নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

অনিন্দ্যসুন্দর ড্যাফোডিল

০২ রা জুন, ২০১৭ রাত ১০:০৬

অনিন্দ্যসুন্দর ড্যাফোডিল

আমার হাতঘড়িতে একটা ট্রেন এঁকে দিও। তার জানলায় বসিয়ে দিও— পাহাড় চূড়ো। সদ্যমৃত দুটি চিত্রল হরিণের আত্মা ট্রেনটিকে ছুটিয়ে নিয়ে যাবে। পাহাড় উপচে অসংখ্য ড্যাফোডিল— ঠিক যেন নীরব সমুদ্র। হাওয়া ছুঁলে ঢেউ হয়ে যাবে।

জিপসি মেয়েটির সাথে আমার কোন পূর্বপরিচয় ছিল না। তাঁর উঁচু কপালে কালেভদ্রে চোখ রেখে অমোঘ কণ্ঠে ঈশ্বর শুনিয়েছিলেন ' অনিন্দ্যসুন্দর ড্যাফোডিল ' — এক প্রাচীন রহস্যের কথা। আমি বলেছিলাম, লাইফ স্পয়লার।

আমার ট্রেনের প্রবেশদ্বারে লেখা ছিল— আমার নরকে আপনাকে স্বাগতম। মেয়েটি জানলা'র ধারে বসতে ভালোবাসতো।


শুভ্র সরকার

মন্তব্য ৪৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৭ রাত ১০:১১

নাগরিক কবি বলেছেন: বাহ! অনেক দিন পর এলেন। B-)

০২ রা জুন, ২০১৭ রাত ১০:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ফেরাটা নিশ্চিত ছিলো। :)

২| ০২ রা জুন, ২০১৭ রাত ১০:১৭

জুন বলেছেন: দিশেহারা শেষতক দিশে ফিরে পেলো দেখে খুব খুব ভালোলাগছে :)
+

০২ রা জুন, ২০১৭ রাত ১০:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ফিরে পাওয়াতেই তুমুল আনন্দ।

৩| ০২ রা জুন, ২০১৭ রাত ১০:২২

শাহরিয়ার কবীর বলেছেন:
এতোদিন কই ছিলেন ?

০২ রা জুন, ২০১৭ রাত ১১:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ফেরার কারণ খুঁজছিলাম

৪| ০২ রা জুন, ২০১৭ রাত ১০:২৫

ভ্রমরের ডানা বলেছেন:


আমার ট্রেনের প্রবেশদ্বারে লেখা ছিল— আমার নরকে আপনাকে স্বাগতম।
-- মধু খ ই খ ই আরে বিষ হাওয়াইলা......




দুর্দান্ত কাব্য কবি! জাঁকানো স্পয়লার.........

০৩ রা জুন, ২০১৭ সকাল ৮:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেকদিন পর ডানা। পালকে কতো শব্দ জমলো বলেন।

৫| ০২ রা জুন, ২০১৭ রাত ১০:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক কাব্যরসে ভরা গদ্যময় কবিতা।+++++

ভালো লাগলো ভাই।

০৩ রা জুন, ২০১৭ সকাল ৮:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো থাকবেন নাঈম ভাই। ভালোবাসা রইলো।

৬| ০২ রা জুন, ২০১৭ রাত ১১:২৮

মানবী বলেছেন: ছোট্ট লেখায় জানালার পাশে বসতে পছন্দ করা মেয়েটির জন্য হাহাকার স্পষ্ট!

পোস্টের জন্য ধন্যবাদ দিশেহারা রাজপুত্র।

০৩ রা জুন, ২০১৭ সকাল ১১:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ একবার তবে ইয়া বড় একখানা কবিতা দেবো। :)

৭| ০২ রা জুন, ২০১৭ রাত ১১:২৯

উম্মে সায়মা বলেছেন: রাজপুত্র দিশেহারা হয়ে কোথায় হারিয়ে গিয়েছিল? লেখাটা খুব সুন্দর হয়েছে।++

০৩ রা জুন, ২০১৭ বিকাল ৪:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: হারায়নি তো। শুধু খুঁজে পাচ্ছিলো না। ধন্যবাদ। :)

৮| ০২ রা জুন, ২০১৭ রাত ১১:৩৩

দ্যা ফয়েজ ভাই বলেছেন: একটা ছোট্ট লেখা অথবা একটি বিশাল গল্প,কোন ক্যাটাগরি তে ফেলবো,ঠিক বুঝতে পারছি না।অনেক ভালো লেগেছে।
অফটপিক:অনেকদিন পর ফিরে এলেন।আশা করি নিয়মিত থাকবেন। :)

০৩ রা জুন, ২০১৭ বিকাল ৪:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ফ্রি ভার্সে লেখা।
নিয়মিত হবার ইচ্ছে আছে।

৯| ০২ রা জুন, ২০১৭ রাত ১১:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা,



পিকটা সুন্দর হয়েছে +

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস ভাই।

১০| ০৩ রা জুন, ২০১৭ সকাল ৯:৪৮

নীলপরি বলেছেন: +++++++++++++

শুভকামনা । :)

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: তোমাকেও :)

১১| ০৩ রা জুন, ২০১৭ সকাল ১১:২৫

মোস্তফা সোহেল বলেছেন: এভাবে বার বার আমাদের মাঝে ফিরে আসুন। শুভ কামনা রইল।

০৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: হ্যাঁ আসবো। ভালোবাসা নেবেন।

১২| ০৩ রা জুন, ২০১৭ দুপুর ১:৪০

নতুন নকিব বলেছেন:



শুভকামনা অশেষ।

০৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ

১৩| ০৩ রা জুন, ২০১৭ দুপুর ১:৪০

কাবিল বলেছেন: আপনার কবিতা মিস করি।



শুভকামনা শুভদা।

০৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: সেইজন্য ফিরলাম। :)

শুভ্র*

১৪| ০৩ রা জুন, ২০১৭ দুপুর ২:০৯

ধ্রুবক আলো বলেছেন: লেখা ভালো লাগলো।

১০ ই জুন, ২০১৭ সকাল ৯:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ।

১৫| ০৩ রা জুন, ২০১৭ দুপুর ২:১৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বেশ ভাল লাগল।

১০ ই জুন, ২০১৭ সকাল ৯:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাই

১৬| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৪:০৫

বিজন রয় বলেছেন: লাইফ স্পয়লার হতে পারে।

কিন্তু আপনি না হোন।

নিয়মিত আশা করছি আপনাকে।

কবিতা সংকলন আর করবেন না?

১১ ই জুন, ২০১৭ সকাল ৭:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা :) আচ্ছা।
এখন আর ক'রছি না।
ভালো থাকবেন বিজন দা।

১৭| ০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

১১ ই জুন, ২০১৭ সকাল ৭:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

১৮| ০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

সুমন কর বলেছেন: সুন্দর। +।

ব্লগে দেখে ভালো লাগল।

১২ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সুমনদা।

১৯| ০৩ রা জুন, ২০১৭ রাত ১১:২১

শাহারিয়ার ইমন বলেছেন: ছন্দ ছাড়াও ছন্দময়

১২ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছন্দ ছাড়া কিছু হয় না

২০| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৩

হাসান মাহবুব বলেছেন: জোস!

১২ ই জুন, ২০১৭ বিকাল ৫:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস হামাভাই

২১| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৬

জেন রসি বলেছেন: সময়ঘড়ি, লাইফ স্পয়লার, জিপসি মেয়ে, ট্রেন, ড্যাফোডিল......


১২ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভ্র জেন

২২| ১২ ই জুন, ২০১৭ রাত ২:১৮

কল্লোল পথিক বলেছেন:






আমিও আপনার মতো অ-নে-ক দিন পর।
তবে কবিতা দারুণ হয়েছে।

১২ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ফেরাটা আনন্দের

২৩| ১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


ট্রেনের ভেতরে কোনকিছু তাকে আকর্ষণ করেনি; প্রকৃতিকে ছেড়ে কারো বুকে স্হান নেয়ার মতো কথা এখনও ভাবেনি সে।

১৩ ই জুন, ২০১৭ সকাল ৭:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: সেটা ভাবে না কখনোই। ভাবানো হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.