নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

পথ পৃথিবীর মুখে বসন্তের দাগ

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৬





দু’একটা অবাধ কামিনীফুল, টুকে রাখে
হেমন্তের পাহারাদার





এবং বেদেনীর ভাষা দু’একটা অবাধ কামিনীফুল। এই যেমন ঝরে পড়লে, ভাঙা ফুলদানিও কান্নার মতো শোনায়। তুমি ভেবেছিলে: হেমন্ত পাহারা দেয়া লোকটা— তোমাকে পাখিদের ভাষা শেখাবে; সে তোমাকে শেখালো খাঁচা। শেখালো, ফেলে যাওয়া বাড়ি ভরে সারাজীবন উথলে ওঠে উঠোন। কেননা, যে ফিরে আসে, সে কখনও চলে যায়নি।

অথচ ঘরপোড়া মানুষের কাছে, খাঁচাও পাখির মতো আনন্দের—




পুরনো লাল ডাকবাক্সটিও মানুষ হতে চেয়ে
নিজের মধ্যে জমিয়ে রাখে—

অজস্র কথা!





তোমার মুখ ধোয়া জলের বিরহে, গলা শুকিয়ে আছে কলতলার—



পথ পৃথিবীর মুখে বসন্তের দাগ
শুভ্র সরকার
চন্দ্রবিন্দু প্রকাশন
প্রচ্ছদ স্বেয়তী সাহা
নামলিপি সম্বিৎ বসু

যেখানে পাওয়া যাবে...
ঢাকা: চন্দ্রবিন্দু, স্টল ৬০৭, লিটলম্যাগ স্টল ১২৯, সোহরাওয়ার্দী উদ্যান, বাংলা একাডেমী গ্রন্থমেলা।
চট্টগ্রাম: চন্দ্রবিন্দু, স্টল ১২১, জিমনেশিয়াম মাঠ, চট্টগ্রাম।
পাবনা: চন্দ্রবিন্দু, স্টল ১৩, টাউন হল, পাবনা।
সিলেট: জসিম বুক হাউস, স্টল ২৩ ও ২৪, শহীদ মিনার প্রাঙ্গন।
খুলনা: বঙ্গলিপি প্রকাশনী, স্টল ৮৬ ও ৮৭।

রকমারি: Click This Link

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৬

নেওয়াজ আলি বলেছেন: বেশ, ভালো

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস, ভাই

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: বইমেলা শেষ হলে জানাবেন। বইটার কাটতি কেমন গেছে? মানুষ কে কি মন্তব্য করেছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন: বইয়ের কাটতি আমার কনসার্ন না, প্রকাশকের। আর মন্তব্যের ক্ষেত্রে, অন্যেরটা জানার পাশাপাশি নিজেরটা জানানোর চর্চা আমাদের শুরু করা উচিত।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৯

সোহানী বলেছেন: কোন এক সময় সংগ্রহ করবো অবশ্যই.........

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস, আপু

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৫

ইসিয়াক বলেছেন: আপনার লেখাগুলো সত্যি অন্যরকম।
মুগ্ধতা।
শুভকামনা রইলো।

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস ইসিয়াক

৫| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১২:০২

খায়রুল আহসান বলেছেন: ৩ নম্বরটা খুব ভালো লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.