নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

জানালার অন্যপাশে তুমি ছিলে

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:২৮



জানালার অন্যপাশে তুমি ছিলে

আমি এতো বিস্ময় নিয়ে কখনো দেখি নি।

সাধারণ একটা আকাশ। ভাঙাপাল্লার সেই পুরনো জানালা। অনাদরে চেয়ে আছে। আকাশ জানালার দিকে। জানালা আমার দিকে। চতুষ্কোণ জানালায় যেন আকাশ আটকে আছে।

কালোরঙা সেই শতাব্দী চুরির ষড়যন্ত্র যে চোখে সারল্য পায় সে চোখেই হাজারবছুরে দগ্ধতা। আমার চৌকাঠ পেরোনো হয়নি তার। উঠোনের কোণে অযত্নে বেড়েছে কলমিলতার মতো। কখনো যে চোখ পড়ে নি তা নয়। কিন্তু তাতে প্রেম ছিল না। ছিল অন্যকিছু। ছিপছিপে শরীরটা যখন ধনুকের মতো টানটান হতো। আমার রাজ্যের বিস্ময় জড়ো হতো ওর চারপাশে। শরীরের মধ্যে দলাপাকিয়ে উঠতো মাংসপিণ্ড। আমার মধ্যে অন্য আমি।

আবার কোন মেঘমেদুর সন্ধ্যেয় শুনেছিলাম জ্যোৎস্নার শোরগোল। ঘরছুট আমি অন্ধকারের সিঁড়িভেঙে এগিয়ে যাই। উন্মত্তের মতো হাঁটতে থাকি ঝিঁঝিঁপোকার সাথে পাল্লা দিয়ে। সেইরাতের অন্ধকারে আমি উপড়ে ফেলেছিলাম উঠোনকোণে সন্তপর্ণে বেড়ে ওঠা কলমিলতাটা।

তবু আমি কখনোই দেখি নি।
ঐ জানালার অন্যপাশে তুমি ছিলে। আকাশরঙা শাড়ীতে। সলাজ। চোখেমুখে একঝাঁক ভালোবাসা মেখে। একস্পর্শের অপেক্ষায়।

কতগুলো দিন রাত হয়েছে। মাস বছর হয়েছে হিসেব নেই। সেইরাত্রির শব্দ আজ আর নতুন করে ভাবায় না। আমার যাপিত জীবনের ঘামে নোনা হয়েছে সেই অন্ধকারের গল্প।

হয়তো আমি কখনো জানালার বাইরে আকাশটাই দেখি নি।
বিস্ময়। অদ্ভুত বিস্ময়।

শুভ্র

মন্তব্য ৮৬ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:৪২

নীলপরি বলেছেন: বিস্ময় থাকা ভালো ।

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথমেই পরি।

অনেক অনেক ভালোলাগা জানবে।

২| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৭

আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,




জানালার অন্যপাশে যিনি থাকেন, তাকে দেখা হয়না কখনও চক্ষু মেলিয়া ।
ওপারে নীলবসনা কেউ তখন অনাদরে, অবহেলায় মুখ লুকোয় দিনান্তের অন্ধকারে ।
এরই নাম জীবন ............................

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দেখার আগ্রহের অপেক্ষায় থাকি। দেখা হয় না। আগ্রহ হারাই।

৩| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:৫১

জুন বলেছেন: দিশেহারার কবিতাগুলো কিন্ত পাঠককে কখনোই দিকভ্রান্ত করে না । আমিও তার প্রতিভায় বিস্মিত হই । কি সুন্দর করেই না লেখে তার প্রতিটি লেখা :)
+

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

প্রতিউত্তর দেওয়ার সাধ্যি নেই। ভালোবাসা জড়িয়ে থাকুক আপনাকে।
শুভকামনা সতত।

৪| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৭

খায়রুল আহসান বলেছেন: হয়তো আমি কখনো জানালার বাইরে আকাশটাই দেখি নি - বিস্ময় বটে! আহমেদ জী এস এর কথাতেই বলছি-
এরই নাম জীবন ...........................

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:

পাল্টে নিতে হবে। সব সমীকরণ।

৫| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:০৭

অরুনি মায়া অনু বলেছেন: এই তবে মেঘ বালিকার গল্প। তাইতো বলি আমাদের রাজপুত্র দিশেহারা কি করে হল এমনতর :)

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

মেঘবালিকাকে তো আমি চিনি। কিন্তু কবিতার তুমিকে দেখা হইনি এযাবৎকালে কোনদিন।

৬| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ২:০৩

হাসান মাহবুব বলেছেন: ++

০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ।

৭| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: বিস্ময় নয়নে বিস্ময় দেখা হয় না...

দেখা যায় শুধু ভুত।।।।।।।। B-) :>

+++++


০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি তো পেত্নী দেখি। B-)

৮| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৪

মোস্তফা সোহেল বলেছেন: অনেক ভাল লাগল।
ভাল থাকবেন কবি

০২ রা আগস্ট, ২০১৬ রাত ৯:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ভালোলাগা জড়িয়ে থাকুক।

৯| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:১১

ইমরান আল হাদী বলেছেন: অনেক অনেক ভাললাগা
আপনার লেখায় মুগ্ধ আমি।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ৯:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
তবে ঋণী হলাম মুগ্ধতার কাছে।

১০| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:০১

সিগনেচার নসিব বলেছেন: ধন্যবাদ কবি

০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১০:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো থাকবেন।

১১| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৬

মোটা ফ্রেমের চশমা বলেছেন: চমৎকার হয়েছে দিশেহারা!

০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ মোটা। :P

১২| ০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার লেখা, অনেক শুভেচ্ছা ভাই!!!

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১০:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালোলাগা।
ভালো থাকবেন।

১৩| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ৮:২৭

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১০:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো থেকো।

১৪| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ৮:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিস্ময়। অদ্ভুত বিস্ময়।

মুগ্ধ!!!

+++++++++

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১০:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মুগ্ধতায় বিস্ময়।

১৫| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১০:০১

কল্লোল পথিক বলেছেন:






চমৎকার!চমৎকার!

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১০:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ। ধন্যবাদ।

১৬| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১০:৩১

ফেরদৌসা রুহী বলেছেন: ভালো লেগেছে পড়তে।

সুন্দর লিখেছেন

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুন্দর হোক দিন।

১৭| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১১:২৬

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

অনেক ধন্যবাদ দাদা। পাশে থাকার জন্য।

১৮| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১১:৩৫

চিন্তিত নিরন্তর বলেছেন: ভাল লাগল কথাগুলো। শুভকামনা।

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অনিঃশেষ ভালোলাগা।

১৯| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১১:৫৮

প্রামানিক বলেছেন: চমৎকার লেখা অনেক ভাল লাগল।

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুস্থ থাকুন।

২০| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:০৮

জেন রসি বলেছেন: এই আক্ষেপ থেকেই হয়ত কবি বলেছিলেন দেখা হয় নাই চক্ষু মেলিয়া.............

+++

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ২:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
চোখের পর্দা।

২১| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর ভাল লাগল

০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অনুপ্রাণিত।

২২| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:০৫

মনিরা সুলতানা বলেছেন: এইবার খুব করে দেখে নিস তাকে এক বিকেলের আলো তে !

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১০:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
বেঁধে রাখবো ভাবছি। :)
ভালো থেকো পু। অনেক। শুভকামনা।

২৩| ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১:০৩

খোলা মনের কথা বলেছেন: সাধারণ একটা আকাশ। ভাঙাপাল্লার সেই পুরনো জানালা। অনাদরে চেয়ে আছে। আকাশ জানালার দিকে। জানালা আমার দিকে। চতুষ্কোণ জানালায় যেন আকাশ আটকে আছে।

কথা গুলো সাধারন কিন্তু এমন ভাবনার অনুভুতি অসাধারণ। অন্যরকম ভাল লাগা একটি কবিতা। সব মিলে ভাল লাগলো।

০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমরাই তো সাধারণ। তবু কিছু ভালোবাসা অসাধারণ হতে বাধ্য করে। সিক্ত হলাম।

২৪| ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১:০৭

অদৃশ্য বলেছেন:



লিখাটি ভালো লেগেছে রাজপুত্র... সামনে আপনার আরও লিখা পড়া হবে আশাকরি...

শুভকামনা...

০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অবশ্যই।
ভালোবাসা জানবেন।

২৫| ০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৪০

ভ্রমরের ডানা বলেছেন: রাস্তায় নেমে দেখুন,

জীবন তুরতুর করে ঘামছে। জানালা ভেঙে ফেলুন! জীবনের ঘামে বিশুদ্ধ হোক প্রতিটি শোণিত কনা!

০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি এগুলোর বাইরে বাস করি না।

জানালার অন্যপাশে সবার জীবনেই কেউ না কেউ থাকে।

২৬| ০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!! মুগ্ধ হলাম!!!:)

০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
তোমার প্রতি মুগ্ধতা।

২৭| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৫৪

আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর ! :``>>

পড়ার পর হুমায়ুন আহমেদের একটা বইয়ের কথা মনে পড়লো।
'শুভ্র গেছে বনে' =p~

০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আলভী,
সুন্দর হোক সকল সকাল।

শুধু গাছ আর গাছ। 8-|

২৮| ০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:০৮

মেহেদী রবিন বলেছেন: ঈশ্বর আপনাকে ক্ষমতা দিয়েছে বৈ কি ! আমারো সৌভাগ্য আমি আপনার লেখা পড়ি।

০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মেহেদী,
ভালোলাগার অন্যরকম প্রকাশ দিলেন। সিক্ত হলাম।
ভালো থাকবেন।

২৯| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৪১

সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্য করার যোগ্যতা নেই।



তবুও কিছু একটা বলতে হয়, ভালোলেগেছে

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
হতভম্ব।

ভালো থাকুন। ভালোবাসায় জড়িয়ে থাকুন।

৩০| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: পড়ে গিয়েছিলাম আগে কিন্তু মন্তব্য করা হয়নি । ভালো হয়েছে!

০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ। আগে ও পড়ে। সবটার জন্য।

৩১| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১২

ওয়াস আহিদ বলেছেন: মুগ্ধতা ছড়িয়েছে, মুগ্ধ করেছেও।

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মুগ্ধময় দিনযাপনের শুভকামনা।

৩২| ১০ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০৪

রোদেলা বলেছেন: পড়তে পড়তে হারিয়ে গেলাম শুভ্র।

১০ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
তবে রোদ্দুরকে খোঁজে পাঠালাম রোদেলার।

৩৩| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৩৫

আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,



চমৎকার । আকাশের শুধু রঙই থাকেনা , থাকে অদ্ভুত গন্ধও । ভেজা ভেজা , কামিনী গন্ধ । দূরে এসে সে আকাশটাকে আর দেখিনে । নষ্টালজিক হয়ে তাই আবারো সেই আকাশের ওপারে কাউকে দেখার ইচ্ছে খুব !

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
বেশ অনেকদিন পর আপনার মন্তব্য পেলাম।
কিছু মন্তব্য সবকিছুকে ছাপিয়ে যায়।

আকাশের গন্ধ। :)
নিতে হবে।

সবার মধ্যেই কোন এক পাশে কেউ থাকে। অল্পদেখায় অনেক ভালোলাগা।
ভালো থাকবেন।

৩৪| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১১:০৭

আহমেদ জী এস বলেছেন: দি . রা ,




আপনাদের থেকে এই মূহুর্তে অনেকদূরে , তাই চাইলেই আপনাদের কাছে যাওয়া হয়ে ওঠেনা ।

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১১:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দুরত্ব্রতো ঘুচে গেল শব্দে।
ভালো থাকুন। কাছে কিংবা দূরে।
শুভকামনা।

৩৫| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১১:০৯

গেম চেঞ্জার বলেছেন: এ বিস্ময় নয়! এ আপনার হৃদয়ের গহীন থেকে আসা মুর্ছনা!!

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ বলেছেন।
শুভকামনা।

৩৬| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১১:১৭

কানিজ রিনা বলেছেন: জানালার ওপাশে ধূসর রংয়ের একটি ভূতই যথেষ্ট
দাঁত বের করা হাসির আওয়াজ অন্ধকারে ঘারে
চেঁপে রাজপুতের রাজত্ব্য দখল নেবে।

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
B:-)
হা হা হা। :)
ঘাড়ে চেপে বসবে কেন? সোফায় বসিয়ে আমেরিকান স্প্রেসো খাওয়াবো আর গল্পগুজব করবো।

৩৭| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১:০৩

রোদেলা বলেছেন: কবিতায় দাওয়াত রইলো।

২১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
গ্রহণ করলাম। :)

৩৮| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৬

সামিয়া বলেছেন: উফ! কি অসাধারণ প্রকাশ!!!

২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সম্ভব এমন মন্তব্যের জন্যই।

৩৯| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৬

খায়রুল আহসান বলেছেন: আবার পড়লাম, আবারো ভালো লাগলো।
চতুষ্কোণ জানালায় যেন আকাশ আটকে আছে -- চমৎকার অভিব্যক্তি!
শরীরের মধ্যে দলাপাকিয়ে উঠতো মাংসপিণ্ড। আমার মধ্যে অন্য আমি -- এটাও।

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ।
কিছু প্রশংসা শুধু উৎসাহেরই নয়। তারচেয়ে বেশি সম্মানের।

ভালো থাকবেন।

৪০| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৩৭

বনলতা-সেন বলেছেন: আকাশ রঙা শাড়ি পড়ে সলাজ দৃষ্টিতে সে অপেক্ষা করতো। অথচ আকাশ কে জানালার এত কাছে পেয়েও সড়িয়ে দিলেন?

২৫ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দেখা কিছু ভীড়ে অনেক অদেখা হারিয়ে যায়। অন্যরকম হতো হয়তো। পুরনো আকাশ রঙা শাড়ির কেউ মনে পড়লো।

নিকটা সুন্দর।
ভালো থাকবেন।

৪১| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২৯

আমি তুমি আমরা বলেছেন: হয়তো আমি কখনো জানালার বাইরে আকাশটাই দেখি নি।
বিস্ময়। অদ্ভুত বিস্ময়।

আহা

২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
একবার দেখা প্রয়োজন।
খুব করে প্রয়োজন।

শুভ কামনা।

৪২| ২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২২

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: আমার চৌকাঠ পেরোনো হয়নি তার। উঠোনের কোণে অযত্নে বেড়েছে কলমিলতার মতো। সেইরাতের অন্ধকারে আমি উপড়ে ফেলেছিলাম উঠোনকোণে সন্তপর্ণে বেড়ে ওঠা কলমিলতাটা। ( মন্তব্য: এটা কেমন হল ! তাকে ভালবাসতে হবে। চৌকাঠ পার হয়ে পৃথিবী দেখাতে হবে।)

ঐ জানালার অন্যপাশে তুমি ছিলে - কলমিলতার প্রাণ ! আকাশরঙা শাড়ীতে। সলাজ ! চোখেমুখে একঝাঁক ভালোবাসা মেখে। একস্পর্শের অপেক্ষায়।

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কিছু ভালোবাসা হয়ে ওঠে না। অন্য কিছু হয়।
এটা প্রেমের কবিতা নয়। শরীর মাঝেমধ্যে ছাপিয়ে যায় প্রেম ভালোবাসা কে।

ভালো থাকুন। শুভরাত্রি।

৪৩| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৩৫

সঞ্চারিণী বলেছেন: কবিতা পড়ে যে ভালো লাগা লেগেছে, তার এক রাশ ভালো লাগা থেকে যাচ্ছে মন্তব্যে।

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কিছুটা অনুভব আমিও করলাম।
শুভ সকাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.