নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে চেনার চেষ্টা করি সবসময়, কিন্তু একদমই চিনতে পারি না।

আমি মুক্তা

নিজেকে খুঁজে ফিরি অহর্নিশ, কে আমি, কোথায় ছিলাম, কোথায় এলাম আর কিছুদিন পর কোথায় যাবো?

আমি মুক্তা › বিস্তারিত পোস্টঃ

ডিজুস প্রেম। পর্ব-৬

২২ শে মার্চ, ২০১৯ সকাল ১১:১৯

সূত্রপাত:

ডিজুস প্রেম। পর্ব-১
ডিজুস প্রেম। পর্ব-২
ডিজুস প্রেম। পর্ব-৩
ডিজুস প্রেম। পর্ব-৪
ডিজুস প্রেম। পর্ব-৫

অনেকভাবে বুঝিয়েও তাকে কিছুতেই যখন পিছু ছাড়াতে পারলাম না, তখন ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিলাম, যাই একবার সরাসরি দেখা করে সব কথা খুলে বলে যদি তার সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্কটা স্থায়ী করা যায়। অফিস থেকে ছুটি পাওয়া অনেক মুশকিল হলো, কিন্তু তবুও নির্ধারিত তারিখের ২দিন আগে ৪দিনের ছুটি ম্যানেজ করে চেপে বসলাম গাড়িতে। সারপ্রাইজ দেওয়ার জন্য ওকে আগে জানাই নি যে আমি রওনা হয়েছি।

রাত ১২.১০ মিনিটে সে ফোন দিল:
- মনে আছে আজ কয় তারিখ?
- হুম মনে আছে, কিন্তু অফিস থেকে তো ছুটি দিচ্ছে না।
- চাকুরী ছেড়ে দিয়ে আসো। তোমাকে সারা জীবন বসিয়ে রাখবো আমার পাশে, চাকুরী করে যতটাকা বেতন পাও তার ডাবল দেবো। তোমার ডিউটি শুধু আমাকে ভালোবাসা।
- ওমা তাই, তাহলে তো ভেবে দেখতে হয় তোমার প্রস্তাব। কিন্তু আমার বউ-বাচ্চার কি হবে?
- ওদেরও সঙ্গে করে নিয়ে আসো। আমার বাড়িটা অনেক বড়ো। সেখানে সবার যায়গা হয়ে যাবে।
- আচ্ছা ভেবে দেখি!
- ভেবে দেখি মানে কি? তুমি যদি কালকে না আসো আমি কিন্তু সত্যি সত্যি চলে আসবো তোমার বাড়িতে।
- তাই! তাহলে প্রস্তুতি নাও। আমি আসতে পারবো না।
- তুমি এত নিষ্ঠুরের মতো আচরণ করছো কেনো? আমাকে ভালোবাসো না?
- হুম ভালোবাসি, তবে প্রেমিকা নয় একজন সত্যিকারের ভালো বন্ধুর মতো।
- ফাজলামো ছাড়ো, তুমি যদি কাল সকালে রওনা না করো আমি কিন্তু সত্যি সত্যি দুপুরে বেরিয়ে পড়বো। আব্বুকে বলেছি তিনি আমাকে টাকাও দিয়েছেন।
- মানে? কি বলছ তোমার আব্বুকে?
- বলছি আব্বু আমি একটা ছেলেকে খুব ভালোবাসি, কিন্তু সে আমার সঙ্গে দেখা করতে চায় না, তাই আমি যাবো তার সঙ্গে দেখা করতে, আর তাকে বিয়েও করতে চাই।

কথাটি শুনে আমার শরীরের সব লোমগুলি দাঁড়িয়ে গেলো মুহুর্তে! বলে কি মেয়ে!

- তুমি ফান করছো, তুমি আগে বলছো তুমি তোমার আব্বুকে খুব ভয় পাও। তাই তুমি কখনোই এসব কথা বলতে পারো না।
- বলছি, আরো বলছি, যদি তুমি আমাদের সম্পর্ক বা বিয়ে করার পর আমার স্বামীকে মেনে না নাও তাহলে আমি চিরদিনের মতো তোমার বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হবো।
- শোনো পাগলামি রাখ। আমি ভেবে দেখি কি করা যায়।
- ভাবাভাবি বাদ, কাল সকালে ঘুম থেকে উঠে সোজা গাড়িতে উঠবে। আমি সকালে ফোন দিয়ে তোমাকে জাগিয়ে দেবো।
- তার মনে হয় দরকার হবে না, যেভাবে কথা বলা শুরু করেছো তা তো মনে হয় সকালের আগে থামবে না।
- তোমার কি কথা বলতে খুব কষ্ট হচ্ছে?
- নাহ্ কষ্ট হবে কেনো? তুমিই তো বললা, কাল সকালে ঘুম থেকে উঠে তোমার বাড়ির দিকে রওনা দিতে। তা ঘুমাতেই যদি না দাও তাহলে সকালে ঘুমিয়ে গেলে রওনা দেবো কিভাবে? আর ঘুম চোখে যদি রওনা দেই আর গাড়িতে ঘুমিয়ে গেলে যদি অন্যকোথাও চলে যাই।
- আরে হারিয়ে যাবে কিভাবে, তোমার যে চেহারা কেউ নেবে না তোমাকে এই আমি ছাড়া!
- ও, তাই! এত আত্মবিশ্বাস।
- হুম, আত্মবিশ্বাস এবং গভীর ভালোবাসা!
- আচ্ছা ঠিক আছে বুঝছি এবার আমাকে ঘুমাতে দাও, সকালে উঠে চিন্তা করে দেখি।
- ওকে, আমার পরাণ পাখি, তাহলে সকালে তুমি রওনা হবে তো?
- আগে তো ঘুমাই, আর সকাল পর্যন্ত বেঁচে থাকি।
- ইশ্! কি বাজে কথা, তুমি আমার আগে কখনও মরবে না! আচ্ছা ঠিক আছে ঘুমাও সোনা। সকালে ফোন দেবো।

আমি ওকে বলে ফোনটা কেটে দিয়ে মনে মনে ভাবছি, কোন ভুল করছি না তো! মেয়েটা আবার কোন চক্রের সঙ্গে জড়িত নয় তো! আর এ ভয় থেকেই তাকে না জানিয়ে আমি হঠাৎ করে রাতেই রওনা দিলাম। আর সে যেনো গাড়ির শব্দ বুঝতে না পারে সেজন্য তাড়াতাড়ি কথা শেষ করে দিলাম ঘুমানোর বাহানা করে।

গাড়ি ছুটে চলছে! কখনও হালকা ঝাঁকুনিতে আমার তন্দ্রা ভেঙ্গে গেলে বাইরে তাকিয়ে দেখার চেষ্টা করি কোথায় এলাম, আর কতটুকু পথ রয়েছে তা রাস্তার পাশের মাইলপোষ্ট দেখে বোঝার চেষ্টা করি। যদিও রাতের গাড়ি তীব্র গতিতে ছুটে চ'লছে তবুও মাঝে মাঝে দুয়েকটা মাইলপোষ্টে একঝলক চোখ বুলিয়ে নিয়ে আবার চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করি।

একসময় পৌছে গেলাম আমার নির্দিষ্ট গন্তব্যে। ঠিকানা জানা ছিল পুরোপুরি। কিন্তু সমস্যা হলো এখন রাত প্রায় ৩টা বাজে আর আমার সঙ্গে বেশ-কিছু টাকা পয়সাও ছিল, তাই কাউকে কিছু না জিজ্ঞেস করেই রাস্তার সাইনবোর্ড দেখতে দেখতে হাঁটতে থাকি। নির্জন শহর, ঘুমে বিভোর, রাস্তায় একটি রিকশা বা সিএনজি অথবা অন্য কোন জনমানুষ নেই। রাস্তার ধারের দোকানগুলি সব বন্ধ। দুয়েকবার টহল পুলিশের গাড়ি হুশ করে চলে গেলো আমার পাশ দিয়ে। আমি আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটছি, এমন ভাব করছি যে এ শহর আমার সম্পূর্ণ চেনা, আমি জানি আমার গন্তব্য কোথায়। কিন্তু আধাঘণ্টা হেঁটেও যখন ইপ্সিত জায়গা খুঁজে পেলাম না তখন ফোন দেই তাকে।

-ঘুম জড়ানো কণ্ঠে, হ্যালো সোনা কি হলো?
- ঘুম আসছে না তো তাই ফোন দিলাম। তুমি ঘুমাচ্ছিলে? বিরক্ত করলাম।
- আরে কি বলো, ঘুমাচ্ছিলাম ঠিক আছে কিন্তু এখন তো ঘুমটা ভেঙ্গে গেছে। আর তোমার সঙ্গে কথা বলব তাতে আবার কিসের বিরক্ত।
- ও, আচ্ছা ভালো। আচ্ছা তোমার বাড়ির আশপাশে স্কুল না কলেজ কি যেন একটা আছে না? ওটার নাম কি?
- ........... মাদ্রাসা, পাশে একটা বিরাট খেলার মাঠ, আর মাঠের উত্তর দিকে আমাদের তিনতলা বাড়ি। বাড়িটা অনেক বড়।
- ও হ্যাঁ মনে পড়েছে।
- কিন্তু এত রাতে তুমি ফোন দিয়ে কোথায় একটু ভালোবাসার কথা বলবা তা না এসব উল্টা-পাল্টা কেনো জিজ্ঞেস করছো?
- দরকার আছে। আচ্ছা বাসস্ট্যন্ড থেকে কোনদিকে ঐ মাদ্রাসাটা।

এবার সে ফোনে ডিরেকশন দিচ্ছে আর আমি হাঁটছি আর তার বর্ণনার সঙ্গে মিলিয়ে পরের রাস্তা খুঁজে নিচ্ছি। একবার রাস্তা ভুল করে একটা গলির মধ্যে ঢুকে পড়ি। মেইন রাস্তা থেকে গলিপথে বেশ কিছুদুর যাওয়ার পর তাকে বলি গলির আশেপাশের স্থানের বর্ণনা দেই, সে বলে

- আশ্চর্য তুমি কিভাবে জানলে, একদম ঠিক মিলে যাচ্ছে। কিন্তু আমাদের বাড়ি তো ঐ দিকে না ঐ দিকে যাওয়ার আগে একটা রাস্তা বামদিকে গেছে সে রাস্তায় অল্প কিছুদুর আসলেই দেখবা মাদ্রাসা ও তার সামনে অনেক বড় মাঠ।
- ও তাই! আচ্ছা, ঠিক আছে মনে রাখলাম।
- তুমি সত্যি কাল সকালে রওনা দেবে তো?
- ভেবে দেখি।

মোবাইলে এভাবে কথা বলছি আর হাঁটছি। হঠাৎ একটা মোড় ঘুরেই দেখি সামনে ৩/৪ টা ছেলে দেয়ালে কি যেনো লিখছে, আমি তাদের দেখে প্রথমে ভীষণ ভয় পাই। থমকে দাঁড়াতে গিয়েও একই গতিতে চলতে থাকি। মনে শঙ্কা জাগল এইবার বুঝি গেলাম! ছিনতাইকারীর হাতে সব খোয়াতে হবে। মনে মনে প্রস্তুতি নিয়ে নিয়েছি যদি তারা আমাকে ধরে বসে তাহলে যা আছে সব দিয়ে দেবো বিনা প্রতিবাদে, কোন হিরোগিরি দেখাতে যাবো না। ভাবছি আর আমার মতো হাঁটছি। নেজেকে বার বার বোকা ভাবছি। এভাবে একটা মেয়ের পাল্লায় পড়ে এতদূরে এতরাতে একা আসা উচিত হয়নি, এবার না বেঘোরে প্রাণটা খোয়াতে হয়।

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৩৪

শায়মা বলেছেন: হায় হায় এই জন্যই ডিজুস প্রেম ভালো না !:)

২২ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:২১

আমি মুক্তা বলেছেন: হুম! এই জন্যই তো ডিজুস প্রেম করি না! :P

অনেক ধন্যবাদ আপু, প্রথম মন্তব্য এবং হৃদয়ছোঁয়া ভালোলাগা প্রকাশের জন্য।

২| ২২ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:২৯

যায্যাবর বলেছেন: হায় হায়, প্রাণটা কি সত্যি গেলো না রইল ভাইয়ু! জলদি জানান।

২২ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৩২

আমি মুক্তা বলেছেন: সুন্দর মন্তব্য এবং ভালোলাগা রেখে যাওয়ায় অশেষ কৃতজ্ঞতা।

২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৩৩

আমি মুক্তা বলেছেন: প্রাণ যদি চলেই যেতো, তাহলে এই কাহিনী আপনাদের কে শোনাচ্ছে, আমার ভুত নাকি? :P

সব রহস্য যদি আগেই জেনে যান তাহলে তো আমার কষ্ট করে লেখা গল্প আর পড়তে আসবেন না। তাই রহস্য রহস্যই থাক।

৩| ২২ শে মার্চ, ২০১৯ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: এই অফিস আমাদের অনেক আনন্দ কেড়ে নেয়।

২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৩২

আমি মুক্তা বলেছেন: ঠিক ই বলেছেন ভাই! এই যে আজ শুক্রবার তবুও এখনও অফিসেই রয়েছি। যদিও কাজ বাদ দিয়ে ব্লগিং এ আছি, কিন্তু তবুও তো বন্দী এখন।

৪| ২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:১৮

মুক্তা নীল বলেছেন: এখন উভয়ের জন্যই চিন্তা হচ্ছে, এটা কি স্বপ্ন? বাস্তবে অনেকে
এ রকম ভয়াবহ ভুলের স্বীকার হয়েছে।
মেয়েটার অদৃশ্য মায়াজালে লেখকও আটকে গেলন। মজা ও ভয় লাগছে। দেখা যাক কি হয়,,,,

২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৬

আমি মুক্তা বলেছেন: একদম সত্য কথা আপুনি, বাস্তবে অনেকেই এর চেয়েও ভয়াবহ পরিস্থিতির স্বীকার হয়েছে।

মেয়েটার মায়াজালে লেখকও আটকে গেলেন। মজা ও ভয় লাগছে।

চিন্তা নেই মিতা- এই সামান্য মায়াজাল আর ভয়ের বাউন্ডারী ভাঙ্গার ক্ষমতা লেখকের থাকা উচিত, তাই না!

সুন্দর মন্তব্য আর ভালোলাগা রেখে যাওয়ায় লেখকের তরফ থেকে আন্তরিক মুবারকবাদ, আপনার প্রেরণা লেখার উৎসাহ।

২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৬

আমি মুক্তা বলেছেন: মিতা, ব্লগ লেখেন না কেনো, আপনার লেখাও কিন্তু অনেক সুন্দর হয়, জলদি জলদি কিছু লিখে আমাদের অপেক্ষার প্রহর আর ব্লগের খারাপ সময় ঘুচিয়ে দেন।

৫| ২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:২৪

ম্যাড ফর সামু বলেছেন: ট্রাজেডি! ট্রাজেডির গন্ধ পেলাম মনে হলো, এখন আপনার কি হবে? আপনি একা, গভীর রাত, তারা ৩/৪ জন দুষ্টু ছেলে!

তবে মুক্তা নীল আপুর কথা যেন ঠিক হয় এটা যেন স্বপ্নই হয়, বাস্তবে নিশ্চয় এমনটা হয়নি? কি বলেন?

লেখাটির কয়েক পর্ব বেশ ভালো লাগলো! এবার এই পর্বে পুরো আটকে গেলাম, পরের পর্ব কবে দিবেন?

২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:২৯

আমি মুক্তা বলেছেন: ওরে আমার পাগলাভাই, সবকিছুতে এমন পাগলামো করলে চলবে কেমনে, হুম। এক সঙ্গে এত প্রশ্নবোধক দেখে তো আমি রীতিমত ভয় পাইছি, কোনটা ছেড়ে কোনটার জবাব দেবো ভেবে পাচ্ছি না।

তবে সব ?-এর একটাই উত্তর একটু ধৈর্য ধরুন সব জানতে পারবেন।

লাইক দেয়া এবং ভালোলাগা প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ।

৬| ২২ শে মার্চ, ২০১৯ রাত ৮:২৩

বলেছেন: অপেক্ষায় রইলুম।



জমপেশ গল্প ++

২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৫৭

আমি মুক্তা বলেছেন: হৃদয়কাড়া মন্তব্য! অপেক্ষার প্রহর শীঘ্রই ঘুচাতে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.