৬| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০
বনমহুয়া বলেছেন: আপনার জন্মদিন কি আজকে?
শুভ জন্মদিন। ভালো থাকুন সারাজীবন।
২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
না। আমার জন্মদিন গতকাল ছিল।
থ্যাংকস।
৯৭| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩
নীলপরি বলেছেন: জানতাম না। তবে জেনে গেলাম
তাই দেরিতে হলেও জন্মদিনের শুভেচ্ছা রইলো।
শুভকামনা । ভালো থাকবেন।
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম। ঠিকাছে এবার।
যদিও পুর কাছ থেকেও চেয়েই উইশ নিয়েছি। সেও ভুলে গেছিল।
ভালো থাকাহোক পরি।
৯৮| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪০
আরজু পনি বলেছেন:
২৮ দন্তপাটির কথা পড়ে বুঝলাম আপনার আক্কেল দাঁত উঠেনি এখনও... ।
কান্নার ব্যাপারটাতে কেন মেয়েদেরকেই দোষারোপ করা হয় বিষয়টা দেখতে হবে...
বিনোদনের জন্যে রম্যের তুলনা নেই নিঃসন্দেহে ।
পোস্ট ভালো লাগা রইল ।
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার উপস্থিতিতে সবসময় অন্যরকম ভালো লাগারর অনুভব পাই আপু।
২৮ সংখ্যাটা লেখার মধ্যে আপনাআপনি চলে এসেছে আপু।
দেখে কোন ইনফো পেলে জানাবেন। কান্নার ব্যাপারে মেয়েদের কেন দোষারোপ করা হয়।
বিনুদিত হওয়ায় স্বার্থকতা। ভালো থাকুন। সবসময়।
৯৯| ৩০ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৪৫
চ্যাং বলেছেন: বাব্বালে ইতু ইতু মুগাআআআআ
হেইয়ু লে হেইয়েয়ু হেইয়ু হেইয়ুঊউ হে-----ইয়ূঊ
৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: আম্মালে চ্যাং বাবারে ডাকে ক্যা!!??
মুগা তো ছুইপে ছাইপে নিতি হয়। বাবার সাথে নিয়া যায়?
১০০| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হা হা হা হা, রাজপুত্র একালের তাই রাজকন্যা তো নাইই কপালের পরীও উড়ি গেল।
৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: তনিমা,
উড়াউড়িতে পরিরা সবসময় পারদর্শী। ডানা আছে যে!
ভালো থাকুন। সবসময়।
১০১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯
গোল্ডেন গ্লাইডার বলেছেন:
৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
১০২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১
শেষ বেলা বলেছেন: লেখার পাশাপাশি, মন্তব্যগুলো আরো মজার, ভাল লাগলো। নতুন হিসেবে বলছি, ইদানিং ব্লগে ঘুরাঘুরি করছি, দেখছি রাজপুত্রের আনাগোনা সব জায়গায়। রাজার রাজ্য না থাকলেও রাজপুত্রের পদচারণায় মুখরিত সব....। ভাল থাকবেন, ধন্যবাদ।
৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগে আনন্দময় হোক আপনার বিচরণ।
লেখা+মন্তব্যে ভালা লাগায় কৃতজ্ঞতা।
ব্লগে মিথষ্ক্রিয়াটাই সবথেকে ইম্পরট্যান্ট। আশাকরি আপনার পদচারণাও হবে সর্বত্র। শুভকামনা।
১০৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৬
নীলপরি বলেছেন: ঠিকাছে এবার - মানে ? পরি সব ঠিক ঠাক করারই চেষ্টা করে । না জানলে কি করবে ? আর ভুলেও যায় না ।
আশাকরি এখন ভালো আছেন ।
শুভসন্ধ্যা ।
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ওইতো আছি একিরকম।
পরির ফিরে আসায় ভালো লাগা। পেস্ট্রি ভালো খাই। চকোলেট ফ্লেবার ফেভারিট।
শুভ ১০:০৭
১০৪| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬
নীলপরি বলেছেন: পচ্ছন্দটা মনে থাকবে।
শুভরাত্রি।
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
শুভ্রাত্রি।
১০৫| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৫
নীলপরি বলেছেন: আজকে কেমন আছেন ?
৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: জ্বর আছে একটুআধটু। কিন্তু অসুস্থ নই।
তুমি ক্যামন আছো?
১০৬| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
নীলপরি বলেছেন: ৩ দিন হয়ে গেলো, এখনো জ্বর কমেনি ? তাই জোড় করে অসুস্থ নই বললেও সুস্থ হিসাবে গন্য করা গেলো না ।
ঠিকঠাক ভালো হয়ে উঠুন।
আমি ভালো আছি ।
৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: এইটা ঘোরতর অন্যায়। সুস্থপ্রায় আমায় জোরজবরদস্তি করে অসুস্থ করে রাখা কি উচিত?
১০৭| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৫
নীলপরি বলেছেন: অসুস্থ নই আর সুস্থপ্রায় কি এক মানে?
যাক। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। সেটাই সবাই চায়।
শুভকামনা ।
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দলছুট ওই পাতাদের পিঠে চড়ে সুখ নেবো দুপুরের রোদে
বাতাসের সাথে একাকি কথনে
প্রিয় কিছু কথা দেয় উঁকি খোলা বাতায়ন জুড়ে
১০৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪২
অভ্রনীল হৃদয় বলেছেন: হা হা। মজা পেলাম বেশ। তবে স্বপ্নটা সত্য হলে আরো বেশি আনন্দিত হতাম। যতোই হোক রাজপুত্রের ঘটনা বলে কথা।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: অভ্রনীল আমার ব্লগে।
দেখে ভালো লাগল।
কিছু স্বপ্ন বাস্তবে আসলে তালগোল পাকিয়ে ফেলে। তারা স্বপ্নেই দারুণ।
১০৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৬
নীলপরি বলেছেন: সকাল সকাল এমন একটা কবি্তা পড়ে ভালো লাগলো ।
আজ ' কতটা ' ভালো আছেন ?
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: আজ দুই তৃতীয়াংশ সুস্থ।
আর একটু বাকি পুরোটা সুস্থ হতে।
১১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫২
নীলপরি বলেছেন: এই একটুটা তাড়াতাড়ি অতিক্রান্ত হোক।
ভালো হয়ে উঠুন।
শুভকামনা রইলো।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আর শুভ্রাত্রি।
১১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৭
নীলপরি বলেছেন: ফুল পেয়ে ভালো লাগলো।
আর
শুভ রাত্রি । ☺
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আছে একটি সুন্দর স্বপ্ন।
১১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৫
নীলপরি বলেছেন: আশাকরি আজ পুরোটা সুস্থ হতে পেরেছেন।
শুভসকাল।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুস্থ।
শুভ্রাত্রি পরি।
১১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫২
নীলপরি বলেছেন: রাজপুত্র কি শুভ্রকে ছুটিতে পাঠিয়েছেন ? নতুন কবিতা কবে পাচ্ছি ?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: সত্যিই ছুটিতে আছে।
ছোটখাটো দুএক লাইন ছাড়া লিখতে পারছি না। লিখলেই পোস্ট দেব। ওকে পরিবানু।
শুভ্রাত্রি।
১১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৭
নীলপরি বলেছেন: হুম বুঝলাম ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: মন খারাপ পরিমুখ ভালো লাগে না।
১১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭
নীলপরি বলেছেন: মন খারাপ কেনো ? ওটা এমনি । ঠিকাছে ?
ভালো থাকা হোক ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
১১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬
নুরএমডিচৌধূরী বলেছেন: অহে রাজ পুত্র
আপনার রাজ প্রাসাদে অনেক মন্ত্রির শুভাগমন
আর আমি এক নজন্য ছড়াকার
দিব্ব্যি ভয় হয়
আসরে নেমন্তর কিংবা আমন্ত্রণ হবে কই ?
তবুও এসেছি আপনার রাজ প্রাসাদের মন্দিরে
অনেক সুন্দর লিখায় সাজিয়েছেন
+++++++++
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ।
আরে আপনি তো চৌধুরী। এককালে বাংলা সিনেমায় নায়িকাদের ধনী পিতা। আপনার নিমন্ত্রণ সর্বক্ষণ।
নগণ্য শব্দটা ঠিক না। আপনি আপনার স্থান থেকে অনন্য। ভালো থাকুন। সবসময়।
১১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪
মেজদা বলেছেন: খুব মজা পাইলাম এমন রম্য লেখায়। ধন্যবাদ
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপ্লুত মেজদা।
অনেক অনেক ভালোলাগা আর ধন্যবাদ জানবেন।
১১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩০
মহা সমন্বয় বলেছেন: পরি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার থেইকাও বড়ো
আমার এই অতিশীল্প গুণ সমৃদ্ধ কবিতা শুনিয়া নীলপরি লাজুক হাসিয়া ঠোঁট বাকাইয়া বলিল-
তুমি নিশ্চয় রাজপুত্র। দিশেহারা রাজপুত্র। এমন কবিতে সামুর আর কারো পক্ষে সম্ভব না। কি আবেগ! সেই আবেগের বেগে আমি যেন উড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি মরে যাচ্ছি।[/si
হা হা বড্ড বেশি ভাল লাগল।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: বড্ড বেশি ভালো লাগায় অনুপ্রাণিত।
ভালো থাকুন। সবসময়।
১১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
১২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৩৮
রিপি বলেছেন: হা হা হা... দারুন মজার !
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মজা পেলেই ব্যাপারটা দারুণ।
১২১| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: ব্যাফক বিনুদিত হইছি, আপনার যদি দিশা ঠিক থাকতো ভবিষ্যতে রাজপুত্র থেকে রাজা হয়ে যাওয়ার সমুহ আশংকা আছিলো
১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
রাজা হইলেই তো বুড়া হয়ে গেলাম সামমা।
রাজপুত্র। চিরসবুজ। ঘাস। লতাপাতা।
১২২| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৬
সাদা মনের মানুষ বলেছেন:
ঠিক সেই চরম মুহূর্তে যেই মুহূর্তে পরির গ্যাস্ট্রিক আছে জানলাম একরাশ পানি আমার শরীর জুড়ায়ে দিল।........আমি তো ভাবছিলাম বিছানায় আবার হিসু টিসু
১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভাবনায় যাহা উঁকিঝুঁকি দেয় তাই নাকি বাস্তবে হয়।
১২৩| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৭
সাদা মনের মানুষ বলেছেন:
যাউগ্গা, আবু ব্যাটা আইয়া পড়ছে, এইবার চা খান
১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
একবুক বালুভাসা ন্যান।
১২৪| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: বালু কিন্তু ভাসে না ডুবে যায়, তাই আমার আর নেওয়া হলো না
১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
নেক্সট টাইম শুকনো দেব প্রিয় বাউ।
১২৫| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ২:২৫
মিঃ অলিম্পিক বলেছেন: কবিতা না দিয়া রম্য ত্যাগ করলেন...!!
ভালো লাগলো, শুভ কামনা রইলো...
১২৬| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ২:২৬
মিঃ অলিম্পিক বলেছেন: কবিতা না দিয়া রম্য ত্যাগ করলেন...!!
রম্য আমি অনেক লাইক করি।।
ভালো লাগলো, শুভ কামনা রইলো...
১২৭| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০১
জুন বলেছেন: দিশেহারা কৈ হারিয়ে গেলোওওও---!!
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৪
দেবজ্যোতিকাজল বলেছেন: মীরাক্কেল লেখা