নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'যতদূর অদেখা বকুল'
.
.
.
.
.
.
টেনিস বল এমন সমস্ত জানলা ভাঙার গল্প জানে। ব্যাটে বলে ঠিকমতো করতে পারলেই বকুলদের বাড়ি। আমার শৈশব তখনো পাড়ার মোড়, দত্তবাড়ির শানবাঁধানো খেলার মাঠ আর হাঁটু ছলে যাওয়া। সেলাই খোলা জামায় বকুল তখন খেলার মধ্যে হারিয়ে যাওয়া টেনিস বল।
বকুলের সাথে হঠাৎ কখনো দেখা হলে জানতে চাইতাম— তোমার ফুল ফোটে? এই প্রশ্নে হেসে উঠতো ওর আড়চোখ। সেও কী ভীষণ দু’চোখ! যেন সমুদ্রের সেলাই খুলে দিচ্ছে কেউ। এরপর আমি আর কখনো সমুদ্র দেখিনি। তবে গলির মাথায় রোজ এসে বসা জুতো সারাই করা লোকটার কাছে— সমুদ্র যাবার পথ শুনেছি বহুবার। মাঝেসাঝে কোন এক কৌটো খুলে, সে নাকের কাছে ধরতো। বলতো সমুদ্রের গন্ধ। সমুদ্রফেরৎ কারো জুতো থেকে খুঁটে রেখেছে। আমরা গন্ধ নিতাম। আমার কাছে কেন জানি বকুল মনে হতো। অন্যদের কাছে সমুদ্র। আচ্ছা, বকুল কি তার শেমিজের ভিতর সমুদ্র লুকিয়ে রাখার উপায় জানে। আমি তার পথ ধ’রে একদিন সমুদ্রে পৌঁছে যাই। আমার ফেরার পথে ঝ’রে পড়ে— যতদূর অদেখা বকুল।
শালতারগাঙ পেরিয়ে সে’বার মাতাল ট্রেন মাস্টার ন’বগি শীত নিয়ে ঢুকে পড়েছিল আমাদের পাড়ায়। খুব ভোরে ঘুম ভেঙে দেখা যেত, দৃশ্যের নখে শরাবখানার চৌকিদার নিদে জুলুজুলু চোখে কুয়াশা এঁকে দিচ্ছে। কোনকোন ঘুম ভাঙা দৃশ্যে— বকুলের ঢুলে ঢুলে পড়া নামাজের ধ্বনি বাড়ি খেত মা’র উলুধ্বনির গায়। এযেন ব্যথার পাশে জ্বলে থাকা কিছু বিষ পিঁপড়ের ট্রমা।
ভোরবেলা সঙ্গে ক’রে বকুল এমন কোন ব্যথাগ্রস্তদিনে আমাদের বাড়িতে আসে। জলে ডুবে মরা লাশের মতো ফুলে ওঠে ওর চোখমুখ। ফিরে যাবার পথে আমায় ঠিকানা বলে যায়— শুভপুর।
এরপর বকুলদের বাড়িতে এসে ওঠে রেণুদি’রা। আমার বয়স ততদিনে পৌঁছে গেছে গার্লস কলেজের কোমর পর্যন্ত। কাপের ঘ্রাণ নিতে নিতে আমি এখন চায়ের দিকে সরিয়ে রাখি ঠোঁট। এই সমস্ত অবহেলা নিয়ে বকুলফুলের আত্মহত্যা টুকে রাখে রোদ।
.
.
.
.
শুভ্র সরকার[/সব
.
.
ছবি: Peter Zelei
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস ঋতো আহমেদ। ঈর্ষাও সুন্দর।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস সাধু।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৭
চাঁদগাজী বলেছেন:
কিছু একটা বলতে কষ্ট হচ্ছে
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: তাহলে কষ্ট ক'রে বলুন।
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৭
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস ভাই
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: উরব্বিাবস!
ভাবনারে কেই থেইক্যা কই ঘুরায়া আনলেন!!
হার্ড কোর ভাল লাগা
+++++
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ঘুরাঘুরি যেইখানে যেইভাবেই হোক, ভালো লাগাটাই ফ্যাক্ট।
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২১
শায়মা বলেছেন: ভাবনারে কি হাওয়ায় মাতালো ....
দোলে মন দোলে অকারণ হরষে ....
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: গেয়ে শুনালে ভালো লাগতো বেশি
৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৩
সনেট কবি বলেছেন: খুব সুন্দর।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস
৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৮
রাজীব নুর বলেছেন: কিছু বুঝলাম না।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন: সরি তাহলে
৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৪
আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,
শৈশবের রোজনামচা । শৈশবের বকুলেরা শেমিজের ভেতরে লুকিয়ে রাখে সমুদ্রের ঢেউ, বুকের ভেতরে রাখে আদিগন্ত নগ্ন সমুদ্র ।
রূপকল্প সুন্দর তবে বিষ পিঁপড়েদের পরে "ট্রমা" শব্দটি ভোরবেলা বয়ে আনা লেখাটিতে ট্রমাটিক লাগলো ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা হা। অনেকাংশেই ঠিক বলছেন জী এস ভাই। আবহর সাথে যায় না। এডিট করতে বসলে খেয়াল রাখবো।
১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪২
মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর শুভ্র !!
ভাবনার অলিগলি মুখরিত হল , স্নিগ্ধতায়।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস পু।
১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৪
শিখা রহমান বলেছেন: ইশশ!! এমন করে কিভাবে লেখেন?? বুকের মাঝে গিয়ে লাগলো।
খুব বেশীই সুন্দর লেখাটা। ঈর্ষামিশ্রিত ভালোলাগা আর একরাশ মন কেমন করা মুগ্ধতা রেখে গেলাম।
শুভকামনা।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস।
আপনার প্রশ্নের উত্তর জানা নাই।
১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৫
সুমন কর বলেছেন: দারুণ করে লিখেছো। ঘোর লাগা মুগ্ধ....
+।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস দাদা।
১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮
উম্মে সায়মা বলেছেন: বাহ। রাজপুত্র অনেকদিন পর দিশা হারিয়ে ব্লগে চলে চলে এসেছে।
লেখাটা খুব বেশি সুন্দর হয়েছে।
তোমার অনেক লেখাই খুব কঠিন হয়, আমার বুঝতে একটু কষ্ট হয়। এটা বুঝতে সমস্যা হয়নি। হয়তো গদ্য হবার কারণে।
শুভ কামনা।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: তাহলে এখন থেকে আমায় বুঝতে পারবেন। গদ্যই লিখছি।
১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
জাহিদ অনিক বলেছেন: চমৎকার মেটাফিকশন
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস জাহিদ।
১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস সেলিম ভাই
©somewhere in net ltd.
১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৮
ঋতো আহমেদ বলেছেন: বাহ্! খুব ভালো। ঈর্ষা করার মতো ভালো। +++