নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষুধিতের পাপ
কাচের শহরের এক কোণে এক ধূলোর পৃথিবী
আহ্লাদের আতিশয্য বাড়ন্ত চালের বোয়েম।
পরিচিত রাত; দারিদ্রের কড়া শাসন
ভীষণ বয়েসী হয়েছে বছর সাতেকের ছেলেটি।
মা ছেলে মুখোমুখি। শূন্য উনুন ছোট্ট মিথ্যে পাশাপাশি
'আজ মোটেও খিদে নেই মা' - ঈশ্বর ছাপিয়ে যায়।
চাঁদ ক্লান্ত হয়। রাতের গন্ধ শুষে নেয় প্রথম রোদ
প্রিয় মানুষের উত্তাপ; শহরে আরামদায়ক ছিল রাত্রি।
ক্ষুধিত শরীরে কিছু ঘাম নুন হয় - বেহায়া সমাজ
দীর্ঘশ্বাসে ঈশ্বর নামে ধূলোয় যদি সত্যি হয় অস্তিত্ব,
অবশেষে ধার্য হয় মাটির অদলবলে পেটপূর্তি
দোপায়ী ঈশ্বর অন্ধচোখে করে টাকা উসুলের কাজ।
ভবিষ্যৎ জন্ম দিতে রক্তমাংস তার নিঃস্বার্থ দান
ঝাঁঝালো রোদ তামাটে শরীর সুইঁমুখো সমাজ,
সন্তানের চোখে অপরাধবোধ - ক্ষুধার্ত কেন হলাম
সর্বংসহা মায়ের ঝুড়ি মাথায় মেরুদণ্ড সটান।
মাটির বাসনে এক চিলতে আকাশ সাজিয়ে বসে
অদ্ভুত মায়া। বেঁচে থাকা নেহাৎ মন্দ নয়
আধপেটা তবু একগাল হাসি সে রাতের স্বপ্ন বোনে
মায়ের চোখেমুখে স্বস্তির অপরিচিত রাত আসে।
একটা সন্ধ্যে আসুক জুড়ে পুরো শহরতলি
ধূলোটে রাস্তায় জ্যোৎস্না হোক রূপোলী নদীর বাঁক।
কষ্টদেবতা না হয় মৃত ঘোষিত হোক
প্রবেশদুয়ারে আজ থেকে ভয়াবহ কড়াকড়ি।
- শুভ্র
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালোলাগা।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
সাহসী সন্তান বলেছেন: বেদনাময় কবিতা! যদিও সবই বাস্তবতা কিন্তু সব থেকে বড় সত্যিটা হলো, ইশ্বরযে থাকেন ঐ ভদ্র পল্লিতে। তিনি কি আর গরিব অভুক্ত মা আর ক্রন্দনরত সন্তানের যন্ত্রনাকাতর আর্ত্মনাদ শুনতে পাবেন?
আজ সারাদিনে পড়া ব্লগের সব থেকে সেরা কবিতা! প্রথম ভাল লাগাটাতো জানাতেই হয়!
শুভ কামনা রাজপুত্র!
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: বাস্তব কিছু লিখতে গেলে আনন্দের রঙ আর থাকে না। তবু কলমে যদি শুধু বেদনা আসে তবে সে আমার ক্ষুদ্রতা।
ঈশ্বর হত্যার ষড়যন্ত্র করবো ভাবছি।
ভালোবাসা জানবেন। ভালো থাকবেন।
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
ডঃ এম এ আলী বলেছেন: বাস্তবের রুঢ় কষাঘাতেও আক্রান্ত ক্ষুধার্থ সস্তান মায়ের মলিন না দেখার
জন্য মনের যে বাসনা করেছে তা ছাড়িয়ে গেছে পেটের ক্ষুধাকেও ।
একরাশ বিমুগ্ধতা রেখে গেলেন কবিতায় ।
ধন্যবাদ ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মায়ের প্রতি সন্তানের আর সন্তানের প্রতি মায়ের। এক ঐশ্বরিক প্রেম। আজ খিদে নেই মা।
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৩
ইমরান আল হাদী বলেছেন: অতিবাস্তবতা কাব্যে প্রকাশ করা কঠিন সাধ্য কাজ।
আপনি কঠিন কাজটি সাবলিল ভাবে করেছেন এখানেই কবির সার্থকতা, অভিন্দন।
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অতিবাস্তবের চিত্র মাঝেমধ্যে পরাবাস্তব মনে হয়।
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৫
নীলপরি বলেছেন: ++++++++++
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ফাঁকিবাজি।
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১১
গেম চেঞ্জার বলেছেন: ৩য় বিশ্বে এ ছাড়া আর কি হবে!! শোষকের দলেরা শোষণ করে চলেছে, আর হাভাতেরা মরছে প্রতি প্রহরে!!
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
নিকৃষ্ট সত্য।
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: লেখা ভাল লাগল।
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ আপু।
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৮
দেবজ্যোতিকাজল বলেছেন: পাপ কেনো...পাপ কথাটাই শোষকের তৈরী
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ঈশ্বর আছেন তবে উদাসীন। এটা আমাদের পাপ।
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৪
বিলিয়ার রহমান বলেছেন: মুগ্ধ!!!
১০০ লাইক।
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
১টা লাইক যথেষ্ট। আশাকরি পড়েছেন।
১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৪
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
ভীষণ বয়েসী হয়েছে বছর সাতেকের ছেলেটি
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
থ্যাংকস হামা ভাই।
১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৯
মোস্তফা সোহেল বলেছেন: কত সুন্দর করে লেখেন আপনি মাঝে মাঝে অবাক না হয়ে পারিনা।অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো থাকবেন। শুভকামনা সতত।
১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩০
মেহেদী রবিন বলেছেন: অপূর্ব
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো থেকো।
১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৮
জনৈক অচম ভুত বলেছেন: অনবদ্য!
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভুত! ভুত!
১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫
শামছুল ইসলাম বলেছেন: কঠিন বাস্তবতার কবিতা ।
তারপরও আশাবাদ ঝরে কবির কন্ঠেঃ
//একটা সন্ধ্যে আসুক জুড়ে পুরো শহরতলি
ধূলোটে রাস্তায় জ্যোৎস্না হোক রূপোলী নদীর বাঁক।
কষ্টদেবতা না হয় মৃত ঘোষিত হোক
প্রবেশদুয়ারে আজ থেকে ভয়াবহ কড়াকড়ি। //
একরাশ ভাললাগা ও প্লাস ।
ভাল থাকুন । সবসময় ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সত্যি খুব কঠিন। মানুষও ভেঙে যায়। চুরচুর হয়।
১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৫
এডওয়ার্ড মায়া বলেছেন: বেশ লাগল
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো থাকা হোক।
১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৬
প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ।
১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৮
ভ্রমরের ডানা বলেছেন:
বাস্তবতা বড়ই কঠিন জিনিস! দরিদ্রতায় সেটা আরো কর্কশ হয়ে ওঠে। সমাজের অদৃশ্য চাবুকে সমাজপতির রক্তাক্ত হাত!
কবিতাটি খুব ভাল লেগেছে। এমন কবিতা লেখায় আপনাকে অনেক ধন্যবাদ রাজপুত্র!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: সমাজপতির অদৃশ্য হাতে সমাজের রক্তাক্ত চাবুক।
ভালোবাসা জানবেন।
১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫
কানিজ ফাতেমা বলেছেন: বিষয়বন্তু এবং শব্দ গাথুনীতে মুগ্ধতা । শুভ কামনা ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
উৎসাহিত হলাম।
১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৪
অদৃশ্য বলেছেন:
খুব চমৎকার অনুভূতির প্রকাশ... খুব ভালোলাগা...
শুভকামনা...
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অদৃশ্য অনুভূতি। শুভেচ্ছা।
২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৩
নীলপরি বলেছেন: আর ফাঁকিবাজিটা কে শেখালো ? মনে পরে কিছু ?
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কে শেখালো?
২১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৯
নেক্সাস বলেছেন: মাটির বাসনে এক চিলতে আকাশ সাজিয়ে বসে
অদ্ভুত মায়া। বেঁচে থাকা নেহাৎ মন্দ নয়
আধপেটা তবু একগাল হাসি সে রাতের স্বপ্ন বোনে
মায়ের চোখেমুখে স্বস্তির অপরিচিত রাত আসে।
ভীষন সুন্দর। যেমন বিষয় তেমন গাথুনি।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগছে। ক্যামন আছেন?
২২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
মনিরা সুলতানা বলেছেন: মাটির বাসনে এক চিলতে আকাশ সাজিয়ে বসে
অদ্ভুত মায়া। বেঁচে থাকা নেহাৎ মন্দ নয়
আধপেটা তবু একগাল হাসি সে রাতের স্বপ্ন বোনে
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
জানতাম। পু।
২৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩০
সুমন কর বলেছেন: ইদানিং সময়ে পড়া চমৎকার একটি কবিতা। খুব ভালো লাগল।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কথাটা শুনে দারুণ লাগছে।
২৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৬
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লেগেছে পড়তে...
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ সাধু।
২৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৮
শরতের ছবি বলেছেন: মুগ্ধ হতেই হল !
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অবাধ্য হোন মাঝেমধ্যে।
২৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো থাকবেন।
২৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৫
জেন রসি বলেছেন: একটা সময় কবিরা এসব নিয়ে খুব সিরিয়াসলি ভাবতেন। তাদের কবিতায় সেসব ভাবনা প্রতিফলিত হত। আপনার এই কবিতায় সেই মডার্ন আইডিওলোজির স্বাদ পেলাম।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রেম ভালোবাসা পাঁচিল তুলে দিয়েছে।
২৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫০
শায়মা বলেছেন: মন খারাপের কবিতা লিখতে হয় না রাজপুত্রদের।
আর সাত সকালে সেটাও পরীরাজ্যে পড়া মানা। তাই আগেই পড়েছি এখন সেটা বললাম।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন: তোমার জন্যে একটা কবিতা লিখতে হবে। আনন্দের কবিতা।
২৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৭
রমজান আহমেদ সিয়াম বলেছেন: কঠিন কষ্ট সাধ্য লেখায় বাস্তবতা ৷
ভালো লাগলো ৷
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
বাস্তবতা কঠিন। তরল বা বায়বীয় হয় না।
৩০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫০
আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,
সুন্দর লেখা । পথমানুষের কাব্য ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালোবাসা রইল।
৩১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৮
রানা আমান বলেছেন: খুব ভালো লেগেছে ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অনুপ্রেরিত হলাম।
৩২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৩
জুন বলেছেন: ঐশী মুগ্ধ নয়..... দিশেহারার কবিতার ছোট্ট নায়কের মত এমন সন্তান হোক ঘরে ঘরে যে বলবে, "আজ মোটেও খিদে নেই মা "
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ঐশী মুগ্ধ নয়.....
এটা বুঝলাম না আপু।
খিদে নেই মা।
৩৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২০
পথহারা মানব বলেছেন: রাজপুত্রের হঠাৎ কি হল???
শুধুই মেঘাছন্ন অম্বর,
সেখানে কি খুজেঁ পাব না দিনমনি কর!
কবিতায় ভালো লাগা....ফাঁকিবাজি প্রতিউত্তর গ্রহন করা হবে না
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সবকিছুই পাবেন। একটু ধৈর্য ধরেন।
আর ফাঁকিবাজি! মানে কি? আমি তো জানি না।
৩৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
তামান্না তাবাসসুম বলেছেন: মুগ্ধপাঠ!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মুগ্ধ হয়ে পাঠ করলেন নাকি পাঠ করে মুগ্ধ হলেন?
৩৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
জুন বলেছেন: Diseyhara oishi holo police officer er meye jey drug er neshay bondhuder niye baba ma k khun koreychilo ...r mugdho faridpur er oi buisness man er cheley j motor cycle er jonno baba k agun diye puriye marlo
..mobile diye cmnt korlam ..tai english
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
জানি আপু বাট ব্যাপারটা ধরতে পারি নি। কষ্টকরে দ্বিতীয়বার আসসার জন্য অনেক অনেক ধন্যবাদ।
৩৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো প্রিয় কবি বন্ধু। এগিয়ে যান, শুভকামনা রইল।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ।
৩৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২০
কলিন রড্রিক বলেছেন: অক্ষরে অক্ষরে ওদের যন্ত্রনা।....দারুন লিখেছেন।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অক্ষর যন্ত্রণাদায়ক। ভালো থাকুন।
৩৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৬
কলিন রড্রিক বলেছেন: অক্ষরে অক্ষরে ওদের যন্ত্রনা....দারুন লিখেছেন।
০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
৩৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৯
কাবিল বলেছেন: দোপায়ী ঈশ্বর অন্ধচোখে করে টাকা উসুলের কাজ।
ঈশ্বর হত্যার ষড়যন্ত্রের সাথে আছি।
কবিতায় +
০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: নিশ্চিত আজীবন কারাবাস।
৪০| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৮
বৃতি বলেছেন: স্বচ্ছন্দ লেখা, ভালো লাগলো
০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: স্বচ্ছন্দ ধন্যবাদ।
০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন: স্বচ্ছন্দ ধন্যবাদ।
৪১| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ২:৪৩
চঞ্চল হরিণী বলেছেন: কবিতা টি খুব ভালো লাগলো। অনেক ভালো। তবে দোপায়ী হয়না তো বন্ধু, শব্দটা দোপেয়ে হয়।
০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অসংখ্য ধন্যবাদ। সময় করে এডিট করে নেব। ভালো থাকবেন।
৪২| ১৩ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩৮
মি জা ন বলেছেন: অসম্ভব সুন্দর একটি কবিতা, হৃদয় ছুঁয়ে গেল। লেখককে ফুলেল শুভেচ্ছা।+++
২১ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ। ভালো থাকবেন। সবসময়।
৪৩| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা পড়ে মুগ্ধতায় ভরে গেল মন।
এত সুন্দর কবিতা খুব কমই পড়ি।
ভালোবাসা রেখে গেলাম কবিতায়।
দারিদ্রের কড়া শাসন আর সুই মুখো সমাজের পরিবর্তন কমানা।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালোবাসা জানবেন।।
ভালো থাকবেন।
প্রশংসার বিপরীতে নীরবতায় আমার স্বচ্ছন্দ।
©somewhere in net ltd.
১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধতা!!!!!
++++++++++++++++