নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল ছেলে আমি,আমাই ভাল থাকতে দাও।

মুহাম্মদ রেজাউল হাসান

একটা নির্দিষ্ট ভালবাসা ছিল,তা হারিয়ে ফেলেছি।এখন আর কোন কিছুর প্রতি ভালবাসা মনে জাগে না।

মুহাম্মদ রেজাউল হাসান › বিস্তারিত পোস্টঃ

কিছু দরকারী কথা

২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৬

১। মাগরিবের আজানের সময়
পুকুরপাড়,বাঁশঝাড়, তালগাছ,
সুপারীগাছ,
বাসার ছাদ
অথবা অন্ধকার রুমে থাকবেন না।
অস্বাভাবিক
কিছু.দেখে ফেলতে পারেন।
.
২। গভীর রাতে একা রাস্তায়
হাঁটার সময়
যদি দেখেন
কালো কুকুর বা কালো বিড়াল
আপনার
বামপাশ
থেকে আপনাকে ক্রস
করার চেষ্টা করছে,
তবে এটাকে কোনভাবেই
বামপাশ
দিয়ে ক্রস করতে দেবেন না। আপনার
ক্ষতি হতে পারে।
.
৩। চার রাস্তার মোড়ে গভীর
রাতে একা দাঁড়াবেন না।
আপনি ভুল পথে যাবেন তাহলে।
অর্থাৎ,
আপনাকে ভুল
পথে নিয়ে যাওয়া হবে।
.
৪। যদি দেখেন, বাঁশঝাড়ের কোন
একটি বাঁশ
কোন
কারন
ছাড়াই নিচু হয়ে আছে, তবে, ওই
বাঁশের ওপর
দিয়ে যাওয়ার
চেষ্টা করবেন না। আপনার
ক্ষতি হতে পারে।
.
৫। আপনি রাতের বেলা কোন
লোকের
পিছনে অনেকগুলো কুকুর লাইন
বেঁধে যেতে দেখেন, তবে, ভুলেও ঐ
পথে যাবেন
না।
কারন, লোকের পিছনে কুকুর ঘুরার
ব্যাপারটা অনে খারাপ
কিছু
নির্দেশ করে।
.
৬। ঘুম ভাঙ্গার পর যদি আপনার মনে হয়
রুমে অদৃশ্য কেউ
একজন আছে,
তবে সাহসীকতার
সাথে বিষয়টা অবহেলা করুন। আর
চুপচাপ রুম
থেকে বেরিয়ে যান।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৬

জেন রসি বলেছেন: খাইছে...... :)

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২৫

মুহাম্মদ রেজাউল হাসান বলেছেন: কি খাইছে???

২| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:


গুহা মানবও ব্লগার?

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২৬

মুহাম্মদ রেজাউল হাসান বলেছেন: গুহা মানুব কে???

৩| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৭

শাহরিয়ার রোমান বলেছেন: কিন্তু এগুলোর পেছনে কারন কি???

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২৭

মুহাম্মদ রেজাউল হাসান বলেছেন: সর্বোপরি ভূত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.