নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল ছেলে আমি,আমাই ভাল থাকতে দাও।

মুহাম্মদ রেজাউল হাসান

একটা নির্দিষ্ট ভালবাসা ছিল,তা হারিয়ে ফেলেছি।এখন আর কোন কিছুর প্রতি ভালবাসা মনে জাগে না।

মুহাম্মদ রেজাউল হাসান › বিস্তারিত পোস্টঃ

কষ্ট লাগে

১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৫

রুবেল হোসেন।
বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে নেয়ার মুল নায়ক।
বাংলাদেশীদের আস্থা, ভরসা ও ভালবাসার স্থানে থাকা ক্রিকেটার।
সেই রুবেলকে "পার্ট টাইম ক্রিকেটার ও ফুলটাইম ক্রিমিনাল" বলে টুইট করেছে ফাকিস্তানি কুলাঙ্গার 'নাসির জমশেদ'।
আমাদের মুক্তিযুদ্ধ নিয়েও কটুক্তি করেছে সে সময়ের হানাদারদের এ সময়ের কুপ্রজন্ম নাসির জমশেদ।
চুলকানি উঠায় সে টুইট করেছে-
"ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ যেভাবে উল্লাশ করছে মনেহচ্ছে যেন তারা ৭১ এর যুদ্ধে জিতেছে ভারতের কোন সহায়তা ছাড়া।"
আর আমাদের দ্ব্যার্থহীন মন্তব্য হল-
★তোদের মত আমরা মদোতী, সারাবী নই।★
★আমাদের ক্রিকেটাররা তোদের মত *গীবাজ নয়।
★টাকার লোভে ফিক্সিং করেনা আমাদের ছেলেরা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০৯

দুরন্ত শাহিন বলেছেন: এই ধরনের একটি মন্তব্য লেখার জন্য আপনাকে ধন্যবাদ !

২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫০

মুহাম্মদ রেজাউল হাসান বলেছেন: আমার কথাই সাড়া দেওয়ার জন্য আপনাকেউ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.