![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা নির্দিষ্ট ভালবাসা ছিল,তা হারিয়ে ফেলেছি।এখন আর কোন কিছুর প্রতি ভালবাসা মনে জাগে না।
আজ পরীক্ষার হলে লিখতে লিখতে ভাবছিলাম..............
মাদ্রাসার লিখা-পড়া সোজা।
মাদ্রাসার ছাত্র/ছাত্রিরা কম পড়লেও ভাল পাস করে।ওদের সহজ বিষয়।
আর,স্কুল-কলেজের লিখা-পড়া কঠিন,খুব পড়তে হয়,না হয় ছাত্র/ছাত্রিরা পাস করতে খুব কষ্ট হয়।
ওদের কঠিন বিষয়।
মাদ্রাসার ইন্টার ১ম ইয়ার=১৭ বিষয়।
কলেজ ইন্টার ১ম ইয়ার=৭ বিষয়।
এখন দেখেন, কার টি সহজ।কার টি কঠিন।
আমার প্রশ্ন এখন আপনার কাছে, বলতে পারেন???
মাদ্রাসার এত এত বিষয় তবু এত এত ভাল পাস করে কিভাবে???
আশা করছি,পারবেন।আপনি জানেন,মাদ্রাসার বোর্ড একটি আর কলেজের প্রতি বিভাগ একটি করে।
তাই কলেজে পাস করতে খুব সোজা না, আর মাদ্রাসায় খুব সোজা।
এখন চিন্তা করেন, কত কলেজ এর ছাত্র/ছাত্রি দেখছেন যে, তারা অজু করে পরীক্ষার হলে যায়।নামাজ পরে আল্লাহর কাছে parthona করে।হা,করে তবে খুব কমজন।
আর মাদ্রাসার ছাত্র/ছাত্রিরা সব সময় পরীক্ষার হলে যাওয়ার আগে অজু করে, ২ রাকাত নফল নামাজ পরে অনেকে।
এখন বলেন, কারা ভাল পাস করবে???
সুতারাং, এমন চিন্তা ধারা বাদ দেন।আপনি, আমি একজন বিবেকশীল মানুষ, এই জন্য আমাদের চিন্তা ধারাও হবে বিবেকশীল দের মত।ইনশাআল্লাহ
আশা করছি, কার মনে কষ্ট দেয়নি।
সত্য বলতে, আমি মাদ্রাসায় দাখিল/SSC দিছি, আর এখন কলেজে ভর্তি আছি।
ইন্টার ১ম ইয়ার শেষ করছি আজকে।
©somewhere in net ltd.