![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা নির্দিষ্ট ভালবাসা ছিল,তা হারিয়ে ফেলেছি।এখন আর কোন কিছুর প্রতি ভালবাসা মনে জাগে না।
সত্যি কথা.।.।.।.।.।
আমি আজ প্রায় ৩ ৪ বছর ধরে এই বল্গ টি অনুসরণ করে আসছি কিন্তু দুঃখের বিষয় হল, আমি যে দিন রাতে ব্লগ এ লগইন করি সেই রাতে ই অভিজিৎ রায় কে খুন করা হয়।
সকালে যখন খবর টি পায়, তখন মনে মনে একটু ভয় ভয় অনুভব করছি কিন্তু কেন জানি জানি না।
এখন কথা হল,আমি ব্লগ ই লিখব তবে তাই কি কোন ধর্ম কে নিয়ে ক্যতুক্তি করব না কি।যারা অমুসলিম,তারা তো তাদের ধর্ম কে খুব সম্মান করে আবার অন্য ধর্ম কেউ কে,তবে কিছু কিছু মানুষ এর ওই জ্ঞান-বুদ্ধি মাথাই নাই তাই তারা এক প্রবিত্র ধর্ম "ইসলাম" কে সম্মান করে না।
এখন দেখেন,অন্য ধর্মের হয়ে ও আমাদের ধর্ম কে সম্মান করে কিন্তু আমরা মুসলিম রা কি করি????
প্রশ্নের উত্তর খুব কম পাব,তবে এটাই সত্য কথা যে, আমরা মুসলিম হয়ে ও নিজের ধর্ম কে সম্মান করতে জানি না।
তুমি যদি ইসলাম ই বিশ্বাস না কর তাহলে তো তুমি 'নাস্তিক' এতে কার কোন সন্দেহ আছে???
না, নাই।
আমরা অনেকে ব্লগে লিখা লিখি করি তবে তাই নিজের ধর্ম কে নিয়ে কোন কথা নয়।
অনেকের মনে এখন ও প্রশ্ন আছে, ওয়াশিকুর বাবু কে কেন খুন করা হল।
আসলেই ও ছিল বড় একজন নাস্তিক এর মাঝে একজন।
এর কিছু চিত্র দিচ্ছি।
এখন ভাবছেন, তাহলে ওকে এমন করে খুন করা হল কেন???
হুম এটাই কথা।
ইসলাম নাস্তিক দের রাখে না, উদের কোন না কোন ভাবে শেষ করবে আল্লাহ। যারা করছে উদের ধন্যবাদ দিতে হবে।না হয় সে এমন করে আরো অনেক কিছু লিখত আর যা মানুষ এর কাছে অনেক ক্ষতি কর হয়ে আসত
কিন্তু এমন করে খুন না করে , বিশ্ব কে জানিয়ে করত।তাহলে আমরা আরো আগে দেখতাম।
যায় করছ ভাই (ওয়াশিকুর বাবু) আল্লাহ তোমাকে মাফ করে দেয় যেন, তুমি যেন জান্নাতে যেতে পার।
আমি জানি্্ অনেকে পরবেন, আবার অনেকে না ও পরবেন।
কথা হল- কেউ সাপোর্ট করবে আবার কেউ সাপোর্ট না করে খারাপ ভাববেন।
যাই ভাবেন, আমি একজন মুসলিম তাই নিজে কে ধরে রাখতে পারিনি
সংগ্রহ.।.।.।.।.।
Click This Linkপ্রথম আলো।
০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৯
মুহাম্মদ রেজাউল হাসান বলেছেন: হয়ত আপনার নেট এর সমস্যার কারনে দেখা যাচ্ছে না।
০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০২
মুহাম্মদ রেজাউল হাসান বলেছেন: দেখা না গেলে নিচে একটি লিঙ্ক আছে প্রথম আলোর । ওইটাই দেখতে পারেন।
২| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৮
নুর ইসলাম রফিক বলেছেন: আপনার উপলোডে সমস্যা হয়েছে।
একটু খেয়াল করুন।
০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৭
মুহাম্মদ রেজাউল হাসান বলেছেন: তবে আমি দেখতে পারছি
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৪
নুর ইসলাম রফিক বলেছেন: সব গুলি চিত্র তো আসেনি সম্মানিত ব্লগার।