নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

একটি কাব্যিক ভ্রমণ কবিতার উঠোন জুড়ে : সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন ফেব্রুয়ারি ২০১৬

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:১৯




বৃষ্টিধোয়া মাটির গন্ধ শুঁকেছ?
হ্যাঁ তোমাকেই বলছি।
পাঠক?
শুঁকে দেখো।
কবিতা পাবে।।
নিখাদ সুখ। তীব্রগম্ভীর ভালোবোধ।
কবিতারা বর্ষার মতো। শেষ হয়েও হয় না। ভিজিয়ে দেয়। আমার খুব প্রিয়। বর্ষা। কবিতা। তাই কবিতাদের জড়ো করছি। শব্দের সুতোয় অদ্ভুতসুন্দর এক মালাগাঁথা হয়ে গেল কবিতার পাশাপাশি মিলমিশে। প্রতিমাসের মতো ফেব্রুয়ারিতেও সামুর ব্লগারগণ অগণিত কবিতায় ঝংকৃত করেছে ব্লগ প্রাঙ্গণ। কোথাও ছন্দের রাজত্ব তো কোথাও স্বরবৃত্তে ঘোরলাগানিয়া অনুভব। সেখান থেকেই কিছু কবিতা তুলে নিয়েছি। সাজিয়েছি। চেষ্টা করেছি যাতে কবিতাপ্রেমিরা আশাহত না হয়।
শুরুটা রবি ঠাকুরকে দিয়েই ---



প্রহরশেষের আলোয় রাঙা
সেদিন চৈত্রমাস,
তোমার চোখে দেখেছিলাম
আমার সর্বনাশ

||চার অধ্যায়|| রবীন্দ্রনাথ ঠাকুর

কান্ডারি অথর্ব
শক্তপোক্ত দেওয়ালের গাঁথুনির নির্জীবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেদারসে বেড়ে উঠেছে কিছু অজানা ফুল। রঙ তার অজানা। শুধু নাম জানি। কবিতা।
অ্যান্টিলোপ

ডি মুন
কাঠের দরজা। কারুকাজ সাধারণ। অজানা আগ্রহে পাল্লা ধাক্কিয়ে খুঁজে পাই বিস্মিত পৃথিবী।
দুপুর উন্মাতাল

সুমন কর
কবিতারা যেন চুপচাপ। ঠিক হঠাৎ করেই জেঁকে বসে ভেতরটা উল্টেপাল্টে দেয়। সহজিয়া শব্দগুলো সুঁই সুতোর টানে পাঠক মনে অবাক আলপনা করে। জানুয়ারিতে দাদার পোস্ট করা নির্গমন জানান দিয়েছিল রাজপুত্র, তুই এখনো কবিতায় নাবালক।
অণুকাব্য: দুই !

কল্লোল পথিক
কবিতাগুলো গল্প বলে। মন দিয়ে শুনি। ঘুরতে যাই তার শব্দদের সাথে। কখনো নিকানো উঠোন কোণে, কখনোবা ফাগুনের কোন সুরেলা বিকেলে কিংবা হারানো চেনা অচেনা শহরে।
আমি ভুলেই গিয়েছিলাম যে তুমি আর আমার নও
জাতিস্মর
ফুুল ফুটুক আর না ফুটুক
অভিমান
কেউ মনে রাখেনি

জেন রসি কবিতাঃ বৈপরীত্য
বনমহুয়া তোমার আঁখির কৃষ্ণতারায়, মেঘ থম থম করে
রেজওয়ানুল ইসলাম পাপ্পু একুশ তুমি
টোকন ঠাকুর তরল মন
কি করি আজ ভেবে না পাই শহীদ বনাম চেতনা!!!
মানসী তোমায় আমায় মিলে
আব্দুল্লাহ্ আল আসিফ আজ কোথায় তোমার সে অহংকার
রমিত জাগাবো প্রসুপ্ত শৌর্য
খায়রুল আহসান ঝরা পলেস্তারা
দিল মোহাম্মদ মামুন প্রকাশ্য প্রতারণা
সােজোন বাদিয়া ‘জঙ্গি’ এবং ‘সভ্য’
খায়রুল আহসান পথ চলা
আমি মিন্টু প্রিয়তমার হাতের স্পর্স করছে স্নিগ্ধ !!!
সামাইশি তার বিম্বে অবাধ্য মন
মো.তহিদুর রহমান রুবেল 'মানবতার ডাক'


আজ সৃষ্টি সুখের উল্লাসে–
মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে

||আজ সৃষ্টি-সুখের উল্লাসে|| কাজী নজরুল ইসলাম

অন্যমনস্ক শরৎ
অন্যমনস্ক পাঠকেরা আটকে যায়। শব্দের মিছিলে দারুন সাজসজ্জা। কবিতার শরীর জুড়ে দক্ষতার স্পর্শ স্পষ্ট।
এ বছরটা অতীত থাকবে
এক পশলা মৃত বাতাস

মাহবুবুল আজাদ
কবিতার শিরোনামেই পাঠক একবারে ভালো লাগার শিখর ছুঁয়ে আসে। আর কবিতার প্রতি ছত্রেছত্রে সে ভালো লাগা ধাপে ধাপে বাড়তে থাকে। কবিতার খাতায় অসাধারণীয় তার উপস্থিতি।
ঊষর প্রান্তরে শূন্যতার বন্দনায়, রাতজাগা কথাগুলো মোহময় কবিতায়।

কথাকথিকেথিকথন
কবিতারা কথা বলে। কিছু বোধের উপর হামলে পড়ে। কিছু বোঝার গণ্ডির বাইরে প্রহরা গাড়ে। বুননে অসাধারণ দক্ষতা তার কবিতাদের নিয়ে তৈরি বলয়ের চারিদিকে পাঠকের উপচে পড়া ভীড়ের কারণ।
সকল হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে বাংলা ভাষা উড়ে যাক মুক্ত বিহঙ্গের ডানায়।
গন্তব্য ভ্রম ।
একটি বর্বর স্বপ্ন ।
মস্তিষ্ক নিংড়ানো 'ধ্যাৎ কচটতপ!'।

বিদ্রোহী ভৃগু
নামের সাথে লেখার কি অদ্ভুত মিল! তীক্ষ্ণ শাবলের মতো কবিতার জমিনে হঠাৎ করেই সবুজ এঁকেছেন।
হাই, হোমোসেপিয়েন্স! তুমি কি শুনছ?
ভাবনার- সেকাল একাল

কালের সময় বহু স্বপ্নে নীড় বেঙেছে কেউ বা বেঁধেছে
মৃদুল শ্রাবন ঘুম ভেঙে শিয়রে সরীসৃপ
♥কবি♥ শ্রেষ্ঠ কবিতা
মৌতাত গোস্বামী শন্তু ইচ্ছে হলে আসতে পারো
সুদীপ্তা মাহজাবীন বিষন্ন মার্বেল
সায়েল কে দাঁড়াবে আজ এ স্রোতের প্রতিকূলে?
মুমু পাখি বৃষ্টি বিলাসিতা
সােজোন বাদিয়া দৃষ্টি
রাবেয়া রাহীম তুমি আছো - তুমি নেই যখন
রাবেয়া রাহীম অবসেশান
মৃদুল শ্রাবন অমিমাংসিত
সুদীপ কুমার স্বপ্নচোর
মো.তহিদুর রহমান রুবেল "শেষ বিকেলের আর্তি"
সােজোন বাদিয়া ভালবেসেছিলাম ... একি হলো, হায় একি হলো
কবীর আলমগীর বিনিময়


আমি ক্লান্তু প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দন্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।

||বনলতা সেন|| জীবনানন্দ দাশ

নেক্সাস
মাঝরাতে ঘুমহীন আঁধারে অঙ্ককষা কবিতাগুলো নিশ্ছিদ্র। একচিলতে শূন্য নেই। মুগ্ধকর কথামালায় ঠাসানো কবিতারা।
মাঝরাতে শিহরণ

নীলপরি
ইদানীং কবিতার খাতা ভরে উঠছে। ভালোমন্দের মিশেল। কোথাও ছন্দের দাপট তো কোথাও আবেগ। ঘাসেদের মাঝে সেই ছন্দ মৃদু দোল খায়।
রূপকথারা ঠিকানা রাখেনি কোনো
ছিল বাকি কিছু ঋণ
কতোগুলো বর্ষা এলে / পাহাড়ের বুকে ফুল ফোটে ?
মন কাহিনী

জ্যোস্নার ফুল
সান্নিধ্য কম। স্নিগ্ধতা অনেক। কবিতা পড়েছি দুটো মাত্র। মুগ্ধ হয়েছি বারেবার। জ্যোস্নার ফুল কবিতায়ও ফুল ফুটিয়েছেন। চিত্রতা। নামটাই অন্যপ্রকার অনুভূতি দেয়।
চিত্রতা
চিত্রতা (২)
চিত্রতা (৩)

ভ্রমরের ডানা
পিরামিড স্টাইলে কবিতা লিখছেন হরহরিয়ে। মুগ্ধতার পর্যায়ে তার অনেক গুলোই পৌঁছেছে। তবে তার খেয়ালি প্রেমিক সিরিজের কবিতাগুলোও ভালোলাগাবোধের কারণ ছিল।
পিরামিড কাব্য-১ঃ হলুদের রাজতরু
খেয়ালি প্রেমিক-৯ঃ এই উদাসী দুপুর

মোঃ সাইফুল্লাহ শামীম ভাষার জন্য ভালবাসা
লাইলী আরজুমান খানম লায়লা স্মৃতির আকাশ
আমি মিন্টু চায় মন বন্ধু ভেবে পাশে থাকতে তোমার রোজ।
মোঃ সাইফুল্লাহ শামীম অভিমান
মোঃ সাইফুল্লাহ শামীম ভালো থাকুক
লাবিবের পাতা কুপির জল
নেয়ামুল নাহিদ উপলব্ধি
মোঃ নাজমুল হাসান [নাজমুল]অজানা আশঙ্কায় (কবিতা)
সাজ্জাতুল ইমরান ফয়সাল কিংকর্তব্যবিমুর
চন্দ্ররথা রাজশ্রী জলবসন্ত প্রেম
আরণ্যক রাখালমাঝেমাঝে
সােজোন বাদিয়া এতো কষ্ট সবই বৃথা গেল
আরাফআহনাফ দায়বদ্ধতার দায়ে ......
শরণার্থী মায়ার মোহ
কাল পুরুষ ৭৭ শেষ ভালোবাসা


আজিকে বাহিরে শুধু ক্রন্দন ছল ছল জলধারে,
বেণু-বনে বায়ু নাড়ে এলোকেশ, মন যেন চায় কারে।

||পল্লীবর্ষা|| জসীমউদ্দীন

বিজন রয়
ঝরঝরে। মেদহীন। কবিতার অলংকরণ ভালো লাগে। শব্দের ব্যবহারে গভীরত্ব লেখাগুলোকে পাঠকপ্রিয় করে তোলে। তবে দুর্বোধ্যতাও তার লেখনীতে অনুপস্থিত নয়।
অনাবৃতই ভাল ছিল
অন্য ভূবনের পুরুষ

গেম চেঞ্জার
গল্পে অনন্য। তবে কবিতায় কালো টি-শার্ট, নীল জীন্সের প্যান্ট, কালো সানগ্লাস পরিচ্ছদেও তিনি অসাধারণ। কবিতায় অনুভবটা অনেক গাঢ়। যদিও পড়েছি কম দেখেছি কম তবু চায়ের রং গন্ধ স্বাদের জানান দেয় স্বাদ নেওয়ার আগেই।
❀❀ অণুকাব্য- একটি স্মরণীয় মুহুর্ত

তার আর পর নেই…
তার পর আছে অনেক কিছু। গল্প কবিতায় সমান দক্ষ। সব্যসাচী। কবিতায় যেন মন পোড়ানিয়া জ্যোৎস্না ঝরে পড়ে। শব্দহীন। নিঃশব্দে। তবে ছোঁয়ায় অনুভব প্রবল।
কতটুকু প্রেম চাই তোমার
নিস্তব্ধতার পাহাড়
হায়! নজরবন্দি করার আগেই উড়ে যায় পাখি

উল্টা দূরবীন অনুকাব্য - এক
উল্টা দূরবীন তিন কবিতা।
আলভী রহমান শোভন কবিতা: মেঘ-আকাশ-দুঃখ-তুমি-আমি
ইতি সামিয়া একটু একা থাকতে চাই।
মেঘপিয়ন তোমাকে না লেখা চিঠিটা ডাকবাক্সের এক কোণে
খায়রুল আহসান ক্লান্তি
সুদীপ কুমার প্রেম-চার
রেজওয়ান করিম আফসোসের লু হাওয়া
প্রামানিক বাংলা ভাষার চর্চা
প্রামানিক মাফ করে দে মাগো আমায়


আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে
একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্যে
একফোঁটা সৌন্দর্যের জন্যে।

||আমি সম্ভবত খুব ছোট কিছুর জন্য|| হুমায়ুন আজাদ

তাসলিমা আক্তার
বেশ স্ফূর্ত আগমন হয়েছে তার। কবিতায় যেমনি কাব্যিকতা স্পষ্ট গল্পে তেমনি সহজতা। মাত্রই তো শুরু গন্তব্য যোজনদূর। পথপরিক্রমায় নান্দনিক সব কবিতা পাওয়ার আশারাখি তার ঝুলি থেকে।
করতলে মন্দিরা
সম্রাট সম্রাট
জাগরন এবং মুক্তির স্বাদ

দ্যা রয়েল বেঙ্গল টাইগার
হলুদ খামে গন্তব্য খুঁজে পাওয়া না পাওয়ার বাকবিতণ্ডায় আমরা পেয়ে গেলাম দারুণ একটা কবিতা। ইচ্ছে করে শাপ দেই কেউ যেন ঠিকানা না পায়। অস্পৃশ্য থাকুক প্রিয় মানবীরা। জন্ম নিক হাজার হাজার কবিতা।
একটা গন্তব্যহীন হলুদ খাম তার ঠিকানা খুঁজে পেতে চায়........
একটা জৈব ভুত! আজন্মকাল ধরে চেপে বসে আছে আমারই ঘাড়ে......

কলমের কালি শেষ ওরা কাঁদে, অবহেলায় অথবা অতি সুখে। (কবিতা)
অপর্ণা মম্ময় বোহেমিয়ান মেঘ
গুলশান কিবরীয়া হারানো সুর খুঁজে ফিরি
গুলশান কিবরীয়া একদিন ঠিক হারিয়ে যাবো অনেক অনেক দূরে ।
নুরএমডিচৌধূরী একুশ আমাদের একুশ তোমাদের
Tonmoy K Saha হৃদয় থেকে বলছি
গুরুর শিষ্য সে চলে গেছে
ইফতেখার রাজু ফিরবো না অলিন্দে
উড়ুউড়ু আমি চাই
রাজু আহমেদ তন্ময় আজেবাজে
ফেলুদার তোপসে হাইফেন বসানো বারান্দায় দু'লাইন কবিতা
মাহমুদা আক্তার সুমা “ফুল ও ভুল”
নেয়ামুল নাহিদ তুমি কিচ্ছু বলো নি
এন ইসলাম রনি অবিন্যাস্ত অনুকাব্য- ২৫

কবিতা সম্বন্ধীয় কিছুই পূর্ণতা পাবে না এই ত্রৈয়ীর কবিতা ছাড়া। যাদের কবিতা দিন মাস সেকেন্ড ঘন্টায় বাঁধা পড়ে না। উতরে যায়। কবিতাশূন্য ফেব্রুয়ারি তাই হাতড়ে নিয়ে এলাম জানুয়ারি থেকে। প্রথম সংকলনে প্রিয় এই মানুষগুলোর যে থাকা চাই।

আহমেদ জী এস
প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী। মিশেলটা দারুণ। কলম যদি রঙিন তুলি হতো। তার খোঁচায় সে জীবন্ত করতে পারে শব্দদের।
আকালের নিশিথিনী ....

মনিরা সুলতানা
একটা গাছ খুঁজে পাই। শেকড় খুঁড়ে যত গভীর থেকে গভীরে যাই রঙবেরঙের ফুল থোকায়থোকায় দেখি। ছুঁতে গেলেই নেই হয়ে যায়।
তুমি রেখেছো তোমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, তোমার নিয়তি।
গাহন তোমাতে

দীপংকর চন্দ
মাটি গন্ধ। কবিতায় ঘাসেদের স্বাদ। যেন প্রকৃতির কোলে অতিআদরে বেড়ে ওঠা সবুজ পাতা। কোমল। ঠিক টেনে নিয়ে যায় প্রাচীনের মাঝে। তারপর দাঁড় করিয়ে কবিতা শোনায়।
মিলিলো না তবু তোমার মনেরই খবর
সকলেই জানে দেয়ালেরও কান আছে

শেষমেশ রাজপুত্রের কিছু কবিতা
"রাজকন্যা তোমার পড়ন্ত বিকেলের আলোয় চুপচাপ দাঁড়িয়ে আছি"
হ্যালো ঈশ্বর! আপনি কি বাড়ি আছেন?
"একখন্ড কৃষ্ণাভ বিকেল চুরির গল্প"

কিছু কথা

আসলে কবিতা সংকলন এই প্রথম। কবিতা জড়ো করতে গিয়ে কিছু কিছু লেখকের সম্পর্কে বলার ইচ্ছেটা মাথাচাড়া দিয়ে ওঠে। এতে যারা ভালো লেখেন তাদের সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি তুলে ধরায় অন্যেরা জানার সুযোগ পাবে। আর উৎসাহিতও হবে।

প্রত্যেকের লেখার ভালো মন্দ দুটো দিকই পাঠকের চোখে ধরা পড়ে। পাঠক আমি মন্দটা এড়িয়ে গেছি। ভালোটা সামনে নিয়ে এসেছি। অতিরঞ্জিত কিছু করি নি। শুধুমাত্র তাদের কবিতা পড়ে যে প্রশংসাকথা মনে হয়েছে লিখে দিয়েছি।

অজুহাত
কবিতার সংকলন চিন্তাটা মাথায় এসেছে দেরীতে। মাসের দুই তৃতীয়াংশ ততোদিনে নেই হয়ে গেছে। কিন্তু কাজটা এমাসেই শুরু করতে চেয়েছিলাম। না হলে তালেগোলে ভুলেই যেতাম হয়তো। এজন্য সব কবিতা ঠাঁই পায় নি। চেষ্টা করবো মার্চ মাসের সংকলনে যতবেশি সংখ্যক কবিতার জায়গা করে দিতে। এবং অবশ্যই আরো গুছিয়ে করার চেষ্টা করবো।

প্রচ্ছদ ও সহায়তায় আবু শাকিল
আলম দীপ্রকে ধন্যবাদ। তার আগের সংকলনগুলো এই ইচ্ছেটা জাগানোর পেছনের কথা।

সামহোয়্যার ইন ব্লগের সকল ব্লগারদের স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা রইল।

মন্তব্য ১৪৫ টি রেটিং +৪১/-০

মন্তব্য (১৪৫) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সংকলক হিসেবে যেহেতু প্রথম আমি। প্রিয় ব্লগারেরা আশা ভুলটা শুধরে দেবেন। সংকলন নিয়মিত করার ইচ্ছে আছে। সেটার নিশ্চয়তা নির্ভর করছে সকলে পোস্টটি কিভাবে গ্রহণ করবে তার উপর। :)

২| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:৪২

শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার পোস্ট প্রিয়তে নিমু ।

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রিয়তে নিমু!!!! :|
নেন নাই ক্যান? X(


B-)

৩| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:৫৪

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় রাজপুত্র ভাই ।চমৎকার পোস্ট প্রিয়তে নিলাম।

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন:


ধন্যবাদ। :)
শুভকামনা।

৪| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:৫৯

হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ সুন্দর একটা কাজ করার জন্য .....

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

অনেকদিন পর আপনাকে ব্লগে পেলাম। :)
অনেক অনেক শুভকামনা হামিদ আহসান।

৫| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এখানে কি ফেব্রুয়ারী মাসে প্রকাশিত সকল কবিতাই আছে? নাকি তুলনামুলক পাঠক নন্দিত লেখাগুলো বেছে নেয়া হয়েছে?

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

কাল্পনিক_ভালোবাসা নামটাই যেকোনো পোস্টকে সমৃদ্ধ করে।

না সব কবিতা নেই। সংকলনের চিন্তাটা অনেক পরে মাথায় এসেছে। ভ্রমণ, হিট কিংবা আরো অনেক কিছুর সংকলন চোখে পরলেও কবিতার একক সংকলন তেমন একটা দেখা যায় না। আলম দীপ্র কাজটা করতো। মার্চ থেকে শুরু করার ইচ্ছে ছিল। তবে ইচ্ছেটা ঝুঁলিয়ে রাখলে অনিচ্ছে হতে সময় নিত না। তাই স্বল্পপরিসরে শুরু করলাম। মার্চ মাসের সংকলন নিয়ে ভালো একটা পরিকল্পনা আছে। অনেক কিছু বলে ফেললাম। :)

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আচ্ছা পোস্টে ওয়ার্ডের কোন লিমিটেশন আছে কি? আমার মূল পোস্টটা আরো বড় ছিল কিন্তু রিভিউ হচ্ছিল না। 'একটি ভুল পাওয়া গেছে' দেখাচ্ছিল। কিছুটা সংক্ষিপ্ত করলে পোস্ট করতে পেরেছি। এইটার কারণ কি?

৬| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:১২

বিজন রয় বলেছেন: প্রথমেই ধন্যবাদ জানিয়ে গেলাম।
আবার আসবো।

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ধন্যবাদের বিপরীতে ধন্যবাদ। :)

৭| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:১৪

বিজন রয় বলেছেন: সংকলন নিয়মিত করার ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারলে ধন্য হবো।

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
এতো তাড়াতাড়ি আসবেন ভাবি নি। :P
অবশ্যই। উপকৃত হবো। আপনার ফেবু লিংকটা দ্যান।

৮| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:১৭

জনৈক অচম ভুত বলেছেন: অবশ্যই সাধুবাদ জানাবার মতো উদ্যোগ।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ধন্যবাদ ভুত। ;)

৯| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:১৭

রাশেদ বিন জাফর বলেছেন: বেশ ভালোই লাগল

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:

নতুন দেখছি আপনায়। :)
ভালো লাগা থাকুক। সবসময়।

১০| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:২৪

বৃতি বলেছেন: সুন্দর উদ্যোগ :) ভালো লাগলো কবিতা সংকলন।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
বৃতি

ধন্যবাদ। ভালো থাকবেন। :)

১১| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:৩৬

মনিরা সুলতানা বলেছেন: ওরে এত এক ঝলক বসন্ত বাতাস
সময় অসময়ে ভালো থাকার যাদুর বাক্স ....
প্রিয়তে :)

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

যাদুর বাক্স লুকায় রেখো পু। যখনতখন ভ্যানিশ হতে পারে। :)


আর মার্চ মাসে বৃহদাকারে সংকলন দেবার ইচ্ছা আছে। অনেক ভালো কবিতাই পোস্টে বাদ পড়ে গেছে। সংকলনের চিন্তাটা মাসের শেষে আসাতে এটা হয়েছে। আরেকটা সমস্যা কাভা ভাইয়ের মন্তব্যের প্রতিউত্তরে দিয়েছি। তবে পোস্টের যাবতীয় কমতির জন্য আন্তরিক ভাবেই দুঃখিত।

১২| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:৪৫

রানার ব্লগ বলেছেন: বাহ !!! অনেকেই সংকলনে আছেন !!!

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ধন্যবাদ রানার ব্লগ। :)
অনেকেই আছে আবার অনেকেই নেই। পরবর্তী সংকলনে আরো বেশি কবিতার জায়গা করে দেব আশাকরি। ভালো থাকুন।

১৩| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:৫০

আরাফআহনাফ বলেছেন: দারুন। দারুন।
শ্রমসাধ্য কাজ।
ধন্যবাদ জানবেন। কবিতার সাথেই থাকুন।

শুভ কামনা।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ। আছি। থাকছি। কবিতার সাথেই।
শুভকামনা।

১৪| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:৫৩

অগ্নি সারথি বলেছেন: বাহ! বেশ লাগল।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ধন্যবাদ অগ্নি সারথি। ভালো থাকবেন। সতত।

১৫| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:৫৫

আরজু নাসরিন পনি বলেছেন: +++++++

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:

:) :) :) :) :) :) :)

১৬| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:১৮

অপর্ণা মম্ময় বলেছেন: বাহ ভালো উদ্যোগ। আগে এই কবিতার সংকলন করতো view this link। আপনি চাইলে উনার সংকলন ঘুরেও কিছু আইডিয়া নিতে পারেন কিংবা যোগ করতে পারেন। আমার মাথায় আইডিয়া তেমন আসে না না হলে আইডিয়া দিয়ে হেল্প করতে পারতাম।

সব কবিতা সবার হয়তো ভালো লাগবে না। আবার হিট পোস্ট বা সর্বাধিক মন্তব্য প্রাপ্ত পোস্ট, সর্বাধিক লাইক প্রাপ্ত পোস্ট, পঠিত পোস্ট দেখে কি আপনার পোস্ট সাজিয়েছেন?আমার মতে কোয়ালিটি সম্পন্ন পোস্ট থাকলেও আপনার এই সংকলন সমৃদ্ধ হবে। আমার চোখে কোনো কবিতা ভালো লাগলে আমি লিঙ্ক দিয়ে যাবো।

ভালো থাকুন।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ঘুরে আসলাম। জানলাম। শিখলাম। আশাকরি পরবর্তী সংকলন আরো সমৃদ্ধ হবে।

আপু যেহেতু কিছু সীমাবদ্ধতা ছিল তাই আমি আমার পছন্দানুযায়ী সাজিয়েছি। অবশ্য লাইক কমেন্ট নির্বাচিত পাতা গুরুত্ব পেয়েছে। নতুনদের কিছু অগ্রাধিকার দিয়েছি।

মার্চ মাসে বৃহদাকারে সংকলন দেবার ইচ্ছা আছে। অনেক ভালো কবিতাই পোস্টে বাদ পড়ে গেছে। আপনার আন্তরিকতায় মুগ্ধ। এবং সংকলনে কমতির জন্য দুঃখিত।

১৭| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩০

আরণ্যক রাখাল বলেছেন: টোকন ঠাকুরের কবিতা একটা!!! দুঃখ পাইলাম। তাঁর কবিতা আমার সবচেয়ে বেশি ভালো লাগে

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

তোমার সাথে আমিও দুঃখ জানাইলাম। আসলে সময়টা কম পেয়েছি যদিও দোষ স্বীকার করছি। অনেক ভালো কবিতাই পোস্টে বাদ পড়ে গেছে। মার্চ মাসে বৃহদাকারে সংকলন দেবার ইচ্ছা আছে। দুঃখ ঘুচিয়ে দেব। :)

১৮| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৮

তাসলিমা আক্তার বলেছেন: মহাযজ্ঞ ব্যাপার। মানুষের উদারতায় নিজের ভাবনাগুলোকে খুব ছোট মনে হয়। কী ভীষন মহানুভবতা। এতো বড় একটা কাজ তার উপর এতোগুলো মানুষকে আনন্দে উদ্বেলিত করা। জগতের ভারসাম্য টিকে আছে এইসকল মানুষদের জন্যই। সংগ্রহে রাখলাম। অবসরে খুলে খুলে পড়বো সব। সাধুবাদ জানালে অনেক কম হয়, কিন্তু আমার ভাষার দৈন্যতা-এরচে বেশী কিছু জানা নেই।

বেঁচে থাকুন অনেক বছর-এর প্রয়োজন আছে।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

কিছুটা কষ্টের। তবে এই যে এরকম মন্তব্যগুলো সব কষ্ট ভুলিয়ে দেয়। আমি একেবারেই সাধারণ।
আপনার ভাষা দৈন্য নয়। দারুণ ক্ষমতা রাখে। ভাল থাকুন আপনিও। সবসময়। :)

১৯| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৫২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ওমা! আমিও আছি দেখছি!!
ধন্যবাদ ভাই রাজপুত্র। আমাকে তালিকায় রাখার জন্য নয়। বরং আপনার চমৎকার এবং পরিশ্রমী পোস্টের জন্য।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

আপনিও আছে। ছন্দে আপনি বেশ স্বাচ্ছন্দ্য। :)

আপনাকেও ধন্যবাদ রইল। অনেক। ভালো থাকবেন।

২০| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৩

আমিনুর রহমান বলেছেন:


অনেকদিন পর একটা ক্যাবিক ভ্রমন দেখে ভালো লাগলো। সংকলন একটি কষ্টসাধ্য এবং মহতী কাজ। মহতী এই জন্য যে অনিয়মিত পাঠকের সামনে এক নজরে ভালো কিছু কবিতা একসাথে তুলে ধরা।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:

সংকলনে অনেক গুলো কবিতা বাদ পড়েছে। সেজন্যে দুঃখিত। পরবর্তীতে আরো কিছু দেবার চেষ্টা করবো।

আপনাকে পোস্টে দেখে ভালো লাগছে। ভালো থাকবেন। সতত।

২১| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৮

মিজানুর রহমান মিরান বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার পোষ্টটির জন্য।
প্রিয় তে নিলাম।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ধন্যবাদ আপনাকেও।
:)
প্রিয়তে নেওয়ায় কৃতজ্ঞ।
ভালো থাকবেন। সতত।

২২| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:০৪

জ্যোস্নার ফুল বলেছেন: পোষ্ট লোড দিয়াই আগে নিজের নাম খোজ করছি =p~

অনেক কবি আছে, বেশির ভাগই কবি।
টোকন ঠাকুর জাত কবি কিন্তু সমস্যা হচ্ছে পাঠকদের সঙ্গে তার ইন্টারএ্যাকশন নাই বললেই চলে।

আপনার ধনাত্বক সমালোচনা এবং উপমা সবসময় ই ভালো পাই।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

টোকন ঠাকুরের ক্ষেত্রে আপনি অত্যন্ত অর্থপূর্ণ একটা কথা বলেছেন। উনার কবিতা আমারো প্রিয় তবে ব্লগে নাম সার্চ দিয়ে যখন কবিতা সংগ্রহ করছিলাম তখন নামটা মাথায় আসে নি। :( তবে মার্চমাসের সংকলনে আরো বেশি আন্তরিক থাকবো।

আপনার চিত্রতা আমায় মুগ্ধ করেছে। তাই থাকাটা আপনার স্বাভাবিক। :)

২৩| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:০৪

সুমন কর বলেছেন: পোস্ট উপস্থাপন, লেখা আর তৈরি করা সব কিছুতে সৌন্দর্যের প্রকাশ। অনেক সুন্দর হয়েছে।
কবিতা সংকলন খুব কম হয়েছে। একজন আরমান, অভি ওরা করতো, দারুণ লাগত। তোমারটাও দেখে খুব ভালো লাগল।

বেশির ভাগই পড়া হয়েছে। বাকিগুলো পড়তে হবে।

পোস্টে অনেক ভালো লাগা.....

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:

অনুপ্রাণিত হলাম দাদা। স্বপ্নবাজ অভির সংকলন দেখলাম। আরমান এর করা সংকলনের লিংক দিতে পারলে উপকৃত হতাম।

আপনার উপস্থিতি অনেক ভাল লাগার কারণ। :)

২৪| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:১৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পোষ্ট হিট হওয়ার জন্য ধারাবাহিকতার আগ্রহ চমৎকার এযাৎকাল যা চোখে পড়েছে আরকি।আর যদি নিরপক্ষতা অবলম্বন করে কবিতার মানডন্ড দিয়ে সংকলন করতে চান তাহলে বেশ কোন লেখক প্রশ্ন তোলতে পারবেনা। আর যদি তেলতথ্য অবলম্বনে হয় তাহলে কথা থেকেই যায়। যাই হোক পরিশ্রমের মূল্য চাই - ধন্যবাদ জানবেন।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন:


এতো যদি হয়তো কেন? পোস্ট পড়ে আপনার কি ধারণাই হয়নি যে উদ্দেশ্য কি। যাহোক ধন্যবাদ।

২৫| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:৩৪

হাসান মাহবুব বলেছেন: শুভ উদ্যোগ। শুধু লিংক না দিয়ে সাথে ছোট্ট কিছু কথা জুড়ে দেয়াটা পোস্টকে সমৃদ্ধ করেছে নিঃসন্দেহে।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন:

তুষ্ট হলাম। :)
তাদের প্রতি মতামতটা তুলে ধরেছি। আপনার এইদিকটা ভালো লেগেছে জেনে স্বস্তি পাচ্ছি। ভালো থাকুন হামা ভাই। সতত।

২৬| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:০৩

নেক্সাস বলেছেন: শুধু লিংক ভিত্তিক না হয়ে কবিতার পিঠে পাঠকের বা সংকলকের নিজস্ব কাব্য ভাবনা পোষ্ট কি সমৃদ্ধ করেছে। ধন্যবাদ। ভালো থাকবেন

০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ধন্যবাদ প্রিয় নেক্সাস। শুধু লিংক দিলে সৃষ্টিশীলতা কমে যেত। আমার ধারণা। আর এবার কিছু কারণে কবিতার সংখ্যা কম হওয়ায় অতিরিক্ত এই কাজটা করতে পেরেছি। ভালো থাকুন। সতত।

২৭| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:১৩

আবু শাকিল বলেছেন: সামুতে কবিতা সংকলন আমি প্রথম দেখতে পেয়েছি ব্লগার স্বপ্নবাজ অভি ভাইয়ের পোষ্টে।অভি ভাইয়ের কবিতা সংকলন পোষ্টের মন্তব্যে দেখতে পেয়েছিলাম ব্লগার একজন আরমান সংকলনে যুক্ত ছিলেন।তারপর কবিতা সংকলন আগ্রহ প্রকাশ করেন ব্লগার আলম দীপ্র।যে কিনা তখন ক্লাস এইটে পড়ত।সামুর প্রতি তার ভালবাসা এবং লেখালেখি সত্যি মুগ্ধ করেছিল।আলম দীপ্র কয়েক মাস কবিতা সংকলন চালানোর পর সেও ছিটকে পড়ে।গত এক বছরে দেখলাম- সামুতে প্রতিদিন ভাল ভাল কবিতা আসার পরেও সব ব্লগারদের কবিতা পোষ্টে যাওয়া হয় না।যেতে পারি না।
ব্লগের অনেক কবিতা প্রেমীরাও সময়ের অভাবে কবিতার পোষ্টে গিয়ে কবিতা পড়তে পারেন না।
সামহোয়্যারইন ব্লগের সকল পাঠক এবং কবিতা প্রেমীরা যেন পুরো এক মাসের কবিতা একসাথে পেতে পারেন।ব্লগার দিশেহারা রাজপূত্র বলেছিলাম কবিতা সংকলন তৈরি করতে।
কথাটা বলেছিলাম মাসের শেষের দিকে।দিশেহারা যে এ মাসেই শুরু করে দিতে চাইল না।আমি আর না করি নাই :)
এই পোষ্টে ব্লগের অনেক অনেক ভাল কবিতা বাদ পড়ে গেছে।আশা করছি ব্লগার দিশেহারা রাজপূত্র সামনে ভাল ভাবেই এগিয়ে নিয়ে যাবেন।
পোষ্টের ভূল গুলো ক্ষমার চোখে দেখে কবিতা সংকলন পোষ্ট এগিয়ে নিতে সামহোয়্যারইইনব্লগের সকল ব্লগার এবং কবিতা প্রেমী যেকোন পরামর্শ এবং মতামত জানাতে পারেন।
কবিতা সংকলন পোষ্টের দায়িত্ব নেবার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ব্লগার দিশেহারা রাজপূত্র।

@ আমিনুর ভাইকে পোষ্টে দেখে ভাল লাগল।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:

সংকলনের পেছনে আপনার সহায়তা আমার পরিশ্রম অনেকাংশে কমিয়ে দিয়েছে। একটা মন্তব্য করে কিংবা কিছু ধন্যবাদ তার বিপরীত হতে পারে না। সেই চেষ্টা তাই বাতিলের খাতায়।

আবার মন্তব্যে যে কথাটা আমার বলা উচিত ছিল সেটা এতো সুন্দর করে আপনি বলে দিলেন। কৃতজ্ঞ আমি।

কোন কোন সময় মৌনতাই শ্রেয়। ভালো থাকুন। অনিঃশেষ।

২৮| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:১৪

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ঐ তে- ঐ দেখা যায় আমার পোস্ট! ;)

রাত জেগে রাজপুত্রের এসব কাজ করা মানায় না। একজন পি.এস. তো রাখবার পারেন? দরকার পড়লে আওয়াজ দিয়েন, ফ্রিইইইই আছি! :`>

সত্যিই এমন ভাবে পোস্ট সংকলন করা অনেক কষ্টসাধ্য কাজ! পোস্ট বাছাই করা থেকে শুরু করে প্রকাশ করা পর্যন্ত অনেক হ্যাপা সামলাইতে হয়। সেদিক বিবেচনা করলে এধরনের পোস্ট করা আমার মত অলসদের পক্ষে আদৌ সম্ভব নয়। বোঝা গেল আপনি কর্মঠো ব্যক্তি!

বাই দ্যা ওয়ে, আমার একটা পোস্ট বাদ গেছে। প্রথমবার বলে হালকা ছাড় দিলাম। কিন্তু পরবর্তিতে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। প্রয়োজন হলে আগামী ঈদের পর হরতাল ডাকবো। তবে কোন ঈদ সেটা পরে জানিয়ে দেওয়া হবে...... ;)

০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ওইযে ওইতো ওই ওই ওই...
আমিও দেখেছি। :)

একটা পরিপূর্ণ সংকলন সত্যিই অনেক কষ্টের। আজি সামুতে প্রায় ২০ উপরে কবিতা পোস্ট হয়েছে। কাজের ব্যস্ততায় কতকগুলো তো হারিয়েই যায়। :(

আপনের আর কিছু বাদ যাবে না। আই শপথ। :)

২৯| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:৩০

মাটিরময়না বলেছেন: সুন্দর পোস্ট রাজপুত্তর।

অনেক ভালো লাগা।

আমি কি বাদ পড়লাম? লুল।

০২ রা মার্চ, ২০১৬ ভোর ৬:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:


ধন্যবাদ সেই সাথে আন্তরিকভাবে দুঃখিত মাটিরময়না। ভুলগুলো শুধরে নেবার চেষ্টা করবো। ভালো থাকবেন। সবসময়।

৩০| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:০৬

আলোরিকা বলেছেন: সুন্দরম উদ্যোগম ! আমার মত মাঝে মাঝে ঢুঁ মারা জনগণ সেরা লেখাগুলো খুব সহজেই পেয়ে যাবে :)

০২ রা মার্চ, ২০১৬ ভোর ৬:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

:)
জেনে ভালো লাগল।
ভালো থাকুন। আনন্দে থাকুন।

৩১| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:১০

পুলহ বলেছেন: "... যেহেতু কিছু সীমাবদ্ধতা ছিল তাই আমি আমার পছন্দানুযায়ী সাজিয়েছি। অবশ্য লাইক কমেন্ট নির্বাচিত পাতা গুরুত্ব পেয়েছে। নতুনদের কিছু অগ্রাধিকার দিয়েছি। "-- চমৎকার!
আপনার উদ্যোগ এবং চিন্তাটা যে সৎ- সে বিষয়ে সন্দেহ নেই। শ্রদ্ধা এবং আন্তরিক শুভকামনা থাকলো ।
অন্যদের ব্যাপারে আপনার নিজস্ব মূল্যায়নটুকুও খুব ভালো লেগেছে। উতসাহ সবাই দিতে পারে না, আপনি কথায় এবং কাজে- সব দিক থেকেই নতুন-পুরাতন কবিদের উৎসাহ দিয়ে চলেছেন- এ প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয় :)
ভালো থাকবেন কবি :)

০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:

মন্তব্যে অভিভূত। খুব সুন্দর করে পোস্ট সাজানোর ধরণ ও কারণ তুলে ধরেছেন।
উৎসাহ দেবার চেষ্টা করছি আর তার মাঝ থেকে নিজেও উৎসাহ খুঁজে নেই। :)

ভালো থাকুন।

৩২| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:১৭

বিজন রয় বলেছেন: এই পোস্টে যে আমার নামটি দিয়েছেন সেজন্য নয়, এরকম পোস্ট দেখলে ব্লগের প্রতি, সহব্লগারদের প্রতি যে ভালবাসা বা শ্রদ্ধা প্রকাশ পায় সেজন্য কথা বলা। এমন পোস্ট তৈরী করতে নিশ্চয়ই অনেক কষ্ট করতে হয়।

আগে অনেকে করতেন, এখন আবার আপনি শুরু করেছেন।
আপনাকে কোন কিছু বলে আটকে দিতে চাই না। সামনে চলুন রাজপুত্র।

০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:

হ্যাঁ। শুরু করলাম। এটা নিয়মিত করার সাধ আছে। দেখি সাধ্য কতটা সাথ দেয়। আপনার নিত্য উপস্থিতি অনেক উৎসাহের কারণ। ভালো থাকুন। সবসময়।

৩৩| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৩

জেন রসি বলেছেন: চমৎকার আয়োজন রাজপুত্র ভাই। আপনার মত একজন অসাধারন কবির এমন উদ্যোগ বাকিদেরকেও কবিতা লেখার ব্যাপারে উৎসাহিত করবে। :)

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

জেন রসি আপনি আমার অন্যতম প্রিয়। ভালো কিছু যদি হয় তবে তা শুধু আমার চেষ্টায় নয়। সমান কৃতিত্ব শাকিল ভাইয়ার ও। ভালো থাকুন। আর মাঝেমধ্যে ঢুঁ দেওয়ার অনুরোধ রইলো কবিতায় যাতে বিরতিতে হলেও আমরা কিছু উর্বর মস্তিষ্কজাত কবিতা পাই।

৩৪| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৭

উল্টা দূরবীন বলেছেন: চমৎকার কাজ করেছেন রাজপুত ভাইডি।

এই গরীবের দুইডা কবিতাও রাখছেন বলে আপ্লুত। :)
অনেক অনেক ধন্যবাদ।

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন:

গরীব কিন্তু সমৃদ্ধ। ;)
ধন্যবাদ উল্টা দূরবীন। ভালো থাকুন।

৩৫| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৯

সোজোন বাদিয়া বলেছেন: আসম্ভব ভাল একটা কাজ করেছেন। এর পেছনে যে শ্রমটা দিয়েছেন তা কল্পনা করেই আমার গা দিয়ে ঘাম ছুটছে। ধন্যবাদ জানাবার ভাষা নেই। দীর্ঘজীবী হোন।

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

সোজোন বাদিয়া। আপনার কবিতায় আমার ভালো লাগা অনেক।
ভালো থাকুন। সবসময়।

৩৬| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:৫২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন:
খুব ভাল এবং শ্রমসাধ্য উদ্যোগ।
এজন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ধন্যবাদ।
ভালো থাকবেন। সবসময়।

৩৭| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:০০

তার আর পর নেই… বলেছেন: আমার নাম দেখে যতটা ভালো লেগেছে তার চেয়ে বেশি ভালো লেগেছে, আমার কবিতা নিয়ে যা লিখেছেন +++

কবিতায় যেন মন পোড়ানিয়া জ্যোৎস্না ঝরে পড়ে
শব্দহীন, নিঃশব্দে …
তবে ছোঁয়ায় অনুভব প্রবল …

:) :) :) :) :)

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন:


কবিতা যদি অমন হয় তবে মন পোড়ানিয়া জ্যোৎস্না তো ঝরে পড়বেই। :)
শব্দ ছুঁয়ে কবিতা হোক আপনার প্রতিটি লেখা। ভালো থাকুন। সতত।

৩৮| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:০৪

মাসুদ মাহামুদ বলেছেন: বেশ ভালোই লাগল

০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন:


ভালো লাগা তুলে রাখলাম। ধন্যবাদ। ভালো থাকুন।

৩৯| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:২১

মৃদুল শ্রাবন বলেছেন: কবিতার এই ডায়েরীটি একজন কবিতাপ্রেমীর জন্য অনেক মূল্যবান। অনান্য সকল বিষয়ের পোষ্টগুলির সংকলন কেউ না কেউ করে পোষ্টগুলিকে তাকবন্দী করে কিন্তু কবিতার ক্ষেত্রে অনেকদিনই কোন সংকলন হয়না। অথচ সামুতে কবিতা পোষ্টই বেশী আসে। আপনাকে সাধুবাদ এই গুরুত্বপূর্ণ কাজটি হাতে তুলে নেয়ার জন্য।

০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
হ্যাঁ সামুতে কবিতা অনেক বেশী পোষ্ট হয়। সেগুলো এক কাগজে বন্দি করার প্রয়াস আর কি। আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ভালো থাকুন। সতত।

৪০| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০১

সুমন কর বলেছেন: তার করা শেষ সংকলন:
একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন' মে ১৩

০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ধন্যবাদ দাদা। :)
ঘুরে এসেছি।

৪১| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

প্রামানিক বলেছেন: এমন পরিশ্রমী কাজটি কেমনে করলেন ভাই? আমি তো দেখে অবাক! এমন একটি কাজের জন্য আপনাকে জানাই সাধুবাদ সাথে অনেক অনেক শুভ্চেছা। ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র।

০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:

অবাকিত আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন প্রামানিক ভাই। সবসময়।

৪২| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাব্ববাআ জমকালো আয়োজন! অনেকগুলো আগেই পড়েছি বাকিগুলা পড়বো পরে!

০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আঙ্কেল কে সালাম দেবেন।
পড়া হয়ে গেলে খানাপিনার আয়োজন করেন। :)

৪৩| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:৩১

উৎস আরণ্যক বলেছেন: গুড জব

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ধন্যবাদ উৎস আরণ্যক।
মন্তব্যে দেরী হওয়ায় দুঃখিত।

৪৪| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:৩৭

কাবিল বলেছেন: অনেক বড় কবিতার উঠোন বানিয়ে ফেলেছেন রাজপুত্র ভাই।
অনেক গুলো কবিতা আমার পড়া বাদ রয়েছে, তাই প্রিয়তে।


অনেক রকম সংকলন দেখেছি, কবিতা সংকলন আমার চোখে এই প্রথম।
আপনার প্রথম উদ্যোগ সফল হয়েছেন মনে করি। আশা করি মার্চ মাসের সংকলনে আরও সুন্দর হবে।
শুভকামনা রইল।

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
উঠোনটা প্রিয় জিনিসে ঠাসা তাই একটু বড়ই হলো। :)

কবিতা সংকলনও আগে করেছেন বেশ কয়েকজন। মাঝে বন্ধ ছিল কিছুদিন। আমি আবার শুরু করলাম। :)

চেষ্টা করবো মার্চ মাসের টা আরো সুন্দর করার।
প্রিয় কাবিল মন্তব্যে দেরী হওয়ায় দুঃখিত।

৪৫| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:১০

সাহসী সন্তান বলেছেন: যদিও কবিতা আমি ততটা বুঝি না। ব্লগের অধিকাংশ কবিতাই মাথার উপ্রে দিয়া যায়। মুষ্টিমেয় কয়েকজন প্রিয় লেখকের কবিতা ছাড়া আর পড়া হয় না বললেও চলে। তবে চমৎকার এই কষ্টসাধ্য কাজটির জন্য অবশ্যই আপনার ধন্যবাদ প্রাপ্য!

শুভ কামনা রইলো রাজপুত্র ভাই!
ভাল থাকবেন!

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

কবিতা স্রোতের মতো। শরীরে ধাক্কা দিয়েও ভালোলাগাবোধ জাগায়।
ভালো থাকুন আপনিও। সবসময়। মন্তব্যে দেরী হওয়ায় দুঃখিত।

৪৬| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অধমের নাম দেখে
লাজে মরে যাই;
উদ্যোগ ফাটাফাটি
জারি রেখো ভাই। :)

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

অধম! হাসালেন 'পাই'।
:)
ভালো থাকুন। ছড়িতাদের সাথে। মন্তব্যে দেরী হওয়ায় দুঃখিত।

৪৭| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:১৯

অগ্নি কল্লোল বলেছেন: ভালাই!!!

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ধন্যবাদ অগ্নি কল্লোল। মন্তব্যে দেরী হওয়ায় দুঃখিত।

৪৮| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:৪২

আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,




দিশেহারা করে দিলেন এই পোষ্টে !
হা........হা...........হা............... মিশেলটা দারুণ একদম ফরমালিনের মিশেল ।
তাই শব্দরা তাজা মানে জীবন্ত হয়ে রয় ।

প্রিয়তে ।

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:

হা হা হা :) ভাইয়া।
কথা কিন্তু মিথ্যা না।

আমি কৃতজ্ঞ। আপনার প্রিয়তে জায়গা পেয়ে।
মন্তব্যে দেরী হওয়ায় দুঃখিত।

৪৯| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৫১

প্রবাসী পাঠক বলেছেন: থেমে থাকা একটি মহৎ উদ্যোগ কে আবার সচল করার জন্য ধন্যবাদ। কবিতা আমার প্রিয় সাবজেক্ট না তাই ব্লগের কবিতা সম্পর্কে তেমন কোন ধারণাই নেই। তবুও দূর থেকেই উৎসাহ দিয়ে যাব। শুভ কামনা রইল।

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ প্রবাসী পাঠক। আপনার উৎসাহ পাথেয় হয়ে থাকবে। ভালো থাকুন। সবসময়।
মন্তব্যে দেরী হওয়ায় দুঃখিত।

৫০| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১:১২

রাবেয়া রব্বানি বলেছেন: হ্যালো ভাই।ফেব্রুয়ারীতে আমার একটক কবিতা আছে। গরীব নীরিহ নিরিবিলি ব্লগার বলে লিস্ট এ জায়গা নাই?খুব ই দু:খজনক। কি করিলে আমি নজরে পড়িব বলিবেন পিলিজ।:-D


:-(:-(:-(:-(

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

কিছুতো করতে হবেই। কবিতা লিখুন। আর মার্চ মাসের সংকলনের অপেক্ষা করুন। :)
আন্তরিকভাবেই দুঃখিত। আসলে একার পক্ষে সবগুলো কবিতায় চোখ রাখা প্রায় দুঃসাধ্য। ভালো থাকবেন।

মন্তব্যে দেরী হওয়ায় দুঃখিত।

৫১| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:২০

আরজু পনি বলেছেন:

আমিও কবিতা লিখে এই পোস্টে জায়গা পেতে চাই :`>

পনিজের শোকেসে রাখলাম।

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

অপেক্ষায় থাকলাম আপু আপনার কবিতা পড়বার জন্য। :) আর আপনার শোকেসে যাওয়া দুর্দান্ত সৌভাগ্যের ব্যাপার। তাই ভালোলাগা অযুত।

মন্তব্যে দেরী হওয়ায় দুঃখিত।

৫২| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:



চমৎকার আয়োজন। কাব্যিক ভ্রমণ যে আবারও তার ভ্রমণ শুরু করবে এটা একদমই অপ্রত্যাশিত ছিলো। আপনার মাধ্যমে আবারও এই ভ্রমণ শুরু হয়েছে দেখে খুবই আপ্লুত হোলাম। সামহোয়্যার ইন ব্লগে সেই প্রথম থেকেই কাব্য সংকলনের ধারা চলে আসছে। এর আগেও অনেক কাব্যপ্রেমী কবিতা সংকলন করেছেন। সেই ধারাকে এগিয়ে নেয়ার ইচ্ছে থেকে একটি উদ্যোগ নিয়েছিলাম। প্রথমটায় পুরো সামু থেকে কিছু ভাল লাগার কবিতা নিয়ে যাত্রা শুরু করলাম একটি কাব্যিক ভ্রমণের। পরবর্তীতে মাসিক ভিত্তিতে আরমানকে সাথে নিয়ে চলতে থাকে কাব্যিক ভ্রমণের ভ্রমণ। তারপর সেই ধারাকে বেশ কিছুদিন ধরে রাখে অভি। তারপর ভেবেছিলাম এই বুঝি কাব্যিক ভ্রমণের ইতি হয়ে গেল। কিন্তু আলম দীপ্র পুনরায় ভ্রমণ শুরু করাতে বেশ স্বস্তি পেয়েছিলাম। কিন্তু এরপর কখনও ভাবিনি কবিতার এই ভ্রমণ আবারও শুরু হতে পারে। আপনি শুরু করলেন দেখে খুব আবেগী হয়ে উঠলাম।

এই পোষ্টে শুধু প্লাস দিলে অন্যায় হবে। পোষ্টটিকে স্মৃতি হিসেবে ধারণ করে নিলাম।

ভালোবাসা ও শুভকামনা রইলো নিরন্তর।

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:


ঘুরে এসেছি আগে করা সংকলন গুলোতে। শিখেছি নতুনভাবে।

চেষ্টা করবো মার্চ মাসেরটা আরো বৃহদাকারে করার।

আপনার স্মৃতির অংশ হয়ে ভালো লাগছে। কবিতা নিয়ে এইকাজটা করতে অনেক ভালো লেগেছে তবে কিছু সমস্যাতেও পড়েছি। ব্যস্ততায় অনেক কবিতাই মিস হয়ে যায়। যেটা বিব্রতকর।

ভালো থাকুন সবসম। মন্তব্যে দেরী হওয়ায় দুঃখিত।

৫৩| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৬

জুন বলেছেন: সামনের মাসেও কি করবা দিশেহারা? তাইলে আমি খাইটা খুইটা একটা কবিতা লেখতে বসি।
এবারেরটা তো দারুন হয়েছে তাই লোভ লাগছে।
+

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম আপু। কাজ চলছে। কবিতা কবিতা কবিতা লিখুন।
:)
প্রতিউত্তরে বিলম্বের জন্য দুঃখিত।

৫৪| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:০১

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল ও অতিসুন্দর লেখা

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ দেবজ্যোতিকাজল।
মন্তব্যে দেরী হওয়ায় দুঃখিত।

৫৫| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩২

কথাকথিকেথিকথন বলেছেন: এ যেন কবিতার ঘর, দরজা কপাট সবি যেন তৈরি কবিতার চরণ দিয়ে । জানালা পেরিয়ে দেখা যায় দূর আকাশ, সেখানেও যেন কবিতার মেঘ ! আমি আপ্লুত, আমি আপ্লুত- কবিতার বিছানায় শুয়ে আমি স্বপ্ন দেখি অবিরাম বৃষ্টিতে ছুঁয়ে যাবে মোর হৃদয়ের জ্যোৎস্না !

অসাধারণ কারুকার্যে ফলিত কবিতার বাগান, রন্ধ্রে রন্ধ্রে ভেসে বেড়াচ্ছে অমূল্য ঘ্রাণ !

এমন সুন্দর পোস্টে আমাকে রেখেছেন দেখে হলাম অনেক ধন্য । রইলো অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

বাহ্। দারুণ মন্তব্য তো।
কবিতার ভেতর কবিতা।

আপনার কবিতারা জায়গা করে নেয় নিজ যোগ্যতায়। :)

ভালো থাকুন। সবসময়। মন্তব্যে দেরী হওয়ায় দুঃখিত।

৫৬| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:০৪

রাবার বলেছেন: সোজা সোকেসে :)

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

:) :)

ধন্যবাদ অনেক। মন্তব্যে দেরী হওয়ায় দুঃখিত।

৫৭| ০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

মানসী বলেছেন: আপনার মনের কোণে একটু জায়গা করে নিতে পেরেছি এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে ?


পোস্ট সম্পর্কে একটু বলতে চাই- কবিতাগুলোর জন্যে আপনি কবিতাময় গৃহ সাজিয়ে দিয়েছেন। সেই ঘর থেকেও কবিতার সুগন্ধ ভেসে এসেছে।


প্রচেষ্টা জারি থাকুক।

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপনাকে জায়গা দিতে পেরে আমি নিজে আনন্দিত।
ঘর বাহির কবিতার উঠোন। সব কিছু একি বৃত্তের বাসিন্দা।

প্রচেষ্টা জারি থাকবে। ভালো থাকুন আপনি।

মন্তব্যে দেরী হওয়ায় দুঃখিত।

৫৮| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১০:২৯

নীলপরি বলেছেন: কাব্যিক ভ্রমণ প্রথমেই এই শব্দ যুগলের প্রতি ভালোলাগা নিয়ে পোষ্টটা পড়তে শুরু করলাম । কাব্য রসে ভেজানো লেখা । হঠাৎ আমার নাম দেখে বেশ একটু অবাক হয়েছিলাম । তবে , রাজপুত্রের মতো কবির পছন্দের তালিকায় আমার কবিতা স্থান পেয়েছে দেখে আপ্লুত । পুরো লেখাটাই খুব ভালো লেগেছে । যে লেখাগুলো আমার এখনো পড়া হয়নি , এবার পড়ে নেবো । রাজপুত্রের ধৈর্য্য ও পরিশ্রমকে কুর্ণিশ । +
প্রিয়তে রাখলাম ।

ছবির এডিটিং কি আপনি নিজে করেছেন ?
ওটাও খুব ভালো হয়েছে ।

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

শব্দ যুগলতো ভালো লাগবেই। অনেক পুরনো যে। :)

পরিবানু
অবাক! আপ্লুত!

আচ্ছা অবাক হলে কি জোরে জোরে ডানা ঝাপটাও? ;)

ছবির এডিটিং করেছেন আবু শাকিল। তাই তাকে ধন্যবাদ জানিয়ে দেওয়া হলো। মন্তব্যের প্রতিউত্তরে দেরী হওয়ায় দুঃখিত।

৫৯| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:

হিট লিস্টে আমিও আছি দেখছি :D

ওয়াও!! বিট ইট!! বেইবি!!

রাজপুত্র ভাই ধন্যবাদ!

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

হা হা :)

আপনি থাকছেন স্যার!!!! ;)

মন্তব্যে দেরী হয়ে গেল। দুঃখিত।

৬০| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৪

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: ওমা... এত্তগুলা বই!

ভাই দিশে(অ)হারা,
দয়া করে সমাজ সচেতনতায় লিখাটি পড়ুন আর শেয়ার করুণঃ

http://www.somewhereinblog.net/blog/mrahim04/30112183

(আফনাগো লেখা বেশী লোকে পড়ে, মাগার আমাগো ভালো লেখা কেউডা পড়ে না!)

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:

এগুলো বই না ভাই। কবিতা।

আপনাদের লেখাও পড়বো। অবশ্যই। একদিন আমিও আপনি ছিলাম। :) ভালো থাকবেন।
মন্তব্যে দেরী হয়ে গেল। দুঃখিত।

৬১| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:২৪

সাথিয়া বলেছেন: ওয়াও এত কবিতা সংগ্রহ! সোজা প্রিয়তে :)

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:


প্রিয়তে বেশ ভালোই আছি। ;)

ভালো থাকুন সাথিয়া। মন্তব্যে দেরী হয়ে গেল। দুঃখিত।

৬২| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ২:২৯

মহা সমন্বয় বলেছেন: সত্যিই এমন ভাবে পোস্ট সংকলন করা অনেক কষ্টসাধ্য কাজ! পোস্ট বাছাই করা থেকে শুরু করে প্রকাশ করা পর্যন্ত অনেক হ্যাপা সামলাইতে হয়। সেদিক বিবেচনা করলে এধরনের পোস্ট করা আমার মত অলসদের পক্ষে আদৌ সম্ভব নয়। বোঝা গেল আপনি কর্মঠো ব্যক্তি! B-)

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ইহা তো একটি সাধারণ সমন্বয়। আপনি তো মহা সমন্বয়। অবশ্যই পারবেন।

মন্তব্যে দেরী হয়ে গেল। দুঃখিত।

৬৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:২৬

শায়মা বলেছেন: রাজপু্ত্র সোানমানি কবি ভাইয়া!!!!!!!!

ইহা দেখি কবি সন্মেলন!!!!!!!!!!


গুড গুড ভেরি গুড!!!!!!!!!:)

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

শায়মাপুর মন্তব্য

আমি পাইলাম। অবশেষে তাহারে আমি পাইলাম। অনুভব।

ভালো থেকো আপু। তোমা জন্য দিনরঙীন শুভকামনা।

মন্তব্যে দেরী হয়ে গেল। দুঃখিত।

৬৪| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০১

খায়রুল আহসান বলেছেন: খুব ভালো লাগলো। একটু দেরীতে পড়ায় লাইকের তালিকায় ৩৬তম আর প্রিয়তে রাখার তালিকায় ১৬তম।
যে যত্ন, মমতা , ভালবাসা আর শ্রম ও সময় দিয়ে এ সংকলন তৈরী করেছেন, তার জন্য কোন সাধুবাদই যথেষ্ট নয়। প্রকৃ্ত রাজপুত্রের উদারতা এ পোস্টটার সর্বাঙ্গে প্রতিফলিত। সেজন্য পাঠকদের ভালোবাসাও উপচে পড়েছে। টুপিখোলা অভিবাদন!!!
তসলিমা আক্তারের সুন্দর করে বলা কথাগুলো খুব ভালো লেগেছে (১৮ নং মন্তব্য)।


০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

এখানে সময় আটকে থাকে তাই দেরী বলে কিছু নেই।
প্লাস ও প্রিয়তে নেওয়ায় অনেক অনেক ধন্যবাদ।

সংকলনের কষ্টের বিনিময় যে মন্তব্য পেয়েছি তা সেই পরিশ্রমকে নির্মূল্য করে দিয়েছে।
তসলিমা আক্তার অত্যন্ত আন্তরিক একজন ব্লগার। :)

ভালো থাকুন সবসময়।

৬৫| ০৬ ই মার্চ, ২০১৬ ভোর ৫:১১

কালনী নদী বলেছেন: প্রহরশেষের আলোয় রাঙা
সেদিন চৈত্রমাস,
তোমার চোখে দেখেছিলাম
আমার সর্বনাশ

০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

আজো ভাবায়। ভালোবাসায়।

ভালো থাকুন। :)

৬৬| ০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

বিজন রয় বলেছেন: কবিতা সংকলনে অবশ্যই আগ্রহী। তবে সাহায্যকারী হিসেবে।
বলুন কিভাবে আপনাকে বা আপনাদের হেলপ করতে পারি।

১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রোগ্রেস জানাবেন দাদা।

৬৭| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৯

বিজন রয় বলেছেন: ইমেইল করেছি, প্লিজ চেক করেন, কিন্তু যে কবিতাগুলো আমার ইমেলে ছিল সেগুরো লিংক আকারে পেয়েছেন কিনা জানিনা। জানাবেন আমাকে কি করতে হবে।

২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি চেক করছি আর ডিটেইলসে জানাচ্ছি।

২১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
বিজন রয়,
মেইল চেক করুন। :)

৬৮| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: প্রিয় তালিকায় রাখলাম সময় পেলেই পড়া যাবে

২১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

কিছু কবিতামাখা মুহূর্ত দেবে। মুগ্ধতা নিয়ে বুঁদ হয়ে থাকুন কবিতায়।
ধন্যবাদ প্রিয়তে নেওয়ার জন্য।

৬৯| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১:১৭

নিরল হৃদয় বলেছেন: সবগুলো পড়তে পারিনি এখনো তবে শেষ করে দিব খুব তাড়াতাড়ি। একসাথে কবিতাগুলো পেয়ে খুবই ভালো লেগেছে। অসংখ ধন্যবাদ।

২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ আপনাকেও। ভালো থাকুন। কবিতার সাথে থাকুন।

৭০| ০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৬

আলভী রহমান শোভন বলেছেন: এইখানে যে আমার নাম খানা রয়েছে মাত্র দেখলাম। :)
ধন্যবাদ।

০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
এতো দেরীতে। সো ব্যাড ব্রো। ;)

৭১| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫২

দীপংকর চন্দ বলেছেন: সুন্দর এই প্রয়াসটির সাথে পরিচয় হয়েছিলো আগেই।

কেন যে মন্তব্য করা হয়নি এবং কেন যে প্রিয়তে নেয়া হয়নি মনে পড়ছে না!!!

সে যাক! লোকভাষ্য, কখনও না হবার চেয়ে অনেক দেরীতে হওয়া নাকি ভালো!

ভালোর পক্ষে থাকলাম।

মন্তব্যসহ প্রিয়তে।

শুভকামনা অনিঃশেষ কবি। এবং শুভকামনা শাকিল ভাই। অনেক।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালোবাসা নেবেন দাদা।

৭২| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১১:৪১

আলম দীপ্র বলেছেন: পোস্ট দেখে ভীষণ ভাল লাগল ভাই :D
সামুতে এত এত কবিতা আসত এবং আসে । অনেকের চোখেই অনেক কবিতাই চোখে পড়ে না । এমনিতেই কবিতার পাঠক কম ।
আসলে আমি নিজেও আগে কবিতার পাঠক ছিলাম না । এই সামুতে এসেই আমি কবিতা পড়তে শুরু করি এবং শেষে অভ্যাসটা একদম গায়ে লেপটে যায় ।
কবিতার প্রতি ভালোলাগা থেকেই চেষ্টা করেছিলাম মাস শেষে কবিতাগুলো এক করতে । বিভিন্ন কারণে ব্লগ থেকেই ছিটকে পড়ি :( !
আমি এম্নেই পিচ্চি মানুষ ;) , হুট করে থামিয়ে দেওয়ার পরও সবাই আমাকে ক্ষমা করে দিয়েছেন !
সাধুবাদ জানাই ভাই ।
নিরন্তর শুভকামনা । ভাল থাকবেন খুব ! :D

০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: মজার ব্যাপার আমিও ছিটকে পড়েছিলাম। ফিরেছি। তবে ব্যস্ততা ছাড়েনি। এগোতে মনে হয় না পারবো। কারণ আমি পিচ্চি নই। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.