নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে চেনার চেষ্টা করি সবসময়, কিন্তু একদমই চিনতে পারি না।

আমি মুক্তা

নিজেকে খুঁজে ফিরি অহর্নিশ, কে আমি, কোথায় ছিলাম, কোথায় এলাম আর কিছুদিন পর কোথায় যাবো?

আমি মুক্তা › বিস্তারিত পোস্টঃ

আত্মপোলব্ধি-অথবা অন্যকিছু-২

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৪

আগের পর্ব

মুক্তা হেঁটে চলছে আর ফুটপাতে অসহায় মানুষগুলোর রাত্রি যাপনের দৃশ্যগুলি দেখছে আর লজ্জায় তার মরে যেতে ইচ্ছা করছে। ইশ এই কি আমাদের স্বপ্নের সোনার বাংলা, এই দেশটা পাওয়ার জন্যই কি আমার বাবা মুক্তিযুদ্ধ করেছিল। এই দেশটা এখন নাকি একটি মধ্যম আয়ের দেশ, এ দেশে নাকি এখন কোন গরীব নেই।

- তাহলে এরা কারা?

নিজেই নিজের প্রশ্নের উত্তর দিল, এরা নিশ্চয় রোহিঙ্গা অথবা ভিন্ন জগত থেকে আসা কোন এলিয়েন হবে হয়তো। নইলে পৌষের এই হীম ঠাণ্ডায় কোনপ্রকার ঘর বা আচ্ছাদন ছাড়াই এভাবে খোলা রাস্তার পাশে শুধুমাত্র একটি পাতলা কম্বল বা কাঁথা মুড়ি দিয়ে রাত পার করা তো কোন সাধারণ মানুষের পক্ষেই সম্ভব নয়। যেখানে সে হাঁটছে, তার গায়ে রয়েছে বেশ কয়েকটি শীতের পোষাক তার পরও মাঝে মাঝে পাশ দিয়ে ছুটে চলা হীম ঠান্ডা হাওয়ায় তার হাড় পর্যন্ত কেঁপে কেঁপে উঠছে।

যাহোক সে হেঁটে শাহবাগে যাওয়ার জন্য পল্টন থেকে রওনা হয়েছিল। কিন্তু আধা ঘণ্টার ওপর সে হাঁটছে, কিন্তু এখনও শাহবাগ পৌছাচ্ছে না, ব্যাপার কি? মনে মনে ভাবছে আর হেঁটেই চলেছে। একসময় নিজেকে আবিষ্কার করে সে আবারও পল্টনেই ফিরে এসেছে।

- এটা কি হলো? কিভাবে হলো? আমি তো এতক্ষণ শাহবাগ চলে যেতাম, কিন্তু তার বদলে পল্টন কিভাবে এলাম!

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪১

এ.এইচ.নাবিল বলেছেন: ভাবিয়ে তুললেন।
আমার ব্লগ পড়ার আমন্ত্রণ রইল।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৩

আমি মুক্তা বলেছেন: প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ। সত্যি ভাববার বিষয় বটে!
আপনার আমন্ত্রণ রক্ষা করলাম।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৩

ম্যাড ফর সামু বলেছেন: আচ্ছা তাইতো! এটা কিভাবে হলো?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৪

আমি মুক্তা বলেছেন: এটা কিভাবে হলো সেটা আমি কেন বলবো? আপনারা খুঁজে বের করুন।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: দেশ উন্নয়নের মহাসড়কে অথচ দরিদ্রলোকদের কোনো উন্নয়ন নেই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০০

আমি মুক্তা বলেছেন: উন্নয়নের মহাসড়কে এসব দরিদ্ররা বুক পেতে দেয়। তাদের বুকের ওপরই যে এই মহাসড়ক দাঁড়িয়ে রয়েছে।

৪| ২৩ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৪২

মেঘ প্রিয় বালক বলেছেন: আপনি কল্পনার জালে বন্দি ছিলেন। আপনার মেধাশক্তি অনেক প্রখর।
চিরকুট পড়ার আমন্ত্রণ রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.