নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

||বেঁচে থাকা কিছু মৃতদেহ||

০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪০



বেঁচে থাকা কিছু মৃতদেহ

আর্টগ্যালারীর ত্রিকোণ চোখে তুমি আজো বিবস্ত্র
বুকের সাথে আলপিনে সেঁটে দেই খবরের কাগজ।
খুঁজে দেখো আজ কেউ মারা যায় নি
চৌমাথায় বুলেট বুকে ছেলেটিও বাড়ি ফিরেছে শেষরাতে
আজ রাতে বাতাসে নিষিদ্ধের ফিসফিসানি
কিশোরীর রাতগুলো নড়েচড়ে ওঠে যেন জীবজ,
ধর্ষিতার রক্ত ঊরুসন্ধিতেই জমাট।

রক্ত মাখামাখি করে নাও
ছেলেটার মধ্যে ঢুকে যাক মেয়েটা; বুলেট খুঁজুক।
নতুবা ছেলেটা খুঁজুক নতুন মাংসল পাপ।

আমি আসছে রাতে আবার আর্টগ্যালারী ফিরবো
খুলে নেব পুরনো কাগজ। নতুন কিছু টাঙাবো।
ছেঁড়া ফ্রক কিংবা নির্ভাজ লালসাদা শার্ট,
বিশ্বাস করো সবাই বেঁচে থাকবে।
মৃতদের অদলবদল আদিম নিয়ম ভাঙবো,
রাতের খাবার আর মোলায়েম সঙ্গীতে
মৃতমানুষ অভ্যস্ত সঙ্গমে আজ।

শেষ ভোরে সমাজকে দেখবো
বিবস্ত্র। বেঁচে থাকা কিছু মৃতদেহ।

মন্তব্য ৭৬ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫২

কামরুন নাহার বীথি বলেছেন: শেষ ভোরে সমাজকে দেখবো
বিবস্ত্র। বেঁচে থাকা কিছু মৃতদেহ। -------

ভাললাগায় নির্বাক আমি!!!!!

০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

এমন নির্বাক তুমি (আপনি) অনেক কবিতায় সবাক আমি'র কারণ।

২| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:০১

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। শুভ দুপুর।

০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রতিনিয়ত উৎসাহের জন্য ধন্যবাদ, দাদা। ভালো থাকবেন।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৩

হাতুড়ে লেখক বলেছেন: বীথি আপুর মত আমিও নির্বাক হয়া গেলুম। এত সুন্দর কবিতাও হয়? B:-)

০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
এত সুন্দর কবিতাও হয়?

অনুপ্রেরণা অনেক।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৬

মেহেদী রবিন বলেছেন: অসাধারণ পাণ্ডিত্য

০৩ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো থেকো। :)

৫| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৬

ভ্রমরের ডানা বলেছেন:
সমাজের কাদা গুলো মুছে যাক। ধীরে ধীরে। কবিতার প্রতিটি শব্দফলা গেঁথে যাক সব পাপিষ্ঠ নরাধম মনে।

০৩ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: কাদামাখা সমাজ লুপ্ত হোক। জন্মুক সাবলীল সমাজ ব্যবস্থা।

৬| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩০

সাহসী সন্তান বলেছেন: ভাবছি যদি এমন কোন ক্ষমতা থাকতো, যে ক্ষমতা বলে সমাজের পাপগুলোকে সব একত্রিত করে আগুনে পুড়িয়ে ফেলতে পারতাম; তাহলেই বোধ হয় জীবনে সব থেকে বেশি শান্তি পেতাম! কাল থেকে উদিত হবে নতুন একটা সূয্য, নতুন একটা ভোর, যে ভোর জানান দেবে পরিচ্ছন্ন একটা সমাজের ইঙ্গিত.......!! :(

অসাধারণ কবিতা, আর অসাধারণ সব পঙ্কুক্তিমালা! আমি রুদ্ধশ্বাসে পড়ে গেলাম একদম একটানা!

এনি ওয়ে, 'জীবজ' মানে কি?
শুভ কামনা রাজপুত্র!

০৩ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ক্ষমতা কি নেই? নাকি আছে? জানেন না বোধ হয়।
আমি সূর্য দেখেছি অমাবস্যার সিঁথিতে। জ্বলতে জ্বলতে মরে গেছে। তবু উত্তাপ রেখে গেছে। আমি সূর্য দেখেছি।

জৈব।

৭| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৩

নেক্সাস বলেছেন: আমরা ভাবি আমরা বেঁচে আছি
অথচ আমাদের দুয়ারে নিত্য কড়া নাড়ে
মৃত্যুর সিম্পনি !
আমাদের আশা মরে যায়,
হতাশার ট্রামগাড়ি পিষে দিয়ে যায় মদ্যপ
উম্মাদনায়, ফুটপাতে শুয়ে থাকা বাস্তহারা
স্বপ্নের নতজানু শির।
আমাদের বিবেক মরে যায়, মরে গেছে
বহু আগে। স্বত্তার সবগুলো সূচক নীচে নেমে গেছে
অবলীলায়, মানবিক বিশ্বমন্দায়।
আমাদের নদী মরে গেছে, বন মরে যায়,
হিমাংশ কাঁপে মৃত্য অমাবস্যায়।

আমরাও মরে যাই, প্রগাঢ় ঘুমের মত মরে যাই,
নিঃশ্বাস তবুও আসে যায়- স্বাভাবিক।
তাহলে নিশ্চয় বেঁচে আছি । মৃত্যু কল্পনা অলীক।

নগর ভাগাড়ের সমস্ত দূর্গন্ধ জমা বুকে খাবি খায়
যে জীবন-
তারে কি বেঁচে থাকা বলা যায়?

০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১১:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: নিঁখুত একটা ঘুমের পর পুরনো কিছু লাশের কার্পেটে দাঁড়িয়ে বিবেককে মধ্যমা মাস্তুলে তুলে ধরি।
রোদে শুকিয়ে যায় মাংস। নতুন মাংস সন্ধানে খানাতল্লাশি চালাই।
সন্ধ্যেতে মুয়াজ্জিনের ধ্বনিতে চুরচুর হয় মানবীয় সংবিধান। আরেকটা মৃতদেহ জমিয়ে রাখি। একের পর এক আমি। মৃত মিছিলের কাণ্ডারি।

৮| ০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩১

অদৃশ্য বলেছেন:




'' শেষ ভোরে সমাজকে দেখবো
বিবস্ত্র। বেঁচে থাকা কিছু মৃতদেহ। ''

খুব ভালো লেগেছে আমার...
শুভকামনা...

০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: হনহনিয়ে হেঁটে যাবে। সব মরে গেছে। বেঁচে আছে কিছু শাসক আর ধর্ষক শ্রেণী।

৯| ০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৩

সামিয়া বলেছেন: চমৎকার

০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
নির্ভাজ আকাশটা পকেটে পুরে নিলাম। :)

১০| ০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৪

নীলপরি বলেছেন: ভালো লাগার থেকে বেশী কিছু থাকলে সেটাই রেখে গেলাম এই কবিতার জন্য !

কবিতায় ++

শুভকামনা ।

০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: তোমার জন্যেও বেশি কিছু রইলো। ভালো থেকে।

১১| ০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৯

কানিজ ফাতেমা বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম । শুভ কামনা ।

০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি গুণেগুণে তুলে নিলাম।

১২| ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১০:০০

এডওয়ার্ড মায়া বলেছেন: বেশ শক্তিশালী :)
ভরে দে টাইপ !!

শুভেচ্ছা শুভ্র ।

০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: শব্দশেলে ক্ষতবিক্ষত সমাজ। খুবলে নিয়েছি সবচে আকর্ষণীয় মাংসপিণ্ড।

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৯

গেম চেঞ্জার বলেছেন: কাকডাকা ভোরের লগ্নে এসেছিলাম দেখবো বলে!
শান্ত সুনিবিড় কিছু, প্রকৃতির সন্তান!
এসে দেখি সব ছাই, ভস্ম, ফসিল!
সব শেষ হয়ে গেছে! সব!

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: বড্ড দেরী হয়ে গেল যে আসতে। শেষ নিশ্বাসটা জমিয়ে রেখেছিলাম হয়তো পৌঁছানোর আগেই মুক্তি পেয়েছে। বড্ড দেরী করেই আসা হলো।

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১:২৭

রক্তিম দিগন্ত বলেছেন:
চমৎকার অর্থবহ রক্তাক্ত কবিতা।

+

এর চেয়ে বড় মন্তব্য নিষ্প্রোয়জন।

০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: রক্তঝরে তবে সঠিক জায়গায় নয়।

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১:৩৩

রায়হানুল এফ রাজ বলেছেন: অসাধারণ। অনেক অনেক ভাল লাগলো।

০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: নিরন্তর ভালোবাসা।

১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর ++

০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ। :)

১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৭

হাসান মাহবুব বলেছেন: প্রগাঢ় তীব্রতা। ভালো লাগলো অনেক।

০৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালোবাসা রইল। ভালো থাকবেন।

১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪০

প্রামানিক বলেছেন:
'' শেষ ভোরে সমাজকে দেখবো
বিবস্ত্র। বেঁচে থাকা কিছু মৃতদেহ। ''

খুব ভালো লাগল।

০৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালোলাগা থাকুক। প্রতি কবিতায়, প্রতি শব্দে।

১৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৬

মোস্তফা সোহেল বলেছেন: কি করে যে এত ভাল ভাল কবিতা আপনার মাথায় আসে ভেবে অবাক না হয়ে পারিনা।

০৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

নিরন্তর পাশে আছেন। ভালোবাসা জানবেন। ভালো থাকবেন।

২০| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৬

পথহারা মানব বলেছেন: দারুনতো!!!!!

০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ কষ্টগুলোই জীবনযাপনের প্রেরণা।
ভালো থাকুন। শুভকামনা।

২১| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৬

কল্লোল পথিক বলেছেন:




শেষ ভোরে সমাজকে দেখবো
বিবস্ত্র। বেঁচে থাকা কিছু মৃতদেহ।

চমৎকার কবিতা।

০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেকদিন পর যে! ভালো আছেন তো?
ধন্যবাদ।

২২| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৪

ধ্রুবক আলো বলেছেন: সত্যি অসাধারন.,,,, অনেক অভিনন্দন

০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: নিরন্তর ভালোবাসা রইল।

২৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১:০০

আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,



খুব ভালো লিখেছিলেন । পুরনো কাগজ খুলে নিয়ে নতুন কিছু টাঙানোর আশ্বাস ছিলো । ছেঁড়া ফ্রক কিংবা নির্ভাজ লালসাদা শার্টের মাঝে আমাদেরই জীবনের কথা ছিলো । বেঁচে থাকার বিশ্বাসে প্রত্যয় ছিলো । সেখানে ...সমাজকে দেখবো বিবস্ত্র। কেমন কেমন যেন মনে হলো ।
যে আকাঙ্খা নিয়ে কবি বলেছেন , রাতে আবার আর্টগ্যালারী ফিরবো.... , সে কবি ভোর হতেই হারিয়ে গেলেন কেন ?

১২ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালোলাগা আর ভালোবাসা দুটোই রইল।

হারিয়ে যাই নি তো। সমাজের ছবিটা দেখেছি। পোশাকি নয়। বাস্তব ছবি। যেখানে লজ্জা ঢাকার কিছু নেই। উদম। এবার আমি আপনি আমরা মিলে নতুন করে শুরু করলেই হবে। নতুন সমাজ ব্যবস্থা।

২৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৯

বিজন রয় বলেছেন: অসাধারণ।

৬০ দশকের স্বাদ পেলাম কবিতায়।

১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় হরেক রকম স্বাদ। ভালো থাকবেন।

২৫| ০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

ইমরান আল হাদী বলেছেন: বাহ! চমৎকার। +++

১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

২৬| ০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

ইমরান আল হাদী বলেছেন: বাহ! চমৎকার। +++

১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)

২৭| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:১৫

রাজসোহান বলেছেন: নতুন মাংসল পাপ +

১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপনার মতব্য পেয়ে দারুণ লাগছে।

২৮| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:২৭

জুন বলেছেন: কবিতায় ভীষণ ভালোলাগা দিশেহারা।
+

১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অসংখ্য ভালোলাগা আপু। ভালো থাকবেন। শুভকামনা।

২৯| ০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

মাহমুদ০০৭ বলেছেন: ঝাঝালো উচ্চারণ ।

১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: আহ্। ০০৭। টক টক গন্ধ কি? অম্বলে হতে দেরী নেই।

৩০| ০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার কবিতার রেখা । মোলায়েম । ভাল লেগেছে ।

১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ। অনেকদিন পর আমার ব্লগে পেলাম। ভালো আছেন নিশ্চই।

৩১| ১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:





এত বেশী এ্যাবস্ট্রাক্ট যে, কবিতা নিজের ভারে নিজেই দুর্বল হয়ে পড়েছে।

১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)

৩২| ১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৩

অরুনি মায়া অনু বলেছেন: খুব সুন্দর লিখেছেন। এভাবেই খবরের আড়ালে খবর লুকিয়ে জ্যান্ত মড়াগুলো নি:শ্বাস নেয়।

১৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মড়া বাড়ছে প্রতিদিন। ভারে নুয়ে পড়ছে সমাজ ব্যবস্থা।

সুন্দর মন্তব্যে +
ধন্যবাদ।

৩৩| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:৪০

জেন রসি বলেছেন: সমসাময়িক ক্যানভাসে আঁকা ছবিগুলো কখনো অতীত হয়না। সবসময় বর্তমান হয়ে ফিরে আসে।

দারুন।

২০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: অতীত উল্টেপাল্টে খাচ্ছি ইদানীং। বর্তমান অখাদ্য। ভবিষ্যৎ হজম হয় না।

৩৪| ১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিজেকে চিমটি দিয়ে দেখলাম জ্যান্ত আছিতো ;) ?

জটিল ভাবনা:)

+++

২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মরার দলে আপনি না। ভালো থাকেন। বেঁচে থাকেন।

৩৫| ২২ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৩

বিপ্লবী পাঠক বলেছেন: খুব ভালো লাগলো..
*শেষ ভোরে সমাজকে দেখবো
বিবস্ত্র*

২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
হা হা। ভাই। কি অবস্থা। :)

৩৬| ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩২

আরণ্যক রাখাল বলেছেন: মুগ্ধ!
আর কিছু খুঁজে পাচ্ছি না বলার মত

০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৮:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: এটাই চলবে। :)

৩৭| ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:১৯

চঞ্চল হরিণী বলেছেন: খুবই ভালো লাগলো । ব্লগে পড়ছি বেশীদিন নয়, এই প্রথম এত ভালো লাগার মত একটা কবিতা পড়লাম। অনেক শুভকামনা আপনার জন্য।

০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার মন্তব্যে সত্যিই অনুপ্রাণিত হলাম। ভালো থাকবেন সতত।
আপনি ক্লে ডল, রাজসোহান, বিদ্রোহী ভৃগু, সুমন কর 'দের ব্লগে ঘুরে আস্তে পারেন। সময় ভালো কাটবে। দারুণ কিছু কবিতাও পাবেন। ধন্যবাদ।

৩৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৩

সোহানী বলেছেন: মন খারাপের কবিতা দিশারী রাজপুত্র...........

২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমার মন খারাপেরা পরিযায়ী। পালকের রঙ গুলিয়ে ফেলি। সোনালি নাকি সোহানি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.