![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েকটা ফড়িঙ রোদ
প্লাটফর্মে একা ট্রেন—যেন দাঁড়িয়ে থাকা আলপথ
তাকে ধরে ফিরে আসে তোমার বুকের হিরায়েথ,
ইঞ্জিন জুড়ে শব্দের ক্যালিগ্রাফি জানে— ব্রীজের ছায়ার নিচে
নদীও জল দিয়ে বানানো কোন সাঁকো,
যেমন তুমিও...
ছুঁয়ে দিলে, কী ভীষণ হয়ে ওঠো যোগাযোগ!
পরিত্যক্ত চটিজুতো থেকে যেন অবিচ্ছিন্ন তাকিয়ে থাকে
...পায়ের দাগ
চিরহরিৎ শেমিজের ভিতর অকসর কয়েকটা ফড়িঙ রোদ
পেরিয়ে যায় তোমার বয়ঃসন্ধির নাকফুল।
শুভ্র সরকার
ঈর্ষার পাশে তুমিও জুঁইফুল
চন্দ্রবিন্দু প্রকাশন
প্রচ্ছদ: সারাজাত সৌম
অমর একুশে বইমেলা, ঢাকা স্টল নং ৪৭১
চট্টগ্রাম বইমেলা স্টল নং ১০
খুলনা বইমেলায় ‘বাক আবৃত্তি অনুশীলন চক্র’ এর স্টলে
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস নুর ভাই...
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ কামনা
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস আপু।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ সংগ্রহ করবো।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন: কেমন লাগল জানায়েন প্লিজ।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: কিন্তু কঠিন লাগে... নিজের মত করে কিছু ভাবনায় আসে না হয়তো আমার জ্ঞান কম
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমারও তো কঠিন লাগে।
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৭
ফয়সাল রকি বলেছেন: শুভকামনা রইলো।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩২
কাবিল বলেছেন: দাদা, বইটির জন্য অভিন্দন রইল।
বইটি সংগ্রহ করতে চাই।
সময় পেলে ফেবুতে নক করেন কথা আছে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস কাবিল ভাই। আর নক দিছি, দেখেন...
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: ব্লগারদের গেট টুগেদারের দিন বইটি হাতে পেয়েছি। অসাধারাণ কয়েকটি কবিতা সাথে সাথে আইডিয়া পেয়েছি।
সবচেয়ে দারুণ লেগেছে- একটি পৃষ্ঠায় একটি মাত্র লাইন। তারপরে ফাঁকা।
ঐ একটি শব্দের মাঝেও কত গভীরতা!
আপনাকে অনেক শুভেচ্ছা।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস। আপনাদের মন্তব্য ভালো লাগছে। আসলে অপরিচিত কারো কাছে থেকে ফিডব্যাক পাওয়াটা অনুপ্রেরণার। ভালোবাসা নিয়েন।
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: নদীও জল দিয়ে বানানো কোন সাঁকো অদ্ভুত সুন্দর ++++
তবে কবিতাগুলো কঠিন কিন্তু। রাজপুত্র কবি, সাধারণ মানুষদের জন্যেও মাঝে মধ্যে কবিতা লিখবেন দয়া করে।
ভাল থাকুন সবসময়, শুভকামনা জানবেন।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার ভাষাটা এই জায়গায় এসে দাঁড়াইছে। এইটা আমার সীমাবদ্ধতা যদি হয়, সময়ের সাথে আশাকরি ঠিক হবে। ভালো থাকবেন ভাই।
এইটা হয়তো বুঝতে সমস্যা হবে না।
৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৩
সুমন কর বলেছেন: সুন্দর এবং শুভকামনা.....
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস দাদা।
১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রথমে কাব্য গ্রন্হটির বিপুল বিপণন কামনা করছি। কবিতাটি কিছুই যে বুঝিনাই তা নয় তবে কি বুঝেছি তা নিজেকে বুঝাতে পারছিনা বলে নিজের অজ্ঞতার জন্য নিজেকে দায়ী করা ছাড়া কি বা করার থাকে!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: এইখানে অজ্ঞতার কিছু নাই। থাকলেও তা আমার।
১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
শ্রদ্ধেয়া বড়াপা (মনিরা সুলতানা আপু)র কাছ থেকে অনেক আগেই বইটি হাতে চলে এসেছে। পড়াও হয়েগেছে। ছোট বোন পড়ার জন্য রেখে দিয়েছে। অনেক অনেক ভালোলাগার মত কবিতা আছে। আপনার জন্য অসংখ্য শুভকামনা। স্মরণ করিয়ে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস তাজুল। ভালো থাকবেন। আপনার ছোট বোনের জন্য শুভকামনা।
১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৬
বৃতি বলেছেন: কবিতায় চলা পথ দীর্ঘ থেকে দীর্ঘতর হোক। আপনার বই এর সাফল্য কামনা করি।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস বৃতি আপু।
১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কাব্যগ্রন্থটির জন্য শুভকামনা রইল শুভ্র'দা
অভিনন্দন আপনাকে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস ভাই। ভালো থাকবেন।
১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন সুপ্রিয় শুভ্র সরকার। বইটি সাফল্য লাভ করুক।।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস সেলিম ভাই।
১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৮
পারভেজ আলম রিয়াদ বলেছেন: HSC Examination Routine 2019 NICE Post
১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৯
পদাতিক চৌধুরি বলেছেন: সব লাইনগুলি যে বুঝতে পেরেছি সে কথা বলবো না । তবে যেটুকু বুঝেছি ভালো লেগেছে ।
কাব্যগ্রন্থটির বাণিজ্যিক সাফল্য কামনা করি ।
বাসন্তীক শুভেচ্ছা রইল।
১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৪৭
ল বলেছেন: অভিনন্দন ও শুভ কামনা কবি।
১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৬
মনিরা সুলতানা বলেছেন: কত কথা বলার থাকে এক একটা কবিতা নিয়ে!!
জুঁইফুল নিয়ে ও তাই।
শেষটুকু তে শুধু থাকে শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।