নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পোড়ামুখো শহরতলীর শেষচিঠি তুমি সামান্য নও
কিছু সকাল মুড়িয়ে কাগজ বানাই
উড়িয়ে দেই আকাশে
বোকানীলকলমে লিখেছিলে তুমি সামান্য কেউ
রোদপোড়া সেই মিথ্যে অপেক্ষায় সত্য জ্যোৎস্নার।
সেই মিথ্যেধোয়া দগ্ধদুপুর শহরে
গরাদহীন জানালায় খেলা করে একফালি রোদ্দুর।
ছায়া পড়ে
নিটোল শরীরের
অচেনা বাঁকে প্রজাপতি খুঁজেছি।
ঘেমেনেয়ে হাঁপিয়ে ওঠা শহর
ক্লান্তিকর চেয়ে থাকা
হেলেপড়ার পায়তারা
ভারি শরীরটা নিয়ে একপাদুপা করে এগিয়ে আসে
উত্তাপ ছড়িয়ে রোদে লিখে যায়
তুমি সামান্য কেউ।
বোকাশহরটা কখনো বিকেল ছুঁয়ে দেখেনি
হয়তো বিকেলখাতার ওপিঠে কেউ ছিল
উল্টে দেখা হয় নি।
তিনশতাব্দি ঠাঁয় দাঁড়িয়ে আছে
একটা চাঁদরাত ভরাজোছনায় শরীর ভেজানো ইচ্ছে নিয়ে।
আজ মেঘধূলো উড়ছে সূয্যদিন বেরসিক
সাদামাটা কৌটায় একরাত বন্দীর ষড়যন্ত্র।
সূয্যটাকে লাটিম বানাই
ঘূর্ণনে তার মাটির বুকে লিখি
তুমি সামান্য নও নীলাদ্রিতা।
সত্য জ্যোৎস্না বরষা হয়েছে
পোড়ামুখো শহরতলীর শেষচিঠি
তুমি সামান্য কেউ
পরিশেষে এসে মিথ্যে বনেছে।
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
হ্যাঁ।
১ম হয়েছেন। ফার্স্ট বয়।
২| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৬
বিজন রয় বলেছেন: কবিতায় অনক জোড়া শব্দ ব্যবহারের কারণ কি?
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
বোকানীলকলম
আলাশের নীল রঙ বুঝিয়েছি।
৩| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৯
বিজন রয় বলেছেন: কবিতায় খুব পরিচিত একটি আবহ পেলাম।
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আক্ষেপটা সবার মধ্যেই যে আছে। তাই।
৪| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৫
শামছুল ইসলাম বলেছেন: ভাল লেগেছে।
ভাল থাকুন। সবসময়।
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ।
৫| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪১
নীলপরি বলেছেন: পরিশেষে আসলাম ।
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
শেষ দিয়েই শুরু।
৬| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৯
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: কালোর পরের পাতায় ভালোও আছে খুঁজলে পাওয়া যায়। *সবুরে মেওয়া ফলে, অসবুরে আগুন জ্বলে।।* ভালো হয়েছে বলেই ভালো লেগেছে।।
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
শব্দের আগুন পোড়ায় বেশি।
সবুজ অনুভূতি।
৭| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৪
প্রামানিক বলেছেন: বিজন রয় প্রথম আমি সপ্তম। তবে কবিতা ভাল হয়েছে। ধন্যবাদ
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
লাকি সেভেন।
৮| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৪
নীলপরি বলেছেন: কিছু সকাল মুড়িয়ে কাগজ বানাই
উড়িয়ে দেই আকাশে
বোকানীলকলমে লিখেছিলে তুমি সামান্য কেউ
রোদপোড়া সেই মিথ্যে অপেক্ষায় সত্য জ্যোৎস্নার।
+++++++++++++++++++++++++++
কবিতায় ভালোলাগা । না তারও বেশী কিছু ! ঠিক কি ? তা শব্দে প্রকাশ করতে পারছি না । ভান্ডারে শব্দ কম আছে । কারন বেশীরভাগ শব্দই রাজপুত্রের অধীনতা স্বীকার করেছে ।
তাই আবারো বলছি কবিতায় অনেক ভালোলাগা রইলো । বা তারও বেশী ........................
শুভকামনা ।
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সব শব্দ মুক্তি পাক। মেঘডানায়।
ভালোলাগার বেশিকিছু জমা রাখলাম। অন্যকোথাও কমতি হলে পুষিয়ে নেব। পাতাটা উল্টে দেখো। চড়ুইপাখির ডাক কিংবা আবছারোদেলা বিকেল এক জোছ্নার অপেক্ষায়।
সেই চড়ুই বা বিকেল কিংবা জোছনা কেউ সামান্য নয়। পুরো শহর একদিন একা হয়ে যাবে তবু তুমি (নারী) সামান্য কথাটা পরম মিথ্যে হয়ে অন্ধকারে লেপ্টে থাকবে।
৯| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২২
রিপি বলেছেন:
কিছু সকাল মুড়িয়ে কাগজ বানাই
উড়িয়ে দেই আকাশে ......।
আজ মেঘধূলো উড়ছে সূয্যদিন বেরসিক
সাদামাটা কৌটায় একরাত বন্দীর ষড়যন্ত্র।
সূয্যটাকে লাটিম বানাই
ঘূর্ণনে তার মাটির বুকে লিখি
তুমি সামান্য নও নীলাদ্রিতা।
ভালো লেগেছে।
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মেঘধূলো সূয্য জোছনা নীলাদ্রিতা রিপি কেউ সামান্য নয়। এই সাধারণ সত্য নিয়ে কবিতা। এই তুমি বেশশ অস্পষ্ট। শুধু তুমি আবার সকল তুমি।
১০| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২৭
রুদ্র জাহেদ বলেছেন: বরাবরের মতই দারুণ।কবিতায় অনেক ভালো লাগা
+
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালোলাগা আবার একঘেয়ে না হয়ে যায়।
১১| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৪
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: স্বপ্ন প্রতারণা করে নাকি তুমি?
নাকি তোমরা দুজনেই প্রতারক?
আমি শেষ চিঠির পড়ে থাকা খাম!
একটু পরেই চলে যাবো ডাস্টবিনে।
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
না স্বপ্ন না তুমি কিংবা অন্যকেউ
প্রতারক সময় বনেছে আজ
শেষচিঠিতে সমুদ্র নীল ঢেউ
খুঁজে নেব জন্মেছে ডুবে মরার সাধ।
১২| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৪
সোজোন বাদিয়া বলেছেন: বোঝার চেষ্টা করে যাচ্ছি । ভাল থাকবেন।
১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
শহরটাকে বড় করে নিন আর তুমিকে সবাই ভেবে নিন। সব সহজ হয়ে যাবে।
১৩| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫২
অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগলো।
১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ।
১৪| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৩
জেন রসি বলেছেন: সকাল, দুপুর বিকালের সাথে অনুভবের শহর! এখানে শহর কি পারসোনিফাইড নাকি ভাইস ভার্সা!
আপনার কবিতা মানেই বিশেষ কিছু।
++
১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
একটা সময়য় কল্পনা করা হয়েছে। যখন দিন আর রাতে বদল হবে না। সূয্য অনন্ত পাহারারত থাকবে। জোছনার জন্য অপেক্ষা করবে শহর মানে পুরো পৃথিবী। তখনো নীলাদ্রিতা অসামান্য।
এখানে নীলাদ্রিতাও এক্টা প্রতীকী নাম। এর মাঝে সকল মায়া জমা আছে।
আবার কোন পাঠক যদি একে ব্যক্তিকেন্দ্রিক করে নেয় তাতে কোন অসুবিধে নেই। পাঠকের চিন্তারাজ্য ইচ্ছেমতো প্রবাহ হোক।
১৫| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৩
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সন্তুষ্টি।
১৬| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৫
মিজানুর রহমান মিরান বলেছেন: আজ মেঘধূলো উড়ছে সূয্যদিন বেরসিক
সাদামাটা কৌটায় একরাত বন্দীর ষড়যন্ত্র।
সূয্যটাকে লাটিম বানাই
ঘূর্ণনে তার মাটির বুকে লিখি
তুমি সামান্য নও নীলাদ্রিতা।
পড়তে ভালো লেগেছে অনেক।
গভীর বিষয় বোঝার এত জ্ঞান নেই আমার, তাই মন্তব্যের ঝুড়িটা সাদামাটা।
১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মিরান একটু মন যোগ মস্তিষ্ক দিলে সব বুঝবেন।
কবিতার দীঘি। গামছা ভিজিয়ে স্নান করলে হবে? ডুব দিন। আনন্দ আছে।
১৭| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৬
জ্যোস্নার ফুল বলেছেন: যারা বলে তুমি সামান্য তারা শুভাকাঙ্ক্ষী
শুধু আমিই আমাকে প্রতারনা করি
বলি তুমি সামান্য নও
তুমি সামান্য নও নীলাদ্রিতা।
১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রিয় তুমিকে নিয়ে একটা জ্যোৎস্না উদযাপন করুন। তখন সামান্য হবে শুধু দ্রুত শেষ হয়ে আসা রাতটা।
ইচ্ছে আছে আমারো। নীলাদ্রিতার অভাব।
১৮| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪০
আরজু পনি বলেছেন:
জোড়া শব্দ ব্যবহারের কারণ জানতে চেয়েছিলাম...বিজন রয়-এর মন্তব্যের জবাবে কিছুটা পেয়েছি।
নীলাদ্রিতা নামটা খুব সুন্দর... অসামান্য।
১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অর্থে কিছুটা অন্যছোঁয়া আনতে চেয়েছি।
নীলাদ্রিতাও মনে হয় খুব সুন্দর। কোন একদিন দেখা হলে শিওর হয়ে নেব।
১৯| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৪
রানার ব্লগ বলেছেন: মিহিন তুষারের মত ভালো লাগা কাজ করছে।
তুমি সামান্য কেউ।
১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
তুমি সামান্য নও।
২০| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৮
তার আর পর নেই… বলেছেন: সুন্দর! শেষটা বেশিই।
তিনশতাব্দি ঠাঁয় দাঁড়িয়ে আছে
একটা চাঁদরাত ভরাজোছনায় শরীর ভেজানো ইচ্ছে নিয়ে
+++
২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আগে জানলে শেষটুকু বারবার লিখে পোষ্ট করতাম।
২১| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন: সত্য জ্যোৎস্না বরষা হয়েছে
পোড়ামুখো শহরতলীর শেষচিঠি
তুমি সামান্য কেউ
পরিশেষে এসে মিথ্যে বনেছে।
ভাল হয়েছে। ধন্যবাদ
++++
২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপনার প্রোপিকটা সুখকর।
২২| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
সুমন কর বলেছেন: কবিতা পড়ছিলাম আর নীলাদ্রিতাকে খুঁজছিলাম.....শেষের দিকে এসে পেয়ে গেলাম।
চমৎকার হয়েছে। +।
২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সবথেকে বেশি ভালোলাগে যখন কেউ নীলাদ্রিতা কিংবা রাজকন্যার কথা জিজ্ঞেস করে।
আপনার মন্তব্যে অযুত নিযুত ভালোলাগা।
২৩| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
তাসলিমা আক্তার বলেছেন:
বোকানীলকলমে, রোদপোড়া, মিথ্যেধোয়া, দগ্ধদুপুর, গরাদহীন, একফালি, ঘেমেনেয়ে, হেলেপড়ার, বিকেলখাতার, তিনশতাব্দি এরকম কিছু শব্দজোড় দেয়া আছে।
হতেই পারে। লেখায় লেখকের স্বাধীনতাটা বড় প্রয়োজন। একেবারে টাইট হয়ে ফিটফাট অথবা ব্যাকরন ধরে ধরে লেখাটা প্রবন্ধের ফ্লেভার নিয়ে আসে। কাব্যের নয়। ছন্নছাড়া ভাবটা আমার সবসময় ভালো লাগে।
শুধু নীলাদ্রিতার জন্যেই পৃথিবীতে এরকম কিছু বিপ্লব ঘটে যেতে পারে। আর তাই নীলাদ্রিতার জন্য রাজপুত্রের লেখাগুলো অন্যরকম হয়ে উঠে।
২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপনি যেমন ভালো লেখক তেমনি পাঠক।
শব্দজোড় ভালোলাগছে ইদানীং।
অজানা বিস্ময় নিয়ে লিখি। তাই হয়তো অমন হয়। নীলাদ্রিতা এক চেনা অপরিচিত গন্ধ। আমিও তালগোল পাকিয়ে ফেলি মাঝেমাঝে।
তসলিমা, অনেক ভালোলাগা রইল।
২৪| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৮
কল্লোল পথিক বলেছেন:
শিরোনামে মুগ্ধ।
অন্য রকম একটা আমেজ পেলাম।
কবিতায় অনেক ভাল লাগা জানবেন।
২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মুগ্ধ্তা স্থায়িত্ব পাক।
ভালো থাকুন।
২৫| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৯
কল্লোল পথিক বলেছেন:
শিরোনামে মুগ্ধ।
অন্য রকম একটা আমেজ পেলাম।
কবিতায় অনেক ভাল লাগা জানবেন।
২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
২৬| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "সত্য জ্যোৎস্না বরষা হয়েছে
পোড়ামুখো শহরতলীর শেষচিঠি
তুমি সামান্য কেউ
পরিশেষে এসে মিথ্যে বনেছে।"
চমৎকার ল্যান্ডিং কবিতাটার সৌন্দর্য্য বাড়িয়ে দিয়েছে অনেকগুণ।
আপনার কবিতা সবসময়ই অসামান্য।
ওটা কি "দেখেনি" হবে?
অসামান্য ভাল থাকবেন।
২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপনি একজন মনোযোগী পাঠিকা।
ঠিক ভুল ধরেছেন।
অসামান্য আপনিও সাথে আপনার কবিতারা।
২৭| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৩
অগ্নি সারথি বলেছেন: চমৎকার!
২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপনি একটা বিরাট উৎসাহ।
২৮| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৯
নান্দনিক নন্দিনী বলেছেন: কবিতা বলবো নাকি ‘কল্পচিত্র’………………
দ্বিধাদ্বন্দ্বে ভুগছি !!
খুব ভালো হয়েছে ++
২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দ্বিধাহীন ভাবুন। কল্পচিত্রই সই।
আপনাকে আমার ব্লগে পেয়ে ভালো লাগছে।
২৯| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:১১
মুসাফির নামা বলেছেন: এত সুন্দর লিখেন কিন্তু ঘাটতিগুলো বড্ডই বেমানান। আশা করি , আমার উপর রাগ করবেননা।
২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপনাকে সবসময় ধন্যবাদ। দ্বিধাহীনভাবে যেটা ভুল মনে হবে জানাবেন শেখায় অনাগ্রহ নেই আমার। তবে আজো ঘাটতিগুলো দেখালেন না যে।
৩০| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৯
Shikdar বলেছেন: দারুণ লিখেছেন
২০ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ।
৩১| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১:২২
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর
২০ শে মার্চ, ২০১৬ রাত ১০:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো থেকো।
৩২| ২০ শে মার্চ, ২০১৬ ভোর ৪:৩৭
তানজির খান বলেছেন: কবিতার জয় হোক। দূর্দান্ত লিখেছেন সুপ্রিয়।
দূর্দান্ত প্রতাপে লিখে যান
২০ শে মার্চ, ২০১৬ রাত ১০:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অচিন্তনীয় মুঠোসুখ জড়িয়ে নিক আপনার প্রতিটি মুহূর্তদের।।
৩৩| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৩
ভ্রমরের ডানা বলেছেন:
নিলাদ্রিতা,
এই শহরের অলিগলি ফুটপাতে গেড়েছি
টার্কিশ কামান,
বারুদ নয় গোলাপের পাপড়িযুক্ত
গোলা বর্ষনে দখলে নেব তোমার
প্রিয় রাজধানী, রাজপুত্রের জবানী রইল!
লা জাবাব কবিতায় প্লাস!
২০ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ডানাসংক্রান্ত গোলযোগে পিরামিডে ধাক্কা খেল ভ্রমর।
৩৪| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫০
মোস্তফা সোহেল বলেছেন: তুমি সামান্য হলেও কবির কবিতা অসামান্য
২০ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
নীলাদ্রিতারা কিন্তু সামান্য না।
৩৫| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৪
ইসমাইলহোসেন০০৭ বলেছেন: ভাল লাগল। কবিতায় প্লাস। শুভ কামনা করছি।
২০ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রথম মনে হলো।
শুভ্রশুভেচ্ছা ভ্রাতা।
৩৬| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৯
অপর্ণা মম্ময় বলেছেন: তুমি সামান্য নও নীলাদ্রিতা।
-- সুন্দর লাইনটা
২০ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সাধারণ তবে সত্য তাই সুন্দর।
৩৭| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১০:০২
আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,
বোকাশহরটা কখনো বিকেল ছুঁয়ে দেখেনি বলে সামান্য কেউ একজনের ছবিটি সাদাকালোতে অসামান্য হয়ে উঠেছে ।
আগোছালো কুন্তলের নিটোল শরীরে, গরাদহীন চোখের জানালা আধোঢাকা রেখে নীলাদ্রিতা যেন একফালি রোদ্দুর ।
২১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
বাহ। দারুণতো। নীলাদ্রিতা যেন একফালি রোদ্দুর। কিছু শব্দ তার ছায়া। একটা মন্তব্য সকালটা ভালো করে দিতে যথেষ্ট। ভালোবাসা নেবেন ভাইয়া।
৩৮| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৬
দীপংকর চন্দ বলেছেন: শেষচিঠি শব্দবন্ধটা বিষণ্ণতাকে প্রাধান্য দেয় সবসময়!
এবং বিষণ্ণ শব্দগুলোই আমাদের মনপ্রাণ দখল করে থাকে কেন যেন!!!
অনিঃশেষ শুভকামনা থাকছে কবি।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কিছু মানুষের ভালোলাগা প্রথম প্রেমের অনুভূতি জাগায়। বারবার।
আনেক শুভকামনা প্রিয় দীপংকর চন্দ।
৩৯| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫২
উল্টা দূরবীন বলেছেন: সত্য জ্যোৎস্না বরষা হয়েছে
পোড়ামুখো শহরতলীর শেষচিঠি
তুমি সামান্য কেউ
পরিশেষে এসে মিথ্যে বনেছে।
মুগ্ধপাঠ।
২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো থাকবেন মুগ্ধতার সাথে।
৪০| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৫
আবু শাকিল বলেছেন: নীচের লাইন টা খুব টেনেছে-
বোকাশহরটা কখনো বিকেল ছুঁয়ে দেখিনি
হয়তো বিকেলখাতার ওপিঠে কেউ ছিল
উল্টে দেখা হয় নি।
তিনশতাব্দি ঠাঁয় দাঁড়িয়ে আছে
একটা চাঁদরাত ভরাজোছনায় শরীর ভেজানো ইচ্ছে নিয়ে।
দারুন কল্পচিত্র।ভাল লাগা অনেক।
২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
খেলা দেখছিলাম। দলের একটা প্লেয়ারের মধ্যেও জেতার স্পৃহা দেখছি না। জোর করে খেলছে মনে হয়।
ভালো থাকবেন শাকিল ভাই।
৪১| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৭
নিরল হৃদয় বলেছেন: কবিতার কথাগুলো মারত্মক ভালো লাগল।
২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপনি অনেক ভালো লেখেন। লেখাটা কনটিনিউ করেন ব্লগে।
৪২| ২১ শে মার্চ, ২০১৬ রাত ৮:১১
রোদেলা বলেছেন: শুধু ভালো লাগা না,তার চেয়ে কিছু বেশী।প্রিয়তে .।
২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রথমত আপনাকে অনেকদিন পর ব্লগে পেলাম তার উপর আবার সোজা প্রিয়তে পৌঁছে গেলাম। সোনায় সোহাগা।
৪৩| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩০
নিরল হৃদয় বলেছেন: ধন্যবাদ ভাইজান। ভালো লিখি কী না জানি না তবে নিয়মিত ব্লগে লেখা দেওয়ার চেষ্টা করব।
২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ।
৪৪| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৭
অন্তঃপুরবাসিনী বলেছেন: এত এত কবিতা যার জন্য
আসলেই সে নয় সামান্য
আপনার এবং নীলাদ্রিতার জন্য শুভকামনা
২২ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সে এক অপার বিস্ময়।
দৃশ্যমান নয় তাই শুভকামনা জানাতে পারছি না।
৪৫| ২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
কাবিল বলেছেন: কবিতায় অনেক বেশি ভাল হয়েছে, তাই হিংসায় বদ দোয়া করছি। রাজকন্যা আর নীলাদ্রিতা দুদিক থেকে আক্রমণ করুক রাজপুত্র ভাইকে।
২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
এ আক্রমণে শুধু সুখ আর সুখ।
বদ দোয়া কন্টিনিউ রাখেন।
৪৬| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৯
জুন বলেছেন: দিশেহারার কবিতায় মুগ্ধতা আমার। যার জন্য লেখা সে যে সামান্য নয় তা কবিতাতেই প্রতীয়মান।
প্রিয় রঙ নীল।
+
২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সব তুমিই সাধারণের বাইরে। ভালো থাকবেন আপু। শুভকামনা।
৪৭| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩২
গেম চেঞ্জার বলেছেন: সাংঘাতিক মুগ্ধতা ভাইডি!! (+)
২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মুগ্ধতা আপনার জন্যেও। অনেক ধন্যবাদ।
৪৮| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩১
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় ভাল লেগেছে ।
০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ।
৪৯| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:১৪
পুলহ বলেছেন: ভুল না হয়ে থাকলে এর আগেও আপনার কোন এক কবিতায় নীলাদ্রিতা নামটা দেখেছিলাম, এখানেও দেখে কিছুটা কৌতূহল হোল। তবে সে কৌতূহল মিটে গেছে জেন রসির মন্তব্যের জবাবেই !
কৌতূহল নিঃশেষ হলেও মুগ্ধতার রেশ কিন্তু এখনো রয়ে গেছে। এই ভালোলাগা সহজে হারিয়ে যাবার নয়!
শুভকামনা জানবেন কবি !
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভুল না আবার কিছুটা ভুল। আমার অনেক কবিতাই নীলাদ্রিতাকে নিয়ে। আমার কিন্তু অনেক কৌতূহল মেয়েটিকে নিয়ে। এখানে নারী জাতির প্রতিনিধিত্ব করলেও সে কিন্তু স্বতন্ত্র।
মন্তব্যে অযুত ভালোলাগা।
৫০| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
দুর্দান্ত।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আজকের দিনে আপনারে দুইবার পাইছি। এইটাও দুর্দান্ত।
৫১| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৭
রাজসোহান বলেছেন: বোকাশহরটা কখনো বিকেল ছুঁয়ে দেখিনি
হয়তো বিকেলখাতার ওপিঠে কেউ ছিল
উল্টে দেখা হয় নি।
"দেখিনি" এর বদলে "দেখেনি" হবে বোধহয়। পড়তে গিয়ে বাঁধছে।
০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ঠিক করে নিলাম।
ভালো থাকবেন।
৫২| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩১
খায়রুল আহসান বলেছেন: সূয্যটাকে লাটিম বানাই
ঘূর্ণনে তার মাটির বুকে লিখি
তুমি সামান্য নও নীলাদ্রিতা -
নীলাদ্রিতার মতই অসামান্য কবিতা! + + +
অনেক সুন্দর হয়েছে আপনার এ কবিতা। খুব ভালো লেগেছে। নীলাদ্রিতা নামটা, খুব মায়া ধরিয়েছে। আর...
যে কথাটা আগে বলা হয়নি,... আপনার নিক নেইম ও প্রোফাইল পিকচারটা দারুণ!
১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার কাছ থেকে মন্তব্য পাওয়াটা অনেক উৎসাহের।
নীলাদ্রিতা আমার কাছেও মায়াময়।
ধন্যবাদ এবং ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৪
বিজন রয় বলেছেন: প্রথম হলাম বোধহয়।