নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

\'কী ভীষণ শীতকাল দ্যাখো এসেছে\'

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩০



'কী ভীষণ শীতকাল দ্যাখো এসেছে'

মায়ের স্তনবৃন্ত যেন মেয়েটার করুণ দু'টোচোখ
নাফ নদীর জলে ভেসে আছে রক্তজবার মতন; তার
উজ্জ্বল চোখে কী ভীষণ শীতকাল— দ্যাখো কী ভীষণ শীতকাল
এসেছে পৃথিবীতে; পৃথিবীটা ভাগ হয়ে যাচ্ছে মানচিত্রে— ধর্মে। তুমি ছেড়ে
চ'লে যাও তাকে; রাষ্ট্রের উজ্জ্বল চোখে কী ভীষণ শীতকাল দ্যাখো; কী ভীষণ শীতকাল
দ্যাখো এসেছে মানুষের মাঝে— চুরুটের ধোয়ায় ফিদেল কাস্ত্রোর আত্মাকে
রেখে; বঙ্গবন্ধুকে দাহ ক'রে এসে মানুষ বিপ্লব করে বইয়ের পাতায়
তারপর ঘুমিয়ে পড়ে— রাষ্ট্রের নগ্ন বুকে মানচিত্র রেখে
যেমন ঘুমিয়ে আছে তোমার অনাহারী মুখ;

তুমি
ছেড়ে
চ'লে
যাও
তাকে

যার কোন মানচিত্র নেই
কোন ঈশ্বর নেই— তুমি তার কাছে যাও
পৃথিবী সমুদ্র পাহাড়ের বদলে দখল করে
নাও সমস্ত আকাশটাকে।

শুভ্র সরকার

মন্তব্য ৫৫ টি রেটিং +২১/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৪

খায়রুল আহসান বলেছেন: শীতের কুয়াশা কেটে যাক, অরুণোদয়ে উদ্ভাসিত হোক চারিদিক সোনালী আলোয়!

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: অন্তত সকলে জানুক সূর্য কেমন রঙে ফোটে

২| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন ভ্রাতা!

মুগ্ধতা একরাশ।

খায়রুল আহসান ভ্রাতা দ্যা সিনিয়রের মন্তব্যে প্রার্থনায় একমত।
অরুণোদয়ে উদ্ভাসিত হোক চারিদিক সোনালী আলোয়!

+++

১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভৃগু। ভালো থাকেন। কবিতায় থাকেন।

৩| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৭

রুরু বলেছেন: আবার আগমন হোক বসন্তের।।

১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: বসন্ত অপেক্ষা গ্রীষ্মের আকাঙ্ক্ষা বেশি দরকার

৪| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২২

আহমেদ রুহুল আমিন বলেছেন: আলো আসবেকি... .? শীতের আধার কাটুক শিগঘীর .. এই কামনা হরদম । কবিতা অনেক ভাল লেগেছে ।

১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আলোর পাখি। তার ডানার শব্দে অন্ধকার ঢুকে পড়ে মৃত্যুশিবিরে।

৫| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কেটে যাক ঘোর অমানিশা, মুক্ত হোক শৃঙ্খলাবদ্ধ সকল বন্দী।

১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রার্থনায় থাকো পৃথিবী

৬| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসাধারন লেখা ।

১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভাই

৭| ১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৬

বিলিয়ার রহমান বলেছেন: রাষ্ট্রে, ধর্মে, বিপ্লবের শীতকাল কবিকে ভীষণ আশাহত করেছে!
কবি হৃদয়ের রক্তক্ষরণ কবির মতো পাঠক শ্রেণীকেও ছুঁয়ে যাচ্ছে!

হতাশ কবিকে শেলির ভাষায়ই বলছি:-
O Wind,
If Winter comes, can Spring be far behind?

কবিতা ভালো লেগেছে!:)

++

১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: আশাহত নই মর্মাহত। ভালো থাকবেন বিলিয়ার।

৮| ১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ছবি আপা।

৯| ১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩২

ভ্রমরের ডানা বলেছেন:


অজস্র হতাশার গুলিতে ঝাঁজরা মানব হৃদয় মানবতার মৃত্যু দেখে। আর শান্তি সেতো কলমের কথা। পুরস্কার সেও স্বার্থ! আরকানে দক্ষিণ এশিয়া মানবতা ডুবিয়ে দিতে মায়ানমার নাফে রক্তের হোলি খেলে!


ওদের প্রতি ধিক্কার জানাই!

১৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধিক্কার উপযুক্ত শব্দ না।
ভালো থাকবেন ভ্রমর।

১০| ১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ।

১১| ১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

জেন রসি বলেছেন: এক কবিতায় ইতিহাস , দর্শন, ভূরাজনীতি, মুক্তিপরায়নতা সবই ধারন করে ফেললেন। অনুভবও করালেন যে কি ভীষন শীতকাল।





১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: সময়টা খুব প্রভাব রাখছে এই কবিতাটায়। মৃত্যুর ছাউনি থেকে আমরা বেশিদূর যেতে পারি না। এর কারণ আপনি যেগুলো বললেন সেগুলোই

১২| ১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সকল কুয়াশা কেটে যাক। প্রভাতে আলো ফুটে উঠুক ধরণিময়।

১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো থাকবেন।

১৩| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৫

সুমন কর বলেছেন: ফেবুতে আগেই পড়েছিলাম। সুন্দর হয়েছে।
+।

১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ দাদা

১৪| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০১

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +।

১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ধ্রুবক

১৫| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৫

উম্মে সায়মা বলেছেন: শুভ্র অনেকদিন পর পোস্ট দিলে।
তোমার কবিতা বরাবরই ভালো হয়।+++

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সায়মা। ভালো থাকবেন।

১৬| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৩

মনিরা সুলতানা বলেছেন: যে ছবিটা নিয়ে এই কবিতা লিখেছিলি ;
এখন ও তাড়া করে আমাকে ।


১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভয়ংকর!

১৭| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ২:২৫

জাহিদ অনিক বলেছেন:



ভীষণ ভালোলাগা রইল

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ জাহিদ

১৮| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৯

সোহানী বলেছেন: অনেক দিন পর দেখলাম দিশারী রাজপুত্র!!!!!!!!!!!!!

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: দিশারী শব্দটা কি সচেতনভাবে লেখা?

১৯| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার লাগলো! পড়ে তৃপ্তি পেয়েছি!

শুভকামনা জানবেন!

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমিও তৃপ্তি পেলাম।

২০| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অসাধারণ!!





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনাকেও ধন্যবাদ বাঙালী।

২১| ১৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

ফেরদৌসা রুহী বলেছেন: কবিতায় ভালোলাগা।

এই অমানিশা কবে যে কাটবে?

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: যেদিন ভোর হবে...

২২| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতায় ভাল লাগা রইল+++

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার জন্যেও ভালোলাগা

২৩| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৫

নীলপরি বলেছেন: অনেক ভালো লাগলো কবিতা । ++++++

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ পরি

২৪| ২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

কথাকথিকেথিকথন বলেছেন:



আমরা একজন আরেকজনকে খেয়ে ফেলছি অকারণ ছলছুতোয় ।

শীতকালে ফুটে উঠুক সোনালী রৌদ্র...

কবিতা বিস্বাদ মাখানো । বেশ লাগলো দৃশ্যকল্প ।

২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর বলেছেন।

২৫| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৪

ভ্রমরের ডানা বলেছেন:


দাদা তুমি ভাল আছ?

২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: হ্যাঁ ভ্রমর

২৬| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৮

আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,




সারাটা পৃথিবী জুড়েই এখন ভীষণ শীতকাল । পৃথিবীর বুকের উষ্ণতা হারিয়ে গেছে সেই কবে !
মানচিত্র , রাষ্ট্র , ধর্ম , ঈশ্বর কোথাও কিছু নেই । শুধু পড়ে আছে স্বার্থান্ধ নিজস্ব প্রান্তর ।

সুন্দর লিখেছেন ।

২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: কিছু নেই। উন্মুক্ত পারামস।

২৭| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক ভাল লেগেছে।

২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ।

২৮| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০১

নন্দী মিঠুন বলেছেন: কবিতা কথা বলে...................................................ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.