নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দু’একটা অবাধ কামিনীফুল, টুকে রাখে
হেমন্তের পাহারাদার
১
এবং বেদেনীর ভাষা দু’একটা অবাধ কামিনীফুল। এই যেমন ঝরে পড়লে, ভাঙা ফুলদানিও কান্নার মতো শোনায়। তুমি ভেবেছিলে: হেমন্ত পাহারা দেয়া লোকটা— তোমাকে পাখিদের ভাষা শেখাবে; সে তোমাকে শেখালো খাঁচা। শেখালো, ফেলে যাওয়া বাড়ি ভরে সারাজীবন উথলে ওঠে উঠোন। কেননা, যে ফিরে আসে, সে কখনও চলে যায়নি।
অথচ ঘরপোড়া মানুষের কাছে, খাঁচাও পাখির মতো আনন্দের—
২
পুরনো লাল ডাকবাক্সটিও মানুষ হতে চেয়ে
নিজের মধ্যে জমিয়ে রাখে—
অজস্র কথা!
৩
তোমার মুখ ধোয়া জলের বিরহে, গলা শুকিয়ে আছে কলতলার—
পথ পৃথিবীর মুখে বসন্তের দাগ
শুভ্র সরকার
চন্দ্রবিন্দু প্রকাশন
প্রচ্ছদ স্বেয়তী সাহা
নামলিপি সম্বিৎ বসু
যেখানে পাওয়া যাবে...
ঢাকা: চন্দ্রবিন্দু, স্টল ৬০৭, লিটলম্যাগ স্টল ১২৯, সোহরাওয়ার্দী উদ্যান, বাংলা একাডেমী গ্রন্থমেলা।
চট্টগ্রাম: চন্দ্রবিন্দু, স্টল ১২১, জিমনেশিয়াম মাঠ, চট্টগ্রাম।
পাবনা: চন্দ্রবিন্দু, স্টল ১৩, টাউন হল, পাবনা।
সিলেট: জসিম বুক হাউস, স্টল ২৩ ও ২৪, শহীদ মিনার প্রাঙ্গন।
খুলনা: বঙ্গলিপি প্রকাশনী, স্টল ৮৬ ও ৮৭।
রকমারি: Click This Link
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস, ভাই
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৮
রাজীব নুর বলেছেন: বইমেলা শেষ হলে জানাবেন। বইটার কাটতি কেমন গেছে? মানুষ কে কি মন্তব্য করেছে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: বইয়ের কাটতি আমার কনসার্ন না, প্রকাশকের। আর মন্তব্যের ক্ষেত্রে, অন্যেরটা জানার পাশাপাশি নিজেরটা জানানোর চর্চা আমাদের শুরু করা উচিত।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৯
সোহানী বলেছেন: কোন এক সময় সংগ্রহ করবো অবশ্যই.........
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস, আপু
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৫
ইসিয়াক বলেছেন: আপনার লেখাগুলো সত্যি অন্যরকম।
মুগ্ধতা।
শুভকামনা রইলো।
১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস ইসিয়াক
৫| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১২:০২
খায়রুল আহসান বলেছেন: ৩ নম্বরটা খুব ভালো লাগল।
©somewhere in net ltd.
১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৬
নেওয়াজ আলি বলেছেন: বেশ, ভালো