নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজকন্যা
একগাল ধোঁয়া কিছু বৃষ্টি হিম হাওয়া বয়।
এলিটিস্ট ভালোবাসা
তোমার পড়ন্ত বিকেলের আলোয় চুপচাপ দাঁড়িয়ে রয়।
সকালের জমা ধুলোমাখা রাত্রির বোকা ইচ্ছের প্রভুত্ব
তোমার বুকের ঝুল বারান্দায় আমার প্রেমের দৌরাত্ম্য।
বসন্তের প্রথম হলুদ মিশে নীল প্রেম তুমি রাজকন্যা
আমার বুক জমিনের কারসাজি তুমি রোদ বরুণা।
ভিজে মাটি সোঁদা গন্ধ জুড়ে সেই শরীর পাই আমিত্ব
অগোছালো চুলে মুখ গুঁজে পাই সুখের প্রাচুর্য
ঘুমঘুম ভোর কাঁচাসোনা রোদ দিনের প্রথম আদর প্রলিপ্ত।
কিছুক্ষণ চোখ রেখে টোল খাওয়া ঐ গালে এঁকে আলপনা
বিশুদ্ধ প্রেম গুটিসুটি শুয়ে বিভোর তুমি রূপকথা কল্পনা।
বিষাদের কাপ ধোঁয়াটে তরলে জমানো আমার রাজত্ব
গালের ওই আদুরে তিলে জমা আদ্যপ্রান্ত রহস্য
আদর আবেশে ঘুমতুমি অদ্ভুত ভালোলাগা নিঃস্বত্ব।
রাজকন্যা
শেষ হয়ে আসা শলাকায় কিছু আগুন প্রিয় মুহূর্ত গুনি।
এই অনাহুত আমি
তোমার পড়ন্ত বিকেলের আলোয় চুপচাপ দাঁড়িয়ে আছি।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোলাগায় আহ্লাদিত হলেম।
ভালো থাকুন। সতত।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৯
প্রামানিক বলেছেন: চমৎকার লেখা। ভাল লাগল। ধন্যবাদ
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রামাণিক ভাই,
চমৎকারক অনুভূতি প্যাকেটস্থ করলাম। আপনার জন্য।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২১
আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,
লাইনে লাইনে অন্তঃমিল না দিয়ে শেষের স্তবকটির মতো লিখলে আরো প্রেমময় একটি পড়ন্ত বিকেলের কবিতা হয়ে উঠতো ।
বসন্তের আগাম শুভেচ্ছা ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: জী এস ভাইয়া,
প্রতিবারের ন্যায় এবারেও আপনার কথায় ঘাড় কাত করলাম। সত্যি বলতে আমিও ভেবেছিলাম। তবে মাঝে মাঝে নিয়ন্ত্রণ থাকে না। আমার ক্ষেত্রে এটা বেশি হয়। অবাধ্য।
আপনার উপস্থিতি সবসময় ভালো লাগার কারণ। ভালো থাকুন। পাশে থাকুন।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২২
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: রাজকন্যা
শেষ হয়ে আসা শলাকায় কিছু আগুন প্রিয় মুহূর্ত গুনি।
এই অনাহুত আমি
তোমার পড়ন্ত বিকেলের আলোয় চুপচাপ দাঁড়িয়ে আছি। ........বেশ জটিল!
ভালো লাগলো!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: সাইফুল্লাহ শামীম,
অনুপ্রাণিত হলেম। ভালোলাগায় সন্তুষ্টি।
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: যাক!
দিশেহারা রাজপুত্র অবশেষে দিশে পেল
+++
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন: দিশে আর পাইছি। ঘোর বর্ষায় বর্ষাতি খুলে দেখি তাহাতে ছিদ্র - এমনি অবস্থা আমার।
ভালো থাকবেন। সবসময়।
৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫
মনিরা সুলতানা বলেছেন: সকালের জমা ধুলোমাখা রাত্রির বোকা ইচ্ছের প্রভুত্ব
তোমার বুকের ঝুল বারান্দায় আমার প্রেমের দৌরাত্ম্য।
বাহ বাহ চমৎকার রাজপুত্র ...
কিন্তু আবার
রাজকন্যা
শেষ হয়ে আসা শলাকায় কিছু আগুন প্রিয় মুহূর্ত গুনি।
এই অনাহুত আমি
তোমার পড়ন্ত বিকেলের আলোয় চুপচাপ দাঁড়িয়ে আছি
অনাহুত কেন বুঝলাম না
যার প্রেমের দৌরাত্ম্য রাজকন্যার বুকের ঝুল বারান্দায় তক সে অনাহুত হতেই পারে না ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: এইটা অন্যায়। অবিচার।
মানি না। মানবো না। দেশের আইনকানুন উঠে যায় নি। দুবাইএ হামলা করবো। বোমব্লাস্ট করুম।
আসলে রাজকন্যাতে আমি চিরকালই অনাহুত আপু।
কবিতা আমার বুক জমিনের কারসাজি। রাজকন্যা ডিরেক্টলি সেই কারসাজিতে ইনভলবড না।
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬
সুমন কর বলেছেন: রাজকন্যা, কিন্তু এবার চলেই আসবে.....
কবিতা ভালো লেগেছে।
.........অনাহুত আমি
তোমার পড়ন্ত বিকেলের আলোয় চুপচাপ দাঁড়িয়ে আছি। +।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুমনদা,
সড়কপথের যে অবস্থা। রিস্ক থেকে যাবে। তাই না আসাই ভালো।
+ ও সার্বক্ষণিক পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর হৈসে বেশ ||
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন।
৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৩
আমি তুমি আমরা বলেছেন:
রাজকন্যা
শেষ হয়ে আসা শলাকায় কিছু আগুন প্রিয় মুহূর্ত গুনি।
এই অনাহুত আমি
তোমার পড়ন্ত বিকেলের আলোয় চুপচাপ দাঁড়িয়ে আছি।
পোস্টে চতুর্থ ভাল লাগা
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ আমি তুমি আমরা। রাজন্যার পক্ষ থেকেও।
১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩২
বনমহুয়া বলেছেন: আপনার কবিতা। রোমনা্টিকতায় পূর্ণ
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম। বনমহুয়া, আমার কবিতা।
মানুষের এক সুপ্রাচীন দোষ। রোমান্টিকতা। আমিও সেই দোষে দুষ্ট। ভালো থাকুন। সবসময়।
১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮
মনিরা সুলতানা বলেছেন: আমি তো রাজকন্যা কে দুবাই লুকায়ে রাখি নাই
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: পু তুমারে বোমা মারবার আমার কোন কারণ লাগে না। যখনতখন যেখানেসেখানে এই অনাহুত আমি ব্লাস্ট করাইতে পারি।
১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫০
আরণ্যক রাখাল বলেছেন: শেষ হয়ে আসা শলাকায় কিছু আগুন প্রিয় মুহূর্ত গুনি
এই জায়গাটা আমার সবচেয়ে ভাল লেগেছে।
আহমেদ জি এস ভাইয়ের সাথে একমত, আমারও মনে হচ্ছিল, অন্ত্যমিলের খুব একটা দরকার ছিল না।
তবে ভাল লেগেছে পড়তে, রাজপুত্র। দিশেহারা হয়ো নাহ
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: কোন এক লাইন ভালো লেগেছে সেটাই অনেক আনন্দের ব্যাপার।
জী এস ভাইয়ার সাথে আমি নিজেও একমত। আমি একদিন আরণ্যক হয়ে যাবো টা লেখার সময় তোমাদের কথাটা অবশ্যই খেয়াল রাখবো।
১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪১
আবু শাকিল বলেছেন: শুভ্র রে - আমার বিরাট অক্ষমতা!! কবিতায় আমি মন্তব্য দিতে পারি না।
তবে কবিতা পড়ায় ভাল্লাগছে।অল্প অল্প বোঝছি।
নীচের লাইন দারুন লিখেছিস-
"বসন্তের প্রথম হলুদ মিশে নীল প্রেম তুমি রাজকন্যা
আমার বুক জমিনের কারসাজি তুমি রোদ বরুণা।"
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: কোথাও না কোথাও আমরা সবাই অক্ষম ভাইয়া। অল্প অল্প বোঝাসহকারে দারুণ লাগায় আমার নিজের অনেক ভালো লাগল।
১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫৮
রক্তিম দিগন্ত বলেছেন: বাহ!!! বেশ! বেশ!
চমৎকার! +
(মন্তব্য পিচ্চি আকারেই সারলাম)
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
পিচ্চিতেই যথেষ্ট সুখানুভব রক্তিম দিগন্ত। শুভকামনা।
১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫
নীলপরি বলেছেন: রাজপুত্রের রাজকন্যার জন্য কোনো রাজকীয় বিশেষণ জানা নেই।
তাই অপূর্ব কবিতায় শুধু মুগ্ধতা রেখে গেলাম।
+++
শুভেচ্ছা।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: মুগ্ধতাকে ভালোলাগার প্রলেপাবৃত করলাম।
বিশেষণ জানা নেই আমারও। আদ্যপ্রান্ত রহস্য।
ভালো থেকো। পরির মতো।
১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৮
মনিরা সুলতানা বলেছেন: অনাহুত আমার মতে একটা অভিমানী উচ্চারন......
সকল প্রেমিকের হৃদয়ে বাজতে থাকা মধুর কস্টের নাম। রাজকন্যা কে সম্রাজ্ঞী করতে না পারার বেদনার আরেক নাম আমি আনাহুত।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম। তুমি রাইট পু।
অনাহুত আমিই কবিতা লিখি। লেখার চেষ্টা করি। বিশেষণটা উধাও হলে লেখার চেষ্টাগুলোও উধাও হয়ে যাবে।
১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: যাক অবশেষে রাজকন্যা পেলেন তাহলে, দিশে এবার ফিরবে নিশ্চয়ই!
কবিতায় ভালোলাগা।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: পেলুম। কিন্তু কোথায়? আবার হারাই আবার পাই। এই নিয়েই আছিন
ভালোলাগায় ভালোলাগার প্রতিফলন।
১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭
অপর্ণা মম্ময় বলেছেন: শেষ চারটা লাইন বেশ লাগলো।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: তাই বা কম কিসে?!!
পড়ন্ত বিকেলের আলোয় দাঁড়ায়ি থাকাটাও নেহাৎ খারাপ লাগা জাগাবে না।
১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬
তার আর পর নেই… বলেছেন: সেই শরীরে পাই আমিত্ব …
প্রথম আর শেষ অংশ বেশি ভাল্লাগছে!
+
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: সার্থকতা তাতেই। তার পর আর নেই...
আমিত্ব পাই। ভালোবাসায়। মিশে থাকা গন্ধে। শরীরে। কোনকিছু বাদ দিয়েই কিছু নয়।
+ এর জন্য ধন্যবাদ।
২০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬
রূপক বিধৌত সাধু বলেছেন: রাজপুত্তুর, পুরাডা ছন্দে (অন্তঃমিল বোঝাচ্ছি) লিইখ্যা শেষ স্তবকে ছন্দ নাই ক্যারে? যাউকগা, তোমার লেখা ভালা লাগসে!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমার প্রতিফলন সাধু। খাপছাড়া। উল্টোসুল্টো।
উপস্থিতিতে নিখাদ ভালো লাগা।
২১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩
তাহসিনুল ইসলাম বলেছেন: বাহ ! চমৎকার !!!!!!!!!!!!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অসংখ্য ধন্যবাদ। সাথে ভালোলাগা নিরন্তর।
২২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৯
কল্লোল পথিক বলেছেন: বসন্তের প্রথম হলুদ মিশে নীল প্রেম তুমি রাজকন্যা
আমার বুক জমিনের কারসাজি তুমি রোদ বরুণা।
চমৎকার কবিতা রাজপুত্র।
কবিতায়+++++++++++++++
অসাধারন হয়েছে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ কল্লোল পথিক। আপনাদের মন্তব্যে পূঁজি পাই লেখার। ভালো থাকুন।
২৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৬
জেন রসি বলেছেন: এই কবিতাটা আপনি যেমন লেখেন তার চেয়ে একটু ভিন্ন ধাচের মনে হলো। একটা চাপা কামনার বোধ খুব চমৎকার ভাবেই কবিতায় প্রকাশিত হইল।
++
আছেন কেমন?
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রিয় জেন ঠিক ধরেছেন। আমি বোধের উপর জোর দেই যদিও এটাতে অস্বাভাবিক নয় এমন কিছু জায়গা দিয়েছি। আগে একটা প্রতিউত্তরে বলেছি কিছু বাদ দিয়ে কিছু নয়। তাই....
আমি ভালো আছি। চেষ্টা করছি ভালো থাকার। আপনি কেমন আছেন?
২৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৭
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ হামা ভাই। ভালো থাকুন। শুভকামনা।
২৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩
ইশতিয়াক ফাহাদ বলেছেন: "তোমার পড়ন্ত বিকেলের আলোয় চুপচাপ দাঁড়িয়ে আছি। " লাইন টা পছন্দ হয়েছে
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: অন্যের পছন্দের যোগ্য একটা লাইন লিখতে পারাও অনেক বড় প্রাপ্তি। তাই সার্থকতা ছুঁয়ে গেল।
ব্লগে স্বাগতম। শুভকামনা।
২৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
সাথিয়া বলেছেন: ভাল লাগলো +++++
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগাটাই অনেক কিছু সাথিয়া।
ভালো থাকুন। সতত।
২৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহা রাজকন্যা তুমি কোথায়.........? কিছু লাইন বেশ ভালো লেগেছে
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: রাজকন্যা কোথাও নেই ঈপ্সিমণি।
কিছু লাইন সম্বল করেই বাঁচি।
২৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৫
জুন বলেছেন: শেষ হয়ে আসা শলাকায় কিছু আগুন প্রিয় মুহূর্ত গুনি।
smoking is injurious to health দিশেহারা।
তবে কবিতা ভালোলাগলো
+
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোলাগাটা নিালাম সথে উপদেশটাও।
ভালো থাকবেন সবসময় আপু। অনিঃশেষ ভালোবাসা।
২৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৬
উল্টা দূরবীন বলেছেন: সুন্দর লিখেছেন। আমার ব্লগে আমন্ত্রণ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ।
ঘুরে আসবো।
৩০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১১
তাসলিমা আক্তার বলেছেন: আপনার কালকের লেখা আমার চোখে পড়লো আজ। অন্যায়। তবে সব মন্দের কিছু ভালো দিক থাকে। বৃহস্পতি রাত তাই ঘুমুতে যাবার তাড়াহুরো নেই। আগাগোড়া তিনবার পড়া গেলো।
একটু দুস্টু দুস্টু। মানবীয় প্রেম-শরীর এসেই যায়। গালের তিল বিষয়টা প্রেমে পরিপুর্ন। শেষ লাইনে বাজীমাৎ। চুপচাপ দাড়িয়ে থাকা-সেই ভালো। রাজকন্যার নিশ্বাসে যে নাম বয় তার জন্য নৈশব্দের বড় প্রয়োজন।
লেখায় এবার অন্য কেউ নেই, শুধুই রাজার বেটা.....
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: এই ঘোরতর অন্যায়ে কোন শাস্তি নেই।
বয়স বাড়ছে সেই সাথে বাড়ছে চিন্তার বৃত্তের ব্যাসার্ধ। শরীরকে প্রেম ধরলে আর কিছুই থাকে না। সব এক হয়ে যায়। তবে ভালোবাসাকে সংজ্ঞায়িত করতে একটা কাগজের তো প্রয়োজন। ধরি ঐ শরীরই সেই কাগজ। এর বেশি নয়।
রাজকন্যার জন্য স্তব্ধতা। শুন্যতা। অপূর্ণতা। এতে প্রাপ্তির স্বাদ বেড়ে যায়।
তিলে প্রেম অনেক। প্রবল।
৩১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫
যুগল শব্দ বলেছেন: রাজকন্যা
শেষ হয়ে আসা শলাকায় কিছু আগুন প্রিয় মুহূর্ত গুনি।
এই অনাহুত আমি
তোমার পড়ন্ত বিকেলের আলোয় চুপচাপ দাঁড়িয়ে আছি
ভালো লেগেছে কবিতা।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ যুগল শব্দ।
ভালো লাগা হউক চিরন্তন। শুভকামনা।
৩২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯
মাটিরময়না বলেছেন: কিছুক্ষণ চোখ রেখে টোল খাওয়া ঐ গালে এঁকে আলপনা
বিশুদ্ধ প্রেম গুটিসুটি শুয়ে বিভোর তুমি রূপকথা কল্পনা।
টোল খাওয়া গালে আমারো দুর্বলতা।
দিশেহারা ভাইরে অনেক শুভেচ্ছা সুন্দর কবিতার জন্য।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: মাটিরময়না,
দুর্বলতায় তবে মিল আছে আমাদের।
টোল খাওয়া গালে বারবার পড়ে যাই।
অনিঃশেষ ভালোবাসা রইল। শুভেচ্ছা।
৩৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৭
ফেরদৌসা রুহী বলেছেন: রাজপুত্রের কবিতা মনে হচ্ছে আজই প্রথম পড়লাম।
রম্য লেখার সাথে আপনি তো দেখি কবিতাও ভাল লিখেন
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: হতেও পারে আবার নাও পারে। তবে ব্লগে পা দিয়েছিলাম কিন্তু আমি কবিতা নিয়েই।
অনুপ্রেরণা পেলাম। ভালো থাকুন।
৩৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৭
ভ্রমরের ডানা বলেছেন:
রাজকন্যা
একগাল ধোঁয়া কিছু বৃষ্টি হিম হাওয়া বয়।
এলিটিস্ট ভালোবাসা
তোমার পড়ন্ত বিকেলের আলোয় চুপচাপ দাঁড়িয়ে রয়।
সকালের জমা ধুলোমাখা রাত্রির বোকা ইচ্ছের প্রভুত্ব
তোমার বুকের ঝুল বারান্দায় আমার প্রেমের দৌরাত্ম্য।
বসন্তের প্রথম হলুদ মিশে নীল প্রেম তুমি রাজকন্যা
আমার বুক জমিনের কারসাজি তুমি রোদ বরুণা।[/sb ]
উফ রাজকন্যা!! এই রাতে ঘুমোতে দিচ্ছ না। রাতের ঘুম কেড়ে এই ইন্সোমেনিয়াক জীবনের বাতিঘর তুমি।
দেখা দাও না প্রিয়তমা!
দুর্দান্ত!!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: সে এক দুর্দান্ত অভ্যেস। রাতজাগানিয়া অনুভূতি ডানা। তবে দেখা দিলেই তো রাত জাগার ভালোলাগা মাটি হয়ে যাবে। তাই থাক। দূরে। নৈকট্য সবসময় ভালো কিছু দেয় না। দূরত্ব যেমনি দেয় না সবসময় খারাপ কিছু।
কিছু লাইন লিখে নেই। স্তুপ করি অনুভূতিদের। তারপর ভাববো রাজকন্যা কিংবা নিলাদ্রীতা কে? কারা? নাকি একি কেউ।
৩৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৪
তানজির খান বলেছেন: রাজকন্যা
শেষ হয়ে আসা শলাকায় কিছু আগুন প্রিয় মুহূর্ত গুনি।
এই অনাহুত আমি
তোমার পড়ন্ত বিকেলের আলোয় চুপচাপ দাঁড়িয়ে আছি
দূর্দান্ত লেগেছে কবিতা, শুভকামনা রইল
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
উৎসাহিত করার জন্য ধন্যবাদ।
শুভকামনা রইল আপনার জন্যেও।
৩৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৪
অভ্রনীল হৃদয় বলেছেন: দারুন! সকালে চমৎকার একটা কবিতা পড়া হল! একরাশ মুগ্ধতা রেখে গেলাম!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন: নীল। ক্যামন আছো?
মুগ্ধতা রেখে দিলাম। শুভেচ্ছা নিও।
৩৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩
বিজন রয় বলেছেন: ভাল লাগল সুন্দর কবিতাখানি!
++
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ বিজন রয়।
৩৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৫
অভ্রনীল হৃদয় বলেছেন: এইতো ভালো। আপনি কেমন আছেন ভাইয়া?
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমিও ভালো আছি নীল।
আবার ফিরে আসায় ভালোলাগা।
৩৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রাজকন্যা
শেষ হয়ে আসা শলাকায় কিছু আগুন প্রিয় মুহূর্ত গুনি।
এই অনাহুত আমি
তোমার পড়ন্ত বিকেলের আলোয় চুপচাপ দাঁড়িয়ে আছি।
এই ৪ টা লাইনের জন্য ১০ এ ১০ ।
লাইনগুলি অসাধারণ লেগেছে ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ১০/১০। এতো আনন্দ কই রাখবো।
অনেক অনেক ভালোবাসা নেন লিটন ভাই।
৪০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬
বাল্মিকী জেনার বলেছেন: দুরন্ত লিখা
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জেনার। প্রথম মন্তব্য আমার ব্লগে। স্বাগতম।
ভালো থাকুন। অহর্নিশ।
৪১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫০
সায়েম মুন বলেছেন: কবিতা বেশ লাগলো। লিখতে থাকুন।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
উৎসাহের জন্য ধন্যবাদ সায়েম মুন। ভালো থাকুন। সবসময়।
৪২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৫
মহা সমন্বয় বলেছেন: শেষ হয়ে আসা শলাকায় কিছু আগুন প্রিয় মুহূর্ত গুনি। +
আচ্ছা আপনি এত ভাল কবিতা লিখেন কেন ??
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: মহা সমন্বয়,
উত্তর জানা নেই। এ ও জানিনা আজো অবধি একটা কবিতা আদৌ লিখতে পেরেছি কিনা না। তারই প্রতি চেষ্টায় সৃষ্টি হচ্ছে এরকম কিছু। আপনার মন্তব্যে করা প্রশ্নে ভালো লাগার থেকেও বেশি কিছু অনুপ্রেরণার থেকেও বেশি কিছু।
ভালো থাকুন। সবসময়।
৪৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২৫
চাঁদগাজী বলেছেন:
কবিদের শব্দের জোরে সব সাধারণ মেয়ে একদিনের জন্য হলেও রাজকন্যা হয়ে যায়।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: কথাটা দারুণ বলেছেন গাজী ভাই।
কতো কবির কবিতা তারা। তাই এটুকু তো প্রাপ্য।
ভালো থাকবেন।
৪৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৪২
গেম চেঞ্জার বলেছেন: রাজকন্যা
শেষ হয়ে আসা শলাকায় কিছু আগুন প্রিয় মুহূর্ত গুনি।
এই অনাহুত আমি
তোমার পড়ন্ত বিকেলের আলোয় চুপচাপ দাঁড়িয়ে আছি।
রাজকন্যা,
এই নাও তোমাকে দিলাম, গোধূলী লগ্নের সবকটা রশ্মি,
শেষবেলার মিঠে কড়া রোদের হাসি, একা একা প্রতিক্ষা করছি, একাকী।
কবিতায় ভাল লাগা ও (+)
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: গেচের ভালোলাগায় তৃপ্তির ঢেকুর তুল্লুম।
রাজকন্যা,
এই নাও তোমাকে দিলাম, গোধূলী লগ্নের সবকটা রশ্মি,
শেষবেলার মিঠে কড়া রোদের হাসি, একা একা প্রতিক্ষা করছি, একাকী।
বাহ্। এটাও অসাধারণ।
৪৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর। +++
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ কান্ডারি ভাইয়া। নিয়মিত কিংবা মাঝেমাঝে উৎসাহের কারণ হবার জন্য।
ভালো থাকুন।
৪৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৫
শেষ বেলা বলেছেন: ভাইজান কেমনে যে এত জটিল জটিল কথাগুলা লেখেন মাথায় আসে না। অপূর্ব শব্দবিন্যাস, ধন্যবাদ, শুভ কামনা নিরন্তর আপনার জন্য।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেক অনেক ভালো লাগা সুন্দর মন্তব্যে।
এমন কিছু কথাই কিছু লেখার আনন্দে উপরি পাওনা।
আমার ব্লগবাড়িতে স্বাগতম। ভালো থাকবেন। সবসময়।
৪৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৪
উদ্ধাস্ত৬১ বলেছেন: অনেক ভাল লেগেছে,লেখক কে ধন্যবাদ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো লাগায় সুখানুভব। ভালো থাকুন। সবসময়।
৪৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৭
আবু শাকিল বলেছেন: ভাইয়ু- ভালুবাসার কচকচানি নিয়ে পুষ্ট নাই কেনু?
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: অন্যদেরটা পড়তেছি ভাই। আবার আগ্রহ নাই বলতে পারেন। আমার পোস্ট আমার কাছের কেউ পড়ে না। দু একজন ফেবু ফ্রেন্ড বাদে। তাই কারো জন্য লেখাার তড়না নাই। আপনার দিন ক্যামন গেল শাকিল ভাই?
৪৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৫
আবু শাকিল বলেছেন: ও আল্লাহ।
অতি দুক্ষের কথা।কাছের মানুষ পুষ্ট না পড়লে ত ব্যাথা অনেক।
আমার ভাই দিন- আজ রবিবার।ঠিকমত খাওয়াদাওয়া করছি।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমিও খাওয়ার উপ্রে আছি।
ঘুমাই উঠি ঝিমাই খাই ঝিমাই ঘুমাই।
৫০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৪
রুদ্র জাহেদ বলেছেন:
রাজকন্যা
শেষ হয়ে আসা শলাকায় কিছু আগুন প্রিয় মুহূর্ত গুনি।
এই অনাহুত আমি
তোমার পড়ন্ত বিকেলের আলোয় চুপচাপ দাঁড়িয়ে আছি।
দারুণ ভালো লাগা
+++
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
+ এর জন্য অনেক অনেক ধন্যবাদ।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ভালো থাকুন। সবসময়।
৫১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪২
অগ্নি সারথি বলেছেন: সুন্দর।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুন্দর হোক চিরন্তনী।
শুভকামনা।
৫২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
পাগশ্রাবনের মেঘ বলেছেন: http://www.facebook.com/limelightbook
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ???
৫৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪০
এম এইচ নাজমুল বলেছেন: এত রোমান্স যদি আমার থাকত তাহলে ঘুমের ট্যবলেট নিয়মিত খাওয়া লাগত।
অসাধারণ। সত্যি দারুণ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: তাহলে থাক। দরকার নাই।
মন্তব্যে ভালো লাগা জানবেন। ভালো থাকেন। আনন্দে থাকেন।
৫৪| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪১
রাজসোহান বলেছেন: রোমান্টিক কবিতা। প্রপোজাল কবিতা হিসেবে ব্যবহার করা যাবে
০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
তাহলে ট্রাই করা যায়!!!
৫৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১২:২২
অতঃপর হৃদয় বলেছেন: ভালো লাগলো ভাইয়া। +++
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৪
মেজদা বলেছেন: পড়ে খুবই আনন্দ পেলাম। ধন্যবাদ