নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

সময় নীরু এবং বিভ্রম

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৩





মায়ের মুখের মতো পবিত্র একটা সকাল
তুমি কি আমায় দিতে পারবে নীরু?
তুমি কি আমায় দিতে পারবে—
একটা উজ্জ্বল রাত,
পবিত্র মেঘ

সুগন্ধী যে মেঘ তোমার চোখে
প্রিয় দৃশ্য হয়ে মিশে আছে

যে মেঘ অনুবাদ ক'রে আমি সময়কে জেনেছি
জেনেছি 'তুমি' সৃষ্টির আগে পৃথিবী ছিল প্রেমহীন
সদ্যমৃত শিশুর চোখ যতটা
একা
এবং অসহায়
সময় ছিল তার চেয়ে বেশি বিষণ্ন

সময় পৃথিবীর থেকেও প্রাচীন এক নদী
তবু নদী নাকি সময়— কে বেশি দ্রুত?
এই প্রশ্নে
তুমি পৃথিবীতে খুলে দিয়েছো
নরকের সবক'টা দরজা

প্রথম দরজায় আছে— মৃত্যু
দ্বিতীয় এবং তৃতীয় দরজায় আছে— সাপ
চতুর্থ থেকে শেষতম দরজায় আছে— অভিশাপ

নীরু আমাকে ব'লে দাও
ব'লে দাও— কোন দরজায় তুমি আছো


শুভ্র সরকার

মন্তব্য ৫৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৮

বিজন রয় বলেছেন: বিভ্রম!!

০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: (!!) এই দুই সহোদর আমায় বিভ্রান্ত করলো

২| ০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৩

বিজন রয় বলেছেন: পরে আসবো............

০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: এখনো এবং তখনো
স্বাগতম

৩| ০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৪

ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর লিখেছেন +++

০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ধ্রুবক। ভালোবাসা

৪| ০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ফাতেমা আপু :)
শুভকামনা

৫| ০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৭

নীলপরি বলেছেন: বেশ ভালো যাকে বলে .......++++

শুভকামনা ।

০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: তোমার জন্যেও শুভকামনা

৬| ০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫২

কানিজ রিনা বলেছেন: আসল নকল সহদর বুঝতে না পারা ভাতর।
নিজের ভেতর কয়টা দোয়ার। আছে এখন
কয়টা খোলা কোন দরজায় সাঁপ করে খেলা।
তারে তো দূধ কলা দেওয়া। সেই কি নয়
নিজের সহদর। বেশ ভালই ধন্যবাদ।

০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ ভালো কী? আমার কবিতা নাকি আপনার মন্তব্য। মন্তব্যে এই কথাগুলো ঠিক কেন লিখলেন বুঝতে পারিনি।

৭| ০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৯

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা খুব ভাল লেগেছে।
ভাল থাকুন প্রিয় কবি।

০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো থাকুন। ভালোবাসায় থাকুন।

৮| ০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৩

ক্লে ডল বলেছেন: উপমাগুলো গভীর! মনে আবেশ ছড়ানো কবিতা।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ১১:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ক্লে ডল। ভালো থাকেন

৯| ০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল হইয়াছে ভাইয়া।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ১১:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: কৃতজ্ঞতা

১০| ০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: সময় পৃথিবীর থেকেও প্রাচীন এক নদী
তবু নদী নাকি সময়— কে বেশি দ্রুত?


গভীরতা আছে, একটু এ লাইনটা নিয়ে দু-এক কথা বলুন না ।


কবিতা সুন্দর হয়েছে +++

শুভ কামনা রইলো, প্রিয় কবি ।

০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ রইলো। ভালো থাকবেন

আচ্ছা

০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই। :)

এই দু'লাইন নিয়ে বলা বেশ কষ্টসাধ্য যদি না ওই পুরো স্তবকটা নিয়ে না বলা হয়
পুরো কবিতাটাকে আমি সচেতনভাবেই স্ববিরোধী ক'রতে চেয়েছি। ঠিক কতোটা সফল জানি না। অনেকগুলো সময়ের ফ্রেমে মানবজীবন আটকে থাকে। আর তার মধ্যে একটা বা দু'টি জুড়ে থাকে নীরু। সেও কিন্তু এক নদীর নাম। আবার সময় কে তুলনা করা যায় শুধুমাত্র নদীর সাথে। কারণ কেউ থেমে থাকে না। এই বহমানতায় একসময় নীরুও পেছনে র'য়ে যায়। আর সেই অনুভূতি নরকের থেকে কম নয়। সময় আর নদী যে বেশি দ্রুত অন্যজন পিছিয়ে থাকে। এভাবেই প্রতিমুহূর্ত কাউকে না কাউকে আমরা প্রতিমুহূর্তে হারাই। সেও এক যন্ত্রণা।

আপনি চাইলে নদী বলতে জীবনকে ভাবতে পারেন। আসলে উত্তরাধুনিক কবিতায় বহুস্বর একটা বৈশিষ্ট্য। আমি চেষ্টা করেছি। পাঠক ভিন্নতায় যেন ভিন্নভাবে ধরা দেয় কবিতা। কেউ প্রেমের কবিতা ভাবতে পারে আবার জীবন প্রাসঙ্গিকও।

ভালোবাসা রইলো ভাই।

০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার প্রশ্ন আমাকে ঋদ্ধ করবে

১১| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:২৪

প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল। ধন্যবাদ

০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভকামনা ভাই

১২| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১০:০৬

সোহানী বলেছেন: নীরু কোন দরজায় নেই কারন তুমি যে দরজার বর্ননা দিয়েছ ওটাতো জাহান্নামের দরজা। নীরুতো আছে জান্নাতের দরজায়..........

০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: আবার নাও হ'তে পারে। জান্নাত ব্যাপারটে বেশ আপেক্ষিক। কারো কাছে একথালা ধবধবে শাদা ভাত জান্নাত, কারো কাছে মায়ের মুখ জান্নাত। কারো কাছে নীরু

১৩| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১১:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন: নীরু প্রথম দরজায় থাকুক । সাপ, অভিশাপ থেকে মৃত্যু সুন্দর । মৃত্যু মানে ধ্বংস নয়, হতে পারে নতুন পৃথিবীর শুরু। সেখানে অবশ্যই থাকবে মায়ের মুখের মত পবিত্র একটা সকাল, উজ্জ্বল রাত, পবিত্র মেঘ । সকল রূপে থাকবে নীরু- বিরহী সুরও হবে অন্তর্ভেদী সুখ!


আমি হয়তো লিখতাম তরতাজা মৃত শিশুর চোখ...

কবিতায় ভাল লাগা ।

০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১১:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার মন্তব্য আমার পছন্দ হইছে। দারুণ বলেছেন।

আমি হয়তো লিখতাম তরতাজা মৃত শিশুর চোখ...

এইখানেই হয়তো পার্থক্য :)

১৪| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১২:২১

কানিজ রিনা বলেছেন: দিশেহারা বিজন রয়ের উত্তরে দুইসহদরা।
তাই আপনার কবিতায় বেশ ভালই বলেছি
নিজের অনুভুতি রাখার জন্য।
কখনও কখনও কারো লেখায় এভাবেই বলি।
নিজে লিখিনা কারো লেখায় মনে অভিব্যক্তি
রাখি। প্রেম মাতা প্রেম পিতা প্রেমইত বিধাতা।
ভাল থাকুন।

০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: হ্যাঁ বুঝতে পারলাম।

নিজে লিখছেন না! এই মন্তব্যে তো নিজেই লিখলেন। :) যথেষ্ট ভালো
শুভকামনা

১৫| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১২:৪৭

সুমন কর বলেছেন: সুন্দর। অনেক দিন পর ব্লগে তোমার কবিতা পড়লাম।

০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ দাদা। ভালোবাসা জানবেন

১৬| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:২৭

সনেট কবি বলেছেন: সুন্দর লিখেছেন

০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভকামনা। সুন্দর থাকুন।

১৭| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১১:২৩

বিজন রয় বলেছেন: শিরোণামের ব্যাখ্যা চাচ্ছি ........... সময় নীরু এবং বিভ্রম কিভাবে?

কবিতার এমন নাম করনের স্বার্থকতা কোথায়?

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: আসলে কবিতার নামের আদৌ কী সার্থকতা আছে! শুধুমাত্র নম্বর দিয়ে কবিতা লিখে গেছেন খোদ রবীন্দ্রনাথ। এখনো প্রচুর। সসব্যসাচী সান্নালের তদোগেন গিরিতের কবিতায় শিরোনাম নেই। যাই হোক আমি খুব একটা ভাবিনি নাম নিয়ে। এখানে পোস্ট করার সময় নামটা দিয়েছি। কবিতায় সময় নীরু আর বিভ্রম এই তিনটে জিনিসই আছে। এটুকুই একমাত্র এবং প্রধান সার্থকতা।

১৮| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৭

বিজন রয় বলেছেন: প্রথম মন্তব্যে বিভ্রম!! বলেছি এজন্য যে, নীরু কোন দরজায় আছে সে বুঝতে পারছে না, নীরু কি মৃত? নাকি সাপ?

এই জন্য (!! ) এই সহোদর দিয়েছিলাম।

মেঘ বর্ণচোরা,
সময় ধাবমান,
নদী প্রবাহমান,
নরক আর অভিশাপ সমরূপ,
নীরু শুধু ঝুকে পড়ে বয়সে আর শরীরে।

আপনার কবিতা কয়েকবার পড়তেই হয়।

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার মন্তব্যগুলোও কবিতার মতো।
ভাল তগাকুন। সুস্থ থাকুন।

১৯| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:০১

আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,



মায়ের মুখের মতো পবিত্র একটা সকাল দেয়ার মতো একজনই আছেন সারা পৃথিবীতে , তিনি - মা

কোনও নীরুরাই তা দিতে পারেনা । তবুও নীরুর কাছে আপনার অবচেতনের যাচনা, নীরু যেন ভোরের দরজায় এসে দাঁড়িয়ে থাকে ।
চমৎকার কবিতা ।

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ জী এস ভাই। ঋদ্ধ হই সবসময়। শুভকামনা।

২০| ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:২০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ বাঙালী। শুভকামনা।

২১| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: প্রশ্ন করে খানিকটা দ্বিধায় পড়েছিলাম ! কিছু মনে করেস কিনা। যাক ,প্রতিউত্তরে অসংখ্য ধন্যবাদ ভাই ।

বিজ্ঞানের অগ্রযাত্রায় মানুষের কল্যাণ সাধাণ হয়ে ঠিক কিন্তু বিজ্ঞান কি কখনো সময়কে আটকাতে পারবে? মনে হয় না। বহমান নদীর স্রোতকেও কোন না- কোন ভাবে আটকানো যায় কিন্তু সময়কে আটকানো যায় না। হুমম, কবিতায় হারিয়ে যাওয়া সময় বা প্রিয় মানুষগুলোর কথা উঠে এসেছে। এখন কথা হচ্ছে জীবন মানে কি? আমার কাছে মনে হয়, এটা একটা অমীমাংসিত প্রশ্ন, ছাড়া কিছু না !!! ;)

সেই পুরাতন কথা ; সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না।


ধন্যবাদ !!
ভালো থাকুন প্রিয় কবি ।

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: মনে করার কোন কারণ নাই। আপনি কবিতা পাঠ করে প্রশ্ন করছেন এর মানে আপনি মনোযোগ দিয়ে পড়ছেন।
তবে সব প্রশ্নের উত্তর ভবিষ্যৎ এ পাবেন এই রকম কোন ওয়াদা করছি না :)

২২| ০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:৫৮

মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারন

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ মাহবুবুল ভাই। ভালোবাসা

২৩| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৭

খায়রুল আহসান বলেছেন: তবু নদী নাকি সময়— কে বেশি দ্রুত? -- চমৎকার একটি ভাবনা।
অন্যত্র একটি প্রতিমন্তব্যে আপনি একটি প্রবাদ বাক্যের উল্লেখ করেছেন- সেই পুরাতন কথা ; সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সেই সূত্রে বলতে চাই, যে কোন দুই সময়ে মানুষ এক নদীতে পা ভেজাতে পারেনা। কারণ পরেরবার আর আগের নদীটি থাকেনা, সে বয়ে চলে যায়। দার্শনিকের কথা!
কবিতার শিরোনাম ভাল লেগেছে। কবিতায় + +

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর বলেছেন। কথাটা ভালো লেগেছে। শুভকামনা ভাই।

২৪| ৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৬

হাসান মাহবুব বলেছেন: শুরু থেকেই টেনে নিয়ে গেলো। সুন্দর।

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ হামা ভাই।

২৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫১

ভ্রমরের ডানা বলেছেন:



বেশ এঁকেছ রাজপুত্র....

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোবাসা ভ্রমর

২৬| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৭

ভ্রমরের ডানা বলেছেন:


তুমি ফিরে আসাতে শান্তি পেলাম রাজপুত্র... কতদিন পর...

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: কতদিন থাকা যায় দেখি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.