নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নৈশব্দের চে' দীর্ঘ যে আলাপ
'রোদ্দুর' উচ্চারণ করতেই
তুমি অনেকটা দূর চ'লে যাও, নীরু।
গহিন ছায়াবনের আড়ালে— তোমার নথ থেকে
খ'সে পড়ে দীর্ঘশ্বাস।
দখিণা হাওয়ার উঠোন জুড়ে
নিখুঁত বৃত্ত হয়ে অবিরল ঘুরতে থাকে
যার পরিধির কাছে মেঘের স্নান হয়ে রোজ
সশব্দে ঝ'রে পড়ো
তু
মি
প্রস্থানে যতটা নৈশব্দ; তোমার পতনধ্বনি কি তারচে'
দীর্ঘ কোন আলাপ হতে পারে?
কিংবা পাখির ঠোঁটে সীবন করা যে ভ্রমণ সে কি আকাশকে
ভৌগলিক ক'রে তুলতে পারে?
নীরু—
তুমি জানো তারা পারে না।
তবুও
মুখস্থ উপপাদ্যের মতো তুমি মনে পড়ে যাও
মনে পড়ে যায় বিষণ্ণ মায়াবেলা।
মেঘের ভীড়ে তোমার চোখে পালক রঙে আকাশ এসে দাঁড়ালে—
নাচের মুদ্রায় ভেঙে পড়ে পাখির বাগান
আর চতুর্দিক ছড়িয়ে পড়ে তাদের দুঃখ।
যদিও রেখে যাওয়া সকল ডানার শব্দার্থে
ফিরে আসার আনন্দ থাকে।
শুভ্র সরকার
০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: না, আমার ছবি তোলার হাত জঘন্য পর্যায়ের।
২| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:২৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে+++
শুভ কামনা রইল।
০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার।
৪| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১১:০৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: নীরুর আত্মার শান্তি কাম না করছি। আবার হয়ত নীরু কোন প্রাকৃতিক প্রতিনিধিত্বকারী চরিত্র।
০১ লা মার্চ, ২০১৮ রাত ১১:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন: হতেই পারে, শূন্যস্থান পূরণ করার জন্য শূন্য যেহেতু একটা এবসার্ড চয়েজ।
ভালো থাকবেন শাহাদাৎ ভাই।
৫| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১১:৪৫
নীলপরি বলেছেন: কবিতায় গল্প আছে টানটান ।
টাইপো বিষণ্ণ < বিষণ্ন ( ণ + ন )
০২ রা মার্চ, ২০১৮ রাত ১:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমিও তো তাই লিখেছি। শুভকামনা পরি।
৬| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১১:৫৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অন্যরকম ফ্লেভার পেলাম। কবিতারও স্বকীয়তা আছে। প্লাস।
০২ রা মার্চ, ২০১৮ রাত ১:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: স্বকীয়তা- আমার সবচে' সময় অপচয় হয় অন্যের প্রভাব কাটাইতে। আমি যা পড়ি, তাই মাথায় গেঁথে যায়। স্বকীয়তা আলটিমেট গোল। অর্জন হয় নাই এখনো।
৭| ০২ রা মার্চ, ২০১৮ রাত ১২:২৬
ওমেরা বলেছেন: বড় কবিদের কবিতা আমি বুঝি কম পড়ে ভাল লেগেছে।
০২ রা মার্চ, ২০১৮ রাত ১:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার হাইট বেশি না।
ভাল লাগাটা বোঝা কিংবা না বোঝার চিন্তারে বোঝা হতে দেয় না।
৮| ০২ রা মার্চ, ২০১৮ রাত ১:১১
নূর-ই-হাফসা বলেছেন: দারুন কবিতা । কথা গুলো বেশ ভালো লাগলো
০২ রা মার্চ, ২০১৮ রাত ১:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: কথাগুলোর উদর থেকে উড়ে আসুক ভাতের ক্ষুধার ঘ্রাণসিক্ত কবিতা
৯| ০২ রা মার্চ, ২০১৮ রাত ১:১৮
ভ্রমরের ডানা বলেছেন:
ভৌগোলিক হবে।
কবিতায় ভাল লাগার বীজ বুনেছ কবি! চারা না গজিয়ে উপায় আছে কী! একটু নিড়ানি দিও! শুভেচ্ছা!
০২ রা মার্চ, ২০১৮ রাত ১:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভৌগলিক কিন্তু আমার জানামতে আছে। উইকিতেও দেখিলাম। যদি ভৌগোলিক একমাত্র হয়, তাহলে জানায়েন। নিড়ানি, আর বইলেন না ভ্রমর। আমার সৌভাগ্য আমারে আর কেউ আমার মত ক'রে চেনে না।
১০| ০২ রা মার্চ, ২০১৮ রাত ১:৩৮
চাঁদগাজী বলেছেন:
সুক্ষানুভুতির নীরব প্রকাশ
০২ রা মার্চ, ২০১৮ রাত ২:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: এইতো এইতো কবিতা আসতেছে। হা হা হা...
উল্লেখ্য, ইহা একটি পলিটিকাল কমেন্ট।
১১| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ৯:৫২
বিলিয়ার রহমান বলেছেন: বেশ!!
আবেশিত হলাম!
++++
০২ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
১২| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ১০:১৬
বিলিয়ার রহমান বলেছেন: আপনাকে ফেবুতে একটু চাচ্ছিলাম শুভ্রদা!
০২ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি খুবই ফেসবুক আসক্ত। কোনপ্রকারে গতপ্রায় মাসখানেক ফেসবুক অফ আছে। অন করায়েন না। অন্য যেকোনভাবে আপনি আমারে চাইতে পারেন। মেইল, ফোন নাম্বার, হোয়াটসাপ বা যাতে আপনার সুবিধা।
ফেবুতে না থাকার জন্য দুঃখিত বিলিয়ার।
১৩| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ১০:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো কবিতার কথামালা, শব্দ গাঁথনও যথাযথ।
মুগ্ধতা জানিয়ে গেলাম।
০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ৮:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমিই দেখি ফাটলের পূর্বাভাস। ধন্যবাদ নাঈম ভাই।
১৪| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ১১:১১
সুমন কর বলেছেন: অনুভূতির চমৎকার প্রকাশ। সুন্দর হয়েছে এবং +।
০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ৯:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ দাদা। ভাল থাকবেন।
১৫| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ১১:১৫
এম এম করিম বলেছেন: চমৎকার লাগল।
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ করিম ভাই।
১৬| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৭
বিলিয়ার রহমান বলেছেন: ওহ!
ঠিক আছে!!
তাহলে অফই রাখেন!
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন: যত বেশি সময় অফ থাকা যায় আর কি।
১৭| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৫
মনিরা সুলতানা বলেছেন: হুম এটাই শুভ্র'র কবিতা-
অথবা কবিতায় শুভ্র।
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: এই স্টাইলটা তোমার পছন্দ জানি, পু।
১৮| ০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:১৯
ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো লাগলো।
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভাই।
১৯| ০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:২৩
সৈয়দ ইসলাম বলেছেন: ভালো লাগা রেখে গেলাম হে মাননীয় রাজপুত্র।
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সৈয়দ ভাই।
২০| ০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ভাললাগা!
অমন করে, কেমন করে ভাবেন হে কবি হা হা হা
+++++++
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাবীরে দেখি। অনেক অনেক দেখার পর ভাবি।
২১| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫১
শামছুল ইসলাম বলেছেন: দু'তিন বার পড়লাম ।
বার বার পড়তে ইচ্ছে করছে ।
কাজ আছে ।
আজ যাই ।
প্রিয়তে নিলে,
যখন তখন নীরুকে পাই ।
++++++
০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রিয়তে নে'য়ার জন্য ধন্যবাদ শামছুল ভাই। ভাল থাকবেন।
২২| ০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ প্রকাশ।
০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ জুনায়েদ ভাই।
২৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৮
খায়রুল আহসান বলেছেন: "গহীন ছায়াবনের আড়ালে-- তোমার নথ থেকে খসে পড়ে দীর্ঘশ্বাস" - অতি চমৎকার!
২৭ শে মে, ২০১৮ দুপুর ২:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:১১
সোহানী বলেছেন: ছবিটা কি তোমার তোলা......... অসাধারন কালার কম্বিনেশন।
কবিতায় +++