নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
তুমি ঘোরতর কৃষ্ণবর্ণা হতে পারো
আমি মেঘকালোধূলো চোখে লেপে নেবো।
২।
রাতকে দিন হতে দেখেছি
শব্দকে পোড়া রুটি।
তাই জমিয়ে চলেছি আটাময়দার বোয়েমে
তার মনবারান্দা দখলের আয়োজনে।
৩।
প্রতিরাতেই খুন হয় অন্ধকার
সূর্যনামধারী তাই
বাস্তব রাতপরীদের কষ্টদেবতা।
৪।
নীলাম্বরী
রসুইঘরে তুমি বড্ড বেশি বেমানান।
অগোছালো বিছানায় চলো আকাশ দেখি। পবিত্রতা কাহাকে বলে?
৫।
কিছু রাত্রি বিক্রি হয়
হাতেগোনা খুচরো পয়সায়।
৬।
এই শহরে কোন রোদ নেই
তুমিহীন আমি মৃত্যুর কাছাকাছি।
তুমি রোদ
আমার অবাধ্য প্রেমিকা।
৭।
কিছু দালানকোঠা একছটাক আলোর উপোসী
একবেলা ভাতের জোগাড়ে কিছু ঘাম নুন হোক
আলোরঘর শান্তিতে ঘুমোক।
৮।
কোন এক বইএর পৃষ্ঠাভাঁজে তুমি আছো।
না ছিড়তে পারি না পড়তে
কখনো শেষ না হওয়া এক বিস্ময় তুমি।
৯।
শহুরে চেনা রাস্তায় আবার জন্ম নিতে চাই।
পূণর্জন্ম নয়। দ্বিতীয়জন্ম।
তবে তার ত্রিসীমানায়ও যেন তোমায় না দেখি।
১০
নীলাদ্রিতা
সেই আকাশনীল শাড়ির ভাঁজে ভাঁজে কিছু গল্প লুকনো আছে।
তোমার অংশ কোন রোদভেজা বিকেলে সেই গল্পের প্রেমে পড়বে।
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
একটি বালুকণা। ধন্যবাদ।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৮
কামরুন নাহার বীথি বলেছেন:
সবগুলোই খুব ভাল লাগল পড়তে!!
অনেক শুভেচ্ছা ভাই!!
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
হঠাৎ করেই লেখা। ফেবুতে দেওয়া। এক জায়গায় আনলাম।
ভালো থাকবেন আপু।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৯
আরাফআহনাফ বলেছেন: ৩,৪,৫,৮ খুবই ভালো লাগলো।
ধন্যবাদ জানবেন।
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপনার চয়েজ ভালো।
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৩
হাসান মাহবুব বলেছেন: প্রতিরাতেই খুন হয় অন্ধকার
খুব স্ট্রাইকিং একটা লাইন।
ভাল লাগলো বাকিগুলোও।
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ হামা ভাই।
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
শামছুল ইসলাম বলেছেন: ভাললেগেছে।
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
জেনে খুশি হলাম।
৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
নীলপরি বলেছেন: বাধ্যতা চাইলে প্রেমিকা না পূজারিনী খুঁজতে হবে ।
অনুকাব্য ভালো লেগেছে ।
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভাবলে কেন আমাতে বাধ্য???
আমি তো চাই প্রেমে বাধ্য।
৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
সাহসী সন্তান বলেছেন: আমার কাছে কেবল ৫ নাম্বারটাকে অসম্পূর্ণ বলে মনে হলো। তবে বাকি গুলো সুন্দর!
শুভ কামনা রাজপুত্র!
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
না তো সাস। আরেকবার কষ্টকরে পড়বেন কি?
কিছু পয়সায় কিন্তু সত্যি কারো কারো রাত বিক্রি হয়। এটা রাতের বাস্তব সত্য।
৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৮
জেন রসি বলেছেন: সবগুলোই বেশ অর্থবহ।
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কয়েকটি মনে হয় বহ নয় ভারাক্রান্ত।
৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪০
সাহসী সন্তান বলেছেন: আমিই আসলে স্যরি! মন্তব্যটা আর একটু ডিটেইলসে করা উচিত ছিল। প্রকৃতপক্ষে আমি বলতে চেয়েছিলাম যে, ৫ নাম্বারটাতে যদি আরো এক'দুই লাইন বাড়ানো যেত তাহলে বোধ হয় ভাল হতো! যদিও আমি কিন্তু পূর্বেই ওটার ভাবার্থ বুঝতে পেরেছিলাম....!!
তথাপি আপনার কবিতার চরণগুলো আসলেই খুব ভাল হয়! তাছাড়া ভাবনার অনেক খোরাকও পাওয়া যায়! এবং ভালোও এাগে, সেজন্যই আরকি....
যাহোক, ভাল থাকবেন! হ্যাপি ব্লগিং!
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সেটা হতেই পারতো। বা হওয়া উচিত ছিল। স্বীকার্য। মাথায় থাকছে। দেখি।
প্রশংসা কিন্তু সাস পেছনে করতে হয়।
ভালো থাকবেন। শুভ সকাল।
১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫১
সুমন কর বলেছেন: ২ আর ৪ বাদে, বাকিগুলো ভালো লাগল।
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মতামতের জন্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন।
১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৬
নীলপরি বলেছেন: দেখলেন তো আপনি চান ! তারমানে বাধ্যতার রুলসও আপনি ঠিক করবেন , বিচারও আপনিই করবেন । তাই ভেবেছি ।
সবসময় ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলে জেতা যাবে না । আপনি মানুন আর না মানুন আমিই ঠিক । ব্যস ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
একে নামের প্রতি সুবিচার বলে।
আচ্ছা যাও আজ তুমি জিতলে।
১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৭
বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার।
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ বিলিয়ার।
১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৮
রোদেলা বলেছেন: এই শহরে কোন রোদ নেই
তুমিহীন আমি মৃত্যুর কাছাকাছি।
তুমি রোদ
আমার অবাধ্য প্রেমিকা।
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
বিশ্বাস করো আপু তুমি মাথায় ছিলে না।
থাকলে আমি শিওর রোদেলা লিখতাম।
১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩১
চাঁদগাজী বলেছেন:
আমি মহাকাব্যের পাঠক; আজকের মানুষগুলো ডিজিটেল, কবিরাও কি ডিজিটেল হয়ে যাচ্ছেন, সবকিছুর আকার ছোট হয়ে আসছে।
ইঁদুরের সমান কি হাতী থাকার সম্ভাবনা নেই বিশ্বে।
৮ নং ও ৯ নং এর পংক্তিগুলো আমার মনের কিছু ভাবনার সাথে মিল খুঁজে পেয়েছে।
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
না ডিজিটাল না।
তবে পরিবর্তনে ছাপ রাখা উচিত।
মিল পেয়েছেন। কোথাও অমিল পাবেন। এই নিয়েই বসবাস।
১৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৩
পবন সরকার বলেছেন: খুব ভালো লাগল।
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ।
১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২১
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: সব পড়ে গেলাম !! পড়তে আবার আসবো
০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দরজা জানলা খোলাই আছে।
১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৭
নেয়ামুল নাহিদ বলেছেন: ভাল লাগলো। ব্লগে আপনার সক্রিয়তাও ভাল লাগে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ব্যস্ততার পাশাপাশি থাকি। খুব বেশি মনোযোগ দিতে না পারলেও উপস্থিত থাকি।
১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭
টোকাই রাজা বলেছেন: প্রতিরাতেই খুন হয় অন্ধকার
সূর্যনামধারী তাই
বাস্তব রাতপরীদের কষ্টদেবতা।
দারুন
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অনেকদিন পর টোকাই দেখলাম।
ভালো আছেন তো?
১৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৫
তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্! অনবদ্য
২,৪,৮ সবচেয়ে বেশি ভাল লেগেছে
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ।
২০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৩
ওয়াস আহিদ বলেছেন: আপনার কবিতায় এক ধরনের মাদকতা আছে। অনেক ভাল লাগা।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
খুব করে শুনতে চাওয়া একটি কথা।
২১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৪
অদৃশ্য বলেছেন:
বেশ ''অনু''...
শুভকামনা...
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালোলাগা।
২২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৬
অরুনি মায়া অনু বলেছেন: সবগুলোই সুন্দর।
বেশ ভাল লেগেছে পড়তে।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মায়াময় অনুভূতি।
২৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০৭
ভ্রমরের ডানা বলেছেন: অনু কবিতা অনু তো নয় যেন একেকটা আল্পস মালা!
জম্পেশ হয়েছে ভায়া! একদম পারফেক্ট যাকে বলে আর কি!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
এমন দু একজনের প্রয়োজন। যারা নিরন্তর ভালোবাসতে পারে।
২৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৭
সরকার আলমগীর বলেছেন: আগাম ঈদের রক্তজল ভিজা শুভেচ্ছা নিবেন
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা।
আপনার মেইল পেয়েছিলাম মনে হয়।
©somewhere in net ltd.
১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৪
একটি বালুকণা বলেছেন: কিছু রাত্রি বিক্রি হয়
হাতেগোনা খুচরো পয়সায়।
....চমৎকার।