নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

হরিণটানা দুপুর

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৮











হরিণটানা দুপুর

হরিণটানা দুপুর— মাছ থেকে আলগা হয়ে আসা শালতারগাঙ চিৎ হয়ে পড়ে থাকে পাখিদের স্তনের নীচে। কলঘরে ধুয়ে রাখা স্নান— উড়তে থাকা একটা কোঁচকানো পাঞ্জাবির পকেটে চুপচাপ দোল খায়। ছেঁড়া ফিতে স্যাণ্ডেল হাতে নিয়ে সমস্ত খুশবু শরীর সেলাইয়ে ঝুঁকে পড়লে— গাছেদের ছায়ারাও কোনএকদিকে খুব চলে যাবার সাধ নিয়ে দাঁড়িয়ে থাকে।

এদিকে, পাখিদের অন্ত্যেষ্টিক্রিয়ায় পাঠ করা ছুটির আবেদনে ছড়িয়ে পড়ে তোমার অপার ধানখেত।





শুভ্র সরকার
ছবি, অমিত মণ্ডল

মন্তব্য ৪০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৫৯

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর।

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস ভাই। :)

২| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ২:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গাছেদের ছায়ারাও কোনএকদিকে খুব চলে যাবার সাধ নিয়ে দাঁড়িয়ে থাকে।
প্রকৃতির খেয়াল , আমরা কি পাল্টে দিতে পারি ???

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: নাহ শঙ্খচিল। আমরা মূলত অনেক না পারা নিয়ে বেঁচে থাকি।

৩| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫০

বিজন রয় বলেছেন: আপনি এলেন!!

আমি একা ছুটছি।

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি তো আসি না। দাঁড়াই। আপনি কেমন আছেন বিজনদা?

৪| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৭

বিজন রয় বলেছেন: ৪ নং মন্তব্যটি মুছে দিন।

আমি তো আছি এক রকম। আমার ব্লগে একটু ঢুঁ দিয়েন। এখন অন্য কেউ করেনা বলে আমি কবিতা সংকলন শুরু করেছি। আপনি তো একসময় করতেন। আমি ভুলে যাইনি সে কথা।

ব্লগে একটু সময় দেওয়া যায় না?



১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: দিলাম। দেব। অবশ্যই যায়। :)

এই ব্লগ নিয়ে এক মোহ কাজ করে। ছাড়া যায় না। নির্বাচিত পাতায় দেখলাম আপনার নভেম্বরের কাজটা।

৫| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৩

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: চমৎকার!

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস ডাচম্যান।

৬| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,




সহোদরা রাতের গর্ভে শুয়ে থাকা দিনের পিতার আশায় আশায় গাছেদের ছায়াদের, হরিণটানা দুপুরেরও কোন একদিকে খুব চলে যাবার সাধ নিয়ে চুপচাপ দোল খেয়ে যাবার কাব্য !!!!!

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: আহা! বড় বেশি ভালো লাগল।

৭| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

নজসু বলেছেন:

অন্যরকম।
একটু আলাদা অনুভূতি।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস নজসু

৮| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস

৯| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬

পদ্মপুকুর বলেছেন: বাহ! অল্প কথায় বেশ সুন্দর লাগলো। 'হরিণটানা দুপুর' নামটাও সুন্দর।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস পুকুর। ভালো থাকুন।

১০| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯

শিখা রহমান বলেছেন: ছোট্ট একটা কবিতা। প্রতিটা বাক্যে মুন্সীয়ানা আর গভীরতা ছড়ানো। অল্প কয়েক বাক্যে দুপুরের আমেজ নিয়ে এসেছেন।

কবিতায় মুগ্ধতা। ছবিটাও কবিতার সাথে একদম মানিয়ে গেছে, খুব সুন্দর!!

শুভকামনা কবি।

১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস। অমিতের অধিকাংশ কাজই আমায় মুগ্ধ করে।

১১| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯

মনিরা সুলতানা বলেছেন: তোর লেখায় আলাদা সুবাস আছে শু !

১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস পু।

১২| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪

মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর লিখেছেন,

একরাশ শুভ কামনা।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস ভাই :)

১৩| ১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ছবিটা হিপহপ ড্যান্সের একটা স্টাইল অনূকরণে!

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার তাই মনে হলো?

১৪| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪২

সুমন কর বলেছেন: বেশ, ভালো লাগল।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস দাদা

১৫| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৯

কথাকথিকেথিকথন বলেছেন:





বিপরীতমুখিতা হেলে পড়া, যেন চরণে ঝুলে আছে এক আস্তা কবিতা!

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার নাম উচ্চারণ করতে আমার এখনও কষ্ট হয়... আমি ভেবেছিলাম বয়স বাড়ার সাথে সাথে সমস্যাটা দূর হবে।

১৬| ১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৫৮

সোহানী বলেছেন: ভাবনাটা অসাধারন কবি............. অনেকদিন পর!

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস সোহানী। আমি তো অনেকদিন পর একজন।

১৭| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২০

আখেনাটেন বলেছেন: রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর। ---- :(


দু একটা শব্দ বাদে মাথার এন্টেনায় টক্কর খেয়ে বাকিগুলো দিগন্তে মিলিয়া গেল। :D


১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: বোঝার বাইরে ভালো লাগা তৈরি হয়। বোঝাটা অদরকারি। ভালো না লাগলে সমস্যা।

১৮| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৪

অপু দ্যা গ্রেট বলেছেন:

ভাবনা সুন্দর ।

ভাল লাগল ।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস অপু

১৯| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালো লেগেছে.....

১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস

২০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:৪৮

অধীতি বলেছেন: অনিন্দ্য উপস্থাপন করেছেন। উত্তরাধুনিক

০২ রা মার্চ, ২০২৩ রাত ১:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ অধীতি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.