নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুপটাপ ঘাম ঝরছে।
আমার হাতের পেশীতে নাগাসাকি ধ্বংসের গান শুনি। রক্তে মাংসের খিদে।
ভাঙা এক দেওয়াল
পাজর বেড়িয়ে আছে। সবাই তাকায়। দেখে এড়িয়ে যায়।
কবিতা জন্মেছিল ওখানেই
অদ্ভুতরকম ভুল জন্মস্থান।
রোদ বেয়ে তার শরীর হলুদ হয় কবিতার
আবার তলিয়ে যায় স্থূলকায় ভূরির নিচে।
তবু সেই রোদ ছুঁয়ে থাকে আঙুল
একবার ভোরের অপেক্ষায় কবিতার ক্লান্তিকর বেঁচে থাকা।
কবিতার শব্দগুলো মরতে চায়
অন্তত একদিনের জন্য নাহয় একমুহূর্তের জন্য
উপায়ান্তে একবিকেল বেছে নেয়
খোলাচুলে লালটিপে সেই মায়াবতী কবিতা বলেছিল
তুমিও কি ধর্ষক হবে?
ভেঙে চুরমার করবে আমায়।
ঘাম ঝরছে
টুপ টাপ টুপ।
দরজাটা বন্ধ করতে হবে সাথে জানলাগুলোও
সুশীল আমার ছায়া পড়ে
দীর্ঘ হিংস্র শান্ত সৌম্য পশুকায়।
কবিতার শেষরোদটুকুও আজ বিকিয়ে গেল।
আহা আজ নষ্ট সুখ নেব
কাল আবার নেব। পরশু আবার। তারপর বারবার।
মার্চ মাস। স্বাধীনতার মাস। আবার পরাধীন হলাম।
২৫ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ঘাম ঝরছে। আবার চা। দাঁড়ান তনুরে ডাইকা আনি।
২| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৮
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।
মার্চ মাস। স্বাধীনতার মাস। আবার পরাধীন হলাম।
অ.ট.: আড্ডা পোস্ট ছাড়া সামুতে এ চা, চাওয়া-চায়ি বন্ধ করতে হবে। বেশ কিছুদিন বন্ধ ছিল। ইদানিং আবার শুরু হচ্ছে !! এটাকে শুরু নয়, শেষ করতে হবে।
২৫ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ দাদা।
স্বাধীনতার শুভেচ্ছা। যদিও বিষয় নাগরিক পর্যায় অর্জিত হয় নি।
আন্তরিকতা কিছু ক্ষেত্রে অসহ্য লাগে।
৩| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৮
আরণ্যক রাখাল বলেছেন: দারুণ
২৫ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো থেকো আরণ্যক।
স্বাধীনতার শুভেচ্ছা।
৪| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: পতাকাটুকু পাওয়া ছাড়া প্রকৃত স্বাধীন হলাম কবে যে আবার পরাধীন হবো!
২২ পরিবার থেকে ২২ হাজার পরিবারের শৌষকের উপাদান হয়েই রইলাম!
একসময় সাহেব বিবি গোলামের অধীনে তো এখন দুই পরিবারের পিছনে!!!
স্বাধীনতা তুমি আর কতদূর!!!!!!!!!!!
প্রকৃত সেই স্বাধীনতার শুভেচ্ছা।
২৬ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ঘোরের মধ্যে দিন কাটাই। নিজেরা শোষিত। আবার কিছু আমরাই শাসক। তাই বৃত্তে ঘুরছি। নিজের পেছনেই নিজেরা খোঁচাখুঁচি করি।
৫| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫১
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: সমাজে, রাষ্ট্রে যখন মানুষ অপরাধ করে পার পেয়ে যাবে।
বারবার পার পেয়ে যেতে থাকবে ততদিন আমরা পরাজিত হবো ......
পরাজিত হতে থাকবো!
২৬ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আলোটা দেখবো। কিন্তু মই কেউ ধরবে না। সবাই উপরে উঠতে ব্যস্ত। তাই বারবার আছড়ে পড়ি।
৬| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১:৪২
মুসাফির নামা বলেছেন: কবিতার শব্দগুলো মরতে চায়
অন্তত একদিনের জন্য নাহয় একমুহূর্তের জন্য
উপায়ান্তে একবিকেল বেছে নেয়
খোলাচুলে লালটিপে সেই মায়াবতী কবিতা বলেছিল
তুমিও কি ধর্ষক হবে?
ভেঙে চুরমার করবে আমায়।
কবিতাগুলো এমনই, কেমন যেন বুকে ঠোকর দিয়ে আবার শূন্যে মিলিয়ে যায়।
২৬ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কবিতাগুলো বাঁচে না। ক্যান্টনমেন্টের মধ্যেও লুটিয়ে যায়। মরেই শান্তি।
৭| ২৬ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৩৩
মুজাহিদ অনিক বলেছেন: অনেক সুন্দর
২৬ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আজকের দিনের শুভেচ্ছা।
চারিদিকে এতো লাল সবুজ দেখি না।
৮| ২৬ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৩
বিজন রয় বলেছেন: কবিতা কি ক্লান্ত হলো না কবি মন??
২৬ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ক্লান্ত না হয়ে পারছিলাম না। ঘটনাগুলো চারপাশটাকে বেশিই শক্তপোক্ত করে তুলছে। ভালোবাসা জানবেন।
৯| ২৬ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লিখেছেন। ধন্যবাদ দিশেহারা রাজপুত্র।
২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো থাকবেন আবুহেনা।
ধন্যবাদ।
১০| ২৬ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০২
তাসলিমা আক্তার বলেছেন: চারিদিকে এতো অনাচার দেখে দেখে মনে শেষে বুঝি এসবই গা সওয়া হয়ে যাবে। মনে হবে হ্যা, এরকমতো হতেই পারে।
সুন্দর ভোরের আশায় চেয়ে থাকি, যা কিনা এখনো স্বপ্ন।
কবিতায় একত্মতা রইল।
২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সবাই মিলে যেটা দেখে সেটাকি স্বপ্ন?
নাকি আগত কাল।
তবে ছোটছোট পরিবর্তন আমরা করতেই পারি। বড় কিছুর প্রত্যাশায়।
অর্জিত স্বাধীনতা শব্দটির বর্ষপূর্তির শুভেচ্ছা।
১১| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২০
তার আর পর নেই… বলেছেন: রোদ বেয়ে তার শরীর হলুদ হয় কবিতার, এখানে 'তার ও কবিতা ' দুইটাই কি হবে?
ভুরি না ভুড়ি?
পুরো কবিতাই ভালো লেগেছে।+
২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপনি দুটো জায়গাতেই সঠিক।
এডিট করতে পারছি না।
আপনার ভালোলাগায় সুখানুভব।
শুভ দুপুর।
১২| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৪
আমিই মিসির আলী বলেছেন: কবিতার শব্দগুলো মরতে চায়
অন্তত একদিনের জন্য নাহয় একমুহূর্তের জন্য
উপায়ান্তে একবিকেল বেছে নেয়
খোলাচুলে লালটিপে সেই মায়াবতী কবিতা বলেছিল
তুমিও কি ধর্ষক হবে?
ভেঙে চুরমার করবে আমায়।
চমৎকার।
+
২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
স্বাধীনতা শব্দটির বর্ষপূর্তির শুভেচ্ছা।
১৩| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৬
জেন রসি বলেছেন: অনেক কিছুই বলতে চাই! কিন্তু আর কত দিন ধরে শুধু বলেই যাব। আমাদের প্যাসিভ অবস্থান নরপশুদের আরো সক্রিয় করে দেয়। আমরা কেন পারি না ওদের সমূলে উৎপাটন করতে! আজ নিজেরাই নিজেদের কাছে নতজানু খুব!
২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
নিজের কাছেই নিজেরা অপরাধী। বলার ইচ্ছে নেই আমারো। কিছু করা প্রয়োজন।
১৪| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩২
প্রামানিক বলেছেন: ঘাম ঝরছে
টুপ টাপ টুপ।
দরজাটা বন্ধ করতে হবে সাথে জানলাগুলোও
সুশীল আমার ছায়া পড়ে
দীর্ঘ হিংস্র শান্ত সৌম্য পশুকায়।
কবিতার শেষরোদটুকুও আজ বিকিয়ে গেল।
চা না দিলেও কইয়া গেলাম কবিতাটা খুব ভাল হইছে। চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ
২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
চা অন্যকোন দিন খাওয়াবো।
ভালো থাকবেন প্রামাণিক। স্বাধীনতার শুভেচ্ছা।
১৫| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫২
তৌফিক মাসুদ বলেছেন: কেমন যেন হচ্ছে ইদানীং। খুব মারাত্মক অপরাধীরা অপরাধ করে আড়ালে থেকে যাচ্ছে।
দারুন কবিতাটি আমাদের বর্তমান সময়ের জন্য নির্যাতিতা বোনদের জন্য।
ধন্যবাদ আপনাকে।
২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আড়ালে আবডালে নয় সবার চোখের সামনেই নগ্ন হচ্ছে তনুরা।
দ্রোহ আসুক।
কৃতজ্ঞতা।
১৬| ২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৬
এডওয়ার্ড মায়া বলেছেন: কী-বোর্ড হোক প্রতিবাদের ভাষা ।
ভাল লিখেছিস রে শুভ্র ।
মার্চ মাস। স্বাধীনতার মাস। আবার পরাধীন হলাম।
২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রতিবাদ হোক সতত সর্বত্র।
আর পরাধীন থাকতে চাই না।
একটু স্বাধীনতা চাই।
১৭| ২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
নীলপরি বলেছেন: ঘাম ঝরছে
টুপ টাপ টুপ।
দরজাটা বন্ধ করতে হবে সাথে জানলাগুলোও
সুশীল আমার ছায়া পড়ে
দীর্ঘ হিংস্র শান্ত সৌম্য পশুকায়।
কবিতার শেষরোদটুকুও আজ বিকিয়ে গেল।
যন্ত্রণাময় চিত্র । কবিতায় +
মাড়ানো ঘাসের পাশে তো আবার নতুন ঘাস জন্মায় ।আশাবাদ তাই ফিরে আসুক । বিশেষ করে রাজপুত্রের কবিতায় ।
শুভকামনা ।
২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
হুম ঠিক বলেছো। তবে একসময় না মাটিই আলগা হয়ে যায়। তখন না থাকবে ঘাস না থাকবে নতুনের সম্ভাবনা।
ভালো থেকো পরি।
১৮| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১০:০০
ঐন্দ্রিলা নিশাত বলেছেন: অনেক ভাল লিখেছেন। শুভেচ্ছা রইল।
২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রাপ্য প্রাপ্তির অপ্রাপ্যতা ঘেরা স্বাধীনতার শুভেচ্ছা।
১৯| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৪
মনিরা সুলতানা বলেছেন: খুব বড় করে কিছু লিখে ও মুছে ফেললাম
ভাল লাগে না আর
লেখায় ভালোলাগা .+++
২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কিছু না বলা আর নিশ্চুপ থাকা ভিন্ন।
স্বাধীনতার শুভেচ্ছা পু।
ভালো থেকো।
২০| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:২২
খায়রুল আহসান বলেছেন: কবিতা ভালো লেগেছে।
খোলাচুলে লালটিপে সেই মায়াবতী কবিতা বলেছিল
তুমিও কি ধর্ষক হবে?
ভেঙে চুরমার করবে আমায় - - খুব সুন্দর হয়েছে।
আইনের শাসন বলবৎ করা ছাড়া পরিত্রাণের পথ নেই। আর শুরু করতে হবে উপর থেকে, প্রয়োজনে আপোষহীন, নির্দয়ভাবে।
২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপোষহীন। নির্দয়।
এমনটাই উচিত।
ভালো থাকবেন।
২১| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৩
সুজন কুতুবী বলেছেন: চা ছাড়া কবিতার গুণকীর্তন করতে পারবোনা । হা হা হা হা.... বেশ লিখেছেন । আরো সুন্দর সুন্দর কবিতার অপেক্ষায় আছি ।
২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
চা অন্যকোনদিন হোক।
২২| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩২
জিমার পেঙ্গুইন বলেছেন: কবে যে পৃথিবি টা বদলাবে?
কবিতা ভাল লেগেছে
২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
যেদিন আমরা বদলাবো।
২৩| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১:৩২
আলভী রহমান শোভন বলেছেন: অসাধারণ লেখনী ।
২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ।
২৪| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
তুমিও কি ধর্ষক হবে?
ভেঙে চুরমার করবে আমায়।
২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রশ্নটা যেন ওদের সবার চোখে।
২৫| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসাধারণ।
২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ।
২৬| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৫
শায়মা বলেছেন: সুশীল আমার ছায়া পড়ে
দীর্ঘ হিংস্র শান্ত সৌম্য পশুকায়।
কবিতার শেষরোদটুকুও আজ বিকিয়ে গেল।
সবাই বিদ্রোহী সুরে কবিতা লিখছে। তোমার কবিতা সব সময় অসাধারণ ভাইয়া। কবির চেতনা জাগ্রত হোক সকল মানুষের অন্তরে।
২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপু,
দ্রোহটা সময় তৈরি করছে। যা প্রকাশ পাচ্ছে কলমে।
কবিতায় তোমার ভালো লাগা অনেক উৎসাহের কারণ। ভালো থেকো।
২৭| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৫
সোজোন বাদিয়া বলেছেন: "মার্চ মাস। স্বাধীনতার মাস। আবার পরাধীন হলাম। " - দারুন হৃদয়ভাঙ্গা কথা। মনে হয় যেন প্রতিমূহুর্তেই আরও আরও পরাধীন হচ্ছি।
গুরু আমার প্রতি বিশেষ কোনো পরামর্শ থাকলে নিচের ইমেল ঠিকানায় পাঠাবেন। ইমেলটা একটু কৌশল করে লিখছি, কারণ এই ব্লগ-প্ল্যাটফর্ম ইমেল দেখলেই মুছে দেয়। সম্ভবত চায়না ব্লাগারগণ সহজে নিজেদের মধ্যে যোগাযোগ করুক। এ বিষয়ে জানেন কিছূ?
ইমেল: sojonbadiaএটaolডটcom
২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রিয় বাদিয়া,
চলুন স্বাধীন হই।
মেইল পেয়েছেন?
আমার জানামতে এই ধারণাটা আপনার ভুল।
২৮| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫২
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।
২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ।
২৯| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৭
নীলপরি বলেছেন: মাটিই আলগা হয়ে গেলে যদি ঘাস না গজায় তবে , কেউ না কেউ আপনার জন্য মঙ্গল থেকে মাটি নিয়ে আসবে । তারপর তাতে ঘাস , ঘাসফুল সব হবে । ঠিক আছে ?
২৭ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
১০০ বার ঠিক আছে।
কৃষ্ণচূড়া জন্মাবে।
ভালো থেকো।
৩০| ২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২০
গেম চেঞ্জার বলেছেন: দ্রোহের সুর সবখানেই তবে আপনারটা শৈল্পিক!!
আগেই পড়া হয়েছিল তবে অনুভূতি ব্যক্ত করা হয়ে ওঠেনি। চালিয়ে যান। (+)
২৭ শে মার্চ, ২০১৬ রাত ১০:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
শৈল্পিক ধন্যবাদ নেন।
ভালো থাকবেন গেম চেঞ্জার।
৩১| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৭
দীপংকর চন্দ বলেছেন: কবিতা জন্মেছিল ওখানেই
অদ্ভুতরকম ভুল জন্মস্থান।
শ্রদ্ধা শব্দাবলীতে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন কবি।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
শুভকামনা রইলো দাদা।
শুভ্রাত্রি।
৩২| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৪
আরজু পনি বলেছেন:
সুশীল আমার ছায়া পড়ে
দীর্ঘ হিংস্র শান্ত সৌম্য পশুকায়।...
কী জানি কী বুঝলাম ...
কিন্তু ছায়টা যেনো দেখতে পেলাম !
প্রতিনিয়তই যেনো দেখতে পাই...
২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুশীলদের সহজে চেনা যায় না। প্রচণ্ড রোদ্দ্রে চেনা যায়। ছায়া পড়ে। শান্ত সৌম্য মুখশে হিংস্র পশু।
ছায়াটার গলা টিপে ধরতে হবে আপু।
৩৩| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৮
উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগা রইলো।
২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ দূরবীন।
৩৪| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০০
জুন বলেছেন: কবিতাটি মনে দাগ রেখে গেল দিশেহারা। স্বাধীনতার মাস আর বিজয়ের মাস কি! আমরা আজ বড্ড হিংস্র, অসভ্য আর নীতিহীন এক জাতি।
+
২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
এখন এগুলো শুধুই তারিখ। গুরুত্বহীন। মূল্যবোধহীন।
পশুত্ব বরণ করছি।
৩৫| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৩
রিপি বলেছেন:
মার্চ মাস। স্বাধীনতার মাস। আবার পরাধীন হলাম।
কবিতা ভালো লেগেছে। +
২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
পরাধীন তুমি মেঘলা যেন।
৩৬| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫১
হাসান বিন নজরুল বলেছেন: অনাচারের বিচারহীনতাই নতুন অনাচারের জন্ম দিচ্ছে প্রতিনিয়ত।
২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
একসাথে সামনে দাঁড়াতে হবে।
৩৭| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৮
কাবিল বলেছেন: পরের হাতে মরব না বলে স্বাধীনতা অর্জন। আবার স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। প্রমাণীত।
ভাইরে, পরের ছাগলে ক্ষেত খাবে বলে বেরা দিছি কিন্তু সেই বেরাই যদি ক্ষেত খায়----
পরাধীন হতে হতে আজ ক্লান্ত, আর কত দিন
প্রতিবাদী কবিতা ভাল হইছে।
২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আর কতদিন.....
ক্লান্ত হয়েছি। ভীত না।
আরো কিছু দিন হোক। তবু স্বাধীনতা আসুক।
৩৮| ২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: সহজ ভাষার কবিতা। শব্দের ব্যবহার প্রাঞ্জল। ভালোলাগা রইলো।
২৮ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমার ব্লগবাড়িতে স্বাগতম।
ধন্যবাদ। ভালো থাকবেন।
৩৯| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:১১
কবি সুবর্ণ আদিত্য বলেছেন: খোলাচুলে লালটিপে সেই মায়াবতী কবিতা বলেছিল
তুমিও কি ধর্ষক হবে?
৩০ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
না।
শুভেচ্ছা।
৪০| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৮
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: মার্চ মাস, স্বাধীনতার মাস। আবার পরাধীন হলাম।
প্লাস
৩০ শে মার্চ, ২০১৬ রাত ১১:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
একরাশ শুভেচ্ছা আর ভালো লাগা।
৪১| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৬
ভ্রমরের ডানা বলেছেন: কবিতায় মুগ্ধতা, বরাবরের মত খুব ভাল লেগেছে রাজপুত্র ভাই!
আপনার তুলনা আপনি নিজেই! অসাধারণ!!!
৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মুগ্ধতা তোমার ডানা।
ভালো থাকা হোক।
৪২| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
মার্চ মাস। স্বাধীনতার মাস। আবার পরাধীন হলাম।
০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
স্বাধীন মরতে চাই।
৪৩| ০১ লা এপ্রিল, ২০১৬ ভোর ৫:৩৮
আহসানের ব্লগ বলেছেন: মার্চ মাস। স্বাধীনতার মাস। আবার পরাধীন হলাম।
প্লাস
০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১০:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
স্বাধীনতা চাই।
৪৪| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৪
কথাকথিকেথিকথন বলেছেন: হাজারো দীর্ঘশ্বাসের ভারাক্রান্ত হৃদয়ের কবিতা । ভাল লেগেছে অনেক ।
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কবিতা ভালো লাগুক। দীর্ঘশ্বাস নয়।
শুভকামনা।
৪৫| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৭
গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ কবিতা । অনেক সুন্দর করে ভাবতে পারেন , তারপর আবার গুছিয়ে গুছিয়ে কত সুন্দর করে লেখেন !
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপনার বিস্ময় আমার আগ্রহ।
৪৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ভাল লাগা রইল ।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ।
৪৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১০
আরাফআহনাফ বলেছেন: "কবিতার শব্দগুলো মরতে চায়
অন্তত একদিনের জন্য নাহয় একমুহূর্তের জন্য"
এভাবে মরতে নেই - তাহলে যে শেষ আলোটুকুও থাকে না আর।
নিষ্পাপ কবিতারও ধর্ষিত আজ!
অনেক অনেক ভালো লাগা রইলো।
+++
০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
একদদিনের জন্য মানুষ হই। নাহোক এক মুহূর্তের জন্য। তবু হই।
৪৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:২০
বিজন রয় বলেছেন: অটঃ আমি কিন্তু এমাসে কবিতা সংগ্রহ করতে পারছি না। ক্ষমা করবেন রাজপুত্র। মাসের শেষের দিকে যদি পারি আপনাকে জানাবো।
তবে ভবিষ্যত আবার আপনার সাথে সামিল হবো আশা করছি।
০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ইটস ওকে বিজন রয়।
ভালো থাকুন। অফুরন্ত।
৪৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৬
ফরিদ আহমাদ বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
যাহা বুঝিয়া পাইলাম।
৫০| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩১
এহসান সাবির বলেছেন: চমৎকার কবিতা।
শুভেচ্ছা।
১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দুপুরের রোদ আপনার।
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৫
প্রামানিক বলেছেন: ১ম হইছি চা কই