নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়েও দাস কেন ধর্ম নামক কুহেলিকা
সৃষ্টি তোমার রীতিনীতি হত্যা করে মানবতা।
সময় সদা রয় না থেমে সমাজ বদলে সমাজ গড়া
ধর্ম সেথা ভোল পালটে চলছে ভেদ বৈরিতা।
নরনারীর সৃষ্টি নদী স্রোতহীন শুনে ধর্মকথা
জন্মজ অংশ আজি ধর্ম নিয়েই বাঁচতে শেখা।
হিন্দুমুসলিম হিংসাদ্বেষ জীবনভর চলে দাঙ্গা
বৌদ্ধখ্রীষ্টান স্বর্গনরক পাপপূণ্যের অধিকতা।
গঙ্গায় ভাসে শ্যাওলাকাদা ব্রাহ্মণে কয় মিছেকথা
দাড়ির মাঝেই হারায় ঈমান আরশ কাঁপায় মৌলানা।
ধর্ম রহে বুক চিতিয়ে সৃষ্টিনাশা ভেদ বিদ্য সদা
জাতপাতভেদনীতি শূলে চড়ে মানুষরূপী গাধাবোকা।
মানুষ সবে সবার মাঝে বহে রক্ত লাল রঙা
তবু বিভেদ গড়ছে সদা বাড়ছে ধর্মের হিংস্রধাবা।
ধর্ম হয়ে ধর্ম কাঁদে ধর্মালয়ে চলে ধর্মনাশা
যুক্তি মাঝে ধর্ম হাসে কর্ম মাঝে মুক্তি পাওয়া।
ধর্মজয়ের কাপড় খুলে উড়াই কেতুন মানবতা
ভিন্নভিন্ন ধর্মকথা হারাক প্রথা মিছে জড়তা।
পথে ঘাটে চারিমাঝে বইবে বাতাস সাম্যবতা
মানুষ আমি মানুষ হবো মানুষ হয়েই বাঁচামরা।
ধর্ম তবু শিকড় গাড়ে সহাস্যে বলে কথা
তুমি বড্ডো বোকা বেহায়া মানুষ বাছা।।
আমি নাস্তিক নই।
ধর্মে বিশ্বাস রাখি। যুক্তির আদলে।
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অপেক্ষিত আমি যেন উপেক্ষিত না হই।
২| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২০
কল্লোল পথিক বলেছেন:
ধর্ম তবু শিকড় গাড়ে সহাস্যে বলে কথা
তুমি বড্ডো বোকা বেহায়া মানুষ বাছা।
চমৎকার কবিতা।
শুভ কামনা জানবেন।
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ প্রিয় পথিক।
ভালো থাকুন। যুক্তি নিয়ে বাঁচুন।
৩| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২১
রাইসুল ইসলাম রাণা বলেছেন: ভালো লিখেছেন সাধু
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি সাধুসন্ত নই।
৪| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৫
মুহাম্মাদ শাথিল বলেছেন: সত্যোপলব্ধি! খুব ভালো লিখা।
ধর্মকে উপেক্ষা করে সমাজ এগোতে পারে না আমি এটা যেমন বিশ্বাস করি তদ্রূপ ধর্ম নিয়ে বিভেদ, বৈরিতা যে সমাজকে অন্ধকারন গহ্বরে ঠেলে দেয় সেটাও সমানভাবে বিশ্বাস করি।
ধর্ম বেঁচে থাকুক বিশ্বাসে,পালনে
বিভেদ, বৈরিতায় নয়।
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
খুব দারুণভাবেই কবিতার মর্মদ্ধার করেছেন। ধর্ম প্রয়োজন। তবে যুক্তিনীতি মেনে। মানবতা বহির্ভূত কিছু ধর্ম হতে পারে না।
ভালো থাকুন।
৫| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৭
প্রামানিক বলেছেন: ধর্ম তবু শিকড় গাড়ে সহাস্যে বলে কথা
তুমি বড্ডো বোকা বেহায়া মানুষ বাছা।।
দারুণ কাব্য কথামালা। :ধন্যবাদ
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ প্রামানিক।
৬| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৯
তার আর পর নেই… বলেছেন: আমিও ধর্ম বিশ্বাসী, কিন্তু ধর্মের নামে ভুল কাজকে ঠিক বলাটা মানি না।
কবিতা সহজ হয় নি, কিন্তু ভালো লেগেছে +
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কন্ঠে কন্ঠ মিলালাম।
সহজ হয়নি এটা আমার ব্যর্থতা। কবিতা সহজ হওয়া ভালো। পাঠক সহজেই ডুব দিতে পারে।
তবু ভালো লেগেছে জেনে আনন্দানুভব।
৭| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫২
মিজানুর রহমান মিরান বলেছেন: মানুষ আমি মানুষ হবো মানুষ হয়েই বাঁচামরা।
আগে মানুষ হই, তারপর নাহয়।
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মিরান,
খুব বেশি পরিচিত হচ্ছি আপনার সাথে।
মানুষ হই। হুম, তাইতো। তবে কি জানেন অস্পৃশ্যতা আমার মোটে পছন্দ না। জাতপাতে মাথা গরম হয়। তবুও ধর্ম সমাজে বাঁধাপড়ি।
একদিন সব শূন্য করে দেব। কলম আছে না?
৮| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৩
বিজন রয় বলেছেন: ধর্মের কাছে মানুষ অসহায়, না ধর্ম মানুষের কাছে?
কবিতার স্টাইল হঠাৎ ১৯ শতকের গোঁড়ায় চলে গেল কেন?
শ্যাওলাকাদা-?
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কবিতার আপনি একজন কৌশলী পাঠক।
মানুষ মানুষের কাছে অসহায়।
কবিতায় বসবাস আর স্বর্ণযুগে ঘুরবো না। দেখবো না। ঘ্রাণ নেব না। তা হয়?
শ্যাওলা আর কাদা দুটি আলাদা শব্দ মিলিয়ে শ্যাওলাকাদা। মানে জঞ্জাল, ভ্রষ্টতা বুঝিয়েছি।
৯| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৩
আমিই মিসির আলী বলেছেন: দাড়ির মাঝেই হারায় ঈমান আরশ কাঁপায় মৌলানা।
উপ্রে উল্লেখিত লাইনটার সানে নজুল কিয়া?
মানুষ আমি মানুষ হবো, মানুষ হয়েই বাঁচামরা। ++++++
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধর্মকে চিহ্ন ধরা ভুল। বেশভূষা কিংবা শারীরিক ধরণধারণ। ব্রাহ্মণের টিকি কিংবা মৌলানার দাড়ি মাত্রই ধর্মপরায়ন নয়। এই অর্থে এই লাইন ও তার আগের লাইন।
মানুষ হওয়াই মোদ্দা কথা। বাকি সব ফাঁকি।
১০| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৩
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: আপনার কবিতা পড়ে লিখতে ইচ্ছে হলো, তাই লিখছিঃ
‘‘কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর? মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।”
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধর্মের আগে মানুষ। মানুষের আগে ধর্ম নয়।
১১| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৬
আরণ্যক রাখাল বলেছেন: তুমি বড্ডো বোকা বেহায়া মানুষ বাছা
হে হে।
কবিতা ভালো হয়েছে। দুর্বোধ্য যদিও কিছু শব্দ কিন্তু ভালো লেগেছে
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কিছু শব্দ ভেঙেছি। তাই হয়তো অমন লাগছে।
ভালো লাগা তুলে রাখলাম।
১২| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৭
তাসলিমা আক্তার বলেছেন: গাহি সাম্যের গান/মানুষের চেয়ে বড় কিছু নাই/নহে কিছু মহীয়ান-কবিতায় এই সুরটিই প্রতিধ্বনিত হয়েছে আমার কানে।
প্রেমের কবি আজযে একেবারে ত্রিশুল হাতে দাড়ানো ধর্মান্ধতাকে এফোঁড় ওফোঁড় করে দিতে। সময়টা বড় বেসামাল, উন্মাতাল না হলে অসত্যের জয় ঠেকানো যাবেনা। আমি এবং আমরা আছি সাথেই........
০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মুগ্ধ মন্তব্যে।
ধর্মকথায় ভুলে মনুষত্ব্যকে পায়ে ঠেলে আমরা নিজেদের পিছিয়ে রাখছি হাজার বছর। নিজেদের চিন্তাভাবনা ধর্মের কৌটায় বন্দি নাই বা রাখলাম। মুক্তস্বাদ নিক।
ভালো থাকুন প্রিয় তসলিমা আক্তার।
১৩| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৪
ভ্রমরের ডানা বলেছেন:
মানবতার জয় হোক!
যে ধর্মগ্রন্থে মানবতা নেই,তার স্থান গোয়ালঘর!
দুর্দান্ত লিখেছেন রাজপুত্র ভাই! প্লাস!
০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ। দারুণ বলেছেন।
আমরা গোয়ালঘরে বাস করতে চাই না।
ভালো থাকা হোক পিরামিডের সাথে।
১৪| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৮
সুমন কর বলেছেন: ছবিটি পরিবর্তন করে দাও।
পরে আসছি।
০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
হ্যাঁ দাদা পালটে দিয়েছি।
অবশ্যই আসবেন। আপনার কাছ থেকে শোনার ইচ্ছে রাখছি।
১৫| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৩
বিজন রয় বলেছেন: শ্যাওলা........ শ্যাঁওলা হবে কিনা!!
০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
জানামতে দুটোই ঠিক।
১৬| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৭
হাসান মাহবুব বলেছেন: পৃথিবীতে সবার ধর্ম যদি একটাই হতো!
০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
তাহলে তো আর কথাই থাকতো না।
তবে ভালো অথবা মন্দ। এর ফল যেকোন কিছু হতে পারতো।
১৭| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪২
মিজানুর রহমান মিরান বলেছেন: আমরা মানুষ রাই বড্ড বোকা। স্রষ্টার কি প্রয়োজন আমাদের দাড়ি, পৈতার, জাত, পাতের! ব্যক্তি মানুষ টাই তো আসল.. নাকি..। যে রূপে আমায় এই পৃথিবীতে পাঠিয়েছে ঐ রূপটাই নেয়ার চেষ্টা করি।
০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
একমত মিরান।
এগুলো বাহুল্য। সভ্যতার কলঙ্ক।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।
শুভকামনা।
১৮| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৩
আজকের দেবদাস বলেছেন:
মানুষ হয়েও দাস কেন ধর্ম নামক কুহেলিকা
সৃষ্টি তোমার রীতিনীতি হত্যা করে মানবতা।
সময় সদা রয় না থেমে সমাজ বদলে সমাজ গড়া
ধর্ম সেথা ভোল পালটে চলছে ভেদ বৈরিতা।
০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
পাঠে ধন্যবাদ।
১৯| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৭
সোজোন বাদিয়া বলেছেন: গুরুদেব, মনে হলো যেন ছুঁই ছুঁই ছুঁইনা। কবিতার আমেজটা ভাল।
০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দেব/দেবী,
ছুঁয়ে দিলেই যদি অদৃশ্য হয়ে যায়।
অফ টপিকঃ কবিতায় আস্তিক নাস্তিক সমাবেশ ঘটাতে পারতাম। তীব্র ধর্মবিরোধী কিছু লেখা কঠিন নয়। তবে সীমানার ভেতর থেকে কিছু বলতে চেয়েছি।
২০| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
সুমন কর বলেছেন: পুরোটাই দারুণ হয়েছে। +
মানুষ সবে সবার মাঝে বহে রক্ত লাল রঙা
তবু বিভেদ গড়ছে সদা বাড়ছে ধর্মের হিংস্রধাবা।
ধর্ম হয়ে ধর্ম কাঁদে ধর্মালয়ে চলে ধর্মনাশা
যুক্তি মাঝে ধর্ম হাসে কর্ম মাঝে মুক্তি পাওয়া। -- সত্য!
ধর্ম নিয়ে কিছু বলতে ইচ্ছে করে না !
সবাই যদি প্রতিটি ধর্মকে সম্মান করতো, নিজের কাজগুলো সঠিকভাবে করতো, সৎ থাকতো, মিথ্যা না বলতো -- তাহলেই শান্তি খুঁজে পাওয়া যেত। হতো না, কোন ধ্বংস আর যুদ্ধ।
** আগের ছবিটি পরিবর্তন করে রুচিশীল একটি ছবি দেবার জন্য সাধুবাদ। ভালো থেকো।
০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ সুমন'দা।
ধর্ম সবকিছুই শেখায় শুধু সহনশীলতা শেখায় না। আত্মগরিমা শেখায় আত্মত্যাগ শেখায় না। আর শেখালেও মানুষ তা বদলে নিয়েছে নিজেদের মতো করে। আজ যে ধর্ম আমরা দেখি তা কদাকার।
ভালো থাকবেন আপনিও।
২১| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
চাঁদগাজী বলেছেন:
মানুষের শিক্ষা যখন কম ছিলো, তখনও তারা নিয়ম কানুন চালু করেছে
০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
এখন তো শিক্ষিত হয়েছি। তবে পরিবর্তন করা হোক।
২২| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১১
উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো।
০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ উলটা দূরবীন।
২৩| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
নীলপরি বলেছেন: ধর্মজয়ের কাপড় খুলে উড়াই কেতুন মানবতা
ভিন্নভিন্ন ধর্মকথা হারাক প্রথা মিছে জড়তা।
পথে ঘাটে চারিমাঝে বইবে বাতাস সাম্যবতা
মানুষ আমি মানুষ হবো মানুষ হয়েই বাঁচামরা।
প্রথা হারানোরও তেমন দরকার নেই বোধহয় । ভিন্ন ভিন্ন প্রথাগুলোর রুচিশীলভাবে সহাবস্থান করাটাই বেশী প্রয়োজন ।
কবিতায় +
সামুতে যাঁরা লেখেন বা পড়েন ধরে নেওয়া যায় তারা সাধরণের থেকে একটু হলেও বেশী সংবেদনশীল হবেন । এখানেও দেখলাম কবি লিখেছেন - আমি নাস্তিক নই।
ধর্মে বিশ্বাস রাখি। যুক্তির আদলে।
আশা রাখবো এমন একটা দিন আসুক যখন এই কথাগুলো লিখে বোঝাতে না হয় । কারন আমি কোনো একজনের মতের সাথে
সহমত না হতেই পারি কিন্তু তাঁর মতটাকেও সম্মান করবো । আমাদের ধর্ম যেনো এটুকু ধারন ক্ষমতা আমাদের দেয় ।
টাইপো দেখে নিলে মনেহয় ভালো হয় । গাঁধাবোকা < গাধাবোকা ?
০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রথার ক্ষেত্রে তোমার সাথে একমত পরি। তবে যেসব প্রথা মিছে জড়তা ছাড়া কিছু না তাদের কি দরকার বলো।
প্লাসের জন্য
আজো মানুষ ধর্ম নিয়ে খুববেশি টাচি। তাই অল্পে ভড়কে যায়। অহেতুক তর্ক এড়াতে ওটা লিখেছি।
আশা রাখবো এমন একটা দিন আসুক যখন এই কথাগুলো লিখে বোঝাতে না হয় । কারন আমি কোনো একজনের মতের সাথে
সহমত না হতেই পারি কিন্তু তাঁর মতটাকেও সম্মান করবো । আমাদের ধর্ম যেনো এটুকু ধারন ক্ষমতা আমাদের দেয় ।
এই লাইনগুলো কবিতাকে সমৃদ্ধ করলো পরি। তুমি অঙ্কুরিত হচ্ছো। সুবাস পাচ্ছি।
ঠিক করে নিয়েছি গাধা।
২৪| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:২২
তানজির খান বলেছেন: অসাম্প্রদায়িক পৃথিবীই হবে শান্তিত পৃথিবী। কবিতার মূল চেতনা ভাল লেগেছে।
শুভকামনা ভাই
০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অসাম্প্রদায়িক পৃথিবীই হবে শান্তিত পৃথিবী।
দারুণ বলেছেন। সাম্প্রদায়িক জরা অদৃশ্য হোক।
শুভকামনা।
২৫| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৭
মহা সমন্বয় বলেছেন: ধর্মজয়ের কাপড় খুলে উড়াই কেতুন মানবতা
ভিন্নভিন্ন ধর্মকথা হারাক প্রথা মিছে জড়তা।
পথে ঘাটে চারিমাঝে বইবে বাতাস সাম্যবতা
মানুষ আমি মানুষ হবো মানুষ হয়েই বাঁচামরা।
আহহ কতই না সুন্দর বলছেন। আপনার এই কবিতার বাণী পৌঁছে যাক বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে।
০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ মহা সমন্বয়। পৌঁছাক সকলের মনে চেতনায়। পালটাক শতাধিকবৎসর পুরনো ধ্যান ধারণা। ভালো থাকুন। সতত।
২৬| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫০
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আমি একজন মুসলিম! একজন মুসলিম হিসেবে আমি জানি যে,আমার ধর্মে সহনশীলতা আছে, আত্মত্যাগ আছে। আছে অন্য মানুষ এবং অন্য ধর্মকে সম্মান করার কথাও। একবার এক হযরত ইব্রাহিম (আঃ) একজন ক্ষুদার্ত ভিক্ষুককে ডেকে খাওয়ার দিলেন।লোকটি বিসমিল্লাহ না বলে খাওয়া শুরু করল।এতে নবী (আঃ) রাগান্বিত হলেন। তাই সে বল্লো যে, আমি তোমার স্রষ্টাকে বিস্বাস করিনা (নাউযুবিল্লাহ) আমি কেন বিসমিল্লাহ বলবো? তখন নবী (আঃ) তার খাবার কেড়ে নিলেন। লোকটি চলে গেলো। মহান আল্লাহ সাথে সাথে ওহী নাযিল করলেন এবং অত্যন্ত রাগান্বিত হয়ে বল্লেন, হে নবী, আপনি কেন লোকটির খাবার কেড়ে নিলেন? উনি উত্তর দিলেন যে, হে আল্লাহ! সেতো আপনাকে বিস্বাস করেনা। মহান আল্লাহ বল্লেন, সে আমাকে বিস্বাস করেনা এটা তার আর আমার ব্যাপার।সে আমাকে বিস্বাস করেনা জেনেও আমি তাকে এতোদিন রিযিক দিয়ে যাচ্ছি।
এই হলো আমার ধর্মের শিক্ষা।
কিন্তু বাস্তবতা হচ্ছে, আমরা ধর্ম না বুঝেই তার সমালোচনা করি।
আর কতিপয় অসৎ লোকের জন্য আমরা ধর্মকে ভুল বুঝি। কোনো মানুষ যদি অন্যায় ভাবে কিছু করে সেটা তার দোষ! ধর্মের নয়। আমি আমাকে দিয়েই সমালোচনা করি, একজন মুসলিম হয়েও আমি এমন কিছু কাজ করি যেটা আমার ধর্ম সমর্থন করেনা। কিন্তু আপনি সেটা দেখে যদি আমার সাথে সাথে আমার ধর্মকেও দোষ দেন সেটা কি ঠিক হবে? তাই বলি, কোনো ধর্মই মানুষকে অন্যায়, অনৈতিক এবং অমানবিক কাজ করতে বলেনা। সব মানুষ যদি তার ধর্ম ঠিক মতো পালন করতো তাহলে পৃথিবী আজ এমন হতোনা। অনেক কথা বলে ফেল্লাম।কষ্ট পেলে ক্ষমাপ্রার্থী।
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
একটু বুঝি মিস হয়ে গেল। তবে আপনার কথা গুলো অবশ্যই ঠিক। ভিন্ন আঙ্গিকে।
ধর্ম তো মন্দির মসজিদ কিংবা কোন বস্তু না। এটা রীতিনীতি, নিয়ম, বিশ্বাস। যদি তা আমারা যথার্থভাবে পালন না করি তবে ধর্ম বলে কি কিছু থাকল?
আমি সেই ধর্মের দিকে আঙুল তুলেছি যা গোহত্যার দায়ে মানুষ খুন করে কিংবা প্রতি শরৎএ প্রতিমা ভেঙে উল্লাস করে।
আর আপনি অবশ্যই ক্ষমাপ্রার্থী হবেন না। কারণ যা বলেছেন তা সঠিক ও যুক্তিযুক্ত।
২৭| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৯
মোঃহাদী বলেছেন: মর্মাহত হলাম কবিতাটা পড়ে , আমি এগুলো ঠিক নিতে পারি না , আমি ধর্মান্ধ , এ-ই থাকতে চাই
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি আপনার বৃত্তের বিরুদ্ধাচরণ করছি না। শুধু আমার বৃত্তের পরিধি মাপছি।
২৮| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:১১
জ্যোস্নার ফুল বলেছেন: কবিতা ভালো হইছে।
বিষয় বস্তু মেলা ঝামেলার। বলা কওয়ার কিছু নাই, যা বোঝার অনেক আগে থেকেই বুইঝা নিছি।
পৃথিবিতে কোন ন্যায় নাই অন্যায় নাই ধম্ম নাই অধম্ম নাই, সবই আপেক্ষিক। শুধু ষ্ট্যান্ডার্ড একটা বিষয় আছে, মানবতা।
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মানবতা হোক সব কিছুর মানদন্ড। ধর্মেরও। শুভকামনা।
২৯| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫২
আবু শাকিল বলেছেন: কবিতা তিনবার পড়লাম।
কবিতায় শুধু ভাল লাগা আর ভাল লাগা।
কবিতায় মন্তব্য দিতে পারি না।তাই আলোচনা চেপে গেলেম।
মানুষ সবে সবার মাঝে বহে রক্ত লাল রঙা
তবু বিভেদ গড়ছে সদা বাড়ছে ধর্মের হিংস্রধাবা।
ধর্ম হয়ে ধর্ম কাঁদে ধর্মালয়ে চলে ধর্মনাশা
যুক্তি মাঝে ধর্ম হাসে কর্ম মাঝে মুক্তি পাওয়া।
ধর্মজয়ের কাপড় খুলে উড়াই কেতুন মানবতা
ভিন্নভিন্ন ধর্মকথা হারাক প্রথা মিছে জড়তা।
পথে ঘাটে চারিমাঝে বইবে বাতাস সাম্যবতা
মানুষ আমি মানুষ হবো মানুষ হয়েই বাঁচামরা।
ধর্ম তবু শিকড় গাড়ে সহাস্যে বলে কথা
তুমি বড্ডো বোকা বেহায়া মানুষ বাছা।।
০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধর্মভীরুতা মেনে নেওয়া যায়। ধর্মান্ধতা নয়।
কবিতা পড়ায় ধন্যবাদ জানবেন।
৩০| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১:৩০
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল হয়েছে ।
০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ কথাকথিকেথিকথন।
৩১| ০৬ ই মার্চ, ২০১৬ ভোর ৪:১০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আসলেই আমরা ধর্মের প্রকৃত অর্থ ভুলতে বসেছি।
মানবতাই তো ধর্ম।
অসাধারণ কবিতা। খুব ভাল লেখেন আপনি।
শুভেচ্ছা
০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধর্ম হোক মানবতা।
উৎসাহিত হলাম আপনার মন্তব্যে। ভালো থাকুন। সতত।
৩২| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪০
অভ্রনীল হৃদয় বলেছেন: কঠিন কবিতা। ভালো লাগল...
০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
নীল, ধন্যবাদ তোমাকে। ভালো থেকো।
৩৩| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৩
ঋজুক বলেছেন: তুমি বড্ডো বোকা বেহায়া মানুষ বাছা .....
০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রকৃত শিক্ষার অভাব।
৩৪| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতা লেখার ভঙ্গীমাটা বেশ হইছে। +++++
০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ কান্ডারি অথর্ব। ভালো থাকুন।
৩৫| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৪
আরাফআহনাফ বলেছেন: "নরনারীর সৃষ্টি নদী স্রোতহীন শুনে ধর্মকথা
জন্মজ অংশ আজি ধর্ম নিয়েই বাঁচতে শেখা।
হিন্দুমুসলিম হিংসাদ্বেষ জীবনভর চলে দাঙ্গা
বৌদ্ধখ্রীষ্টান স্বর্গনরক পাপপূণ্যের অধিকতা। "
অনেক ভালো লাগলো বিশেষ করে উপরের এ ৪লাইন।
+++++
কোন ধর্মতো বিভেদের কথা বলেনি, আমরা মানুষরাই ধর্মের দোহাই দিয়ে ভেদাভেদ তৈরী করে রেখেছি - নিজেদের স্বার্থে।
ভালো থাকবেন শুভ কামনা।
২টি টাইপো (হিংস্রধাবা <হিংস্রথাবা, কেতুন < কেতন )
০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কোন ধর্মতো বিভেদের কথা বলেনি, আমরা মানুষরাই ধর্মের দোহাই দিয়ে ভেদাভেদ তৈরী করে রেখেছি - নিজেদের স্বার্থে।
গঙ্গায় ভাসে শ্যাওলাকাদা ব্রাহ্মণে কয় মিছেকথা
দাড়ির মাঝেই হারায় ঈমান আরশ কাঁপায় মৌলানা।
আমিও তো তাই বলেছি। কিন্তু ব্যবচ্ছেদসহ।
আরাফআহনাফ
৩৬| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৮
কাবিল বলেছেন:
গঙ্গায় ভাসে শ্যাওলাকাদা ব্রাহ্মণে কয় মিছেকথা
দাড়ির মাঝেই হারায় ঈমান আরশ কাঁপায় মৌলানা।
ভাল বলেছেন।
০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অনেক প্রশ্নের উত্তর তুলে আনলেন।
ধন্যবাদ। অনেক।
৩৭| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৩
রানা আমান বলেছেন: ভালো লিখেছেন ।
০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ রানা আমান।
৩৮| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৯
জিয়ানা বলেছেন: অসাধারণ কবিতা। সকল ধর্মে শান্তি-সম্প্রীতির কথা বলা হলেও, মানুষ ধর্মান্ধ হয়ে নিজেদের মাঝে ভেদাভেদ সৃষ্টি করে, হিংস্রতার সীমা পেরিয়ে যায়। তারা ধর্মের দোহাই দিয়ে ধর্মের নামে কলঙ্ক সৃষ্টি করে।..ভালো লাগলো।
০৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ বলেছেন।
আপনার প্রতিটি কথার সাথে একমত। ভালো থাকুন।
৩৯| ০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ধর্ম তবু শিকড় গাড়ে সহাস্যে বলে কথা
তুমি বড্ডো বোকা বেহায়া মানুষ বাছা।। +++++
চমৎকার কবিতা।
০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়। আপনার নামটাতেই ভালো লাগা থাকে।
নিত্য উৎসাহের জন্য কৃতজ্ঞতা অশেষ।
৪০| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৪
অগ্নি সারথি বলেছেন: ধর্ম তবু শিকড় গাড়ে সহাস্যে বলে কথা
তুমি বড্ডো বোকা বেহায়া মানুষ বাছা।।
০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ প্রিয় ব্লগার। ধর্মের উর্ধ্বে উঠুক মানবতা। :
৪১| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৫
জেন রসি বলেছেন: বিভেদের মন্ত্রে স্বর্গে যাওয়ার চেতনায় সব যুগেই বিশ্বাসের নামে মানুষ মানুষকে হত্যা করে আসছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রাস্তায় একজন ক্ষুধার্ত মানুষকে গড়াগড়ি খেতে দেখলে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগেনা। ধর্ষণ হলে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগেনা। কোন মেয়ের ভিডিও বাজারে ছেঁড়ে দিলে এসব মানুষই তা দল বেঁধে খুব আগ্রহ নিয়ে দেখে। কিন্তু নারী স্বাধীনতার কথা বললেই এদের অনুভূতিতে আঘাত লেগে যায়। বিজ্ঞানের কথা বললেই এসব মানুষই খুব রেগে যায়। আমি মনে করি ধর্মীয় বিশ্বাস যার যার নিজস্ব ব্যাপার। সেটার সাথে রাষ্ট্র, সমাজ, কিংবা অন্য কোন কাঠামোর কোন সম্পর্ক থাকা উচিৎ নয়।
চমৎকার কবিতাটি পড়ে আরো অনেক কিছুই বলতে ইচ্ছে করছিল। কিন্তু আপাতত থাক!
++
০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধর্ম শুধু হাতেগোণা কিছু মানুষের জন্য। সবার নয়। নারীর ক্ষেত্রে তো নয়ই। সেখানে উল্টোরথের চাকা। পিষ্ট করতে ব্যস্ত।
মন্তব্যের যথার্থ প্রতিউত্তর করতে পারছি না। দুঃখিত।
৪২| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫০
মানসী বলেছেন: ধর্মের মূল কথা মানবতা -এই সহজ সত্যটা আমরা অতি সহজে ভুলে যাই,সেখান থেকেই শুরু মানবতাহীন ধর্মের পথ চলা।
কবিতা ভালো লেগেছে।
০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
জাগ্রত হোক মানবতা। ভালো থাকুন। মানসী।
৪৩| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
যুক্তি মাঝে ধর্ম হাসে। ভালো বলেছেন।
কবিতা ভালো লাগলো রাজপুত্র। শুভেচ্ছা।
১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপনাকে ব্লগে পেয়ে অনেক অনেক ভালোলাগাবোধ করছি। অনুপ্রেরিতও বটে। ভালো থাকুন। সবসময়।
৪৪| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৩
বিজন রয় বলেছেন: অট : ওই ব্যাপারে আমাকে পূর্ণ গাইডলাইন দেন।
ধন্যবাদ।
১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
[email protected]
মেইলে নক করুন।
৪৫| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩২
আরজু পনি বলেছেন:
ফিরে আসতে আসতে নতুন আরেকটা কোবতে দিয়ে দিয়েছেন!
যাই হোক...
ধর্ম বিভিন্নজনের মুখে বিভিন্নভাবে প্রকাশিত হয়...
কিন্তু প্রকৃত ধর্ম মানবতার কথা বলে, মানবতার গান গায়।
আমি ধর্মে বিশ্বাসী মানুষ... ধর্মের কথাগুলো যুক্তি দিয়েই বিশ্বাস করি ।
শুভেচ্ছা রইল।
১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কি করতাম?
(মাথা চুলকে)
কোবতে মাথার মধ্যি হাঁটাহাটি করে সুযোগ পেলে কিছু ছুটাছুটিও বাদ দেয় না।
তাই উগরে দেই।
ধর্ম হোক মানবতার বেদীতে প্রোজ্জ্বলিত সত্য অগ্নি। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০১
আরজু পনি বলেছেন:
পরে আসছি...
অনটপিকে বলতে