নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলাদ্রিতা আর দীঘিজল
সেই দীঘিটার কোন নাম কিংবা জন্ম পরিচয় ছিল না
পুরোপুরি অপরিচিত এক দুপুর -
খুব প্রিয় এক বিকেলের জন্য অজানা অচেনা সে মরে গেল।
কেউ শোক সন্তাপ করে নি, কোন মিছিল বের হয় নি,
বুলেটে ঝাঁঝরা কোন বুক প্ল্যাকার্ডে উগলে দেয় নি
শতাব্দীর বিশুদ্ধতম রক্ত।
শুধু এই আমার বার দুয়েক কান্না শুকিয়েছে
সহধর্মিনীর স্তনাগ্রে,
এই নিকৃষ্ট সহবাসে,
সেই দুপুর বিলুপ্ত হতে পারতো খুব সহজে।
সেই বিকেলের কোন নাম কিংবা জন্ম পরিচয় ছিল না
সব ছিল লিখিত হাতেগোনা ছাপোষা হিসেব
ভুল ছিল আমার; একান্ত ভুলে নাম রেখেছিলাম তোমার -
নীলাদ্রিতা।।
শঙ্খ বাজে নি, কোন মধুরতম সংগীতও ভেসে আসে নি,
ভালোবেসে প্রতিরাতে খুন হওয়া কলমে দুমদুমিয়ে ছুটে আসে নি
কালজয়ী কোন কবিতা।
শুধু আমার হত্যাদৃশ্যে করতলে বধিরতা
দীঘিজলে,
চূড়ান্তভাবে,
আমি প্রেমে পড়তেই পারতাম, নীলাদ্রিতা!
দীঘিটা আছে; হুম, এখনো ঠিকঠাক। নীলাদ্রিতা আছে, নীলাদ্রিতারাও আছে আর আমিও আছি।
শুধু ঐ নীল রঙ আর দীঘিজল -
আমি কখনোই মরণোত্তর প্রেম দেখি নি, আমার চোখে।
- শুভ্র
০১ লা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আহা রুবিন। মন ছুঁয়ে প্রতিবার।
২| ০১ লা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
সুমন কর বলেছেন: নীলাদ্রিতা'র কবিতা, সে'তো চমৎকার হবেই।।
ভালো হয়েছে, শুভ্র।
০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৮:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ দাদা। ঘাম ছুটে গেছে। এবার মাস ধরে প্রতিউত্তর করবো।
৩| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৮:০৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বলতে পারি ভালো লেগেছে, এক অনুচ্ছেদ ছাড়া বাকীটুকু।
০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৮:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: তাতেই খুশি তবে কোন অনুচ্ছেদটা ভালো লাগে নি জানালে উপকার হতো।
৪| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৭
প্রামানিক বলেছেন: সেই বিকেলের কোন নাম কিংবা জন্ম পরিচয় ছিল না
সব ছিল লিখিত হাতেগোনা ছাপোষা হিসেব
ভুল ছিল আমার; একান্ত ভুলে নাম রেখেছিলাম তোমার -
নীলাদ্রিতা।।
খুব ভালো লাগল।
০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ প্রামানিক।
অনুপ্রাণিত হলাম।
৫| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৮:৪১
আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,
মরনেই যখন সব সমাধিস্থ হয় তখন প্রেমকেও হতে হয় । তাই মরণোত্তর প্রেম দেখার কথা নয় মানব চোখের ।
তাইতো বাজে না শঙ্খ , ভেসে আসে না কোন মধুরতম সংগীত ও....
সুন্দর ।
০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মরণেই কি শেষ! আদোতে কিছুই কি থাকে না।
ভালোবাসা জানবেন প্রিয় আহমেদ জী এস।
৬| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৯:২৫
ধ্রুবক আলো বলেছেন: বাহ্! অসাধারন লেখনি, খুব ভালো লাগলো.,,,
০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মেয়েটা সত্যিই অসাধারণ।
৭| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৫
ভ্রমরের ডানা বলেছেন:
নীলাদ্রিতায় নীল শুভ্র! বিশুদ্ধতম ভাল লাগা! কবিতার জয় হোক!
০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১:৪৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ডানা,
প্রতিনিয়ত এক প্রেরণাদায়ক ভ্রমর আপনি।
৮| ০২ রা নভেম্বর, ২০১৬ ভোর ৫:১৯
ডঃ এম এ আলী বলেছেন: ও বাপ্পুসরে মরনোত্তর প্রেম জীবনেও দেখিনি , এটাও যে দেখা যায় শুনলাম কবি বরের মুখে , শুনেছিলাম মরার কথা , তবে সেখানে নীল জল আর দীঘিজলের কথাও যে আসবে ভাবিনি , এসে যা দেখলাম যা শুনলাম তুলনা তার নাই । কামনা করি ভাল থাকুন কবি ভাই ।
০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: কেন হবে না। মৃত্যুর সাথে সাথে দায়বদ্ধতা শেষ হয়ে অনুভূতিগুলো থেকে যায়। হ্যাঁ, হয়তো সময়এএর ক্রমাগত প্রলেপে উবে যেতে থাকে তবু মনঘরের কোন এক কোণে থেকে যায় প্রেম।
আপনিও ভালো থাকুন প্রিয় ব্লগার।
৯| ০২ রা নভেম্বর, ২০১৬ ভোর ৬:৩৮
অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর অনুভূতি। ভাল লাগল।
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো লাগা দীর্ঘজীবী হোক। আপনাকে ঘিরে থাকুক সময় অসময়ের জ্যোৎস্না।
১০| ০২ রা নভেম্বর, ২০১৬ ভোর ৬:৪৫
সায়েদা সোহেলী বলেছেন: নীলাদ্রিতা র মায়া বা ভালোবাসা কখনওই স্থায়িত্ব পায়না,, নীল দীঘি র বদ্ধ জলেও তা টলমল,,,,, কবিতা ভালো হয়েছে রাজপুত্র
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় আপনাকে দেখে ভালো লাগছে। এই অস্থায়িত্ব আমার আগ্রহের কারণ হয়তোবা। ভালো থাকুন। শুভকামনা।
১১| ০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ৮:৩২
খায়রুল আহসান বলেছেন: আমি কখনোই মরণোত্তর প্রেম দেখি নি, আমার চোখে -- সাধারণ কথায় অসাধারণ অভিব্যক্তি!
শঙ্খ বাজে নি, কোন মধুরতম সংগীতও ভেসে আসে নি,
ভালোবেসে প্রতিরাতে খুন হওয়া কলমে দুমদুমিয়ে ছুটে আসে নি
কালজয়ী কোন কবিতা -- চমৎকার!
খুব সুন্দর হয়েছে নীলাদ্রিতার কবিতা। কবিতায় ++++
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ খায়রুল আহসান। মন্তব্যে দারুণভাবে অনুপ্রাণিত হলাম।
১২| ০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৮
শাহরিয়ার কবীর বলেছেন: অনেক সুন্দর লিখেছেন!
কবিতায় ++++
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আজকের দিনটা সুখকর হোক প্রিয় শাহরিয়ার কবীর।
১৩| ০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৮
মেহেদী রবিন বলেছেন: শুধু এই আমার বার দুয়েক কান্না শুকিয়েছে
সহধর্মিনীর স্তনাগ্রে,
এই নিকৃষ্ট সহবাসে,
সেই দুপুর বিলুপ্ত হতে পারতো খুব সহজে।
এত সহজে ছাড় পাওয়া যায় না
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: সত্যিই তাই। নতুন সম্পর্কে মানুষ জড়িয়ে পড়ে। তারপরও কোন একটা দিন চুরি হয়ে যায় পুরনো স্মৃতির টানে। বেখেয়ালে।
১৪| ০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:১২
এস এম ওবায়দুল্লাহ তানযিম বলেছেন: পোষ্ট পড়ে ভালো লেগেছে ।
০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম। কবিতাটা পড়তে পারতেন।
১৫| ০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩০
রূপক বিধৌত সাধু বলেছেন: ভাল্লাগছে, রাজপুত্তুর!
০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ সাধু।
১৬| ০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৫
হাবিব শুভ বলেছেন: ভাল লাগার মতো কবিতা। নীলাদ্রিতাদের কখনো পাওয়া হয় না। শরতের শিশির ,দুধের মাছি ওরাও আবার ফিরে আসে তবু ফিরে আসে না নীলাদ্রিতারা।
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
জানি না। নীলাদ্রিতা দুর্বোধ্য। অস্পষ্ট। কিছুটা বুঝি বাকিটা আগ্রহ।
১৭| ০২ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: এত্ত সুন্দর লিখো কিভাবে মাশাআল্লাহ অনেক সুন্দর কবিতা
০৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
জেনে শীতল অনুভব করছি।
১৮| ০২ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩০
জিসান অাহমেদ বলেছেন: মন ছুঁয়ে গেল।
০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সে তো ভালো কথা। খুশী হলাম।
১৯| ০২ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: চিরকালীন অপ্রাপ্তি আর হাহাকার
এই শূন্যতাতেই কি সৃষ্টির রহস্য
+++
০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: দীর্ঘশ্বাস!
২০| ০২ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
এডওয়ার্ড মায়া বলেছেন: এত চমৎকার শব্দের খেলা ।
মুগ্ধ হয়ে যাই পুরোটাই ।
০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাইয়া,
এই মুগ্ধতাই একটু একটু করে এগিয়ে দেয় সামনের দিকে।
ভালো থাকবেন।
২১| ০২ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
সাহসী সন্তান বলেছেন: সন্ধ্যার ব্লগিংটাযে এতসুন্দর একটা কবিতা পাঠের মধ্য দিয়ে শুরু হবে, সেইটা ভাবি নাই রাজপুত্র! সত্যি কথা বলতে কবিতাটা পড়ছিলাম আর মনের ব্যাক গ্রাউন্ডে বেবি নাজনীনের সেই 'আজ আঠার বছর পরে, পুরানো দিঘির ধারে' নামক গানটা বাঁজছে!
অসম্ভব ভাল লাগাময় একটা কবিতা! তাছাড়া দিনকে দিন আপনি কিন্তু কবিতা রচনায় সব কিছুকে ছাড়িয়ে যাচ্ছেন?
অনেক অনেক শুভ কামনা রইলো!
০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন: সাতদিন পর উত্তর দিচ্ছি। দায়বদ্ধতা আমার নহে।
সেই সন্ধ্যার জন্য আমার ধন্যবাদ পাওনা থাকল।
সাস, আমি শিখছি। আর তাতে ক্রমাগত উৎসাহ পাচ্ছি আপনাদের কাছ থেকে। আমার লেখালিখিতে সামুর ভূমিকা অনেক।
২২| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৮:১০
চাঁদগাজী বলেছেন:
সবাই ধরে নিয়েছেন যে, রাজপুত্ররা যা বলেন তাহাই রাজ-কবিতা; শব্দের মারপ্যাচ কবিতার সৌন্দয্য কেড়ে নিয়েছে।
০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: সে খারাপ বলাটা সহজ। সে কোন জায়গাটায় খারাপ আর কিভাবে ভালো হতে পারে বলাটা কঠিন। সেক্ষেত্রে ওই খারাপ বা ভালো জায়গাটায় বক্তার ধারণা প্রবল হতে হয়।
২৩| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৩
নীলপরি বলেছেন: জানালেই যখন এখানে অবক্ষয়
সিদুঁররাঙা মেঘ দেখে লাগলো ভয়
বৃষ্টি শেষে --
শাখা থেকে খসে পড়লো ফুল
ভালোবাসা কি শুধুই এক ভুল ?
রাজপুত্রের কবিতা পড়ে মুগ্ধ হলাম । স্তব্ধ হলাম । কবিতায় ++
আমার মতে প্রেম মরণোত্তর হয় ! তবেই সার্থকতা ..........
১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমিও তো মুগ্ধ হলাম দারুণ কথামালায়।
নাহ শুধু ভুল নয়!
প্রেম তবে মরণোত্তর হোক।
দেরীতে প্রতিউত্তরে দুঃখ প্রকাশ।
২৪| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৯:০২
নীলপরি বলেছেন: এই কবিতাটা অবশ্যই কালজয়ী হবে ।
১২ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ২০৩০ দেখা করো।
২৫| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫২
হাসান মাহবুব বলেছেন: খুব প্রিয় এক বিকেলের জন্য অজানা অচেনা সে মরে গেল
ক্যাচি।
১২ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ হামা ভাই।
২৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৬
মানবী বলেছেন: চমৎকার অনুভব!
ভালো লেগেছে পড়েছে এক মৃত নীল দীঘির জন্য শোকগাঁথা!
ধন্যবাদ দিশেহারা রাজপুত্র।
১৩ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সবকিছু জীবন্ত হোক। আপনার চারপাশে।
২৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৭
অপ্সরা বলেছেন: যেমনি ছবিতা তেমনি কবিতা ভাইয়া!!!!!!!
১৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কাকে দেখছি!
ভালোলাগাটুকু তুলে রাখলাম।
২৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৬
শাব্দিক হিমু বলেছেন: সেই বিকেলের কোন নাম কিংবা জন্ম পরিচয় ছিল না
সব ছিল লিখিত হাতেগোনা ছাপোষা হিসেব
ভুল ছিল আমার; একান্ত ভুলে নাম রেখেছিলাম তোমার -
নীলাদ্রিতা।।
- ভুলগুলোই কাব্য তৈরি করে। ভুলের আরেক রুপ মধুরতা।
১৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রতিটা ভুল তাহলে একে একটা কবিতা হোক। থরে থরে সাজানো থাক।
শাব্দিক হিমু'র প্রতি কৃতজ্ঞতা। আর অনেক ভালোবাসা।
ভালো থাকুন।
২৯| ০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৯
ভাবনা পায়েল বলেছেন: কবিতা ভালো লেগেছে।
২০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভাবনা পায়েল,
এই ভালোলাগাটা লিখিয়ে আমার অনেক কিছু। ধন্যবাদ।
৩০| ১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:১২
টমাটু খান বলেছেন: কবিতা পড়ে খুব ভালো লেগেছে
২০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আচ্ছা। টমাটু খান।
৩১| ১৩ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫০
এম জাহিদুল ইসলাম বলেছেন: একটি অসাধারন গল্প
২১ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দুঃখিত। এটা কবিতা।
৩২| ১৩ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৪
চাঁদগাজী বলেছেন:
ক্রমাগতভাবে 'দুবোধ্য' করাটাই কবিতার বাণী?
২১ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
এটা দুর্বোধ্য! আবার পড়ুন।
৩৩| ১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯
জুন বলেছেন: নীলদ্রিতার অপেক্ষায় থাকা দিঘীটার জন্য মায়া লাগছে তাই চকিতে দেখে নিলাম আমার জানালার ধারের নীল রঙা পুকুরটি বেচে আছে কি না?
অসাধারন কবিতায় প্লাস +
২১ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ জুনাপু। আদ্যোপান্ত আমায় উৎসাহ দিয়ে যাচ্ছেন। ভালোলাগা আর ভালোবাসা ঘিরে থাকুক আপনাকে।
৩৪| ২১ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০০
মনিরা সুলতানা বলেছেন: আমি কখনোই মরণোত্তর প্রেম দেখি নি, আমার চোখে ।
২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
পু।
একবার দেখার ইচ্ছে রাখলাম।
৩৫| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২১
বিজন রয় বলেছেন: প্রেমের স্বার্থকতা মরণোত্তরেই।
কেমন আছেন শুভ্র?
২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
এই তো। আছি। বেশ ভালো।
আপনি?
লেখালিখি কমিয়ে দিলেন নাকি?
৩৬| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৮
কাবিল বলেছেন: সুন্দর কবিতা।
ভাল লাগল।
+++
২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: কাবিল!
কোন কারণ ছাড়াই আপ্নারে আমার ব্লগপাতায় ভালো লাগে।
ভালো থাকুন সবসময়।
৩৭| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৩১
নীলসায়র বলেছেন: ভাই আপনে তো কবি ব্লগার। বহূৎ খুব। অসাধারণ কবিতা হইসে। শুভকামনা।
২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
হাঃ হাঃ
আপনাকে নিয়ে তো সন্দেহে আছি?
৩৮| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪২
নীলসায়র বলেছেন: কেন ভাই? কি করছি? আমি ভালো মানুষ। বিশ্বাস করেন। শুধু মাঝে মাঝে মাথায় একটু ফাইজলামী ব্যামো চাপে। যেমন আজকে চাপছিলো। নতুবা আমি শামুক মানব।খোলসেই ঢাকা থাকি। ভালো থাইকেন। সন্দেহ ভালো না। মাথার প্রেসার বাড়ে।
২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
এমনি। কিছুই না। করলাম।
শামুক মানব না হওয়াই ভালো।
ফাইজলামী মাঝে মাঝে স্বাস্থ্যকর। মনের শরীর ভালো রাখে।
ভালো থাকবেন। সবসময়।
৩৯| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৮
গেম চেঞ্জার বলেছেন: আপনার কবিতাগুলো পড়ার সময় অল্প সময়ের জন্য মেঘের ভেলায় ভাসতে হয়, অবলোকন করতে হয় এমন কিছু যা চাক্ষুষ দৃষ্টি দেখে না।
সাবাশ!!
২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
একটা কবিতায় যতটা শ্রম থাকে। এমন কিছু কিম্বা একটি মন্তব্যের জন্য শতবার অমন শ্রম দেওয়া যায়।
৪০| ২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৫
জেন রসি বলেছেন: কবি আছে! কবির নারীরাও আছে! শুধু মুহূর্ত নেই!
যার অপেক্ষায় কবির ধ্যান, বেঁচে থাকা এবং মরে যাওয়া!
সুন্দর কবিতা। আপনার কবিতা পড়ে আমি আরাম পাই।
৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
এই মুহূর্তদের পাওয়া যাবে ভোরের শিশিরে। একদিন যাবো ভাবছি।
আরাম দেওয়ার জন্য আমায় ধন্যবাদ দেওয়া উচিত। আপনি ভুলে গেছেন।
৪১| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৫
জেন রসি বলেছেন: ধন্যবাদ না দিয়ে কোন এক জোছ্না রাতে দাওয়াত দিতে পারি! ঝলসানো রুটির সাথে কবিতা উৎসব!
৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ঝলসানো রুটি! আগুনটা কে দেব?
পরিবেশনায় যদি ভাবী থাকে তবে আপত্তি নেই।
৪২| ৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৩
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে বেশ । কাব্যিক ঘরনায় অনন্য ।
৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ। অনেকদিন পর আমার পাতায়। ভালো থাকুন।
৪৩| ৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৫
কথাকথিকেথিকথন বলেছেন: আসলে আরো অনেক ভাললাগার পাতায়ও অনেকদিনপর ! ভাবছি আবারো মনটা ভাল করবো নিয়মিত হয়ে !!
৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ বলেছেন। সাহিত্য মনের ওষুধ।
৪৪| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩২
বিজন রয় বলেছেন: নতুন কবিতা চাই শুভ্র, আগামী কালকেই।
১লা ডিসেম্বরেই।
০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: তাই হবে বিজন রয়।
৪৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৫৫
আদি বিনতে শাতিল বলেছেন: ভাললাগসে ভাইয়া অনেক
০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
এটা জানতে পেরে আমারো অনেক ভালো লাগছে।
৪৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৭
সোহানী বলেছেন: সত্যিই তাই আপনার কবিতাগুলো অন্য কিছু। অনেক কিছু মনে করিয়ে দেয়..........
অনেক অনেক অনেক ভালোলাগা.............
২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কোন দিন রাস্তার নিরিবিলিতে 'ভালোলাগা'র সাথে দেখা হলে থামিয়ে বলবো, অনেক কিছু মনে করিয়ে দিলে.......
৪৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৬
জেড আই অর্ণব বলেছেন: লেখাটার স্বাদ ভিন্ন। অন্যরকম মুগ্ধকর
বারবার পড়তে ইচ্ছা করে
২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভিন্ন স্বাদ আস্বাদনে আপনার স্বাধীনতা রইল। ভালো থাকুন। সবসময়।
©somewhere in net ltd.
১| ০১ লা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
আহা রুবন বলেছেন: "দীঘিটা আছে; হুম, এখনো ঠিকঠাক। নীলাদ্রিতা আছে, নীলাদ্রিতারাও আছে আর আমিও আছি।
শুধু ঐ নীল রঙ আর দীঘিজল -
আমি কখনোই মরণোত্তর প্রেম দেখি নি, আমার চোখে।"
মন ছুঁয়ে গেল যে...