নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

সুতোহীন কালোরঙ শরীরটায় নারকীয় শব্দবুনি

১১ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪৫



বারকয়েক ইচ্ছেদের শাসানি করোটির মধ্যে নিকোটিনিক রক্তের ছোটাছুটি ফিরে তাকাই ঘরকুনো অদৃশ্য তুমির দিকে। শব্দহীন। এগিয়ে যাই। নগ্ন তোমায় ঘুরিয়ে ফিরিয়ে দেখি। নাহ্। চেনা স্বাদে তৃপ্তি নেই। আমার নতুন মাংস চাই। নতুন চোখ। মুখ। বুক। নতুন। একেবারে আনকোরা।

রাত ১২ টা ৫। রাস্তায় নষ্ট সমাজ। গা বাঁচিয়ে চলি। শকুন চোখ খোঁজে তাজা মাংস। আহ্। আজ আবার রক্তেমাখামাখি হবো।

রাত্রি। সুতোহীন কালোরঙ শরীরটায় নারকীয় শব্দবুনি। রাস্তার শক্ত বুক ভিজে যায়। পৌরুষ প্রমাণে আজ জনা কয়েকের আর্তস্বর নুয়ে পড়ে ঝুপড়িঘরের কাঠখড়িতে।

ফিরতি পথে তৃপ্তির ঢেকুর মনে করায় পকেটে সিগারেটটা এখনো রয়ে গেছে।

মন্তব্য ৭০ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১২:৫১

সুমন কর বলেছেন: অনেক দিন পর...........বেশ হয়েছে। ভালো লাগা।

১১ ই জুলাই, ২০১৬ রাত ১২:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)
আপনার মন্তব্যও পেলাম অনেকদিন পর।
ভালোলাগাটা উৎসাহিত করলো।
শুভকামনা।

২| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১:০৪

বনানী খন্দকারউ বলেছেন: ভালো লাগলো বেশ

১১ ই জুলাই, ২০১৬ সকাল ৭:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ বনানী।
শুভ সকাল।

৩| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১:০৮

কালনী নদী বলেছেন: সেই যে কবিতার কথা বলে হারালেন আর আজকে আপনাকে পেলাম। শুভ হোক আপনার পথচলা।

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
পাওয়াটাই সবকিছু। তাই তো?
ভালো হোক আপনার আগামী।

৪| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১:১৬

আবুল হায়াত রকি বলেছেন: ঐশ্বরীক শব্দমালা।

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভেতরের আমিটাও যেন ঐশ্বরিক হয়। :)

৫| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১:৪০

জেন রসি বলেছেন: ডার্ক থিম। বেশ গভীর। ভালো লেগেছে।

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: রসি। :)

মানুষ খুববেশি প্রেডিকটেবল আজকাল।

৬| ১১ ই জুলাই, ২০১৬ সকাল ৯:২৫

হাসান মাহবুব বলেছেন: ছোট্ট লেখাটিতে আঁধারের ঝিকিমিকি দেখলাম। অসুন্দর, কিন্তু আকর্ষণীয়।

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: অসুন্দর, কিন্তু আকর্ষণীয়।
++++++
ধন্যবাদ হামা ভাই।

৭| ১১ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪৩

জুন বলেছেন: কি ভয়ানক দিশেহারা :-&
ভয় পেলাম দারুন সাথে লেখাটি আকারে হ্রস্ব হলেও ওজনদার :)
+

১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)
আমরা দিনকেদিন ভয়ানক হয়ে যাচ্ছি যে। পিশাচশ্রেণী।

ভালো থাকুন আপু। সবসময়।

৮| ১১ ই জুলাই, ২০১৬ সকাল ১০:১৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আপনার ফিরে আসা শুভ হোক।
গুনে ধরা সমাজের অনেক অন্ধকার দিক থেকে একটি দিক নিয়ে আলোচনা করেছেন। কবিতা ভালো হয়েছে।

১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ শামীম।

অন্ধকারে ডুবে না যাই।
আলো খুঁজি।

৯| ১১ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪৮

আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,



সবসময় এমন দিশেহারা হলে , চলে ?

রাস্তায় নষ্ট সমাজ। গা বাঁচিয়ে চলেন অথচ নধরকান্তি কামগন্ধে ভরা মাংশের স্বাদও পেতে চান ! দিশেহারা বলেই কি ?

এখন তো বলতেই হয় ---- পথিক তুমি কি পথ হারাইয়াছো ?

১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
নাতো। একদম না।

মুখোশধারী 'আমি'। নষ্ট সমাজের কারণ যে সযত্নে এড়িয়ে যায় তার অন্ধকার দিক। তবে প্রয়োজনে নর্দমায় মুখ গুঁজে দিতেও দ্বিধা করে না। এড়িয়ে চলছে হাই টোন সোসাইটির পোশাকি বেশে কিন্তু ঝুপড়ির আড়ালে পশু হয়ে ওঠে।

১০| ১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৮

নীলপরি বলেছেন: কালো ক্যানভাসে সাদা বাস্তব । ++

১১ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ঠিক ধরেছো।

১১| ১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর +

১১ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো থাকবেন ফাতেমা।

১২| ১১ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪৮

আলভী রহমান শোভন বলেছেন: অসাধারণ লাগলো। :)

এত দিন কই ছিলেন? :(

১২ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সাধারণ শুভকামনাইই নি। :)

ব্যস্ত।

১৩| ১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: বাহ খুব সুন্দর। এখন মনে হয় লেখালেখি কম করেন?
নিয়মিত অনেক সুন্দর সুন্দর লেখা আমাদের উপহার দিন সেই কামনাই করি কবি সাহেব

১২ ই জুলাই, ২০১৬ সকাল ১০:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: কম করতে বাধ্য হই।
:)
পারলে তো লিখবোই।
ভালো থাকবেন।

১৪| ১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৮

কল্লোল পথিক বলেছেন:





এত দিন পর!

দারুন হয়েছে।

১২ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:

তবুও তো ফিরলাম।
দারুণ ধন্যবাদ নেন।

১৫| ১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: রাজপুত্র, তুমি দিশ হারাইয়াছ। তাই বলিয়া কি সকলকে এইভাবে দিশেহারা করতে হবে নাকি? ;)

কয়েকবার পড়ে ফেললাম..

কত ভিন্ন ভিন্নরুপে ধরা দিচ্ছে একেকবারে.. পুরাই দিশেহারা ;)

১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: সেটাইতো ভালো। একঘেয়েমি হবে না। বারেবার নতুনকরে সামনে আসবে। সাথে রহস্য

একটুআধটু দিশে হারালে ক্ষতি হয় না বিদ্রোহী।

১৬| ১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৬

বিজন রয় বলেছেন: +++++++

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কেমন আছেন?
:)

প্লাসের জন্য ধন্যবাদ।

১৭| ১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

আরণ্যক রাখাল বলেছেন: কী পাপ মনে!!
পাপের কবিতাও সুন্দর হয়!

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১২:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
হা হা :)
পাপী হয়ে আছি। যতযাই হোক পাপ কিন্তু কাছের কেউ।

১৮| ১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

সিগনেচার নসিব বলেছেন: অসাধারণ +++

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১২:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সাধারণ হতে চাই।

১৯| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩৭

ইফতেখার ভূইয়া বলেছেন: আমিতো বলবো, কথাগুলো এই সমাজের। গল্পটার কোন চরিত্রে নিজেকে খুঁজে পাওয়া অসম্ভব নয় এতটুকু। ভালো লেগেছে।

১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সমাজটা বড্ড অসুস্থ।
অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানবেন।

২০| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১:২৫

ভ্রমরের ডানা বলেছেন: ইশ্বর কে প্রশ্ন?
নগর পুড়িলে কি দেবালয় এড়ায়!

শুনিয়া কুবেরের চকিত উত্তরঃ

ধুর মিয়া কি কও না কও! ইশ্বর থাকেন ওই ভদ্র পল্লীতে।

আপনার কবিতা পড়ে কেন জানি এমন কথোপকথন মাথায় এল!

আপনাকে ব্লগে পেয়ে খুব ভাল লাগছে রাজপুত্র ভায়া!!

১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ফিরে আসতে পেরে আমারো ভালো লাগছে।

ভদ্র পল্লীর খোঁজ করবো তবে।

২১| ১২ ই জুলাই, ২০১৬ রাত ২:১৪

আহম কামাল বলেছেন: " শরীরটায় নারকীয় শব্দবুনি "
দারুণ শব্দের গাঁথুনি। ভালো লেগেছে।

১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো থাকবেন। সুস্থ থাকবেন।

২২| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৩:৩৬

রুদ্র জাহেদ বলেছেন: গভীর লেখা।অনেক ভালো লাগল

১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

শুভকামনা রইল।

২৩| ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

১৪ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো থাকবেন।

২৪| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৬

শায়মা বলেছেন: দিশেহারা ভাইয়া অনেক অনেক ভালো লাগা!


তোমাকে দেখে আর লেখাটা পেয়েও।

১৫ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অপ্সরীকে তো সবসময় ভালো লাগে। দেখলেও না দেখলেও।
শুভকামনা আপু।

২৫| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৪

সাহসী সন্তান বলেছেন: রাজপুত্র বহুদিন পর আপনার লেখা পড়লাম! ভাল আছেন নিশ্চই?

খুব ছোট্ট লেখা তবে এর গভীরতাটা ব্যাপক! এবং আকর্ষণীয় তো বটেই!

শুভ কামনা রইলো!

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো লাগছে। অনুপ্রেরণা পেলাম। ধন্যবাদ।
শুভকামনা।

২৬| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৬

এডওয়ার্ড মায়া বলেছেন: অল্পতে দারুন ।
চলে আসলাম শুভ্র ।
ভাল আছ নিশ্চয় ।

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: :) :) :)

প্রিয় মানুষগুলোকে দেখলেই ভালো লাগে।
দিব্য আছি। আপনি?

২৭| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫২

আবুল হায়াত রকি বলেছেন: দিশেহারা এই হৃদয় আমার বড় কষ্ঠ পেয়েছে,
বারে বারে এই ্মায় শুধু প্রশ্ন করেছে!


কি যেন জিজ্ঞেস করছে . . . আপনার জানা আছে?


প্রতিউত্তরের প্রত্যাশায় আপনার সেনাপতি।

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সেটাতো জানা নেই। তবে সেনাপতি ভ্রাতা আপনার এ রূপ বেশ লাগল।
আর আপনি জানতে পারলে জানাবেন। :)

২৮| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৩

আবুল হায়াত রকি বলেছেন: আমায়*

১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: হু।

২৯| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫০

আবুল হায়াত রকি বলেছেন: আমার সাময়িক লেখাটা পড়ে দেখেন, রাজপুত্র।

১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: লিংক দেন তো।

৩০| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১:০৭

দেবজ্যোতিকাজল বলেছেন: বেশ ভাল হয়েছে ।

১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ দেবজ্যোতিকাজল।

৩১| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৩

আবুল হায়াত রকি বলেছেন: Young lonesome soldier
Sleeping in the rain
Far from home
Half a child
Half a hero
Tossed by the times
Caught in the winds

- From pooh . ..
To Crazy prince! ©

১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি তো ক্রেজি না।

:)

৩২| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: অনেক ভালো লাগল

++++++++++++

১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালোবাসায় জড়িয়ে থাকুন।

৩৩| ২০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:২৩

অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর লেখার জন্য অনেক ভাল লাগা

২০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুন্দর হোক দিনটা।

৩৪| ২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

প্রথমকথা বলেছেন:



Like good. Wrote very nice.

২৪ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ।

৩৫| ৩০ শে জুলাই, ২০১৬ সকাল ১১:০৫

অরুনি মায়া অনু বলেছেন: বাস্তব সত্য লেখার মাঝে

৩০ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ অরুনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.