নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

"নবীন লেখকদের স্বপ্ন" - কবিতা সংকলন। একটি ইচ্ছে আলোকমুখী।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৫



আপডেট -

✏ ১০ টি কবিতা পাঠাতে হবে। সেখান থেকে বাছাই করা হবে।
✏ কবিতা পাঠাতে হবে -  [email protected][email protected]
✏ কবিতা সর্বনিম্ন ৮ লাইন এবং সর্বোচ্চ ২৪ লাইন।
✏ কবিতা মেইলে ওয়ার্ড ফাইলে পাঠাতে হবে।
✏ কবিতা পাঠানোর শেষ তারিখ ৩১-১০-২০১৬।
✏ নাম, পূর্ণ ঠিকানা, মোবাইল নাম্বারসহ পাঠাতে হবে।
✏ প্রকাশে খরচ - ১৩০০ টাকা। কবিতা নির্বাচিত হওয়ার পর মেইলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
✏ বই কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে।

মুল পোস্ট -

শব্দের দৌরাত্ম্য যদি নিজের চৌহদ্দিতে আটকে থাকে তবে তার নামে রাখা হোক অপচয় হিসেব। শব্দের জন্ম যে কবি মানসে তা হোক সময় অসময়ের জ্যোৎস্নার মতো। চোখ ধাঁধিয়ে দিক।

লেখালিখি আমরা অনেকেই করি। বিভিন্ন ধরনের পত্রিকায় প্রায়ই ছাপার অক্ষরে নিজেদের গল্প কবিতা, অদ্ভুত ভালোলাগা দেয়। অনুপ্রেরণার কারণ হয়। কিন্তু বই এর সফেদ পৃষ্ঠায় নিজের শব্দদের জীবন্ত হওয়া, সে তো নবীন লেখকদের আকাশছোঁয়া স্বপ্নের গোড়াপত্তন। সেটাই আমাদের ইচ্ছে।

বই - এর পেছনে অনেক শ্রম প্রয়োজন। তাছাড়া বেশ ভালো অংকের টাকা। যেটা আনকোরা অনেকের জন্যেই অসম্ভব। কারণ অভাব কলমে শব্দ জোগায় বিলাসিতা নয়। তবে এই প্রতিবন্ধকতাকে পাশে সরিয়ে 'কবিতা সংকলন' প্রকাশের ইচ্ছে প্রকাশ করেছেন 'দেবজ্যোতিকাজল' (কাজল দত্ত)। একার পক্ষে বিশেষত নবীনদের জন্য একটি বইয়ের আগাগোড়া এক বিশাল ঝামেলা। কিন্তু দশজনের পক্ষে তা বেশ সহজিয়া হয়ে ওঠে।

দুই বাংলার মেলবন্ধন। সমান সংখ্যক কবিদের সুযোগ দিতে ইচ্ছুক। তবে আগ্রহীদের উপর নির্ভর করবে। বই সম্পর্কিত সকল আলোচনা এবং সিদ্ধান্ত সকলের অংশগ্রহণেই হবে।

আগ্রহীদের সাথে আলোচনা সাপেক্ষে কবিতার সংখ্যা চূড়ান্ত করা হবে। তবে কবিতা সংগ্রহের কাজ অক্টোবর মাসের মধ্যে শেষ হবে। জানুয়ারি মাসের বইমেলায় (পশ্চিমবঙ্গ) কবিতা সংকলন প্রকাশিত হবে। বই দু'দেশেই পাওয়া যাবে।

✏ কবি সংখ্যা - ২০ জন। (চূড়ান্ত নয়)
✏ নির্ধারিত খরচ - আগ্রহীদের সংখ্যার উপর নির্ভর করবে [বাংলাদেশী লেখকদের ক্ষেত্রে ভারতীয় অনুপাতে]।
✏ প্রকাশিত বই - এর স্বত্ব সমান সংখ্যায় বন্টিত হবে।

আগ্রহীরা তাদের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার মেইল করুন।

শুভ্র - [email protected]
কাজল দত্ত - [email protected]

এবিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে এবং কবিতা চেয়ে আগ্রহীদের সাথে যথাসময়ে যোগাযোগ করা হবে।

পুনশ্চঃ 'আমরা কেবলমাত্র একটি সুন্দর ইচ্ছা এবং স্বপ্নকে বাস্তবে রুপ দিতে চাচ্ছি! আর সেখানে সবারই সতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছ। ধন্যবাদ। :)

মন্তব্য ৭১ টি রেটিং +১০/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৩

দেবজ্যোতিকাজল বলেছেন: ইচ্ছা আছে কলকাতার ভাল প্রকাশনীর থেকে প্রকাশ করতে । এসো আমরা দলবদ্ধ ভাবে নিজেদের প্রকাশ করি ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ইচ্ছেটা বাস্তবায়িত হোক।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০০

অনর্থদর্শী বলেছেন: উদ্যোগটিকে সাধুবাদ জানাই।

যাহোক আমি পাঠিয়ে দিয়েছি মেইল। :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ। সকলের প্রচেষ্টা ও অংশগ্রহণে শুরু হোক দারুণ কিছু। আমরা যোগাযোগ করবো।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:

[email protected] এখানে ফরোয়ার্ড করুন মেইলটা।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৮

কলিন রড্রিক বলেছেন: অর্থের অভাবে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকে বই প্রকাশের সাহস করতে পারে না।....খুবই সুন্দর ভাবনা।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
এটাকে মাথা রেখেই আমাদের এই প্রচেষ্টা। ধন্যবাদ।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৬

শামছুল ইসলাম বলেছেন: ভালো উদ্যোগ, সফলতা কামনা করি।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ। সেটা হলে সত্যিই ভালোকিছু হবে।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৭

সরকার আলমগীর বলেছেন: কবিতা কয়টা পাঠাতে হবে সেটা কিন্তু বলা হয়নি -

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: পোস্টে আপডেট দেওয়া হবে। সাথে থাকুন।

কতজন ইচ্ছে প্রকাশ করছে তার উপর নির্ভর করবে কবিতার সংখ্যা।
আপনার নাম ঠিকানা এখানে মেইল করতে পারেন। যোগাযোগ করবো আমরা। [email protected]

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩০

ভ্রমরের ডানা বলেছেন: ছাপানো মানের লেখা আমার আপাতত নেই! তবে উদ্যোগটা বেশ ভালই! খুব ভাল লাগল।

সবার জন্য শুভকামনা রইল।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ ডানা। সাথে থাকুন।

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩১

কানিজ ফাতেমা বলেছেন: ভীষন ভাল একটি উদ্যোগ । লোভাতুর হলাম । কবিতা কিভাবে পাঠাতে হবে এবং অন্যাান্য আনুষাঙ্গিক তথ্যের অপেক্ষায় থাকলাম ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:


আগ্রহের জন্য ধন্যবাদ।
নাম ঠিকানা ও মোবাইল নাম্বারসহ মেইল করুন [email protected]
আনুষাঙ্গিক তথ্য জানিয়ে আপনাকে ফিরতি মেইল করবো।
পরবর্তীতে পোস্ট আপডেট করা হবে।

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৮

দেবজ্যোতিকাজল বলেছেন: ২০টা করে কবিতা , একপৃষ্টায় লিখে । ঠিকানা জানানো হবে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ।

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪১

দেবজ্যোতিকাজল বলেছেন: প্রথমে কবিতাগুলো মেল করে পাঠাতে হবে । আমাদের পছন্দ হলে । বাই পোস্টে পাঠাতে হবে ।

২০টা করে কবিতা , একপৃষ্টায় লিখে । ঠিকানা জানানো হবে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে ।

১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৫

সাহসী সন্তান বলেছেন: চমৎকার উদ্দ্যোগ! অবশ্যই এটাকে সাধুবাদ জানাই! রাজপুত্র ভাইকে অনুরোধ করবো, সকলের প্রশ্নগুলোকে আমলে নিয়ে পোস্টটা আপডেট করার জন্য! সবার মন্তব্যে প্রশ্নের উত্তর দেওয়ার থেকে সেটাই বরং ভাল হবে!

আবারও দেজোকা এবং রাজপুত্র উভয়কেই ধন্যবাদ জানাইতেছি এমন একটা উদ্দ্যোগ গ্রহণ করার জন্য! শুভ কামনা!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
হুম। সেটাই করবো।
ধন্যবাদ সাস।

ইচ্ছেটা আছে দেখা যাক কতদূর হয়। মাথায় যে সংখ্যাটা আছে সেটা হলে হয়ে যাবে।

১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩২

মোস্তফা সোহেল বলেছেন: শুভ কামনা রইল অগ্রীম

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ।

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৫

এডওয়ার্ড মায়া বলেছেন: শুভ্র ,দেবু দা এইগুলান কি কয় ?
কবতে পোষ্ট আপিসে পাঠাতে হপে :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি এব্যাপারে উনার সাথে কথা বলেছি মন্তব্যটা দেখে। উনি একবারে পাণ্ডুলিপি আকারে চাইছিলেন।
ভাইয়া তুমি পারলে আমায় একটু নক করোতো ফেবুতে।

১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৯

জেন রসি বলেছেন: চমৎকার আয়োজন।

শুভকামনা রইলো।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ধন্যবাদ রসি। ভালো থাকবেন।

১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

সুমন কর বলেছেন: চমৎকার উদ্যোগ।

অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ দাদা। অনেক দিন ধরে ইচ্ছেটা ছিল। কাজল দা আজ সকালে ফোনে বললেন। আর তার ফলাফল এটা। দেখি সম্ভব হয় কিনা।

১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

প্রামানিক বলেছেন: উদ্যোগটা ভালো। আপনারা এগিয়ে যান সাথে থাকবো।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ধন্যবাদ প্রিয় ছড়াকার। :)

১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৭

অরুনি মায়া অনু বলেছেন: একটি ভালো উদ্যোগ। আমার শুভকামনা আপনাদের জন্য। আশা করি চমৎকার কিছু কবিতার আয়োজন দেখব।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:

:) চেষ্টা করবো দারুণ কিছুর জন্য। ভালো থাকবেন।

১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৬

নীলসাধু বলেছেন: শুভ উদ্যোগে সমর্থন রইল
তবে আমি একজন অভিজ্ঞ মানুষ হিসেবে জানি এটা সফল করতে সময় এবং শ্রম দিতে হবে।
কাজটি সহজ নয় কিন্তু।
এবং বেদনার ব্যাপার সফল্ভাবে করার পরেও এই নিয়ে সমালোচনা হজম করার মানসিক প্রস্তুতি থাকতে হবে :)

প্রকাশনা নিয়ে আমার অল্প কিছু অভিজ্ঞতা আছে। যে কোন প্রয়োজনে পাশে আছি।
শুভকামনা নিরন্তর

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
চেষ্টা করছি নীল দা। আমি ভেবেছিলাম আপনার সাথে কথা বলবো। ব্যক্তিগতভাবেই।
আপনাকে পাশে পাওয়াটা অনেক বড় কিছু হবে।

সমালোচনা! পারি অল্পস্বল্প হজম করতে।

ভালো থাকবেন দাদা। নিরন্তর ভালোবাসা রইল।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
চেষ্টা করছি নীল দা। আমি ভেবেছিলাম আপনার সাথে কথা বলবো। ব্যক্তিগতভাবেই।
আপনাকে পাশে পাওয়াটা অনেক বড় কিছু হবে।

সমালোচনা! পারি অল্পস্বল্প হজম করতে।

ভালো থাকবেন দাদা। নিরন্তর ভালোবাসা রইল।

১৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার উদ্দ্যোগ! অবশ্যই এটাকে সাধুবাদ জানাই!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ভালোবাসা জানবেন।

১৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৯

মেহেদী রবিন বলেছেন: অসম্ভব মহান উদ্যোগ। প্রাথমিক ভাবে কি কি করতে হবে ?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: Click This Link

আমার ফেবু লিংক। এড দিন।

আর আপনার লেখা ১০টি কবিতা যা ইতিপূর্বে কোথাও ছাপা হয়নি উল্লেখিতভাবে [email protected] এ ওয়ার্ড ফাইলে পাঠিয়ে দিন। অনলাইনে প্রকাশিত হলে সমস্যা নেই। তবে অপ্রকাশিতগুলো উল্লেখ করে দেবেন। এটাই প্রাথমিক কাজ। :)

২০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১০

হাসান মাহবুব বলেছেন: দারুণ ব্যাপার। শুভকামনা রইলো।

শুভ্র কি আপনি?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
হামা ভাই,
গত প্রায় মাস তিন ধরে আমি আপনার ফেবু ফ্রেন্ড। শুভ্র নামেই। :(

২১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৮

nilkabba বলেছেন: অসাধারন উদ্দ্যেগ,,,,,,ভালো লাগলো নতুন কিছু করার প্রস্তাবনা দেখে।পাশে আছি,,,,,,যদিও খুব ভালো লিখিনা।
ধন্যবাদ,,,,এগিয়ে যান।
শুভেচ্ছা অফুরান।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

অনেক অনেক ভালোলাগা জানবেন। ধন্যবাদ।

২২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৪

মেহেদী রবিন বলেছেন: ফেবু লিঙ্ক এড দিলাম। আপনি ঘরের পাশের লোক জেনে ভালো লাগছে খুবই।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ভালো লাগাটা আমারো। :)

ফেবুতে পোস্ট দিয়েছি একটা। দেখুন।

২৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৭

ফেরদৌসা রুহী বলেছেন: খুবই ভালো উদ্যোগ।

সফলতা কামনা করছি।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ধন্যবাদ আপু।

২৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৭

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: অাপনাদের এ কর্মযোগ্য সফল হোক,,,,,,,,

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ। :)

২৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩২

জনৈক অচম ভুত বলেছেন: সাধুবাদ জানাবার মতো উদ্যোগ।
শুভকামনা রইল।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ঠিকঠাক শেষ হলে সাধুবাদ চেয়ে নেব। ;)

২৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৮

নীলপরি বলেছেন: শুভকামনা রইলো ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো থেকো পরি।

২৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১২

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ গুরু !!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ভালো থাকবেন।

২৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক শুভ কামনা :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো থেকো আপু।

২৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৭

সামিয়া বলেছেন: Wow আমিও কবিতা দিতে চাই, ঈদের পরে mail করলে হবে!???

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
হ্যা হবে। :)

৩০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১৭

রাজসোহান বলেছেন: দারুণ উদ্যোগ। ছাপানোর মতো একটা কবিতা যদি লিখতে পারতাম জীবনে :(

বইটির আশায় শুভকামনা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন: খোঁচাটা হজম করলাম।

৩১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৯

রাজসোহান বলেছেন: আরে খোঁচা দিলাম কোথায়! :-* আমি আমার নিজের হতাশার কথাটাই বলেছি। আপনি কি বুঝলেন! ফেসবুকে এড দিয়েছি।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দেখলাম না তো। দাঁড়ান।

৩২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৭

আরণ্যক রাখাল বলেছেন: যদি পারতাম লিখতে কবিতা!
যাক, অনন্য উদ্যোগ। এটা বিরাট ব্যাপার। কবিতার প্রতি ভালবাসার অনন্য নিদর্শন।
শুভকামনা, রাজপুত্র

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ আরণ্যক। ভালোবাসা তো আছেই। :)
তুমি কবিতা লিখতে অভ্যস্ত হলে মন্দ হতো না। রম্যের মতোই সেগুলোও দারুণ হতো।

৩৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৮

খায়রুল আহসান বলেছেন: চমৎকার এ উদ্যোগের জন্য সাধুবাদ জানাচ্ছি। সাফল্য কামনা করছি।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়।

৩৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: চমৎকার এ উদ্যোগের জন্য সাধুবাদ জানাচ্ছি এবং সাফল্য কামনা করছি। আমি মেইলি ১০টি কবিতা পাঠালাম দেখি ভাগ্যে কি আছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: দেবজ্যোতিকাজলের ব্লগে আপডেট পোস্ট আছে। দেখুন।

৩৫| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৪৩

সঞ্চারিণী বলেছেন: যদিওবা কবিতা পাঠানোর নির্ধারিত সময় শেষ; তবুও জিজ্ঞেস করছি; কবিতা জমা নেয়া কি শেষ? না কি এখনও কবিতা পাঠানো যাবে?

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: শেষ। ডিসেম্বরেই বইটি হাতে চলে আসবে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.