নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি হয়ে যাচ্ছে
শুভ্র সরকার
অথচ আমার জীবনভর মেয়েটির তিনবার কবুল বলার নিচু স্বরে বৃষ্টি হয়ে যাচ্ছে। ঘরের বাইরে গিটারে আয়ুব বাচ্চুর অঝোরে ঝরছে আঙুল। ভিতরে শাস্ত্রীয় সঙ্গীতের মতো দুপুরে স্বামীর পিঠে তুমি চেপে ধরছো স্তন। নুন কম হওয়া তরকারির পানশে স্বাদে রোদ উঠে আছে। তার আলোর অত্যাচারে উঠোনটা ন’মাসের গর্ভবতী বউয়ের পেট, যত্রতত্র ফাটাদাগ। এরমধ্যে পিঁড়ি পেতে চুলে কাঁকুই করতে পারতে তুমি। আঁচলটা পাশে পড়ে থাকতো—উড়তে শেখা পাখির প্রথম ঝাপটানো ডানা। কিংবা ননদের মেয়েকে ব্যঞ্জনবর্ণ শেখাতে পারতে। জবাই করার আগে প্রিয় মোরগটাকে আদর ক’রে বলতে পারতে—ভালোবাসি না। অথচ বিছানায় ময়ূর আঁকা চাঁদরে, লাল মলাট বাংলা বই হয়ে শুয়ে আছো তুমি, স্বামীর আঙুলে উল্টে যাচ্ছো অযথা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ অধীতি।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: দুই বছর পর ফিরলেন। কোথায় ছিলেন? কেমন আছেন?
সুন্দর লেখা+
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: এইতো ছবি আপু, চলে যাচ্ছে। আপনি কেমন?
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩২
শেরজা তপন বলেছেন: এটা কি কাব্যিক গদ্য? বেশ কাব্যিক স্বাদ পেলাম- - যদিও বুঝতে বেগ পেতে হয়েছে বেশ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: গদ্য কবিতা এটা।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৯
শাহ আজিজ বলেছেন: অসাধারন !!
লম্বা লাইন ভেঙ্গে ছোট লাইনে নিয়ে আসুন । শরীরটা কাব্যময় হোক ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ।
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৪
রাজীব নুর বলেছেন: বাহ!
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ।
৬| ০৬ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:৩১
মাহির তন্ময় বলেছেন: বেশ কাব্যিক
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:৪৪
অধীতি বলেছেন: উপমার বৃষ্টি অবিরাম নামুক।