নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

শেমিজের নুন

০৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৮



শেমিজের নুন
.
.
.
.
.


ঘ্রাণের কাছে বিক্রি হয়ে যায় ফুলের বিবাহিত জীবন। কারো বুকের নিচে বিঁধে থাকে শোবারঘর। সূঁচের ব্যথায় কিছু আঙুল আজন্ম সেলাই করে সম্পর্ক। অসুখী ঘামের ছায়াজনিত ধাঁধাঁর কাছে মলিন বকুল দিনের স্বর। কথাবনে জিরিয়ে নেয় নির্বোধ নাকফুল। অপেক্ষা অব্দি মধ্যাহ্ন। ঘাম পোহায় অভ্যস্ত শেমিজের নুন।

...যেন ঘরে ফেরা মধ্যাহ্ন রপ্ত করে তোমার প্রসূতিবেলা।




শুভ্র সরকার

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:২৫

জাহিদ অনিক বলেছেন: চমৎকার শুভ্র সরকার।

০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যনাদ জাহিদ।

২| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৮

জহিরুল ইসলাম সেতু বলেছেন: কাব্যিক মোহময়! বেশ ভাল লেগেছে, রাজপুত্র।

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ জহিরুল ভাই। ভাল থাকবেন।

৩| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৪

ঋতো আহমেদ বলেছেন: ভালো হয়েছে। তবে, এই ছোট লিখায় রূপকল্পের আধিক‍্য চোখে লেগেছে।

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আধিক্য কেন মনে হল বললে ভাল হতো।


/জ্যোৎস্না কী?—না, জ্যোৎস্না হয় জল্লাদের ডিমের মতো চুলহীন জলবায়ুহীন মুণ্ডু, জোড়া-জোড়া চোখ, সাতটি আঙুলের একমুষ্টি হাত, রক্তকরবীর অন্ধকার, এবং একগুচ্ছ ভুল শিয়ালের সদ্যোমৃত যুবতীকে ঘিরে জ্বলজ্বলে চিৎকার ॥/

আবদুল মান্নান সৈয়দের এই কবিতাটা কিন্তু পুরোটাই রূপকল্প। আয়তনে আমারটার অর্ধেক। কিন্তু কোন আধিক্য অনুভব হয় না। সেক্ষেত্রে আপনার রূপকল্পের আধিক্য কেন মনে হল, জানাটা দরকার। যাতে পরবর্তীতে এই সমস্যা না হয়।

৪| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৭

বিজন রয় বলেছেন: জেগে উঠলেন নাকি?

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেকটা সেইরকম ভাবতে পারেন। কেমন আছেন?

৫| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অসাধারণ কথার গাঁথুনি।

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ শাহাদাৎ ভাই।

৬| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩২

অর্থনীতিবিদ বলেছেন: শেমিজের নুন মানে কি?

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ঘামের দাগ

৭| ০৮ ই জুন, ২০১৮ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: গভীরতা আছে।

০৮ ই জুন, ২০১৮ রাত ১০:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: থাকতে পারে। :)

৮| ০৯ ই জুন, ২০১৮ রাত ১:০০

ঋতো আহমেদ বলেছেন: কবিতায় রূপকল্পের পরিমিতিবোধ কবিতার ভেতরের কথাকে দৃশ‍্যমান ও সহজ করে তোলে। আব্দুল মান্নান সৈয়দ এর এই কবিতাটি ও ওইরকম। তবে, শুরুতে একটি প্রশ্ন 'জোৎস্না কী? তারপর সেটার উত্তর দেয়ার চেষ্টা। রূপকল্প গুলো সহজ ও স্পষ্ট ছবি তুলে ধরে চোখের সামনে। পাঠকের সাথে যোগাযোগ (intersection) আছে। আপনার কবিতাটি ও সুন্দর হচ্ছিলো। কিন্তু, কথা বুঝতে পাঠককে সময় নিতে হচ্ছে। হয়ে যায়, সেলাই করে, জিরিয়ে নেয়, পোহায়, রপ্ত করে.. দিয়ে কিছু ছবি তুলে ধরেছেন। কবি কবিতা এবং পাঠক এর মধ্যে intersection এর কিছু ঘাটতি রয়েছে বলে মনে হয়েছে আমার।

আশা করি কিছু টা ব‍্য‌াখ‍্য‌া করতে পেরেছি।

০৯ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ঋতো ভাই আব্দুল মান্নান সৈয়দের এই কবিতায় রূপকল্পের পাশাপাশি পরাবাস্তবের যথেষ্ট অভিনিবেশ ঘটছে। আর জল্লাদের ডিম, সাতটি আঙুলের.. হাত এইখানে রূপকল্পও ডিকোড ক'রে নিতে হয় পাঠককে। সরলরেখা তিনি আঁকেন নাই। আর সেলাই করা জিরিয়ে নেয় রপ্ত করে এগুলো ছবি তুলে ধরে না (আমার ধারণা)।

এই কবিতায় বিবাহিত জীবনের অসুখীপনাকে তুলে ধরা হয়েছে। কেউ যদি রিলেট করতে না পারে আমার যোগ্যতা কি তাকে বুঝাই!

আলাপ ভাল লাগছে।

৯| ০৯ ই জুন, ২০১৮ রাত ১:৫১

মনিরা সুলতানা বলেছেন: তুই অনেকদিন পর ব্লগে!!!
আমি আনন্দিত :)

০৯ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমিও আনন্দিত :)

১০| ১৩ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন:




হয়তো দীর্ঘশ্বাসজনিত বেদনার্ত কিছু লুকিয়ে রয়েছে, কিন্তু বোঝা গেল না।

১৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: কিছু থাকুক না বোঝা। কিছু আমার ব্যর্থতা।

১১| ১৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:১০

খায়রুল আহসান বলেছেন: @শুভ্র সরকার,
এক কথায় চমৎকার!

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস খায়রুল ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.