নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পদবী কেটে মানুষ লিখে দিও
মৃত্যুভয়ে জীবনকে ভেট হিসেবে দিয়েছে যারা
সারাটা পথ শরীরে কবর বয়ে ফিরেছে তারা
চোখগুলো লাল হয়ে আছে
যেন
এইমাত্র
স্তেপ পেরিয়ে
নিষিদ্ধ খরগোশ
সেজদায় বসেছে রাষ্ট্রের
ঈশ্বরকে সব বলে দেব
বলে যে ছেলেটির
মৃত্যু হয়েছে
এইমাত্র
দেখো
তার শরীরে জল জমেছে।
তার শোকমিছিলে আসা মানুষ ভাগ হয়ে যায়
ধর্মের কথা ভেবে
কেউ বলে, 'কবর দেওয়া হোক
সহি মুসলিম ছিল সে,'
কেউ বলে, 'চিতায় পোড়ানো হোক
দেবতার প্রিয় ছিল সে,'
ধর্মের কথা ভেবে
কেউ বুকে তিনবার ক্রুশ এঁকে, হেঁটে চলে যায়।
নিষিদ্ধ খরগোশের প্রতি যারা ভালোবাসা পুষে রাখে
তাদের জন্য ছেলেটির মৃত চোখে সহানুভূতি থাকে;
ছেলেটির কবরে ঘাস জন্মেছে চোখে পড়ছে তবুও
"মৃত্যুর পরে আমার পদবী কেটে মানুষ লিখে দিও"
শুভ্র সরকার
১৭ ই জুন, ২০১৭ রাত ১১:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী। ভালো থাকুন।
২| ১৬ ই জুন, ২০১৭ রাত ৮:৩৬
শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাইয়া!
১৭ ই জুন, ২০১৭ রাত ১১:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: তারা বেঁচে থাকুক।
৩| ১৬ ই জুন, ২০১৭ রাত ৯:১০
আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,
লিখেছেন , পদবী কেটে মানুষ লিখে দিও । নিরঙ্কুশ মানুষের কোন ধর্ম নেই । সব ধর্মেই সে বিরাজ করে ।
তবে তার কবর হবে কেন ? চিতা বা অন্যকিছু নয় কেন ? দিশেহারা হয়ে গেলুম ...................।
১৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ঘাস জন্মানোর জন্য চিতার থেকে কবর বেশি উপযুক্ত যে
৪| ১৬ ই জুন, ২০১৭ রাত ১১:২৪
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।
২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ দাদা
৫| ১৭ ই জুন, ২০১৭ রাত ১২:১০
সোহানী বলেছেন: সবার আগে বলেন কোথায় ছিলেন এতোদিন...... বহুদিন পর দেখলাম মনে হয়!!!
২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি তো আমার বাড়িতেই ছিলাম
৬| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৩
নীলপরি বলেছেন: ++
২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্লাস খাবো?
৭| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৫
হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো।
স্তেপ পেরিয়ে
এটার মানে কী?
২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রতিবন্ধকতা (তৃণভূমি) বোঝাতে....
৮| ১৯ শে জুন, ২০১৭ রাত ৯:৪৫
ভ্রমরের ডানা বলেছেন:
মানুষের ঠিকানা হোক মনুষ্যালয়! অসাধারণ কবি! ব্রাভো!!
২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো থাকেন।
৯| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫১
ভ্রমরের ডানা বলেছেন:
রাজপুত্র কতদিন দেখা নেই! সব ঠিক চলছে তো। আমি তো ভাবছিলাম একখানা বিজ্ঞপ্তি দেব!
২২ শে জুলাই, ২০১৭ রাত ৯:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: সেইটা দেন নাই বলেই তো আসি না
১০| ২২ শে জুলাই, ২০১৭ রাত ৯:২১
শাহরিয়ার কবীর বলেছেন: অনেক দিন আপনাকে ব্লগে পাই না !!!
কবিতা লিখুন ।।।
ভালো আছেন নিশ্চয় !!
২২ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন: হ্যাঁ ভালো আছি ভাই
১১| ২২ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩০
ভ্রমরের ডানা বলেছেন:
দেখ ভায়া, একা বড় কষ্টে আছি। তুমি নেই তাই কবিতাও জমছে না আগের মত।
২২ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবির অভাব নাই ডানা। নিয়মিত হবার চেষ্টা করবো
১২| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:০০
ভ্রমরের ডানা বলেছেন:
একটু সময় দিও রাজপুত্র! তোমার থেকে অনেক কিছুই শেখার আছে। যেমন এই কবিতার অবয়বে আর ভাষায় সে কারিকুরি কি আর বলব বল - ফিদা হয়ে আছি! তোমার মত কাব্যের তুফান আমি খুব কম দেখেছি। তাই আর বঞ্চিত করোনা ভাই। ফিরে এসো......
২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
তেমন না ডানা। অক্ষরবৃত্তে লিখছি। যদিও সাজাতে গিয়ে কয়েকজায়গায় কম্প্রোমাইজ করতে হইছে।
শেখার আমাদের সবার আছে। সবার কাছ থেকে। চেষ্টা করবো
১৩| ২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৭
জুন বলেছেন: ঈশ্বরকে সব বলে দেব
তিন বছর বয়সী সেই সিরিয়ান বালকটির মৃত্যুর আগ মুহুর্তের বানীটি পৃথিবীকে নরক বানানোতে লিপ্ত নরপশুদের কানে পৌছাবে কি দিশেহারা !
অনেকদিন পর তোমাকে দেখে ভালোলাগলো ।
+
২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার কানে তো পৌঁছেছে এবং আপনার। এটাও কম কিসে! এভাবে একদিন সবখানে পৌঁছে যাবে
১৪| ২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: ছেলেটির কবরে ঘাস জন্মেছে চোখে পড়ছে তবুও
"মৃত্যুর পরে আমার পদবী কেটে মানুষ লিখে দিও"
সুন্দর +
২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। ভালো থাকেন।
১৫| ২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১১
উম্মে সায়মা বলেছেন: সুন্দর হয়েছে....
২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস
১৬| ২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪২
নীলপরি বলেছেন: আমি অতি সাধারণ। এখানে মন্তব্য করার যোগ্য নই। তাই প্লাস দিয়েছি ।
সেটা যদি অপ্রয়োজনীয় মনে হয় ফেলে দেওয়া হোক......
শুভকামনা।
২৩ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ঈশ্বর তোমার মঙ্গল করুক।
শুভরাত্রি
১৭| ২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০১
নীলপরি বলেছেন: প্রসঙ্গ এড়ানো!
তো ঈশ্বরকেও কি আদেশ করা হোলো?
২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: আদেশ কেন হবে!
১৮| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১৪
প্রামানিক বলেছেন: ছেলেটির কবরে ঘাস জন্মেছে চোখে পড়ছে তবুও
"মৃত্যুর পরে আমার পদবী কেটে মানুষ লিখে দিও"
দারুণ কাব্য কথামালা। ধন্যবাদ
২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ প্রামানিক। শুভকামনা।
১৯| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৫
চাঁদগাজী বলেছেন:
ভাবনায় ,মানবতা বড় স্হান পেয়েছে পদ্যে
২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ঠিক ধরেছেন। তবে এটা কবিতা। পদ্য আর কবিতার মধ্যে ফারাক আছে। পদ্য ছন্দ নির্ভর হয়।
২০| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৯
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে, শেষ চরণটা বেশ বিরহী।
২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ঐটাই আগে লিখছি।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ছেলেটির মৃত চোখে সহানুভূতি থাকে;
নিজের ভেতরে নিজে না ডুবে বাহ্যিকতায় যতই শুদ্ধতার দাবী করুক
সকলেই সেই করুনার - পাত্রই বটে।
মানুষ যে হয়েছে সেতো পূর্নতা পেয়েছে।
কাভ্য ভাললাগা
++++++