নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'তোমাকে তর্জমা করি'
মাঝেমাঝে—
তোমার চোখ আমার কাছে সমুদ্র মনে হয়
যে পৃথিবীর চেয়ে বেশি কাঁদতে পারে
যে দীর্ঘ রাত্রির যতো কান্না নিয়ে আসে
আমার বুকের পাশে রেখে যায় ভালোবেসে।
কিছু প্রিয়
কিছু অপ্রিয় ভুল
একটা শান্ত শ্রান্ত নদী
যার বুকে ব'য়ে যায় পাথরের মতো কষ্ট।
সে'সব শুধু
এবং কেবলমাত্র তুমি।
তবু সমুদ্র লেখার ইচ্ছে হলে
আমি তোমাকে তর্জমা করি।
তুমি কি জানো?
তুমি ছাড়া আমার কোন অতীত নেই
পৃথিবীর মতো নিঃসঙ্গ আমি।
আমার বুক থেকে উড়ে যেতে দেখি
স্মৃতি রঙা ধূসর পাখি
সেখানে শুধু পড়ে আছে— নৈঃশব্দ্য
যেন পাহাড়ী শীতের প্রবল কুয়াশা
তার কোমল ছায়া ফেলে ধীরে
অদৃশ্য ক'রে দেয় আমার আত্মা
সেখানে শুধু শোনা যায়—
নীরবতা।
তবু নৈঃশব্দ্য লেখার ইচ্ছে হলে
আমি তোমাকে তর্জমা করি।
তুমি কি জানো?
তুমিহীনতা আমার চোখে অন্ধকার ক'রে আছে
ফড়িঙের পাখার মতো স্বচ্ছ সেই অন্ধকার।
যুদ্ধফেরত সৈনিকের ক্লান্তি নিয়ে
অপেক্ষা করেছি আমার কবরের পাশে দাঁড়িয়ে।
যেখানে অন্ধকার আমার চেয়ে বেশি বিষণ্ন
যেখানে বিষণ্নতা তোমার চেয়ে বেশি কোলাহল
যেখানে কোলাহল আমাদের চেয়ে বেশি দুঃখের।
তবু অন্ধকার লেখার ইচ্ছে হলে
আমি তোমাকে তর্জমা করি।
তর্জমা করি আমার যত বিষণ্নতা।
শুভ্র সরকার
[লেখা কপি করতে পারেন। এমনকি নিজের নামেও চালায় দিতে পারেন।]
০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ দাদা। শুভকামনা।
২| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯
কানিজ রিনা বলেছেন: অনুমতি দিলেন চোররা আসলে অনুমতি
পেলে চুরি করেনা। সুন্দর আমি তোমাকে
তর্জমাকরি। বেশী ভাল লাগল ধন্যবাদ।
০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৩| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা খুব সুন্দর হয়েছে++++
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভাই
৪| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক ভালোলাগা রেখেগেলাম ++
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
৫| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৯
নূর-ই-হাফসা বলেছেন: শেষ ৩টা লাইন কবিতার সারমর্ম তুলে ধরল । রাজপুত্র কবি ভালো লাগল
০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ৮:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ নুর ই হাফসা। ভালো থাকুন।
৬| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩
জেন রসি বলেছেন: আমার কবিতা পড়তে ইচ্ছে হলে
আমি শুভ্র সরকার পড়ি।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোবাসা জেন। লিখতে এসে কিছু মানুষের ভালোবাসা পাইছি। আপনি তাদের মধ্যে একজন।
৭| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কবিতা, সুন্দর সাজিয়েছেন। মুগ্ধতা রইল।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: 'সাজানো' ব্যপারটা বুঝি নাই। ধন্যবাদ।
৮| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ
৯| ০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৭
আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: অভিনন্দন আরণ্যক
১০| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
এফ.কে আশিক বলেছেন: চমৎকার লিখেছেন
কবিতায় মুগ্ধতা... কবি।
০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আশিক
১১| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:০৪
ধ্রুবক আলো বলেছেন: তবু নৈঃশব্দ্য লেখার ইচ্ছে হলে
আমি তোমাকে তর্জমা করি।
খুব সুন্দর +++
০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভকামনা।
১২| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:২৭
নীলপরি বলেছেন: বেশ সুসজ্জিত । ++
০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ
১৩| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৩
দীপংকর চন্দ বলেছেন: এতো ভালো লিখলেন!!!
মুগ্ধতা!!!
শুভকামনা কবি। অনেক অনেক শুভকামনা।
০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ দীপংকর দা
১৪| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:০১
ভ্রমরের ডানা বলেছেন:
রাজপুত্র, কবিতা খুব ভাল লেগেছে!
০৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ডানা।
১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১২:১৯
নীলসাধু বলেছেন: বাহ। বেশ ভালো লাগলো।
শুভেচ্ছা রইলো।
০৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোবাসা নীলদা।
১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৫
মলাসইলমুইনা বলেছেন: খুব ভালো লেগেছে আপনার কবিতা ! রাজসিক !
০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো থাকবেন।
১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১০:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাহ ! আপনি ভাল অনুবাদক!
০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ লিটন ভাই
১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭
বিলিয়ার রহমান বলেছেন: আপনার কবিতাগুলো একে একে আমায় মুগ্ধ করে যাচ্ছে!
প্রিয়তে গেল!
০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ বিলিয়ার। ভালো থাকবেন।
১৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ১:২১
আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,
আপনার কবিতার তর্জমা করে দেখলুম কিছু ভ্রান্তি আছে ।
এই যে লিখলেন - "পৃথিবীর মতো নিঃসঙ্গ আমি।" পৃথিবী আসলে নিঃসঙ্গ নয় মোটেও । পৃথিবীর চারপাশে কতো কতো গ্রহ-নক্ষত্র-রবি-শশী যে তাকে ঘিরে রেখেছে অষ্টপ্রহর !
আবার অন্ধকার কি বিষন্ন হয় ? বরং অন্ধকার তো উল্লাসে - মহা কলরোলে মগ্ন ! পৃথিবীর সব কদর্যতা নিয়ে উচ্চকিত হাসি-কান্নায় ।
তবুও , এতো এতো সরবতার মাঝেও পৃথিবীর সব কিছুই কিন্তু বড়ই একা ! অসীম ভীড়ের মাঝেও এক একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো । নিঃসঙ্গতা তার চারিধারে । তাই কারো কারো বুকে ব'য়ে যায় পাথরের মতো নিঃসঙ্গতার কষ্ট। তর্জমার সুতীক্ষ্ণ নখরে চিরে চিরে দেখতে হয় অন্ধকারে বিষন্নতার গভীরতা !
কবিতা ভালো হয়েছে ।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথমত, পৃথিবী নিঃসঙ্গ। পৃথিবীর মতো দুঃখ অন্য কোন গ্রহের নাই। আমাদের চারপাশে অসংখ্য মানুষ নিয়েও আমরা যেভাবে নিঃসঙ্গতা ব'য়ে বেড়াই ঠিক সেই অর্থে পৃথিবী প্রবলভাবে নিঃসঙ্গ।
বিষণ্ণতা হচ্ছে মানব মনের সেই কোণ যেখানে প্রেম পৌঁছাইনি অথবা ফিরে এসছে। সেইটাতো অন্ধকারই। অন্তত আলো সেইখানে নাই। যেহেতু অন্ধকার আলোর অনুপস্থিতি (যখন আলোকে অস্তিত্ব ধরা হবে)।
আমার কাছে আলো হচ্ছে কোলাহল। অন্ধকার নিশ্চুপ এক ধীরস্থির জীব।
কবিতা পড়ে আপনি আপনার মতো ক'রে ভাবতে পারেন। সেই ভাবনাকে যেকোন লেখকই সম্মান করবে এবং আমিও। উপরে এইগুলা বললাম, কারণ আপনি যেগুলোরে ভ্রান্তি বলছেন আমার দৃষ্টিতে ভ্রান্তি না। ব্যাখ্যা বলবো না। কবিতার সাথে ব্যাখ্যা কথাটা যায় না।
আমার কাছে কবিতা একটা পেন্ডুলাম। যারে স্থির চোরে দেখা উচিৎ না।
এইরূপ তর্জমা ভবিষ্যতেও চাইবো।
ভালোবাসা জানবেন।
২০| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুনেছি, কথা দিয়ে কথার মালা গাঁথা হয়, শব্দ ছন্দে কবিতা।
আপনার কবিতায় শব্দগুলো যথাস্থানে বসাতে পেরেছেন, যা কবিতাটি পাঠককে মুগ্ধ করে পড়ার সময়। শব্দের পরে উপযুক্ত শব্দ সংযোগ করাকেই আমি সাজানো বুঝাতে চেয়েছিলাম।
আসলে, আমি ভাই অতো শিক্ষিত হতে পারিনি! দারিদ্র্যের মুক্তি পেতে কলেজের আড়াই তিনবছর পরেই চাকরিতে যোগ দিতে হয়েছে। তাছাড়া পরীক্ষার্থী হিসবে সবসময় পাশ করে গেলেও ছাত্র হিসেবে তেমন ভালো কোনদিনও হতে পারিনি। তাই আপনাদের মতো এত গভীর ভাষাজ্ঞান আমার নাই বললেই চলে।
আমার মন্তব্যে সামান্যতম বিভ্রান্তিবোধ করে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।
শুভকামনা আপনার জন্য সবসময়।
প্রতিউত্তরে কৃতজ্ঞতা জানিয়ে গেলাম ভাই, খুব ভালো লাগলো আমার কাছে।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: নাঈম ভাই, আমি সত্যিকার অর্থেই বুঝতে পারছিলাম না 'সাজানো' বলতে কী বুঝিয়েছিলেন। একাডেমিক শিক্ষা দিয়ে কাউকে মাপা, এই কাজ আমি অন্তত করি না। আর যতখানি বিভ্রান্ত হলে অসুস্থ হওয়া যায়, কখনো সেরকম হলেও আপনাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার প্রয়োজন পড়বে না। আপনি বিভ্রান্ত করলে আমি খুশিই হবো। ভাষাজ্ঞান আমারো কম।
ভালো থাকবেন। শুভকামনা।
২১| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০০
মনিরা সুলতানা বলেছেন: তোর এই লেখাটা ও আমি যখন তখন পড়ি ;
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
থ্যাংকস পু।
২২| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: কখনও কারও চোখ আমার কাছেও সমুদ্র মনে হয়েছিলো। লেখাতে ভালো লাগা।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: সবাই দেখে। কোন এক সময় কেউ না কেউ চোখে সমুদ্র নিয়ে সামনে এসে দাঁড়ায়।
২৩| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৬
আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,
কবিতা পড়ে আমিও কিন্তু আপনার মতোই ভেবেছি । "ভ্রান্তি" র কথা লিখেছি আপনার "তোমাকে তর্জমা করি" র তর্জমার খাতিরে । এটা বাহ্য । আসল কথাটি আমার মন্তব্যের শেষ প্যারাটিতে আছে এভাবে যা আপনার কথাই বলে গেছে ----- "তবুও , এতো এতো সরবতার মাঝেও পৃথিবীর সব কিছুই কিন্তু বড়ই একা ! অসীম ভীড়ের মাঝেও এক একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো । নিঃসঙ্গতা তার চারিধারে । তাই কারো কারো বুকে ব'য়ে যায় পাথরের মতো নিঃসঙ্গতার কষ্ট। তর্জমার সুতীক্ষ্ণ নখরে চিরে চিরে দেখতে হয় অন্ধকারে বিষন্নতার গভীরতা !"
পৃথিবীর নিঃসঙ্গতা, অন্ধকারের নৈঃশব্দ্যকে আপনি লিখেছেন কবিতায় আমি গদ্যে ।
শুভেচ্ছান্তে ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: কেমন আছেন?
২৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৩
আরিফুল হক৩৫ বলেছেন: আমার জীবনের সাথে ৮০% ই মিলে গেলো। শুভকামনা কবি....
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: একটা বিন্দুতে হেলে পড়ে, সবার ছায়া এক হয়ে যায়।
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯
সুমন কর বলেছেন: ..........তবু অন্ধকার লেখার ইচ্ছে হলে
আমি তোমাকে তর্জমা করি।
তর্জমা করি আমার যত বিষণ্নতা।
সুন্দর হয়েছে। শুভ দুুপুর।