নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল ছেলে আমি,আমাই ভাল থাকতে দাও।

মুহাম্মদ রেজাউল হাসান

একটা নির্দিষ্ট ভালবাসা ছিল,তা হারিয়ে ফেলেছি।এখন আর কোন কিছুর প্রতি ভালবাসা মনে জাগে না।

মুহাম্মদ রেজাউল হাসান › বিস্তারিত পোস্টঃ

নারীদের শরীরের যেসব বিষয় পুরুষরা পছন্দ করেন না :

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৯

- নারীর অতিরিক্ত মেকআপ দেয়া পুরুষকে বিমুখ করে দেয়। বিশেষ করে মেকআপ দিয়ে নিজের গায়ের রঙ বদলে ফেলা বা বেশি ঝলমলে রঙের লিপস্টিক পুরুষেরা পছন্দ করেন না। এই মেকআপ করুন এমনভাবে যেন তিনি বুঝতেই না পারেন।

- নোংরা ও অপরিচ্ছন হাত-পায়ের নখ পুরুষের ভীষণ অপছন্দ।

- এলোমেলো, না আঁচড়ানো, জট বাঁধা চুল কোনো পুরুষই পছন্দ করেন না।

- যেসব মেয়েরা নিয়মিত গোসল করেন না, তাদের এই ব্যাপারটি বুঝতে পারলে দূরে সরে যান যে কোন পুরুষ।

- পুরুষরা নিজেরা যতই বলুক না কেন, মেয়েদের মুখে নোংরা ভাষা বা অশ্লীল গালাগাল মোটেও শুনতে চান না পুরুষেরা। সাথে অশ্লীল দৈহিক ভঙ্গিও খুবই অপছন্দ করেন তারা।

- নারীর মাঝে পুরুষালি ভাবটাও পুরুষদের ভীষণ অপছন্দ।

- গলায় ও ঘাড়ে কালো দাগ একদমই পছন্দ করেন না পুরুষেরা।

- নারীরা মোটা হোন বা চিকন, কালো হোন বা ফর্সা, পুরুষের কাছে এটাই গুরুত্বপূর্ণ যে তাকে দেখতে সুন্দর ও মার্জিত লাগছে কিনা। সুন্দর লাগলে মোটা, চিকন, কালো, ফর্সা কোনো কিছুই ব্যাপার নয়।

- যদিও দেখার সময় স্বল্পবসনাদেরই দেখে থাকেন সকল পুরুষ, কিন্তু নিজের একান্ত নারীকে সবার সামনে মোটেও স্বল্প পোশাকে দেখতে চান না তারা।

- মেয়েদের গায়ের বাজে গন্ধ পুরুষকে দূরে ঠেলে দেয়। ঘাম,সিগারেট ইত্যাদির গন্ধ নারীদের দেহে মোটেও পছন্দ করেন না পুরুষরা।

- নারীদৈর “আনহেলদি” চেহারা যেকোনো পুরুষকে বিকর্ষণ করে। প্রাণহীন ও বাজে ত্বক, অতিরিক্ত রোগা হওয়া, চোখের নিচে কালো দাগ, গায়ে ময়লা, অপরিচ্ছন্ন জামা-কাপড় ইত্যাদি সবকিছুই বিকর্ষণ করে পুরুষকে।

- ময়লা দাঁত ও মুখে দুর্গন্ধকে ঘৃণা করেন পুরুষেরা।

- নারীর শরীরে অতিরিক্ত ট্যাটু দেখতেও ভালোবাসেন না তারা।

- মুখের বাড়তি লোম পুরুষের খুব অপছন্দ।

- মেয়েদের কর্কশ গলার আওয়াজটাকেও একেবারে পছন্দ করেন না পুরুষরা। তারা ভাবেন নারীদের কন্ঠস্বর হবে মোলায়েম আর নরম সুরের।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৭

খেপাটে বলেছেন: হাছা কথা,,,,এক্কেরে সত্য,,,,মনের কথা

২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪২

মুহাম্মদ রেজাউল হাসান বলেছেন: আসলে???

২| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১৯

princejohn বলেছেন: হুম ঠিক কইছেন, আমিও এগুলা একদম অপছন্দ করি বিশেষ করে অতিরিক্ত মেকাপ করা

২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৩

মুহাম্মদ রেজাউল হাসান বলেছেন: একদম আমার মত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.