নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

যদি বঙ্গবন্ধু মরে গেছে মিথ্যে হয়ে যায়

১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৯



যদি বঙ্গবন্ধু মরে গেছে মিথ্যে হয়ে যায়

সংখ্যাতত্ত্ব একবিস্ময় অনুভূতি
৭১ এর ঘটনঅঘটন বাঙালীর অবিশ্বাস
নেহাৎ ঘর জ্বালিয়ে দাও নতুবা বিবস্ত্র করো
মায়ের স্তন খুবলে খাও ভদ্রকুকুর বীর্যপুরুষ

যদি বঙ্গবন্ধু মরে গেছে মিথ্যে হয়ে যায়
আগুনমুখোরা যাপন করবে কষ্টসুখ
ভদ্রকুকুরের রক্তস্বাদ হবে মাটির উপাদেয় খাদ্য।

কামুকীনিরবুকে মুখগুঁজে দিনাপাত যার ইচ্ছে
দর্শক না হও তবু ধর্ষক জাগুক
শরীর ছিঁড়ে লালরঙ এঁকো না হয় পিকাসো হয়ো
মৃতমাংসেরগন্ধে আজো ভদ্রকুকুর নিঃশ্বাস ছাড়ে

যদি বঙ্গবন্ধু মরে গেছে মিথ্যে হয়ে যায়
সবরাতকন্যাদের মিথ্যে হবে শরীরবিক্রি
ভদ্রকুকুরের অস্থিচর্ম হবে রাত্রির উপাদেয় খাদ্য।

সভ্যতার টেবিল সাজানো মৃতমানুষের ভোজ
রক্তমাখা হুকোটান গড়গড় শব্দে ধোঁয়াটে রাত্রি
নেওটা ছাড়ো নতুবা মানুষ মরুক
বিবেকের দেওয়ালভেঙে ভদ্রকুকুর ধর্ম সাজে

যদি বঙ্গবন্ধু মরে গেছে মিথ্যে হয়ে যায়
বয়োবৃদ্ধ সমাজের মরে যাবে ঘুণপোকা
ভদ্রকুকুরের ধর্মবই হবে মৃতদের উপাদেয় খাদ্য।

মাটিচাপা কিছু মানুষের অনধিকার ওখানে
ইটসুরকির রাস্তা ধুয়ে রক্ত ওদের সমাজ বাঁচায়
মাংসাশী না জ্বলুক সাগররুণিনিলয় আবার পুড়ুক
সত্যের সমতলে ভদ্রকুকুর ভ্রূণ তাকায় চোখ মেলে

যদি বঙ্গবন্ধু মরে গেছে মিথ্যে হয়ে যায়
রক্তেরছাপ মিটিংমিছিলে অবিকল অভিজিৎ
ভদ্রকুকুরের আঁতুড়ঘর হবে সত্যবৃক্ষের উপাদেয় খাদ্য।

তবু সব ধ্বংসশেষে কোনএক কাকহীন ভোরে
যদি বঙ্গবন্ধু মরে গেছে মিথ্যে হয়ে যায়
হয়তো প্রতিটি মেয়ে হবে বাবার দ্বিতীয় হন্তাকারী।

মোটাফ্রেমের আড়ালে হাসিমাখা চোখ তাই যত্নে ঘুমোক।






আজ প্রিয় ব্লগার তাসলিমা আক্তারের জন্মদিন। অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা রইল তার প্রতি। ক্লান্তিহীন মুগ্ধতা চোখেমুখে লেগে থাকুক তার।
কবিতাটি তাকেই উৎসর্গ করলাম।

মন্তব্য ৭০ টি রেটিং +২০/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৫২

অরুনি মায়া অনু বলেছেন: বঙ্গবন্ধুকে নিয়ে সুন্দর কবিতা।
তাসলিমা আক্তার আপুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ মায়া।
ভালো থাকবেন।

২| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৭

সবুজসবুজ বলেছেন: ভালো লাগলো।

১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
:)
শুভকামনা।

৩| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫১

সোহাগ সকাল বলেছেন: কবিতাটি ভালো লাগলো। তাসলিমা আপুকে জন্মদিনের শুভেচ্ছা আর আপনার জন্য শুভ কামনা। ভালো থাকবেন।

১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ।
শুভ সকাল দিতে পারলে ভালো হতো। তবে এখন দুপুর গড়িয়ে বিকেল।

৪| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:



কবিতার বাক্য, বক্তব্য, রূপক, প্রকাশ, সবকিছুকে সাজিয়ে অনুধাবন করতে আমাকে কমপক্ষে ছোটখাট নির্লেন্দু গুণ হতে হবে, মনে হচ্ছে।

১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

:)
চাঁদগাজীও পারবে বৈকি।। আলবৎ পারবে।

৫| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: বড্ড কঠিন লাগছে, রাজপুত্তুর!

১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ব্যস্ততা থেকে ফিরে কিছুটা ভেঙে দেব।
প্রতিউত্তরেই।

৬| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে :)

১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
একরাশ ভালোলাগা।

৭| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৪

সাহসী সন্তান বলেছেন: কবিতা তো আপনি দারুণ লেখেন এইটা আর নতুন কি! বাঙালির শ্রেষ্ট সন্তানকে নিয়ে লেখা এই কবিতাটাও অসম্ভব সুন্দর হয়েছে! কিছু কিছু শব্দের ঝংকার এতটাই মনোমুগ্ধকর যে, বারবার পড়তে ইচ্ছে করছিল!

এনি ওয়ে, তাসলিমা আক্তারটা কে? আর এই কবিতার সাথে তার সম্পর্কটাই বা কি, ঠিক বুঝলাম না? মানে উপরে দেখলাম কয়েকজন উনার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন, তাই জিজ্ঞাসা করলাম!

চমৎকার কবিতায় ভাল লাগা! শুভ কামনা জানবেন!

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুন্দর প্রকাশ। মোটামুটি বিগলিত। :)
প্রথমে উল্লেখ ছিল। তারপর হেজিটেট করছিলাম। পারমিশন ছিল না তো। তাই এডিট করেছিলাম। পরে আবার পারমিশন পেলাম। তাই আবার এডিট করে লিখে দিলাম। :|



ভালো থাকুন। অনিঃশেষ শুভকামনা।

৮| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৭

নীলপরি বলেছেন: ঘুমলে এরকম কবিতা কে লিখবে ?

কবিতা্য় ++++

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১১:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:

আমি ঘুমাই!!!!! |-) |-) |-)

৯| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২৬

তাসলিমা আক্তার বলেছেন: পূণ্যরক্তের উপর গড়াগড়ি দিয়ে নির্লজ্জ্যের মত মাথাতুলে হেঁটে চলে পিতাকে অস্বীকার করা কিছু বেজাত বাংগালী।

কবিতাটির অপেক্ষায় ছিলাম বহুদিন। কবিতাটি আমায় ফেরালো বহুদিন পর।

ছেলেটি ভালো থাকুক তার মেধাবী লেখাসহ।

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১১:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ওরা আশেপাশেই আছে। অস্তিত্ব টের পাই। ভদ্রকুকুর সব।

কতক্ষণ রাখতে পারবো সেটা দেখার বিষয়। :)

জন্মদিনের শুভেচ্ছা। ভালোলাগা ভালোবাসা।
শুভকামনা।

১০| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৫

সুমন কর বলেছেন: কঠিন, তবে পড়তে দারুণ লাগল। একদম সময়োপযোগী কবিতা।

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১১:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
:)
অনেক অনেক ভালোলাগা দাদা। ভালো থাকবেন।

আচ্ছা, নাম দিয়েছেন? কি? :)

১১| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০২

সাহসী সন্তান বলেছেন: হুম এবার বুঝলাম! ধন্যবাদ আপনাকে বিষয়টা পোস্টেই ক্লিয়ার করার জন্য!

যাহোক, তাসলিমা আক্তারের জন্মদিনে শুভেচ্ছা রইলো!

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:


ভালো থাকা হোক সাস। সবসময়। :)

১২| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ধন্যবাদ।

১৩| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ২:৩১

মহা সমন্বয় বলেছেন: 'তুমি রবে নীরবে হৃদয়ে মম'
মোর পতাকার লাল সূর্য সম

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীর প্রতি শ্রদ্ধাঞ্জলী।

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

সত্যিই। বাঙালীর ভাগ্য কেউ এসেছিল। দুর্ভাগ্য তাকে বা তার আদর্শকে রাখতে পারে নি ধরে।
RESPECT

১৪| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৩১

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বঙ্গবন্ধুকে নিয়ে অসাধারণ কবিতা। ভালো লাগলো ভাই।

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মানুষটাই তো অসাধারণ।

১৫| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪২

ক্লে ডল বলেছেন: চমৎকার লেখনী!!

তাসলিমা আক্তারকে জন্মদিনের শুভেচ্ছা।

১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো থাকবেন ক্লে ডল।
শুভকামনা সতত।

১৬| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৯

জুন বলেছেন: সত্যি যদি এমন হতো দিশেহারা। অনেক ভালোলাগা।
+

১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
খুব ভালো কিছু সাধারণত হয় না আপু।
ভালো থাকবেন। আর চষে বেড়ান পৃথিবী। সেই কামনা রইল।

১৭| ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১১

মনিরা সুলতানা বলেছেন: বঙ্গবন্ধু কে নিয়ে আমার পড়া অন্যতম এক কবিতা !
অনেক অনেক ভালো লাগা কবিতায় ।

তাসলিমা আপু শুভ জন্মদিন
অনেক অনেক ভালো থাকুন :)

১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
তোমার পড়া অনেক কিছুর একটা থে পারাই বিশাল কিছু।

ভালো থেকো।

১৮| ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৭

মেহেদী রবিন বলেছেন: যদি বঙ্গবন্ধু মরে গেছে মিথ্যে হয়ে যায়
হয়তো প্রতিটি মেয়ে হবে বাবার দ্বিতীয় হন্তাকারী।


এইটা কি অনেক গভীর কিছু ছিলো ? অনেক ?

১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপনি ঠিকমতোই ক্লিক করেছেন।
স্পর্শকাতর জায়গা।

অনেক গভীর কিছু। একলাইনেই সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক সত্য।


ধন্যবাদ।

১৯| ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:০২

সুমন কর বলেছেন: দিয়েছি, তবে ফাইনাল করতে পারছি না............ :( ফেবুতে কথা হবে।

ভালো থেকো।

১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপনিও ভালো থাকবেন। :)

২০| ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১৪

পবন সরকার বলেছেন: অসাধারন কবিতা। খুব ভালো লাগল।

১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো থাকবেন।

২১| ১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৮

কামরুন নাহার বীথি বলেছেন: ভাল লাগল চমৎকার এই কবিতাটি!!! অনেক ধন্যবাদ ভাই!!

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ধন্যবাদ আপু।
অনিঃশেষ শুভকামনা।

২২| ১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

কাবিল বলেছেন: অসাধারন কবিতায় ভাল লাগা রইল+++++।
তাসলিমা আপুকে জন্মদিনের শুভেচ্ছা।

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১১:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কাবিল
আপনাকে দেখে ভালোলাগল।

শুভকামনা।


ফেবুতে পাই না যে?

২৩| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৪০

হাসান মাহবুব বলেছেন: কিছু লাইন খুব স্ট্রাইকিং। তবে কিছু শব্দ জোড়া লেগে কেমন যেন হয়ে গেছে। এটা কি ইচ্ছাকৃত? ভদ্রকুকুর শব্দবন্ধটির পুনারাবৃত্তিক প্রয়োগ ভালো লাগে নি।

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
শব্দজোড় ইচ্ছে করেই। তবে নেক্সট টাইম মাথায় রাখবো।
ভদ্রকুকুর তো প্রতিটি কাজের পেছনে আছেন তাই। এধরণের পুনরাবৃত্তি এড়ানোর চেয়াহটা করবো।
অনেক অনেক শুভকামনা।

২৪| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৪

আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,




কিছু আগোছালোতা থেকে যাওয়ার পরেও দেশটাকে নিয়ে ভাবার বক্তব্য অগ্নিঝরা ।

যদি মুজিবের মৃত্যুও মিথ্যে হয়ে যায়
বেহাতও হয়ে যায় যদি রাতকন্যার রাত
যদি ভদ্র কুকুরও দেয় মরন কামড়
তবুও এদেশ আমার .........

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দেশটা সত্যিই আমাদের। পরজীবি ঐ ভদ্রকুকুর। তবু মাটির অস্তিত্বে আমরা দ্বিধাগ্রস্ত। তাই পাল্টা আঘাতে অপুষ্টি।
গুছিয়ে নেওয়ার আগে অনেক অগোছালো গছিয়ে দেবে আপনাদের হাতে। :)

২৫| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৯

খোলা মনের কথা বলেছেন: যদি বঙ্গবন্ধু মরে গেছে মিথ্যে হয়ে যায়
বয়োবৃদ্ধ সমাজের মরে যাবে ঘুণপোকা
ভদ্রকুকুরের ধর্মবই হবে মৃতদের উপাদেয় খাদ্য।
অসাধারণ

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা সর্বজনীন...... ধন্যবাদ আপনাকে

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সত্যিই যদি বঙ্গবন্ধু মরে গেছে মিথ্যে হয়ে যেত!

ভালো থাকবেন।

২৬| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

আফসানা মিমি বলেছেন: বঙ্গবন্ধুর মৃত্যু মিথ্যা হলে দেশের মহা লাভ

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দেশের কাণ্ডারিরা মুখ থুবড়ে পড়বে। গোবরে।

২৭| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩১

এডওয়ার্ড মায়া বলেছেন: দারুন হয়েছে রে

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ মায়া। :)

২৮| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৮

প্রামানিক বলেছেন: অসাধারন কবিতা। খুব ভালো লাগল। ধন্যবাদ

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ধন্যবাদ প্রিয় ব্লগার।

২৯| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ২:২৭

ভ্রমরের ডানা বলেছেন: পোয়েট অব পলিটিক্স তুমি বেচে আছ আমাদের হৃদয়ের জমিনে বটবৃক্ষ হয়ে!

হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী, জাতির পিতাকে নিয়ে রচিত কবিতাটি বারবার পড়লাম!


কবিতার ছন্দময় নান্দনিকতা মনে করিয়ে দিল-

যদি রাত পোহালে শোনা যেত,

বংগবন্ধু মরে নাই!

১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মানুষটার আরো কিছুদিন বাঁচা দরকার ছিল।
তবে বাঙালী এক রাতেই মিথ্যে করে দিতে পারে বঙ্গবন্ধুর মৃত্যুর সত্য।
যদি হৃদয়ে ধারণ করা যায় তার আদর্শ।

৩০| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ২:৩৪

ডঃ এম এ আলী বলেছেন:




হাজার বছরের শেষ্ট বঙ্গস্তানকে নিয়ে রচিত কবিতাটি অনন্য ।
ভদ্রবেশী কুকুরেরা দিন রাত্রী দিচ্ছে হানা সর্বত্র ।
যুগোপযোগী কবিতাটির জন্য ধন্যবাদ
বঙ্গবন্ধুর আদর্শ 'বাংলালীকে মুক্ত
করে ছাড়ব ইনসাল্লাহ' এটাকে
সকলের হৃদয়ে সযত্নে
করতে হবে ধারণ ।
শুভেচ্ছা রইল ।

২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ সুন্দর মন্তব্য।
হৃদয়ে বঙ্গবন্ধু।
শুভকামনা।

৩১| ২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৭

টাইম টিউনার বলেছেন: উপমা চয়ন ভালো হইসে । সুন্দর ।

২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ।

৩২| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৮

অনিন্দ্য অবনী বলেছেন: ভালো লাগা রইল...

২০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
তাই ধন্যবাদ রইল।

৩৩| ২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০০

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ:D

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ দাদা।

৩৪| ২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৬

শায়মা বলেছেন: খুব ভালো লেগেছে রাজপুত্র ভাইয়া।

২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ধন্যবাদ আপু। এসেছো যখন ঈদের দাওয়াত দিয়ে যাও।

৩৫| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৩

জেন রসি বলেছেন: চমৎকার।
+++

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ রসি।
শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.