| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুহাম্মদ রেজাউল হাসান
একটা নির্দিষ্ট ভালবাসা ছিল,তা হারিয়ে ফেলেছি।এখন আর কোন কিছুর প্রতি ভালবাসা মনে জাগে না।
মজার কিছু রেকর্ড
জয়সুরিয়ার ৪০০ তম ম্যাচে
শ্রীলংকা ইংল্যান্ডের সাথে হেরেছিল। ![]()
আবার টেন্ডুলকারের ৪০০ তম ম্যাচে
ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে হেরেছিল। ![]()
এবং জয়বর্ধনের ৪০০ তম ম্যাচে
শ্রীলংকা ইন্ডিয়ার সাথে হেরেছিল।![]()
এখন,আসল কথা হল আগামীকাল
বাংলাদেশ বনাম শ্রীলংকার
ম্যাচে সাঙ্গাকারার ৪০০ তম ম্যাচ হবে। ![]()
যদি এই রেকর্ডটা বজায় থাকে
তাহলে আশাকরি বাংলাদেশ জিতবে। ![]()
দেখা যাক কি হয় ম্যাচে। ![]()
আল্লাহ্ ভরসা![]()
©somewhere in net ltd.