নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতা শব্দটায় প্রেম নেই কেন? অনুভূতিশূন্য। লাল সবুজের আখ্যান বড় মিথ্যে লাগে।
কিন্তু মিথ্যে তো না। রক্তের বিনিময় স্বাধীন হয়েছি। কিছু বিবেকবর্জিতের পাশবিক কাজের কারণে তো তাকে মিথ্যে করে দিতে পারি না।
আর কতদিন রাজনীতির খরিকাঠে বলি হবো?
শরীরসর্বস্ব লোভের কাছে আর কতবার ওরা লজ্জা পাবে
কতবার কতদিন সাধারণ মানুষ সাধারণ হয়ে থাকবে?
প্রশ্নগুলো মনদেওয়ালে ময়লা জমায়। চেতনা ধূলায়িত হয়। হারাতে চায়। শব্দে যে স্বাধীনতা কিছু কবিতায় তা সবুজ হয়ে বেঁচে থাকে।
☆ পথেরদাবী বাবার বয়স কেনো বাড়ে...?
☆ বোকা ডাকু ভালবাসি আকাশনীলা
☆ টোকন ঠাকুর অনেকদিন পর অনুভূতির মাকে নিয়ে রচিত কবি
☆ দীপংকর চন্দ মনে পড়ে মনে পড়ে মনে পড়ে মনে পড়ে
☆ কথাকথিকেথিকথন খুঁজে ফেরা জীবনের নিঃশ্বাস ।
☆ রুদ্র জাহেদ অরুণিমা:বিলসিত জীবন...
☆ তাসলিমা আক্তার প্রেম দাড়িয়ে আছে দয়িতের অলিন্দে
☆ ভ্রমরের ডানা পিরামিড কাব্য-৫ঃ ধিক্কার হে মন
☆ অপর্ণা মম্ময় ফিসফাস শব্দের কথন
☆ সৃষ্টিশীল আলিম সিদ্ধান্ত
☆ সাগর নীল কবিতা - শাদাকালো কোন ছবি
☆ চন্দ্ররথা রাজশ্রী খন্ডকাব্য ১
☆ বিজন রয় ষোড়শীর জলঘরে নক্ষত্রদের ভদ্রসভা'য়
☆ সুমন কর কবিতা: অস্ফুট
☆ কি করি আজ ভেবে না পাই বসবাসি কোন সমাজে!!!
☆খায়রুল আহসান চোখের ভাষা
☆শ. ম. দীদার রবীন্দ্রনাথ যেদিন আত্মহত্যা করলেন
☆নাসরিন চৌধুরী সোনার খাঁচা ও সোনার মেয়ে
☆সােজোন বাদিয়া আবার স্বাধীন করব বাংলাদেশ
☆ফয়েজ উল্লাহ রবি কবিতা-ইঞ্চি কয়েক জায়গা
☆নীলপরি .....থাক শুধু বসন্তের কিছু ঝরা পাতা
বন্দি শিবির থেকে - শামসুর রাহমান
ঈর্ষাতুর নই, তবু আমি
তোমাদের আজ বড় ঈর্ষা করি। তোমরা সুন্দর
জামা পরো, পার্কের বেঞ্চিতে বসে আলাপ জমাও,
কখনো সেজন্যে নয়। ভালো খাও দাও,
ফুর্তি করো সবান্ধব
সেজন্যেও নয়।
বন্ধুরা তোমরা যারা কবি,
স্বাধীন দেশের কবি, তাদের সৌভাগ্যে
আমি বড়ো ঈর্ষান্বিত আজ।
যখন যা খুশি
মনের মতো শব্দ কী সহজে করো ব্যবহার
তোমরা সবাই।
যখন যে শব্দ চাও, এসে গেলে সাজাও পয়ারে,
কখনো অমিত্রাক্ষরে, ক্ষিপ্র মাত্রাবৃত্তে কখনো-বা।
সেসব কবিতাবলী, যেন রাজহাঁস
দৃপ্ত ভঙ্গিমায় মানুষের
অত্যন্ত নিকটে যায়, কুড়ায় আদর।
অথচ এদেশে আমি আজ দমবদ্ধ
এ বন্দী-শিবিরে
মাথা খুঁড়ে মরলেও পারি না করতে উচ্চারণ
মনের মতন শব্দ কোনো।
মনের মতন সব কবিতা লেখার
অধিকার ওরা
করেছে হরণ।
প্রকাশ্য রাস্তায় যদি তারস্বরে চাঁদ, ফুল, পাখি
এমনকি নারী ইত্যাকার শব্দাবলী
করি উচ্চারণ, কেউ করবে না বারণ কখনো।
কিন্তু কিছু শব্দকে করেছে
বেআইনী ওরা
ভয়ানক বিস্ফোরক ভেবে।
স্বাধীনতা নামক শব্দটি
ভরাট গলায় দীপ্ত উচ্চারণ করে বারবার
তৃপ্তি পেতে চাই। শহরের আনাচে কানাচে
প্রতিটি রাস্তায়
অলিতে-গলিতে,
রঙিন সাইনবোর্ড, প্রত্যেক বাড়িতে
স্বাধীনতা নামক শব্দটি আমি লিখে দিতে চাই
বিশাল অক্ষরে।
স্বাধীনতা শব্দ এত প্রিয় যে আমার
কখনো জানিনি আগে। উঁচিয়ে বন্দুক,
স্বাধীনতা, বাংলাদেশ- এই মতো শব্দ থেকে ওরা
আমাকে বিচ্ছিন্ন করে রাখছে সর্বদা।
অথচ জানেনা ওরা কেউ
গাছের পাতায়, ফুটপাতে
পাখির পালকে কিংবা নারীর দু’চোখে
পথের ধুলায়
বস্তির দুরন্ত ছেলেটার
হাতের মুঠোয়
সর্বদাই দেখি জ্বলে স্বাধীনতা নামক শব্দটি।
☆ ফেরদৌস প্রামানিক কবিতা ঃ শেষ ঠাই
☆ প্রামানিক মায়ের পায়ে নিচেই স্বর্গ
☆ গুলশান কিবরীয়া ক এ বিচিত্র রূপিণী অন্দরমহল বাসিনী ?
☆ সিফাত ও তার কবিতা দাপ্তরিক করিডোর
☆ গেম চেঞ্জার ❧ অহর্নিশ স্পর্শের আয়োজন ❧
☆ শরীফ আজাদ আমার পেছনে ডুব দেয় অনন্তকাল
☆ রাবেয়া রাহীম নষ্ট আর নষ্ট
☆ শাহরিয়ার ইসলাম খান আবার হয়তো হবে দেখা
☆ মানসী কতটা আমায় ভুলতে পারো
☆ লুৎফুরমুকুল মায়ের চিঠি!
☆ যাযাবর৮১ মরণ বাঁধ
☆ অতঃপর শুভ্র "কাঁটাতারে "বিদ্ধ" গণতন্ত্র"
☆ সুইসাইড সাইলেন্স এই যে সকাল টা !
☆ জ্যোস্নার ফুল (serious) সাংঘাতিক কাব্য
☆ সুজিত কুমার মোদক কষ্টের ডানা
☆ অগ্নি কল্লোল অণুকাব্য: প্রতিবাদ
☆ ফয়েজ উল্লাহ রবি কবিতা- পাষাণ
☆তানজির খান বসন্তের দায়
☆বাকপ্রবাস - একটি মানবিক আবেদন
☆বাকপ্রবাস - কবিতটা তোর জন্য
☆দ্বীপ ১৭৯২ বিপণ্ন ঝিঁঝিঁ পোকার রাত
☆নেয়ামুল নাহিদ তোমার সৌন্দর্য্যে আমি ভুলি নি
☆শরীফ আজাদ গরিব লোকটি খাচ্ছে
☆ফিদাতো আলী সরকার নারী
☆শুদ্ধ রয় জলের তৃষ্ণায় অক্ষরেখা বেড়ে যায়
☆তন্ময় কে সাহা অন্য আকাশ
☆সিফাত ও তার কবিতা ব্যস্ততা এবং ইভ
☆জ্যোস্নার ফুল কবিতা ও মৃতপ্রায় মৃত্যু।
☆জ্যোস্নার ফুল খুব ঘোলা চোখ ও টায়ার ড্রাইভার
☆খ্যাপা রাজা ভালোবাসি...
☆নীলপরি জীবনই রঙিন
☆ মো: নিজাম গাজী আমি ধর্ষিতা
☆ খায়রুল আহসানশুধুই......
☆ নিরব২৪ মাগো মা ক্ষমা করে দিও
☆ অতঃপর শুভ্র নষ্ট কবিতা
☆ খান মো. মামুন হোসাইন বাংলাদেশ
☆ নূর মোহাম্মাদ আল-আমিন কবিতা - অশান্ত
☆ মোজাহিদ আলী মানবতা
☆ মুহাম্মাদ শাথিল নৈরাশা
☆ মাটিরময়না আমি আর ফিরব না
☆ সােজোন বাদিয়া প্রশ্নপত্র ফাঁস বন্ধের যাদুকরী সমাধান
☆ চন্দ্ররথা রাজশ্রী ফেরারির নিবেদন
☆ রাইসুল ইসলাম রাণা প্রিয়তার মুখোমুখী
☆ রাবেয়া রাহীম নয় আর মিনতি
☆ কল্লোল পথিক প্রশ্নটি করেনি কারও কাছে,অভিমানে
☆ তার আর পর নেই… পানশালার বন্ধ দরজায় কড়া নড়ে ওঠে
☆ অতৃপ্ত পরান কেউ একজন বলেছিল তুমি ছন্দের যাদুকর
☆ মুসাফির নামা করম দাস। পরম দাস
☆ দিপংকর মল্লিক দেবকীর কথা
☆ মোঃ রুহুল আমীন২০১২ কবিতা (স্বাধীনতা)
☆ ফেলুদার তোপসে চৈত্রে কে ফেলে গেছে মন
☆ রানার ব্লগ নাইবা হল এমনতর
☆ মাহমুদুর রহমান সুজন আঁধার কাটেনি আজো
☆ আহমাদ মাগফুর অসম তৃষ্ণা
স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো - নির্মলেন্দু গুণ
একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে
লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে
ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে: ‘কখন আসবে কবি?’
এই শিশু পার্ক সেদিন ছিল না,
এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না,
এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না৷
তা হলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি?
তা হলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে
ঢেকে দেয়া এই ঢাকার হদৃয় মাঠখানি?
জানি, সেদিনের সব স্মৃতি ,মুছে দিতে হয়েছে উদ্যত
কালো হাত৷ তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ
কবির বিরুদ্ধে কবি,
মাঠের বিরুদ্ধে মাঠ,
বিকেলের বিরুদ্ধে বিকেল,
উদ্যানের বিরুদ্ধে উদ্যান,
মার্চের বিরুদ্ধে মার্চ … ৷
হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি,
শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি
একদিন সব জানতে পারবে; আমি তোমাদের কথা ভেবে
লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প৷
সেই উদ্যানের রূপ ছিল ভিন্নতর৷
না পার্ক না ফুলের বাগান, — এসবের কিছুই ছিল না,
শুধু একখন্ড অখন্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত
ধু ধু মাঠ ছিল দূর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়৷
আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল
এই ধু ধু মাঠের সবুজে৷
কপালে কব্জিতে লালসালু বেঁধে
এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক,
লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক,
পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক৷
হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত,
নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানী, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে
আর তোমাদের মত শিশু পাতা-কুড়ানীরা দল বেঁধে৷
একটি কবিতা পড়া হবে, তার জন্যে কী ব্যাকুল
প্রতীক্ষা মানুষের: “কখন আসবে কবি?’ “কখন আসবে কবি?’
শত বছরের শত সংগ্রাম শেষে,
রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
অত:পর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন৷
তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল,
হদৃয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার
সকল দুয়ার খোলা৷ কে রোধে তাঁহার বজ্রকন্ঠ বাণী?
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর-কবিতাখানি:
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম৷’
সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের৷
☆ নীলপরি .........স্রোতে ভেসে যেতে চাই
☆ আরাফআহনাফ "'ভাল লাগেনা' বিকিয়ে দেয়া "
☆ অভ্রনীল হৃদয় "প্রশ্নোত্তর"
☆ মিজানুর রহমান মিরান আকুলতা.....
☆ কলমের কালি শেষ লিখেছি যত প্রেম । (কবিতা)
☆ উল্টা দূরবীন মনোসন্ধির অবশিষ্ট স্বাক্ষর
☆ জুবায়ের হাসান রাব্বী কবিতাঃ তোমার ভাবনায়
☆ ফিরোজ প্রেয়সী সিগারেট ও প্রেম
☆ কল্লোল পথিক চন্দ্রগ্রহন
☆ রবাহূ্ত এখনো ঘাস ফড়িং এর পালকে রোদ!
☆ তন্ময় কে সাহা সেচ্ছা নির্বাসন
☆ ফয়েজ উল্লাহ রবি কবিতা-ফাল্গুন
☆ সােজোন বাদিয়া মানবতার প্রথম বিজয়
☆ রাবেয়া রাহীম ছিলনা কোথাও প্রেম!!
☆ আরাফআহনাফ সুখ - তুমি কী?
☆ প্রামানিক বেতন বৃদ্ধির মাইনকা চিপায়
☆ মো: ইমরান আল হাদী তুমি
☆ রুবাইয়াত নেওয়াজ দেবী (২৪)
☆ ভালোবাসার কাঙাল ভালো থেকো হলুদ পাখি
☆ লুৎফুরমুকুল মায়ের চিঠি!
☆ যাযাবর৮১ মরণ বাঁধ
☆ অতঃপর শুভ্র "কাঁটাতারে "বিদ্ধ" গণতন্ত্র"
☆ সুইসাইড সাইলেন্স এই যে সকাল টা !
☆ জ্যোস্নার ফুল (serious) সাংঘাতিক কাব্য
☆ সুজিত কুমার মোদক কষ্টের ডানা
☆ অগ্নি কল্লোল অণুকাব্য: প্রতিবাদ
☆ দীপংকর চন্দ কালের নিয়ম, পেরোয় না শীত সন্দেহাতীত এক মাঘে
☆ নীলপরি রঙ বেরঙ
☆ খায়রুল আহসান ফিরে দেখা
☆ ভ্রমরের ডানা পিরামিড কাব্য-৭ঃ ধোঁকাবাজির সফলতা
☆ তাসলিমা আক্তার হাত ছাড় হারামজাদা
☆ দীপংকর চন্দ কোথাও কোন তথ্য নেই
☆ খায়রুল আহসান বাতিঘর
☆ কল্লোল পথিক সব ভুলে যেও তুমি
☆ ভ্রমরের ডানা পিরামিড কাব্য-৬ঃ তুমি শীরে তাজ
☆ ঈপ্সিতা চৌধুরী হুল ফোটানো কাব্য ......
☆ আরাফআহনাফ হাজারো বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালী
☆ সোজোন বাদিয়া ভেড়া-কুকুর-শুয়োর এবং রাক্ষস
☆ সোজোন বাদিয়া বলুন সুশীল বুদ্ধিজীবীগণ, এ কোন্ নিরপেক্ষতার বয়ান?
☆ সোজোন বাদিয়া ‘নিরপেক্ষ’ বুদ্ধিজীবীগণের বাক্যবাগীশতা এবং বাংলাদেশে গণতন্ত্র হত্যা
☆ মিলন মাযহার আলোআঁধারি
☆ মোঃ সাইফুল্লাহ শামীম নির্বাচিত অনুকাব্য
☆পার্থিব পার্থ তোমার স্পর্শময় মায়াজালে
☆রাবেয়া রাহীম ঘুণে ধরা জীবন
☆আলোকিত অন্ধকারকম্পাভাব
☆শুদ্ধ রয় তোমার জন্য এ শব্দযোগ
☆আরিয়ান আরাফ কথোপকথন
☆নীলপরি স্বপ্নের কুঞ্জবনেই রাধার বাস
☆ক্লান্ত রিয়াদ ছন্নছাড়া আমি
☆রাবেয়া রাহীম অনুরাগ
☆রৌদ্র নীল সাজতে মানা
☆মাহাদী হাসান প্রেত প্রেমেই পূণ্য(?)
☆এস নবীন (সম্রাট) অভাব
☆কান্ডারি অথর্ব আমাকে তুমি আদর কর কাতান শাড়ি পরে
স্বাধীনতা তুমি - শামসুর রাহমান
স্বাধীনতা তুমি
রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি
কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-
স্বাধীনতা তুমি
শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা
স্বাধীনতা তুমি
পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।
স্বাধীনতা তুমি
ফসলের মাঠে কৃষকের হাসি।
স্বাধীনতা তুমি
রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।
স্বাধীনতা তুমি
মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী।
স্বাধীনতা তুমি
অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।
স্বাধীনতা তুমি
বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর
শানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।
স্বাধীনতা তুমি
চা-খানায় আর মাঠে-ময়দানে ঝোড়ো সংলাপ।
স্বাধীনতা তুমি
কালবোশেখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা।
স্বাধীনতা তুমি
শ্রাবণে অকূল মেঘনার বুক
স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন।
স্বাধীনতা তুমি
উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন।
স্বাধীনতা তুমি
বোনের হাতের নম্র পাতায় মেহেদীর রঙ।
স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার।
স্বাধীনতা তুমি
গৃহিণীর ঘন খোলা কালো চুল,
হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম।
স্বাধীনতা তুমি
খোকার গায়ের রঙিন কোর্তা,
খুকীর অমন তুলতুলে গালে
রৌদ্রের খেলা।
স্বাধীনতা তুমি
বাগানের ঘর, কোকিলের গান,
বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।
☆ ফয়েজ উল্লাহ রবি কবিতা- পাষাণ
☆ নূর মোহাম্মাদ আল-আমিন কবিতা - অশান্ত
☆ মোজাহিদ আলী মানবতা
☆ নীলপরি নিয়ম ভাঙব
☆ বিদ্রোহী ভৃগু অভিশপ্ত নাগরিক জীবন ~~ অধরা প্রকৃতি
☆ আরজু পনি ♣প্রেমনগর♣
☆ শরীফ আজাদ আমি পর্বতটাই বেছে নেই
☆ শরীফ আজাদ কারণ আমি মৃত্যুর জন্য দাঁড়াতে পারিনি
☆ খায়রুল আহসান এমন সুন্দর দিনগুলো (অনুবাদ কবিতা)
☆ রাবেয়া রাহীম নারী আমি
☆ আব্দুল্লাহ আল মুহীত কবিতা
☆ নিরাশ পরশ "নিরাশার পরশ"
☆ অভ্রনীল হৃদয় অপ্রাপ্তি
☆ বিবর্ন সভ্যতা তোকে ভুলতে ইচ্ছে করে ।।
☆ আরাফআহনাফ হাজারো বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালী
☆ মোঃ হাবিবুল্লাহ আমার রক্ত
☆ নীলপরি নিয়ম ভাঙব
☆ হোসাইন৪২ পালক
☆ হোসেন হৃদয় হৃদপিন্ড চেয়ে আবেদন
☆ আরিয়ান আরাফ চিরকুট
☆ মোটা ফ্রেমের চশমা কাপুরুষ
☆ Shajib Ahmed কবিতা-১
☆ আলভী রহমান শোভন মৃত্যুপুরী
☆ফারিহা নোভা উত্তরের অপেক্ষায় নীরব রাতের মগ্নতা
☆উল্টা দূরবীন বৃষ্টির দাগ
☆শরীফ আজাদ ভালোবাসার ভালোবাসা
☆রৌদ্র নীল চাওয়া শুধু এইতো
☆আহমাদ মাগফুর এভাবেই চিনেছি সময়
☆প্রলয় নীল হেলুসিনেটিং ড্রাগ
☆ হিরণ্য হারুনবৃক্ষছায়া
☆ উল্টা দূরবীন মুখোশের মন খারাপ!
☆ রেজওয়ান করিম চৈত্র বিড়াল
☆ আশিক হোসেননির্বাণের আগে
☆ সুখী পৃথিবীর পথে বোধহীন জীবন
☆ লীন প্রহেলিকা আরশি ভীতি
☆ রাবেয়া রাহীম এক দেহ দুটি প্রাণ
☆ দেবজ্যোতিকাজল ঈশ্বর খেলনা
☆ তেলাপোকা রোমেন ঘোরতর অকবিতা সমগ্র।
☆ মাহমুদুর রহমান সুজনআঁধার কাটেনি আজো
☆ অপর্ণা মম্ময় মেঘকালো টিপ কিংবা রসকলি
☆ মোঃ হাবিবুল্লাহ কবিতার ব্যবচ্ছেদ
☆ এক অন্ধ কবি এক অন্ধ কবি
☆ মোটা ফ্রেমের চশমা শেষ দিনগুলোর কাব্য
☆ চন্দ্ররথা রাজশ্রীঅবোধের জিগীষা
☆ আরাফআহনাফ তুমি অমন করে গ্রহণ করেছো
☆ রাবেয়া রাহীম যাতনা বাড়ায় অহর্নিশ
☆ আরকিস মল্লিক তোকেই ভালোবাসি
☆ সিফাত ও তার কবিতা আততায়ী
☆মধ্য রাতের আগন্তক তোমার জন্য প্রার্থনা
☆তানজির খান মৃত্তিকা (চতুর্থ অঙ্ক)
☆সোজোন বাদিয়া বিদায় গণতন্ত্র
☆রৌদ্র নীল শূন্যতা তোমাকে
☆নেয়ামুল নাহিদ তুমি কি বুঝ নি
সবশেষে রাজপুত্রের কবিতাঃ
☆কবিতার শেষরোদটুকুও আজ বিকিয়ে গেল
☆ পোড়ামুখো শহরতলীর শেষচিঠি তুমি সামান্য নও
☆ সবাই কবি নয় কেউ কেউ কবি। আমি একজন দাঁড়কাক।
☆ ধর্ম সহাস্যে বলিল, "তুমি বড্ডো বেহায়া, মানুষ"।
তনুর জন্য় একটা কবিতা হতে পারতো তনু
তোমার শরীরজুড়ে কতশত কবিতা। আমি তুলে নেই সবুজ রঙা অরণ্য। গভীর অরণ্য। রোদের ছিটেফোঁটা নেই। চারিদিকে স্তব্ধ অন্ধকার। আমি ঠাউরে উঠতে পারি নি। দম বন্ধ করা অনুভব ছাপিয়ে যায় কবিতার জন্য প্রেম। কালো লাল হতে থাকে। সবুজ অরণ্যে লাল। পতাকা ভাবি। এগিয়ে যাই। থোকায়থোকায় মাংস হাতে উঠে আসে। আশপাশ দিয়ে গাছেরা ফিসফাস করে।
তনু।
তনু মরে গেছে।
তুমি তোমরা ওকে মেরেছো।
খুবলে খেয়েছো। পিশাচ। নারীর মাংসে এতো লোভ। তোমার মায়ের মাংসে লোভ নেই? যে মাংসে তোমাদের সৃষ্টি। যতপারো খাও তো দেখি।
আমি লাল হাতে মেখে বসে আছি। চারপাশে কবিতা। জীবন্ত। নড়াচড়া করে। কেন জানি মনে হয় এগিয়ে আসছে। ধীরে। তবে আসছে। ভালো লাগছে না। ইচ্ছে করছে পাতা খাই। শব্দ খাই। তাজা নোনতা মাংস খাই। ছিড়েকুঁটে। নিজের মাংস।
বিশেষ ধন্য়বাদ বিজন রয়কে। কবিতা সংগ্রহে যার সাহায্য ছাড়া এই সংকলন অসম্ভব ছিল।
প্রচ্ছদ সহায়তায় আবু শাকিল।
ফেব্রুয়ারি মাসের সংকলন একটি কাব্যিক ভ্রমণ কবিতার উঠোন জুড়ে : সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন ফেব্রুয়ারি ২০১৬
০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
না তো। গল্পের সংকলন।
২| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০২
শায়মা বলেছেন: হায় হায় এসব গল্প নাকি!!!!!!
তাইলে কাব্য কাহাকে বলে!!!!!!!!
ভাইয়ু কবিতা কাহারে কয়?
০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কবিতা হেব্বি সুন্দর আপু।
৩| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
কথাকথিকেথিকথন বলেছেন: সংকলনের ভাল দিক হচ্ছে ভালো কবিতাগুলো উঠে আসে । এতে করে কবিতানুরাগীরা সহজেই ভাল কবিতাগুলো পায় । আপনার শ্রমসাধ্য পোস্টের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ।
ভালোর কাতারে আমারো একটা কবিতা দেখতে পাচ্ছি দেখছি ! ভাল লাগছে ।
শুভ কামনা রইলো ।
০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
শ্রম যতটাই আমার ঠিক ততোটাই বিজন রয়ের। ধন্যবাদ তাকে।
ভালোর কাতারে আপনি নিত্য উপস্থিত।
৪| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
শায়মা বলেছেন: কথাকথি আপুনি!!!!!!!!!!!!!
তুমি কিছুদিন এবসেন্ট ছিলে নইলে তোমার এই কাতারে আরও দু একটা কবিতা থাকতোই থাকতো!!!!!!!
০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
শায়মা আপু
একদম একমত। আরো সমৃদ্ধ হতো সংকলন।
৫| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
উল্টা দূরবীন বলেছেন: পুরো মার্চের সবগুলো কবিতা!! কষ্টসাধ্য কবিতা সংকলনের জন্য অনেক ধন্যবাদ। পোস্টটি নিঃসন্দেহে প্রিয়তে স্থান পাবে।
তবে আরেকটু কষ্ট করে যদি প্রত্যেক কবির নাম একবার দিয়ে তাঁর সব কবিতা নামের পাশে একসাথে দিতেন তাহলে আরো ভালো হতো। একজন কবির মার্চজুড়ে লিখা সবগুলা কবিতা নামের পাশে একবারেই পাওয়া যেত।
অনেক ধন্যবাদ এই পোস্টের জন্য। দূর্দান্ত কাজ করেছেন।
০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দুরবীন
কথাটা মাথায় থাকবে। তবে সব কবিতা নেই। অধিকাংশ এবং আমার ও বিজন রয়ের চোখে ভালোগুলো।
ধন্যবাদ জানাই বিজন রয় কে।
৬| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
কথাকথিকেথিকথন বলেছেন: ব্লগার বিজয় রয়কেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
হা হা হা জনাবা শায়মা ! গত মাসে একটু বেড়াতে গিয়েছিলাম, তাই অনুপস্থিত ছিলাম । আমার একটা বদভ্যাস হলো বেড়াতে গেলে সবকিছু রেখে যাই, শুধু নিজেকে নিয়ে যাই (তার মানে এই নয় যে জামা কাপড় নিয়ে যাই না) !!
০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
হা হা হা
কথা... আমি আবার পারি না। লেজুড়ে রয়ে যায় সবকিছু।
বিজয় / বিজন
৭| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
তাসলিমা আক্তার বলেছেন: বেশিরভাগই পড়া আছে। কিছু কিছু কিভাবে যেন চোখ এড়িয়ে গেছে। প্রিয়তে নিয়ে রাখলাম অবসরের সংগী হিসেবে। আর আপনাকে অনেক ধন্যবাদ।
আয়াসসাধ্যতার জন্য প্লাসতো রাজপুত্রের প্রাপ্যই
০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রিয় তসলিমা
কৃতজ্ঞতা প্রিয়তে নেওয়ার জন্য।
প্রাপ্য বুঝে পেলাম।
৮| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
তাসলিমা আক্তার বলেছেন: একটু যোগ করতে এসেছি, আন্তরিক ধন্যবাদ তিনজনকে।
ধন্যবাদ বিজন রয়
ধন্যবাদ আবু শাকিল
ধন্যবাদ দিশেহারা রাজপুত্র
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কষ্ট শ্রমের হিসেব শেষমেশ শূন্যে থামে এমনি এক মন্তব্যকারীর কারণে।
৯| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
আরজু পনি বলেছেন:
কবিতা সঙ্কলন ব্যাপারটাই আমার কাছে কেমন যেনো বেশি শৈল্পিক লাগে।
নিজেকে এমন সঙ্কলনে দেখতে সবসময়ই মন চায়
পোস্টটা চোখে পড়তেই বড় বড় চোখ করে খোঁজা শুরু করলাম ।
হতাশ হতে হতে হতে হতে
শেষে পাইলাম ...আমি ইহাকে পাইলাম
-----------
আমার কন্যা মূল মন্তব্যের শেষ লাইনটা পড়ে হাসছে ...
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
শৈল্পিকতা ছাপিয়ে যায় সন্তুষ্টি আপনাদের জন্য।
আপনাকে ঠাঁই দিতে পারা সম্মানের। এপ্রিলেরটাতেও আপনারর কবিতা চাই।
আপনার কন্যার জন্য শুভকামনা।
১০| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
আরজু পনি বলেছেন:
ঢাকার বাইরে ছিলাম দু'দিন আগে...যখন ফিরছি তখন দেখলাম রাস্তায় সেখানকার মেডিকেলের শিক্ষার্থী সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা মিলে বৃষ্টিতে ভিজে মানববন্ধন করে তনু হত্যার বিচারের দাবীতে দাড়িয়েছে।
জানিনা বিচারের বাণী নিভৃতেই কাঁদবে কিনা !
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সেটা চাই না। চাই বিচার হোক অমানুষদের।
আর কতো লুকোচুরি নিজের কাছে।
১১| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন: দুঃখিত । 'বিজন রয়' হবে, ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ ।
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কথাকথিকেথিকথন।
আমারো সর্টে /কথা/ বলা উচিত হয় নি।
ভালো থাকবেন আপু।
১২| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
মিজানুর রহমান মিরান বলেছেন: অনেকদিন ব্যস্ততার কারনে সামু থেকে দূরে ছিলাম। এসেই রাজপুত্রের সংকলনটা চোখে পড়লো। প্রিয় তে........
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দুরত্ব ঘুচুক। কাছে আসার গল্প কবিতা জ্যোৎস্না হোউক।
১৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:০১
প্রামানিক বলেছেন: শ্রমসাধ্য পোষ্ট দেখে খুশি হলাম। অমূল্য পোষ্ট, এরকম পোষ্টের মূল্যায়ণ কিভাবে করবো মাথায় আসছে না। তাই আন্তরিকতার সাথে অফুরান্ত ধন্যবাদ দিয়ে গেলাম।
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
উৎসাহিত হলাম। ভালোবাসা নিবেন।
১৪| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:০৫
বিজন রয় বলেছেন: আমি খুব করে চেয়েছিলাম আপনার এই পোস্টে প্রথম মন্তব্য করতে, এজন্য বার বার খেয়ালও রাখছিলাম। সন্ধ্যা ৬টা পর্যন্ত অপেক্ষায় ছিলাম। ঠিক আমি যখন ব্লগের বাইরে গেলাম তার একটু পরেই এই পোস্ট এলো।
আমার দুর্ভাগ্য!!
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আনি যে শ্রম দিয়েছেন এই পোষ্টের জন্য তা শব্দের সাধ্যের বাইরে। তাই শুধু কৃতজ্ঞতা। আর ভালোবাসা।
আমি দুঃখিত। আপনাকে ইনফরম করা উচিত ছিল।
১৫| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:০৭
শায়মা বলেছেন:
১৪. ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:০৫
০
বিজন রয় বলেছেন: আমি খুব করে চেয়েছিলাম আপনার এই পোস্টে প্রথম মন্তব্য করতে, এজন্য বার বার খেয়ালও রাখছিলাম। সন্ধ্যা ৬টা পর্যন্ত অপেক্ষায় ছিলাম। ঠিক আমি যখন ব্লগের বাইরে গেলাম তার একটু পরেই এই পোস্ট এলো।
আমার দুর্ভাগ্য!!
আহালে ভাইয়া!!!!!!!
আমার কাছে হেরে গেলে!!!!!!!!
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
হার জিত চিরদিন থাকবে
তবুও এগিয়ে যেতে হবে।
এরকম কিছু একটা।
নেক্সট টাইম মিঃ রয় জিতিবে।
১৬| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৪
আরাফআহনাফ বলেছেন: দূর্দান্ত ও শ্রমসাধ্য কাজ করেছেন আপনারা - প্রথমেই অঢেল ধন্যবাদ গ্রহণ করুন।
রাজপুত্র আর বিজন রয় - আপনাদের আরেকটি কাজের প্রশংসা না করে পারছি না - ভাল কবিতায় আপনাদের তড়িৎ মন্তব্য/আলোচনা/সমালোচনা -নিঃসন্দেহে ভাল কবিতাদের বেঁচে থাকার প্রধান অনুষঙ্গ।
ভালো থাকুন - নিজের আর কবিতাদের জন্য।
শুভ কামনা রইলো।
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
বারবার ধন্যবাদ।
কবিতা পড়তে ভালোবাসি। তাই মন্তব্য করি। অন্যকে উৎসাহিত করে নিজে অনুপ্রাণিত হই।
বিজন রয়কে অনেক অনেক ধন্যবাদ।
১৭| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:২১
জুন বলেছেন: এই মাসে মরি আর বাচি একটা কবিতা লিখবোই লিখবো দিশেহারা । আপনার এই অসাধারন সংকলন পোষ্টে আমাকে আসন পেতেই হবে । অনেক ভালোলাগা এই কষ্টসাধ্য পোষ্টে ।
+
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমিও চাই জুনাপুর কবিতা। অপেক্ষায় থাকলাম। নিরাশ করবেন না যেন।
১৮| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪১
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ধন্যবাদ প্রিয় রাজপুত্র, ধন্যবাদ বিজন'দা।
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ মোঃ সাইফুল্লাহ শামীম।
১৯| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫
আবু শাকিল বলেছেন: দারুন কর্ম ।
কাজ অব্যাহত থাকুক ।
পোষ্টে লাইক ,প্লাস এবং প্রিয় সব গুলাই করে নিলাম ।
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
শাকিল ভাই,
অনেক উৎসাহের কারণ আপনি।
স্রেফ বিশুদ্ধ ভালোবাসা নেন।
২০| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩২
গুলশান কিবরীয়া বলেছেন: প্রিয়তে রেখে দিলাম । দারুণ একটি কাজ করছেন আপনি - সাধুবাদ জানাই ।
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রিয়তে জায়গা পেয়ে খুশি খুশি অনুভব।
২১| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:১৫
আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,
ভালো লাগলো । +
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।
২২| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৭
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: তনু।
তনু মরে গেছে।
তুমি তোমরা ওকে মেরেছো।
খুবলে খেয়েছো। পিশাচ। নারীর মাংসে এতো লোভ। তোমার মায়ের মাংসে লোভ নেই? যে মাংসে তোমাদের সৃষ্টি। যতপারো খাও তো দেখি।
আমি লাল হাতে মেখে বসে আছি। চারপাশে কবিতা। জীবন্ত। নড়াচড়া করে। কেন জানি মনে হয় এগিয়ে আসছে। ধীরে। তবে আসছে। ভালো লাগছে না। ইচ্ছে করছে পাতা খাই। শব্দ খাই। তাজা নোনতা মাংস খাই। ছিড়েকুঁটে। নিজের মাংস।
কবিতাটা নিঃসন্দেহে প্রিয়তে রাখার দাবিদার।
আমার তিনটা কবিতা সংকলনে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে এবং অবশ্যই বিজন রয়কে।
ধৈর্য ধরে রাখার কৌশলটা শেখাবেন?
০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
তনুকে নিয়ে লিখেছিলাম কিন্তু আগ্রহ পাচ্ছিলাম না।তাই আলাদাভাবে পোষ্ট না দিয়ে এখানে আটকে দিলাম।
আপনি অনেক ভালো লেখেন। তাই স্বাভাবিক আপনার কবিতা থাকা।
আপনার নতুন লেখা আসছে কবে?
ধৈর্য - সেটা কি? রাজশ্রী।
বিজন রয়কে ধন্যবাদ।
২৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৭
সুমন কর বলেছেন: নির্বাচনে আরো সর্তক হতে হবে।
পোস্ট ডেকোরেশন সুন্দর হয়েছে। কষ্টসাধ্য পোস্টে +।
০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ঠিকাছে দাদা। মাথায় রাখবো।
ভালো থাকবেন।
২৪| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৮
মুসাফির নামা বলেছেন: কোন কালে একজন আমাকে বলল,তুমি তোমার জীবনে একটা ভাল কাজ করলে।
বললাম, কোন কাজটা?বলল গত সপ্তাহে ক্লাবকে যে সাহায্য করলে।
আমি বললাম,দুঃখিত জনাব,ওটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল।
০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মুসাফির
আপনি ক্যামন আছেন?
২৫| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
কষ্টসাধ্য কাজের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো থাকুন ভালোবাসা নিয়ে বাঁচুন।
২৬| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫২
দীপংকর চন্দ বলেছেন: শিহরিত করা ছবিতে, উন্মাতাল করা বিখ্যাত কবিতায় সাজানো এবং ভীষণ পরিশ্রমী কাজের প্রতি শ্রদ্ধা থাকছে।
শ্রদ্ধা জানবেন সুপ্রিয় রাজপুত্র, সুপ্রিয় বিজন রয়, সুপ্রিয় আবু শাকিল ভ্রাতাত্রয়।
প্রিয়তে থাকছে কবিতার গন্ধমাখা মার্চ।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়।
০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দীপংকর চন্দ
কিছু সম্মানের প্রতিউত্তর জানা নেই। আর সেটাই ভালো। যুক্তিযুক্ত।
বিজন রয় ও আবু শাকিল কে আমার পক্ষ থেকেও ধন্যবাদ।
আর আপনার জন্য শুদ্ধ প্রেমবোধ।
২৭| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১:২৩
নীলপরি বলেছেন: সুসজ্জিত অথচ পরিশীলিত অসাধারণ পোষ্টটা সব অর্থেই পরিপূর্ণ ।
পোষ্টে +++++++++
প্রিয়তে রেখেছি ।
আর নিজের নামটা দেখে আপ্লুত ।
@ বিজন রয় এবং @ আবু শাকিল
আপনাদের আলাদা করে ধন্যবাদ এতো পরিশ্রমী একটা কাজের সাথে যুক্ত থাকার জন্য । আপনাদের জন্যই এই সুন্দর পোষ্টটা পড়তে পারলাম ।
ভালো থাকবেন সবাই । খুব ।
০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রিয়তে ঠাঁই পাওয়াটা সৌভাগ্য।
তোমাদের ভালোলাগায় পোষ্ট এর পেছনের কষ্ট ঘুচে যায়।
ধন্যবাদ গৃহীত হল।
ভালো থেকো। সবসময়।
২৮| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১:৩০
নীলপরি বলেছেন: তনুর জন্য়একটা কবিতা হতে পারতো তনু জন্য় < জন্য হবে কি ?
যাহোক এটা কবিতাই হয়েছে । এটার জন্য আলাদা করে ++
০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ঠিক করতে পারছি না।
আর একটা + ভূত/ভূতনী পেয়েছি। আমার পোষ্টে করা মন্তব্যে কে যেন পরম যত্নে লাইক দেয়। একেবারে আগাগোড়া। হা হা।
২৯| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ২:০৫
কালনী নদী বলেছেন: কাব্য না গল্প, সায়মা আপুর সাথে আমিও দিশেহারা!
অনবদ্য সংকলন- গেম চেন্জার ভাইয়ের মতন, সংগ্রহে নিলাম! ভাবিষ্যতে নিলামের জন্য
০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
হা হা হা।
ইহা কবতে সংকলন। পাক্কা। ১০০% শিওর।
৩০| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৩
বিজন রয় বলেছেন: @ শায়মা............. জিতে কি লাভ পেলেন? লাভ = ভালবাসা? লাভ = মুনাফা? কোনটা?
@ জুন অাপা........ আপনি কবিতা লিখলে ভ্রমণ করবো কিভাবে? আর ভ্রমণ সংকলনে তো আপনি আছেন, তবে আপনার কবিতা আমি পড়েছি, ভাল লেখেন।
০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
উত্তর শায়মা আপুই দিক।
(যদি চোখগোচর হয়)
জুনাপু কিন্তু আজ একটা গল্প পোষ্ট করেছেন। অসাধারণ।
৩১| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: এত্ত কবিতা পড়ব কখন তাই প্রিয়তে রাখছি পরে সময় করে পড়ব
০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
পড়বেন কিন্তু। অবশ্যই।
৩২| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অসাধারণ কাজ।++
সারামাসের কবিতা একসাথে পেলাম। মিস করা কবিতাগুলো পড়া যাবে।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কবিতায় বুঁদ হয়ে থাকুন। ভালো থাকুন।
৩৩| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার। অনেক কবি এবং কবিতার সাথে নতুন করে পরিচিত হওয়া যাবে। অনেক ধন্যবাদ আপনাকে।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুন্দর বলেছেন।
শব্দঘোরে রাত কাটুক।
৩৪| ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩০
জেন রসি বলেছেন: চমৎকার আয়োজন। আপনার এই প্রচেষ্টা সাবাইকে আরো উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে।
০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সেটা আমারো উদ্দেশ্য। ইচ্ছে। ভালো থাকুন প্রিয় গল্পকার।
৩৫| ০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাপ রে এত্ত কবিতা......... !! আমার ও একখান ঠাই পাইছে দেখি! রাজপুত্র আইস্ক্রিম খাবেন? দারুন সংকলন ... সব পড়ি নাই... পড়বো সময় করে!
০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আইস্ক্রিম দেন। খাবো।
৩৬| ০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বিশাল বড় কাজ। সাথে পেলাম ‘লাইভ’ কিছু কবিতা।
... আর তনুর কথা না বললে তো কোন কোথাই বলা হলো না
শুভেচ্ছা... রাজপুত্র
০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মাঈনউদ্দিন মইনুল
ধন্যবাদ অনেক। আপনার উপস্থিতি ভালো লাগার কারণ।
তনু কি শুধুই দীর্ঘশ্বাস?
৩৭| ০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৩
আলভী রহমান শোভন বলেছেন: কষ্টসাধ্য একটা কাজ করে ফেলেছেন। বাহ ! অনেক ধৈর্য আপনার।
নিজের নাম খানা পোস্টে দেখতে পেয়ে ধন্য হলাম।
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ আপনাকে। আশারাখি সামনের মাসেও আপনার কবিতা ঠাঁই পাবে।
৩৮| ০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩০
চাঁদগাজী বলেছেন:
মার্চের প্রতিফলন ঘটেছে সংকলনে
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রতিফলন স্থায়ী হউক।
৩৯| ০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৭
তানজির খান বলেছেন: অনেক কষ্টের কাজ। কৃতজ্ঞতা জানাই।
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ।
৪০| ০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৯
কবি সুবর্ণ আদিত্য বলেছেন: মনে হচ্ছে শ্রম সার্থক......ভালো লাগলো সংকলনটি।
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো লাগা থাকুক। সবসময়।
৪১| ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ বা বিশাল কিব্যাক ভ্রমনে.. লাষ্ট কামরায় উঠলাম মনে হচ্ছে
দারুন কাজে ধন্যবাদ...
+++++++++
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সব কামরাই ফার্স্ট ক্লাস।
বিজন রয়কে ধন্যবাদ রইল।
৪২| ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
বার্তা বাহক বলেছেন: ইস্ আমারটা আসেনি। হয়ত আর একটুর জন্য! এপ্রিলের চলবে নাকি কাব্যিক ভ্রমণ?
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
হ্যাঁ হবে। আর চাই আপনার কবিতাও উঠে আসুক।
দারুণ সব কবিতা লিখুন।
৪৩| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৭
উদাসী স্বপ্ন বলেছেন: ব্লগে ইদানিং প্রচুর কবিতা পাওয়া যায়! মানও খারাপ না গড়পড়তায়!
০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
এটা ভালো দিক। আর ভালো মানেরও পাওয়া যায় বেশ কিছু। সামনের মাসে সেরাগুলোকে আলাদা করার ইচ্ছে আছে।
৪৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৪
সোজোন বাদিয়া বলেছেন: অসম্ভব ভাল, দুঃসাধ্য পরিশ্রমের কাজ। কৃতজ্ঞতা জানাতে দেরি করে আসাতে বড় অপরাধী লাগছে। গুরু রাজপুত্রের সথে বিজন রয় এবং আবু শাকিলকেও আন্তরের শুভেচ্ছা, ভাল থাকুন, দীর্ঘজীবী হোন।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ব্লগে কম পাচ্ছি কারণ কি?
কৃতজ্ঞতা বিজন রয় ও আবু শাকিল এর প্রতি।
৪৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫২
হাসান মাহবুব বলেছেন: এত এত কবিতা! দারুণ।
০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
হুম।
শুভকামনা।
৪৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৭
রিপি বলেছেন:
বাহ চমৎকার সংকলন। দেখেই বুঝতে পারছি অনেক পরিশ্রম করেছেন। আর কারো প্রোফাইলে যাবার দরকার নেই আপাতত। এখানেই সব আছে।
০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ওকে! অনলি আমার প্রোফাইল।
৪৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৩
নেক্সাস বলেছেন: আমার কবিতা নাই। দোষতো আমার
দারুন পরিশ্রমের কাজ।
ধন্যবাদ
০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
এপ্রিলে থাকবে।
৪৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৭
অপর্ণা মম্ময় বলেছেন: আহা এত কাজ করার সময় পান কখন! সাধুবাদ রাজপুত্র
০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সেটা বিজন রয় জানেন।
তাকে ধন্যবাদ।
৪৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ এক পোষ্ট
অনেক ভাল লাগল
০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ অনেক।
৫০| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:২৮
জ্যোস্নার ফুল বলেছেন: এক একটা মাস যায় আর কত কত কবিতা জমা হয়। কবিতাময় এই রাজ্যের প্রতি বিশাল ভালোলাগা। জয় হোক কবিদের, কবিতাদের, সঙ্কলনকারীদের।
রাজকন্যার কবিতা নাই ক্যান
০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
চিত্রতা ক্যামন আছে?
আর একটু রাগ জমুক একটু বর্ষায় ভিজুক সে রাগ। তারপর রাজকন্যা আসুক।
৫১| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০২
খায়রুল আহসান বলেছেন: রাজপুত্রের কাজ রাজপুত্রের কাজের মতই হবে, এতে অবাক হবার কিছু নেই। তবে কি পরিমাণ সময় ও শ্রম ব্যয় হয়েছে এ কাজ করতে গিয়ে, সেটা ভেবে সমীহ জাগে এমন কাজের প্রতি। একইসাথে প্লাস এবং প্রিয়তে।
@ রাজপুত্র, @বিজন রয় এবং @ আবু শাকিল, এই অমূল্য অবদানের জন্য আপনাদের তিনজনের প্রতি রইলো আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আমার পোষ্টে করা মন্তব্যে কে যেন পরম যত্নে লাইক দেয় -- আমিও ওসব ভূতের মধ্যে একজন!
অনেক মন্তব্য আর তার উত্তরে 'লাইক' দিয়ে গেলাম।
০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অনেক অনেক ভালোলাগা মন্তব্যে।
পোষ্টটার জন্য কৃতজ্ঞ অনেকের কাছে। সাথে তাদের কাছে যাদের কবিতা সুযোগ করে দিয়েছে সংকলিত করার।
ভূত এর জন্য ধন্যযোগ।
বিজন রয় ও আবু শাকিল ভাইএর প্রতি কৃতজ্ঞতা।
৫২| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৪
এহসান সাবির বলেছেন: সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন চলুক।
সাথে থাকব সব সময়।
ধন্যবাদ রয়'দা এবং শাকিল ভাই। আপনাকে নাইবা দিলাম এবার
শুভ কামনা রইল।
১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
পাশে পাবার নিশ্চয়তায় খুশি হলেম।
বিজন রয় এবং আবু শাকিল কে ধন্যবাদ।
জাতি মনে রাখবে।
৫৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৯
বিদগ্ধ বলেছেন: কাব্যিক ভ্রমণ শুরু হলো।
১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
নাজুকভাবে।
৫৪| ১৭ ই মে, ২০১৬ রাত ১২:০৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: আমার অনেক কাজে লাগবে পোস্টটা। ধন্যবাদ নিন!
১০ ই জুন, ২০১৬ দুপুর ১:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপনাকেও ধন্যবাদ।
৫৫| ১০ ই জুন, ২০১৬ রাত ১২:০৫
আমি তুমি আমরা বলেছেন: সিরিজ কি বন্ধ করে দিলেন নাকি?
১০ ই জুন, ২০১৬ দুপুর ১:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমিই বন্ধ হয়ে গেছিলাম।
৫৬| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৮
মানসী বলেছেন: বহুদিন কোনো লেখা পাই নি। মার্চের পর থেকে কাব্যিক ভ্রমণ পেলাম না। শরীর সুস্থ আছে তো ?
০৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অনেক কষ্টে ঠিক রেখেছি। ব্যস্ততা একরাশ। লিখবো দেখি। কিছু একটা।
৫৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৫
ভ্রমরের ডানা বলেছেন:
রাজপুত্র.....
ফিরে এসো.....
©somewhere in net ltd.
১| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
শায়মা বলেছেন: বাহ বাহ !!!!!!! কাব্য সংকলন ভাইয়া!