![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক রাষ্ট্র মেঘ
চোখ খুললেই মেঘ হয়ে যায় সমগ্র পাখিশাস্ত্র…
আকাশ মুখস্থ করতে— জানতে হয় মেঘ, পাখি এবং আঙুলের জীবন।
ক্লাসঘরে, কে যেন একবার চিৎকার ক’রে বলেছিল—
অন্তত একটা জানলা থাকা উচিত ছিল
পৃথিবীর গায়ে…
সমস্ত স্কুল সেদিন ফিরে গিয়েছিল মেঘেদের ডাকবাক্সে
আর তাকে পাখি ভেবে কেউ কেউ খাঁচা কিনে এনেছিল
খাঁচা
এবং
জানলার
মধ্যে
পার্থক্য
শুধু
রাষ্ট্রবিজ্ঞান
সঙ্গম মুহূর্তে তবুও বন্ধ হয়ে যায় সমস্ত জানলা
আকাশে বিঁধে যায় আঙুল গুনে মুখস্থ মেঘেরা
অথচ খাঁচার মধ্যে কে যেন খুলে বসে থাকে—
এক রাষ্ট্র মেঘ।
‘ঈর্ষার পাশে তুমিও জুঁইফুল’
চন্দ্রবিন্দু প্রকাশন
প্রচ্ছদ - সারাজাত সৌম
নামলিপি - অমিত মণ্ডল
মূল্য ১৫০ টাকা
বইটা পাওয়া যাচ্ছে ঢাকা ও চট্টগ্রাম বাতিঘরে।
অন্যত্র কুরিয়ারে সংগ্রহ করা যাবে।
০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস।
২| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬
যোখার সারনায়েভ বলেছেন: ভালো লাগা সাথে শুভ কামনা রইল।
০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস। ভালো থাকবেন।
৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৭
ল বলেছেন: নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন কবি।
০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভেচ্ছা ল। বছর স্বস্তির হোক, আপনার।
৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:১২
সাইন বোর্ড বলেছেন: কবিতা ভাল লেগেছে, শুভ কামনা ।
০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস সাইন বোর্ড।
৫| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১:৩৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি ভাল লেগেছে। নতুন বছরের শুভেচ্ছা জানবেন।
০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস মাহমুদুর ভাই
৬| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৫
রাজীব নুর বলেছেন: সংগ্রহ করবো।
লিস্টে নাম তুলে রাখলাম।
০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: সময় সুন্দর হোক। ভালো থাকুন।
৭| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৩
জাহিদ অনিক বলেছেন:
কবি ও কবিতার বইকে শুভেচ্ছা
০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস জাহিদ
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অন্তত একটা জানালা থাকা উচিত ছিল
পৃথিবীর গায়ে...
অথচ খাঁচার মধ্যে কে যেন খুলে বসে থাকে-
এক রাষ্ট্র মেঘ মুগ্ধতা রইল লাইনদুটি'তে। ভালো লাগা রেখে গেলাম।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩২
পবন সরকার বলেছেন: ভালো লাগল।