নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

||একদিন আমি আরণ্যক হয়ে যাবো||

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩১



অদ্ভুত বিস্ময়ে বুঁদ হয়ে ছেলেটা বলেছিলো
তুমি বরং নখে সবুজ আঁকো
আমার অরণ্য বড্ড ভালোলাগে।

মেয়েটি অবহেলার সুরে বলেছিল
তোমার সবুজ বুকে আমার লাল টিপ
তোমার ছায়া ছুঁয়ে আমি রঙিন হবো।

আচ্ছা, অরণ্য কি আকাশ ভালোবাসে?

জানি না তো
তবে আমি রোদ হবো
তোমার আজন্ম বাধ্য প্রেমিকা।

ছেলেটি হেসেছিল। আনন্দহীন।

মেয়েটি এক সবুজ পাখি দেখেছিল ছেলেটির চোখজুড়ে
কিছু কড়কড়ে রক্ত ছাপিয়ে গেছিল চেনা সবুজ।
হন্যেহয়ে নিজেকে খুঁজেছিল
শরীরহীন। অনুভবসর্বস্ব অরণ্য পেয়েছিল।

সেই যে ছেলেটি বলেছিল
একদিন আমি আরণ্যক হয়ে যাবো।

আজো সকাল হয়
চোখমুখে একঝাঁক রোদ মেখে
আরণ্যক লাল টিপ খুঁজছে।

মেয়েটি অরণ্য হচ্ছে।


উৎসর্গঃ প্রিয় আরণ্যককে। ওর একটি মন্তব্যেই উঠে এসেছিল একদিন আমি আরণ্যক হয়ে যাবো।
কবিতাটায় একটা ফেবু পোষ্টের ঘ্রাণ আছে। অল্প তবে আছে। নামধাম মনে নেই। তাই বলতে পারছি না।



মন্তব্য ১৫৫ টি রেটিং +২৩/-০

মন্তব্য (১৫৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৭

প্রামানিক বলেছেন: কবিতা ভাই হয়েছে।
১ম হইছি দুইজনের তরফ থেকে চা চাই।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
চা। হু হতেই পারে। চলে আসেন।
আর আসার সময় ভাবীর কাছ থেকে চা পাতা, চিনি, দুধ যা যা লাগে হাবিজাবিতাবি নিয়ে আইসেন। পানি আমি দিব। B-)

২| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: একদিন আমিও আরণ্যক হয়ে যাবো ।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ব্যাপারটা দারুণ। :)

৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪১

প্রামানিক বলেছেন: থুক্কু, কবিতা ভাল হয়েছে।
১ম হইছি দুইজনের তরফ থেকে চা চাই।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
বুঝছি।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪১

চাঁদগাজী বলেছেন:



অদ্ভুত অদ্ভুত সব ভাবনা

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

অদ্ভুত আমরা নিজেরাই।

৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪

মানসী বলেছেন: অদ্ভুত সুন্দর|

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অদ্ভুত ভালো লাগল।

৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৫

রিপি বলেছেন:
চমৎকার হয়েছে.... অনেক প্লাস।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি তো মাত্র ১টা পাইলাম।

৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫০

ইমরাজ কবির মুন বলেছেন:
বেশ সুন্দর হৈসে ||

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
:)
সুন্দর বেঁচে থাকুক।

৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫১

ছন্নছাড়া রিহান বলেছেন: দারুন

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

আপনি ছন্নছাড়া। :)

৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৫

কিরমানী লিটন বলেছেন: আবেগের অতল ছুঁয়ে গেলো , অনেক ভাললাগা ...

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ছুঁয়ে দিক সমুদ্র তল।
ভালোবাসা জানবেন।

১০| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩০

মুসাফির নামা বলেছেন: অনবদ্য অরণ্যক।

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আরণ্যক সত্যিই চমৎকার।
কবিতার ব্যাপারে কিছু বললেন না যে? ;)

১১| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২০

মিজানুর রহমান মিরান বলেছেন: চা পাতা, চিনি, দুধ যা যা লাগে হাবিজাবিতাবি সব দিমু আমি, পানিও দিমু! আপনার বাসায় গ্যাস আছে তো?! হা হা!

রাজপুত্রের কবিতায় কোনো মন্তব্য হবে না!

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

এই নেন। খুশি তো?

১২| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১৩

কালনী নদী বলেছেন: sssSSSsss The TaLkiNg Tree

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভুই পাই। 8-|

১৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:২৭

ফেরদৌসা রুহী বলেছেন: চা, চিনি, দুধ সবই নিয়ে আসতে হবে চা খেতে হলে :( বুঝছি আপনি মেহমানদারি করেন না।

কবিতা ভালো লাগছে।

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মন্তব্য রিপোর্টেড। B-))

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন:

১৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩০

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লেগেছে ।আর আপনার কবিতা সবসময়ই ভাল লাগে

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

জেনে ভালো লাগছে সোহেল। :)

১৫| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৮

কালনী নদী বলেছেন: sssSSSSsss Whisper Like TreeS are TalkinG ssssSSSSsssss

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

পছন্দ হইছে। ;)

১৬| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৯

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: মেয়েটি অরণ্য হচ্ছে! দারুণ কল্পণা। অরণ্যে এবার না ডুবলেই না।

শুভকামনা রইলো। :)

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অরণ্যের পেয়ালায় সবুজ মুগ্ধতা পান।

১৭| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০০

কালনী নদী বলেছেন: OkaY CheerS EverYoNe! ForesT Gunna Laughter inTo EcHo.

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:

নদী,
পানি দেন। :)

১৮| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৯

সাথিয়া বলেছেন: কবিতা ভালোলাগলো ++++++

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ভালোলাগা রইল। অযুত।

১৯| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৭

উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো।

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন:

:)

২০| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫০

কথাকথিকেথিকথন বলেছেন: একজন আরেকজনের মাঝে কত কিচ্ছু যে খোঁজে !! সুন্দর কবিতা । ভাল লেগেছে ।

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:

এতো খুঁজেও অনাবিষ্কৃত থেকে যায় কতকিছু। ভালো থাকুন।

২১| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৬

গেম চেঞ্জার বলেছেন: কাব্যের পুর্ণতা কালনী নদী'র ২য় ছবিতে পেলাম যেন। উনার আপলোডকৃত ছবিগুলো বেশ লেগেছে। :)

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কবিতা ভালো লাগে নাই? X(


কালনী নদী
ধন্যবাদ ভ্রাতা।

২২| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৬

মিজানুর রহমান মিরান বলেছেন: চায়ের স্বাদ ঠিক আছে, সাথে কবিতারও!
খুশি হইছি... :D

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:

খুশি আসুক আপনার জীবনে। ;)

২৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অরণ্যে শ্বাপদ থাকে ;)

কর্পোরেট থাবায় এখন অরণ্যও নিরাপদে নেই। সুন্দরবন দেখেন না কি বিপদে :)

কবিতায় ++++++++++++++++++++++

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:

তাই তো আরেকটা অরণ্য বাড়াচ্ছি।
শ্বাপদ ধর্ষণ করে না। এটা ভালো দিক।

২৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১১

কালনী নদী বলেছেন: ভৃগু ভাই, চল ককটেল বোমা নিয়া রাজপথে যাই!
i also hate corporate and that pic is the last but not the least ;)

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
নদী ভাই ছবিতে প্রেম হয়ে গেল। নিয়ে রাখলাম। কিছু লিখতে ইচ্ছে করছে।। অস্থির।

২৫| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:

লজ্জা পেলাম। ;)

২৬| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৬

গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন:
কবিতা ভালো লাগে নাই?
X(


কবিতা আসলেই ভাল লাগে নাই। ;) ;)

তবে ঈর্ষা লেগেছে। :P

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

হা হা :)

আমারো লাগে। গল্পগুলোতে। জান্তব ঈর্ষে। ;)

২৭| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩১

মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে বাহ ....
ভালোবাসায় সব ই সম্ভব
মিস্টি লেখা :)

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
পু
তুমি একটা শান্ত হাওয়া।

২৮| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫০

কালনী নদী বলেছেন: লিখতে থাক ভাইয়ু, আমি অপেক্ষায় থাকলাম।

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

অপেক্ষা বেঁচে থাকুক।

২৯| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫২

রাজসোহান বলেছেন: অদ্ভুত বিস্ময়ে বুঁদ হয়ে ছেলেটা বলেছিলো
তুমি বরং নখে সবুজ আঁকো
আমার অরণ্য বড্ড ভালোলাগে।

গতকাল ফেবুতে এই লাইনটা একজন শেয়ার করেছিলো। আমি আবার ভাবলাম ঐটা আপনারই আইডি নাকি! জিজ্ঞেস করতেই বললো লেখাটা ব্লগ থেকে নেয়া, তখন স্ট্যাটাস এডিট করে কার্টেসি দিলো :P

যাই হোক, "নখে সবুজ আঁকো" এই ভিজুয়ালাইজেশনটা খুবই রোমান্টিক লেগেছে। পুরো কবিতার চেয়ে এই একটা লাইনে ডুব দেয়া যায় অনায়াসে। প্লাস :)

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
লিংকখান দেন। ঘুরে আসি।


আমার থিমটাও আরণ্যক এর মন্তব্য আর একজনের ফেবু পোষ্ট থেকে পাওয়া। বাট তার আইডি মনে নাই।

আপনি ডুব দেন। আমি ভায়োলিন বাজাই।

৩০| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৬

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:

মুঠোভরতি রোদ্দুর দিলাম।

৩১| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৯

সুমন কর বলেছেন: পড়তে বেশ লাগল। +।

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:

অযুত ভালোলাগাবোধ।

৩২| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১০

নীলপরি বলেছেন: আজো সকাল হয়
চোখমুখে একঝাঁক রোদ মেখে
আরণ্যক লাল টিপ খুঁজছে।

মেয়েটি অরণ্য হচ্ছে।


অ সা ধা র ণ স্বপ্ন যেন একটা কবিতার রূপ নিয়েছে । +++++++++++++++

আচ্ছা এই কাব্যিক পরিস্থিতিটা যদি কিছুটা বাস্তব হত , তাহলে আরণ্যক রাখাল কি করতেন ? হয়ত ....মেয়েটি অরণ্য হতে থাক , আমি ততক্ষণ সামুতে ক্রাশ পোষ্টটার আপডেট করে আসি । নাহলে বলতেন , লাল বাদে সবুজ , নীল , হলুদ ..... বাকি রঙিন টিপবতীদের বা টিপহীনদের দেখতে থাকি । তুমি অরণ্য হতে থাকো । :)

@ আরণ্যক রাখাল ; দয়া করে নিজ গুণে মাফ করবেন । হঠাৎ মাথায় আসল , তাই শেয়ার করলাম ।



আর স্বয়ং রাজপুত্র হলে .......................অনেকদিন রাজকণ্যার জন্য কবিতা লেখা হয় না । বৃষ্টি আসছে , সেই সাথে কবিতাও আসছে , রাজকণ্যার জন্য একটা কবিতা লিখি , তারপর পোষ্ট , তারপর প্রতিউত্তর ................, তারপর আবার নীলাদ্রিতা ........... তারপর..............তারপর তারপর ...............আরো কে কে ........আরো কি কি ................ ততক্ষণ মেয়েটি অরণ্য থেকে মহারন্য হতে থাক ।
উফ আর ভাবতে পারছি না ।
@ রাজপুত্র ; মাফ চাইবো না । ইচ্ছে হোলো তাই বললাম । ব্যস । :)

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
তোমারে ধরে রিখটার স্কেলে ৯ মাত্রার ঝাঁকুনি দিতে পারতাম। :)

হুম বৃষ্টি আসছে। রাজকন্যার তীব্র ঘ্রাণাভূতি ছড়িয়ে পড়ছে। কবিতা জন্মাবেই।
কিন্তু এঈ যে নীলাদ্রিতা। আমার কোন কবিতায় প্রথম এসেছিল হুম? ওর কারণ আমি না। কারো সূর্যাস্ত তার কারণ।

এতো ভাবো কিভাবে। কত কত কি কি! যেখানে শূন্য যতো তীব্র সেখানে সংখ্যাটা ততো ভারী।

আরণ্যক তার উত্তর দেবে।

৩৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৮

নীলপরি বলেছেন: তাই ? :)

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

কিসের জন্য তাই তা বুঝলাম না। তবু তাই।

৩৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৬

তাসলিমা আক্তার বলেছেন: কবিতায় ভালোবাসার স্পর্শ, অরন্যের আর সবুজের স্পর্শ। মন ছুঁয়ে গেলো।

অ:ট: কালনী নদী ছেলেটাকে ধইরা পিটানি দিতে হইব। এর মাথায় কি সুন্দর সুন্দর আইডিয়া কিন্তু সে লেখে কম। একদমই আইলসা, চর্চা করেনা :( :(

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
তসলিমা আক্তার
আপনার মনচিহ্ন দেখতে পাচ্ছি।


আপনি পিটান আমি পাহারা দিতেয়াছি। :)

৩৫| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৫

নীলপরি বলেছেন: একজনের কাছ থেকে শিখেছি
কায়দা প্রশ্ন এড়ানোর
তাই দায় নেই
আমারো উত্তর বোঝানোর ।

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

তাও কিছু শিখিয়েছি। ভাবতেই ভালো লাগে। ;)

৩৬| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

কালনী নদী বলেছেন: বোজলাম না! আমার লাস্ট ছবিটা প্রামানিক ভাইয়ের টার মতন নড়েচড়ে না কেন?
এখন মন্তব্য দিয়ে ঠেকায় পড়ছি, ডিলিটও করতে পারছি না। খোব মজার একটি এনিমেসন ছিল। আপু,

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:


ডিলিট করে দিলাম। :)
এনিমেশন খান দেখতে মুঞ্চায়।

৩৭| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

ভ্রমরের ডানা বলেছেন: অসাধারন!!!

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

আপনিও সাধারণ না ডানা।

৩৮| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

দীপংকর চন্দ বলেছেন: মেয়েটি অরণ্য হচ্ছে।

সমাপ্তিরেখা ছুঁয়ে গেলো মন!

শুভকামনা কবি। অনেক।

অনেক ভালো থাকবেন। সবসময়।

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

সত্যিই অরণ্য হচ্ছে। এতো গভীর। আমি আগে দেখি নি। জমাট রহস্য।

৩৯| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৯

আরণ্যক রাখাল বলেছেন:
জানি না তো
তবে আমি রোদ হবো
তোমার আজন্ম বাধ্য প্রেমিকা।

অসাধারণ কিছু লাইন। পুরো কবিতাটাই সুন্দর। কিছু বলার নেই।
@ নীলপরী, আমি আর ভুলেও ক্রাশ খাবো না কারও প্রতি ;)
লাল বাদে সবুজ , নীল , হলুদ ..... বাকি রঙিন টিপবতীদের বা টিপহীনদের দেখতে থাকি । তুমি অরণ্য হতে থাকো ।
নেভার! আমি খুব চরিত্রবান ছেলে, আমার আম্মু বলে :P সুতরাং নো চিন্তা।

০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

খালাম্মা আপনারে রাজনীতি ডাকে। :`>

কবিতার প্রশংসায় আমার ৫খনা মুখ গজালো। :)

৪০| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৯

ফারিহা নোভা বলেছেন: অনেক সুন্দর লাগল।
:)

০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

আমারো তাই ধারণা। :)

৪১| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫

সোজোন বাদিয়া বলেছেন: নাঃ, কিছুই মাথায় ঢুকল না গুরু। কী আর করি :(

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অনেক কিছু।
সবাই গভীর হচ্ছে। রহস্য বাড়ছে। সম্পর্কের দুর্ভেদ্যতা জটিল হচ্ছে। গহীন অরণ্যের মতো।

এখন আর আকাশ দেখা যায় না।

ছবির লাল বৃক্ষ। রক্তপাত হচ্ছে। গাছনিধন।

৪২| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৩

রাজু বলেছেন: আবেগে কন্দালাচি! অসাধারন একটা কবিতা +++++

০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

রাজু আবেগী। :)

৪৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: দুর্দান্ত হইছে।
প্লাস।

০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন:

চন্দ্ররথা
ভালো থাকবেন। ছন্দময়।

৪৪| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৪

জুন বলেছেন: আমারও আরন্যক হতে ইচ্ছে করে দিশেহারা , এমন সবুজ বনানী ঘেরা আরন্যক যেখানে গভীর নিদ্রায় নিদ্রিত আমাদের সহ পর্যটক।
কটকা বীচ, সুন্দরবন। ধ্বংসের অপেক্ষায় হয়তো কাল গুনছে এই স্বর্গীয় বনরাজি ।
কবিতায় অসংখ্য ভালোলাগা রইলো ।
+

০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
লাল রঙা অরণ্যদৈত্য আমাদের সৃষ্টি।
নিজেদের মৃত্যুকূপে হারাবে শত সবুজ।

আরণ্যক হই সবাই। কাজে কর্মে।

৪৫| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৫

অঘ্রান প্রান্তরে বলেছেন:


মেয়েটি এক সবুজ পাখি দেখেছিল ছেলেটির চোখজুড়ে
কিছু কড়কড়ে রক্ত ছাপিয়ে গেছিল চেনা সবুজ।
হন্যেহয়ে নিজেকে খুঁজেছিল
শরীরহীন। অনুভবসর্বস্ব অরণ্য পেয়েছিল।



হয়তো জীবিতদের ভিড়ে, মৃতু এক ভেসে এসে... কক্ষ থেকে কক্ষের ভিতরে, চুপে দাড়িয়ে দেখে চেয়ে... পৃথীবির সেই ধূলো রাঙা রাজপথ অার........................................

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:

শুরুতে সবুজ শেষে লাল। রক্তিম প্রেমে মৃত্যু অনিবার্য।
ধূলো রাঙা রাজপথ খালি পড়েরবে। মাত্র একটা মৃতদেহের জন্য তার কান্না জীবিতদের মৃত্যু এনে দেবে।

৪৬| ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

কালনী নদী বলেছেন: অনেক ধন্যবাদ কমেন্টি রিমোভ করায়, কে বলে আপনাকে দিশেহারা- তোমাকে পেয়ে আমি সর্বহারা!
বিশ্বাস হয় না? এই দেখ,

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

রোমান্টিক অনুভব। :)

৪৭| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৮

কল্লোল আবেদীন বলেছেন:






অনেক ভাললাগা রেখে গেলাম।

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালোলাগায় অানন্দানুভব।

৪৮| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৯

উল্টা দূরবীন বলেছেন: অনেক সুন্দর। খুব ভালো লিখেছেন।

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
তাপ ঝরছে। আকাশ পরাধীন সূর্যের কাছে। আর আমি পরাধীন পাঠকের ভালোলাগায়।

৪৯| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪২

জেন রসি বলেছেন: কবিতায় মনে হয় একটা রোমান্টিক টুইস্টের আভাস পাইলাম!

ভালো লেগেছে রাজপুত্র ভাই।

আছেন কেমন?

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
একটু না বেশ একটু।

অরণ্য হারচ্ছে অবয়ব কিন্তু তার রহস্য ছড়াচ্ছে। সর্বত্র।
তার অন্ধকার গহীন অজানা চরিত্র ধীরে ধীরে পেয়ে বসছে আমাদের।
সবুজ পাচ্ছি না। লাল হচ্ছি।

প্রেম এসেছে পাঠকের জন্য। তারা যাতে পুলকিতও হয়।


আমি খুব একটা ভালো থাকি না। আর আমার নিজস্ব অতি সাধারণ ধারণা খুব ঝামেলা করে। বুঝাতে পারলাম না! :(

৫০| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৮

নিরল হৃদয় বলেছেন: বিষদ ভরা ভালোবাসা।


আচ্ছা, অরণ্য কি আকাশ ভালোবাসে?

বাসে কি?????????????

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:


অরণ্য হয়তো বাসে। তবে শুধু তার জন্যেই। তাইতো গহীণে আকাশ হারিয়ে যায়।

৫১| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৩

আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,




লাল সবুজের আরণ্যকতা কবিতার গায়ে । +

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন:

গন্ধ পাই। চোখে পাই না। তাই খুঁজে মরি।

৫২| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫১

উর্বি বলেছেন: দারুন

১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:


ভাবতেই ভালো লাগছে।

৫৩| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:



সুন্দর কবিতা।

১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

:)
শীতল ভালোবাসা নেন।

৫৪| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১০

আমিই মিসির আলী বলেছেন: মেয়েটি অবহেলার সুরে বলেছিল
তোমার সবুজ বুকে আমার লাল টিপ
তোমার ছায়া ছুঁয়ে আমি রঙিন হবো।

বাহ্!
কবিতা তো চমৎকার হইছে।

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:


এইটাতো সুখবর। :)

৫৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৮

বিজন রয় বলেছেন: প্রতিদিনটাই নতুন। তাই পাওয়ার অনেক কিছুই আছে।
+++

কেমন আছেন?

২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

তা ঠিক। তবে বিভত্স আছি। :(

৫৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

নেক্সাস বলেছেন: মেয়েটি তবে বৃক্ষ মানব। সুন্দর কবিতা

২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
বৃক্ষ হোক। সবুজ হোক।
ধন্যবাদ।

৫৭| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৬

এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল :)

২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
নববর্ষের শুভেচ্ছা।
ভালো থাকুন। সবসময়।

৫৮| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

কল্লোল পথিক বলেছেন: আমিতো নিষিদ্ধ ছিলাম।
তাই লাষ্টু হইলাম।

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
Good to see u.

৫৯| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৮

জ্যোস্নার ফুল বলেছেন: রাজপুত্র কেমন আছেন? রাজকন্যা কেমন আছে?

কবিতা বরাবরের চেয়েও ভালো হইছে।

৬০| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: অসাধারন লেখনী।

৬১| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

আমিই মিসির আলী বলেছেন: কবির কবিতা ছাপা হইতেছে না কেন?

০৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছাপাখানা বন্ধ ছিল।

৬২| ১১ ই মে, ২০১৬ রাত ৮:৩২

মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: অসাধারন হইছে!!!

৬৩| ১২ ই মে, ২০১৬ সকাল ১০:০০

গেম চেঞ্জার বলেছেন: আরণ্যক হয়েই গেছেন নাকি?? কই??? :| :|

৬৪| ১২ ই মে, ২০১৬ দুপুর ১:৪০

তামান্না তাবাসসুম বলেছেন: বাহ! অসাধারণ!

১৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

:)

শুভকামনা।

১৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

:)

শুভকামনা।

৬৫| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:১৭

বিজন রয় বলেছেন: আপনার খবর কি?
কোথায় হারালেন।

মিস করছি।

৬৬| ২৯ শে মে, ২০১৬ রাত ১:১১

মহা সমন্বয় বলেছেন: কোথায় হারালেন দিশেহারা রাজপুত্র?
আমরা আপনার কবিতা মিস করছি।

০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ফিরলাম বোধহয়।

৬৭| ৩১ শে মে, ২০১৬ রাত ১০:০১

কালনী নদী বলেছেন: আপনি কোথায়? অনেকদিন কোন খবর নেই ভাইয়া! আশা করি ভাল আছেন।

৬৮| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩৩

কালনী নদী বলেছেন: আপনি লাইক দিয়ে নীরব হয়ে আছেন কেন???

সত্যি ভাই মিস করছি!!!

১০ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনাদেরো মিস করি তো। :(

:)

ব্যাপার টা ভালো। সবাই সবাবাই কে মিস করে

৬৯| ১০ ই জুন, ২০১৬ দুপুর ১:১৮

শায়মা বলেছেন: কোথায় থাকো ভাইয়ুমনি!!!!!!!!!!

১০ ই জুন, ২০১৬ দুপুর ১:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: বাড়িতেই। ;)

ক্যামন আছো আপুমণি?

৭০| ১০ ই জুন, ২০১৬ দুপুর ১:৫৮

শায়মা বলেছেন: আমি তো ভালো! অনেক অনেক আনন্দে আছি!!!!!!:)

১০ ই জুন, ২০১৬ দুপুর ২:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
তুমি তো চিরসবুজ। :)

৭১| ১১ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪২

বিজন রয় বলেছেন: কেমন আছেন?
অনেকদিন আপনাকে দেখি না।

১৪ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: উঁকিঝুঁকি দিচ্ছি। ফিরবো আবার। আপনি ভালো আছেন তো?

৭২| ১১ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: তুমি আরণ্যক হলে আমি হব বাকিটা - রাখাল
সাথে নিয়ে বনের সকল পাখ পাখাল ।
চমৎকার হয়েছে কবিতা ।

রইল অনেক শুভেচ্ছা ও শুভকামনা ।

২০ শে জুন, ২০১৬ বিকাল ৩:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর মন্তব্যে ধন্যবাদ। :)

৭৩| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৪:২১

বিজন রয় বলেছেন: আপনাকে এ মুহূর্তে ব্লগে দেখতে পাচ্ছি।
নতুন লেখা দিচ্ছেন তো?

সামু খুব স্লো, সেজন্য ভাল লাগে না।
কবিতা সংকলন কিন্তু আবার করতে হবে।

৭৪| ১৭ ই জুন, ২০১৬ রাত ৮:১৪

আরণ্যক রাখাল বলেছেন: কৈ তুমি?
হারিকেন দিয়ে খুঁজলেও পাওয়া যায় না।
ব্যাপার কী!!

০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
এইবার জ্বালো।

৭৫| ২৪ শে জুন, ২০১৬ দুপুর ১:১৪

বিজন রয় বলেছেন: ফিরে আসেন দিশেহারা।

৭৬| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৪

বিজন রয় বলেছেন: আপনার খবর কি?
ব্যস্ততা কমলো?

০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
এইতো। ফিরলাম বোধহয়। :)

৭৭| ০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০২

অপু দ্যা গ্রেট বলেছেন:

আমি মিষ্টি পছন্দ করি

তাই এত মিষ্টি হজম এ সমস্যা হয়নি .......

তবে খুব বেশি মিস করছি একজন কে.....

++++++

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কারো জন্য শূন্যতাবোধ। এটা একধরণের ভালোলাগানিয়া অনুভূতি। :)

৭৮| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩৬

খায়রুল আহসান বলেছেন: ভালো লাগা কয়েকটি পংক্তিগুচ্ছঃ
১। তুমি বরং নখে সবুজ আঁকো
আমার অরণ্য বড্ড ভালোলাগে
-
২। তোমার সবুজ বুকে আমার লাল টিপ
তোমার ছায়া ছুঁয়ে আমি রঙিন হবো।
-
৩। ছেলেটি হেসেছিল। আনন্দহীন। -
৪। আজো সকাল হয়
চোখমুখে একঝাঁক রোদ মেখে
আরণ্যক লাল টিপ খুঁজছে।

মেয়েটি অরণ্য হচ্ছে।

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালোলাগাটা লেপে নিলাম সকালের বুকে পিঠে। ভালো থাকবেন। অযুত।

৭৯| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫২

অদৃশ্য বলেছেন:



এই লিখাটির শিরোনামটা আগে চোখে আটকালো তাই এখানেই ঢুকে পড়লাম... ভালো লেগেছে লিখাটি...

শুভকামনা...

১৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালোলাগায় সিক্ত হলাম।

৮০| ১০ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১২

মেহেদী রবিন বলেছেন: অনেক সুন্দর।

৮১| ১০ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১৫

মেহেদী রবিন বলেছেন: অনেক সুন্দর

১১ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ রবিন।

১১ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ রবিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.