নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাতৃঋণ - পরিশোধিত
ক'টা বাজে?
নিজের কাছেই প্রশ্ন করে রঙ্গন। বইতে মুখ গুঁজলে ওর আর সময়ের হিসেব থাকে না। মাথার উপরেই পেল্লাই ঘড়ি ঝুলছে দিব্যি। কিন্তু দেখার ইচ্ছে নেই। ইদানীং ইচ্ছে গুলো কেমন যেন ভোঁতা হয়ে গেছে।
২টো ৩৫। চেনা পুরুষালী কন্ঠস্বর।
নিশ্বাস আটকে যায় রঙ্গনের। কই ঘরে তো কেউ নেই। জানলার দিকে তাকায়। ধূসর নীল পর্দাটা আবছা আলোয় পরাবাস্তব মনে হয় ওর কাছে। চেয়ার ছেড়ে উঠে আসে। ক্যাচক্যাচ করে যেন চেয়ারটা বিরোধীতা করে ওঠে। যেন ঘোর অমঙ্গল হবে ওকে ছেড়ে গেলে। ইতস্তত ঘুরে জানালার দিকে এগিয়ে যায়। মাথার মধ্যে এক অদ্ভুত শূন্যতা। তার মধ্যে জায়গা নিচ্ছে উদ্ভট সব চিন্তা। ভয় যে একেবারে করছে না তা নয়। তবে রঙ্গন ভীতু নয়। জানলার পাল্লা সরিয়ে আকাশ দেখে। কালো কুচকুচে। যেন অভিশপ্ত। হয়তো মনের ভুল। নিজেকে বোঝায়।
বিছানায় গা এলিয়ে দেয়। দেহ ভার হয়ে আসে। কোথাও যেন তলিয়ে যায়। নিশ্বাস বন্ধ হয়ে আসে। মুখ হা করে বড় বড় দম নেয়। সারা শরীরে আঠালো তরল। ঘেন্না হয় নিজেকে। নাক মুখ দিয়ে উগ্রে দিচ্ছে রক্ত।
বাবার হাত ধরে বাবু সেজে এই প্রথম বেড়াতে বের হয়েছে রঙ্গন। সে কি আনন্দ! বাবার মতো সেও পাঞ্জাবি পড়েছে। কলাপাতা রঙের। চুলগুলো পরিপাটি। মুখে একগাল হাসি। মাঝে মাঝেই বাবার দিকে তাকায়। কি অদ্ভুত নির্ভরতা। অচেনা মুখগুলোতে ভয় নেই। বাবা আছে তো। আরেকটু সরে যায় বাবার দিকে। আহ! কি অদ্ভুত গন্ধ। বাবাকে বড্ড ভালোবাসে সে।
এই রঙ্গন। রঙ্গন। হতচ্ছাড়া। এতো বেলা করে ঘুমায়! একজন তো মরে বাঁচিয়েছে। আর এই নবাব এখনো জ্বালিয়ে মারছে। কবে যে আমার মরণ হবে। গজগজ করতে করতে রান্নাঘরের দিকে পা বাড়ান রঙ্গনের মা। ওহ। ভুল হলো উনি তো এখন মিসেস রাহমান।
ঘুম ভাঙে। মাথাটা বেশ পরিষ্কার। ও জানে ওকে কি করতে হবে। কাঠের বাক্সে সযত্নে লুকানো দড়িটা বের করে। আহ সেই পরিচিত গন্ধ। রান্না ঘরের দিকে এগোয় রঙ্গন। বাবার মুখটা মনে পড়ে। হা করে চেয়ে আছে। রঙ্গনের দিকে।
- শুভ্র।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ লিটন ভাই। ভালো থাকবেন।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫০
শাব্দিক শব্দ বলেছেন: Valo silo +++
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
শাব্দিক শব্দে ভালো লাগা।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি ভয়ানক ঋণ শোধ!!!!!!!!!!!!!!!!!!
ভূই পাইছি ...
++++
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ঠিকানা ভুলেছেন কি, ভৃগু মমহাশয়?
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫
জুন বলেছেন: 'উনিতো এখন মিসেস রহমান' এই এক কথায় অনেক কিছু বোঝা গেল দিশেহারা । ভালোলাগা রইলো অনেক ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
জুনাপু,
নিরন্তর অনুপ্রেরণা পাচ্ছি। সেই প্রথম থেকে। ঋণী।
একদিন লিখব : আপুঋণ - পরিশোধিত।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৫
জনৈক অচম ভুত বলেছেন: চমৎকার লিখেছেন।
এমন মাতৃঋণ আর কারো ঘাড়ে যেন না বর্তায়।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সেটাই প্রত্যাশিত। তবে অপ্রত্যাশিত ইদানীং বেশি ঘটে।
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৭
প্রামানিক বলেছেন: দারুণ লাগল অনুগল্প। ধন্যবাদ
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ প্রামানিক।
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০০
পেন্সিল স্কেচ বলেছেন: কয়েক লাইনে হৃদয় স্পর্শ করে ফেলেছেন
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
শুনে ভালো লাগল।
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৯
তাজবীর আহােমদ খান বলেছেন: সুদ সহো ঋন পরিশোধ
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
পুরোপুরি।
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৫
নীলপরি বলেছেন: থ্রিলার ভালো লাগলো। ++
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমারো।
১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২১
দ্যা ফয়েজ ভাই বলেছেন: মিসেস রহমান"এই একটা শব্দই পুরো গল্পটার ধারক।সত্যিই অসাধারণ লাগলো।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ ফয়েজ। অনুপ্রাণিত।
১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৫
হাসান মাহবুব বলেছেন: টুইস্টেড এবং ট্রাজিক। বলার ধরন টা চমৎকার। ছোট ছোট বাক্যে কাহিনী সাজানো আমার বেশ পছন্দের। স্টাইলিশ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সামুতে প্রিয় গল্পকারদের মধ্যে আপনি একজন এবং অন্যতম।
অনেক ভালো লাগছে এমন মন্তব্যে। ধন্যবাদ হামা ভাই।
১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
সুমন কর বলেছেন: ছোট কিন্তু চমৎকার। ভালো লাগল।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো থাকবেন দাদা।
১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৭
আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র,
ছোট্টর ভেতরে সুন্দর ।
কিন্তু শিরোনামটা "মাতৃঋণ .... " কেন হলো ঠিক বুঝে উঠতে পারিনি । নিজের এই অক্ষমতার জন্যে দুঃখিত ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মন্তব্যের শেষ লাইনে আমাকে লজ্জিত করলেন। আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। এখনো শিখছি।
মাতৃ ঋণ শোধ করা যায় না। কিন্তু এখানে পরিশোধিত। বাবার হত্যাকারী। বিদ্রূপ করে লিখেছি মাতৃরঋণ।
ভালো থাকবেন।
১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৩
রূপক বিধৌত সাধু বলেছেন: নাম নিয়ে আমিও দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম । যাহোক, বুঝেছি ।
গল্প ভালো হয়েছে...
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ সাধু।
বিদ্রূপ করে নাম দিয়েছিলাম।
১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৫
অরুনি মায়া অনু বলেছেন: বিচিত্র এই জীবনে কতকিছুই না ঘটে যায়। তীব্র ঘৃণা নিয়ে একটি সন্তান তার মাতৃঋণ শোধ করে যাচ্ছে প্রতিনিয়ত, ছোট্ট গল্পে তা সুন্দর ফুটে উঠেছে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
এই ঘৃণা যেন না ছোঁয় কাউকে। আশপাশটা নষ্ট হয়ে যায়।
১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৪
কাল মানব বলেছেন: প্রথমে হাল্কা ভয় পেয়েছিলাম।পরে মায়ের আগমনে নিজেকে সামলেছি
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভাগ্যিস মা এসেছিল।
১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৮
রায়হানুল এফ রাজ বলেছেন: দারুণ হয়েছে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
SORRY!?
১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৬
রক্তিম দিগন্ত বলেছেন: খাইছে!!
শেষ লাইন তো পুরাই মাথা ঘুরান্টি দেওয়ার মত। সেই মাপের টুইস্ট।
মিসেস রহমান!!!!!
অদ্ভুত হলেও - গল্পটাকে আমার দুইবার পড়তে হয়েছে। ভাল একটা মিনি থ্রিলার।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
রক্তিম দিগন্ত,
লেখার শেষে এহেন মন্তব্য আরেকটি লেখা শুরুর দারুণ টনিক।
১৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:০৩
মাদিহা মৌ বলেছেন: গল্পটা বুঝতে শেষ প্যারাটা তিনবার পড়তে হয়েছে আমার। আহ! কী অসাধারণ টুইস্ট! চমৎকার ঋণ পরিশোধ। যার জিনিস, তার কাছে ফেরত … দারুণ!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভাগ্যিস অনুগল্প ছিল।
২০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০৬
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর ++
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ বিলিয়ার।
২১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৮
পথহারা মানব বলেছেন: কি বলব এক কথায় অসাধারণ!!এত ছোট...অথচ কত অর্থবহ!!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অনুপ্রেরণার জন্য ধন্যবাদ।
২২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৮
বিজন রয় বলেছেন: +++++
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
শুভকামনা।
২৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১০
কালপুরুষ কালপুরুষ বলেছেন: ছোটর মধ্যেও সুন্দর সাজিয়েছেন
থ্রিলারটা ভালো ছিলো।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
জেনে ভালো লাগছে।
২৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৮
এডওয়ার্ড মায়া বলেছেন: অল্পতে তুষ্ট লেখা
ভালবাসা অনেক শুভ্র
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
তোমার প্রতিও, ভাইয়া।
২৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৯
রানা আমান বলেছেন: খুবই ভালো একটা লেখা পড়লুম । লেখককে অভিবাদন ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
পাঠককে ধন্যবাদ।
২৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৪
আলোরিকা বলেছেন: ভাল লেগেছে
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: তাই!
২৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৪
জেন রসি বলেছেন: গল্প বলার ধরনটা ভালো লেগেছে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সেটুকুই যথেষ্ট।
২৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
সাহসী সন্তান বলেছেন: গল্পটা সেই দুপুরেই অফ-লাইনে পড়েছিলাম। রাজপুত্র, মজার বিষয় হলো আপনার এই গল্পের মূল টুইস্টটা ধরতে আমাকে এটা কয়েকবার পড়তে হয়েছে। বিশেষ করে শেষের প্যারাটা অনেকবার করে পড়তে হলো! তবে সমস্যাটা বাঁধছিল, আমি 'দড়ি'টাকে 'দাঁড়ি' বলে পড়ছিলাম সেজন্যই!
সত্যি বলতে প্রথম পাঠে একদমই বুঝতে পারি নাই! তবে পরবর্তিতে কয়েকবার পড়ে তারপর বুঝতে হলো! খুব চমৎকার একটা গল্প!
শুভ কামনা জানবেন!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
এ কিরকম কথা সাস। দাঁড়ি যদি দড়ির মতো হয় তবুও তা দাঁড়ি।
শেষতক বুঝেছেন আর ভালোও লেগেছে তাই আমারো ভালো লাগল।
ভালো থাকুন। শুভকামনা।
২৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
প্রথমকথা বলেছেন: সুন্দর সাবলীল লেখা পাঠে মুগ্ধ হলাম।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মুগ্ধতা ভালো থাক।
৩০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১০
গেম চেঞ্জার বলেছেন: প্রতিশোধ নাকি আত্মহনন!! এই দ্বিধা কাটেনি। লেখার স্টাইল স্পর্শ করার মতই!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রতিশোধ। রান্নাঘরের দিকে গেলো তো।
৩১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৯
তামান্না তাবাসসুম বলেছেন: অল্প কথায় বিশালতা প্রকাশ করতে পারাই লেখকের স্বার্থকতা।
মন কেমন করা লেখনী।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ তাতা।
৩২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:২৩
শাহরিয়ার কবীর বলেছেন: পড়ে হাজিরা দিয়ে গেলাম । সবার পরে.......
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম
৩৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩
খায়রুল আহসান বলেছেন: এত কম কথায় একটা পরিপূর্ণ গল্প বলে গেলেন! খুব ভালো হয়েছে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়। অনুপ্রেরিত হলাম।
৩৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৭
মনিরা সুলতানা বলেছেন: একটা সফল ছোট গল্প !!!
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো থেকো পু।
৩৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৮
ডঃ এম এ আলী বলেছেন:
একটি গান শুনেছিলাম
-কাটিয়া গায়ের চাম
মায়ের দুধের দাম মিটাতাম-
এটাযে তার চেয়েও অনেক বড়
তাকি জানিতাম ।
ভাল লাগল ছোট্ট গল্পটি
এরকম দাম যেন কাওকে
মিটাতে না হয় ।
শুভেচ্ছা রইল ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমিও আই চাই প্রিয় ডঃ এম এ আলী।
৩৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০২
অদৃশ্য বলেছেন:
মজা পেয়েছি লিখাটি পড়ে... শেষটুকুও মজার, ভাবনা থাকছে... চমৎকার গল্প...
শুভকামনা...
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কিছু মজার দরকারও আছে।
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছোট্ট অথচ সুন্দর ।