নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল ছেলে আমি,আমাই ভাল থাকতে দাও।

মুহাম্মদ রেজাউল হাসান

একটা নির্দিষ্ট ভালবাসা ছিল,তা হারিয়ে ফেলেছি।এখন আর কোন কিছুর প্রতি ভালবাসা মনে জাগে না।

মুহাম্মদ রেজাউল হাসান › বিস্তারিত পোস্টঃ

আমি তুমি।।

০৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫০

আমি ডিম,তুমি আন্ডা,
আমি গরম,তুমি ঠান্ডা।
আমি গান,তুমি গল্প,
আমি বেশি,তুমি অল্প।
আমি মাথা,তুমি লেজ
আমি শুরু,তুমি শেষ।
আমি বাহির,তুমি অন্তর,
আমি বাঘ,তুমি বান্দর।
আমি হরিণ,তুমি খাটাশ,
আমি ১৯ তুমি ২৮।
আমি শ্যাম,তুমি সাদা,
আমি চালাক,তুমি গাধা।
আমি ইট,তুমি খোয়া,
আমি খই,তুমি মোয়া।
আমি ফুল,তুমি কাঁটা;
আমি গম,তুমি আটা।
আমি নৌকা,তুমি ব্রীজ;
আমি মাছ,তুমি ফ্রিজ।
আমি রাত,তুমি ভোর;
আমি ভালো,তুমি চোর।
আমি বৃক্ষ,তুমি ফল;
আমি নদী,তুমি জল।
আমি মেঘ,তুমি বৃষ্টি;
আমি চক্ষু,তুমি দৃষ্টি।
আমি গুল্ম,তুমি তরু;
আমি চতুর,তুমি ভীরু।
আমি বধির,তুমি বোবা;
আমি সাগর,তুমি ডোবা।
আমি খাতা,তুমি কলম;
আমি ট্যাবলেট,তুমি মলম।
আমি কান্না,তুমি হাসি;
আমি টাটকা,তুমি বাসি।
আমি বিষন্ন,তুমি হতাশা;
আমি কদমা,তুমি বাতাসা।
আমি হাত,তুমি পাও;
আমি নগদ,তুমি ফাও।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.