নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছায়া
একদল পিঁপড়ে শীতের কাছ থেকে চুরি ক'রে নিয়ে আসে— কুয়াশা— উদযাপন করে ক্ষুধা। বস্তুতঃ ক্ষুধার কারণ ব্যাখ্যা করলে— আরো কিছু ক্ষুধা পাওয়া যায়।
শুনেছি— একমাত্র ক্ষুধার যন্ত্রণা পুত্রের মৃত্যুশোক ভুলিয়ে রাখতে পারে।
রাষ্ট্রের কাছে তুমি বিক্রি ক'রে দাও তোমার স্তন— যার দে'য়ালে লেখা ছিল— ক্ষুধার্ত মায়ের স্তন থেকে চুইয়ে পড়ুক চালধোয়া জল...
এবং সেই মাছেদের যারা মায়েদের রান্নাঘরে মৃত্যুর স্মৃতি জমা ক'রে রাখে; তাদের চোখে শৈশব ফেলে গ্যাছো তুমি— ঘরবাহির জুড়ে ছড়িয়ে থাকে তোমার ছায়া।
যদিও পৃথিবীর কেন ছায়া পড়ে না— এই ভেবে আমার মন খারাপ হয়।
অথচ মন খারাপ হলে মানুষের চোখেও মেঘ করে।
কবর
মাটি চাপা প'ড়ে আছে মানুষের ছায়ার নীচে।
শুভ্র সরকার
৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন: মেঘ করে... আর তখন আমরা একটা ছাউনির খোঁজ করি।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
শামচুল হক বলেছেন: কি বলবো---
৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: কিছু একটা বলেন। বহুতদিন পর ফিরছি... কিছু শোনান।
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
শাহ আজিজ বলেছেন: বা বা বা দারুন উচ্চারন । এটা কবিতা আকারে লিখলে আরও ভাল লাগত , কবিতা হয়েই আছে , সাজুগুজু বাকি। এটা কি শুভ্র সরকারের লেখা??
৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: সাজুগুজু করানোর পর এইটা দেখতে এমন হইছে। 'কবিতার আকার' সম্পর্কে আমার কোন ধারণা নাই। আমি শুধু পোস্ট দিই।
হ্যাঁ ভাই, এইটা শুভ্র'র লেখা। আমি তারে সাজুগুজুর ব্যাপারে জানাবো।
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
জনৈক অচম ভুত বলেছেন: ভাললাগা জানিয়ে গেলাম।
৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন: এইটার দিকে সমস্তটা নিয়ে নুয়ে পড়ি।
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৫
আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,
মানুষ যদি তার অন্তরাত্মার কাছে বিক্রী করে দিতে পারতো তার মন খারাপের সমুদয় দিনগুলো ! তবেই তার ছায়ার নীচে চাপা পড়ে যেতো মাটি ..................
৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো বলছেন।
মাটি মূলত মানুষের মধ্যকার মানুষ এইখানে। সে ঢাকা পড়ে থাকে ছায়ার নীচে।
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটি উচ্ছমার্গিয় লিখা !
৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: কাদা ছিটাইলেন... আপনার পোস্টে যাইয়া আমিও ছিটাবো। দাঁড়ান...
৭| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ক্ষুধা-জীবন চক্রের এক অনিবার্য উপাদান!
সৃষ্টির বিবতর্নের এক চলমান প্রক্রিয়া। তা দৈহিক হোক বা জৈবিক বা জিগিষার।
কবর বা বারযাখ এক রুপান্তরের প্রথা - প্রকৃতির রুপান্তরবাদের এক অসাধারন ডিসপোজাল প্রক্রিয়া
+++
৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: বুঝতে পারছি আপনি কবিতা পড়েন নাই। ফাঁকি দিছেন।
৮| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৩
নীলপরি বলেছেন: ভালো ।অনেক ++++
৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস
৯| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৬
গালিব আফসারৗ বলেছেন: অসাধারণ, ভালোলাগা রেখে গেলাম। ভালোবাসা জানবেন প্রিয়কবি।
৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: কারো প্রিয় হইতে ভালো লাগে।
১০| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৬
জাহিদ অনিক বলেছেন:
একদল ক্ষুধার্ত মানুষ হাভাতের মত ভাত খাচ্ছে, এর ছায়া কত বড় হয় কবি ?
৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: তাদের ছায়া তো বড় হয় না জাহিদ, ছোট হয়। আরো ভালো ক'রে বললে ছোট ক'রে রাখা হয়। তাদের ছায়া একটা ভাতের থালার থেকে দীর্ঘ হয় না।
১১| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৫
সোহানী বলেছেন: অনেকদিন পর দেখলাম দিশারী রাজপুত্র!!!!!!!!!
৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন: নামের সার্থকতা রক্ষা করতেছি।
১২| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩২
বিজন রয় বলেছেন: মাটি চাপা দিলে অনেকসময় নষ্টনীড় হয়ে যেতে পারে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন: সম্ভাবনার দৃশ্যে মানুষের ছায়া আর পাখির নীড় সমান্তরাল।
১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৩
বিজন রয় বলেছেন: অনেক দিন পর লিখলেন!!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: সামুতে অনেকদিন পর।
১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৬
সুমন কর বলেছেন: সুন্দর লিখেছ। +।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভকামনা দাদা।
১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৮
ভ্রমরের ডানা বলেছেন:
হুম,ভাবনা জোগানদারি কবিতা। বেশ লিখেছ কবি!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভকামনা ভ্রমর। ভালোবাসা।
১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৩
মোস্তফা সোহেল বলেছেন: অনেক ভাল লাগল।
মাঝে মাঝে হারিয়ে গেলেও আবার ফিরে আসবেন আমাদের মাঝে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: এইটা ঠিক। হারাই মূলত ফিরে আসার জন্য।
১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: ১মটা ভাল লেগেছে।
২য় টা পরিপূর্ণ হতে আরও শব্দ ও বাক্যের প্রয়োজন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: আধ খাওয়া ফলের বিমর্ষতা যেমন... অপূর্ণতা তার কাছাকাছি।
১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৯
আটলান্টিক বলেছেন: কিছু বলার নাই
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: আচ্ছা।
১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
জেন রসি বলেছেন: 'বস্তুতঃ ক্ষুধার কারণ ব্যাখ্যা করলে-আরো কিছু ক্ষুধা পাওয়া যায়’
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন: কিছু সমস্যা নিয়ে ভাবলে সমস্যা আরো গাঢ় হয়।
২০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৪
মিথী_মারজান বলেছেন: বাহ্!
আপনিতো অনেক সুন্দর করে ভাবেন!
অনেক অনেক ভালোলাগা আপনার প্রতিটি শব্দ চয়নে।
আর একবুক দীর্ঘশ্বাস এমনসব মানুষগুলোর জন্য।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো থাকবেন। শুভকামনা।
২১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর ভাবনা। তবে ব্লগ ছেড়ে থাকেন কোথায়!
অনেক ব্লগার বলছে ব্লগ তাদের হৃদয়ের সাথে এক বিনে সুতায় টান রেখেছে ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: বাড়িতেই তো থাকি। দীর্ঘদিন না এলে ভেতরে মোচড় দেয়, তখন ফিরি।
২২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩
কথাকথিকেথিকথন বলেছেন:
সূক্ষ্ম ছায়া লুকিয়ে আছে মানুষের চোখ সব, চোখগুলো খুললেই সব বেরিয়ে আসবে ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: মানুষের দেখার জন্য যথেষ্ট চোখ নাই। হেলান দেয়ার জন্য যথেষ্ট ছায়াও নাই।
২৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭
কথাকথিকেথিকথন বলেছেন:
মানুষ নিজেকে লুকানোর জন্য যথেষ্ট হৃদয়ও নেই ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: লাভ ইট...
২৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১০
হাসান মাহবুব বলেছেন: ক্ষুধার যন্ত্রণা পুত্রের মৃত্যুশোক ভুলিয়ে দিতে পারে- কী ভয়ংকর উচ্চারণ!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ হামা ভাই।
২৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৪
অয়ি বলেছেন: বিস্কুটের টিন খুললে জোনাক বেরিয়ে আসে না ? ছায়া কী মাটির খামখেয়ালী?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: 'বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে'- এইটা আমার একটা ওয়ানলাইনার। এর শিরোনাম 'শৈশব'। জোনাকও বেরিয়ে আসে তবে সমস্ত শৈশব নরম আলোর নীচে আনতে জ্যোৎস্না অধিক প্রাসঙ্গিক মনে হয়েছে। নাহ, মাটির ভার।
২৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫১
জুন বলেছেন: অল্প কথায় কি সুন্দর বহিপ্রকাশ দিশেহারা ।
অনেকদিন পর বিস্কুটের টিনের ঢাকনা খুলে বের হয়ে আসলেন মনে হলো ।
অনেক ভালোলাগা রইলো ।
+
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: এই কবিতাটা 'বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে' পাণ্ডুলিপির অন্তর্ভুক্ত। তাই শিরোনামে এটা দেওয়া। ধন্যবাদ জুনাপু।
২৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
প্রামানিক বলেছেন: অল্প কথায় অনেক সুন্দর লেখা। ধন্যবাদ
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
মনিরা সুলতানা বলেছেন: অথচ মন খারাপ হলে মানুষের চোখেও মেঘ করে
মুগ্ধপাঠ শুভ্র !!!