নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে চেনার চেষ্টা করি সবসময়, কিন্তু একদমই চিনতে পারি না।

আমি মুক্তা

নিজেকে খুঁজে ফিরি অহর্নিশ, কে আমি, কোথায় ছিলাম, কোথায় এলাম আর কিছুদিন পর কোথায় যাবো?

আমি মুক্তা › বিস্তারিত পোস্টঃ

ওয়াও, অবশেষে সেফ হতে পারলাম, তারমানে আমি এখন প্রথম পাতায় লিখতে পারবো! গ্রেট!!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৬

সামু কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সেফ করে দেওয়ার জন্য। আর সকল ব্লগার বন্ধুদের অসংখ্য মুবারকবাদ; আশা করি সবাই ভালো আছেন আর ভালোভালো লেখা দিয়ে ভরিয়ে তুলছেন এই ব্লগের ক্যানভাস। অনেক দিন পর ব্লগে আসার সুযোগ হয় আমার। অনেক দিন পর এসে দেখি সামু- '' তুমি বেশ বদলে গেছো''। যাহোক বদলালেও আমি এসে পড়েছি, যোগ দিতে পেরেছি আবার তোমার সঙ্গে, ইশ্ কী যে ভালো লাগছে। নাহ সকল সেলিব্রেটি ব্লগারদের মত আমি আপনাদের কাল্পনিক মিষ্টি মানে মিষ্টির /খাবারের ছবি দিয়ে আপ্যায়িত করতে চাই না। যদি কোনদিন সুযোগ হয় আর আল্লাহ আমাকে সামর্থ দেন, তাহলে চেষ্টা করব সত্যিকারের কিছু একটা করা যায় কিনা সবার জন্য।

যাহোক দীর্ঘদিন পর গ্রামের বাড়িতে গিয়েছিলাম বেড়াতে, সেই যমুনার ওপারে। যমুনা আমার বাড়ি থেকে যতদূরে ঠিক ঢাকা থেকে যমুনার দূরত্বও প্রায় ততটুকুই। অনেকদিন পর যমুনার ওপরে যখন আমার গাড়ি ছুটে চলছিল, তখন গাড়ির গ্লাস খুলে দিয়ে বুক ভরে টেনে নিলাম যমুনার হীমশীতল ধুলিবালিমুক্ত এক সফেদ বাতাশের ঘ্রাণ। আহ্ কী তৃপ্তি আমার, আমার এই পাগলামী দেখে পাশে বসা সহযাত্রী চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে ছিল। আমি কোনদিকে না তাকিয়ে এক উচ্ছল কিশোরীর মত বুকের ফুসফুসের প্রতিটি কোনা ভরে বাতাশের সুঘ্রাণের ছোঁয়া অনুভব করেছি প্রায় ৫মিনিট যাবতই, মানে গাড়ি সেতুর উপর যতটুকু সময় ছিল প্রায় পুরো সময়টাই আমার জানালার গ্লাসটি খোলা ছিল। ভাগ্যিস সে সময়টা সকাল ১০ টার পর ছিল, অন্য সময় হলে অন্যান্য সহযাত্রীরা ততক্ষণে গাড়ি থামিয়ে হয়ত আমাকে ঐ যমুনার বুকেই নিক্ষেপ করত।

যাহোক গ্রামের বাড়িতে গিয়ে অনেকদিন পর মায়ের হাতের রান্না খাবারগুলো খেলাম তৃপ্তি নিয়ে। আহ্ জনমদুখী মা আমার এই বুড়ো বয়সেও সে তার একমাত্র ছেলের জন্য কত কিছু করলো, না করলে শুনবে না। একটা খাবার খেয়ে শেষ করতে না করতেই আরেকটা সামনে নিয়ে হাজির সেটা খেয়ে একটু বসতে না বসতে আরো দুটো সামনে নিয়ে হাজির। সে দুটো সাবড়ে নিয়ে বিছানায় একটু গড়ান দিতেই আরো কয়েকপ্রকারের ফল, মিষ্টি আর শীতের পিঠা নিয়ে হাজির। আমিও সে সব লোভনীয় খাবার-দাবার দেখে নিজেকে সামলাতে না পেরে খেয়ে ফেলি ইচ্ছেমত।

অবশেষে মনটা খারাপ করে আমার চিরসবুজ পল্লী মা আর আমার চিরদুখী মা, দুজনের বুকের মমতার আচল ছেড়ে আবার আমাকে চলে আসতে হল এই ইট, কাঠ, পাথরে গড়া এক নিষ্ঠুর শহরে। তবুও সামু কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ যে এমন একটি প্লাটফরম বানিয়ে আমাদের এই জান্তব শহরের মাঝে কতিপয় সবুজ সতেজ ব্লগার বন্ধুদের সংস্পর্শে এসে মাঝে মাঝে হৃদয়ের সকল কষ্ট দুর করে নেবার সুযোগ করে দিয়েছে। নইলে হয়ত কবেই পুরোপুরি রোবট হয়ে যেতাম।

মন্তব্য ৪৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৯

শাহাদাত নিরব বলেছেন: অনেক অনেক শুভ কামনা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪২

আমি মুক্তা বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৯

শাহাদাত নিরব বলেছেন: আহ্ জনমদুখী মা আমার এই বুড়ো বয়সেও সে তার একমাত্র ছেলের জন্য কত কিছু করলো,
এই লাইন টি ঠিক বুঝলাম না

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২১

আমি মুক্তা বলেছেন: তিনি কোন কথা না শুনেই এটা রান্না ওটা ভাজা সেটা সেদ্ধ করা ইত্যাদি নানান কাজে ব্যতিব্যস্ত হয়ে পড়লেন।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৫

নজসু বলেছেন:

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২২

আমি মুক্তা বলেছেন: সুন্দর একটি ফুল, ধন্যবাদ নজসু ভাই

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৭

নজসু বলেছেন:


@শাহাদাত নিরব
লেখক তার গ্রামের বাড়িতে গিয়ে মায়ের হাতে মজার মজার খাবার খেয়েছেন।
লেখক চেয়েছিলেন বৃদ্ধা মা কষ্ট করে অতো রান্না বান্না না করুন।
মা কি আর সেই কথা শুনবেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৪

আমি মুক্তা বলেছেন: জ্বী জনাব, কোনভাবেই তাকে শত বারণ করেও না করা যায় নি, তিনি কখনও পিঠা ভাজেন, তো কখনও মাঝের ঝোল, কখনও মুরগির ঝোল, কখনও শাক ভাজি, কখনও এটা-সেটা কত্ত কি রীতিমত খাওয়ার অত্যাচার আর কি। কিন্তু সে কথা কি বলা যায় বলুন, এই হলো মা... আর আমরা মায়ের কষ্ট একদম বুঝতে চাই না। ধন্যবাদ সুন্দর মন্তব্য দানের জন্য।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০১

কাওসার চৌধুরী বলেছেন:



অভিনন্দন আপনাকে।
এবার লিখুন, মন খুলে।
হ্যাপি ব্লগিং................................!!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৪

আমি মুক্তা বলেছেন: ধন্যবাদ আপনাকেও উৎসাহ দেওয়ার জন্য। চেষ্টা করব লেখার....।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৭

তারেক_মাহমুদ বলেছেন: আপনার উচ্ছাস ভাল লাগলো, অনেক শুভ কামনা, প্রাণখুলে লিখুন পড়ার অপেক্ষায় রইলাম।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৫

আমি মুক্তা বলেছেন: শুভ কামনা আপনার জন্যও, আপনাদের লেখাও আমি অনেক উচ্ছ্বাস নিয়ে পড়ি।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৭

শাহাদাত নিরব বলেছেন: @নজসু
আসলে আমি একটু দ্বিধার মধ্যে পড়ে গিয়েছি
সাধারণত মুক্তা মেয়েদের নাম হয় এবং লেখার মাঝখানে একবার লিখেছেন আমি কোনদিকে না তাকিয়ে এক উচ্ছল কিশোরীর
আবার লিখলো একমাত্র ছেলের জন্য

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৮

আমি মুক্তা বলেছেন: এহ হে, শাহাদাত ভাই আমার লেখার দ্বন্দে পড়ে একেবারে নিরব হয়ে গেলেন। আসলে কিশোরীরা মনে হয় কিশোরদের চেয়ে একটু বেশিই উচ্ছলতা প্রকাশ করে, তাই উচ্ছলতার আধিক্য বোঝাতে আমি শব্দটি প্রয়োগ করেছি। আর নামটি মেয়েদের পাশাপাশি অনেক ছেলেদেরও হয়। আমার আশেপাশেই অন্তত ৩-৪ জন দেখেছি। তবে হ্যাঁ ছেলেদের চেয়ে মেয়েদেরই সাধারণত এই নামটি বেশি রাখা হয়।

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৬

জাতির বোঝা বলেছেন: অনেক অনেক শুভ কামনা কলম চলুক অবিরাম।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৯

আমি মুক্তা বলেছেন: অনেক শুভ কামনা জানানোর জন্য জাতির বোঝা-কে অনেক অনেক ধন্যবাদ।

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪১

হাবিব বলেছেন: আপনার জন্য শুভ কামনা। দোয়া করি ভালো কিছু করেন। আপনার থেকে ভালো কিছু পাবো বলে আশা করি। জিনুকের মাঝে মুক্তা যেমন নিরাপদ আপনিও তেমন নিরাপদ থাকুন। ঝিনুক থেকে বের হওয়ার পর মুক্তা যেমন সবার আকাঙ্খার বস্তু আপনিও সবার প্রিয় হয়ে উঠুন। আল্লাহর কাছেও প্রিয় বান্দাহ হবেন দোয়া করি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৩

আমি মুক্তা বলেছেন: ওয়াও, স্যার এসব বলে আমাকে লজ্জায় ফেলে দিলেন দেখি! না ভাই আমি অমন কেউ নই, তবে চেষ্টা করি সবসময় অন্যায়ের প্রতিবাদ করতে, নিজে অন্যায় না করতে ও চোখের সামনে অন্য কেউ অন্যায় করলে তাদেরকে তা থেকে বিরত রাখতে। কিন্তু তবুও আমি মানুষ বলেই হয়ত নিজেও মাঝে মাঝে দুয়েকটা ভুল করেই ফেলি। না ভাই আমি প্রিয় হতে চাই না, তবে আপনাদের মত ভালোমানুষদের একটু ছোঁয়া পেয়ে নিজেকে ধন্য করতে চাই।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৩

মা.হাসান বলেছেন: শুভ কামনা। লেখা চালিয়ে যান।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৩

আমি মুক্তা বলেছেন: ধন্যবাদ মা. হাসান. চেষ্টা করব লেখার।

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৪

প্রামানিক বলেছেন: অভিনন্দন

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৪

আমি মুক্তা বলেছেন: দারুণ, স্বয়ং প্রামানিক সাহেবের অভিনন্দন, ধন্যবাদ জনাব।

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: গ্রেট নিউজ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৫

আমি মুক্তা বলেছেন: নিজে গ্রেট ফটোগ্রাফার বলে সব কিছুই দেখি গ্রেট মনে করছেন, এখানে তো গ্রেট কোনো কিছু খুঁজে পেলাম না।

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ব্লগে স্বাগতম......

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৬

আমি মুক্তা বলেছেন: দারুণ প্রোগ্রামার সাহেবের কাছ থেকে অভিনন্দন, নাহ ভাগ্যটা ভালই মনে হচ্ছে। ধন্যবাদ জনাব মন্তব্যে উৎসাহ দানে।

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪১

ভুয়া মফিজ বলেছেন: ব্লগে কন্সট্রাকটিভ হোন, ডেস্ট্রাকটিভ না। শুভ কামনা রইলো। :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৮

আমি মুক্তা বলেছেন: একেতো মফিজ তাও আবার ভুয়া, তার মানে ভিতরে নিশ্চয় কিছু আছে, নইলে এভাবে উৎসাহ দিতেন না। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য, আমি বরাবরই কন্সট্রাকটিভ, তবে অন্যায়ের, অবিচারের ক্ষেত্রে পুরাই ডেস্ট্রাকটিভ।

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৯

হাবিব বলেছেন: আপনার কথা শুনে মনে হয় আপনি আমার আগের পরিচিত কেউ.........

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৮

আমি মুক্তা বলেছেন: পরিচিত বলতে ঠিক যা বোঝায় তা নয় জনাব, তবে ব্লগে টুকটাক আসা-যাওয়ার মাঝে অনেককেই আমার অনেক ভালো লাগে। তাদের মধ্যে আপনিও একজন। আপনার লেখা ও সুন্দর সুন্দর মন্তব্যগুলি আমি বেশ মনোযোগ দিয়ে পড়ি। ধন্যবাদ আবার ফিরে এসে মন্তব্য করার জন্য।

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৯

করুণাধারা বলেছেন: শুভকামনা।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৯

আমি মুক্তা বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ।

১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৬

আরোগ্য বলেছেন: অভিনন্দন।
আপনার ব্লগিং যাত্রা শুভ হোক।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৩

আমি মুক্তা বলেছেন: ধন্যবাদ জনাব আরোগ্য, আপনার ছোঁয়ায় যেন সর্বদা আরোগ্যই থাকতে পারি।

১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন হে।।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৩

আমি মুক্তা বলেছেন: ধন্যবাদ সে আ। প্রোপিকটা আমার অত্যন্ত প্রিয় একজন অভিনেতার।

১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জী আপনি মুক্তা
এবার মুক্তহস্তে
অবারিত মন নিয়ে লিখতে থাকুন
................................................................
আপনাকে স্বাগত :

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪০

আমি মুক্তা বলেছেন: সুন্দর উদ্দীপনামূলক মন্তব্যে উৎসাহ প্রদানে আমাকে স্বপ্ন দেখিয়ে দিলেন স্বপ্নের শঙ্খচিল। ধন্যবাদ সুন্দর ছবি সহযোগে মন্তব্যে উজ্জীবিত করার জন্য।

২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৫

নতুন নকিব বলেছেন:



শুভকামনা। এগিয়ে চলুন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০০

আমি মুক্তা বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ, দোয়া করবেন।

২১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৪

রাকু হাসান বলেছেন:

অভিনন্দন আপনাকে মুক্তা আপু । লিখুন আমারা পড়ি । সব সময় নিরাপদে,সুখে থাকুন ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৯

আমি মুক্তা বলেছেন: ধন্যবাদ রাকু ভাই। আমি তো আসলে তেমন লিখতে পারি না তবে আপনাদের লেখাগুলো আমাকে অনেক পুলকিত করে।

২২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: স্বাগতম। এবার কি বোর্ডের উপর ঝাঁপিয়ে পড়ে লিখা শুরু করুন। =p~ =p~

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩০

আমি মুক্তা বলেছেন: লিটন ভাই স্বাগতমের জন্য ধন্যবাদ। কিন্তু আমিতো কী-বোর্ডে ঝাঁপিয়ে লিখি না তবে আমার আঙ্গুল সবসময়ই কী-বোর্ডের সঙ্গে রীতিমত যুদ্ধ করে চলে প্রতিদিন।

২৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪০

নীল আকাশ বলেছেন:
নতুনদের আগমন শুভেচ্ছা স্বাগতম। নতুন লেখকদের নতুন নতুন লেখায় সামু হয়ে উঠুক আরো প্রানবন্ত।
নতুন সবাই কে নিচের লেখাটা পড়ে আসার জন্য অনুরোধ রইল........
সামু ব্লগের সহজ পাঠ!! (অনভিজ্ঞদের জন্য) [http://www.somewhereinblog.net/blog/gameChanger/30079740]
পরিশেষে পুরানো সবাইকে নতুনদের নতুন নতুন লেখাকে ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখার জন্য অনুরোধ করছি।
সময়ের সাথে সাথে তারা সব কিছুই শিখে যাবে...........
কারন আমরা সবাই একদিন তাদের মতোই শুরু করেছিলাম সামু তে............
ধন্যবাদ এবং শুভ কামনা রইল!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৫

আমি মুক্তা বলেছেন: ওয়েলকাম-এর জন্য অনেক ধন্যবাদ। ভাই আকাশ আপনার সুন্দর পরামর্শ ও শেয়ার করা অনভিজ্ঞদের জন্য পোষ্টটি গভীর মনোযোগ সহকারে পড়লাম। আপ্লুত আমি, সত্যিই আপনারা এতটা সহনশীল হবেন তা ভাবতে পারিনি। আবারও ধন্যবাদ দিয়ে শেষ করলাম।
পুনশ্চ: আমার বাড়ি যমুনা'র ওপাড়ে নিশ্চয়, তবে অনেক দুরে নয় যমুনা থেকে মাত্র ১০০ বা তার চেয়ে সামান্য কম-বেশি দূরত্বে হতে পারে। আপনিও রাজশাহী বিভাগের জেনে প্রীত হলাম। আমি রাজশাহী সিটি কলেজের ছাত্র ছিলাম।

২৪| ০৯ ই মার্চ, ২০২০ সকাল ৭:২৫

খায়রুল আহসান বলেছেন: ব্লগে সুস্বাগতম, শুভ হোক আপনার ব্লগযাত্রা! আশাকরি, এখন থেকে নিয়মিতভাবে লিখে যাবেন, পড়ে যাবেন, মন্তব্য করে যাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.