নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

সেলাইয়ের ব্যথা

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৫







সেলাইয়ের ব্যথা





এবং সুঁই আর আঙুলের ব্যবধান জানে—
শুধু সেলাইয়ের ব্যথা।

বিবাহ এমনই নিশুতি অ্যাকুরিয়াম
যেখানে ডুবতে না পেরে ভেসে থাকে পানি
সন্তানসম্ভাবা মাছেদের মুখভর্তি
বসন্তের দাগ...

মায়েরা উড়িয়ে দে'য়া ধানের দিকে, ফেলে রাখে—

...কুলো ভেঙে সদলবলে
মায়েদের বয়স উড়ায় হাওয়া!





মূলত: মানুষ এক ডাকঘর!
পোস্টমাস্টারের শার্টের ভিতর, কেউ অসাবধানে
খুলে যায়—

চিঠির অন্যায়…





টাইপরাইটার অবিকল এমন বসন্ত নিয়ে আসে
আমাদের আঙুলের ভাষায়—


শুভ্র সরকার
ছবি এঁকেছেন অমিত মণ্ডল

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১১

চাঁদগাজী বলেছেন:


আপনি কিছুক্ষণ পরে ব্লগে আসুন, শিরোনাম ও ব্লগারের নাম না দেখে আপনার কবিতাগুলো পড়েন; কবিতা বুঝতে আপনার কষ্ট হবে।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা। চাঁদগাজী কড়া গয় নাই কিন্তু। :)

কবিতায় কিছু মেটাফোর ভাঙতে পারলে, বোঝা কিন্তু অনেক সহজ। তৃতীয় অংশে টাইপরাইটারের যদি আপনি প্রাসঙ্গিকতা ধরতে পারেন, লাইনটা সহজ একটা লাইন। অন্যান্য ক্ষেত্রেও। চিঠির অন্যায়, বসন্তের দাগ এইরকম টার্মগুলো আরকি।

ব্যাপারটা হচ্ছে সময় দিতে হবে, ভাবতে হবে। জয় গোস্বামী তার রিসেন্ট একটা সাক্ষাৎকারে বলছেন, কবিতা দুর্গম হতে পারে। আমার নিজের ক্ষেত্রে, খুব সচেতনভাবে লেখার চেষ্টা করি৷ যদিও কেউ বুঝতে পারবে কি পারবে না, এইটা নিয়ে আমার মাথাব্যথা নেই। আমার নিজের বোঝা নিয়েও না। বোঝানাবোঝার বাইরেও কিছু আছে।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৭

ইসিয়াক বলেছেন: হুমম

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: হুমম মানে কী?

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভায়া কাল আপনাকে না পেয়েও আধেক পেলাম মনিরাপুর মাধ্যমে :)

বইয়ের জন্য অদৃশ্য ধন্যবাদ ;)
আমি সহ অনেকেই শুভ্র সরকারকে খুঁজছিলাম :P
পরে মনিরাপু নাম বলতেই সকলের এক সাথে উচ্ছ্বাস ছিল অনুভব করারই শুধু :)

আগামী কোন দিনে শুভ সাক্ষাতের প্রত্যাশা রইল :)

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: মতামত জানায়েন বইয়ের। ভুলভ্রান্তি, কমতি ধরায় দিয়েন।
আপনার হাসি কিন্তু অনেক আন্তরিক। কাল রাতে অনেকক্ষণ ধরেই ব্লগারদের হাসিমুখ দেখছি। কেমন নিজের নিজের ফিল হচ্ছিল।
আমারও প্রত্যাশা থাকল। তবে কিছু মানুষ থাকে না, ওই যে অসাক্ষাতে সুন্দর। আমি ওইরকম।
ভালোবাসা নিয়েন।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬

ইসিয়াক বলেছেন: হুমম মানে মোটামুটি...।ধন্যবাদ

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা হা...

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬

রাজীব নুর বলেছেন: সেলাই মেশিন নিয়ে সুন্দর কবিতা লিখেছেন।

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: জ্বী

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

প্রশ্নবোধক (?) বলেছেন: পাঠক যা বুঝতে পারে না তা লেখনি নয়- মুনীর চৌধুরী।

২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবি সুভাষ মুখোপাধ্যায় শক্তির কবিতা নিয়ে একবার বলেছিলেন, “ভালো। কিন্তু সব বুঝতে পারি না”

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

ঋতো আহমেদ বলেছেন: এটা ঠিক, সাধারণ পাঠকের জন্য একটু দুর্বোধ্য হয়ে গেছে। এইরকম মেটাফোর ভেঙে কবিতার কাছে এগিয়ে আসার সক্ষমতা খুব কম পাঠকেরই আছে। এমনকি, বোঝানাবোঝার বাইরেও কিছু আছে--এই কথাটা বুঝার মানুষও কম।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: এখন এইরকমটাই লিখছি। আমার মধ্যে যা আসে তাই লিখি। পাঠক অনেকক্ষেত্রেই বিভ্রান্ত হয়। কিন্তু আমার কিছু করার নেই। তবে আমার রিসেন্ট বইয়ের একটা রিভিউয়ের একজন উল্লেখ করেছে আমি সহজ লিখি। একটা আবছা আড়াল রেখে। অর্থাৎ পাঠাকের ভিন্নতা কিন্তু আছেই। রিভিউটা দেব ব্লগে শীঘ্রই।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার করা সাক্ষাৎকারের তর্জমাটার অপেক্ষায় আছি।

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

এফ.কে আশিক বলেছেন: অনেক দিন পর ব্লগে আসা।
কবিতা ভালো লেগেছে কবি...

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস ভাই।

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০১

সুমন কর বলেছেন: কঠিন, দারুণ এবং মোটামুটি......(ক্রমানুসারে)
+।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা হা। থ্যাংকস সুমনদা।

১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৩০

বলেছেন: গভীর ভাবনায় লেখা,

দারুণ লেখার ভঙ্গিমা,


মুগ্ধতা কবি ও কবিতায়।

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস সেলিম ভাই

১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

বিজন রয় বলেছেন: কবিতায় রহস্য আমি পছন্দ করি।

কবিতার পাঠক কয় শ্রেণীর?

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমিও বিজনদা।

কবিতার পাঠকের শ্রেণী নিয়ে ভাবি নাই, ভাবতে চাচ্ছিও না। তবে কিছু পাঠক আছে যারা কবিতা পড়ে। আর কিছু আছে, যারা কবিতার পাশাপাশি এ বিষয়ক বিভিন্ন গদ্য, লেখা পড়ে থাকেন। কবিতা কিন্তু বোঝার আগেই কমিউনিকেট করে বা এইটাই স্বাভাবিক। আমার সব লেখাই, মানুষের কাছে পৌঁছাবে আর পৌঁছাইলেই ভালো লাগবে, বুঝতে পারবে এইটা আশা করি না। আমার অনেক কমতি আছে। চেষ্টা করতেছি। তবে আমাকে কমিউনিকেটিভ হইতে হবে টেক্সটের ক্ষেত্রে, সেটা আসলে আমার সাথে যায় না। মানে ওইটা সচেতনভাবে সম্ভব না

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

বিজন রয় বলেছেন: ও হ্যাঁ, নিয়মিত হবেন নাকি?

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: এক্ষেত্রেও চেষ্টা করছি। :)

১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আরিব্বাস, কি কনফিডেন্স!!! রাজপুত্র বলে কথা। কবিতা প্রসংগে আর নাই ভা বলি; একে তো বোকা মানুষ, তার উপর....

আছেন কেমন দি_হা রাজপুত্র? অনেক দিন পর...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.