নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

মাত্র একটি শব্দ | অস্পষ্টতা | আবার লালটিপ

০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৩



মাত্র একটি শব্দ

তোমার শাড়ির কুঁচিতে, একটা সম্পূর্ণ আকাশ আছে
কিছুটা ধূসর বাকিটা নীল
বাহান্ন টুকরো মেঘে একটি মাত্র শব্দ ভাসে।

নীলাদ্রিতা,
একটা আগুনরাঙা সকাল
নম্র দুপুর
ভেজা সন্ধ্যা
আর এলোমেলো রাত।

ঐ একটি শব্দ যখন তোমার সামনে দাঁড়াবে
নীল শাড়িতে তোমার চোখ, নিগূঢ় অরণ্যে
আমি চারকোণা একান্ত একটা জানলা করে নেব।

'ভালোবাসি' - তোমায় দেখার অবিচ্ছেদে
এই একটি শব্দই আমি ভুলিয়ে নেব।




অস্পষ্টতা

গোটা তিনেক রঙ পেন্সিল আজো পড়ে আছে,
হয়তো যত্নে হয়তোবা অযত্নে;
তবু আছে।

লাল ফ্রক উড়িয়ে জুঁইদি আসতো
প্রত্যেক বিকেলে আসতো
আচমকা চুমু এঁকে দিতো।

কানের কাছটায় ঠোঁট ছুঁইয়ে বলতো,
এই শুভ্র, তুই কি আমায় ভালোবাসিস!

গাল মুছতে মুছতে আমি হাতের রঙ পেন্সিলটা ছুঁড়ে দিতাম।

বাঁশের সাঁকোটা আজ নেই,
তবে বিকেল আসে, নিয়মকরেই,
তবু জুঁইদির দেখা নেই!

নাহ্। আমার মনের মধ্যেও জুঁইদি নেই। কোত্থাও নেই।




আবার লালটিপ

প্রতিদিন নিয়মকরে ঠিক এই সময়টাতেই আকাশে মেঘ করে,
সিঁদুররাঙা; যেন নীলাঙ্কীত লালটিপ।

ছুঁয়ে দেই -
মিলিয়ে যায়,
ভেঙে যায়,
টুকরো টুকরো হয়।
পুরো একটা বিকেল ধরে টুকরোগুলো গুছিয়ে আনি
জুড়ে দেই, আয়না বনে যায়।

আমি তোমায় দেখি
আধখোলা জানলা আর একটা পূর্ণ চাঁদ।

সে প্রায় বছর চারেক হলো -
আজ আবার লালটিপে তুমি,
আমি দ্বিতীয় আর শেষবার তোমার প্রেমে পড়লাম, নীলাদ্রিতা।


শুভ্র


মন্তব্য ১২৪ টি রেটিং +২৪/-০

মন্তব্য (১২৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৩

ধ্রুবক আলো বলেছেন: লেখা গুলো খুব ভালো.,, লেখায় মাধুর্য আছে.,,,
অনেক শুভেচ্ছা রইলো

তবে তিনটা লেখা আলাদা করে পোষ্ট করতে পারতেন.,,,

০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ। আপনার কথায় অনুপ্রাণিত হলাম।

তিনটে একসাথে দেবার কারণ হলো ব্যস্ততা। মাসে তিন্টে না দিয়ে। একসাথে তিনটে দিয়ে সেটার প্রতিমন্তব্য করা বেশ সুবিধেজনক।

পাঠক তুষ্ট
ব্যস্ততা নয় রুষ্ট।।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৮

আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,



মাত্র একটি শব্দেই অস্পষ্টতা, "নীলাদ্রিতা" নামে একটা আগুনরাঙা সকাল, লালটিপের মতো জ্বলজ্বলে । নীল নয় কিন্তু ........

০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভাইয়া,
আপনার মন্তব্যে ঋদ্ধ হই।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৭

ভ্রমরের ডানা বলেছেন:

শুভ্র,

তুমি শুধু কবি নও আমি বলব তুমি ইম্প্রেশনিস্ট..
আসছি একটু পরে আবার..

০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আচ্ছা, এসো। :)

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪১

সাহসী সন্তান বলেছেন: ধুর, কবিতাটা দেখেই লগইন করে এত কষ্ট করে একটা মন্তব্য করলাম, অথচ টাইম আউটের জ্বালায় সেটা প্রকাশই হল না! X(( মন্তব্যটা ভুলে কপি কইরাও রাখি নাই! বলেন, মেজাজটা কেমন লাগে? X((

যাহোক, কবিতা খুব সুন্দর হইছে! শুভ কামনা রাজপুত্র!

০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা হা :) :)

মন দোষ নিয়ে মন্তব্য করেছিলেন বোঝা যাচ্ছে।
ভালো থাকেন। সবসময়। শুভকামনা রইল।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৬

সুমন কর বলেছেন: প্রতিটি সুন্দর। +।

০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ দাদা।
শুভকামনা | ভালোবাসা।

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২০

স্বৈতী ইসলাম বলেছেন: সব লেখা পড়ে শান্তি পাচ্ছিনা। কিছু কিছু লেখায় আত্মা পরিতৃপ্ত হয়। কবিতাগুলো তেমনি তৃপ্তিদায়ক। অনেক বেশি ভালো লাগলো :)

০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সব লেখা?

তৃপ্তির ঢেকুরে লেখক বেশ সন্তুষ্ট।

ভালো থাকুন। শুভকামনা।

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: আবার লালটিপ
ভালো লাগলো!

০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন। সবসময়।

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
দ্বিতীয় নাম্বার ছবি কি আপনার আকাঁ?
ছবিটা খুব সুন্দর!!!

০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
নাহ। আমার আঁকা নয়।
হুম। সত্যিই সুন্দর।

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: প্রথম দুইটা ভালো লেগেছে বেশি । তিন নাম্বারটাও ভালো ।

ছোট্ট বাক্যের শব্দ বুননটা চমৎকার ।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কথাকথি......ন ;)

ধন্যবাদ। তিনটেই যে ভালো লেগেছে, সে তো বিরাট ব্যাপার। :)

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩০

আনিসা নাসরীন বলেছেন: তিনটাই সুন্দর অনেক।

আবার লাল টিপটা বেশি সুন্দর।

শুভেচ্ছা রইলো।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
লাল টিপ সত্যিই সুন্দর!
ভালো থাকুন। সতত।

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৩

নীলপরি বলেছেন: এটা কি সিরিজ? তাহলে একটা অন্য মনে হচ্ছে কেনো? এক সাথে পোষ্টে তিনটেই একই অথবা ভিন্ন হলে ভালো লাগে! আমার ! নাকি এখানে এভাবে ভাববো -----
জুঁইদি নেই বলেই ------
তবে ঠিক ঠাক হবে ?

কবিতাগুলোয় আলাদা আলাদা ভাবে +++++++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
পরি মনে হচ্ছে রাগ ঝাড়ছে!
কি ব্যাপার!!

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৭

অপ্‌সরা বলেছেন: বাহ বাহ ভাইয়া!!!!!!!


শাড়ি আমার বড়ই প্রিয় কিন্তু টিপ ততটা নয়। যদিও নৃত্যের প্রয়োজনে আমাকে এই জীবনে শত শত বার টিপ পরতে হয়েছে। তবুও টিপ নিয়ে কোনো লেখা পড়লেই মনে পড়ে যায় এক সকাল যেই সকালে একজন লালটিপের পাশ জুড়ে সবুজ দিয়ে একটা পতাকা এঁকে দিয়েছিলো পরম মমতায়।

সে সকালটাও ছিলো এমনই ডিসেম্বরের কোনো এক সকাল.....

০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপু আমার লালটিপ খুব পছন্দ।
নাচ! আচ্ছা তুমি কি কি পারো না আমায় একটু জানিয়ো তো। সেটাই মনে রাখা সহজ হবে।

সেই সকালটা রোজ আসুক। :)

১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৭

শাব্দিক হিমু বলেছেন: 'মাত্র একটি শব্দ' বেশি ভালো লেগেছে।
প্লাস

০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ। ভালো থাকবেন।

১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৩

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো লাগার একটা পাহাড় হোক। আমি চড়বো।

১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৩

সাহসী সন্তান বলেছেন: ছিঃ ছিঃ ছিঃ, আমার ব্যাপারে আপনার এত ভাল ধারনা সেইটা জানতাম না! :( তবে আসলেই মন্তব্যের মধ্যে একটু আধটুতো ইয়ে টাইপের কিছু ছিল! কিন্তু তার জন্য টাইম আউটে মন্তব্যটা আটকাইয়া যাবে সেইটা ভাবি নাই! অবশ্য সিস্টেমই হয়তো চাচ্ছিল না, ঐটা প্রকাশ হোক! ;)

সেজন্য আপনার অবশ্য সামুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ! প্রকাশ হইলেই ব্যাপারটা মেছাকার হইয়া যাইতো! ;)

০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভয় নেই। লোকে আমারেও জানে। আর আপ্নারেও জানে। ;)

গল্প পড়লাম। ভালো ছিল।

১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১১

বিজন রয় বলেছেন: আমার অনুরোধটা রেখেছেন তাহলে!!
ধন্যবাদ।

০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অগ্রজের প্রতি সম্মান।

১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২২

টিপলু বলেছেন: চমৎকার লেখা, ভালো লাগলো।

০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
এই প্রথম আমার ব্লগে। স্বাগতম।
ধন্যবাদ। ভালো থাকুন। সবসময়।

১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭

ইমরান আল হাদী বলেছেন: মুগ্ধ আমি....+++

০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
এখন তো মানুষের চোখে মুগ্ধতা দেখাই যায় না। তাও আপনার মুগ্ধতা ~ আমার অনুপ্রেরণা।

১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একের ভিতর তিন, তিনটাই চমৎকার!

১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: গিয়াস ভাই,
আমার ব্লগে মনে হচ্ছে আপনি এই প্রথম। :)

শুভকামনা সবসময়।

২০| ০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৭

মনিরা সুলতানা বলেছেন: প্রথম টা বেশী মন ছুঁয়েছে !
এরপর প্রশান্তি !!!!
ভালোলাগা অতলান্তিক স্পর্শ করল !

১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালোবাসা নিও আপু। :)
ভালো থেকো।

২১| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৩

জেন রসি বলেছেন: মনে হলো রোম্যান্টিক এক জগতে প্রবেশ করে ফেললাম! যে জগত কবির এবং নীলাদ্রিতার। পাঠকের জন্য এ এক শব্দ দিয়ে গড়া যাদুঘর। দেখলাম। অনুভব করলাম। ভালো লাগলো। :)

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কিছু পাঠক কবিতাকে ঋদ্ধ করে। আপনি তেমনি একজন। পাশে থেকে নিরন্তর অনুপ্রেরণার জন্য ভালোবাসা। :)

২২| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: পলকে যেন ঘুরে এলাম তিন ভুবন!!!
মুগ্ধতায়!
নষ্টালজিক হয়ে!!
কি যেন পেয়ে কি যেন হারিয়ে !!! ;)


দারুনসসস ++++++++++++

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:

এতকিছু দিলাম, ধন্যবাদ দিলেন না। দুঃখ পেলাম ভৃগু....

২৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ কবিতা , সুন্দরী নিলাদ্রিতার পায়ে আলতার চিহ্ন আর গপালে লাল টিপ এ প্রেক্ষিতে মন্তব্যের ঘরে দেয়া যায় শুধু লাল কর্ন লতিকা ফুল ।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
নীলাদ্রিতা সুন্দরী!

আপনার জন্য ভালোবাসা। =p~

২৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮

কাবিল বলেছেন:




সে প্রায় বছর চারেক হলো -
আজ আবার লালটিপে তুমি,
আমি দ্বিতীয় আর শেষবার তোমার প্রেমে পড়লাম, নীলাদ্রিতা।

ভাল লাগলো।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
নীলাদ্রিতার প্রেমে পড়ছি। নিয়ম করে। প্রতিদিন একটু একটু করে।

২৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৫

হাসান মাহবুব বলেছেন: নিলাদ্রিতা জাতীয় নাম গুলো এখন অতি ব্যবহারে ক্লিশে লাগে। সুন্দর যদিও। দ্বিতীয় কবিতাটি খুব ভালো লাগলো। রিলেট করতে পারলাম বেশ। কৈশোরে সবারই মনে হয় সিনিয়র মেয়েদের প্রতি একটা বিশেষ ফ্যাসিনেশন থাকে 8-|

১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
:(

:)

হামাভাইয়ের কৈশোরবেলা কল্পনা করি। ;)
ধন্যবাদ ভাই।


নীলাদ্রিতা আমার কাছে ড্রাগের মতো। যতো নিই ততোবেশি তীব্র হয়।

২৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩২

অগ্নি সারথি বলেছেন: চমতকার!!

১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ। এবং ধন্যবাদ।

২৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: আমিও আপনার কবিতার প্রেমে পড়ে গেলাম

১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপনি চাইলে আমাদের দেখা হতে পারে। ;)

২৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪০

সামিয়া বলেছেন: ভালোলাগা+++

১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমারো। :) ভালোলাগা।

২৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পড়তে পড়তে দিশেহারা হয়ে গেলাম। খুব সুন্দর।

শুভেচ্ছা।

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপনার প্রথম মন্তব্য। ২ বছর সময় নিলো। :)

৩০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৩

চঞ্চল হরিণী বলেছেন: "'ভালোবাসি' - তোমায় দেখার অবিচ্ছেদে
এই একটি শব্দই আমি ভুলিয়ে নেব।" এই শব্দটা ভুলিয়ে নেয়া খুবই কষ্টের।

“পাগল হোস না রে মন,
পাগল হোস না।
মানুষের ইচ্ছায় সব হয়,
শুধু মানুষটাই হয় না।
অস্থির হোস না রে মন,
অস্থির হোস না।
ভালোবাসিস এই বেশি,
তুই শান্ত খুনে শান্ত থাক”।

তিনটি কবিতাই ভালো লাগলো। শুভকামনা রাজপুত্র।

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ সুন্দর করে মন্তব্য করেছেন। ধন্যবাদ।
আপনার ভালোলাগায় অনুপ্রেরিত হলাম।

৩১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২০

অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর কবিতা, সুন্দর ছবিগুলোও।

২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুন্দর শব্দে মায়া। :)

৩২| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৮

কানিজ ফাতেমা বলেছেন: অসাধারন! অসাধারন ! অসাধারন ।
শুভ কামনা রইল ।

২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
চোখে একরাশ ভালোলাগা মুড়ে আকাশ দেখি। আপনি দেখেন?

৩৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৩

কালের ঘড়ি বলেছেন: শেষের লিখাটি নিয়ে পুরনো ঘরানার স্টাইলে বললে "অসধারণ" , কিংবা আধুনিক/ডিজুস স্টাইলে বললে "জোস" ।
তবে যেই স্টাইলেই বলি, কমতি থেকেই যায় :)

শুভেচ্ছা !

২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
শেষমেশ আপনি কিন্তু 'কমতি' উতরে গেলেন। শুভেচ্ছা বুঝে নিলাম। ভালোবাসা বুঝে নেবার অনুরোধ রইলো।

৩৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৩

কামরুল হাসান জনি বলেছেন: ভালো লেগেছে। এক কথায় আনন্দ পেয়েছি।

২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি আনন্দিত।

৩৫| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২১

খায়রুল আহসান বলেছেন: মাত্র একটি শব্দ এর প্রথম চরণটা একাই একশ'! আর প্রথম স্তবকটা পাঠককে একটা নীল নীল কবিতা শোনার জন্য তৈরী করে দেয়।
লাল ফ্রক উড়িয়ে জুঁইদি আসতো- জুঁইদিদের কত রকমের ভালবাসা হয়!
নীলাঙ্কীত লালটিপ- ভাবনাটা বেশ ভাল।
তিনটে কবিতাই প্রেমের কথা বলে গেল। ভাল লাগলো।

২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি একদা তোমায় শ্রদ্ধা করতাম। তোমায় তখন চিনতাম না। এখন তোমায় চিনি। আমি তোমাকে শ্রদ্ধা করি। আমি তোমাকে ভালোবাসি।

সবসময় ভালো থাকুন ভাইয়া। আপনার সুস্থতা কামনায়।

৩৬| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৪

খায়রুল আহসান বলেছেন: ১২ নম্বর মন্তব্য ও প্রতিমন্তব্য-দুটোই ভাল লাগলো।

২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ঠিক তো?

৩৭| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৭

ফারহানা শারমিন বলেছেন: আিনটা কবিতাই চমৎকার।খুবই ভাল লেগেছে।ভাল থাকবেন।

২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো থাকাটা চক্রান্ত। আপনি সে অর্থে চক্রান্তকারী। আচ্ছা, এটা চক্রান্তকারিনী হবে কি? হা হা হাঃ


ভালো থাকবেন, আপনিও।

৩৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:৩৯

রিপি বলেছেন: বাহ! :)

২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমার দেখায় যদি ভুল না হয়, 'লাল টিপ'।

৩৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৭

radha বলেছেন: সুন্দর বোধে দীপ্ত কবিতা!!

২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
তবে কি দীপ্ত কবিতায় মুগ্ধ রাধা!

৪০| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৯

রিকতা মুখাজীর্র্ বলেছেন: অল্প সময়েই তিনটে আলাদা জগতে প্রবেশ করলাম,খুব সুন্দর,ধন্যবাদ এবং শুভ কামনা

২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
তাহলে, আমি স্রষ্টা হলাম। তিনটে জগৎ। কম নয়।

৪১| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

সিগনেচার নসিব বলেছেন: হে কবি মুগ্ধতা রেখে গেলাম

২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কবিতায় মুগ্ধতা কবিতার শেষে পাঠকের চোখেমুখেই থেকে যায়। ভালো থাকুন।

৪২| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৪

সোহানী বলেছেন: ওয়াও দারুনতো। কবিতা কম বুঝলে ও আপনার কবিতাগুলো বুঝেছি।++++++++

ওও আচ্ছা আপনি কি মাসে এখন একটা করে পোস্ট দেন???

২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
যাক। এক প্রকার শান্তি পেলাম।


তেমন কিছু নয়। তবে গত কিছু মাস তেমন কিছুই হচ্ছে। এই কবিতাগুলো এভাবে পোষ্ট দেবার ইচ্ছে ছিল না। বিজন রয় একটা মন্তব্যে বলেছিলেন নেক্সট দিন কবিতা চাই। এগুলো দিয়ে দিলাম।

৪৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৭

জুন বলেছেন: অসম্ভব ভালোলাগা রইলো তিনটে কবিতায় দিশেহারা। তাই শুধু ভালোলাগাই নয় প্রিয়তেও থাক লাল টিপে সাঁকো পেরিয়ে আর না আসা জুইদি।
+

২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
জুনাপু,
ভালোলাগা সম্ভবের উঠোন পেরিয়ে নাকের সামনে অ ঝুলিয়ে অসম্ভব ভালোলাগা হলো।

ভালো থেকো-ন। সবসময়। আর প্রিয়টা আমার ক্রিস্টমাস গিফট।

৪৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

পুলহ বলেছেন: ২য় কবিতা বেশি ভালো লেগেছে। ভ্রমরের ডানা ভাইয়ের মন্তব্যটাও সুন্দর।
কেমন আছেন শুভ্র ভাই? সব সময় ভালো থাকুন এই শুভকামনা !

২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো আছি। বোধহয়।
আমাদের চোখগুলো সবসময় ছায়ার দিকে থাকে। রোদকে পেছনে ফেলে অবসাদগ্রস্থ হই।

৪৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১২

খায়রুল আহসান বলেছেন: একদা না চিনে শ্রদ্ধা করতেন, এখন চিনে করেন- এটাই বলেছেন তো (৩৫ নং মন্তব্যের উত্তরে)?
অনেক অনেক সম্মানিত বোধ করছি স্বয়ং রাজপুত্রের কাছ থেকে এতটা আন্তরিক শ্রদ্ধা লাভ করে। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: স্বয়ং রাজপুত্র / :) :)


ভালো থাকুন। শুভকামনা এবং ভালোবাসা।

৪৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৫

খায়রুল আহসান বলেছেন: ঠিক তো? (৩৬ নং মন্তব্যের উত্তরে)...
তখন তো ঠিকই ছিল বটে, তবে এখন দেখছি একটু বেঠিক হয়ে গেছে। সিরিয়াল বদলে যাবার কারণে ওটা ১২ এর বদলে ১১ নং হবে।

২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

হয়তো জাদুকরী কোন পাঠকের ছোঁয়ায় ভালোলাগা ভুল।

৪৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৭

বিলিয়ার রহমান বলেছেন: শুভ্র ভাইয়্যু মন্তব্যে আমি বরাবরই কাঁচা!:)

এ কারনেই আমার মন্তব্যগুলো “সুন্দর হয়েছে,অসারন লিখেছেন” টাইপের হয়!:)
তোমার এই লেখায় ও রকম কিছু বলতে চাইনে !:)

কবিতাগুলো সত্যিই আমার মন ছুয়েছে!:)

+++++

২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মন ছুঁয়ে যাওয়া কবিতার আজ মেঘদিবস। সারাদিন মেঘ দেখবে। ভাসবে ভালোবাসবে।

৪৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৯

বিলিয়ার রহমান বলেছেন: ৪৭ নং মন্তব্যে টাইপো(অসাধারন< অসারন)-্এর জন্য দুঃখিত।

২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আচ্ছা।

৪৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৯

আমিই মিসির আলী বলেছেন: ছুঁয়ে দেই -
মিলিয়ে যায়,
ভেঙে যায়,
টুকরো টুকরো হয়।
পুরো একটা বিকেল ধরে টুকরোগুলো গুছিয়ে আনি
জুড়ে দেই, আয়না বনে যায়।

আমি তোমায় দেখি
আধখোলা জানলা আর একটা পূর্ণ চাঁদ।

সে প্রায় বছর চারেক হলো -
আজ আবার লালটিপে তুমি,
আমি দ্বিতীয় আর শেষবার তোমার প্রেমে পড়লাম, নীলাদ্রিতা


শুধু কি একাই পড়লেন প্রেমে!! এতো দলবল নিয়ে পড়লেন। দলের সদস্য আজ মিসিরআলীও।

৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
তা বেশ। ব্যাপারখানা হলো প্রেমিকা এবার সমস্যায় পড়বে। :)

৫০| ০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৩০

ডঃ এম এ আলী বলেছেন:



নব বর্ষে লিলি ফুলের শুভেচ্ছা রইল।
জীবন সুন্দর ও সাফল্যময় হোক
এ কামনাই করি ।

০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ।
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

৫১| ০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)

৫২| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১:০১

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদের উপরে ধন্যবাদ

০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১২:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
:)

৫৩| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৫

বিজন রয় বলেছেন: আবার হারালেন নাকি?

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
হারাবো ক্যানো বিজন দা। আছি তো।

৫৪| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৯

ওয়াস আহিদ বলেছেন: দারুণ। মুগ্ধ...
প্রিয়তে.... :)

১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোবাসা রইল।

৫৫| ১০ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৯

এফ.কে আশিক বলেছেন: অনেক দিন পর আপনার লেখা পড়লাম আর মুগ্ধ হলাম.....।।

২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ এবং ভালোবাসা।

৫৬| ১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ঐ একটি শব্দ যখন তোমার সামনে দাঁড়াবে
নীল শাড়িতে তোমার চোখ, নিগূঢ় অরণ্যে
আমি চারকোণা একান্ত একটা জানলা করে নেব। ’’---------- দারুন

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আপু। :)

৫৭| ১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৬

জীবন সাগর বলেছেন: একটি মাত্র শব্দে আঁকা আকাঙ্খার ছাপ, অস্পষ্টতায় বিরহিত হৃদয়ের অপেক্ষা আর আবার লালটিপে ভালোবাসার গভীরতা দিয়ে সুন্দর কথামালায় সাজিয়েছেন। আমার হৃদয় ছুয়ে গেল। খুবই ভাল লাগলো।

কবির জন্য বুকভরা ভালোবাসা আর শুভেচ্ছা রইল

৫৮| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১১

শামীম সরদার নিশু বলেছেন: খুব সুন্দর লিখেছেন। আশা রাখি আরো ভালো কিছু পাবো।
চালিয়ে যান ভাই।


যাই হোক আমি ব্লগে নতুন।
আমার প্রোফাইল ঘুড়ে আসবেন।

৫৯| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫২

ভাবুক কবি বলেছেন: সুন্দর
সুন্দর
এবং সুন্দর

খুব ভাল লিখেছেন

৬০| ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১২

আরাফআহনাফ বলেছেন: নীলার জন্য অনেক ভালোবাসা আপনার !
জয় হোক ভালোবাসার - মাত্র একটি শব্দ।(?)

"নাহ্। আমার মনের মধ্যেও জুঁইদি নেই। কোত্থাও নেই। " - জুঁইদিকে ভুলতে চাইলেও কি ভোলা যায়?
view this link

"আমি তোমায় দেখি
আধখোলা জানলা আর একটা পূর্ণ চাঁদ।" - নি:সঙ্গ ভালোবাসার প্রতিমূর্ত ...
+++

ভালো থাকুন - শুভ কামনা সবসময়।

৬১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৯

বিলিয়ার রহমান বলেছেন: আমার লেখাগুলো চুরি হয়ে যাচ্ছে!! উপদেশ পরামর্শ থেকে থাকলে সাহায্য করুন
বিস্তারিত দেখুন

৬২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

৬৩| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৯

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট নিয়ে ফিরে আসুন।

৬৪| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ১২:৫৫

ইফতেখারুল মবিন বলেছেন: খুব ভাল লাগলো কবিতাগুলো পড়ে।কবিতাগুলো সত্যিই অসাধারণ।

৬৫| ০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৫

খায়রুল আহসান বলেছেন: আপনি কোথায় হারিয়ে গেলেন, রাজপুত্র? ফিরে আসুন দ্রুত!

৬৬| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৯

আদি বিনতে শাতিল বলেছেন: 'নীল শাড়িতে তোমার চোখ, নিগূঢ় অরণ্যে
আমি চারকোণা একান্ত একটা জানলা করে নেব।


অসম্ভব সুন্দর ছিলো লাইনটা

ভালো লাগসে লেখাটা :)

৬৭| ১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩১

চাঁদগাজী বলেছেন:



অনেকদিন দেখছিনা আপনাকে, সবকিছু ভালো তো?

৬৮| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৯

ভ্রমরের ডানা বলেছেন:



রাজপুত্র তোমাকে ও তোমার কবিতাকে মিস করছি। তুমি ফিরে এসো...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.