নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনকিছু দ্বারা ইন্সপায়ার হয়ে কবিতায় আসিনি। কীভাবে কবিতায় এসেছি সেটাই সচেতনভাবে জানি না। নিজেকে কবিতায় অভ্যাস করা— আমার কাছে অনেকটা দূর কোন কাছিমের বন থেকে ধেয়ে আসা ধীর হাওয়ার তলে, চিৎ হয়ে থাকা স্বাভাবিক পথ। কবিতার মেকানিজম আমার কাছে গোলি’র মাথায় নিচুমুখে জুতো সেলাই করা লোকটার আঙুলের সান্দ্রতা। লোকটা তো এক অর্থে পথ সেলাই করে। কবিতায়ও ভাষাকে সেলাই করার অভিনয়ে তৈরি করা হয় ভিন্ন এক জগৎ। ভাষা তাই সেকেন্ডারি একটা ব্যাপার। গুরুত্বপূর্ণ তবে আমার কবিতা ভাষানির্ভর হবে, এমনটা আমি চাই না। 'ঈর্ষার পাশে তুমিও জুঁইফুল' তাই ভাষার অধিক এক আবহ। এই বইতে আমি একজন নিপাট পত্রিকা বিক্রতে। যার জামার ভিতর লুকোনো থাকে ভোরবেলা।
‘ঈর্ষার পাশে তুমিও জুঁইফুল’— বিভিন্ন সময়ে আমার লেখা কবিতার একটা সংকলন। আমি যে ডাইমেনশনগুলো পার ক’রে এসেছি, তা এখানে স্পষ্টভাবেই আছে। নিজের ভাষা সৃষ্টির সচেতন কোন চেষ্টা এই বইতে নেই। আমি বাঙলা ভাষাতেই লিখেছি। তবে নিজের একটা ধরণ তৈরির চেষ্টা হয়তো চোখে পড়বে। যদি পড়ে, ওই অব্দিই জুঁইফুল।
‘ঈর্ষার পাশে তুমিও জুঁইফুল’— একটা জার্নি। বইয়ের ভিতর আপনি কবিতা পেতেও পারেন আবার নাও পারেন, এইটা পাওয়া খুব একটা দরকারি বিষয় না। চারপাশে এতো কবিতা লেখা হচ্ছে যে আমি যদি জুঁইফুল লিখি, সেইটা অধিক আনন্দের প্রসঙ্গ। ধরেন, জুঁইফুল একটা বাসস্টপ। যাকে ছুঁয়ে দিলে যাতায়াত হয়ে যায় আপনার আঙুল। এই আঙুল আপনি গোপন রাখেন। কেউ কখনো আপনার সেই আঙুলে চড়ে বসলে, ঈর্ষার পাশে আপনিও জুঁইফুল।
‘ঈর্ষার পাশে তুমিও জুঁইফুল’ থেকে একটি কবিতা
‘অভাব’
বাবা ভাল আঁকতে পারতেন। তিনি একটা কাঠের সরোদ এঁকে দিলে আমরা সবাই মিলে গান শুনতাম। একবার ঈদে বাবা আমায় একটা জামা এঁকে দিয়েছিলেন। আমি সারাদিন সেই জামা গায় দিয়ে শহর ঘুরেছিলাম। মা একটা কাঁসার থালা এনে রাখলে বাবার আঁকার খাতায় তা পেরিয়ে যেত গোটা একটা শাদা পৃষ্ঠা।
মা ভাত রান্না করতে চোখের দামে চুলো কিনে আনলে বাবাও দরদ ভরে জ্যোৎস্নার মতো ভাত আঁকতেন।
আমার ক্ষুধা লাগলে বলতাম— বাবা, একটা ক্ষুধা আঁকুন।
বাবা আমায় মায়ের মুখ এঁকে দিতেন।
‘ঈর্ষার পাশে তুমিও জুঁইফুল’
চন্দ্রবিন্দু প্রকাশন
মূল্য ১৫০ টাকা
প্রাপ্তিস্থান: চট্টগ্রাম বাতিঘর/কুরিয়ার
১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস মাহবুবুল ভাই। ভালো থাকবেন।
২| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৩
মাহবুবুল আজাদ বলেছেন: বইয়ের নামটা অতি মাত্রায় সুন্দর হয়েছে।
১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আবারও ধন্যবাদ।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিনন্দন কবি
ছোট্ট উপস্থাপনার কাব্যের বিশাল ব্যাপ্তিকে পুরোটা ধারন না করলেও
বিশালতার দিগন্ত এঁকে দিয়েছে
++++
১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস বিদ্রোহী। ভালো থাকবেন।
৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৬
নতুন নকিব বলেছেন:
প্রথম বই প্রকাশলগ্নে শুভেচ্ছা আপনাকে।
১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস নকিব
৫| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১০
সোহানী বলেছেন: ওয়াও দিশারী রাজপুত্র। অসাধারন নিউজ....... শুভকামনা।
পড়ার আগ্রহ থাকলো। যদি কখনো কালেকশানে নিতে পারি।
১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস সোহানী। শুভকামনা।
৬| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৪
বিজন রয় বলেছেন: জীবনের সবচেয়ে সুন্দর খবরটি দিলেন!!
এই ফুল যেন একের পর এক ফুটতে থাকে আজীবন।
শুভকামনা রইল।
১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোবাসা বিজনদা। ভালো থাকুন।
৭| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৬
শামছুল ইসলাম বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা ।
১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস
৮| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২০
জুনায়েদ বি রাহমান বলেছেন: শুভকামনা থাকলো। বই'টা পড়বার ইচ্ছে আছে।
১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস। ইচ্ছা পূরণ হোক।
৯| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৯
হাসান মাহবুব বলেছেন: তোমার কবিতা ভালো লাগে।
১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস ভাই
১০| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪
মোস্তফা সোহেল বলেছেন: অনেক শুভকামনা রইল আপনার জন্য।
১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস
১১| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬
শামছুল ইসলাম বলেছেন: 'অভাব' কবিতাটা ব্লগে এসে আবার পড়লাম।
অভাবকে কবিরা ই বুঝি এমন ধ্রুপদী স্টাইলে আঁকতে পারে।
বই পড়ার একান্ত ইচ্ছে রাখি।
১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস শামছুল। ভালো থাকবেন। ইচ্ছা পূরণ হোক।
১২| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২১
রাজীব নুর বলেছেন: আমাকে অনেকে সৌজন্য কপি দেয়।
আপনি কেন দিবেন না? আমি কি আপনার কাছে আশা করতে পারি না?
১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: সৌজন্য কপি বাজে ব্যাপার। একটা বইয়ের দাম খুব বেশি না। সবার এটা কিনেই পড়া উচিত। আমার ধারণা যাকে এটা দেওয়া হয় তাকে খানিকটা অপমান করা হয়। আর আমি আপনাকে অপমান করতে চাই না।
নাহ। 'ঈর্ষার পাশে জুঁইফুল'-এর একটা বই-ই গিফট করা হবে। এবং সে বইটার মূল্যও আমি নিজে পরিশোধ করবো।
ভালো থাকবেন৷
১৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭
শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!
আমি আছি তোমার সাথে!
১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস শায়মাপু।
১৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৪
জুন বলেছেন: অভিনন্দন দিশেহারা । খুব ভালোলাগলো প্রচ্ছদটি । এখন কবিতা পড়তে হবে
১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস।
অনেকদিন পরে আপনি!
১৫| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সামনে বই মেলা আসছে! প্রিয়তে রাখলাম, কিনে নিব ইনশাআল্লাহ
১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস তাজুল। কখনো পড়া হলে মতামত জানিয়েন।
১৬| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪২
সুমন কর বলেছেন: অনেক সুন্দর লিখেছ। অনেক অনেক শুভকামনা রইলো......
২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস সুমন দা।
১৭| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৭
কথাকথিকেথিকথন বলেছেন:
হৃদয়ে যত্ন করে রাখা শব্দ দিয়ে পথ এঁকেছেন। সেই পথে পথিক নিশ্চয় আসবে।
আপনার লেখায় অর্থের গুরুত্বপূর্ণতা থেকে ভাবের স্রোত অনিবার্যভাবে বয়ে চলে। সেই স্রোতে নেমে পড়লে সমুদ্র নিকটে।
২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: বিভিন্ন সময়ে লেখা কবিতাগুলোর সংকলন এইটা। পাঠে একটা মিশ্র প্রতিক্রিয়া আসবে আশাকরি।
থ্যাংকস কথা...
১৮| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩৬
জাহিদ অনিক বলেছেন: শুভ কামনা রাজপুত্র
২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস অনিক।
১৯| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
রাজপুত্রের রাজকীয় অভিষেক হলো।
শুভকামনা।
২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস ভাই...
২০| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৫
মনিরা সুলতানা বলেছেন: অভিনন্দন শুভ্র !
তুই তোর জুঁইফুল আর জুঁইফুলের সাজি; সব কিছুর জন্য শুভ কামনা।
২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস পু। ভালো থাকো।
২১| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭
আলোরিকা বলেছেন: বইয়ের প্রচ্ছদ , নাম , প্রচ্ছদে লেখা কবিতার লাইন দুটি .......সর্বোপরি 'অভাব' কবিতাটি পড়ে মনে হচ্ছে দারুণ একটি কাব্যগ্রন্থ 'ঈর্ষার পাশে তুমিও জুঁইফুল' !
অভিনন্দন । অনেক অনেক ভাল থাকুন কবি
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: মুগ্ধ করি কিংবা হতাশ, সবসময় দারুণভাবেই হওয়া উচিত। অনেক কবিতাই আছে, ভালো হয় নাই। এখন পড়লে নিজের উপর বিরক্ত হচ্ছি।
২২| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭
অগ্নি সারথি বলেছেন: আপনার কবিতা আমার ভালো লাগে, বস্তুত শুভ্র সরকারের কবিতা ভালো লাগে। আপনিই যে শুভ্র সরকার এটা জানা ছিলো না। শুভকামনা রইল।
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি কিন্তু জানতাম আপনি অগ্নি সারথি।
২৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
নাহিদ০৯ বলেছেন: কবিতা গুলো অনলাইনেই পড়লাম কিছু ভালো লাগলো। আপনার বই গুডরিডস এ এন্ট্রি করিয়ে দিলাম। সময় পেলে আপনার অথর পেইজ এর জন্য ছবি এবং বায়ো পাঠাবেন। আপডেট করে দিবো।
https://www.goodreads.com/book/show/43318796
২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস। আপনার মেইল এড্রেস দেন। পাঠিয়ে দেব।
২৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৭
আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র,
'ঈর্ষার পাশে তুমিও জুঁইফুল' বইখানা পেয়েছি সহব্লগার মনিরা সুলতানার কাছ থেকে। পড়া হয়ে ওঠেনি এখনও।
তবে যে ঈর্ষায় পুড়তে হবে তা নিশ্চিত কারন একটা বই হাতে ধরিয়ে দিলেন কেউ একজন, সেই বইয়ের সবক'টা কবিতা অমনি পড়া হয়ে গেলো আমাদের!
( ...............জুঁইফুল' প্রাপ্তিতে আন্তরিক ভাবে কৃতজ্ঞ!)
০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন: জুঁইফুলের জন্য আপনার সময় হোক জী এস ভাই। ভুল ধরায় দিয়েন। আপনার কাছে বিশেষভাবে দু'লাইন শুনতে চাই আমার টেক্সট সম্পর্কে। আশাকরি শোনাবেন।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২২
মাহবুবুল আজাদ বলেছেন: শুভ কামনা রইল। আশা করি পড়ব।
ভাই পোস্ট ডাবল হয়ে গিয়েছে, একটু এডিট করে নেন।