![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গভীর মনোলিথ
ঘড়ির থেকে উড়িয়ে দেয়া আয়ু
ছায়ার ভাঁজে লুকিয়ে থাকা ভীড়
ভীষণ এক গভীর মনোলিথ—
যেন তোমার আলগা করা মীড়
আয়ুর দিকে ফেরার পথে দেখো
নিহত এক ভীড়ের পাশে একা
ভাড়াটে ফুল কুড়িয়ে রাখে রেণু
পাখির শিসে পথ রয়েছে আঁকা
মেঘ ডিঙিয়ে জল বুনেছে পথ
তোমার গায়ে সেলাই করা জ্বর
শস্য দিনের হিম প্রতুল ভাষা
কোথাও যেন শুনি তোমার স্বর
ঘুমের জলে সাঁতার ভোলা মীন
নদীর গালে আঁকছো তুমি টোল
তবুও কেন এড়িয়ে যেতে চাও
ঘড়ির আছে নিজের কোলাহল
শুভ্র সরকার
২৬ শে জুন, ২০১৮ রাত ১০:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সে...
২| ২৬ শে জুন, ২০১৮ রাত ১০:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: উরব্বিাস!
মীড় শব্দটা গুগল করতেই সারগামের ক্লাশের কথা মনে পড়ে গেল
অনভ্যাসে বিদ্যাহ্রাস
ভাল লাগল কাব্য
+++
২৬ শে জুন, ২০১৮ রাত ১০:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: একটু কষ্ট না হয় করলেন।
কেমন আছেন?
৩| ২৬ শে জুন, ২০১৮ রাত ১০:১৫
চাঁদগাজী বলেছেন:
দিনের শেষে, সব পথ এক যায়গায় এসে মিশে!
২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন: কথা সত্য।
৪| ২৬ শে জুন, ২০১৮ রাত ১০:২২
কাইকর বলেছেন: ভাল লাগলো
২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস।
৫| ২৬ শে জুন, ২০১৮ রাত ১০:৪১
মনিরা সুলতানা বলেছেন: সব সময়'ই অনবদ্য তুই ।
২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকসপু
৬| ২৬ শে জুন, ২০১৮ রাত ১১:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়ে ভালো লেগেছে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ
৭| ২৭ শে জুন, ২০১৮ রাত ১২:২৪
পবন সরকার বলেছেন: ভালো লাগল।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস পবন
৮| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:৪১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: জ্বী
৯| ২৭ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
সুমন কর বলেছেন: তুমি সাধারণত ছন্দ মিলিয়ে লিখো না কিন্তু বেশ মিষ্টি এবং দারুণ লাগল। কেমন আছো?
+।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ইদানীং ছন্দেও বেশি কিছু লিখেছি দাদা। দেশে ফিরেছি। ভালো আছি।
১০| ২৭ শে জুন, ২০১৮ রাত ৮:১৪
কথাকথিকেথিকথন বলেছেন:
ঘড়ির মধ্যেই সম্ভবত জীবনের জীবনযাপন!
কবিতাটা অন্যরকম ধাচের। ভাল লেগেছে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস কথা
১১| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৯
ভ্রমরের ডানা বলেছেন:
তোমাকে ভালবাসি কবি! ফিরে এসো আবার.....
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোবাসা ভ্রমর।
১২| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৪
অক্পটে বলেছেন: কবিতার কি সু নির্দিষ্ট কোন অর্থ থাকে?
আমার মনে হয় এক'শ মানুষ যদি কবিতাটি পড়ে তবে সবার কাছে এর একই অর্থ হবেনা। কবিতাটি পড়ার পর নানা অর্থে এটা আমার সাথে লুকোচুরি খেলছে।
মুগ্ধ কবি।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস অকপটে।
না, বহুরৈখিক পোস্টমডার্ন কবিতার একটা গুণ।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৮ রাত ১০:০৭
স্রাঞ্জি সে বলেছেন: চমৎকার কাব্য।