নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার চিলেকোঠায় হুটোপুটি খায়
চারকোণা নীলাচল
নীল রঙা লাল গন্ধ।
সাথে করে কিছু শব্দের সংসার। যারা মরে যায়। পচে যায়।
তবু গন্ধ হয় না।
কারণ
কথাদের মৃতদেহে গন্ধ হয় না।
আঙুলের শাসানিতে গলায় আটকে যায় বেচারা হৃদপিণ্ডটা।
কুইকুই শব্দে রাতের জন্যে বসে থাকা
অন্ধকার গাঢ় হয়। আমার আনন্দ বাড়ে
নতুন করে ডুব দেব তোমার দেওয়ালে।
হুটোপুটি করতে থাকা অন্ধকারে ধ্যানধরে বসে থাকব। তন্বী শ্যামা তোমার আঙুল ছুঁয়ে জ্যোৎস্না খুঁজবো। কিছু কথা জমা রাখব। বেহিসাবি। লেখাজোকা নেই।
প্রথম দেখায় প্রেম বলে কিছু নেই। অনন্তকাল ভালোবাসাও মিথ্যে। শুধু তোমার জন্য অনুভূতিরা যখন মাথাচাড়া দিয়ে ওঠে। নির্বিকারভাবে কথাদের শরীরটাকে উল্টেপাল্টে দেখতে চাই।
তখন সত্যি শুধু তুমি।
তব প্রেম শব্দে তুমি অচেনা।
তাই প্রিয় খাঁচায় আটকে পড়ে শব্দেরা।
স্বেচ্ছায় বন্দিনী। মুক্তি দুপায়ের দুরত্বে। তবু অজেয় সে স্বাদ।
জানি তবু স্বপ্ন দেখুক
মেঘরোদ আকাশ থাকুক
আকাশের জল্পনায় কথাগুলো কবিতা হোক।
বৃষ্টি না খটখটে রোদ ভাসুক
তোমার চোখে মেঘ নয় কোন রাজপুত্র বাঁচুক।
শব্দঋণ বাড়তে থাকুক। আজন্মকাল দেখার ইচ্ছে মৃত্যু হোক।
২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথম হইছেন।
চমৎকার কিনা বুঝতে পারছি না।
২| ২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব ভালো লাগল।
++++++++++
২২ শে জুলাই, ২০১৬ সকাল ৭:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুখ সকাল হোক আপনার প্রতিটা দিনের শুরু।
৩| ২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪১
মানসী বলেছেন: বেশ ভালো লাগলো।
মাঝে মাঝে যেন লেখা পাই।
২২ শে জুলাই, ২০১৬ সকাল ৭:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না।
গানটা মনে পড়লো। প্রিয় একটা গান। আমার।
৪| ২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪৯
ইন্দ্রনাথ বলেছেন: আপনার কবিতায় ষ্টার চিহ্ণ দিয়ে গেলাম। অনভূতি ব্যক্ত করার সাধ্য নেই, তব সুন্দরও আপনার লেখনীর কারুকাজ বলতে মোর দ্বিধা নেই।
২২ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
বেশ অনেকদিন পর লিখছি। কিছুটা দ্বিধা হচ্ছিল। মন্তব্য মনে ধরেছে।
৫| ২২ শে জুলাই, ২০১৬ রাত ১২:১৪
নীলপরি বলেছেন: তবে মেঘের কি হবে?
কবিতায় +++++++
২২ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সে তো আমি জানি না। আমি জনবই বা কি করে?
৬| ২২ শে জুলাই, ২০১৬ রাত ১২:২৯
কল্লোল পথিক বলেছেন:
কবি অনেক দিন পর!
কবিতায় একরাশ মুগ্ধতা রেখে গেলাম।
২২ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মুগ্ধতা ঝুলিতে রাখলাম।
৭| ২২ শে জুলাই, ২০১৬ রাত ১:৩০
অরুনি মায়া অনু বলেছেন: ইচ্ছেরাই তো আমাদের বাঁচিয়ে রাখে। ইচ্ছেদের মৃত্যু হলে সেই জীবন বোঝার মত ভারী মনে হয়
২২ শে জুলাই, ২০১৬ রাত ৯:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
যদি খুন হয় আমার হাতেই।
৮| ২২ শে জুলাই, ২০১৬ সকাল ১১:০৮
জুন বলেছেন: আমিও চাই রাজপুত্র দীর্ঘজীবী হোক
ভালোলাগা রইলো কবিতায়।
+
২২ শে জুলাই, ২০১৬ রাত ১১:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ঈশ্বর আপনার ইচ্ছে পূরণ করুক।
৯| ২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৩
সিগনেচার নসিব বলেছেন: কথাদের মৃতদেহে গন্ধ হয় না +++
হৃদয়স্পর্শী কবিতা
২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৮:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
পচে গলে যাক। তবু দুর্গন্ধ না ছড়াক।
১০| ২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১৪
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আপনার লেখা দেখে ভালো লাগলো। শুভকামনা সবসময়।
২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ফিরে আসাটা সবসময় আনন্দের।
১১| ২২ শে জুলাই, ২০১৬ রাত ১১:১২
রুদ্র জাহেদ বলেছেন: কবিতায় দারুণ ভালো লাগা রইল
২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালোবাসা নিয়েন।
১২| ২২ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫৭
মিঃ অলিম্পিক বলেছেন: দারুন ভালো লাগলো অনেক।।।শুভকামনা রইলো।
২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মিঃ অলিম্পিক
ভালো থাকবেন।
১৩| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১২:০২
আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর হইছে, ভাইয়ু !
২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
জেনে খুশি হলাম।
১৪| ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১২
তানজির খান বলেছেন: রাজপুত্র, দারুণ লিখেছেন
২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ অনুভব।
১৫| ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৩
মহা সমন্বয় বলেছেন: শব্দঋণ বাড়তে থাকুক। আজন্মকাল দেখার ইচ্ছে মৃত্যু হোক।
২৩ শে জুলাই, ২০১৬ রাত ১০:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মৃত্যু হোক। আমিও চাই।
১৬| ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
তাই প্রিয় খাঁচায় আটকে পড়ে শব্দেরা।
স্বেচ্ছায় বন্দিনী। মুক্তি দুপায়ের দুরত্বে। তবু অজেয় সে স্বাদ।
সুন্দর ! সুন্দর !!
২৪ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দূরত্ব থাকুক। ঘুচে গেলে বেস্বাদ লাগবে।
১৭| ২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
দেবজ্যোতিকাজল বলেছেন: হু...বেশ ভাল
২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ঈশ্বর আপনার মঙ্গল করুক।
১৮| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:১৫
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
২৪ শে জুলাই, ২০১৬ রাত ৯:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
শুভকামনা দাদা।
১৯| ২৪ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৫৪
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
২৪ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো থাকবেন।
২০| ২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
অনর্থদর্শী বলেছেন: শব্দ বেহিসেবির মতো খরচ করতে ইচ্ছে করছে। মনকে সংযত হতে আহ্বান জানালাম।আর হ্যাঁ, আলাপ করার ইচ্ছে রইলো।
২৪ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
বেহিসেবি বেঁচে থাকাতেই আনন্দ।
আশারাখি আলাপ হবে।
শুভকামনা।
২১| ২৫ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪৪
অচল অধম বলেছেন: খুব ভালো হয়েছে ( যদিও কবিতা বুঝি কম সবার দেখা দেখি আরকি)
ভাইজান আপনার চশ্মাডারে আমার পছন্দ হইছে।
২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ নিয়েন।
চশমাকখানা পারসোনাল প্রোপার্টি।
২২| ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০৬
সামিয়া বলেছেন: বেশ সুন্দর
২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুন্দরের মাঝে বসবাস হোক।
২৩| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪৫
আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,
শব্দের সংসার নিয়ে বেশ দিশেহারা ! শব্দঋণ বাড়তে থাকুক, কথাদের শরীরটাকে উল্টেপাল্টে দেখতে চাইলে এখানে দেখুন -
নিঃসঙ্গী বর্ণমালা
২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি শব্দঘোরেই থাকি।
ভালো থাকুন। অনিঃশেষ শুভকামনা।
আর আপনার বর্ণজগতে ঘুরে আসলাম।
২৪| ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ১০:১৮
অগ্নি সারথি বলেছেন: জানি তবু স্বপ্ন দেখুক
মেঘরোদ আকাশ থাকুক
আকাশের জল্পনায় কথাগুলো কবিতা হোক।
বৃষ্টি না খটখটে রোদ ভাসুক
তোমার চোখে মেঘ নয় কোন রাজপুত্র বাঁচুক।
২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অনুপ্রাণিত হলাম।
২৫| ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর । ধন্যবাদ কবি
২৭ শে জুলাই, ২০১৬ সকাল ৮:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো থাকবেন প্রিয় মোস্তফা সোহেল।
২৬| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ১২:২৬
জেন রসি বলেছেন: শব্দ নিয়ে চলুক খেলা।
++
২৭ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
শব্দসম্পর্ক।
২৭| ২৮ শে জুলাই, ২০১৬ ভোর ৪:৪১
ডঃ এম এ আলী বলেছেন: চশমার ফাগগলে
চমৎকার কাব্য কথা
হল যে দেখা , কবিতা
পেল যেন নতুন রূপরেখা
ভাল লাগা রেখে গেলাম
শুভেচ্ছায় গাথা।
২৮ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কাব্যিক মন্তব্য দারুণ লাগল।
শুভকামনা।
২৮| ২৮ শে জুলাই, ২০১৬ ভোর ৪:৪১
ডঃ এম এ আলী বলেছেন: চশমার ফাগগলে
চমৎকার কাব্য কথা
হল যে দেখা , কবিতা
পেল যেন নতুন রূপরেখা
ভাল লাগা রেখে গেলাম
শুভেচ্ছায় গাথা।
২৯| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ১২:০১
মনিরা সুলতানা বলেছেন: হুম
২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মাথার মধ্যে আস্ত সমুদ্র।
৩০| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩৭
মনিরা সুলতানা বলেছেন: ঝড় আসুক উত্তাল ঢেউ এ আসুক সমুদ্রনীল কাব্য
৩০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
একবার লিখছিলাম।
'মাথার মধ্যে আস্ত একটা আকাশ'
সেইরকম বোধ হছে।
আসলে আমি অনিশ্চয়তার মধ্যে থাকতে পারি না।
৩১| ০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৯
ভ্রমরের ডানা বলেছেন: কবিতার সুমধুর স্বাদে, ক্ষুধাতুর মন বেপরোয়া হয়ে যায়!
কবিত্বশক্তির এখানেই যে স্বার্থকতা!
এই অধম পাঠকের উপলব্ধি বুঝে নিলে এবার কবিতার বই বের করে ফেলতে পারেন রাজপুত্র ভায়া!
০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: এখনো কিছু লিখি। এই কথাগুলো বাধ্যতা যোগায়।
ভালোবাসা রইল।
কবিতার বই। হুম। ইচ্ছে তো আছে। দেশে থাকলে এর মধ্যে হয়েও যেত বোধ হয়। তবে এখনো আত্মতুষ্টি হয়নি। ভালো করার অনেক জায়গা আছে।
০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: এখনো কিছু লিখি। এই কথাগুলো বাধ্যতা যোগায়।
ভালোবাসা রইল।
কবিতার বই। হুম। ইচ্ছে তো আছে। দেশে থাকলে এর মধ্যে হয়েও যেত বোধ হয়। তবে এখনো আত্মতুষ্টি হয়নি। ভালো করার অনেক জায়গা আছে।
©somewhere in net ltd.
১| ২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:২৯
প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা। খুব ভালো লাগল। ধন্যবাদ