নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

দ্বিতীয় মৃত্যু

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৪



দ্বিতীয় মৃত্যু

বেনীমাধবের জলজ্যান্ত ছেলেটা নাকি মরে গেছে,
আহা। কি কষ্ট। চলো সবাই একবারটি ঘুরে আসি।
কচি একটা মেয়ে না সেদিন ঘরে আনলো,
তারে একটিবারের জন্যি দেখে আসি।
অগোছালো সাদা শাড়ি। ভাঙা চুড়ি।

অরুণিমা। চাঁদপানা মুখটায় অবিশ্বাসের চাহুনি
শত নিষিদ্ধের নিয়মের মাঝে তলিয়ে যাচ্ছে সব।
আচ্ছা, ও কি আর আসবে না?
রাত্রি পৌণে দশটায় আপিস করে এসে।
কলতলায় পা ধুতে ধুতে ডেকে উঠবেনা?
গত রাতেও তো উন্মত্ত হয়েছিল আমার মাঝে।
কই একটিবারো তো কিচ্ছুটি বললো না
ও তো অমনটি নয়।

কপালের টিপ আর ঠিকানা হারাবে না
বুকের আঁচলে আর কারো বারণ থাকবে না।
রাতগুলো আজ থেকে সাদাকালো
সিঁদুরকৌটোয় আজ থেকে জমবে ধূলো।

ঘাড়ের কাছে গরম নিশ্বাস। কেপে ওঠে অরুণিমা।
বাম বুকটা খুবলে নিচ্ছে অপরিচিত হাত।
চোখে অবিশ্বাস। বিশ্রি হাসিতে স্বয়ং শ্বশুড়মশাই।

দেখে আঁতকে ওঠে অরুণিমা।
দ্বিতীয় মৃত্যুর ভয়ে।

মন্তব্য ৯০ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৪

ডঃ এম এ আলী বলেছেন: কঠিন কদাচিত ঘটা একটি সামাজিক সমস্যা নিয়ে কবিতা ।
যারা এ কাজ করে তারা পড়লে হয় ।
ধন্যবাদ সমাজের কিছু লোকের চরিত্র
তুলে ধরার জন্য ।
শুভেচ্ছা রইল

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
তারা অনেক উঁচুতে থাকেন। শব্দ চোখে আসবে না।
কবিতা অরুণিমাদের জন্যে। কিছুটা সম্বল হোক।
ভালো থাকবেন ডঃ আলী।

২| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৪

নামে বইয়ের পোকা বলেছেন: মনটা খারাপ হয়ে গেলো!
মৃত্যু সব কেড়ে নেয়।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সবকিছু। ধূলোটাও থাকে না পোকা।

৩| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: মৃত্যু কি সম্পর্কটাও নষ্ট করে দেয়?

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সব সম্পর্ক নয়। তবে কিছুতো অবশ্যই। মৃত্যু নয় বরং মানুষের কারণেই সম্পর্ক নষ্ট হয়।

৪| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৩

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। ভালো লাগা রইলো।


২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন।

৫| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৫

সোহানী বলেছেন: সত্যিই কঠিন কবিতা...+++++++++++

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সোহানী,
সত্য যে কঠিন।

৬| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: মৃত্যুর কাছে সব শেষ..........

নিথর আশা-ভালোবাসা :(

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সত্যিই তাই শাহরিয়ার।

৭| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৪

অরুনি মায়া অনু বলেছেন: বিধবা মেয়ের করুণ পরিণতি।
খুব সুন্দর উপস্থাপন।
অনাকাঙ্ক্ষিত এক মুহূর্ত।

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অসুস্থ সমাজ।
ভালো থাকবেন অনু।

৮| ২৭ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:৫৬

শামছুল ইসলাম বলেছেন: মানুষ কী আর মানুষ আছে?

কবিতা ভাললেগেছেঃ

//দেখে আঁতকে ওঠে অরুণিমা।
দ্বিতীয় মৃত্যুর ভয়ে।//


ভাল থাকুন। সবসময়।

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মানুষ শব্দটা অমানবিক। নতুবা মানবিক শব্দটা অপ্রয়োজনীয়।
শুভকামনা আপনার প্রতি।

৯| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৬

মানসী বলেছেন: সত্যিই অামাদের দ্বিতীয় মৃত্যুটা যেন বার বার ফিরে ফিরে অাসে।

সুন্দর।

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:

সেই মৃত্যু আয়নায়য় বন্দি হোক।
না হয় মৃত্যু আয়না ভেঙে চুরচুর হোক।

১০| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৫০

চাঁদগাজী বলেছেন:




স্বামীহীন বাংগালী মেয়ে মৃতের সমান; শকুন, কি শিয়াল, সবই একই দলের

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

বিধবা বিবাহ নির্দিষ্ট বয়স পর্যন্ত অবশ্য করণীয় পর্যায়ে নেওয়া উচিত।

১১| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: এমন মরণ হয় নারীর কত শত বার
ভুলেও যায় হয়তো নিত্যতায়
নীয়তি বা এমনই হয় মেনে
বারবার মরে-একটিবার বাঁচার আশায় !!!!!

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ভুলে যাওয়াটাই ভুল কথা। বিপ্লব করুক।
অমানুষ জন্মাবে না আর তদের গর্ভে। যদি মুজিব জন্মাতে পারে কিংবা ক্ষুদিরাম। এমন কেউ ই যেন ধারেকাছে ঘেঁষে।

১২| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৪২

বিজন রয় বলেছেন: সামাজিক ব্যাধি চলছেই। গল্পটি কবিতায় উঠে এলো।
সময়ের বিবর্তন হয় শুধুম বদলায় না মানুষ।

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মানুষের বিবর্তন থেমে গেছে অমানুষ হয়ে।

১৩| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৭

নীলপরি বলেছেন: ++

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
:)

১৪| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩০

মিঃ অলিম্পিক বলেছেন: দারুন কবিতা.....

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কিন্তু কুৎসিত সমাজ।

১৫| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: চোখে অবিশ্বাস। বিশ্রি হাসিতে স্বয়ং শ্বশুড়মশাই।[/sb

এই পশুদের জন্যই সমজটা আর একটু সুন্দর , নিরাপদ হতে পারছে না।


দারুন কবিতা।ভালো লাগা রেখে গেলাম।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অরুণিমারা উঠে দাঁড়াক। লাল শাড়িতে। চোখে আগুনরাঙা চাহুনি নিয়ে।

১৬| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫১

ধ্রুবক আলো বলেছেন: একদম অসাধারন লিখছেন।
চেষ্টা করবো সব সময় আপনার লেখা পড়ার জন্য।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
পাল্টে যাক সবকিছু। ধ্যান ধারণা। মানুষ। আমি। আপনি। সমাজ।

১৭| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৮

হাতুড়ে লেখক বলেছেন: 'একটিবার জন্যি' নাকি ' একটিবারের জন্যি'?
ভাল্লাগসে বেসম্ভব। প্রিয়তে নিলাম।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
হুম। ঠিক করে নিলাম।
এক মৃত্যুর প্রত্যাশায়।

১৮| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৬

হাসান মাহবুব বলেছেন: পুরাই অন্যরকম ফ্লেভারের একটা কবিতা পড়লাম। ব্রাভো রাজপুত্র!

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ব্রাভো রাজপুত্র!

অনেকদিন কানে বাজবে। অনেক উৎসাহের কারণ।

১৯| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৭

প্রামানিক বলেছেন: ঘাড়ের কাছে গরম নিশ্বাস। কেপে ওঠে অরুণিমা।
বাম বুকটা খুবলে নিচ্ছে অপরিচিত হাত।
চোখে অবিশ্বাস। বিশ্রি হাসিতে স্বয়ং শ্বশুড়মশাই।


দারুণ কাব্য কথামালা। ধন্যবাদ

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
পাল্টে যাক সব নষ্টেরা।

২০| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১৫

সাহসী সন্তান বলেছেন: অসম্ভব ভাললাগা ময় একটা কবিতা! কবিতার ভাষাও খুব চমৎকার! আর অরুণিমা, নামটা তো বারবার উচ্চারন করতে ইচ্ছা হচ্ছে!

শুভ কামনা রাজপুত্র!

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুন্দরের অতল কিন্তু স্যাঁতসেঁতে। কারণিক কান্না জমে দিনের পর দিন অমনটা হয়ে যায়। হাস্যচঞ্চল অরুণিমা তাই কিশোরীতেই মৃত্যু পায়। দ্বিতীয় মৃত্যুর শুরু সেখানেই।

২১| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: মৃত্যুর কাছে সব কিছুই পরাজিত।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কারণ মানুষ।

২২| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৫

মাদিহা মৌ বলেছেন: কবিতা একদমই পড়ি না। গদ্য কবিতা বলে পড়ে ফেললাম। এবং এদেশের এরকম হাজারো মেয়ের কষ্টে ভিতরটা দুমড়ে উঠলো …

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কবিতা পড়া উচিত। এটা স্বগতোক্তি।
অনুভূতি গভীর হোক। একদম শেষ প্রান্তে পৌছাক।

২৩| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৮

গোফরান চ.বি বলেছেন: কপালের টিপ আর ঠিকানা হারাবে না।
বুকের আঁচলে আর কারো বারণ থাকবে না।
রাতগুলো আজ থেকে সাদাকালো
সিঁদুরকৌটোয় আজ থেকে জমবে ধূলো

নস্টালজিয়া ব্রো । ভক্ত হয়ে গেলাম।

২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কিছু ভক্ত থাকা মন্দ নয়। ;)

২৪| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৩

মনিরা সুলতানা বলেছেন: কঠিন এক নষ্ট সময়ের ছবি এঁকেছিস

২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কারো একার পক্ষে কিছু করা এখন সম্ভব নয়। এটা ষাটের দশক নয়।
তাই আঁকাই শুধু সার। পাল্টাবে না।

২৫| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৩

আমিই মিসির আলী বলেছেন: কপালের টিপ আর ঠিকানা হারাবে না। 
বুকের আঁচলে আর কারো বারণ থাকবে না। 
রাতগুলো আজ থেকে সাদাকালো 
সিঁদুরকৌটোয় আজ থেকে জমবে ধূলো

ঘাড়ের কাছে গরম নিশ্বাস। কেপে ওঠে অরুণিমা। 
বাম বুকটা খুবলে নিচ্ছে অপরিচিত হাত।
চোখে অবিশ্বাস। বিশ্রি হাসিতে স্বয়ং শ্বশুড়মশাই।



কবিতা ভালো লাগছে।
তবে অন্তরনিহিত ভাবটা ব্ড্ড খারাপ লাগায়া দিলো।
আহ! সমাজ! আহ! নিয়তি!

২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সেইজন্যেই হয়তোবা ভালো লাগছে।

২৬| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৭

ভ্রমরের ডানা বলেছেন: কবিতার হাহাকার মন ছুঁয়ে গেল! সত্যি আজো আমাদের সমাজে নারীরা প্রবল বঞ্চনার শিকার!

২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অবস্থার উন্নতি নেই। বিশেষত বঙ্গদেশে।

২৭| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২০

গুলশান কিবরীয়া বলেছেন: চমৎকার লিখেছেন । সত্যিই চমকে উঠেছি যখন বলেছেন " স্বয়ং শ্বশুরমশাই " । কি ভয়ংকার হতে পারে এক বিধবার জীবন !!

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভয়ংকর শব্দে কুলোবে না।
কিছুটা একাকিত্বও পায় না। সব পূরণ করে অমানুষেরা।

২৮| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: শুধু এ সময়ের নয় সব সময়ের নষ্ট মানুষের নষ্ট মানসিকতা আর এক অসহায় বিধবা নারীর করুণ, নিষ্ঠুর, নির্যাতন আর চরম অবমাননার দৃশ্য আপনার কলম তূলির আঁচড়ে ফুটে উঠেছে।
পড়তে পড়তে লজ্জায় ঘৃণায় কুঁকড়ে গিয়েছিলাম। এও কী সম্ভব? ভেবেছি, আর কষ্ট পেয়েছি।
ধন্যবাদ আপনার অসাধারণ কবিতার জন্য।

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মন্তব্যে সমৃদ্ধ হলো কবিতা। ভালো থাকবেন।

২৯| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৩

কল্পদ্রুম বলেছেন: কেউ মরে গিয়ে জীবনযন্ত্রণা থেকে বেঁচে যায়।
কেউ বেঁচে থেকেও মৃত্যু যন্ত্রণা ভোগ করে-প্রতিনিয়ত।

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মরে যাওয়া সুখ আছে।
ভালো বলেছেন।

৩০| ২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন:
অসম্ভব সুন্দর হইছে :)

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ আপু।

৩১| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:১৭

সাদা মনের মানুষ বলেছেন: শেষের অংশে মনটা ভড়াক্রান্ত হলো, অবশ্য দ্বিতীয় মৃত্যুর এমন ঘটনা আমাদের সমাজে যে নাই সেটা বলা যাবে না।

৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

দ্বিতীয় মৃত্যুর মৃত্যু হোক।
শুভকামনা।

৩২| ৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৩

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: দারুন লিখেছেন !

আপনার আরো কবিতা পড়তে চাই। :P

৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ভাবভঙ্গি সুবিধের না।

৩৩| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৮

জেন রসি বলেছেন: যতক্ষণ পর্যন্ত প্রথম মৃত্যু এসে ঘুম পাড়িয়ে না দেয় ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় মৃত্যুর বিরুদ্ধে লড়াই হোক।

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
স্বভাবসুলভ মন্তব্যে অভ্যস্ততার মুগ্ধতা।

৩৪| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৭

কাবিল বলেছেন: কপাল যখন মন্দ হয়
তখন সাদা কাপড়েও রং উঠতে চায়।

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মন্দ কপালেই জীবনযাপন।

৩৫| ৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৩

খোলা মনের কথা বলেছেন: আমাদের সামাজিক অবস্থা একই সুতোই বাধাঁ পুথির মত। সুতো ছিড়ে গেলে একটি একটি করে পুথি পড়তে থাকে ঝরঝর করে। একটি সমস্যায় যখন মানুষ পড়ে তখন নানা সমস্যা একের পর এক আসতেই থাকে। মানুষের হয় দ্বিতীয় মৃত্যু, তৃতীয় মৃত্যু এমন করে হাজার মৃত্যু....

ঘাড়ের কাছে গরম নিশ্বাস। কেপে ওঠে অরুণিমা।
বাম বুকটা খুবলে নিচ্ছে অপরিচিত হাত।
চোখে অবিশ্বাস। বিশ্রি হাসিতে স্বয়ং শ্বশুড়মশাই।

দেখে আঁতকে ওঠে অরুণিমা।
দ্বিতীয় মৃত্যুর ভয়ে।
কথা গুলো শ্রুতিকটু হলেও সত্য। অসাধারণ হয়েছে আপনার লেখা। চালিয়ে যান...

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: /আমাদের সামাজিক অবস্থা একই সুতোই বাধাঁ পুথির মত। সুতো ছিড়ে গেলে একটি একটি করে পুথি পড়তে থাকে ঝরঝর করে। /

দারুণ সত্য বলেছেন।

জীবনে বারকয়েক মৃত্যু আসে। তার বিপরীতে আমরা কিভাবে বিহেইভ করছি সেটা অনেক গুরুত্বপূর্ণ। সবাই দাঁড়িয়ে থাকতে পারে না।

দ্বিতীয় মৃত্যু বেশি যন্ত্রণাদায়ক।

৩৬| ৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

জলপাতা বলেছেন: দারন লেখার হাত আপনার। শুভ কামনা রইলো

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
জলপাতা! শুভকামনা।

৩৭| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৪

বিজন রয় বলেছেন: প্রথম মৃত্যু কবে হবে?

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মৃত্যু হলে জানা যাবে।


কেমন আছেন?

৩৮| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
:) অনেকদিন পর।

৩৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৮

ডট কম ০০৯ বলেছেন: চমৎকার লেখনী। খুব ভাল লিখেছেন।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপনাকে দেখে ভালো লাগছে।

৪০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: অনেক সুন্দর কথা মালা ভাল লাগল

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো থাকুন। :)

৪১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৫

আলোরিকা বলেছেন: :( :( :(--- সবই পাল্টায় , সবই শেষ হয়ে যায় --------মানুষ কেন পাল্টায় না ।


০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মানুষ পাল্টায় অমানুষ পাল্টায় না।

৪২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১১

আনিসা নাসরীন বলেছেন: বাস্তব চিত্র। খুব সুন্দর।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আনিসা
বাস্তব কি সুন্দর?

৪৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৩

মেহেদী রবিন বলেছেন: একদমে মন খারাপ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দুঃখিত।

৪৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০১

অদৃশ্য বলেছেন:



ভয়ানক... লিখাটির আলাদা ফিলিং আছে...

শুভকামনা...

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভয়ানক শব্দটাও আমায় খুশি করলো। অদ্ভুত না?

৪৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩১

যুক্তিহীন আঁতেল বলেছেন: ভালো লাগল ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.