![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা নির্দিষ্ট ভালবাসা ছিল,তা হারিয়ে ফেলেছি।এখন আর কোন কিছুর প্রতি ভালবাসা মনে জাগে না।
ইলিশ মাছের তিরিশ কাঁটা
মগ আনতে দিচ্ছি হাঁটা।
টিক টিক টিক টেবিল ঘড়ি
অফিস যেতে বাসে চড়ি।
খাই কমলালেবু চুষে
হাতি বলে থাকো হুঁশে।
দূর আকাশে ঈগল পাখি
টেলিস্কোপে চক্ষু রাখি।
হালুম হুলুম চিতা বাঘে
ক্রিকেট ব্যাটে বাংলা জাগে।
চরকাতে যাই সুতা কেটে
আংটি পরে আসছে হেঁটে।
প্রতীক নিয়েই দৌড়ঝাঁপ
চাচ্ছে হতে "নগরবাপ" ।
©somewhere in net ltd.