নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

এক রাজকন্যা ছিল, কবিতার মতো। জলতরঙ্গ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৭


কবি বা লেখক কোনটিই নই। তবু শব্দের প্রতি প্রেম আছে। লেখালিখি করি টুকটাক। সীমিত হলেও কিছু পাঠক তৈরি হয়েছে। এটা আমার সৌভাগ্য। আমার লেখা অনেক কবিতায় দুটি চরিত্র উঠে আসে। রাজকন্যা, নীলাদ্রিতা। আজকের কোন এক দিনেই রাজকন্যাকে নিয়ে লেখার শুরু। তাই আজ রাজকন্যার বাস্তব জন্মদিন। ব্যাপারটাতে আমি বেশ আবেগপ্রবণ। বুঝতেই পারছেন। :)



শহরের কথা

একটি শহর কিনবো
ব্যস্ততম নয় বরং মানুষহীন।
বসতির গোড়াপত্তন করবো আমিতুমি।

রাস্তায় কোন আলো থাকবে না
রূপোলী জ্যোৎস্নায় প্রতিরাতে ভিজে যাবে ধূলো।
একটা চাঁদে যদি না হয় তবে দুটোই হোক
বাড়ির জানলার শার্শি ভেঙে পড়ুক।
চাঁদোয়া আলো হুটোপুটি করবে দেওয়ালে
সে আলোয় মানুষ বানাবো শহরের জন্য
নতুন পৃথিবী নতুবা রাজকন্যার শরীর।

শহরটা কেনা হলো ,
সত্যি সত্যিই মানুষহীন
রাজকন্যাহীন।


অপেক্ষা

এমন কোন এক বিকেলে খুন হতে পারি নির্দ্বিধায়। তোর লাল টিপ বুকপকেটে সযত্নে লেপটে আছে। তোর চায়ের কাপের উষ্ণতা কচি লেবু পাতার ঘ্রাণের ন্যায় ঘিরে আছে আমার চারপাশ।

আমি এখনো পারি আকাশটাকে ছিঁড়ে ফেলতে নষ্ট কবিতাদের মতো। যার প্রতিটি টুকরো নীল রং ছড়াবে তোর 'হ্যাঁ' এর অপেক্ষায়।




অনুভূতি

ভিজে টুনটুনিটার একান্তে কাটানো কিছু সময় ধার করেছি, তোকে ভেজাবো বলে।
তুই আর আমি মিলে মেঘ ছুঁয়ে দেব। লাল নীল সুতোর মাঝে রংধনু আঁকবো।

তুই আমার রাত্রি হয়েছিস প্রত্যেক সূর্যাস্তে। যতবার ক্লান্তিকর ঘুম ভেঙেছে তুই হয়েছিস রোদেপোড়া সকাল। আমি প্রেমেবন্দি হয়েছি।

তারপরও তোর অজানা থাকবে আমার কবিতাদের জন্ম কথা।


জিজ্ঞাসা

ফাগুনের শেষ প্রহর
নির্জন কোনও বারান্দায় কফির মগে উষ্ণ চুমুক ঠোঁটের কোণে একটুকরো হাসি সাথে ধীর পদক্ষেপ।
এলোমেলো চুলগুলোয় আধিপত্য অন্ধকারের।
সেই মৃদু আলো আঁধারে বলেছিল আমায়

"কখনও যদি নীল শাড়িতে তোমার সামনে এসে দাঁড়াই, তুমি কি আমার প্রেমে পড়বে"।


স্বার্থপর

বিলাসিতা করার সামর্থ্য তোর বারান্দায় ভেজা কাকের ঠোঁটে তুলে দিয়েছিলাম। এক বিকেল চুরির ষড়যন্ত্রে তোর আঙুল ধরবার ইচ্ছেরা
হারিয়েছিল অন্ধকার সন্ধ্যায় ঝুপরি কোণে আযাচিত শারীরিক উন্মাদনায়।

তোকে কোনদিন ভালোবাসতে পারি নি। শুধু শরীরের ঘ্রাণ নেবার পায়তারা করেছি। ব্যস্ত শহুরে কোকিলের মতো তোর উত্তাপ নিয়েছি শেষ ফাগুনটা রাঙাতে।

আজ শেষ বিকেলে তুইসর্বস্ব একছটাক আলোর জন্যে আমার ছোটাছুটি নিজেকে অনেক হাস্যকর করে তোলে।




ব্লগের প্রথম দিককার কিছু কবিতায় তার স্পষ্ট উপস্থিতি ছিল। সেগুলো থেকেই একেবারে গোড়ার দিকের কিছু কবিতা তুলে ধরলাম। ভালো খারাপ বিচারে নয়। :)

স্মৃতির ফ্রেমে রাজকন্যা
কাজল কালো দীঘির তরঙ্গায়িত জলের মতো চোখ আর অমাবশ্যার অহংকার চূর্ন করা দীঘল কালো চুল আমার ঝুলিতে ভালোলাগা দিতে পারে, ভালোবাসা নয়।

রাজকন্যার ফিরিয়ে দেওয়া প্রেম
কোন এক বরষা ভেজা সন্ধ্যায়
বলেছিলাম, "একটুকরো মেঘ যদি এনে দেই, তুমি কি আমার হবে?"


এমন কোন এক ক্ষণে তুই শুধু আমার ছিলি
শুধু বর্ষার কোন অবসর বিকেলে ভেজা টুনটুনি পাখিটা মনে করিয়ে দেয়-
এমন কোন এক হ্মণে তুই শুধু আমার ছিলি।


জানতে চাওয়া কিছু মলিন ধূসর প্রশ্নরা
পড়ন্ত বিকেলবেলায় আঁধ খোলা জানালা দিয়ে এখনও কি আমায় খুঁজে পেতে দৃষ্টি বাড়াও।

ভালোবাসার এপিঠ ওপিঠ
তুমি রেখে দিও নাগরিক জীবনের ব্যস্ততা থেকে হারিয়ে যাওয়া কোন জ্যোৎস্না রাতের চাঁদটাকে।

অপেক্ষিত প্রেম
যদি কোন চাঁদহীন আকাশে নক্ষত্রের মাঝে পথহারা তুমি আপন আলয় সন্ধানে পাশে পেতে চাও আমায়,
বাস্তবের কুঞ্চিত ভ্রু উপেক্ষা করে পুরনো ক্ষত পাজরে লুকিয়ে আবেগের আতিশয্যে জড়িয়ে নেব তোমায়।

মন্তব্য ৭৩ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
উপরের বেশকিছু আপনাদের আগে পড়া মনে হতে পারে। সেক্ষেত্রে বলে রাখা উচিত। প্রথমটি বাদে বাকী লেখাগুলো আগের। শুরু করেছি শেষ হয় নি। এদের থেকে অন্য লেখায় চলে গেছি। শুভকামনা।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৪

নীলপরি বলেছেন: পাখীটা কি করুন !

ভালো লাগলো ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
এই যে নীল পরি,
ভালো লাগছে ভালো কথা। নীল কই?

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৪

নীলপরি বলেছেন: আরে , লেখা পড়তে গেলে নীল ট্যাক্স দিতে হবে নাকি ?

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
নীল কর।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১০

মামুন ইসলাম বলেছেন: চমৎকার হয়েছে

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দুপুরের ঝাঁঝালো ধন্যবাদ।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২০

জনৈক অচম ভুত বলেছেন: চমৎকার!
রাজকন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন আমার তরফ থেকে। !:#P

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:

আচ্ছা জানায় দেব। ভুত এর শুভেচ্ছা।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৬

আরণ্যক রাখাল বলেছেন: সে আলোয় মানুষ বানাবো শহরের জন্য!!!!!!
18++++
হা হা।
সুন্দর সব কবিতাবলী

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
একটুআধটু। ;)

"কোন জানলা থাকবে না
ব্যক্তিগত বলেও কিছু আছে নাকি!"

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০০

সুমন কর বলেছেন: চমৎকার আবেগী লেখা।

ভালো লাগা রইলো।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ দাদা। শুভকামনা।

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০১

নীলপরি বলেছেন: এতো দিনে বোঝা গেলো
কেনো এতো তুমি নিষ্ঠুর
পরজন্মেও ভোলোনি দেখছি
নীল কর ব্রিটিশ প্রভুর !

কর ছাড়াই কমেন্ট দেবো
না নিলে চলে যাবো !

কালকের জেন রসির বিধানের কথা ভুলে গেলন ? কি সাহস আবার কর চায় ? এবার যদি আরো শাস্তির কঠিন হয় ?

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মানে কি? এগুলান কি ধরণের কথা। জন্ম পরজন্ম। মাথা আউলায় গেল তো।
জেন রসি নিচতলায় বসে আছে ভাগ নিতে। ঐ দেখো। ;) ;) ;) ;)

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৪

জেন রসি বলেছেন: আপনার কবিতা পড়ে সবসময় আরাম পাই। সেটা হোক রাজকন্যাকে নিয়ে কিংবা ইশ্বরের প্রতি আক্ষেপ নিয়ে। :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

কথা শুনে আমিও আরাম পেলাম। উপরের দিকে তাকানোর দরকার নেই। ;)

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২২

শামছুল ইসলাম বলেছেন: কবিতা ভালই লেগেছে ।

আমি সাধারণ মানুষ, তাই রাজকন্যাকে ঠিক চিনে ওঠতে পারি না, দুর্বোধ্য ঠেকে ।

একটা সাধারণ মেয়ে হলে বোধ হয় চিনতে পারতাম ।

ভাল থাকুন। সবসময় ।


১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমিও বেজায় সাধারণ। তাই আমিও চিনতে তালগোল পাকাই। ভালো থাকুন।

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৬

হালিমা সাদিয়া বলেছেন: রাজকন্যা এবং রাজপুত্রের জন্য শুভকামনা :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপনার জন্যেও শুভকামনা।

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৬

ভ্রমরের ডানা বলেছেন: কবিতার থাকা রাজকন্যার জন্মদিনের শুভেচ্ছা!!

এবার পাঠককুলে মিষ্টিসিজম ছিটিয়ে নতুন কবিতা দিন!

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ডানা।
শুভেচ্ছা।
শুভ কামনা।
ভালোবাসা জেনো।

এমন কিছু পাবো কবে আবার?

১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৬

কাবিল বলেছেন: কবিতা ভাল লেগেছে। +++++
আপনার আগের কিছু কবিতা থেকে ফাঁকিতে পরেছি।
রাজকন্যার জন্মদিনের শুভেচ্ছা রইল।

অগ্রিম ইদ শুভেচ্ছা।
ভাল থাকুন, সুস্থ থাকুন সব সময়।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:

কাবিল।
ঈদের শুভেচ্ছা। ভালো থাকবেন আপনিও। :)

১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার লেখনি।

ভালো লাগা রইলো।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আগের লেখা। প্রথমটা নতুন।
ধন্যবাদ।

১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২২

জেন রসি বলেছেন: নীলপরি আপু আপনাকে অষ্টম খুনের অভিযোগে অভিযুক্ত করেছেন। কবিদের বিরুদ্ধে খুনের অভিযোগ খুবই গুরুত্বপূর্ন ইস্যু। ইদের পরই তদন্ত কমিটি গঠন করা হবে বলে আশা করা যাচ্ছে। ;)

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
জেন তার পেছনে যে মদতদাতা কে তা আমি জানি। ঈদ যাক। তদন্ত হবে। :)

১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৫

শায়মা বলেছেন: রাজকন্যা নীলাদ্রিতা!!!!!!!! বাহ বাহ বাহ :) :) :)

আমারও নীলাদ্রিতা নিয়ে একখানা অমূল্য কাব্য ছিলো মনে পড়ছে!


দাঁড়াও খুঁজে দেখি !!!!!!!!!!! :) :) :)

এই যে আমার নীলাদ্রিতার কাব্য যাহা পড়িলে এখন আমার হা হা হাসি পায়

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

পড়ে আসলাম ঐটা। হাসার কিছু নাই শায়মাপু।
যথেষ্ট ভালো লাগছে।

১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৬

প্রামানিক বলেছেন: তাই আজ রাজকন্যার বাস্তব জন্মদিন। ব্যাপারটাতে আমি বেশ আবেগপ্রবণ। বুঝতেই পারছেন।

কল্পনার রাজকন্যা কবিতা ছেড়ে বাস্তবে চলে এলো নাকি!!!

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: নাহ প্রামানিক ভাই। শব্দরুদ্ধ। :)
ভালো থাকবেন।

১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৫

এডওয়ার্ড মায়া বলেছেন: রাজকন্যা ,নীলাদ্রিতা বেচেঁ থাকুক তোমার শব্দে :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভাইয়া, ভালো থাকবেন। :)

১৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৫

বিলিয়ার রহমান বলেছেন: প্রতি উত্তরের জন্য ধন্যবাদ।

আপনার প্রতি রইলো পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ঈদের শুভেচ্ছা রইল।

২০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৪

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাললাগল:D:D

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ধন্যবাদ দাদা।

২১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩১

ফেরদৌসা রুহী বলেছেন: রাজকন্যাকে জন্মদিনের শুভেচ্ছা।
সবগুলিই পড়লাম। ভালোলাগা জানবেন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
পড়ার জন্যে ধন্যবাদ আপু।

২২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪১

চাঁদগাজী বলেছেন:



রাজকন্যারা সারা রাজ্যের, আপনি কি রাজকবি?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
না চাঁদগাজী। আমি পোশাকি কবি।

২৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৩৬

নাইম রাজ বলেছেন: সুন্দর কবিতা +

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ নাইম রাজ।

২৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: রাজকন্যা ও রাজপুত্তুর এর জন্য এক আকাশ ভালোবাসা রইলো ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালোবাসা রইলো আপনার প্রতিও। ঈদের শুভেচ্ছা।

২৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭

মো:সাব্বির হোসাইন বলেছেন: কোন এক বরষা ভেজা সন্ধ্যায়
বলেছিলাম, "একটুকরো মেঘ যদি এনে দেই, তুমি কি আমার হবে?


বাহ! চমৎকার

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:

চমৎকার শব্দে অনুপ্রেরণা অযুত। ভালো থাকুন। :)

২৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫২

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ভালো থাকুন বিলিয়ার।

২৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০২

ডঃ এম এ আলী বলেছেন:




দারুন এই পোস্টের লিখা সাথে স্মৃতির ফ্রেমে রাজকন্যার লিংক
এই ঈদের ছুটিতে কোনটা রেখে যে কোনটা পড়ি হয়ে গেলাম বিদিশা ।
হারিয়ে গেলাম স্মৃতির ফ্রেমে রাজকন্যার কাজল কালো দীঘির তরঙ্গায়িত
জলের ভালোবাসায়। কিন্তু রাজকন্যার ফিরিয়ে দেওয়া প্রেমের কারণে বরষা
ভেজা সন্ধ্যায় বলেই দিলাম এক টুকরো মেঘ্ই এনে দিবে তাকে যদি সে তোমার হয়।
বলল সে হেসে এমন কোন এক ক্ষণে তুমি যে শুধু তারিই ছিলে,তাইতো বর্ষার কোন অবসর
বিকেলে ভেজা টুনটুনি পাখিটা মনে করিয়ে দেয়- এমন কোন এক হ্মণে সে শুধুই ছিল যে তোমার।
তার পরেও মনে অনেক প্রশ্ন উকি দেয়। তবে মলিন ধূসর প্রশ্নরা পড়ন্ত বিকেলবেলায় আঁধ খোলা জানালা
দিয়ে এখনও তোমায় খুঁজে নিয়ে বলে দৃষ্টি বাড়াও। দেখবে ভালোবাসার এপিঠ ওপিঠ, । তখন বলে দিলাম রেখে
দিও নাগরিক জীবনের ব্যস্ততা ,হারিয়ে যেন না যায় জ্যোৎস্না রাতের চাঁদটা। চাঁদহীন আকাশে অপেক্ষিত প্রেম নক্ষত্রের
মাঝে পথ যেন না হারায় ,ফিরে যেন পায় আপন আলয় সন্ধান।পাশে যেন পায়,বাস্তবের কুঞ্চিত ভ্রু উপেক্ষা করে পুরনো ক্ষত পাজরে লুকিয়ে আবেগে জড়িয়ে যেন নেয় স্মৃতির ফ্রেমে রাজকন্যা তোমায় । ভাল লাগল পোস্টের লিখা ও লিংকের সব কবিতা।
ঈদ মোবারক ।

ভাল লাগল পো



১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ মন্তব্য। অবাক হয়েছি। ভালোলাগা নিঙড়ে নিয়েছেন। ভালোবাসা রইল। আমি দীর্ঘায়ত করবো না। তবে অসংখ্যবার পড়লাম। :)

২৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৩

আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,




গল্পে পড়তুম , একদেশে ছিলো এক রাজকন্যা ..... তার সাথে দেখা হলো এক ব্যাঙ রাজপুত্রের । এভাবে গল্প এগিয়ে চলতো । শেষেটা টানা হতো এরকম ---- রাজকন্যা ও রাজপুত্র সুখেশান্তিতে থাকিতে লাগিলো ।

তখন তো আর দিশেহারা রাজপুত্রেরা থাকতোনা , তাই গল্পের মধুরেণ সমাপয়েৎই হতো । তা একালের দিশেহারা রাজপুত্রেরা দিশা হারিয়েই ফেলে বলে গল্পগুলো ফ্যাকাসে জোছনার মতো হয় । রোদটাকে আর ওম দেয়া চাদর বলে মনে হয় না , মনে হয় রুটি সেকা হচ্ছে কোথাও । থাকতে হয় রাজকন্যাদের হ্যাঁ' এর অপেক্ষায়। বড়ই যন্ত্রনাদায়ক ! তার উপর জন্মদিনের ফোঁড়া । গিফট গুফটের ঝামেলা এড়াতেই তাই রাজপুত্রেরা কবি কবি ভাব ধরে । যেন দিন-দুনিয়ার সবকিছুতেই উদাস । কবিতা লিখতে তো আর পয়সা লাগেনা । গিফট কিনতে লাগে । তাই ওটা লিখেই মজনু হওয়া অনেক সোজা ।

তা মশাই , পয়সা বাঁচাতে নীলাদ্রীর মতো রাজকন্যেকে তার আজকের এই বাস্তব জন্মদিনে এমন ফাঁকিটাই দিলেন ? নিদেন পক্ষে তাকে একখানা নীল শাড়ীও যদি উপহার দিতে পারতেন তবে তা গায়ে জড়িয়ে রাজকন্যে বলতে পারতেন - "কখনও যদি নীল শাড়িতে তোমার সামনে এসে দাঁড়াই, তুমি কি আমার প্রেমে পড়বে"। :(
আপনার এই ফাঁকি রাজকন্যে বুঝে ফেলেছে তাই প্রথম দিকটাতে তার স্পষ্ট উপস্থিতি থাকলেও এখন হাজিরা খাতায় এ্যাবসেন্ট । কাঁহাতক আর কবিতা গেলা যায় ! একটু এদিক সেদিক ঘুরতে নিয়ে যান না । ট্যাক ঘাটতি হলে নাহয় এই প্রায় জনশুণ্য রাজপথের পাশে ফুঁচকা খেতে বসে পড়ুন । দু'চারটে ফুলও পাবেন এদিক সেদিক । তার মেঘবরন চুলে গুঁজে দিন কয়েকটা । বলুন - দেবো খোঁপায় তারার ফুল ... । এই বিলাসিতাটুকু করার সামর্থ্য থাকলেই তার আঙুল ধরতে পারতেন বিকেলের ষড়যন্ত্রে।
আর যদি কোনও লেকের পাড়ে বসে এমনটা ঘটাতে পারতেন তবে নীলবরন রাজকন্যের হাসির জলতরঙ্গও শুনতে পেতেন.......... :P B-)) B:-)

এমন দিশেহারা কাউকে ঈদের শুভেচ্ছা জানাতেও ইচ্ছে করছেনা ..... :P

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আহমেদ জী এস,
ভার্চুয়াল জগতের সত্যকথা - মাঝে মাঝে আমার বেশ বুকে ব্যথা হতো। কারণ টা বলছি না। তো বেশ পোষ্য হয়ে গেলাম আমি। ব্যথাটার। মাঝেসাঝেই অতর্কিত হামলা চালাত। তো ফেবুতে একবার একটা স্ট্যাটাস দিয়েছিলাম। "বুকে বড্ড ব্যথা হচ্ছে। বেশ ভালোই লাগে ব্যথাটা"। পাবলিক সেইটা ছ্যাকা ভেবে নিল। :-0

রাজকন্যা নীলাদ্রিতা ব্যাপারস্যাপার আলাদা। হঠাৎ আসে। ঝাঁকি দিয়ে যায়। তারা ঘুরতে যায় না। গিফটও নেয় না। আমারে বোঝে। হাতটান। লোকে আমারে রাজকন্যা কিংবা নীলাদ্রিতার প্রেমে দিশেহারা বললে ভালো লাগে। কিছু ভালো লাগা একান্ত ব্যক্তিগত।


আপনি বরাবর আমার পছন্দের লোক। আগাগোড়া ভালোবাসা জানবেন। ঈদ মোবারক। :)

২৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৯

ফরিদ আহমাদ বলেছেন: শহরের কথা'র শ্রী সর্বাধিক।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

অন্যগুলো কবিতা না। আতুরঘর। ওগুলো অর্ধেক। চতুর্ধেক। ওদের থেকে অন্য কবিতা হয়ে গেছে। সুযোগ বুঝে গছিয়ে দিলাম। :)

৩০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কবি বা লেখক কোনটিই নই। তবু শব্দের প্রতি প্রেম আছে। একেবারে আমার ব্যাপারে বক্তব্য তুলে ধরেছেন ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
:)

ভালো থাকুন সবসময়।

৩১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৮

শৈবাল বিস্বাস বলেছেন: আমার কবিটা হয়তো আপনার ভালো লাগে নাই কিন্তুু আপনার লেখাটা আমার দারুণ লেগেছে।।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ। একটা ভালো লাগে নি। অন্যটা হয়তো ভালো লাগবে।

৩২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৪

কালপুরুষ কালপুরুষ বলেছেন: খুব সুন্দর লিখেছেন। প্রেম হারানোর বেদনায় পুড়ে মরেছেন সারাক্ষণ তাও রাজকন্যা আজও রয়েছে একই ভাবে ভালবাসায়। প্রেমটা আবার আমি এতো ভালো বুঝিনা তবে কবিতাগুলো খুব সুন্দর। অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম।।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ইয়ে এইগুলান কি কন কালপুরুষ! :||
ভালো লাগা ঝুলিতে নিলাম।

৩৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৯

হাসান মাহবুব বলেছেন: শহরটা কেনা হলো ,
সত্যি সত্যিই মানুষহীন
রাজকন্যাহীন।


গহীনে টোকা লাগলো।

শুভেচ্ছা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: গহীনে টোকা লাগলো।
জেনে ভালো লাগছে।

৩৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৬

অরুনি মায়া অনু বলেছেন: শব্দে বর্ণে নীল রাজকন্যাকে অনেক কিছু জানিয়ে যাওয়া। খুব সুন্দর গোছানো ভাবনা।
শুভ জন্মদিন দিশেহারার রাজকন্যা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
নীল রাজকন্যা! নীল খুঁজছি।

৩৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪২

পবন সরকার বলেছেন: কবিতা এবং রাজকন্যার জন্মদিন সব কিছুই ভালো লাগল।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ পবন। ভালো থাকবেন।

৩৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫

খায়রুল আহসান বলেছেন: কবি বা লেখক কোনটিই নই। তবু শব্দের প্রতি প্রেম আছে -- শুরুটা দারুণ হয়েছে।
শহরের কথা'র শুরু ও সমাপ্তিটা খুব ভাল হয়েছে।
তুই আমার রাত্রি হয়েছিস প্রত্যেক সূর্যাস্তে -- একেবারে মৌলিক অনুভূতি ও তার স্পষ্ট অভিব্যক্তি।
জিজ্ঞাসা'র পটভূমিটা চমৎকার এঁকেছেন।
তোকে কোনদিন ভালোবাসতে পারি নি। শুধু শরীরের ঘ্রাণ নেবার পায়তারা করেছি। ব্যস্ত শহুরে কোকিলের মতো তোর উত্তাপ নিয়েছি শেষ ফাগুনটা রাঙাতে। -- চমৎকার!
একাদশতম প্লাস + +

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুন্দর করে বললেন। গুছিয়ে। এতোটা ভালো আমার পোস্টটা হয়েছে কিনা ভাবছি। ধন্যবাদ।

৩৭| ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৪

গেম চেঞ্জার বলেছেন: শুভকামনা!! :)

০৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.